ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের জে.এস.সি গণিত অধ্যায় - ৭ : সেট(১) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১.বাস্তব জগতের সু-সংজ্ঞায়িত বস্তুর সমাবেশকে কি বলে?
Ο ক) রেখা
Ο খ) সেট
Ο গ) সেটের উপাদান
Ο ঘ) ভেনচিত্র
সঠিক উত্তর: (খ)
২.সেটের উপাদানগুলোকে কোন প্রতীকের সাহায্যে লিখতে হয়?
Ο ক) []
Ο খ) {}
Ο গ) ()
Ο ঘ) ভেনচিত্রের
সঠিক উত্তর: (খ)
৩.সার্বিক সেটকে কোন প্রতীক দ্বারা সূচিত করা হয়?
Ο ক) U
Ο খ) ∩
Ο গ) Ø
Ο ঘ) ⊂
সঠিক উত্তর: (ক)
৪. নিচের কোনটি দ্বারা সেটের উপাদানকে প্রকাশ করা যায়?
Ο ক) A
Ο খ) X
Ο গ) a
Ο ঘ) M
সঠিক উত্তর: (গ)
৫. নিচের কোন সেটটি যেকোনো সেটের উপসেট?
Ο ক) ফাঁকা সেট
Ο খ) সার্বিক সেট
Ο গ) সংযোগ সেট
Ο ঘ) পূরক সেট
সঠিক উত্তর: (ক)
৬. কোন সেটে কোনো উপাদান নেই?
Ο ক) ফাঁকা সেট
Ο খ) সসীম সেট
Ο গ) সার্বিক সেট
Ο ঘ) পূরক সেট
সঠিক উত্তর: (ক)
৭. সেটকে প্রধানত কয়টি পদ্ধতিতে প্রকাশ করা যায়?
Ο ক) তিনটি
Ο খ) দুইটি
Ο গ) চারটি
Ο ঘ) পাঁচটি
সঠিক উত্তর: (খ)
৮. A = {2, 3, 4} হলে A এর একটি উপসেট হলো-
Ο ক) {1, 3, 4}
Ο খ) {1, 4}
Ο গ) {3, 4}
Ο ঘ) {4, 5}
সঠিক উত্তর: (গ)
৯. A = {x : x, 4 এর প্রথম চারটি গুণিতক} কে তালিকা পদ্ধতিতে কি লেখা যায়?
Ο ক) {4, 8, 12, 16}
Ο খ) {4, 8, 12, 20}
Ο গ) {1, 4, 8, 12}
Ο ঘ) {1, 2, 4}
সঠিক উত্তর: (ক)
১০. A = {1, 2, 3} এবং B = {2, 3, 4} হলে A ∩ B কত হবে?
Ο ক) {1,3, 4}
Ο খ) {1, 2, 4}
Ο গ) {2, 3}
Ο ঘ) {1, 2, 3, 4}
সঠিক উত্তর: (গ)
১১. A = {1,2,3}, B = {2,a} এবং C = {a,b} হলে A U (B ∩ C) কোনটি?
Ο ক) {1,2,3}
Ο খ) {1,2,3,a}
Ο গ) {1,2}
Ο ঘ) {a}
সঠিক উত্তর: (খ)
১২. {x ∈ N : 23 < x 29 এবং x মৌলিক সংখ্যা } সেটটি কোন প্রকারের সেট?
Ο ক) শূন্য সেট
Ο খ) সংযোগ সেট
Ο গ) ছেদসেট
Ο ঘ) ফাঁকা সেট
সঠিক উত্তর: (ঘ)
১৩.X = {a, b, c, d} হলে X সেটের উপসেট কয়টি?
Ο ক) 4
Ο খ) 8
Ο গ) 12
Ο ঘ) 16
সঠিক উত্তর: (ঘ)
১৪. সেট সম্পর্কে নিচের তথ্যগুলো লক্ষ কর-
i. প্রথম ধারণা দেন জর্জ ক্যান্টর
ii. বাস্তব জগতের সুনির্ধারিত সংগ্রহকে সেট বলে
iii. সেটের প্রত্যেক সদস্যকে সেটের উপাদান বলা হয় নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৫. নিচের কোন সেটটি অসীম সেট?
