জে.এস.সি আইসিটি অধ্যায় - ৫ম : শিক্ষা ও দৈনন্দিন জীবনে ইন্টারনেটের ব্যবহার(১)

ওয়েব স্কুল বিডি : শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের জে.এস.সি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের অধ্যায় ৫ম : শিক্ষা ও দৈনন্দিন জীবনে ইন্টারনেটের ব্যবহার(১) থেকে ৫০ টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো -

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)

জে.এস.সি আইসিটি অধ্যায় -৫ম : শিক্ষা ও দৈনন্দিন জীবনে ইন্টারনেটের ব্যবহার (education and the use of the Internet in everyday life)

১. এখন সামনাসামনি দেখে কথা বলা যায় কোনটির কারণে?
Ο ক) ইন্টারনেট
Ο খ) জিপিএস
Ο গ) ল্যাপটপ
Ο ঘ) নোটবুক
সঠিক উত্তর: (ক)

http://www.webschoolbd.com/
২. ই-মেইলের মাধ্যমে আমরা কী পাঠাতে পারি?
Ο ক) লেখা বা ছবি
Ο খ) গাড়ি
Ο গ) মোবাইল
Ο ঘ) ফ্যাক্স
সঠিক উত্তর: (ক)

৩. বাংলা সার্চ ইঞ্জিন কোনটি?
Ο ক) রিং
Ο খ) গুগল
Ο গ) ইয়াহু
Ο ঘ) পিপীলিকা
সঠিক উত্তর: (ঘ)

৪. নিচের কোনটি ই-মেইল সার্ভিস দেয়?
Ο ক) গুগল ক্রোম
Ο খ) সার্চ ইঞ্জিন
Ο গ) ফ্রিল্যান্সার
Ο ঘ) AOJ mail
সঠিক উত্তর: (ঘ)

৫. দৈনন্দিন জীবনে কোনটির ব্যবহার দিন দিন বেড়ে টলেছে?
Ο ক) গাড়ি
Ο খ) ফ্যাক্স
Ο গ) প্রিন্টার
Ο ঘ) ইন্টারনেট
সঠিক উত্তর: (ঘ)

৬. যে কেউ ইচ্ছা করলে তার পছন্দের গান শুনতে পারে-
i. কম্পিউটারের মাধ্যমে
ii. স্মার্টফোনের মাধ্যমে
iii. রেডিওর মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৭. স্মার্টফোন ব্যবহার করে- i. গান শোনা যায় ii. ছবি তোলা যায় iii. ভিডিও দেখা যায় নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৮. টেলিভিশনের মাধ্যমে- i. কণ্ঠস্বর শোনা যায় ii. তথ্য বিনিময় করা যায় iii. ছবি দেখা যায় নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৯. ই-মেইল হলো?
Ο ক) ইলেকট্রনিক মেইল
Ο খ) ইলেকট্রিক মেইল
Ο গ) ইলেকট্রিসিটি মেইল
Ο ঘ) ইলেকট্রিক্যাল মেইল
সঠিক উত্তর: (ক)

১০. বাংলাদেশের তথ্য প্রযুক্তিবিদগণ যে সার্চ ইঞ্জিন তৈরি করেছেন তার নাম কী?
Ο ক) মৌমাছি
Ο খ) জোনাকি
Ο গ) পিপীলিকা
Ο ঘ) গুগল
সঠিক উত্তর: (গ)

১১. জিপিএস যোগাযোগ করে কোনটির মাধ্যমে?
Ο ক) চাঁদ
Ο খ) মঙ্গল গ্রহ
Ο গ) কৃত্রিম উপগ্রহ
Ο ঘ) বুধ গ্রহ
সঠিক উত্তর: (গ)

১২. বিশ্বের জনপ্রিয় সার্চ ইঞ্জিন কোনটি?
Ο ক) বিডিজবস
Ο খ) মাইসার্চ
Ο গ) গুগল
Ο ঘ) স্কাইল
সঠিক উত্তর: (গ)

