ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের জে.এস.সি গণিত অধ্যায় - ৩ : পরিমাপ(১) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১.১ গজ = কত ইঞ্চি?
Ο ক) ৩ ইঞ্চি
Ο খ) ১০ ইঞ্চি
Ο গ) ১৮ ইঞ্চি
Ο ঘ) ৩৬ ইঞ্চি
সঠিক উত্তর: (ঘ)
২. গ্রীক ভাষায় কিলো অর্থ কী?
Ο ক) দশমাংশ
Ο খ) শতাংশ
Ο গ) ১০০ গুণ
Ο ঘ) ১০০০ গুণ
সঠিক উত্তর: (ঘ)
৩.যেকোনো পঘনায় বা পরিমাপে কি প্রয়োজন?
Ο ক) একক
Ο খ) গুণন
Ο গ) ভগ্নাংশ
Ο ঘ) লঘিষ্ঠকরণ
সঠিক উত্তর: (ক)
৪.২.৫ কিলোগ্রাম = কত হেক্টোগ্রাম?
Ο ক) ২৫
Ο খ) ৫০
Ο গ) ২৫০
Ο ঘ) ৫০০
সঠিক উত্তর: (ক)
৫. কম ওজনের বস্তুকে কোন এককে প্রকাশ করা হয়?
Ο ক) কিলোগ্রাম (কে. জি.)
Ο খ) মিটার
Ο গ) হেক্টোগ্রাম
Ο ঘ) গ্রাম
সঠিক উত্তর: (ঘ)
৬.কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ১ ঘন সে.মি. বিশুদ্ধ পানির ওজন ১ গ্রাম ধরা হয়?
Ο ক) ৩
Ο খ) ৪
Ο গ) ৫
Ο ঘ) ৬
সঠিক উত্তর: (খ)
৭. গ্রীক ভাষায় হেক্টো অর্থ কি?
Ο ক) ২ গুণ
Ο খ) ১০ গুণ
Ο গ) ৫০ গুণ
Ο ঘ) ১০০ গুণ
সঠিক উত্তর: (ঘ)
৮. ১ গজে কত ফুট?
Ο ক) ২ ফু
Ο খ) ৩ ফুট
Ο গ) ৪ ফুট
Ο ঘ) ১০ ফুট
সঠিক উত্তর: (খ)
৯. একক দৈর্ঘ্যের বাহুবিশিষ্ট একটি ঘনকের ঘনফল সমান কত ঘন একক?
Ο ক) ৬
Ο খ) ৪
Ο গ) ৩
Ο ঘ) ১
সঠিক উত্তর: (ঘ)
১০. ১ ডেকামিটার = কত সেন্টিমিটার?
Ο ক) ১০ সেন্টিমিটার
Ο খ) ৫০ সেন্টিমিটার
Ο গ) ১০০ সেন্টিমিটার
Ο ঘ) ১০০০ সেন্টিমিটার
সঠিক উত্তর: (ঘ)
১১. ২ মেট্রিক টন ডাল ২০০ জন শ্রমিকের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কত কেজি ডাল পাবে? Ο ক) ৮
Ο খ) ১০
Ο গ) ১২
Ο ঘ) ১৪
সঠিক উত্তর: (খ)
১২. ৭ মিটারে কত মিরিমিটার?
Ο ক) ৭ মিলিমিটার
Ο খ) ৭০ মিলিমিটার
Ο গ) ৭০০ মিলিমিটার
Ο ঘ) ৭০০০ মিলিমিটার
সঠিক উত্তর: (ঘ)
১৩. কোন ধরনের ভগ্নাংশের দ্বারা মেট্রিক পদ্ধতিতে পরিমাপ সহজে প্রকাশ করা যায়?
Ο ক) দশমিক ভগ্নাংশ
Ο খ) সাধরণ ভগ্নাংশ
Ο গ) প্রকৃত ভগ্নাংশ
Ο ঘ) অপ্রকৃত ভগ্নাংশ
সঠিক উত্তর: (ক)
১৪. ৬০০ সেন্টিমিটারে কত মিটার?
Ο ক) ১ মিটার
Ο খ) ৬ মিটার
Ο গ) ৬০ মিটার
Ο ঘ) ৬০০ মিটার
সঠিক উত্তর: (খ)
১৫. ০.৫ কিলোমিটার সমান কত হেক্টোমিটার?