Ο ক) {a, b, c, d}
Ο খ) {1, 2, 3, 4}
Ο গ) {1, 2, 3, 6}
Ο ঘ) {2, 4, 6, 8,.....}
সঠিক উত্তর: (ঘ)
১৬. A = {m, n,l} হলে নিচের কোনটি A এর উপসেট?
Ο ক) Ø
Ο খ) {x, m, n}
Ο গ) {x, m}
Ο ঘ) {l, m, y}
সঠিক উত্তর: (ক)
১৭. B = {2, a} এবং C = {a, b} হলে B ∩ C কত?
Ο ক) {2, b}
Ο খ) {2}
Ο গ) {a}
Ο ঘ) {b}
সঠিক উত্তর: (গ)
১৮. অসীম সেট সম্পর্কে তথ্যগুলো লক্ষ কর-
i. উপাদান সংখ্যা গণনা করা যায়
ii. N = {1, 2, 3, 4,..........} একটি সসীম সেট
iii. B = {1, 3, 5, 7} একটি সসীম সেট নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও iii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)
১৯. i. সার্বিক সেটকে ‘∩’ দ্বারা সূচিত করা হয় ii. পূরক সেট সার্বিক সেটের উপসেট iii. সকল সেট সার্বিক সেটের উপসেট নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)
২০. নিচের কোন সেটটিতে 4টি উপাদান আছে?
Ο ক) {a, b, c}
Ο খ) {a, b, c, d, e}
Ο গ) {a, b}
Ο ঘ) {a, b, c, d}
সঠিক উত্তর: (ঘ)
২১. নিচের কোনটি সেটটির মাত্র উপসেট রয়োছে?
Ο ক) {০, 1}
Ο খ) {1}
Ο গ) {0}
Ο ঘ) {}
সঠিক উত্তর: (ঘ)
২২.B = {2, 3, 4, } এবং C = {1,3} হলে B ∩ C কত হবে?
Ο ক) {3}
Ο খ) {2, 3}
Ο গ) {1, 2}
Ο ঘ) {3, 4}
সঠিক উত্তর: (ক)
২৩. Q = {x ∈ N : 1 < x ≥ 5} সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করলে নিচের কোনটি সঠিক?
Ο ক) Q = {1,2,3,4,5}
Ο খ) Q = {1,2,3,4,}
Ο গ) Q = {2,3,4,5}
Ο ঘ) Q = {2,3,4,}
সঠিক উত্তর: (গ)
২৪. [N = { 1, 2, 3,... ....} সেটটি-
i. স্বাভাবিক সংখ্যার সেট।
ii. একটি অসীম সেট।
iii. একটি সসীম সেট। নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)
২৫. উপসেট সম্পর্কে নিচের তথ্যগুলো লক্ষ কর:
i. ‘C’ দ্বারা সূচিত করা হয়
ii. A = {a, b} সেটটির একটি উপসেট নয়
iii. A = {1, 2} সেটটির একটি উপসেট {২} নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ)
২৬. P = { x, y, z} হলে, নিচের কোনটি P-এর উপসেট নয়?
Ο ক) {x,y}
Ο খ) {x,w,z}
Ο গ) {x,y,z}
Ο ঘ) Ø
সঠিক উত্তর: (খ)
২৭. A = {1, 2, 3} এবং B = {2, a} হলে A U B কত হবে?
Ο ক) {1,2, 3}
Ο খ) {1, 2, 3, a}
Ο গ) {1,2, a}
Ο ঘ) {1,3, a}
সঠিক উত্তর: (খ)
২৮. A সেটটি P সেটের কয়টি উপসেট হতে পারে?
Ο ক) A ⊂ P
Ο খ) P ⊂ A
Ο গ) P ∩ A
Ο ঘ) A U P
সঠিক উত্তর: (ক)
২৯. কোন সেটের উপাদান সংখ্যা গননা করা যায়?
Ο ক) ফাঁকা সেটের
Ο খ) অসীম সেটের
Ο গ) সার্বিক সেটের
Ο ঘ) সসীম সেটের
সঠিক উত্তর: (ঘ)
৩০. দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে কোন সেট বলা হয়?
