ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের জে.এস.সি গণিত বিষয়ের অধ্যায় - ২ : মুনাফা(১) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১.শতকরা শব্দের অর্থ কী?
Ο ক) প্রতি হাজারে
Ο খ) প্রতি শতে
Ο গ) প্রতি দুইশতে
Ο ঘ) হাজার প্রতি
সঠিক উত্তর: (খ)
২.প্রতি বছর শুদু প্রারম্ভিক মূলধনের উপর যে মুনাফা হিসাব করা হয়, তাকে কী বলে?
Ο ক) সময়
Ο খ) মুনাফা-আসল
Ο গ) আসল
Ο ঘ) সরল মুনাফা
সঠিক উত্তর: (ঘ)
৩.মুনাফা-আসল =?
Ο ক) আসল + মুনাফা
Ο খ) আসল - মুনাফা
Ο গ) আসল x মুনাফা
Ο ঘ) আসল/মুনাফা
সঠিক উত্তর: (ক)
৪.মুনাফা বা ক্ষতি নিচের কোনটি উপর নির্ভর করে?
Ο ক) ক্রয়মূল্য
Ο খ) বিক্রয়মূল্য
Ο গ) আনুষঙ্গিক খরচ
Ο ঘ) উপরের সবগুলো
সঠিক উত্তর: (ক)
৫. ১৬% মুনাফায় কত বছরে মুনাফা আসলের চারগুণ হবে?
Ο ক) ১৫
Ο খ) ২০
Ο গ) ২৫
Ο ঘ) ৩০
সঠিক উত্তর: (গ)
৬. ১০% মুনাফায় কত বছরে P টাকা মুনাফা-আসলে দ্বিগুণ হবে?
Ο ক) ৫
Ο খ) ১০
Ο গ) ২০
Ο ঘ) ২৫
সঠিক উত্তর: (খ)
৭. একটি ঘড়ি ৮% লাভে ১০৮ টাকা বিক্রি করা হলো। ঘড়িটির ক্রয়মূল্য কত?
Ο ক) ৯২ টাকা
Ο খ) ১০৮ টাকা
Ο গ) ১০০ টাকা
Ο ঘ) ১৬ টাকা
সঠিক উত্তর: (গ)
৮. বার্ষিক ১২% মুনাফায় কত বছরে ১০০০০ টাকার মুনাফা ৪৮০০ টাকা হবে?
Ο ক) ২
Ο খ) ৩
Ο গ) ৪
Ο ঘ) ৬
সঠিক উত্তর: (গ)
৯. ক্রয়মূল্য C টাকা এবং বিক্রয়মূল্য P টাকা হলে মুনাফা নিচের কোনটি?
Ο ক) C - P
Ο খ) P - C
Ο গ) C x P
Ο ঘ) P/C
সঠিক উত্তর: (খ)
১০. বার্ষিক ১২% মুনাফায় ১০০০০ টাকার ৪ বছরের মুনাফা কত?
Ο ক) ৪৮০০ টাকা
Ο খ) ৪৫০০ টাকা
Ο গ) ৪০০০ টাক
Ο ঘ) ১৫০০ টাকা
সঠিক উত্তর: (ক)
১১. ১২% সরল মুনাফায় ৩০০ টাকার ৫ বছরের মুনাফা কত টাকা?
Ο ক) ৬০
Ο খ) ৭৫
Ο গ) ৮০
Ο ঘ) ১৮০
সঠিক উত্তর: (ঘ)
১২. মুনাফা - আসল A, মূলধন P এবং মুনাফা I হলে নিচের কোনটি সঠিক?
Ο ক) A = P -I
Ο খ) A = p/I
Ο গ) A = P x I
Ο ঘ) A = P + I
সঠিক উত্তর: (ঘ)
১৩. মুনাফা-আসল ৫০০ টাকা এবং মুনাফা ৫০ টাকা হলে আসল কত?
Ο ক) ৫৫০ টাকা
Ο খ) ১০ টাকা
Ο গ) ৪৫০ টাকা
Ο ঘ) ২৫০০ টাকা
সঠিক উত্তর: (গ)
১৪. বার্ষিক শতকরা মুনাফার হার কত টাকা হলে, ১০ বছরে মুনাফা আসলের অর্ধেক হবে?
