জে.এস.সি আইসিটি অধ্যায় -৪র্থ : স্প্রেডশিটের ব্যবহার(১)

ওয়েব স্কুল বিডি : শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের জে.এস.সি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের অধ্যায় ৪র্থ : স্প্রেডশিটের ব্যবহার(১) থেকে ৫০ টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো -

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)

জে.এস.সি আইসিটি অধ্যায় -৪র্থ : স্প্রেডশিটের ব্যবহার (Use of spreadsheet)

১. অ্যাবাকাস কী?
Ο ক) এক ধরনের লেখার উপায়
Ο খ) এক ধরনের গণনার যন্ত্র
Ο গ) এক ধরনের কথা বলার যন্ত্র
Ο ঘ) এক ধরনের গান শোনার যন্ত্র
সঠিক উত্তর: (খ)

http://www.webschoolbd.com/
২. এক্সেলের ওয়ার্কশিটের নির্দিষ্ট রেঞ্জ কতভাবে সিলেক্ট করা যায়?
Ο ক) একভাবে
Ο খ) দুইভাবে
Ο গ) তিনভাবে
Ο ঘ) চারভাবে
সঠিক উত্তর: (খ)

৩. ওয়ার্কশিটে E10 এর 10 দিয়ে কী বোঝানো হয়?
Ο ক) কলাম
Ο খ) শিট
Ο গ) সারি
Ο ঘ) সেল
সঠিক উত্তর: (গ)

৪. এক্সেলে যোগ করা যায় কতভাবে?
Ο ক) ২
Ο খ) ৩
Ο গ) ৪
Ο ঘ) ৫
সঠিক উত্তর: (ক)

৫. কিছু সেলের সমষ্টিকে একত্রে কী বলে?
Ο ক) সেল সমষ্টি
Ο খ) সেল রেঞ্জ
Ο গ) কলাম
Ο ঘ) রো
সঠিক উত্তর: (খ)

৬. শিট ট্যাবের বাম দিকে অ্যারো বাটনগুলোকে কী বলা হয়?
Ο ক) অফিস বাটন
Ο খ) ট্যাব স্ক্রুলিং বাটন
Ο গ) শিট ট্যাব
Ο ঘ) স্ক্রুলবার
সঠিক উত্তর: (খ)

৭. ওয়ার্কশিটে কারসরকে বিভিন্ন সেলে নেওয়া যায়- কোন কি ব্যবহার করে?
Ο ক) হেল্প কি
Ο খ) F1 কি
Ο গ) ট্যাব কি
Ο ঘ) backspace কি
সঠিক উত্তর: (গ)

৮. নিচের কোনটি দ্বরা সেল ঠিকানা বোঝায়?
Ο ক) B
Ο খ) 11
Ο গ) B11
Ο ঘ) BE
সঠিক উত্তর: (গ)

৯. ওয়ার্কশিটে ফাংশন কমান্ড পাওয়া যায় কোন ট্যাবে?
Ο ক) ফাইল
Ο খ) ইনসার্ট
Ο গ) ফর্মুলাস
Ο ঘ) ভিউ
সঠিক উত্তর: (গ)

১০. ওয়ার্কশিট প্রোগ্রামে print অপশনটি কোথায় থাকে?
Ο ক) মেনুবারে
Ο খ) শিট বাটনে
Ο গ) অফিস বাটনে
Ο ঘ) কুইক একসেস টুলবারে
সঠিক উত্তর: (গ)

১১. স্প্রেডশিটের অপর নাম কী?
Ο ক) কেস্প্রেড
Ο খ) নোটপ্যাড
Ο গ) ওয়ার্কবুক
Ο ঘ) একসেস প্রোগ্রাম
সঠিক উত্তর: (গ)

১২. ওয়ার্কশিটে লেখা সম্পাদনার সাহায্যে-
i. অক্ষর ছোট বড় করা যায়
ii. আকৃতি পরিবর্তন করা যায়
iii. রং পরিবর্তন করা যায় নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১৩. স্প্রেডশিটে ফর্মুলা হলো- i. =AI - BI ii. Sub iii. =AI + BI নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ)