Ο ক) ছেদ সেট
Ο খ) সংযোগ সেট
Ο গ) পূরক সেট
Ο ঘ) ফাঁকা সেট
সঠিক উত্তর: (খ)
৩১. নিচের কোন শর্তটি পালন করলে A ও B দুইটি সেট নিশ্ছেদ হবে?
Ο ক) A ∩ B = Ø
Ο খ) A U B = Ø
Ο গ) A ∩ B = A
Ο ঘ) A ∩ B = B
সঠিক উত্তর: (ক)
৩২. A = {ধান, পাট}, B = {আলু, সবজি} এবং A ∩ B = এই সেটটিকে কি বলা যায়?
Ο ক) ছেদ সেট
Ο খ) সংযোগ সেট
Ο গ) সার্বিক সেট
Ο ঘ) নিশ্ছেদ সেট
সঠিক উত্তর: (ঘ)
৩৩. জর্জ ক্যান্টর কোন দেশের গণিতবিদ ছিলেন?
Ο ক) জার্মানি
Ο খ) ইটালি
Ο গ) যুক্তরাজ্য
Ο ঘ) যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর: (ক)
৩৪. নিচের কোনটি {x : x বিজোড় সংখ্যা এবং x ≤ 11 } এর উপসেট?
Ο ক) {12, 13, 14}
Ο খ) {2, 4 6}
Ο গ) {0, 2, 3}
Ο ঘ) {}
সঠিক উত্তর: (ঘ)
৩৫. একটি সেট A হলে A এর বহির্ভূত উপাদান নিয়ে গঠিত সেটকে কি বলা হবে?
Ο ক) পূরক সেট
Ο খ) ছেদ সেট
Ο গ) সংযোগ সেট
Ο ঘ) সার্বিক সেট
সঠিক উত্তর: (ক)
৩৬. {a, b, c, d, e} সেটটিতে কতটি উপাদান আছে?
Ο ক) ৫টি
Ο খ) ৪টি
Ο গ) ৩টি
Ο ঘ) ৬টি
সঠিক উত্তর: (ক)
৩৭. ‘U’ কোন সেটের প্রতীক?
Ο ক) ছেদ সেট
Ο খ) সংযোগ সেট
Ο গ) পূরক সেট
Ο ঘ) ফাঁকা সেট
সঠিক উত্তর: (খ)
৩৮. কোন গণিতবিদ সেট সম্পর্কে প্রথম ধারণা দেন?
Ο ক) পীথাগোরাস
Ο খ) জন ভেন
Ο গ) আর্কিমিডিস
Ο ঘ) জর্জ ক্যান্টর
সঠিক উত্তর: (ঘ)
৩৯. কোন গণিতবিদ চিত্রের সাহায্যে সেট প্রকাশ করার রীতি প্রবর্তন করেন?
Ο ক) জন ভেন
Ο খ) জর্জ ক্যান্টর
Ο গ) পীথাগোরাস
Ο ঘ) জন ক্ল্যার্ক মার্শম্যান
সঠিক উত্তর: (ক)
৪০. U = {1,2,3,4,5} এবং B = {3,4,5,6} তবে BC কত হবে?
Ο ক) {1, 2}
Ο খ) {1, 2, 3}
Ο গ) {4, 5, 6}
Ο ঘ) {1,3,5,6}
সঠিক উত্তর: (ক)
৪১. A = {বাংলা, হিন্দি}, B = {বাংলা} হলে A ∩ B কত?
Ο ক) {হিন্দি}
Ο খ) {বাংলা, হিন্দি}
Ο গ) {বাংলা}
Ο ঘ) {বাংলা, ইংরেজি}
সঠিক উত্তর: (গ)
৪২. সকল সেট কোন সেটটির উপসেট?