Ο ক) ৪
Ο খ) ৫
Ο গ) ৬
Ο ঘ) ৭
সঠিক উত্তর: (খ)
১৫. মুনাফা I, মূলধন p, সুদের হার r এবং সময় n হলে নিচের কোনটি সঠিক?
Ο ক) A = Pn/r
Ο খ) I = Pnr
Ο গ) P = Inr
Ο ঘ) r = Pn/I
সঠিক উত্তর: (খ)
১৬. বার্ষিক শতকরা মুনাফা কত হলে ১৮০০ টাকার ৩ বছরে মুনাফা- আসলে ২৫০০ টাকা হবে?
Ο ক) ১১%
Ο খ) ১০.৫%
Ο গ) ১২.৯৬%
Ο ঘ) ১২%
সঠিক উত্তর: (গ)
১৭. ৯০ টাকার ৩০% = কত?
Ο ক) ২৭ টাকা
Ο খ) ৩ টাকা
Ο গ) ১০ টাকা
Ο ঘ) ১/৩ টাকা
সঠিক উত্তর: (ক)
১৮. একটি দ্রব্য ১০০ টাকায় ক্রয় করে ১০% মুনাফায় বিক্রয় করা হলে বিক্রয়মূল্য কত হবে?
Ο ক) ৯০ টাকা
Ο খ) ১১০ টাকা
Ο গ) ১০০ টাকা
Ο ঘ) ১০ টাকা
সঠিক উত্তর: (খ)
১৯. বার্ষিক মুনাফা শতকরা ১২ টাকা থেকে কমে ১০ টাকা হলে, ৪০০০ টাকার ৪ মুনাফা কত টাকা কম হবে? Ο ক) ৩০০
Ο খ) ৩২০
Ο গ) ৩৫০
Ο ঘ) ৪০০
সঠিক উত্তর: (খ)
২০. বার্ষিক ১০ টাকা মুনাফায় ৫০০০ টাকা ১ বছরের মুনাফা কত টাকা?
Ο ক) ৫০০
Ο খ) ৫২৫০
Ο গ) ৫৫০০
Ο ঘ) ৬৫০০
সঠিক উত্তর: (ক)
২১. শুধু মুনাফা বলতে নিচের কোনটিকে বুঝায়?
Ο ক) সরল মুনাফা
Ο খ) চক্রবৃদ্ধি মূনাফা
Ο গ) প্রবৃদ্ধি
Ο ঘ) সঞ্চয়
সঠিক উত্তর: (ক)
২২. বার্ষিক শতকরা ৮ টাকা হার মুনাফায় ৬২৫ টাকার ১ বছরের চক্রবৃদ্ধি মূলধন কত টাকা?
Ο ক) ৬৫০
Ο খ) ৬৭৫
Ο গ) ৬৮৫
Ο ঘ) ৭৭৬
সঠিক উত্তর: (খ)
২৩. নিচের তথ্যগুলো লক্ষ কর:
i. ২৫ টাকার ৪% সমান ১ টাকা
ii. ১০% ক্ষতিতে বিক্রয়মূল্য ৯০ টাকা
iii. ২০% লাভে বিক্রয়মূল্য ১১০ টাকা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)
২৪. শতকরা বার্ষিক ৩ টাকা হার মুনাফায় ৩৫০ টাকার ৪ বছরের মুনাফা কত?
Ο ক) ৪৯ টাকা
Ο খ) ৪৭ টাকা
Ο গ) ৪২ টাকা
Ο ঘ) ৫০ টাকা
সঠিক উত্তর: (গ)
২৫. একজন ব্যবসায়ী এক বাক্স আপেল ১১৩৫ টাকায় বিক্রয় করায় ১৮৫ টাকা লাভ হলে, তার ক্রয়মূল্য কত টাকা?
Ο ক) ৯৫০
Ο খ) ১০৫০
Ο গ) ১২২০
Ο ঘ) ১৩২০
সঠিক উত্তর: (ক)
২৬. জুয়েল মিষ্টির দোকান থেকে ২৫০ টাকা দরে ২ কেজি সন্দেশ ক্রয় করলো। ভ্যাট ৪% হলে দোকানদারকে মোট কত টাকা দিবে?
