ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের জে.এস.সি গণিত বিষয়ের অধ্যায় - ১ : প্যাটার্ন(১) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১. ১, ৩, ৫, ৭,.....সংখ্যার প্যাটার্নকে কোনটি দ্বারা প্রকাশ করা যায়?
Ο ক) ২ক + ২
Ο খ) ২ক - ১
Ο গ) ক + ১
Ο ঘ) ২ক
সঠিক উত্তর: (খ)
২. ১, ১০, ১৯, ২৮, ৩৭,.... সংখ্যাগুলোতে কি বিদ্যমান?
Ο ক) মিশ্র ভগ্নাংশ
Ο খ) ল. সা. গু
Ο গ) গ. সা. গু.
Ο ঘ) প্যাটার্ন
সঠিক উত্তর: (ঘ)
৩. ১-এর চেয়ে বড় যেসব সংখ্যা ১ এবং সংখ্যাটি ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই, সেসব সংখ্যাকে কি বলে? Ο ক) যৌগিক সংখ্যা
Ο খ) মৌলিক সংখ্যা
Ο গ) ঋণাত্মক সংখ্যা
Ο ঘ) জোড় সংখ্যা
সঠিক উত্তর: (খ)
৪. -৫, -৮, -১১, -১৪,.. তালিকার পরবর্তী সংখ্যাটি কত?
Ο ক) -১৭
Ο খ) -১৯
Ο গ) -২০
Ο ঘ) -২১
সঠিক উত্তর: (ক)
৫. ক্রমের ম্যাজিক সংখ্যা কত?
Ο ক) ২০
Ο খ) ১৫
Ο গ) ১০
Ο ঘ) ৮
সঠিক উত্তর: (খ)
৬.১০-এর ছোট মৌলিক সংখ্যা কোন গুলো?
Ο ক) ১,২,৫,১০
Ο খ) ১,৩,৫,৭,৯
Ο গ) ২,৩,৫,৭
Ο ঘ) ২,৪,৬,৮,১০
সঠিক উত্তর: (গ)
৭. ৩,৫,৭,৯,...তালিকার সংখ্যাগুলোতে ৩ থেকে শুরু করে প্রতিবার-
Ο ক) ১ করে কমছে
Ο খ) ৩ করে কমছে
Ο গ) ২ করে বাড়ছে
Ο ঘ) ৩ করে বাড়ছে
সঠিক উত্তর: (গ)
৮. “৫-এর গুণিতকগুলোর শেষে ০ বা ৫ থাকে” এটি একটি-।
Ο ক) গ. সা. গু.
Ο খ) ল. সা. গু.
Ο গ) প্যাটার্ন
Ο ঘ) ভুল তথ্য
সঠিক উত্তর: (গ)
৯. প্রথম ১৫টি বিজোড় সংখ্যার সমষ্টি কত?
Ο ক) ১৫০
Ο খ) ২২৫
Ο গ) ৫০
Ο ঘ) ২৫০
সঠিক উত্তর: (খ)
১০. নিচের কোনটি মৌলিক সংখ্যা?
Ο ক) ১২
Ο খ) ১৫
Ο গ) ২৪
Ο ঘ) ২৯
সঠিক উত্তর: (ঘ)
১১. ০,৩,৮, ১৫,...প্যাটার্নের সাধারণ রাশি কোনটি?
Ο ক) ক
Ο খ) ক + ১
Ο গ) ক - ১
Ο ঘ) ক২ - ১
সঠিক উত্তর: (ঘ)
১২. নিম্নের কোন রাশিটি সর্বদা পূর্ণ-বর্গ সংখ্যার প্রকাশ করে?
Ο ক) ক২
Ο খ) ক২ - ১
Ο গ) ক২ + ১
Ο ঘ) ২ক
সঠিক উত্তর: (ক)
১৩. শিশুর গণনা করতে শেখা-সংখ্যা কি?
Ο ক) একটি গল্প
Ο খ) একটি দশমিক
Ο গ) একটি ম্যাজিক
Ο ঘ) একটি প্যাটার্ন
সঠিক উত্তর: (ঘ)
১৪. ১,৪,৯,১৬,২৫,... তালিকার সংখ্যাগুলোর প্রতিবার পার্থক্য কত করে বৃদ্ধি পায়?