Ο ক) সার্বিক সেট
Ο খ) ছেদ সেট
Ο গ) পূরক সেট
Ο ঘ) সংযোগ সেট
সঠিক উত্তর: (ক)
৪৩. A = {গোলা, রজনীগন্ধা} এবং B = {শাপলা, গোলাপ} হলে A U B নিচের কোনটি?
Ο ক) {গোলাপ, শাপলা}
Ο খ) {গোলাপ}
Ο গ) {রজনীগন্ধা, শাপলা}
Ο ঘ) {গোলাপ, রজনীগন্ধা, শাপলা}
সঠিক উত্তর: (ঘ)
৪৪. একটি সেট x এর সঠিক প্রকাশ নিচের কোনটি?
Ο ক) X = {2,4}
Ο খ) X = {2, 4}
Ο গ) X = {2, 4}
Ο ঘ) X = [2,4]
সঠিক উত্তর: (ক)
৪৫. A = {a, b, c, d} সেটটিতে কয়টি উপাদান আছে?
Ο ক) 4টি
Ο খ) 5টি
Ο গ) 3টি
Ο ঘ) 6টি
সঠিক উত্তর: (ক)
৪৬. যে কোন সেট A এবং B = Ø এর জন্য-
i. A ∩ Ac = Ø
ii. A ∪ B = A
iii. A ∪ B = B = Ø নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)
৪৭. নিচের কোনটি দ্বারা সেট প্রকাশ করা হয়?
Ο ক) a
Ο খ) b
Ο গ) m
Ο ঘ) B
সঠিক উত্তর: (ঘ)
৪৮. 10-এর গুণনীয়কসমূহের সেট কোনটি?
Ο ক) {1,2,5,10}
Ο খ) {1,10}
Ο গ) {10}
Ο ঘ) {10, 20, 30}
সঠিক উত্তর: (ক)
৪৯. যে সেটের উপাদান সংখ্যা অসীম সেই সেটের নাম কী?
Ο ক) ফাঁকা সেট
Ο খ) অসীম সেট
Ο গ) পূরক সেট
Ο ঘ) সসীম সেট
সঠিক উত্তর: (খ)
৫০. A = {a, b, c} সেটটিতে উপসেটের সংখ্যা কয়টি?
Ο ক) 9টি
Ο খ) 6টি
Ο গ) 8টি
Ο ঘ) 10টি
সঠিক উত্তর: (গ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – 01571769905 (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১.বাস্তব জগতের সু-সংজ্ঞায়িত বস্তুর সমাবেশকে কি বলে?
Ο ক) রেখা
Ο খ) সেট
Ο গ) সেটের উপাদান
Ο ঘ) ভেনচিত্র
সঠিক উত্তর: (খ)
২.সেটের উপাদানগুলোকে কোন প্রতীকের সাহায্যে লিখতে হয়?
Ο ক) []
Ο খ) {}
Ο গ) ()
Ο ঘ) ভেনচিত্রের
সঠিক উত্তর: (খ)
৩.সার্বিক সেটকে কোন প্রতীক দ্বারা সূচিত করা হয়?
Ο ক) U
Ο খ) ∩
Ο গ) Ø
Ο ঘ) ⊂
সঠিক উত্তর: (ক)
৪. নিচের কোনটি দ্বারা সেটের উপাদানকে প্রকাশ করা যায়?
Ο ক) A
Ο খ) X
Ο গ) a
Ο ঘ) M
সঠিক উত্তর: (গ)
৫. নিচের কোন সেটটি যেকোনো সেটের উপসেট?
Ο ক) ফাঁকা সেট
Ο খ) সার্বিক সেট
Ο গ) সংযোগ সেট
Ο ঘ) পূরক সেট
সঠিক উত্তর: (ক)
৬. কোন সেটে কোনো উপাদান নেই?
Ο ক) ফাঁকা সেট
Ο খ) সসীম সেট
Ο গ) সার্বিক সেট
Ο ঘ) পূরক সেট
সঠিক উত্তর: (ক)
৭. সেটকে প্রধানত কয়টি পদ্ধতিতে প্রকাশ করা যায়?
