জে.এস.সি ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়- ৫ম : আদর্শ জীবনচরিত্র(১)

ওয়েব স্কুল বিডি : শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের জে.এস.সি ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়- ৫ম : আদর্শ জীবনচরিত্র(১) থেকে (১-৫০) টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো -

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)

জে.এস.সি ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়- ৫ম : আদর্শ জীবনচরিত্র (Standard Life charecter)

১. হযরত মুসা (আ)-এর সমসাময়িক ফিরআউনের নাম কী?
Ο ক) হাজ্জাজ
Ο খ) হাফিজ
Ο গ) ওয়ালিদ ইবনে মুসায়াব
Ο ঘ) ওয়ালিদ বিন খালিদ
সঠিক উত্তর: (গ)

http://www.webschoolbd.com/
২. হযরত সুলাইমান (আ)-এর অনুগত শয়তানদের সকলেই ছিল-
i. প্রাসাদ নির্মাণকারী
ii. বিচারক
iii. ডুবুরি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ)

৩. হযরত উমর ইবনে আব্দুল আযিয ছিলেন একাধারে-
i. ফকিহ
ii. মুজতাহিদ
iii. কুরআন ও হাদিসের হাফিয
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৪. হযরত আয়িশা (রা) এর অসাধারণ দক্ষতা ছিল-
i. তাফসিরে বিষয়ে
ii. ফিক্‌হ বিষয়ে
iii. হাদিস বিষয়ে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৫. উমর ইবনে আব্দুল আযিয কত হিজরিতে ইন্তেকাল করেন?
Ο ক) ৯৫
Ο খ) ৯৭
Ο গ) ৯৯
Ο ঘ) ১০১
সঠিক উত্তর: (ঘ)

৬. মারিয়াম সম্পর্কে খ্রিস্টানদের বিশ্বাস কী?
Ο ক) তিনি সাধারণ একজন নারী
Ο খ) তিনি আল্লাহর বান্দা
Ο গ) তিনি আল্লাহর স্ত্রী
Ο ঘ) তিনি অমর
সঠিক উত্তর: (গ)

৭. উমর ইবনে আব্দুল আযিযকে বলা হয়-
i. মাহদি
ii. পঞ্চম খলিফা
iii. দ্বিতীয় উমর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৮. জীবনের অনুকরণীয় ও অনুসরনীয় নিয়মনীতিকে কী বলা হয়?
Ο ক) আদর্শ
Ο খ) পদ্ধতি
Ο গ) আচরণ
Ο ঘ) কর্মসূচী
সঠিক উত্তর: (ক)

৯. ঈসা (আ)-এর ওপর কোন আসমানি কিতাব অবতীর্ণ হয়েছে?
Ο ক) কুরআন
Ο খ) তাওরাত
Ο গ) ইঞ্জিল
Ο ঘ) যাবুর
সঠিক উত্তর: (গ)

১০. আল্লাহ তাআলার কাছে কার বিশেষ মর্যাদা ছিল?
Ο ক) সাধারণ মানুষের
Ο খ) শয়তানের
Ο গ) হযরত সুলাইমান (আ)-এর
Ο ঘ) হযরত ঈসা (আ)-এর
সঠিক উত্তর: (গ)

১১. উমর ইবনে আব্দুল আযিয কত বছর বয়সে ইন্তেকাল করেন?
Ο ক) ৩৬
Ο খ) ৩৭
Ο গ) ৩৮
Ο ঘ) ৩৯
সঠিক উত্তর: (ঘ)

১২. তুর পাহাড়ে মুসা (আ) কতদিন অবস্থান করেছিলেন?
Ο ক) বিশ দিন
Ο খ) ত্রিশ দিন
Ο গ) চল্লিশ দিন
Ο ঘ) পঞ্চাশ দিন
সঠিক উত্তর: (গ)

১৩. বাইতুল মুকাদ্দাসের পুনর্নির্মাণ কাজের সাথে জড়িত-
i. হযরত মুসা (আ)
ii. হযরত দাউদ (আ)
iii. হযরত সুলাইমান (আ)
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)

১৪. কত হিজরি সনে মুহাম্মদ (স) মক্কা অভিমুখে যাত্রা করে?
Ο ক) ষষ্ঠ
Ο খ) সপ্তম
Ο গ) অষ্টম
Ο ঘ) নবম
সঠিক উত্তর: (ক)

১৫. হযরত উমর ইবনে আব্দুল আযিযকে ইসলামের কততম খলিফা বলা হয়?
Ο ক) দ্বিতীয়
Ο খ) তৃতীয়
Ο গ) চতুর্থ
Ο ঘ) পঞ্চম
সঠিক উত্তর: (ঘ)