Ο ক) ২
Ο খ) ৩
Ο গ) ৫
Ο ঘ) ৭
সঠিক উত্তর: (ক)
১৫. ৮,১৬,২৪,৩২,৪০,....তালিকার পরবর্তী সংখ্যাটি কত?
Ο ক) ৩৫
Ο খ) ৩৮
Ο গ) ৪০
Ο ঘ) ৪২
সঠিক উত্তর: (খ)
১৬. ৩১-৪০ এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি?
Ο ক) ২টি
Ο খ) ৩টি
Ο গ) ৪টি
Ο ঘ) ১০টি
সঠিক উত্তর: (ক)
১৭. নিচের কোনটির সাহায্যে সহজেই মৌলিক সংখ্যা নির্ণয় করা যায়?
Ο ক) দশমিকের সাহায্যে
Ο খ) ত্রিভুজের সাহায্যে
Ο গ) ইরাটোস্থিনিস ছাঁকনির সাহায্যে
Ο ঘ) বিন্দুর সাহায্যে
সঠিক উত্তর: (গ)
১৮. (৪ক - ১) বীজগণিতীয় রাশির ১০ম পদ কত?
Ο ক) ৩৯
Ο খ) ৪০
Ο গ) ৪১
Ο ঘ) ১৫
সঠিক উত্তর: (ক)
১৯. ২৫, ৩১, ৩৭, ৪৩, ৪৯ সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যা কত?
Ο ক) ৫০
Ο খ) ৫২
Ο গ) ৫৫
Ο ঘ) ৫৬
সঠিক উত্তর: (গ)
২০. ১ - ২০ এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি?
Ο ক) ২টি
Ο খ) ৪টি
Ο গ) ৭টি
Ο ঘ) ৮টি
সঠিক উত্তর: (ঘ)
২১. প্রথম ছয়টি বিজোড় সংখ্যার সমষ্টি কত?
Ο ক) ১৬
Ο খ) ৩৬
Ο গ) ৬৬
Ο ঘ) ৯৬
সঠিক উত্তর: (খ)
২২. কোন ধরনের সংখ্যার ১ এবং সংখ্যাটি ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই?
Ο ক) যৌগিক সংখ্যা
Ο খ) মৌলিক সংখ্যা
Ο গ) জোড় সংখ্যা
Ο ঘ) ধনাত্মক সংখ্যা
সঠিক উত্তর: (খ)
২৩. সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কোনটি?
Ο ক) ১
Ο খ) ২
Ο গ) ৩
Ο ঘ) ৫
সঠিক উত্তর: (খ)
২৪. নিচের কোনটি মৌলিক সংখ্যা?
Ο ক) ১০
Ο খ) ১১
Ο গ) ১২
Ο ঘ) ১৪
সঠিক উত্তর: (খ)
২৫. নিচের কোনটিতে প্যার্টান বিদ্যমান?
Ο ক) ১,৭,১০,১৫,......
Ο খ) ১,৪,৭,১০,........
Ο গ) ০,১,৮,১০,১৫,....
Ο ঘ) ০,২,৬,৮,১৬,......
সঠিক উত্তর: (খ)
২৬. ১, ৬, ১১, ২১, .......সংখ্যাগুলোতে নিচের কোনটি বিদ্যমান?
Ο ক) শতকরা
Ο খ) মিশ্র ভগ্নাংশ
Ο গ) একটি প্যাটার্ন
Ο ঘ) উপরের কোনোটি নয়
সঠিক উত্তর: (গ)
২৭. ২ সংখ্যাটি-
Ο ক) সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা
Ο খ) সবচেয়ে বড় মৌলিক সংখ্যা
Ο গ) সবচেয়ে ছোট যৌগিক সংখ্যা
Ο ঘ) সবচেয়ে বড় যৌগিক সংখ্যা
সঠিক উত্তর: (ক)
২৮. ৪ ক্রমের ম্যাজিক বর্গে পাশাপাশি, উপর-নিচ ও কোনাকুনি যোগ করলে যোগফল হয়-
Ο ক) ১৫
Ο খ) ৩৪
Ο গ) ৪০
Ο ঘ) ১৬০
সঠিক উত্তর: (খ)
২৯. (৬ক - ২) বীজগণিতীয় রাশি ১০০ তম পদ কত?
