জে.এস.সি ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায় - ১ম : আকাইদ(১)

ওয়েব স্কুল বিডি : শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের জে.এস.সি ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায় - ১ম : আকাইদ(১) থেকে ৫০ টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো -

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)

জে.এস.সি ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায় - ১ম : আকাইদ (Akaida)

১. নিফাক শব্দের অর্থ কী?
Ο ক) বাচাল
Ο খ) অবিশ্বাস
Ο গ) কপটতা
Ο ঘ) মিথ্যাচার
 সঠিক উত্তর: (গ)

http://www.webschoolbd.com/
২. নৈতিকতা হলো-
i. সত্যকথা বলা
ii. নিজের মতো চলা
iii. ভ্রাতৃত্বের সম্পর্ক গড়া
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও iii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)

৩. আকিদা শব্দের বহুবচন কোনটি?
Ο ক) আকিদাতুন
Ο খ) আকাইদ
Ο গ) উকুদুন
Ο ঘ) তাকিদুন
 সঠিক উত্তর: (খ)

৪. কোনটি আল্লাহর নিকট একটি বড় নিয়ামত?
Ο ক) ইমান
Ο খ) জুলুম
Ο গ) সদকা
Ο ঘ) হাবিয়া
সঠিক উত্তর: (ক)

 ৫. জান্নাত হলো-
i. মণিমুক্তা দ্বারা নির্মিত বাসস্থান
ii. মুমিনদের বাসস্থান
iii. চির শান্তির স্থান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৬. বেহেশত কোন ভাষার শব্দ?
Ο ক) আরবি
Ο খ) ফারসি
Ο গ) উর্দু
Ο ঘ) হিন্দি
 সঠিক উত্তর: (খ)

৭. আল্লাহর রং হলো-
i. তাঁর দীন
ii. তাঁর নির্লিপ্ততা
iii. তাঁর গুণাবলি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও iii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (গ)

৮. খতম শব্দের অর্থ কী?
Ο ক) শুরু
Ο খ) পড়া
Ο গ) শেষ
Ο ঘ) দায়িত্ব
সঠিক উত্তর: (গ)

৯. আখিরাত কী?
Ο ক) পৃথিবীর ধ্বংস
Ο খ) মৃত্যুর পরবর্তী জীবন
Ο গ) মানুষের উত্থান
Ο ঘ) মৃত্যুর আগের জীবন
সঠিক উত্তর: (খ)

 ১০. আখিরাতে দ্বিতীয় পর্যায় কোনটি?
Ο ক) কিয়ামত
Ο খ) হাশর
Ο গ) কবর
Ο ঘ) মিযান
সঠিক উত্তর: (ক)

 ১১. ‘আল্লাহ অমুখাপেক্ষী’-কোন সুরার আয়াত?
Ο ক) বাকারা
Ο খ) মায়িদা
Ο গ) ইখলাস
Ο ঘ) ফাতিহা
সঠিক উত্তর: (গ)

১২. প্রকৃত মুমিন হওয়ার জন্য কয়টি বিষয় থাকা জরুরি?
Ο ক) তিনটি
Ο খ) চারটি
Ο গ) পাঁচটি
Ο ঘ) ছয়টি
সঠিক উত্তর: (ক)

১৩. সর্বশ্রেষ্ঠ জান্নাতের নাম কী?
Ο ক) দারুস সালাম
Ο খ) জান্নাতুল ফিরদাউস
Ο গ) দারুন নাইম
Ο ঘ) দারুল মাকাম
সঠিক উত্তর: (খ)

১৪. ইসলামের মূল বিষয়গুলোর ওপর বিশ্বাসকে কী বলা হয়?
Ο ক) ইমান
Ο খ) ইহসান
Ο গ) রিসালাত
Ο ঘ) নবুয়ত
সঠিক উত্তর: (ক)


১৫. নবি-রাসুলগণ শিক্ষা দিতেন-
i. উত্তম চরিত্র
ii. নীতি-নৈতিকতা
iii. বিজ্ঞান ও অর্থনীতি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)

 ১৬. ইসলামের মূল বিষয়গুলোর প্রতি বিশ্বাসকে কী বলা হয়?
Ο ক) ইহসান
Ο খ) ইদগাম
Ο গ) ইমান
Ο ঘ) ইসলাম
সঠিক উত্তর: (গ)