১৩. শিক্ষায় নিচের কোনটি সবচেয়ে বেশি সাহায্য করতে পারে?
Ο ক) েই-মেইল
Ο খ) টেলিফোন
Ο গ) ফ্যাক্স
Ο ঘ) ইন্টারনেট
সঠিক উত্তর: (ঘ)

১৪. গাড়িতে পথ দেখানোর জন্য কোনটি ব্যবহৃত হয়?
Ο ক) জিপিএস সিস্টেম
Ο খ) মোবাইল
Ο গ) ইঞ্জিন
Ο ঘ) গুগল ম্যাপ
সঠিক উত্তর: (ক)

১৫. ইন্টারনেট থেকে ডাউনলোড করা যায়- i. বই ii. গান iii. চলচ্চিত্র নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১৬. পিপীলিকা কী?
Ο ক) একটি সার্চ ইঞ্জিনের নাম
Ο খ) একটি ওয়েব ব্রাউজার
Ο গ) জব সাইট
Ο ঘ) ইন্টারনেট
সঠিক উত্তর: (ক)

১৭. চলচ্চিত্র ডাইনলোড করতে ব্যবহার করা হয় কোনটি?
Ο ক) ইন্টারনেট
Ο খ) ফ্যাক্স
Ο গ) প্রিন্টার
Ο ঘ) ব্রাউজার
সঠিক উত্তর: (ক)

১৮. নিচের কোনটি সামাজিক যোগাযোগের মাধ্যম?
Ο ক) মোবাইল
Ο খ) চিঠি
Ο গ) ব্লগ
Ο ঘ) খবরের কাগজ
সঠিক উত্তর: (গ)

১৯. বর্তমান স্মার্টফোনগুলোতে রয়েছে- i. জিপিএস ii. এফএম রেডিও iii. ভিডিও ক্যামেরা নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

২০. জিপিএস ড্রাইভারকে কোন বিষয়ে সাহায্য করে?
Ο ক) পথঘাট চিনতে
Ο খ) গাড়ি চালাতে
Ο গ) সিনেমা দেখতে
Ο ঘ) ইঞ্জিন ঠিক রাখতে
সঠিক উত্তর: (ক)

২১. ই-মেইল ঠিকানায় @ এর আগে কী থাকে?
Ο ক) ব্যবহারকারীর দেশের নাম
Ο খ) ব্যবহারকারীর নাম
Ο গ) ব্যবহারকারীর প্রকৃত নাম
Ο ঘ) ব্যবহারকারীর মেশিনের নাম
সঠিক উত্তর: (খ)

২২. ই-মেইল খোলার সাইট কোনটি?
Ο ক) গুগল ডট কম
Ο খ) ইয়াহু ডট কম
Ο গ) মেইল ডট কম
Ο ঘ) ইন্টারনেট ডট কম
সঠিক উত্তর: (খ)

২৩. শিক্ষা বিষয়ক প্রায় সকল ধরনের সহায়ক তথ্য কোথায় পাওয়া যায়?
Ο ক) মোবাইল ফোনে
Ο খ) টেলিফোনে
Ο গ) ইন্টারনেটে
Ο ঘ) টেলিভিশনে
সঠিক উত্তর: (গ)

২৪. কথা বলার পাশাপাশি দেখতে পারি কোনটির সাহায্যে?
Ο ক) ল্যান্ডফোন
Ο খ) ই-মেইল
Ο গ) ইন্টারনেট
Ο ঘ) টেলিভিশন
সঠিক উত্তর: (গ)

২৫. সরাসরি গান দেখা ও শোনা সম্ভব কোনটির মাধ্যমে?
Ο ক) রেডিও
Ο খ) ইন্টারনেট
Ο গ) ফ্যাক্স
Ο ঘ) পত্রিকা
সঠিক উত্তর: (খ)

