জে.এস.সি গণিত অধ্যায় - ১১: তথ্য ও উপাত্ত(১)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের জে.এস.সি গণিত অধ্যায় - ১১: তথ্য ও উপাত্ত(১) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

১.পরিসংখ্যান কী?
Ο ক) বিজ্ঞান বিষয়ক তথ্য
Ο খ) সংখ্যাসূচক তথ্য
Ο গ) ব্যক্তিগত তথ্য
Ο ঘ) পরিবেশ বিষয়ক তথ্য
সঠিক উত্তর: (খ)

http://www.webschoolbd.com/
২.পাইচিত্র কী?
Ο ক) বর্গ
Ο খ) আয়তক্ষেত্র
Ο গ) লেখচিত্র
Ο ঘ) ট্যালি
সঠিক উত্তর: (গ)

৩. ৮ জন লোকের বয়সের উপাত্ত ৩০, ৪৫, ৪০, ৩২, ৩৬, ৪০, ৩৩, ৩৬ কোন ধরনের উপাত্ত?
Ο ক) বিন্যস্ত উপাত্ত
Ο খ) অবিন্যস্ত উপাত্ত
Ο গ) ট্যালি উপাত্ত
Ο ঘ) শ্রেণি উপাত্ত
সঠিক উত্তর: (খ)

৪. ৭০, ৮০, ৬০, ৫০, ৮৫, ৮৮ উপাত্তগুলো ৬ জন ছাত্রের গণিতে প্রাপ্ত নম্বর বর্ণিত উপাত্তসমূহকে কী বলে?
Ο ক) বিন্যস্ত উপাত্ত
Ο খ) অবিন্যস্ত উপাত্ত
Ο গ) শ্রেণি উপাত্ত
Ο ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর: (ক)

৫. ২৫-৩১ শ্রেণির নিম্নসীমা কত?
Ο ক) ৫
Ο খ) ৭
Ο গ) ২৫
Ο ঘ) ৩১
সঠিক উত্তর: (গ)

৬. খবরের কাগজ থেকে প্রাপ্ত তথ্য কি ধরনের উপাত্ত?
Ο ক) প্রাথমিক উপাত্
Ο খ) ্‌ুপাত্ত
Ο গ) তথ্য
Ο ঘ) মাধ্যমিক উপাত্ত
সঠিক উত্তর: (ঘ)

৭. কোনো উপাত্তে যে সংখ্যাটি সবচেয়ে বেশিবার থাকে তাকে কী বলে?
Ο ক) মধ্যক
Ο খ) প্রচুরক
Ο গ) ক্রমযোজিত গণসংখ্যা
Ο ঘ) গড়
সঠিক উত্তর: (খ)

৮.৪০,৩৮,৪১,৩৫,৪৬,৪২,৪৮,৩৭,৫০ উপাত্তটির পরিসর কত?
Ο ক) ১৪
Ο খ) ১৫
Ο গ) ১৬
Ο ঘ) ১৮
সঠিক উত্তর: (গ)

৯.কেন্দ্রীয় প্রবণতা কয়ভাবে পরিমাপ করা যায়?
Ο ক) ১
Ο খ) ২
Ο গ) ৩
Ο ঘ) ৪
সঠিক উত্তর: (গ)

১০. সরাসরি উৎস থেকে সংগৃহিত উপাত্তের বৈশিষ্ট্য কোনটি?
Ο ক) নির্ভরযোগ্যতা বেশি
Ο খ) নির্ভরযোগ্যতা কম
Ο গ) তথ্য কম সঠিক
Ο ঘ) সময় কম লাগে
সঠিক উত্তর: (ক)

১১. ২২,১৬,২০,৩০,২৫,৩৬,৩৫,৩৭ সংখ্যাগুলোর গড় কত?
Ο ক) ২৬.৬২৫
Ο খ) ২৭.৬২৫
Ο গ) ২৮
Ο ঘ) ২৮.৫
সঠিক উত্তর: (খ)

১২. যেকোনো শ্রেণির সর্বনিম্ন মানকে এর কী বলা হয়?
Ο ক) সর্বোচ্চ সীমা
Ο খ) নিম্নসীমা
Ο গ) ঊর্ধ্বসীমা
Ο ঘ) মধ্যসীমা
সঠিক উত্তর: (খ)