Ο ক) ৬২
Ο খ) ৫৯৮
Ο গ) ৬০২
Ο ঘ) ৬২০
সঠিক উত্তর: (খ)
৩০. ১১, ১৪, ১৭, ২০, ২৩, .....সংখ্যাগুলোর পরবর্তী দুটি সংখ্যার সমষ্টি-।
Ο ক) ৪০
Ο খ) ৪২
Ο গ) ৪৩
Ο ঘ) ৪৫
সঠিক উত্তর: (ক)
৩১. ৯১ - ১০০ এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি?
Ο ক) ১টি
Ο খ) ২টি
Ο গ) ৪টি
Ο ঘ) ১০টি
সঠিক উত্তর: (ক)
৩২. সকল মৌলিক সংখ্যা-।
Ο ক) ১-এর চেয়ে ছোট
Ο খ) ১-এর চেয়ে বড়
Ο গ) ১ এর চেয়ে বড় কিন্তু ২ এর চেয়ে ছোট
Ο ঘ) জোড় সংখ্যা
সঠিক উত্তর: (খ)
৩৩. ৪, ৮, ১৬, ৩২,......সংখ্যাগুলো প্রতিবার- ক
Ο ক) একই হচ্ছে
Ο খ) দ্বিগুণ হচ্ছে
Ο গ) তিনগুণ হচ্ছে
Ο ঘ) চারগুণ হচ্ছে
সঠিক উত্তর: (খ)
৩৪. ৩৭ সংখ্যাটি কোন ধরনের সংখ্যা?
Ο ক) মৌলিক সংখ্যা
Ο খ) যৌগি সংখ্যা
Ο গ) জোড় সংখ্যা
Ο ঘ) মিশ্র ভগ্নাংশ সংখ্যা
সঠিক উত্তর: (ক)
৩৫. ২, ১০, ৫০, ২৫০,....সংখ্যাগুলো প্রতিবার-
Ο ক) হ্রাস পাচ্ছে
Ο খ) দ্বিগুণ হচেছ
Ο গ) পাঁচগুণ হচ্ছে
Ο ঘ) দশগুণ হচ্ছে
সঠিক উত্তর: (গ)
৩৬.নিচের কোনটি ৯১-১০০ এর অবস্থিত মৌলিক সংখ্যা?
Ο ক) ৯২
Ο খ) ৯৩
Ο গ) ৯৭
Ο ঘ) ১০০
সঠিক উত্তর: (গ)
৩৭. ১৭ সংখ্যাটি হচ্ছে-
Ο ক) যৌগিক সংখ্যা
Ο খ) জোড় সংখ্যা
Ο গ) ঋণাত্মক সংখ্যা
Ο ঘ) মৌলিক সংখ্যা
সঠিক উত্তর: (ঘ)
৩৮.প্রথম ২০টি বিজোড় সংখ্যার সমষ্টি কত?
Ο ক) ৪০
Ο খ) ১২০
Ο গ) ২০০
Ο ঘ) ৪০০
সঠিক উত্তর: (ঘ)
৩৯. বিজোড় সংখ্যার প্যাটার্ন কোনটি?
Ο ক) ২ক
Ο খ) ৪ক
Ο গ) ২ক- ১
Ο ঘ) ৩ক
সঠিক উত্তর: (গ)
৪০. ৬১-৭০ এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি?
Ο ক) ১টি
Ο খ) ২টি
Ο গ) ৫টি
Ο ঘ) ১০০টি
সঠিক উত্তর: (খ)
৪১. ‘ক’ স্বাভাবিক সংখ্যা হলে-
i. ২ক জোড় সংখ্যা।
ii. (২ক + ১) বিজোড় সংখ্যা
iii. (ক + ১) সর্বদাই জোড় সংখ্যা।
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)
৪২. (৪ক + ৩) এর পদগুলো যথাক্রমে ৭, ১১, ১৫, ১৯,... হলে ১০ম পদ কত?
Ο ক) ৪২
Ο খ) ৪৩
Ο গ) ৪৪
Ο ঘ) ৪৫
সঠিক উত্তর: (খ)
৪৩. সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কোনটি?
Ο ক) ১
Ο খ) ২
Ο গ) ৩
Ο ঘ) ৪
সঠিক উত্তর: (খ)
৪৪. ক২ - ১ রাশির ১০০তম পদ কোনটি?