২৬. স্কুল কলেজের ভর্তি সংক্রান্ত তথ্য কোথা থেকে পাওয়া যায়?
Ο ক) ইন্টারনেট
Ο খ) মোবাইল ফোন
Ο গ) কম্পিউটার
Ο ঘ) টেলিফোন
সঠিক উত্তর: (ক)

২৭. তথ্য শেয়ার করা যায় কোনটির মাধ্যমে?
Ο ক) ব্লগ
Ο খ) মোবাইল
Ο গ) পত্রিকা
Ο ঘ) ম্যাগাজিন
সঠিক উত্তর: (ক)

২৮. কোথা থেকে তথ্য সংগ্রহ করে সহজেই বিভিন্ন সমস্যা সমাধান করা যায়?
Ο ক) টেলিকমিউনিকেশন
Ο খ) মোবাইল ফোন
Ο গ) ইন্টারনেট
Ο ঘ) খবরের কাগজ
সঠিক উত্তর: (গ)

২৯. বিভিন্ন বিষয়ে পরিপূর্ণ কোর্স পাওয়া যাচ্ছে কোতায়?
Ο ক) ইন্টারনেটে
Ο খ) ফেসবুকে
Ο গ) গুগল-েএ
Ο ঘ) ই-বুক সেন্টার-এ
সঠিক উত্তর: (ক)

৩০. ই-মেইল খোলার সাইট কোথায় পাওয়া যায়?
Ο ক) ওয়েবে
Ο খ) পত্রিকায়
Ο গ) ম্যাগাজিনে
Ο ঘ) ফেসবুকে
সঠিক উত্তর: (ক)

৩১. কোনো বন্ধু তার বিদেশী বন্ধুর সাথে যোগাযোগ করতে পারে মূলত কোনটির সাহায্যে?
Ο ক) কম্পিউটার
Ο খ) ল্যাপ্টপ
Ο গ) জিপিএস
Ο ঘ) ইন্টারনেট
সঠিক উত্তর: (ঘ)

৩২. ই-মেইলে পাসওয়ার্ড হিসেবে কী দেওয়া হয়?
Ο ক) বর্ণ
Ο খ) সংখ্যা
Ο গ) বিশেষ ক্যারেক্টার
Ο ঘ) সবগুলো
সঠিক উত্তর: (ঘ)

৩৩. কোনটির সাহায্যে ইলেকট্রনিক চিঠি আদান-প্রদান করা যায়?
Ο ক) ই-বুক
Ο খ) ই-গেম
Ο গ) ই-মেইল
Ο ঘ) ই-পোস্ট
সঠিক উত্তর: (গ)

৩৪. বাংলাদেশের তৈরি একটি সার্চ ইঞ্জিনের নাম কী?
Ο ক) পিপীলিকা
Ο খ) ইয়াহু
Ο গ) গুগল
Ο ঘ) জি-মেইল
সঠিক উত্তর: (ক)

৩৫. পথ দেখানোর জন্য ব্যবহৃত হয় কোনটি?
Ο ক) জিপিএস
Ο খ) ইন্টারনেট
Ο গ) মডেম
Ο ঘ) ফ্যাক্স
সঠিক উত্তর: (ক)

৩৬. কোন মাধ্যমটি ইন্টারনেট নির্ভর হয়ে গেছে?
Ο ক) রেডিও
Ο খ) টেলিভিশন
Ο গ) খবরের কাগজ
Ο ঘ) সবগুলো
সঠিক উত্তর: (ঘ)

৩৭. রহিম করিমের কাছে একটি ই-মেইল করল। ই-মেইলটি কোথায় জমা থাকবে?
Ο ক) রহিমের মেইল বক্সে
Ο খ) করিমের মেইল বক্সে
Ο গ) ইয়াহুতে
Ο ঘ) জি-মেইলে
সঠিক উত্তর: (খ)