Ο ক) ৪২০
Ο খ) ৫০০
Ο গ) ৫২০
Ο ঘ) ৬০০
সঠিক উত্তর: (গ)
২৭. মুনাফার হার শতকরা কত হলে, কোনো আসল ১৬ বছরে মুনাফা-আসলে তিনগুণ হবে?
Ο ক) ১০.৫
Ο খ) ১১.৫
Ο গ) ১২.৫
Ο ঘ) ১৪.৫
সঠিক উত্তর: (গ)
২৮. ১০% সরল মুনাফায় ২০০০ টাকা আমানত রাখলে-
i. ১ বছরের মুনাফা ২০০ টাকা।
ii. ৫ বছরের মুনাফা ৪০ টাকা।
iii. ৫ বছরের মুনাফা-আসলে ৩০০০ টাকা হয়।
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ)
২৯. একটি ইউনিয়নে বর্তমান জনসংখ্যা ২০,০০০ জন এবং জনসংখ্যা বৃদ্ধির হার হাজারে ২০ জন হলে ২ বছর পর জনসংখ্যা কত জন হবে?
Ο ক) ২০০৮০
Ο খ) ২০৮০০
Ο গ) ২০৮০৮
Ο ঘ) ২০৮১৮
সঠিক উত্তর: (গ)
৩০. ৭৫ টাকায় ১৫টি বলপেন কিনে ৯০ টাকায় বিক্রয় ‘করলে শতকরা কত লাভ হবে?
Ο ক) ২০
Ο খ) ২৫
Ο গ) ৩০
Ο ঘ) ৪০
সঠিক উত্তর: (ক)
৩১. ক্ষতি = ?
Ο ক) বিক্রয়মূল্য - ক্রয়মূল্য
Ο খ) ক্রয়মূল্য - বিক্রয়মূল্য
Ο গ) বিক্রয়মূল্য + ক্রয়মূল্য
Ο ঘ) ক্রয়মূল্য / বিক্রয়মূল্য
সঠিক উত্তর: (খ)
৩২. ১২০০ এর ১০% কত?
Ο ক) ১০০
Ο খ) ১২০
Ο গ) ১৩০
Ο ঘ) ১৪০
সঠিক উত্তর: (খ)
৩৩. কোন নির্দিষ্ট সময়ের মুনাফা-আসল ৫৬০০ টাকা এবং মুনাফা আসলের ২/৫ অংশ হলে আসল কত টাকা? Ο ক) ৩০০০
Ο খ) ৩৫০০
Ο গ) ৪০০০
Ο ঘ) ৫০০০
সঠিক উত্তর: (গ)
৩৪. একটি দ্রব্যের ক্রয় মূল্য ৫০ টাকা ও বিক্রয়মূল্য ৬০ টাকা হলে-
i. ক্ষতি ১০ টাকা।
ii. লাভ ১০ টাকা।
iii. শতকরা লাভ ২০ টাকা।
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)
৩৫. ৫০০ টাকার ১০% মুনাফায় বার্ষিক-
i. সরল মুনাফা ৫০ টাকা।
ii. চক্রবৃদ্ধি মুনাফা ৬০ টাকা।
iii. সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফা সমান।
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ)
৩৬. ৫% হার মুনাফায় ৪ বছরের মুনাফায় ৪০ টাকা হলে মূলধন কত?
Ο ক) ১০০ টাকা
Ο খ) ১৬০ টাকা
Ο গ) ২০০ টাকা
Ο ঘ) ১৮০ টাকা
সঠিক উত্তর: (গ)
৩৭. ৫% হার মুনাফায় ৭০০ টাকার ১ বছরের মুনাফা কত?
Ο ক) ৩০ টাকা
Ο খ) ১৪০ টাকা
Ο গ) ৩৫ টাকা
Ο ঘ) ২৫ টাকা
সঠিক উত্তর: (গ)
৩৮. ৫০০ টাকার ১ বছরের মুনাফা ৭৫ টাকা হলে, মুনাফা শতকরা কত টাকা?
