জে.এস.সি ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায় -২য়: ইবাদত(১)

ওয়েব স্কুল বিডি : শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের জে.এস.সি ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায় -২য়: ইবাদত(১) থেকে (১-৫০) টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো -

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)

জে.এস.সি ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায় -২য়: ইবাদত (Worship)

১. আকিকা করা কী?
Ο ক) ফরয
Ο খ) সুন্নাত
Ο গ) ওয়াজিব
Ο ঘ) মুস্তাহাব
সঠিক উত্তর: (খ)

http://www.webschoolbd.com/
২. যাকাতের মাসারিফ কয়টি?
Ο ক) সাতটি
Ο খ) আটটি
Ο গ) নয়টি
Ο ঘ) দশটি
সঠিক উত্তর: (খ)

৩. কুরবানি শব্দের বাংলা প্রতিশব্দ কী?
Ο ক) উযহিয়্যাহ
Ο খ) উৎসর্গ
Ο গ) আকিকা
Ο ঘ) জবেহ
সঠিক উত্তর: (খ)

৪. হজ মুসলমানদের কী শিক্ষা দেয়?
Ο ক) ভ্রাতৃত্ব
Ο খ) আত্মবিশ্বাস
Ο গ) অধ্যবসায়
Ο ঘ) সাহস
সঠিক উত্তর: (ক)

৫. উশর কী?
Ο ক) ব্যবহার্য জিনিসের যাকাত
Ο খ) ফসলের যাকাত
Ο গ) পশুপাখির যাকাত
Ο ঘ) ধনসম্পদের যাকাত
সঠিক উত্তর: (খ)

৬. ‘ফি সাবিলিল্লাহ অর্থ’ কী?
Ο ক) আল্লাহর পথে
Ο খ) রাসুলের পথে
Ο গ) কুরআনের পথে
Ο ঘ) সৎপথে
সঠিক উত্তর: (ক)

৭. যাকাত দানকারী অবস্থান করে-
i. আল্লাহর নিকটে
ii. রাসুল (স) এর নিকটে
iii. জাহান্নাম থেকে দূরে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও iii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)

৮. মুসলিম (স) মক্কা বিজয়ের পর কোন হজ চালু করেন?
Ο ক) ইসমাঈলি হজ
Ο খ) ইসায়ি হজ
Ο গ) ইউসুফি হজ
Ο ঘ) ইবরাহিমি হজ
সঠিক উত্তর: (ঘ)

৯. হযরত আবু বকর (রা) যাকাতদানে অস্বীকারকারীদের কী বলে চিহ্নিত করেছিলেন?
Ο ক) কাফির
Ο খ) মুরতাদ
Ο গ) মুশরিক
Ο ঘ) মুনাফিক
সঠিক উত্তর: (খ)

১০. যাকাত ফরয করা হয়েছে-
i. ধান-গমের ওপর
ii. সোনা-রূপার ওপর
iii. বিলাসী আসবাবপত্রের ওপর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)

১১. যাকাতের অন্যতম গুরুত্ব কী?
Ο ক) অর্থনৈতিক ভারসাম্য রক্ষা করা
Ο খ) মৌলিক চাহিদা পূরণ করা
Ο গ) গরিবদের অর্থ দান করা
Ο ঘ) সর্বস্তরে ভোগের প্রাধান্য তৈরি
সঠিক উত্তর: (ক)

১২. হযরত ইসমাঈল (আ) এর জায়গায় কী কুরবানি হয়েছিল?
Ο ক) গরু
Ο খ) ছাগল
Ο গ) দুম্বা
Ο ঘ) উট
সঠিক উত্তর: (গ)

১৩. কুরবানি করা কী?
Ο ক) ওয়াজিব
Ο খ) ফরয
Ο গ) সুন্নাত
Ο ঘ) মুস্তাহাব
সঠিক উত্তর: (ক)

১৪. কুরবানির সমার্থক শব্দ কী?
Ο ক) আকিকা
Ο খ) উযহিয়্যাহ
Ο গ) ত্যাগ
Ο ঘ) উৎসর্গ
সঠিক উত্তর: (খ)

১৫. হযরত ইবরাহিম (আ) কোথায় জন্মগ্রহণ করেন?
Ο ক) আরবে
Ο খ) মিশরে
Ο গ) ইরাকে
Ο ঘ) সিরিয়ায়
সঠিক উত্তর: (ঘ)

১৬. কুরবানির উটের বয়স কমপক্ষে কত বছর হতে হবে?
Ο ক) তিন
Ο খ) পাঁচ
Ο গ) সাত
Ο ঘ) নয়
সঠিক উত্তর: (খ)