Ο ক) ১০০০
Ο খ) ৫০০
Ο গ) ২০
Ο ঘ) ৫
সঠিক উত্তর: (ঘ)
১৬. ২ ঘন মিটার= কত স্টেয়র?
Ο ক) ৪
Ο খ) ৩
Ο গ) ২
Ο ঘ) ১
সঠিক উত্তর: (গ)
১৭. ৩ মিটার ৮৯ সেন্টিমিটার = কত সেন্টিমিটার?
Ο ক) ৩৮.৯ সেন্টিমিটার
Ο খ) ৩৮৯ সেন্টিমিটার
Ο গ) ৩৯৮ সেন্টিমিটার
Ο ঘ) ৩৮৯০ সেন্টিমিটার
সঠিক উত্তর: (খ)
১৮. ১ মাইলে কত গজ?
Ο ক) ৭৬০ গজ
Ο খ) ১০০০ গজ
Ο গ) ১৭৬০০ ফুট
Ο ঘ) ৬০৮০ ফুট
সঠিক উত্তর: (ঘ)
১৯. দৈর্ঘ্য পরিমাপের একক কি?
Ο ক) গ্রাম
Ο খ) কিলোগ্রাম
Ο গ) লিটার
Ο ঘ) মিটার
সঠিক উত্তর: (ঘ)
২০. একজন প্রতিযোগী ২০০ মিটার ট্র্যাকে ১৬ বাড় দৌড়ালো, সে কতটুকু দৌড়ালো?
Ο ক) ২০০০ মিটার
Ο খ) ২ কিলোমিটার ১৬ মিটার
Ο গ) ৩২ কিলোমিটার
Ο ঘ) ৩ কিলোমিটার ২০০ মিটার
সঠিক উত্তর: (ঘ)
২১. ১ হেক্টোমিটারে কত মিটার?
Ο ক) ৫ মিটার
Ο খ) ১০ মিটার
Ο গ) ১০০ মিটার
Ο ঘ) ১০০০ মিটার
সঠিক উত্তর: (গ)
২২. এক ব্যক্তি ৪০০ মিটার ট্র্যাকে ২ বার দৌড়ালে, তার অতিক্রান্ত দূরত্ব কত?
Ο ক) ৪০০ কিলোমিটার
Ο খ) ৮ কিলোমিটার
Ο গ) ৮০০ মিটার
Ο ঘ) ৮০০০ মিটার
সঠিক উত্তর: (গ)
২৩. ৩ কিলোমিটার ৭০ মিটার = কত মিটার?
Ο ক) ৭৩ মিটার
Ο খ) ৭৩০ মিটার
Ο গ) ৩০৭০ মিটার
Ο ঘ) ৩৭০০ মিটার
সঠিক উত্তর: (গ)
২৪. ১ ফার্লং = কত গজ?
Ο ক) ১০ গজ
Ο খ) ১১০ গজ
Ο গ) ২২০ গজ
Ο ঘ) ৪২০ গজ
সঠিক উত্তর: (গ)
২৫. ১৬৭২০ ফুট = কত নটিকেল মাইল?
Ο ক) ১.৭৫
Ο খ) ২.৭৫
Ο গ) ৩.৭৫
Ο ঘ) ৪.৭৫
সঠিক উত্তর: (খ)
২৬. একটি বর্গাকার আম বাগানের ক্ষেত্রফল ৪ বিঘা হলে বাগানের এক পাশের দৈর্ঘ্য কত গজ?
Ο ক) ৭০
Ο খ) ৮০
Ο গ) ৯০
Ο ঘ) ১০০
সঠিক উত্তর: (খ)
২৭. ২০০০ মিলিমিটারে কত মিটার?
Ο ক) ১ মিটার
Ο খ) ২০ মিটার
Ο গ) ২ মিটার
Ο ঘ) ১০০০ মিটার
সঠিক উত্তর: (গ)
২৮. গণনার জন্য একক কোনটি?
Ο ক) প্রথম স্বাভাবিক সংখ্যা ১
Ο খ) প্রথম স্বাভাবিক সংখ্যা -১
Ο গ) স্বাভাবিক সংখ্যা ১০
Ο ঘ) ১০০
সঠিক উত্তর: (ক)
২৯. ১.৫ বর্গমাইল = কত বিঘা?
Ο ক) ২৯০৪
Ο খ) ২৫০০
Ο গ) ১৯৩৬
Ο ঘ) ১৫০০
সঠিক উত্তর: (ক)
৩০. ০.৫ মিটার = কত সেন্টিমিটার?