Ο ক) ৯৯
Ο খ) ৯৯৯
Ο গ) ৯৯৯৯
Ο ঘ) ১০০০০
সঠিক উত্তর: (গ)
৪৫.প্রথম চারটি বিজোড় সংখ্যার যোগফল একটি-।
Ο ক) বিজোড় সংখ্যা
Ο খ) জোড় সংখ্যা
Ο গ) ঋণাত্মক সংখ্যা
Ο ঘ) অমূলদ সংখ্যা
সঠিক উত্তর: (খ)
৪৬. কোন দুটি সংখ্যাকে বর্গ করে যোগ করলে যোগফল ২৫ হবে?
Ο ক) ২ ও ৯
Ο খ) ৩ ও ৪
Ο গ) ৭ ও ৮
Ο ঘ) ৬ ও ৭
সঠিক উত্তর: (খ)
৪৭. নিচের কোন সংখ্যাটিকে তিনটি ভিন্ন উপায়ে দুইটি বর্গের সমষ্টিরূপে প্রকাশ করা যায়?
Ο ক) ৫০
Ο খ) ৬৫
Ο গ) ১০০
Ο ঘ) ৩২৫
সঠিক উত্তর: (ঘ)
৪৮. ১২৫, ১৫০, ৩৭০, ৪৫৫ সংখ্যাগুলো নিচের কোন সংখ্যার গুণিতক?
Ο ক) ২
Ο খ) ৫
Ο গ) ১০
Ο ঘ) ২৫
সঠিক উত্তর: (খ)
৪৯. ১৩, ১৬, ১৯, ২২, ২৫,......তালিকার-
i. সংখ্যাগুলো একটি নিয়ম মেনে নির্বাচন করা হয়েছে
ii. সংখ্যাগুলোর প্রতিবার পার্থক্য ১৩
iii. পরবর্তী সংখ্যাদ্বয়ের সমষ্টি ৫৯
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও iii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)
৫০. প্রথম ত্রিশটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত?
Ο ক) ৩১
Ο খ) ৩০১
Ο গ) ৪৬৫
Ο ঘ) ৯০০
সঠিক উত্তর: (গ)
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১. ১, ৩, ৫, ৭,.....সংখ্যার প্যাটার্নকে কোনটি দ্বারা প্রকাশ করা যায়?
Ο ক) ২ক + ২
Ο খ) ২ক - ১
Ο গ) ক + ১
Ο ঘ) ২ক
সঠিক উত্তর: (খ)
২. ১, ১০, ১৯, ২৮, ৩৭,.... সংখ্যাগুলোতে কি বিদ্যমান?
Ο ক) মিশ্র ভগ্নাংশ
Ο খ) ল. সা. গু
Ο গ) গ. সা. গু.
Ο ঘ) প্যাটার্ন
সঠিক উত্তর: (ঘ)
৩. ১-এর চেয়ে বড় যেসব সংখ্যা ১ এবং সংখ্যাটি ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই, সেসব সংখ্যাকে কি বলে? Ο ক) যৌগিক সংখ্যা
Ο খ) মৌলিক সংখ্যা
Ο গ) ঋণাত্মক সংখ্যা
Ο ঘ) জোড় সংখ্যা
সঠিক উত্তর: (খ)
৪. -৫, -৮, -১১, -১৪,.. তালিকার পরবর্তী সংখ্যাটি কত?
Ο ক) -১৭
Ο খ) -১৯
Ο গ) -২০
Ο ঘ) -২১
সঠিক উত্তর: (ক)
৫. ক্রমের ম্যাজিক সংখ্যা কত?
Ο ক) ২০
Ο খ) ১৫
Ο গ) ১০
Ο ঘ) ৮
সঠিক উত্তর: (খ)
৬.১০-এর ছোট মৌলিক সংখ্যা কোন গুলো?
Ο ক) ১,২,৫,১০
Ο খ) ১,৩,৫,৭,৯
Ο গ) ২,৩,৫,৭
Ο ঘ) ২,৪,৬,৮,১০
সঠিক উত্তর: (গ)
৭. ৩,৫,৭,৯,...তালিকার সংখ্যাগুলোতে ৩ থেকে শুরু করে প্রতিবার-
Ο ক) ১ করে কমছে
Ο খ) ৩ করে কমছে
Ο গ) ২ করে বাড়ছে
Ο ঘ) ৩ করে বাড়ছে
সঠিক উত্তর: (গ)
৮. “৫-এর গুণিতকগুলোর শেষে ০ বা ৫ থাকে” এটি একটি-।
Ο ক) গ. সা. গু.