Ο ক) ৫
Ο খ) ১০
Ο গ) ১৫
Ο ঘ) ২০
সঠিক উত্তর: (গ)
৩৯. রিয়াজ সাহেব ৭% মুনাফায় ২৮০০ টাকা ব্যাংকে রাখলে ৫ বছর পর তার মুনাফা কত হবে?
Ο ক) ৮৮০ টাকা
Ο খ) ৯৭০ টাকা
Ο গ) ৯৯০ টাকা
Ο ঘ) ৯৮০ টাকা
সঠিক উত্তর: (ঘ)
৪০. প্রতি হালি কমলার ক্রয়মূল্য ৭০ টাকা হলে, ১ ডজন কমলার ক্রয়মূল্য কত টাকা?
Ο ক) ২১০
Ο খ) ২১৩
Ο গ) ২১৪
Ο ঘ) ২১৫
সঠিক উত্তর: (ক)
৪১. ১০০ টাকার ১ বছরের মুনাফাকে কী বলা হয়?
Ο ক) সমকাল
Ο খ) আসল
Ο গ) মুনাফা-আসল
Ο ঘ) মূনাফার হার
সঠিক উত্তর: (ঘ)
৪২. ১০৫ ক্ষতিতে বিক্রয়মূল্য কত?
Ο ক) ৯০ টাকা
Ο খ) ১১০ টাকা
Ο গ) ১০০ টাকা
Ο ঘ) ১০ টাকা
সঠিক উত্তর: (ক)
৪৩. বার্ষিক শতকরা ১০ টাকা মুনাফায় ১০০০ টাকার ৩ বছরের সবৃদ্ধি মূল কত টাকা?
Ο ক) ৩০০
Ο খ) ১০৩০
Ο গ) ১৩০০
Ο ঘ) ২৩০০
সঠিক উত্তর: (গ)
৪৪. মুনাফা বা ক্ষতি নির্ণয়ে ক্রয়মূল্য হিসেবে ধরা হয় কোনটিকে?
Ο ক) আনুষঙ্গিক খরচ
Ο খ) বিক্রয়মূল্য
Ο গ) ক্রয়কৃত মূল্য
Ο ঘ) লাভ
সঠিক উত্তর: (খ)
৪৫. ১০% সরল মুনাফা ৮০০ টাকার কত বছরের মুনাফা ১৬০ টাকা হবে?
Ο ক) ১
Ο খ) ২
Ο গ) ৩
Ο ঘ) ৪
সঠিক উত্তর: (খ)
৪৬. একটি দ্রব্য ৬০০ টাকায় ক্রয় করে, ৬৬০ টাকায় করলে শতকরা কত টাকা লাভ হবে?
Ο ক) ৫
Ο খ) ১০
Ο গ) ১৫
Ο ঘ) ৬০
সঠিক উত্তর: (খ)
৪৭. শতকরা বার্ষিক মুনাফার হার ১০.৫ টাকা হলে ২০০০ টাকার ৫ বছরের মুনাফা কত?
Ο ক) ১০৫০ টাকা
Ο খ) ১১৫০ টাকা
Ο গ) ১২৫০ টাকা
Ο ঘ) ১০০০ টাকা
সঠিক উত্তর: (ক)
৪৮. একটি শার্ট ২৫০ টাকায় ক্র করে কত টাকায় বিক্রয় করলে ২০% মুনাফা হয়?
Ο ক) ৩০০ টাকা
Ο খ) ২৮০ টাকা
Ο গ) ৩৫০ টাকা
Ο ঘ) ৪০০ টাকা
সঠিক উত্তর: (ক)
৪৯. শতকরা বার্ষিক কত মুনাফায় ৫০০ টাকার ৫ বছরের মুনাফা ২৫০ টাকা হবে?
Ο ক) ১০%
Ο খ) ১৫%
Ο গ) ১২%
Ο ঘ) ৮%
সঠিক উত্তর: (ক)
৫০. শতকরা বার্ষিক ৬ টাকা মুনাফায় ২০০০ টাকার ১ বছরের মুনাফা কত?
Ο ক) ৬০ টাকা
Ο খ) ১২০ টাকা
Ο গ) ২০০ টাকা
Ο ঘ) ২০৬ টাকা
সঠিক উত্তর: (খ)
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১.শতকরা শব্দের অর্থ কী?