Ο ক) তিনটি
Ο খ) দুইটি
Ο গ) চারটি
Ο ঘ) পাঁচটি
সঠিক উত্তর: (খ)
৮. A = {2, 3, 4} হলে A এর একটি উপসেট হলো-
Ο ক) {1, 3, 4}
Ο খ) {1, 4}
Ο গ) {3, 4}
Ο ঘ) {4, 5}
সঠিক উত্তর: (গ)
৯. A = {x : x, 4 এর প্রথম চারটি গুণিতক} কে তালিকা পদ্ধতিতে কি লেখা যায়?
Ο ক) {4, 8, 12, 16}
Ο খ) {4, 8, 12, 20}
Ο গ) {1, 4, 8, 12}
Ο ঘ) {1, 2, 4}
সঠিক উত্তর: (ক)
১০. A = {1, 2, 3} এবং B = {2, 3, 4} হলে A ∩ B কত হবে?
Ο ক) {1,3, 4}
Ο খ) {1, 2, 4}
Ο গ) {2, 3}
Ο ঘ) {1, 2, 3, 4}
সঠিক উত্তর: (গ)
১১. A = {1,2,3}, B = {2,a} এবং C = {a,b} হলে A U (B ∩ C) কোনটি?
Ο ক) {1,2,3}
Ο খ) {1,2,3,a}
Ο গ) {1,2}
Ο ঘ) {a}
সঠিক উত্তর: (খ)
১২. {x ∈ N : 23 < x 29 এবং x মৌলিক সংখ্যা } সেটটি কোন প্রকারের সেট?
Ο ক) শূন্য সেট
Ο খ) সংযোগ সেট
Ο গ) ছেদসেট
Ο ঘ) ফাঁকা সেট
সঠিক উত্তর: (ঘ)
১৩.X = {a, b, c, d} হলে X সেটের উপসেট কয়টি?
Ο ক) 4
Ο খ) 8
Ο গ) 12
Ο ঘ) 16
সঠিক উত্তর: (ঘ)
১৪. সেট সম্পর্কে নিচের তথ্যগুলো লক্ষ কর-
i. প্রথম ধারণা দেন জর্জ ক্যান্টর
ii. বাস্তব জগতের সুনির্ধারিত সংগ্রহকে সেট বলে
iii. সেটের প্রত্যেক সদস্যকে সেটের উপাদান বলা হয় নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৫. নিচের কোন সেটটি অসীম সেট?
Ο ক) {a, b, c, d}
Ο খ) {1, 2, 3, 4}
Ο গ) {1, 2, 3, 6}
Ο ঘ) {2, 4, 6, 8,.....}
সঠিক উত্তর: (ঘ)
১৬. A = {m, n,l} হলে নিচের কোনটি A এর উপসেট?
Ο ক) Ø
Ο খ) {x, m, n}
Ο গ) {x, m}
Ο ঘ) {l, m, y}
সঠিক উত্তর: (ক)
১৭. B = {2, a} এবং C = {a, b} হলে B ∩ C কত?
Ο ক) {2, b}
Ο খ) {2}
Ο গ) {a}
Ο ঘ) {b}
সঠিক উত্তর: (গ)
১৮. অসীম সেট সম্পর্কে তথ্যগুলো লক্ষ কর-
i. উপাদান সংখ্যা গণনা করা যায়
ii. N = {1, 2, 3, 4,..........} একটি সসীম সেট
iii. B = {1, 3, 5, 7} একটি সসীম সেট নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও iii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)
১৯. i. সার্বিক সেটকে ‘∩’ দ্বারা সূচিত করা হয় ii. পূরক সেট সার্বিক সেটের উপসেট iii. সকল সেট সার্বিক সেটের উপসেট নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)
২০. নিচের কোন সেটটিতে 4টি উপাদান আছে?
Ο ক) {a, b, c}
Ο খ) {a, b, c, d, e}
Ο গ) {a, b}
Ο ঘ) {a, b, c, d}
সঠিক উত্তর: (ঘ)
২১. নিচের কোনটি সেটটির মাত্র উপসেট রয়োছে?
Ο ক) {০, 1}
Ο খ) {1}
Ο গ) {0}
Ο ঘ) {}
সঠিক উত্তর: (ঘ)
২২.B = {2, 3, 4, } এবং C = {1,3} হলে B ∩ C কত হবে?