১৭. দুনিয়ার আগুনের থেকে জাহান্নামের আগুন কত গুণ বেশি উত্তপ্ত?
Ο ক) পঞ্চাশ
Ο খ) ষাট
Ο গ) সত্তর
Ο ঘ) আশি
সঠিক উত্তর: (গ)

১৮. ইমানের সর্বপ্রথম ও সর্বপ্রধান বিষয় কী?
Ο ক) তাওহিদ
Ο খ) রিসালাত
Ο গ) আখিরাত
Ο ঘ) তাকদির
সঠিক উত্তর: (ক)

 ১৯. নবুয়তে বিশ্বাস করা অপরিহার্য কেন?
Ο ক) নেতা হওয়ার জন্য
Ο খ) ইমানদার হওয়ার জন্য
Ο গ) আত্মোন্নতির জন্য
Ο ঘ) শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য
 সঠিক উত্তর: (খ)

২০. এক নবির পর অপর নবি সাধারণত কয়টি কারণে এসে থাকে?
Ο ক) ১
Ο খ) ২
Ο গ) ৩
Ο ঘ) ৪
 সঠিক উত্তর: (গ)

২১. ইমানের কয়টি দিক রয়েছে?
Ο ক) একটি
Ο খ) দুটি
Ο গ) তিনটি
Ο ঘ) চারটি
 সঠিক উত্তর: (গ)

২২. ‘তিনি তো আল্লাহর রাসুল ও সর্বশেষ নবি’-কোন সুরায় বলা হয়েছে?
Ο ক) আহযাব
Ο খ) যারিআত
Ο গ) ইবরাহিম
Ο ঘ) মুহাম্মদ
সঠিক উত্তর: (ক)

 ২৩. নবি-রাসুলগণের ওপর বিশ্বাস করা কী?
Ο ক) সুন্নাত
Ο খ) ওয়াজিব
Ο গ) ফরয
Ο ঘ) মুস্তাহাব
সঠিক উত্তর: (গ)

২৪. জাহান্নামিদের পানীয় কী হবে?
Ο ক) শীতল পানি
Ο খ) কোমল পানীয়
Ο গ) রক্ত ও পুঁজ
Ο ঘ) বৃক্ষের রস
সঠিক উত্তর: (গ)

২৫. আসমানি কিতাব সর্বমোট কয়খানা?
Ο ক) ১০৪
Ο খ) ১০৬
Ο গ) ১০৮
Ο ঘ) ১১০
সঠিক উত্তর: (ক)

২৬. আসমাউল হুসনার অপর নাম কী?
Ο ক) গুণক
Ο খ) সিফাত
Ο গ) সাকিন
Ο ঘ) খাইরুন
সঠিক উত্তর: (খ)

২৭. মানবজাতির মহান শিক্ষক কারা?
Ο ক) বাবা-মা
Ο খ) নবি-রাসুলগণ
Ο গ) ফেরেশতাগণ
Ο ঘ) সাহাবিগণ
সঠিক উত্তর: (খ)

২৮. রাসুল (স)-এর পথ হলো-
i. সফলতার পথ
ii. মুক্তির পথ
iii. উত্তম পথ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

 ২৯. জান্নাতের স্তর কয়টি?
Ο ক) সাত
Ο খ) আট
Ο গ) নয়
Ο ঘ) দশ
সঠিক উত্তর: (খ)

৩০. বারযাখ হলো-
Ο ক) হাশরের জীবন
Ο খ) মিযানের জীবন
Ο গ) জান্নাতের জীবন
Ο ঘ) কবরের জীবন
সঠিক উত্তর: (ঘ)

অধ্যায় - ১ম : আকাইদ (৫১- ১০০ ) M.C.Q

৩১. জান্নাত কেমন?
Ο ক) সীমাহীন কষ্টের জায়গা
Ο খ) চিরনিদ্রার স্থান
Ο গ) সদা জাগরণের জায়গা
Ο ঘ) চিরশান্তির স্থান
 সঠিক উত্তর: (ঘ)

 ৩২. শাফাআত সাধারণত কত প্রকার?
Ο ক) দুই
Ο খ) তিন
Ο গ) চার
Ο ঘ) পাঁচ
সঠিক উত্তর: (ক)

 ৩৩. ‘আকিদা’ শব্দের অর্থ কী?
Ο ক) ভাগ্য
Ο খ) কপটতা
Ο গ) সমাপ্ত
Ο ঘ) বিশ্বাস
 সঠিক উত্তর: (ঘ)