Ο ক) ১ সেন্টিমিটার
Ο খ) ৫ সেন্টিমিটার
Ο গ) ৫০ সেন্টিমিটার
Ο ঘ) ১৫০০ সেন্টিমিটার
সঠিক উত্তর: (গ)
৩১. ফিতা কত মিটার লম্বা হয়ে থাকে?
Ο ক) ১ মিটার
Ο খ) ১০ মিটার
Ο গ) ৩০ মিটার
Ο ঘ) ১০০ মিটার
সঠিক উত্তর: (ঘ)
৩২. প্রতিটি পাতার ওজন ০.৫ গ্রাম হলে, ৫০ পাতার একটি খাতার ওজন কত গ্রাম?
Ο ক) ৫
Ο খ) ১০
Ο গ) ১৫
Ο ঘ) ২৫
সঠিক উত্তর: (ঘ)
৩৩. নিচের মেট্রিক পদ্ধতিতে দৈর্ঘ্য পরিমাপের এককগুলির মধ্যে কোন এককটি ছোট?
Ο ক) মিটার
Ο খ) সেন্টিমিটার
Ο গ) মিলিমিটার
Ο ঘ) কিলোমিটার
সঠিক উত্তর: (গ)
৩৪. ১ মিটারে কত ডেসিমিটার?
Ο ক) ১০ ডেসিমিটার
Ο খ) ১ ডেসিমিটার
Ο গ) ১০০ ডেসিমিটার
Ο ঘ) ৫০০ ডেসিমিটার
সঠিক উত্তর: (ক)
৩৫. ৪৫ গ্রাম = কত ডেকা গ্রাম?
Ο ক) ৪৫০
Ο খ) ৪.৫
Ο গ) ০.৪৫
Ο ঘ) ০.০৪৫
সঠিক উত্তর: (খ)
৩৬. ১ কিলোমিটার = কত মিটার?
Ο ক) ১০ মিটার
Ο খ) ১০০ মিটার
Ο গ) ১০০০ মিটার
Ο ঘ) ৫০০০ মিটার
সঠিক উত্তর: (গ)
৩৭. ২.৫ লিটার = কত ঘন সে.মি?
Ο ক) ২৫০
Ο খ) ৫০০
Ο গ) ২৫০০
Ο ঘ) ৫০০০
সঠিক উত্তর: (গ)
৩৮. কোন দেশে প্রথম মেট্রিক পদ্ধতির প্রবর্তন করা হয়?
Ο ক) বাংলাদেশে
Ο খ) ইংল্যান্ডে
Ο গ) ফ্রান্সে
Ο ঘ) জাপানে
সঠিক উত্তর: (গ)
৩৯. একজন দৌড়বিদ ১০০ মিটার ট্র্যাকে ৩০ বার দৌড়ালে, তার অতিক্রান্ত দূরত্ব কত?
Ο ক) ১ কিরোমিটার
Ο খ) ৩ কিলোমিটার
Ο গ) ১৩০ মিটার
Ο ঘ) ১৩০০ মিটার
সঠিক উত্তর: (খ)
৪০. একটি গাড়ি ৯ কিলোমিটার ৭০০ মিটার অতিক্রম করলো। গাড়িটি কত মিটার অতিক্রম করলো?
Ο ক) ৯৭ মিটার
Ο খ) ৭০৯ মিটার
Ο গ) ৯৭০ মিটার
Ο ঘ) ৯৭০০ মিটার
সঠিক উত্তর: (ঘ)
৪১. দৈর্ঘ্যের পরিমাপ বড় হলে নিচের কোনটির মাধ্যমে প্রকাশ করা হয়?
Ο ক) সেন্টিমিটার
Ο খ) কিলোমিটার
Ο গ) মিলিমিটার
Ο ঘ) মিটার
সঠিক উত্তর: (খ)
৪২. তোমার স্কুলের বেঞ্চের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা ৫ গুণ। প্রস্থ ১.৫ ফুট হলে বেঞ্চের পরিসীমা কত ইঞ্চি?
Ο ক) ২১০
Ο খ) ২১২
Ο গ) ২১৪
Ο ঘ) ২১৬
সঠিক উত্তর: (ঘ)
৪৩. ১০০ মাইল সমান কত কি. মি. (প্রায়)?