Ο খ) ল. সা. গু.
Ο গ) প্যাটার্ন
Ο ঘ) ভুল তথ্য
সঠিক উত্তর: (গ)
৯. প্রথম ১৫টি বিজোড় সংখ্যার সমষ্টি কত?
Ο ক) ১৫০
Ο খ) ২২৫
Ο গ) ৫০
Ο ঘ) ২৫০
সঠিক উত্তর: (খ)
১০. নিচের কোনটি মৌলিক সংখ্যা?
Ο ক) ১২
Ο খ) ১৫
Ο গ) ২৪
Ο ঘ) ২৯
সঠিক উত্তর: (ঘ)
১১. ০,৩,৮, ১৫,...প্যাটার্নের সাধারণ রাশি কোনটি?
Ο ক) ক
Ο খ) ক + ১
Ο গ) ক - ১
Ο ঘ) ক২ - ১
সঠিক উত্তর: (ঘ)
১২. নিম্নের কোন রাশিটি সর্বদা পূর্ণ-বর্গ সংখ্যার প্রকাশ করে?
Ο ক) ক২
Ο খ) ক২ - ১
Ο গ) ক২ + ১
Ο ঘ) ২ক
সঠিক উত্তর: (ক)
১৩. শিশুর গণনা করতে শেখা-সংখ্যা কি?
Ο ক) একটি গল্প
Ο খ) একটি দশমিক
Ο গ) একটি ম্যাজিক
Ο ঘ) একটি প্যাটার্ন
সঠিক উত্তর: (ঘ)
১৪. ১,৪,৯,১৬,২৫,... তালিকার সংখ্যাগুলোর প্রতিবার পার্থক্য কত করে বৃদ্ধি পায়?
Ο ক) ২
Ο খ) ৩
Ο গ) ৫
Ο ঘ) ৭
সঠিক উত্তর: (ক)
১৫. ৮,১৬,২৪,৩২,৪০,....তালিকার পরবর্তী সংখ্যাটি কত?
Ο ক) ৩৫
Ο খ) ৩৮
Ο গ) ৪০
Ο ঘ) ৪২
সঠিক উত্তর: (খ)
১৬. ৩১-৪০ এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি?
Ο ক) ২টি
Ο খ) ৩টি
Ο গ) ৪টি
Ο ঘ) ১০টি
সঠিক উত্তর: (ক)
১৭. নিচের কোনটির সাহায্যে সহজেই মৌলিক সংখ্যা নির্ণয় করা যায়?
Ο ক) দশমিকের সাহায্যে
Ο খ) ত্রিভুজের সাহায্যে
Ο গ) ইরাটোস্থিনিস ছাঁকনির সাহায্যে
Ο ঘ) বিন্দুর সাহায্যে
সঠিক উত্তর: (গ)
১৮. (৪ক - ১) বীজগণিতীয় রাশির ১০ম পদ কত?
Ο ক) ৩৯
Ο খ) ৪০
Ο গ) ৪১
Ο ঘ) ১৫
সঠিক উত্তর: (ক)
১৯. ২৫, ৩১, ৩৭, ৪৩, ৪৯ সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যা কত?
Ο ক) ৫০
Ο খ) ৫২
Ο গ) ৫৫
Ο ঘ) ৫৬
সঠিক উত্তর: (গ)
২০. ১ - ২০ এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি?
Ο ক) ২টি
Ο খ) ৪টি
Ο গ) ৭টি
Ο ঘ) ৮টি
সঠিক উত্তর: (ঘ)
২১. প্রথম ছয়টি বিজোড় সংখ্যার সমষ্টি কত?
Ο ক) ১৬
Ο খ) ৩৬
Ο গ) ৬৬
Ο ঘ) ৯৬
সঠিক উত্তর: (খ)
২২. কোন ধরনের সংখ্যার ১ এবং সংখ্যাটি ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই?