৩৪. মুমিন হওয়ার জন্য জরুরি-
i. ইসলামের প্রতি আন্তরিক বিশ্বাস
ii. মুখে স্বীকার করা
iii. বিশ্বাস অনুযায়ী আমল করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৩৫. শাফাআত অর্থ-
Ο ক) সুপারিশ
Ο খ) ওকালতি
Ο গ) প্রার্থনা
Ο ঘ) সবগুলো
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৬. যে ব্যক্তি ইমান আনে তাকে কী বলা হয়?
Ο ক) মুমিন
Ο খ) মুত্তাকি
Ο গ) পরহেজগার
Ο ঘ) সত্যবাদী
সঠিক উত্তর: (ক)

৩৭. তাকদির শব্দের অর্থ কী?
Ο ক) ভাগ্য
Ο খ) বিশ্বাস
Ο গ) আমল
Ο ঘ) আনুগত্য
সঠিক উত্তর: (ক)

৩৮. কোন বিশ্বাস মানুষকে সব ধরনের খারাপ কাজ থেকে দূরে রাখে?
Ο ক) তাওহিদে বিশ্বাস
Ο খ) রিসালাতে বিশ্বাস
Ο গ) তাকদিরে বিশ্বাস
Ο ঘ) আখিরাতে বিশ্বাস
সঠিক উত্তর: (ঘ)

৩৯. সামাদুন শব্দের অর্থ কী?
Ο ক) দয়ালু
Ο খ) ক্ষমাশীল
Ο গ) অমুখাপেক্ষী
Ο ঘ) সহনশীল
সঠিক উত্তর: (গ)

 ৪০. কিয়ামতের দিন সূর্য কেমন থাকবে?
Ο ক) আলোহীন
Ο খ) সহনীয়
Ο গ) উত্তপ্ত
Ο ঘ) শীতল
সঠিক উত্তর: (গ)

৪১. আসমানি কিতাবগুলোর মধ্যে ছোট কিতাবগুলোকে কী বলা হয়?
Ο ক) সগীরা
Ο খ) কিতাব
Ο গ) সাদিক
Ο ঘ) সহিফা
সঠিক উত্তর: (ঘ)

৪২. বারযাখ হলো-
i. কবরের জীবন
ii. আখিরাতের প্রথম পর্যায়
iii. কিয়ামত পরবর্তী জীবন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (ক)

৪৩. সকল নবি-
Ο ক) সাহাবি নন
Ο খ) রাসুল নন
Ο গ) সত্যবাদী নন
Ο ঘ) পুণ্যবান নন
সঠিক উত্তর: (খ)

৪৪. মুসলমান জাতির ধর্মগ্রন্থ কোনটি?
Ο ক) তাওরাত
Ο খ) হাদিস
Ο গ) কুরআন
Ο ঘ) সহিফা
সঠিক উত্তর: (গ)

৪৫. আল্লাহ তাআলা কিয়ামতের দিন কিসের হিসাব নিবেন?
Ο ক) অর্থবিত্তের
Ο খ) কৃতকর্মের
Ο গ) সন্তানসন্ততির
Ο ঘ) জমিজমার
সঠিক উত্তর: (খ)

৪৬. রিসালাত শব্দের অর্থ কী?
Ο ক) সংবাদ বহন
Ο খ) মহাপ্রলয়
Ο গ) পথ প্রদর্শন
Ο ঘ) পরকাল
সঠিক উত্তর: (ক)

৪৭. কী বিশ্বাস মানব চরিত্রকে উন্নত করে?
Ο ক) তাকদিরে
Ο খ) নবুয়াতে
Ο গ) কিতাবে
Ο ঘ) আখিরাতে
সঠিক উত্তর: (ঘ)

৪৮. শাফাআত শব্দের শাব্দিক অর্থ কী?
Ο ক) অনুরোধ
Ο খ) উপদেশ
Ο গ) সুন্দর
Ο ঘ) দান
সঠিক উত্তর: (ক)

৪৯. সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব কোনটি?
Ο ক) যাবূর
Ο খ) ইনজিল
Ο গ) আল-কুরআন
Ο ঘ) তাওরাত
সঠিক উত্তর: (গ)

৫০. কোনটি ব্যতীত ইসলাম কল্পনা করা যায় না?
Ο ক) ইমান
Ο খ) সালাত
Ο গ) যাকাত
Ο ঘ) হজ
সঠিক উত্তর: (ক)

অধ্যায় - ১ম : আকাইদ(৫১- ১০০)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – 01571769905 (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।


Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post