Ο ক) {3}
Ο খ) {2, 3}
Ο গ) {1, 2}
Ο ঘ) {3, 4}
সঠিক উত্তর: (ক)
২৩. Q = {x ∈ N : 1 < x ≥ 5} সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করলে নিচের কোনটি সঠিক?
Ο ক) Q = {1,2,3,4,5}
Ο খ) Q = {1,2,3,4,}
Ο গ) Q = {2,3,4,5}
Ο ঘ) Q = {2,3,4,}
সঠিক উত্তর: (গ)
২৪. [N = { 1, 2, 3,... ....} সেটটি-
i. স্বাভাবিক সংখ্যার সেট।
ii. একটি অসীম সেট।
iii. একটি সসীম সেট। নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)
২৫. উপসেট সম্পর্কে নিচের তথ্যগুলো লক্ষ কর:
i. ‘C’ দ্বারা সূচিত করা হয়
ii. A = {a, b} সেটটির একটি উপসেট নয়
iii. A = {1, 2} সেটটির একটি উপসেট {২} নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ)
২৬. P = { x, y, z} হলে, নিচের কোনটি P-এর উপসেট নয়?
Ο ক) {x,y}
Ο খ) {x,w,z}
Ο গ) {x,y,z}
Ο ঘ) Ø
সঠিক উত্তর: (খ)
২৭. A = {1, 2, 3} এবং B = {2, a} হলে A U B কত হবে?
Ο ক) {1,2, 3}
Ο খ) {1, 2, 3, a}
Ο গ) {1,2, a}
Ο ঘ) {1,3, a}
সঠিক উত্তর: (খ)
২৮. A সেটটি P সেটের কয়টি উপসেট হতে পারে?
Ο ক) A ⊂ P
Ο খ) P ⊂ A
Ο গ) P ∩ A
Ο ঘ) A U P
সঠিক উত্তর: (ক)
২৯. কোন সেটের উপাদান সংখ্যা গননা করা যায়?
Ο ক) ফাঁকা সেটের
Ο খ) অসীম সেটের
Ο গ) সার্বিক সেটের
Ο ঘ) সসীম সেটের
সঠিক উত্তর: (ঘ)
৩০. দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে কোন সেট বলা হয়?
Ο ক) ছেদ সেট
Ο খ) সংযোগ সেট
Ο গ) পূরক সেট
Ο ঘ) ফাঁকা সেট
সঠিক উত্তর: (খ)
৩১. নিচের কোন শর্তটি পালন করলে A ও B দুইটি সেট নিশ্ছেদ হবে?
Ο ক) A ∩ B = Ø
Ο খ) A U B = Ø
Ο গ) A ∩ B = A
Ο ঘ) A ∩ B = B
সঠিক উত্তর: (ক)
৩২. A = {ধান, পাট}, B = {আলু, সবজি} এবং A ∩ B = এই সেটটিকে কি বলা যায়?
Ο ক) ছেদ সেট
Ο খ) সংযোগ সেট
Ο গ) সার্বিক সেট
Ο ঘ) নিশ্ছেদ সেট
সঠিক উত্তর: (ঘ)
৩৩. জর্জ ক্যান্টর কোন দেশের গণিতবিদ ছিলেন?
Ο ক) জার্মানি
Ο খ) ইটালি
Ο গ) যুক্তরাজ্য
Ο ঘ) যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর: (ক)
৩৪. নিচের কোনটি {x : x বিজোড় সংখ্যা এবং x ≤ 11 } এর উপসেট?
Ο ক) {12, 13, 14}
Ο খ) {2, 4 6}
Ο গ) {0, 2, 3}
Ο ঘ) {}
সঠিক উত্তর: (ঘ)
৩৫. একটি সেট A হলে A এর বহির্ভূত উপাদান নিয়ে গঠিত সেটকে কি বলা হবে?
Ο ক) পূরক সেট
Ο খ) ছেদ সেট
Ο গ) সংযোগ সেট
Ο ঘ) সার্বিক সেট
সঠিক উত্তর: (ক)
৩৬. {a, b, c, d, e} সেটটিতে কতটি উপাদান আছে?
Ο ক) ৫টি
Ο খ) ৪টি
Ο গ) ৩টি
Ο ঘ) ৬টি
সঠিক উত্তর: (ক)
৩৭. ‘U’ কোন সেটের প্রতীক?