Ο ক) ০.৬১
Ο খ) ১০০
Ο গ) ১৬১
Ο ঘ) ২৬১
সঠিক উত্তর: (গ)
৪৪. গ্রীক ভাষায় ডেকা অর্থ কি?
Ο ক) ২ গুণ
Ο খ) ১০ গুণ
Ο গ) ১০০ গুণ
Ο ঘ) সহস্রাংশ
সঠিক উত্তর: (খ)
৪৫. কোনটি পরিমাপের ক্ষেত্রে ১ একক দৈর্ঘ্যের বাহুবিশিষ্ট একটি বর্গাকার ক্ষেত্রকে একক ধরা হয়?
Ο ক) আয়তন
Ο খ) ক্ষেত্রফল
Ο গ) ঘনফল
Ο ঘ) শতকরা
সঠিক উত্তর: (খ)
৪৬. ১১০০ গজ সমান কত ফার্লং?
Ο ক) ৫
Ο খ) ৪
Ο গ) ৩
Ο ঘ) ২
সঠিক উত্তর: (ক)
৪৭.৩২০ একর = কত বর্গমাইল?
Ο ক) ০.৫
Ο খ) ১
Ο গ) ২
Ο ঘ) ৪
সঠিক উত্তর: (ক)
৪৮. জমির পরিমাপ-
i. ১ কাঠা = ৮০ বর্গগজ।
ii. ১ এয়র = ২৩.৯ ছটাক (প্রায়)।
iii. ১ একর = ৩ বিঘা।
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)
৪৯. মশিউর সাহেব ৩৬০ ইঞ্চি কাপড় কিনলেন। তিনি কত গজ কাপড় কিনলেন?
Ο ক) ৬ গজ
Ο খ) ১০ গজ
Ο গ) ৩৬ গজ
Ο ঘ) ৩৬০০ গজ
সঠিক উত্তর: (খ)
৫০. ৫০ মিলিমিটার = কত সেন্টিমিটার?
Ο ক) ১ সেন্টিমিটার
Ο খ) ৫ সেন্টিমিটার
Ο গ) ১০ সেন্টিমিটার
Ο ঘ) ১০০ সেন্টিমিটার
সঠিক উত্তর: (খ)
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১.১ গজ = কত ইঞ্চি?
Ο ক) ৩ ইঞ্চি
Ο খ) ১০ ইঞ্চি
Ο গ) ১৮ ইঞ্চি
Ο ঘ) ৩৬ ইঞ্চি
সঠিক উত্তর: (ঘ)
২. গ্রীক ভাষায় কিলো অর্থ কী?
Ο ক) দশমাংশ
Ο খ) শতাংশ
Ο গ) ১০০ গুণ
Ο ঘ) ১০০০ গুণ
সঠিক উত্তর: (ঘ)
৩.যেকোনো পঘনায় বা পরিমাপে কি প্রয়োজন?
Ο ক) একক
Ο খ) গুণন
Ο গ) ভগ্নাংশ
Ο ঘ) লঘিষ্ঠকরণ
সঠিক উত্তর: (ক)
৪.২.৫ কিলোগ্রাম = কত হেক্টোগ্রাম?
Ο ক) ২৫
Ο খ) ৫০
Ο গ) ২৫০
Ο ঘ) ৫০০
সঠিক উত্তর: (ক)
৫. কম ওজনের বস্তুকে কোন এককে প্রকাশ করা হয়?
Ο ক) কিলোগ্রাম (কে. জি.)
Ο খ) মিটার
Ο গ) হেক্টোগ্রাম
Ο ঘ) গ্রাম
সঠিক উত্তর: (ঘ)
৬.কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ১ ঘন সে.মি. বিশুদ্ধ পানির ওজন ১ গ্রাম ধরা হয়?
Ο ক) ৩
Ο খ) ৪
Ο গ) ৫
Ο ঘ) ৬
সঠিক উত্তর: (খ)
৭. গ্রীক ভাষায় হেক্টো অর্থ কি?
Ο ক) ২ গুণ
Ο খ) ১০ গুণ
Ο গ) ৫০ গুণ
Ο ঘ) ১০০ গুণ
সঠিক উত্তর: (ঘ)
৮. ১ গজে কত ফুট?