Ο ক) যৌগিক সংখ্যা
Ο খ) মৌলিক সংখ্যা
Ο গ) জোড় সংখ্যা
Ο ঘ) ধনাত্মক সংখ্যা
সঠিক উত্তর: (খ)
২৩. সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কোনটি?
Ο ক) ১
Ο খ) ২
Ο গ) ৩
Ο ঘ) ৫
সঠিক উত্তর: (খ)
২৪. নিচের কোনটি মৌলিক সংখ্যা?
Ο ক) ১০
Ο খ) ১১
Ο গ) ১২
Ο ঘ) ১৪
সঠিক উত্তর: (খ)
২৫. নিচের কোনটিতে প্যার্টান বিদ্যমান?
Ο ক) ১,৭,১০,১৫,......
Ο খ) ১,৪,৭,১০,........
Ο গ) ০,১,৮,১০,১৫,....
Ο ঘ) ০,২,৬,৮,১৬,......
সঠিক উত্তর: (খ)
২৬. ১, ৬, ১১, ২১, .......সংখ্যাগুলোতে নিচের কোনটি বিদ্যমান?
Ο ক) শতকরা
Ο খ) মিশ্র ভগ্নাংশ
Ο গ) একটি প্যাটার্ন
Ο ঘ) উপরের কোনোটি নয়
সঠিক উত্তর: (গ)
২৭. ২ সংখ্যাটি-
Ο ক) সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা
Ο খ) সবচেয়ে বড় মৌলিক সংখ্যা
Ο গ) সবচেয়ে ছোট যৌগিক সংখ্যা
Ο ঘ) সবচেয়ে বড় যৌগিক সংখ্যা
সঠিক উত্তর: (ক)
২৮. ৪ ক্রমের ম্যাজিক বর্গে পাশাপাশি, উপর-নিচ ও কোনাকুনি যোগ করলে যোগফল হয়-
Ο ক) ১৫
Ο খ) ৩৪
Ο গ) ৪০
Ο ঘ) ১৬০
সঠিক উত্তর: (খ)
২৯. (৬ক - ২) বীজগণিতীয় রাশি ১০০ তম পদ কত?
Ο ক) ৬২
Ο খ) ৫৯৮
Ο গ) ৬০২
Ο ঘ) ৬২০
সঠিক উত্তর: (খ)
৩০. ১১, ১৪, ১৭, ২০, ২৩, .....সংখ্যাগুলোর পরবর্তী দুটি সংখ্যার সমষ্টি-।
Ο ক) ৪০
Ο খ) ৪২
Ο গ) ৪৩
Ο ঘ) ৪৫
সঠিক উত্তর: (ক)
৩১. ৯১ - ১০০ এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি?
Ο ক) ১টি
Ο খ) ২টি
Ο গ) ৪টি
Ο ঘ) ১০টি
সঠিক উত্তর: (ক)
৩২. সকল মৌলিক সংখ্যা-।
Ο ক) ১-এর চেয়ে ছোট
Ο খ) ১-এর চেয়ে বড়
Ο গ) ১ এর চেয়ে বড় কিন্তু ২ এর চেয়ে ছোট
Ο ঘ) জোড় সংখ্যা
সঠিক উত্তর: (খ)
৩৩. ৪, ৮, ১৬, ৩২,......সংখ্যাগুলো প্রতিবার- ক
Ο ক) একই হচ্ছে
Ο খ) দ্বিগুণ হচ্ছে
Ο গ) তিনগুণ হচ্ছে
Ο ঘ) চারগুণ হচ্ছে
সঠিক উত্তর: (খ)
৩৪. ৩৭ সংখ্যাটি কোন ধরনের সংখ্যা?
Ο ক) মৌলিক সংখ্যা
Ο খ) যৌগি সংখ্যা
Ο গ) জোড় সংখ্যা
Ο ঘ) মিশ্র ভগ্নাংশ সংখ্যা
সঠিক উত্তর: (ক)
৩৫. ২, ১০, ৫০, ২৫০,....সংখ্যাগুলো প্রতিবার-
Ο ক) হ্রাস পাচ্ছে
Ο খ) দ্বিগুণ হচেছ
Ο গ) পাঁচগুণ হচ্ছে
Ο ঘ) দশগুণ হচ্ছে
সঠিক উত্তর: (গ)
৩৬.নিচের কোনটি ৯১-১০০ এর অবস্থিত মৌলিক সংখ্যা?