Ο ক) প্রতি হাজারে
Ο খ) প্রতি শতে
Ο গ) প্রতি দুইশতে
Ο ঘ) হাজার প্রতি
সঠিক উত্তর: (খ)
২.প্রতি বছর শুদু প্রারম্ভিক মূলধনের উপর যে মুনাফা হিসাব করা হয়, তাকে কী বলে?
Ο ক) সময়
Ο খ) মুনাফা-আসল
Ο গ) আসল
Ο ঘ) সরল মুনাফা
সঠিক উত্তর: (ঘ)
৩.মুনাফা-আসল =?
Ο ক) আসল + মুনাফা
Ο খ) আসল - মুনাফা
Ο গ) আসল x মুনাফা
Ο ঘ) আসল/মুনাফা
সঠিক উত্তর: (ক)
৪.মুনাফা বা ক্ষতি নিচের কোনটি উপর নির্ভর করে?
Ο ক) ক্রয়মূল্য
Ο খ) বিক্রয়মূল্য
Ο গ) আনুষঙ্গিক খরচ
Ο ঘ) উপরের সবগুলো
সঠিক উত্তর: (ক)
৫. ১৬% মুনাফায় কত বছরে মুনাফা আসলের চারগুণ হবে?
Ο ক) ১৫
Ο খ) ২০
Ο গ) ২৫
Ο ঘ) ৩০
সঠিক উত্তর: (গ)
৬. ১০% মুনাফায় কত বছরে P টাকা মুনাফা-আসলে দ্বিগুণ হবে?
Ο ক) ৫
Ο খ) ১০
Ο গ) ২০
Ο ঘ) ২৫
সঠিক উত্তর: (খ)
৭. একটি ঘড়ি ৮% লাভে ১০৮ টাকা বিক্রি করা হলো। ঘড়িটির ক্রয়মূল্য কত?
Ο ক) ৯২ টাকা
Ο খ) ১০৮ টাকা
Ο গ) ১০০ টাকা
Ο ঘ) ১৬ টাকা
সঠিক উত্তর: (গ)
৮. বার্ষিক ১২% মুনাফায় কত বছরে ১০০০০ টাকার মুনাফা ৪৮০০ টাকা হবে?
Ο ক) ২
Ο খ) ৩
Ο গ) ৪
Ο ঘ) ৬
সঠিক উত্তর: (গ)
৯. ক্রয়মূল্য C টাকা এবং বিক্রয়মূল্য P টাকা হলে মুনাফা নিচের কোনটি?
Ο ক) C - P
Ο খ) P - C
Ο গ) C x P
Ο ঘ) P/C
সঠিক উত্তর: (খ)
১০. বার্ষিক ১২% মুনাফায় ১০০০০ টাকার ৪ বছরের মুনাফা কত?
Ο ক) ৪৮০০ টাকা
Ο খ) ৪৫০০ টাকা
Ο গ) ৪০০০ টাক
Ο ঘ) ১৫০০ টাকা
সঠিক উত্তর: (ক)
১১. ১২% সরল মুনাফায় ৩০০ টাকার ৫ বছরের মুনাফা কত টাকা?
Ο ক) ৬০
Ο খ) ৭৫
Ο গ) ৮০
Ο ঘ) ১৮০
সঠিক উত্তর: (ঘ)
১২. মুনাফা - আসল A, মূলধন P এবং মুনাফা I হলে নিচের কোনটি সঠিক?
Ο ক) A = P -I
Ο খ) A = p/I
Ο গ) A = P x I
Ο ঘ) A = P + I
সঠিক উত্তর: (ঘ)
১৩. মুনাফা-আসল ৫০০ টাকা এবং মুনাফা ৫০ টাকা হলে আসল কত?
Ο ক) ৫৫০ টাকা
Ο খ) ১০ টাকা
Ο গ) ৪৫০ টাকা
Ο ঘ) ২৫০০ টাকা
সঠিক উত্তর: (গ)
১৪. বার্ষিক শতকরা মুনাফার হার কত টাকা হলে, ১০ বছরে মুনাফা আসলের অর্ধেক হবে?