১৬. ‘মাররুজ তাহরান’ নামক স্থানটির সাথে কোনটি জড়িত?
Ο ক) মদিনা বিজয়
Ο খ) মক্কা বিজয়
Ο গ) বদর যুদ্ধ
Ο ঘ) উহুদ যুদ্ধ
সঠিক উত্তর: (খ)

১৭. আয়িশা (রা)-এর পিতার নাম কী?
Ο ক) ওমর (রা)
Ο খ) ওসমান (রা)
Ο গ) আবু বকর (রা)
Ο ঘ) জাফর (রা)
সঠিক উত্তর: (গ)

১৮. ঈসা (আ)কে হত্যা করার জন্য কাকে পাঠানো হয়েছিল?
Ο ক) নমরুদকে
Ο খ) ফিরআউনকে
Ο গ) েআব্রাহামক
Ο ঘ) তাইতারানুসকে
সঠিক উত্তর: (ঘ)

১৯. আনসার ও মুহাজির ভ্রাতৃবন্ধনের ফলাফল কী?
Ο ক) মুসলমানদের মক্তি বৃদ্ধি
Ο খ) অর্থনৈতিক সমতা আনয়ন
Ο গ) মক্কা বিজয়
Ο ঘ) মুসলমানদের বিশ্ব শাসন
সঠিক উত্তর: (ক)

২০. রাবেয়া বসরির জীবনের সবেচেয়ে শ্রেষ্ঠ শিক্ষা কী?
Ο ক) জ্ঞান সাধনা
Ο খ) হাদিসের পান্ডিত্য অর্জন
Ο গ) ধার্মিকতা
Ο ঘ) কুমারীত্ব
সঠিক উত্তর: (গ)

২১. হযরত ঈসা (আ) ছিলেন-
i. সংসার ত্যাগী
ii. তাওহিদ প্রচারক
iii. আল্লাহর রাসুল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

২২. মক্কা বিজয়ের সময় মহানবি (স)-এর সাতে কত হাজার সাহাবি ছিলেন?
Ο ক) সাত
Ο খ) আট
Ο গ) নয়
Ο ঘ) দশ
সঠিক উত্তর: (ঘ)

২৩. হযরত মুহাম্মদ (স) কোথায় ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন?
Ο ক) ইরাকে
Ο খ) ইরানে
Ο গ) সিরিয়ায়
Ο ঘ) মদিনায়
সঠিক উত্তর: (ঘ)

২৪. “আমি বায়ুকে সুলাইমানের অধীন করেছিলাম”- এটি কোন সুরার আয়াত?
Ο ক) নিসা
Ο খ) নূর
Ο গ) সাবা
Ο ঘ) নাস
সঠিক উত্তর: (গ)

২৫. হযরত সুলােইমান (আ) দাউদ (আ)-এর কততম পুত্র ছিলেন?
Ο ক) প্রথম
Ο খ) দ্বিতীয়
Ο গ) তৃতীয়
Ο ঘ) কনিষ্ঠ
সঠিক উত্তর: (ঘ)

২৬. হযরত সুলাইমান (আ) কত বছর নবুয়াতি দায়িত্ব পালন করেন?
Ο ক) বিশ
Ο খ) ত্রিশ
Ο গ) চল্লিশ
Ο ঘ) পঞ্চাশ
সঠিক উত্তর: (গ)

২৭. মুসলমানদর ভ্রাতৃবন্ধনের সাথে জড়িত ছিলেন-
i. আনসারগণ
ii. মুহাজিরগণ
iii. মহানবি (স)
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

২৮. কত হিজরি সনে উমর ইবনে আব্দুল আযিয মুসলিম জাহানের খলিফা নিযুক্ত হন?
Ο ক) ৯৭
Ο খ) ৯৮
Ο গ) ৯৯
Ο ঘ) ১০০
সঠিক উত্তর: (গ)

২৯. মুসা (আ)-এর অনুসারীরা কার ধোঁকায় পড়েছিল?
Ο ক) ইবলিসের
Ο খ) শয়তানের
Ο গ) ফিরাউনের
Ο ঘ) সামেরির
সঠিক উত্তর: (ঘ)

৩০. হযরত সুলাইমান (আ)-এর প্রজ্ঞা ও ধীশক্তি কেমন ছিল?
Ο ক) অতীব প্রখর
Ο খ) সাধারণ
Ο গ) মোটামুটি
Ο ঘ) বেশ ভালো
সঠিক উত্তর: (ক)

৩১. রাবেয়া বসরি (র) কত হিজরিতে জন্মগ্রহণ করেন?
Ο ক) ৯৮
Ο খ) ৯৯
Ο গ) ১০০
Ο ঘ) ১০১
সঠিক উত্তর: (খ)

৩২. খুবই প্রখর ছিল সুলাইমান (আ)-এর i. জ্ঞান ii. প্রজ্ঞা iii. ধী-শক্তি নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৩৩. রাখাল ও কৃষকের ঘটনায় বিচার করেছিলেন-
i. দাউদ (আ)
ii. বিচারক
iii. সুলাইমান (আ)
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ)