১৩. ২৮,৩০২৫,২৭,২৮,২৫,৩২,২৬,২৪ সংখ্যাগুলোর মধ্যে প্রচুরক কোনটি?
Ο ক) ২৪
Ο খ) ২৭
Ο গ) ২৫ ও ২৮
Ο ঘ) প্রচুরক নাই
সঠিক উত্তর: (গ)

১৪. ৪৫,৪২,৬০,৬১,৫৮,৪২,৬১,৪২,৫১ সংখ্যাগুলোর প্রচুরক কোনটি?
Ο ক) ৪২
Ο খ) ৫১
Ο গ) ৫৮
Ο ঘ) ৬১
সঠিক উত্তর: (ক)

১৫. নিচের তথ্যগুলো লক্ষ কর:
i. যে সংখ্যা বেশি বার থাকে প্রচুরক
ii. দৈনন্দিন জীবনে প্রচুরকের ব্যবহার সবচেয়ে বেশি
iii. দৈনন্দিন জীবনে গড়ের ব্যবহার সবচেয়ে বেশি নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ)

১৬. (১৬-২০) শ্রেণিব্যাপ্তি কত?
Ο ক) ২০
Ο খ) ১৫
Ο গ) ১০
Ο ঘ) ৫
সঠিক উত্তর: (ঘ)

১৭. পরিসংখ্যানের উপাত্তগুলো সংগ্রহের উৎস কয়টি?
Ο ক) 4
Ο খ) 3
Ο গ) 2
Ο ঘ) 1
সঠিক উত্তর: (গ)

১৮. কোন স্কুলের ১০০ জন ছাত্রের জন্য নির্দেশিত কোণ ১৫০০। ঐ স্কুলের মোট ছাত্র-ছাত্রী সংখ্যা কত?
Ο ক) ২০০
Ο খ) ২২০
Ο গ) ২৪০
Ο ঘ) ২৫০
সঠিক উত্তর: (গ)

১৯. উপাত্তগুলো মানের ক্রমানুসারে সাজানো না থাকলে সেগুলো কোন ধরনের উপাত্ত?
Ο ক) বিন্যস্ত
Ο খ) অবিন্যস্ত
Ο গ) প্রাথমিক
Ο ঘ) মাধ্যমিক
সঠিক উত্তর: (খ)

২০. বড় আকারের কোনো অবিন্যস্ত উপাত্তকে মানের অধ:ক্রম বা উর্ধ্বক্রমে বিন্যস্ত করা-
i. বেশ জটিল
ii. সহজ
iii. ভুল হওয়ার সম্ভাবনা থেকে যায় নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ)

২১. কোন পরিসংখ্যা ৩৬০০ এর অংশ হিসেবে উপস্থাপিত হলে তা কোন ধরনের চিত্র?
Ο ক) আয়তলেখ
Ο খ) রেখাচিত্র
Ο গ) পাইচিত্র
Ο ঘ) ওজিভ রেখা
সঠিক উত্তর: (গ)

২২. যেকোনো শ্রেণির ঊর্ধ্বসীমা ও নিম্নসীমার ব্যবধানকে কি বলে?
Ο ক) শ্রেণি ব্যাপ্তি
Ο খ) শ্রেণি সীমা
Ο গ) শ্রেণি মধ্যমান
Ο ঘ) শ্রেণি সংখ্যা
সঠিক উত্তর: (ক)

২৩. একজন সাংসদ আগামী নির্বাচনে তার জনপ্রিয়তা জরিপ করার জন্য নির্বাচনী এলাকা থেকে তথ্য সংগ্রহ করলো। এটি-
i. প্রাথমিক তথ্য
ii. মাধ্যমিক তথ্য
iii. তথ্যের নির্ভরযোগ্যতা অনেক বেশি নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ)

২৪. ৪০,৪১,৪৫,১৮,৪১,২০,৪১,২৫,২৫,২৬ সংখ্যাগুলোর মধ্যক কত?
Ο ক) ৪১
Ο খ) ৪০
Ο গ) ২৫
Ο ঘ) ২৩
সঠিক উত্তর: (খ)