Ο ক) ৯২
Ο খ) ৯৩
Ο গ) ৯৭
Ο ঘ) ১০০
সঠিক উত্তর: (গ)
৩৭. ১৭ সংখ্যাটি হচ্ছে-
Ο ক) যৌগিক সংখ্যা
Ο খ) জোড় সংখ্যা
Ο গ) ঋণাত্মক সংখ্যা
Ο ঘ) মৌলিক সংখ্যা
সঠিক উত্তর: (ঘ)
৩৮.প্রথম ২০টি বিজোড় সংখ্যার সমষ্টি কত?
Ο ক) ৪০
Ο খ) ১২০
Ο গ) ২০০
Ο ঘ) ৪০০
সঠিক উত্তর: (ঘ)
৩৯. বিজোড় সংখ্যার প্যাটার্ন কোনটি?
Ο ক) ২ক
Ο খ) ৪ক
Ο গ) ২ক- ১
Ο ঘ) ৩ক
সঠিক উত্তর: (গ)
৪০. ৬১-৭০ এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি?
Ο ক) ১টি
Ο খ) ২টি
Ο গ) ৫টি
Ο ঘ) ১০০টি
সঠিক উত্তর: (খ)
৪১. ‘ক’ স্বাভাবিক সংখ্যা হলে-
i. ২ক জোড় সংখ্যা।
ii. (২ক + ১) বিজোড় সংখ্যা
iii. (ক + ১) সর্বদাই জোড় সংখ্যা।
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)
৪২. (৪ক + ৩) এর পদগুলো যথাক্রমে ৭, ১১, ১৫, ১৯,... হলে ১০ম পদ কত?
Ο ক) ৪২
Ο খ) ৪৩
Ο গ) ৪৪
Ο ঘ) ৪৫
সঠিক উত্তর: (খ)
৪৩. সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কোনটি?
Ο ক) ১
Ο খ) ২
Ο গ) ৩
Ο ঘ) ৪
সঠিক উত্তর: (খ)
৪৪. ক২ - ১ রাশির ১০০তম পদ কোনটি?
Ο ক) ৯৯
Ο খ) ৯৯৯
Ο গ) ৯৯৯৯
Ο ঘ) ১০০০০
সঠিক উত্তর: (গ)
৪৫.প্রথম চারটি বিজোড় সংখ্যার যোগফল একটি-।
Ο ক) বিজোড় সংখ্যা
Ο খ) জোড় সংখ্যা
Ο গ) ঋণাত্মক সংখ্যা
Ο ঘ) অমূলদ সংখ্যা
সঠিক উত্তর: (খ)
৪৬. কোন দুটি সংখ্যাকে বর্গ করে যোগ করলে যোগফল ২৫ হবে?
Ο ক) ২ ও ৯
Ο খ) ৩ ও ৪
Ο গ) ৭ ও ৮
Ο ঘ) ৬ ও ৭
সঠিক উত্তর: (খ)
৪৭. নিচের কোন সংখ্যাটিকে তিনটি ভিন্ন উপায়ে দুইটি বর্গের সমষ্টিরূপে প্রকাশ করা যায়?
Ο ক) ৫০
Ο খ) ৬৫
Ο গ) ১০০
Ο ঘ) ৩২৫
সঠিক উত্তর: (ঘ)
৪৮. ১২৫, ১৫০, ৩৭০, ৪৫৫ সংখ্যাগুলো নিচের কোন সংখ্যার গুণিতক?
Ο ক) ২
Ο খ) ৫
Ο গ) ১০
Ο ঘ) ২৫
সঠিক উত্তর: (খ)
৪৯. ১৩, ১৬, ১৯, ২২, ২৫,......তালিকার-
i. সংখ্যাগুলো একটি নিয়ম মেনে নির্বাচন করা হয়েছে
ii. সংখ্যাগুলোর প্রতিবার পার্থক্য ১৩
iii. পরবর্তী সংখ্যাদ্বয়ের সমষ্টি ৫৯
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও iii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)
৫০. প্রথম ত্রিশটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত?
Ο ক) ৩১
Ο খ) ৩০১
Ο গ) ৪৬৫
Ο ঘ) ৯০০
সঠিক উত্তর: (গ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – 01571769905 (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
JSC Math