১৪. েআইকনের মাধ্যমে কমান্ডগুলো সাজানো থাকে কীসের আওতায়?
Ο ক) মেনুর আওতায়
Ο খ) শিট ট্যাবের আওতায়
Ο গ) ফর্মুলা বারের আওতায়
Ο ঘ) টাইটেল বারের আওতায়
সঠিক উত্তর: (ক)

১৫. বিয়োগ করার জন্য ফর্মুলা বারে প্রথমেই কোনটি টাইপ করতে হয়?
Ο ক) =
Ο খ) *
Ο গ) /
Ο ঘ) +
সঠিক উত্তর: (ক)

১৬. বর্তমানে ব্যবহৃত স্প্রেডশিট প্রোগ্রাম কোনটি নির্ভর?
Ο ক) কাগজ
Ο খ) হার্ডওয়্যার
Ο গ) মোবাইল
Ο ঘ) সফটওয়্যার
সঠিক উত্তর: (ঘ)

১৭. সেলের কন্টেন্ট দেখানো হয় নিম্নোক্ত কোন বারে?
Ο ক) টাইটেল বার
Ο খ) ফরমুলা বার
Ο গ) স্ট্যাটাস বার
Ο ঘ) ওয়ার্কবুক
সঠিক উত্তর: (খ)

১৮. টাইটেল বার এক্সেল উইন্ডোর কোথায় থাকে?
Ο ক) বামপাশে
Ο খ) ডানপাশে
Ο গ) একেবারে উপরে
Ο ঘ) একেবারে নিচে
সঠিক উত্তর: (গ)

১৯. স্প্রেডশিটে সেল বলতে কি বোঝায়?
Ο ক) কোষদেহ
Ο খ) ওয়ার্কশিটের ছোট ছোট ঘর
Ο গ) সারি
Ο ঘ) কলাম
সঠিক উত্তর: (খ)

২০. নিচের কোনটি সেল রেঞ্জ?
Ο ক) AI
Ο খ) AI : B5
Ο গ) =AI + B5
Ο ঘ) 10A
সঠিক উত্তর: (খ)

২১. এক্সেল ফাইলের এক্সটেনশন কোনটি?
Ο ক) .dic
Ο খ) .docx
Ο গ) .xls
Ο ঘ) .pptx
সঠিক উত্তর: (গ)

২২. ওয়ার্কশিটের সারি ও কলামের ছেদকৃত ছোট ছোট ঘরগুলোকে কী বলে?
Ο ক) cell
Ο খ) Range
Ο গ) Attribute
Ο ঘ) Address
সঠিক উত্তর: (ক)

২৩. স্বয়ংক্রিয়ভাবে করার পদ্ধতি আছে নিচের কোনটির?
Ο ক) বিয়োগ
Ο খ) যোগ
Ο গ) গুণ
Ο ঘ) ভাগ
সঠিক উত্তর: (খ)

২৪. কোন প্রোগ্রামের সাহায্যে বাজার ভবিষ্যদ্বাণী করা যায়?
Ο ক) MS Wwrd
Ο খ) MS Excel
Ο গ) MS Power point
Ο ঘ) MS Access
সঠিক উত্তর: (খ)

২৫. ওয়ার্কবুক উইন্ডোর নিচে বামদিকে কোনটি থাকে?
Ο ক) শিট ট্যাব
Ο খ) ফরমুলা বার
Ο গ) টুরবার
Ο ঘ) স্ট্যাটাস বার
সঠিক উত্তর: (ক)

২৬. এক্সেল হলো-
i. বর্ণভিত্তিক স্প্রেডশিট প্রোগ্রাম
ii. চিত্রভিত্তিক স্প্রেডশিট প্রোগ্রাম
iii. গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসভিত্তিক স্প্রেডশিট প্রোগ্রাম
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)