২৫. কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ হলো-
i. উপাত্তসমূহের প্রতিনিধিত্বকারী একটি সংখ্যা
ii. গড়
iii. মধ্যক ও প্রচুরক নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

২৬. সারণিভুক্ত করার সময় প্রথম কোনটি নির্ণয় করতে হয়?
Ο ক) শ্রেণিসংখ্যা
Ο খ) পরিসর
Ο গ) শ্রেণিব্যাপ্তি
Ο ঘ) গণসংখ্যা
সঠিক উত্তর: (খ)

২৭. নিচের তথ্যগুলো লক্ষ কর:
i. প্রাথমিক উপাত্তের নির্ভরযোগ্যতা বেশি
ii. মাধ্যমিক উপাত্তের নির্ভরযোগ্যতা কম
iii. প্রাথমিক ও মাধ্যমিক উপাত্তের নির্ভযোগ্যতা বেশি নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)

২৮. ৯৫, ৮২, ৮০, ৯০, ৭৫, ৮৭ উপাত্তটি কোন ধরনের উপাত্ত?
Ο ক) ট্যালি উপাত্ত
Ο খ) বিন্যস্ত উপাত্ত
Ο গ) অবিন্যস্ত উপাত্ত
Ο ঘ) গণসংখ্যা উপাত্ত
সঠিক উত্তর: (গ)

২৯. একই শ্রেণিতে যতগুলো উপাত্ত অন্তর্ভুক্ত হয় তার নির্দেশক নিচের কোনটি?
Ο ক) শ্রেণির মধ্যবিন্দু
Ο খ) শ্রেণির গণসংখ্যা
Ο গ) শ্রেণি সীমা
Ο ঘ) শ্রেণি ব্যাপ্তি
সঠিক উত্তর: (খ)

৩০. ১৬, ১৬, ১৯, ২৭, ৩২, ৩৮ কোন ধরনের উপাত্ত?
Ο ক) বিন্যস্ত উপাত্ত
Ο খ) অবিন্যস্ত উপাত্ত
Ο গ) গণসংখ্যা উপাত্ত
Ο ঘ) ট্যালি উপাত্ত
সঠিক উত্তর: (ক)

৩১. ৮,১০,১২,১৪,১৮,২০,২২,২৪ সংখ্যাগুলোর মধ্যক কত?
Ο ক) ১৪
Ο খ) ১৫
Ο গ) ১৬
Ο ঘ) ১৮
সঠিক উত্তর: (গ)

৩২. কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কয়টি?
Ο ক) ৪
Ο খ) ৩
Ο গ) ২
Ο ঘ) ১
সঠিক উত্তর: (খ)

৩৩. কোন শ্রেণিতে ট্যালি চিহ্ন দ্বারা ঐ শ্রেণির কোনটিকে বোঝায়?
Ο ক) ট্যালি চিহ্ন
Ο খ) রোমান চিহ্ন
Ο গ) বর্গের চিহ্ন
Ο ঘ) ঘনের চিহ্ন
সঠিক উত্তর: (ক)

৩৪. আয়তলেখ অঙ্কনের জন্য ছক কাগজ-
i. X ও Y অক্ষ আঁকা হয়
ii. X অক্ষ বরাবর শ্রেণিব্যাপ্তি নেওয়া হয়
iii. Y অক্ষ বরাবর গণসংখ্যা নেওয়া হয় নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৩৫. সারণিভুক্তকরণ দ্বারা নিচের কোনটি বোঝায়?
Ο ক) উপাত্তের বিশ্লেষণ
Ο খ) উপাত্তের উপস্থাপন
Ο গ) উপাত্তের শ্রেণি বিন্যাস
Ο ঘ) উপাত্তের ফলাফল
সঠিক উত্তর: (খ)

৩৬. অবিন্যস্ত উপাত্ত থেকে গণসংখ্যা সারণি তৈরির জন্য কয়টি ধাপের প্রয়োজন?
Ο ক) ১
Ο খ) ২
Ο গ) ৩
Ο ঘ) ৪
সঠিক উত্তর: (ঘ)

৩৭. ১,০,১,০,১,০,১,০,১,০ সংখ্যাগুলোর গড় কত?
Ο ক) ১.৫
Ο খ) ১
Ο গ) ০.৬
Ο ঘ) ০.৫
সঠিক উত্তর: (ঘ)