৩৮. Windows Live কোন ধরনের সার্ভিস?
Ο ক) অপারেটিং সিস্টেম
Ο খ) মেইল সার্ভিস
Ο গ) গুগল সার্ভিস
Ο ঘ) ব্রাউজার
সঠিক উত্তর: (খ)

৩৯. তারবিহীন ইন্টারনেট সার্ভিস দেয় কোনটি?
Ο ক) ওয়াইফাই
Ο খ) কম্পিউটার
Ο গ) টেলিফোন
Ο ঘ) অপটিক্যাল ফাইবার
সঠিক উত্তর: (ক)

৪০. ইন্টারনেটের উদ্ভব হয় কোন দেশে?
Ο ক) জাপানে
Ο খ) যুক্তরাজ্যে
Ο গ) যুক্তরাষ্ট্রে
Ο ঘ) চীনে
সঠিক উত্তর: (গ)

৪১. কোন মাধ্যমে প্রশ্ন করে একাধিক উত্তর পাওয়া সম্ভব?
Ο ক) ইন্টারনেট
Ο খ) টেলিভিশন
Ο গ) মোবাইল ফোন
Ο ঘ) NCTB
সঠিক উত্তর: (ক)

৪২. যেকোনো তথ্য পেতে আমরা কার কাছে ঋণী?
Ο ক) শিক্ষক
Ο খ) সরকার
Ο গ) ইন্টারনেট
Ο ঘ) কম্পিউটার
সঠিক উত্তর: (গ)

৪৩. জিপিএস ব্যবহৃত হয় সাধারণত কোথায়?
Ο ক) গাড়িতে
Ο খ) ল্যাপটপে
Ο গ) নোটবুকে
Ο ঘ) মোটরসাইকেলে
সঠিক উত্তর: (ক)

৪৪. শিক্ষার ক্ষেত্রে কোনটির ব্যাপক প্রভাব রয়েছে?
Ο ক) কম্পিউটার
Ο খ) ইন্টারনেট
Ο গ) মোবাইল ফোন
Ο ঘ) রেডিও
সঠিক উত্তর: (খ)

৪৫. কোন সময়ে ই-মেইল পড়া যায়?
Ο ক) দুপুর ৩টায়
Ο খ) যেকোনো সময়ে
Ο গ) সকাল ১০টায়
Ο ঘ) রাত ১০টায়
সঠিক উত্তর: (খ)

৪৬. দৈনন্দিন জীবনের নানা সমস্যা সমাধানের হাতিয়ার কোনটি?
Ο ক) টেলিফোন
Ο খ) তথ্য
Ο গ) টেলিভিশন
Ο ঘ) উপাত্ত
সঠিক উত্তর: (খ)

৪৭. পৃথিবী থেকে বইয়ের দোকান কমে যাওয়ার কারণ- i. ই-বুক ii. ইন্টারনেট iii. চলচ্চিত্র নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)

৪৮. টেলিভিশন দেখার আধুনিক ব্যবস্থা কোনটি?
Ο ক) ফ্রিকোয়েন্সি
Ο খ) সিগন্যাল
Ο গ) ইন্টারনেট
Ο ঘ) ওয়াইফাই
সঠিক উত্তর: (গ)

৪৯. কোনটি ধীরে ধীরে বুদ্ধিমান যন্ত্রে পরিণত হতে চলেছে?
Ο ক) রেডিও
Ο খ) টেলিভিশন
Ο গ) স্মার্টফোন
Ο ঘ) টেলিফোন
সঠিক উত্তর: (গ)

৫০. কোনটির মাধ্যমে পথের অবস্থান জানা যায়?
Ο ক) GPS
Ο খ) GPRS
Ο গ) EDGE
Ο ঘ) Laptop
সঠিক উত্তর: (ক)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – 01571769905 (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।


জে.এস.সি আইসিটি অধ্যায় - ৫ম : শিক্ষা ও দৈনন্দিন জীবনে ইন্টারনেটের ব্যবহার (৫১-১০০)

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post