Ο ক) ৪
Ο খ) ৫
Ο গ) ৬
Ο ঘ) ৭
সঠিক উত্তর: (খ)
১৫. মুনাফা I, মূলধন p, সুদের হার r এবং সময় n হলে নিচের কোনটি সঠিক?
Ο ক) A = Pn/r
Ο খ) I = Pnr
Ο গ) P = Inr
Ο ঘ) r = Pn/I
সঠিক উত্তর: (খ)
১৬. বার্ষিক শতকরা মুনাফা কত হলে ১৮০০ টাকার ৩ বছরে মুনাফা- আসলে ২৫০০ টাকা হবে?
Ο ক) ১১%
Ο খ) ১০.৫%
Ο গ) ১২.৯৬%
Ο ঘ) ১২%
সঠিক উত্তর: (গ)
১৭. ৯০ টাকার ৩০% = কত?
Ο ক) ২৭ টাকা
Ο খ) ৩ টাকা
Ο গ) ১০ টাকা
Ο ঘ) ১/৩ টাকা
সঠিক উত্তর: (ক)
১৮. একটি দ্রব্য ১০০ টাকায় ক্রয় করে ১০% মুনাফায় বিক্রয় করা হলে বিক্রয়মূল্য কত হবে?
Ο ক) ৯০ টাকা
Ο খ) ১১০ টাকা
Ο গ) ১০০ টাকা
Ο ঘ) ১০ টাকা
সঠিক উত্তর: (খ)
১৯. বার্ষিক মুনাফা শতকরা ১২ টাকা থেকে কমে ১০ টাকা হলে, ৪০০০ টাকার ৪ মুনাফা কত টাকা কম হবে? Ο ক) ৩০০
Ο খ) ৩২০
Ο গ) ৩৫০
Ο ঘ) ৪০০
সঠিক উত্তর: (খ)
২০. বার্ষিক ১০ টাকা মুনাফায় ৫০০০ টাকা ১ বছরের মুনাফা কত টাকা?
Ο ক) ৫০০
Ο খ) ৫২৫০
Ο গ) ৫৫০০
Ο ঘ) ৬৫০০
সঠিক উত্তর: (ক)
২১. শুধু মুনাফা বলতে নিচের কোনটিকে বুঝায়?
Ο ক) সরল মুনাফা
Ο খ) চক্রবৃদ্ধি মূনাফা
Ο গ) প্রবৃদ্ধি
Ο ঘ) সঞ্চয়
সঠিক উত্তর: (ক)
২২. বার্ষিক শতকরা ৮ টাকা হার মুনাফায় ৬২৫ টাকার ১ বছরের চক্রবৃদ্ধি মূলধন কত টাকা?
Ο ক) ৬৫০
Ο খ) ৬৭৫
Ο গ) ৬৮৫
Ο ঘ) ৭৭৬
সঠিক উত্তর: (খ)
২৩. নিচের তথ্যগুলো লক্ষ কর:
i. ২৫ টাকার ৪% সমান ১ টাকা
ii. ১০% ক্ষতিতে বিক্রয়মূল্য ৯০ টাকা
iii. ২০% লাভে বিক্রয়মূল্য ১১০ টাকা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)
২৪. শতকরা বার্ষিক ৩ টাকা হার মুনাফায় ৩৫০ টাকার ৪ বছরের মুনাফা কত?
Ο ক) ৪৯ টাকা
Ο খ) ৪৭ টাকা
Ο গ) ৪২ টাকা
Ο ঘ) ৫০ টাকা
সঠিক উত্তর: (গ)
২৫. একজন ব্যবসায়ী এক বাক্স আপেল ১১৩৫ টাকায় বিক্রয় করায় ১৮৫ টাকা লাভ হলে, তার ক্রয়মূল্য কত টাকা?
Ο ক) ৯৫০
Ο খ) ১০৫০
Ο গ) ১২২০
Ο ঘ) ১৩২০
সঠিক উত্তর: (ক)
২৬. জুয়েল মিষ্টির দোকান থেকে ২৫০ টাকা দরে ২ কেজি সন্দেশ ক্রয় করলো। ভ্যাট ৪% হলে দোকানদারকে মোট কত টাকা দিবে?