৩৮. অবিন্যস্ত উপাত্তসমূহ কিভাবে সাজানো থাকে?
Ο ক) সঠিকভাবে
Ο খ) এলোমেলোভাবে
Ο গ) মানের উর্ধ্বক্রমে
Ο ঘ) মানের অধোক্রমে
সঠিক উত্তর: (খ)

৩৯. যেকোনো অনুসন্ধানলব্ধ উপাত্তের পরিসর নির্ধারণের পর প্রয়োজন হয়-।
Ο ক) পরিসর নির্ধারণ
Ο খ) শ্রেণিব্যাপ্তি নির্ধারণ
Ο গ) ট্যালি নির্ধারণ
Ο ঘ) সর্বনিম্ন সংখ্যা নির্ধারণ
সঠিক উত্তর: (খ)

৪০. একটি উপাত্তের সর্বনিম্ন সংখ্যা ২১ এবং পরিসর ৮০। এর সর্বোচ্চ সংখ্যা কত?
Ο ক) ১০২
Ο খ) ১০১
Ο গ) ১০০
Ο ঘ) ৯৯
সঠিক উত্তর: (গ)

৪১. কোন ‘ঘটনা’ সম্পর্কিত সংখ্যাসূচক তথ্যকে কী বলে?
Ο ক) পরিসখংস্যান
Ο খ) উপাত্ত
Ο গ) তথ্য
Ο ঘ) সংখ্যা তথ্য
সঠিক উত্তর: (ক)

৪২. উপাত্তসমূহের কেন্দ্রীয় মানের দিকে পুঞ্জীভূত হওয়ার প্রবণতাকে কী বলা হয়?
Ο ক) প্রচুরক
Ο খ) বিস্তার
Ο গ) মধ্যক
Ο ঘ) কেন্দ্রীয় প্রবণতা
সঠিক উত্তর: (ঘ)

৪৩. মাধ্যমিক উপাত্ত সংগৃহীত হয়-।
Ο ক) প্রত্যক্ষ উৎস থেকে
Ο খ) পরোক্ষ উৎস থেকে
Ο গ) ইচ্ছেমতো
Ο ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর: (খ)

৪৪. ৫০-৫৯ শ্রেণির ঊর্ধ্বসমিা কত?
Ο ক) ৯
Ο খ) ৫০
Ο গ) ৫৯
Ο ঘ) ৬০
সঠিক উত্তর: (গ)

৪৫. কোন লেখচিত্র অঙ্কনের জন্য প্রকৃত শ্রেণিসীমা নির্ণয় করতে হয়?
Ο ক) আয়তলেখ
Ο খ) পাইচিত্র
Ο গ) গণসংখ্যা বহুভুজ
Ο ঘ) রেখাচিত্র
সঠিক উত্তর: (ক)

৪৬. কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ-
i. গাণিতিক গড়
ii. মধ্যক
iii. প্রচুরক নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৪৭. কোনো উপাত্তের সর্বনিম্ন মান ২৫ এবং সর্বোচ্চ মান ৮৫ হলে, পরিসর কত?
Ο ক) ৩১
Ο খ) ৩০
Ο গ) ৩৪
Ο ঘ) ৩৫
সঠিক উত্তর: (ক)

৪৮. ১ থেকে ১০ সংখ্যাগুলোর গড় কত?
Ο ক) ৫.৫
Ο খ) ৬.৫
Ο গ) ৭.৫
Ο ঘ) ৮.৫
সঠিক উত্তর: (ক)

৪৯. নিম্নসীমা ২০ এবং ঊর্ধ্বসীমা ২৮ বিশিষ্ট শ্রেণি-।
Ο ক) ৮-২০
Ο খ) ২-২৮
Ο গ) ২৮-৪৮
Ο ঘ) ২০-২৮
সঠিক উত্তর: (ঘ)

৫০. আয়তলেখের ক্ষেত্রে-
i. ভূমি হয় শ্রেণিব্যাপ্তি
ii. উচ্চতা হয় গণসংখ্যা
iii. ভূূমি হয় শ্রেণিমধ্যবিন্দু নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – 01571769905 (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post