১৭. মানুষের মৌলিক চাহিদার অন্তর্ভুক্ত হলো- i. বাসস্থান ii. বিনোদন iii. শিক্ষা নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও iii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)

১৮. ইহরাম কী?
Ο ক) নামায করা
Ο খ) গোসল করা
Ο গ) হজের আনুষ্ঠানিক নিয়ত
Ο ঘ) জিহাদের নিয়ত করা
সঠিক উত্তর: (গ)

১৯. ‘হজ’ শব্দের অর্থ কী?
Ο ক) সংকল্প করা
Ο খ) যিয়ারত করা
Ο গ) তাওয়াফ করা
Ο ঘ) সাঈ করা
সঠিক উত্তর: (ক)

২০. জিহাদের নির্দেশ দেওয়ার উদ্দেশ্য হলো-
i. ইসলামের প্রচার
ii. বিধর্মীদের উচ্ছেদ
iii. কুফরি ব্যবস্থার নির্মূল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ)

২১. মাসারিফ অর্থ কী?
Ο ক) ব্যয়
Ο খ) আয়
Ο গ) ব্যয় করার খাত
Ο ঘ) আয় করার খাত
সঠিক উত্তর: (গ)

২২. হজের ফরয- i. ইহরাম বাঁধা ii. গোসল করা iii. তাওয়াফে যিয়ারত করা নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও iii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)

২৩. যাকাত ফরয হওয়ার শর্ত কয়টি?
Ο ক) চার
Ο খ) পাঁচ
Ο গ) ছয়
Ο ঘ) সাত
সঠিক উত্তর: (ঘ)

২৪. কাদের ওপর যাকাত ফরয?
Ο ক) মুসলিম
Ο খ) মুমিন
Ο গ) সাহিবে নিসাব
Ο ঘ) জ্ঞানবান ব্যক্তি
সঠিক উত্তর: (গ)

২৫. হজ কোন ভাষার শব্দ?
Ο ক) আরবি
Ο খ) ফারসি
Ο গ) বাংলা
Ο ঘ) ফরাসি
সঠিক উত্তর: (ক)

২৬. বিশ্বভ্রাতৃত্বের সুযোগ এনে দেয় কোনটি?
Ο ক) সালাত
Ο খ) সাওম
Ο গ) যাকাত
Ο ঘ) হজ
সঠিক উত্তর: (ঘ)

২৭. তাদের ধন-সম্পদে অবশ্যই দরিদ্র ও বঞ্চিতদের অধিকার রয়েছে- এটি কোন সুরার আয়াত?
Ο ক) মায়িদা
Ο খ) তাওবা
Ο গ) ইমরান
Ο ঘ) আয যারিয়াত
সঠিক উত্তর: (ঘ)

২৮. হজের আভিধানিক অর্থ কী?
Ο ক) সমবেত হওয়া
Ο খ) একতাবদ্ধ হওয়া
Ο গ) ইচ্ছা করা
Ο ঘ) ধৈর্যশীল হওয়া
সঠিক উত্তর: (গ)

২৯. বািইতুল্লাহ শরিফ কোথায় অবস্থিত?
Ο ক) মক্কায়
Ο খ) আরাফায়
Ο গ) মিনায়
Ο ঘ) মদিনায়
সঠিক উত্তর: (ক)

৩০. হযরত ইবরাহিমক (আ) কোথায় জন্মগ্রহণ করেন?
Ο ক) ইরানে
Ο খ) ইরাকে
Ο গ) মক্কায়
Ο ঘ) মদিনায়
সঠিক উত্তর: (খ)

৩১. হজের ফরয কয়টি?
Ο ক) তিন
Ο খ) চার
Ο গ) পাঁচ
Ο ঘ) ছয়
সঠিক উত্তর: (ক)

৩২. যাকাতদানের মু্খ্য উদ্দেশ্য কী?
Ο ক) সমাজতন্ত্র প্রতিষ্ঠা করা
Ο খ) ধনীদের উপকার করা
Ο গ) মানুষকে বিত্তবান করা
Ο ঘ) গরিবের অবস্থার পরিবর্তন করা
সঠিক উত্তর: (ঘ)

৩৩. নিচের কোনটি যাকাতের দ্রব্যের বাইরে?
Ο ক) সোনা-রূপা
Ο খ) উৎপন্ন ফসল
Ο গ) পালিত পশু
Ο ঘ) পেশাজীবীর যন্ত্রপাতি
সঠিক উত্তর: (ঘ)