Ο ক) ৪২০
Ο খ) ৫০০
Ο গ) ৫২০
Ο ঘ) ৬০০
সঠিক উত্তর: (গ)
২৭. মুনাফার হার শতকরা কত হলে, কোনো আসল ১৬ বছরে মুনাফা-আসলে তিনগুণ হবে?
Ο ক) ১০.৫
Ο খ) ১১.৫
Ο গ) ১২.৫
Ο ঘ) ১৪.৫
সঠিক উত্তর: (গ)
২৮. ১০% সরল মুনাফায় ২০০০ টাকা আমানত রাখলে-
i. ১ বছরের মুনাফা ২০০ টাকা।
ii. ৫ বছরের মুনাফা ৪০ টাকা।
iii. ৫ বছরের মুনাফা-আসলে ৩০০০ টাকা হয়।
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ)
২৯. একটি ইউনিয়নে বর্তমান জনসংখ্যা ২০,০০০ জন এবং জনসংখ্যা বৃদ্ধির হার হাজারে ২০ জন হলে ২ বছর পর জনসংখ্যা কত জন হবে?
Ο ক) ২০০৮০
Ο খ) ২০৮০০
Ο গ) ২০৮০৮
Ο ঘ) ২০৮১৮
সঠিক উত্তর: (গ)
৩০. ৭৫ টাকায় ১৫টি বলপেন কিনে ৯০ টাকায় বিক্রয় ‘করলে শতকরা কত লাভ হবে?
Ο ক) ২০
Ο খ) ২৫
Ο গ) ৩০
Ο ঘ) ৪০
সঠিক উত্তর: (ক)
৩১. ক্ষতি = ?
Ο ক) বিক্রয়মূল্য - ক্রয়মূল্য
Ο খ) ক্রয়মূল্য - বিক্রয়মূল্য
Ο গ) বিক্রয়মূল্য + ক্রয়মূল্য
Ο ঘ) ক্রয়মূল্য / বিক্রয়মূল্য
সঠিক উত্তর: (খ)
৩২. ১২০০ এর ১০% কত?
Ο ক) ১০০
Ο খ) ১২০
Ο গ) ১৩০
Ο ঘ) ১৪০
সঠিক উত্তর: (খ)
৩৩. কোন নির্দিষ্ট সময়ের মুনাফা-আসল ৫৬০০ টাকা এবং মুনাফা আসলের ২/৫ অংশ হলে আসল কত টাকা? Ο ক) ৩০০০
Ο খ) ৩৫০০
Ο গ) ৪০০০
Ο ঘ) ৫০০০
সঠিক উত্তর: (গ)
৩৪. একটি দ্রব্যের ক্রয় মূল্য ৫০ টাকা ও বিক্রয়মূল্য ৬০ টাকা হলে-
i. ক্ষতি ১০ টাকা।
ii. লাভ ১০ টাকা।
iii. শতকরা লাভ ২০ টাকা।
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)
৩৫. ৫০০ টাকার ১০% মুনাফায় বার্ষিক-
i. সরল মুনাফা ৫০ টাকা।
ii. চক্রবৃদ্ধি মুনাফা ৬০ টাকা।
iii. সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফা সমান।
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ)
৩৬. ৫% হার মুনাফায় ৪ বছরের মুনাফায় ৪০ টাকা হলে মূলধন কত?
Ο ক) ১০০ টাকা
Ο খ) ১৬০ টাকা
Ο গ) ২০০ টাকা
Ο ঘ) ১৮০ টাকা
সঠিক উত্তর: (গ)
৩৭. ৫% হার মুনাফায় ৭০০ টাকার ১ বছরের মুনাফা কত?
Ο ক) ৩০ টাকা
Ο খ) ১৪০ টাকা
Ο গ) ৩৫ টাকা
Ο ঘ) ২৫ টাকা
সঠিক উত্তর: (গ)
৩৮. ৫০০ টাকার ১ বছরের মুনাফা ৭৫ টাকা হলে, মুনাফা শতকরা কত টাকা?