Ο ক) ২ ফু
Ο খ) ৩ ফুট
Ο গ) ৪ ফুট
Ο ঘ) ১০ ফুট
সঠিক উত্তর: (খ)
৯. একক দৈর্ঘ্যের বাহুবিশিষ্ট একটি ঘনকের ঘনফল সমান কত ঘন একক?
Ο ক) ৬
Ο খ) ৪
Ο গ) ৩
Ο ঘ) ১
সঠিক উত্তর: (ঘ)
১০. ১ ডেকামিটার = কত সেন্টিমিটার?
Ο ক) ১০ সেন্টিমিটার
Ο খ) ৫০ সেন্টিমিটার
Ο গ) ১০০ সেন্টিমিটার
Ο ঘ) ১০০০ সেন্টিমিটার
সঠিক উত্তর: (ঘ)
১১. ২ মেট্রিক টন ডাল ২০০ জন শ্রমিকের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কত কেজি ডাল পাবে? Ο ক) ৮
Ο খ) ১০
Ο গ) ১২
Ο ঘ) ১৪
সঠিক উত্তর: (খ)
১২. ৭ মিটারে কত মিরিমিটার?
Ο ক) ৭ মিলিমিটার
Ο খ) ৭০ মিলিমিটার
Ο গ) ৭০০ মিলিমিটার
Ο ঘ) ৭০০০ মিলিমিটার
সঠিক উত্তর: (ঘ)
১৩. কোন ধরনের ভগ্নাংশের দ্বারা মেট্রিক পদ্ধতিতে পরিমাপ সহজে প্রকাশ করা যায়?
Ο ক) দশমিক ভগ্নাংশ
Ο খ) সাধরণ ভগ্নাংশ
Ο গ) প্রকৃত ভগ্নাংশ
Ο ঘ) অপ্রকৃত ভগ্নাংশ
সঠিক উত্তর: (ক)
১৪. ৬০০ সেন্টিমিটারে কত মিটার?
Ο ক) ১ মিটার
Ο খ) ৬ মিটার
Ο গ) ৬০ মিটার
Ο ঘ) ৬০০ মিটার
সঠিক উত্তর: (খ)
১৫. ০.৫ কিলোমিটার সমান কত হেক্টোমিটার?
Ο ক) ১০০০
Ο খ) ৫০০
Ο গ) ২০
Ο ঘ) ৫
সঠিক উত্তর: (ঘ)
১৬. ২ ঘন মিটার= কত স্টেয়র?
Ο ক) ৪
Ο খ) ৩
Ο গ) ২
Ο ঘ) ১
সঠিক উত্তর: (গ)
১৭. ৩ মিটার ৮৯ সেন্টিমিটার = কত সেন্টিমিটার?
Ο ক) ৩৮.৯ সেন্টিমিটার
Ο খ) ৩৮৯ সেন্টিমিটার
Ο গ) ৩৯৮ সেন্টিমিটার
Ο ঘ) ৩৮৯০ সেন্টিমিটার
সঠিক উত্তর: (খ)
১৮. ১ মাইলে কত গজ?
Ο ক) ৭৬০ গজ
Ο খ) ১০০০ গজ
Ο গ) ১৭৬০০ ফুট
Ο ঘ) ৬০৮০ ফুট
সঠিক উত্তর: (ঘ)
১৯. দৈর্ঘ্য পরিমাপের একক কি?
Ο ক) গ্রাম
Ο খ) কিলোগ্রাম
Ο গ) লিটার
Ο ঘ) মিটার
সঠিক উত্তর: (ঘ)
২০. একজন প্রতিযোগী ২০০ মিটার ট্র্যাকে ১৬ বাড় দৌড়ালো, সে কতটুকু দৌড়ালো?
Ο ক) ২০০০ মিটার
Ο খ) ২ কিলোমিটার ১৬ মিটার
Ο গ) ৩২ কিলোমিটার
Ο ঘ) ৩ কিলোমিটার ২০০ মিটার
সঠিক উত্তর: (ঘ)
২১. ১ হেক্টোমিটারে কত মিটার?
Ο ক) ৫ মিটার
Ο খ) ১০ মিটার
Ο গ) ১০০ মিটার
Ο ঘ) ১০০০ মিটার
সঠিক উত্তর: (গ)
২২. এক ব্যক্তি ৪০০ মিটার ট্র্যাকে ২ বার দৌড়ালে, তার অতিক্রান্ত দূরত্ব কত?