Ο ক) ছেদ সেট
Ο খ) সংযোগ সেট
Ο গ) পূরক সেট
Ο ঘ) ফাঁকা সেট
সঠিক উত্তর: (খ)
৩৮. কোন গণিতবিদ সেট সম্পর্কে প্রথম ধারণা দেন?
Ο ক) পীথাগোরাস
Ο খ) জন ভেন
Ο গ) আর্কিমিডিস
Ο ঘ) জর্জ ক্যান্টর
সঠিক উত্তর: (ঘ)
৩৯. কোন গণিতবিদ চিত্রের সাহায্যে সেট প্রকাশ করার রীতি প্রবর্তন করেন?
Ο ক) জন ভেন
Ο খ) জর্জ ক্যান্টর
Ο গ) পীথাগোরাস
Ο ঘ) জন ক্ল্যার্ক মার্শম্যান
সঠিক উত্তর: (ক)
৪০. U = {1,2,3,4,5} এবং B = {3,4,5,6} তবে BC কত হবে?
Ο ক) {1, 2}
Ο খ) {1, 2, 3}
Ο গ) {4, 5, 6}
Ο ঘ) {1,3,5,6}
সঠিক উত্তর: (ক)
৪১. A = {বাংলা, হিন্দি}, B = {বাংলা} হলে A ∩ B কত?
Ο ক) {হিন্দি}
Ο খ) {বাংলা, হিন্দি}
Ο গ) {বাংলা}
Ο ঘ) {বাংলা, ইংরেজি}
সঠিক উত্তর: (গ)
৪২. সকল সেট কোন সেটটির উপসেট?
Ο ক) সার্বিক সেট
Ο খ) ছেদ সেট
Ο গ) পূরক সেট
Ο ঘ) সংযোগ সেট
সঠিক উত্তর: (ক)
৪৩. A = {গোলা, রজনীগন্ধা} এবং B = {শাপলা, গোলাপ} হলে A U B নিচের কোনটি?
Ο ক) {গোলাপ, শাপলা}
Ο খ) {গোলাপ}
Ο গ) {রজনীগন্ধা, শাপলা}
Ο ঘ) {গোলাপ, রজনীগন্ধা, শাপলা}
সঠিক উত্তর: (ঘ)
৪৪. একটি সেট x এর সঠিক প্রকাশ নিচের কোনটি?
Ο ক) X = {2,4}
Ο খ) X = {2, 4}
Ο গ) X = {2, 4}
Ο ঘ) X = [2,4]
সঠিক উত্তর: (ক)
৪৫. A = {a, b, c, d} সেটটিতে কয়টি উপাদান আছে?
Ο ক) 4টি
Ο খ) 5টি
Ο গ) 3টি
Ο ঘ) 6টি
সঠিক উত্তর: (ক)
৪৬. যে কোন সেট A এবং B = Ø এর জন্য-
i. A ∩ Ac = Ø
ii. A ∪ B = A
iii. A ∪ B = B = Ø নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)
৪৭. নিচের কোনটি দ্বারা সেট প্রকাশ করা হয়?
Ο ক) a
Ο খ) b
Ο গ) m
Ο ঘ) B
সঠিক উত্তর: (ঘ)
৪৮. 10-এর গুণনীয়কসমূহের সেট কোনটি?
Ο ক) {1,2,5,10}
Ο খ) {1,10}
Ο গ) {10}
Ο ঘ) {10, 20, 30}
সঠিক উত্তর: (ক)
৪৯. যে সেটের উপাদান সংখ্যা অসীম সেই সেটের নাম কী?
Ο ক) ফাঁকা সেট
Ο খ) অসীম সেট
Ο গ) পূরক সেট
Ο ঘ) সসীম সেট
সঠিক উত্তর: (খ)
৫০. A = {a, b, c} সেটটিতে উপসেটের সংখ্যা কয়টি?
Ο ক) 9টি
Ο খ) 6টি
Ο গ) 8টি
Ο ঘ) 10টি
সঠিক উত্তর: (গ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – 01571769905 (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
JSC Math