Ο ক) ৫
Ο খ) ১০
Ο গ) ১৫
Ο ঘ) ২০
সঠিক উত্তর: (গ)
৩৯. রিয়াজ সাহেব ৭% মুনাফায় ২৮০০ টাকা ব্যাংকে রাখলে ৫ বছর পর তার মুনাফা কত হবে?
Ο ক) ৮৮০ টাকা
Ο খ) ৯৭০ টাকা
Ο গ) ৯৯০ টাকা
Ο ঘ) ৯৮০ টাকা
সঠিক উত্তর: (ঘ)
৪০. প্রতি হালি কমলার ক্রয়মূল্য ৭০ টাকা হলে, ১ ডজন কমলার ক্রয়মূল্য কত টাকা?
Ο ক) ২১০
Ο খ) ২১৩
Ο গ) ২১৪
Ο ঘ) ২১৫
সঠিক উত্তর: (ক)
৪১. ১০০ টাকার ১ বছরের মুনাফাকে কী বলা হয়?
Ο ক) সমকাল
Ο খ) আসল
Ο গ) মুনাফা-আসল
Ο ঘ) মূনাফার হার
সঠিক উত্তর: (ঘ)
৪২. ১০৫ ক্ষতিতে বিক্রয়মূল্য কত?
Ο ক) ৯০ টাকা
Ο খ) ১১০ টাকা
Ο গ) ১০০ টাকা
Ο ঘ) ১০ টাকা
সঠিক উত্তর: (ক)
৪৩. বার্ষিক শতকরা ১০ টাকা মুনাফায় ১০০০ টাকার ৩ বছরের সবৃদ্ধি মূল কত টাকা?
Ο ক) ৩০০
Ο খ) ১০৩০
Ο গ) ১৩০০
Ο ঘ) ২৩০০
সঠিক উত্তর: (গ)
৪৪. মুনাফা বা ক্ষতি নির্ণয়ে ক্রয়মূল্য হিসেবে ধরা হয় কোনটিকে?
Ο ক) আনুষঙ্গিক খরচ
Ο খ) বিক্রয়মূল্য
Ο গ) ক্রয়কৃত মূল্য
Ο ঘ) লাভ
সঠিক উত্তর: (খ)
৪৫. ১০% সরল মুনাফা ৮০০ টাকার কত বছরের মুনাফা ১৬০ টাকা হবে?
Ο ক) ১
Ο খ) ২
Ο গ) ৩
Ο ঘ) ৪
সঠিক উত্তর: (খ)
৪৬. একটি দ্রব্য ৬০০ টাকায় ক্রয় করে, ৬৬০ টাকায় করলে শতকরা কত টাকা লাভ হবে?
Ο ক) ৫
Ο খ) ১০
Ο গ) ১৫
Ο ঘ) ৬০
সঠিক উত্তর: (খ)
৪৭. শতকরা বার্ষিক মুনাফার হার ১০.৫ টাকা হলে ২০০০ টাকার ৫ বছরের মুনাফা কত?
Ο ক) ১০৫০ টাকা
Ο খ) ১১৫০ টাকা
Ο গ) ১২৫০ টাকা
Ο ঘ) ১০০০ টাকা
সঠিক উত্তর: (ক)
৪৮. একটি শার্ট ২৫০ টাকায় ক্র করে কত টাকায় বিক্রয় করলে ২০% মুনাফা হয়?
Ο ক) ৩০০ টাকা
Ο খ) ২৮০ টাকা
Ο গ) ৩৫০ টাকা
Ο ঘ) ৪০০ টাকা
সঠিক উত্তর: (ক)
৪৯. শতকরা বার্ষিক কত মুনাফায় ৫০০ টাকার ৫ বছরের মুনাফা ২৫০ টাকা হবে?
Ο ক) ১০%
Ο খ) ১৫%
Ο গ) ১২%
Ο ঘ) ৮%
সঠিক উত্তর: (ক)
৫০. শতকরা বার্ষিক ৬ টাকা মুনাফায় ২০০০ টাকার ১ বছরের মুনাফা কত?
Ο ক) ৬০ টাকা
Ο খ) ১২০ টাকা
Ο গ) ২০০ টাকা
Ο ঘ) ২০৬ টাকা
সঠিক উত্তর: (খ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – 01571769905 (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
JSC Math