৩৪. “আয়িশা (রা) হলেন মহিলাদের সাহায্য কারিনী”- কোন গ্রন্থের হাদিস?
Ο ক) কানযুল উম্মাল
Ο খ) বুখারি
Ο গ) মুসলিম
Ο ঘ) তিরমিযি
সঠিক উত্তর: (ক)

৩৫. আসমা হযরত আয়িশা (রা)কে অনুসরণ করতে পারে-
i. মিতব্যয়ী হয়ে
ii. দানশীল হয়ে
iii. ইবাদতকারিণী হয়ে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৩৬. হযরত সুলাইমান (আ) মৃত্যুর পর লাঠিতে ভর দিয়ে কত বছল দাঁড়িয়েছিলেন?
Ο ক) চার
Ο খ) তিন
Ο গ) দুই
Ο ঘ) এক
সঠিক উত্তর: (ঘ)

৩৭. হুদায়বিয়ার সন্ধির সাথে জড়িত-
i. মদিনার মুসলমানরা
ii. মক্কার কুরাইশরা
iii. রোমানরা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)

৩৮. অমুসলিম হতে আদায়কৃত নিরাপত্তা করা হলো-
Ο ক) জিযিয়া
Ο খ) খারাজ
Ο গ) উশর
Ο ঘ) যাকাত
সঠিক উত্তর: (ক)

৩৯. হযরত সুলাইমান (আ)-এর বিশাল সাম্রাজ্যে গোয়েন্দার কাজ করত-
Ο ক) টিয়া পাখি
Ο খ) কবুতর
Ο গ) হুদহুদ পাখি
Ο ঘ) পায়রা
সঠিক উত্তর: (গ)

৪০. কত হিজরিতে মক্কা বিজয় হয়?
Ο ক) তৃতীয়
Ο খ) পঞ্চম
Ο গ) সপ্তম
Ο ঘ) অষ্টম
সঠিক উত্তর: (ঘ)

৪১. জেরুজালেমের যে স্থানে হযরত সুলােইমান (আ) কে দাফন করা হয়-
Ο ক) গাজা
Ο খ) কুববাতুস সাখারা
Ο গ) রাফা
Ο ঘ) দাব্বাতুল আরদ
সঠিক উত্তর: (খ)

৪২. আল্লাহ হযরত মুসা (আ) কে কোন কিতাব দেওয়ার অঙ্গীকার করেছিলেন?
Ο ক) তাওরাত
Ο খ) যাবুর
Ο গ) ইনজিল
Ο ঘ) কুরআন
সঠিক উত্তর: (ক)

৪৩. মহানবি (স) কত খ্রিস্টাব্দে ইন্তিকাল করেন?
Ο ক) ৬৩১
Ο খ) ৬৩২
Ο গ) ৬৩৩
Ο ঘ) ৬৩৪
সঠিক উত্তর: (খ)

৪৪. হযরত রাবেয়া বসরি (র) কোথাকায় বাস করতেন?
Ο ক) সরকারি ভবনে
Ο খ) অট্টালিকায়
Ο গ) জীর্ণ কুটিরে
Ο ঘ) রাজ প্রাসাদে
সঠিক উত্তর: (গ)

৪৫. মহানবি (স) কত বছর জীবিত ছিলেন?
Ο ক) ৬১
Ο খ) ৬৩
Ο গ) ৬৫
Ο ঘ) ৬৭
সঠিক উত্তর: (খ)

৪৬. ব্যক্তিগত জীবনে মহানবি (স) ছিলেন- i. বিনরী ii. সদালাপী iii. দয়াবান নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৪৭. মুসা (আ) তাওরাত কিতাব আনতে কোথায় গিয়েছিলেন?
Ο ক) সিনাই উপত্যকায়
Ο খ) তুর পাহাড়ে
Ο গ) জাবালুন নুরে
Ο ঘ) গারে হিরায়
সঠিক উত্তর: (খ)

৪৮. ‘ফাতহুম মুবিন’ বলতে বুঝায়-
i. সুনির্দিষ্ট বিজয়
ii. সুস্পষ্ট বিজয়
iii. হুদায়বিয়ার সন্ধি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)

৪৯. আনসাররা কোথাকার অধিবাসী?
Ο ক) তায়েফের
Ο খ) মক্কার
Ο গ) মদিনার
Ο ঘ) সিরিয়ার
সঠিক উত্তর: (গ)

৫০. রাবেয়া বসরিকে অনুসরণ করে মালিহা আল্লাহর-
i. কৃতজ্ঞতা প্রকাশ করবে
ii. ইবাদত করবে
iii. ভরসা করবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – 01571769905 (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।


জে.এস.সি ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়- ৫:আদর্শ জীবনচরিত্র (Standard Life charecter) (৫১-১০০)

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post