৩৪. বহিরাগত হাজীরা সাধারণত কোন হজ পালন করেন?
Ο ক) ইফরাদ
Ο খ) ক্বিরান
Ο গ) তামাত্ত্ব
Ο ঘ) উমরাহ
সঠিক উত্তর: (গ)

৩৫. হজ ও উমরাহ পর পর করার মাধ্যমে দূরীভূত হয়-
i. দারিদ্র্যতা
ii. অভাব
iii. পাপ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৩৬. হজ বিশ্বের মুসলমানদের আবদ্ধ করে-
i. সাম্যের বন্ধনে
ii. উদারতার বন্ধনে
iii. ভ্রাতৃত্বের বন্ধনে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৩৭. আকিকা করা কী?
Ο ক) ফরয
Ο খ) সুন্নাত
Ο গ) নফল
Ο ঘ) ওয়াজিব
সঠিক উত্তর: (খ)

৩৮. নিসাব শব্দের অর্থ কী?
Ο ক) সম্পদ
Ο খ) দান করা
Ο গ) বৃদ্ধি পাওয়া
Ο ঘ) নির্ধারিত পরিমাণ
সঠিক উত্তর: (ঘ)

৩৯. হজ শব্দের বাংলা প্রতিশব্দ কী?
Ο ক) সংকল্প করা
Ο খ) পবিত্রতা
Ο গ) বৃদ্ধি
Ο ঘ) পরিশুদ্ধি
সঠিক উত্তর: (ক)

৪০. যিলহজ মাসের ৭ তারিখ ইমাম সাহেব কোথায় খুতবা প্রদান করেন?
Ο ক) মক্কায়
Ο খ) মিনায়
Ο গ) আলাফায়
Ο ঘ) মুযদালিফায়
সঠিক উত্তর: (ক)

৪১. ইসলামের কোন বিদানের সাথে ইহরাম শব্দটি সম্পর্কযুক্ত?
Ο ক) যাকাত
Ο খ) হজ
Ο গ) নামায
Ο ঘ) জিহাদ
সঠিক উত্তর: (খ)

৪২. কুরবানির গোশত সাধারণত কয়ভাগে ভাগ করা হয়?
Ο ক) তিন
Ο খ) চার
Ο গ) পাঁচ
Ο ঘ) ছয়
সঠিক উত্তর: (ক)

৪৩. প্রয়োজনীয় দ্রব্যের অন্তর্ভুক্ত-
i. পোশাক-পরিচ্ছদ
ii. স্বর্ণ অলংকার
iii. পেশাজীবীর যন্ত্রপাতি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ)

৪৪. হজের ফলে মানুষের মনে কীসের ধারণা জন্মায়?
Ο ক) সাম্যের
Ο খ) হিংসার
Ο গ) বিভেদের
Ο ঘ) অরাজকতার
সঠিক উত্তর: (ক)

৪৫. ফকিরকে বাংলায় কী বলা হয়?
Ο ক) ঋণগ্রস্ত
Ο খ) গরিব
Ο গ) মুসাফির
Ο ঘ) সাহায্যকারী
সঠিক উত্তর: (খ)

৪৬. মাতাপিতার কাছে সবচাইতে প্রিয় কে?
Ο ক) ভাই-বোন
Ο খ) চাচা-চাচি
Ο গ) সন্তান
Ο ঘ) মামা-মামি
সঠিক উত্তর: (গ)

৪৭. কুরবানির মাধ্যমে আল্লাহ দেখতে চান বান্দার অন্তরের-
i. ভালোবাসা
ii. তাকওয়া
iii. লোভ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)

৪৮. কত ভরি স্বর্ণের সমপরিমাণ মূল্যকে নিসাব বলা হয়?
Ο ক) সাড়ে চার
Ο খ) সাড়ে পাঁচ
Ο গ) সাড়ে ছয়
Ο ঘ) সাড়ে সাত
সঠিক উত্তর: (ঘ)

৪৯. হজ ইসলামের কততম স্তম্ভ?
Ο ক) দ্বিতীয়
Ο খ) তৃতীয়
Ο গ) চতুর্থ
Ο ঘ) পঞ্চম
সঠিক উত্তর: (ঘ)

৫০. হাজিগণ মাথা কামিয়ে-
i. কুরবানি করেন
ii. ইহরাম থেকে মুক্ত হন
iii. তাওয়াফে যিয়ারত করেন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – 01571769905 (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।


জে.এস.সি ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায় -২: ইবাদত (৫১-১০০)

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post