Ο ক) ৪০০ কিলোমিটার
Ο খ) ৮ কিলোমিটার
Ο গ) ৮০০ মিটার
Ο ঘ) ৮০০০ মিটার
সঠিক উত্তর: (গ)
২৩. ৩ কিলোমিটার ৭০ মিটার = কত মিটার?
Ο ক) ৭৩ মিটার
Ο খ) ৭৩০ মিটার
Ο গ) ৩০৭০ মিটার
Ο ঘ) ৩৭০০ মিটার
সঠিক উত্তর: (গ)
২৪. ১ ফার্লং = কত গজ?
Ο ক) ১০ গজ
Ο খ) ১১০ গজ
Ο গ) ২২০ গজ
Ο ঘ) ৪২০ গজ
সঠিক উত্তর: (গ)
২৫. ১৬৭২০ ফুট = কত নটিকেল মাইল?
Ο ক) ১.৭৫
Ο খ) ২.৭৫
Ο গ) ৩.৭৫
Ο ঘ) ৪.৭৫
সঠিক উত্তর: (খ)
২৬. একটি বর্গাকার আম বাগানের ক্ষেত্রফল ৪ বিঘা হলে বাগানের এক পাশের দৈর্ঘ্য কত গজ?
Ο ক) ৭০
Ο খ) ৮০
Ο গ) ৯০
Ο ঘ) ১০০
সঠিক উত্তর: (খ)
২৭. ২০০০ মিলিমিটারে কত মিটার?
Ο ক) ১ মিটার
Ο খ) ২০ মিটার
Ο গ) ২ মিটার
Ο ঘ) ১০০০ মিটার
সঠিক উত্তর: (গ)
২৮. গণনার জন্য একক কোনটি?
Ο ক) প্রথম স্বাভাবিক সংখ্যা ১
Ο খ) প্রথম স্বাভাবিক সংখ্যা -১
Ο গ) স্বাভাবিক সংখ্যা ১০
Ο ঘ) ১০০
সঠিক উত্তর: (ক)
২৯. ১.৫ বর্গমাইল = কত বিঘা?
Ο ক) ২৯০৪
Ο খ) ২৫০০
Ο গ) ১৯৩৬
Ο ঘ) ১৫০০
সঠিক উত্তর: (ক)
৩০. ০.৫ মিটার = কত সেন্টিমিটার?
Ο ক) ১ সেন্টিমিটার
Ο খ) ৫ সেন্টিমিটার
Ο গ) ৫০ সেন্টিমিটার
Ο ঘ) ১৫০০ সেন্টিমিটার
সঠিক উত্তর: (গ)
৩১. ফিতা কত মিটার লম্বা হয়ে থাকে?
Ο ক) ১ মিটার
Ο খ) ১০ মিটার
Ο গ) ৩০ মিটার
Ο ঘ) ১০০ মিটার
সঠিক উত্তর: (ঘ)
৩২. প্রতিটি পাতার ওজন ০.৫ গ্রাম হলে, ৫০ পাতার একটি খাতার ওজন কত গ্রাম?
Ο ক) ৫
Ο খ) ১০
Ο গ) ১৫
Ο ঘ) ২৫
সঠিক উত্তর: (ঘ)
৩৩. নিচের মেট্রিক পদ্ধতিতে দৈর্ঘ্য পরিমাপের এককগুলির মধ্যে কোন এককটি ছোট?
Ο ক) মিটার
Ο খ) সেন্টিমিটার
Ο গ) মিলিমিটার
Ο ঘ) কিলোমিটার
সঠিক উত্তর: (গ)
৩৪. ১ মিটারে কত ডেসিমিটার?
Ο ক) ১০ ডেসিমিটার
Ο খ) ১ ডেসিমিটার
Ο গ) ১০০ ডেসিমিটার
Ο ঘ) ৫০০ ডেসিমিটার
সঠিক উত্তর: (ক)
৩৫. ৪৫ গ্রাম = কত ডেকা গ্রাম?
Ο ক) ৪৫০
Ο খ) ৪.৫
Ο গ) ০.৪৫
Ο ঘ) ০.০৪৫
সঠিক উত্তর: (খ)
৩৬. ১ কিলোমিটার = কত মিটার?
Ο ক) ১০ মিটার
Ο খ) ১০০ মিটার
Ο গ) ১০০০ মিটার
Ο ঘ) ৫০০০ মিটার
সঠিক উত্তর: (গ)
৩৭. ২.৫ লিটার = কত ঘন সে.মি?
Ο ক) ২৫০
Ο খ) ৫০০
Ο গ) ২৫০০
Ο ঘ) ৫০০০
সঠিক উত্তর: (গ)
৩৮. কোন দেশে প্রথম মেট্রিক পদ্ধতির প্রবর্তন করা হয়?
Ο ক) বাংলাদেশে
Ο খ) ইংল্যান্ডে
Ο গ) ফ্রান্সে
Ο ঘ) জাপানে
সঠিক উত্তর: (গ)
৩৯. একজন দৌড়বিদ ১০০ মিটার ট্র্যাকে ৩০ বার দৌড়ালে, তার অতিক্রান্ত দূরত্ব কত?
Ο ক) ১ কিরোমিটার
Ο খ) ৩ কিলোমিটার
Ο গ) ১৩০ মিটার
Ο ঘ) ১৩০০ মিটার
সঠিক উত্তর: (খ)
৪০. একটি গাড়ি ৯ কিলোমিটার ৭০০ মিটার অতিক্রম করলো। গাড়িটি কত মিটার অতিক্রম করলো?
Ο ক) ৯৭ মিটার
Ο খ) ৭০৯ মিটার
Ο গ) ৯৭০ মিটার
Ο ঘ) ৯৭০০ মিটার
সঠিক উত্তর: (ঘ)
৪১. দৈর্ঘ্যের পরিমাপ বড় হলে নিচের কোনটির মাধ্যমে প্রকাশ করা হয়?
Ο ক) সেন্টিমিটার
Ο খ) কিলোমিটার
Ο গ) মিলিমিটার
Ο ঘ) মিটার
সঠিক উত্তর: (খ)
৪২. তোমার স্কুলের বেঞ্চের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা ৫ গুণ। প্রস্থ ১.৫ ফুট হলে বেঞ্চের পরিসীমা কত ইঞ্চি?
Ο ক) ২১০
Ο খ) ২১২
Ο গ) ২১৪
Ο ঘ) ২১৬
সঠিক উত্তর: (ঘ)
৪৩. ১০০ মাইল সমান কত কি. মি. (প্রায়)?
Ο ক) ০.৬১
Ο খ) ১০০
Ο গ) ১৬১
Ο ঘ) ২৬১
সঠিক উত্তর: (গ)
৪৪. গ্রীক ভাষায় ডেকা অর্থ কি?
Ο ক) ২ গুণ
Ο খ) ১০ গুণ
Ο গ) ১০০ গুণ
Ο ঘ) সহস্রাংশ
সঠিক উত্তর: (খ)
৪৫. কোনটি পরিমাপের ক্ষেত্রে ১ একক দৈর্ঘ্যের বাহুবিশিষ্ট একটি বর্গাকার ক্ষেত্রকে একক ধরা হয়?
Ο ক) আয়তন
Ο খ) ক্ষেত্রফল
Ο গ) ঘনফল
Ο ঘ) শতকরা
সঠিক উত্তর: (খ)
৪৬. ১১০০ গজ সমান কত ফার্লং?
Ο ক) ৫
Ο খ) ৪
Ο গ) ৩
Ο ঘ) ২
সঠিক উত্তর: (ক)
৪৭.৩২০ একর = কত বর্গমাইল?
Ο ক) ০.৫
Ο খ) ১
Ο গ) ২
Ο ঘ) ৪
সঠিক উত্তর: (ক)
৪৮. জমির পরিমাপ-
i. ১ কাঠা = ৮০ বর্গগজ।
ii. ১ এয়র = ২৩.৯ ছটাক (প্রায়)।
iii. ১ একর = ৩ বিঘা।
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)
৪৯. মশিউর সাহেব ৩৬০ ইঞ্চি কাপড় কিনলেন। তিনি কত গজ কাপড় কিনলেন?
Ο ক) ৬ গজ
Ο খ) ১০ গজ
Ο গ) ৩৬ গজ
Ο ঘ) ৩৬০০ গজ
সঠিক উত্তর: (খ)
৫০. ৫০ মিলিমিটার = কত সেন্টিমিটার?
Ο ক) ১ সেন্টিমিটার
Ο খ) ৫ সেন্টিমিটার
Ο গ) ১০ সেন্টিমিটার
Ο ঘ) ১০০ সেন্টিমিটার
সঠিক উত্তর: (খ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – 01571769905 (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
JSC Math