২৭. ওয়ার্কশিটে বাম থেকে ডান দিকে চলে আসা ঘরগুলোকে কী বলে?
Ο ক) ওয়ার্কশিট
Ο খ) রো
Ο গ) কলাম
Ο ঘ) সেল
সঠিক উত্তর: (খ)

২৮. জুম করার স্ক্রোল কোথায় থাকে?
Ο ক) স্ট্যাটাস বারের ডান দিকে
Ο খ) স্ট্যাটাস বারের বাম দিকে
Ο গ) েএ্যাড্রেস বারের ডান দিকে
Ο ঘ) েএ্যাড্রেস বারের বাম দিকে
সঠিক উত্তর: (ক)

২৯. ওয়ার্কশিট দিয়ে যে সব কাজ করা যায়-
i. লেখালেখির কাজ
ii. হিসাব-নিকাশের কাজ
iii. গ্রাফচিত্রের কাজ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)

৩০. বিভিন্ন শিটে আসা যাওয়া করার জন্য ব্যবহার করা হয় কোনটি?
Ο ক) স্ট্যাটাস বার
Ο খ) অ্যাড্রেস বার
Ο গ) শিট ট্যাব
Ο ঘ) রিবন
সঠিক উত্তর: (গ)

৩১. নতুন এক্সেল ওয়ার্কবুক খোলা যায় কোনটির সাহায্যে?
Ο ক) কুইক অ্যাকসেস টুলবার
Ο খ) অফিস বাটন
Ο গ) টাইটেল বার
Ο ঘ) স্ট্যাটাস বার
সঠিক উত্তর: (খ)

৩২. পূর্বের সেভকৃত ওয়ার্কবুক খোলা হয় কোন বাটন দিয়ে?
Ο ক) শিট ট্যাব
Ο খ) অফিস বাটন
Ο গ) Program বাটন
Ο ঘ) run বাটন
সঠিক উত্তর: (খ)

৩৩. কোনটির আবিষ্কার মানুষকে হিসাবের ক্ষেত্রে এক ধাপ এগিয়ে নিয়েছে?
Ο ক) কাগজকলম
Ο খ) চিহ্ন
Ο গ) ক্যালকুলেটর
Ο ঘ) গাছের বাকল
সঠিক উত্তর: (গ)

৩৪. ওয়ার্কবুক সংরক্ষণ করা যায় সেটির সাহায্যে-
i. অফিস বাটন
ii. কুইক অ্যাকসেস টুলবার
iii. টাইটেল বার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)

৩৫. ফর্মুলা বারে দেকা যায়- i. সেল অ্যাড্রেস ii. সেল কনটেন্ট iii. ওয়ার্কবুক নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)

৩৬. জটিল এবং দীর্ঘ হিসাবের জন্য উপযোগী কোনটি?
Ο ক) গাছের বাকল
Ο খ) ক্যালকুলেটর
Ο গ) কাগজ কলম
Ο ঘ) কম্পিউটার
সঠিক উত্তর: (ঘ)

৩৭. ম্যাক্সিমাইজ বাটন এক্সেল সফটওয়্যাবের কোন বারে থাকে?
Ο ক) টুলবারে
Ο খ) টাইটেলবারে
Ο গ) স্ট্যাটাস বারে
Ο ঘ) ফরমুলাবারে
সঠিক উত্তর: (খ)

৩৮. ওয়ার্কবুকে অনেকগুলো কী থাকে?
Ο ক) সারি
Ο খ) কলাম
Ο গ) ওয়ার্কশিট
Ο ঘ) সারি ও কলাম
সঠিক উত্তর: (গ)

৩৯. এক্সেল উইন্ডোর একেবারে উপরে ওয়ার্কবুকের শিরোনাম লেখা থাকে কোন বারে?
Ο ক) স্ট্যাটাস বার
Ο খ) টাইলের বার
Ο গ) কুইক অ্যাকসেস টুলবার
Ο ঘ) শিট বার
সঠিক উত্তর: (খ)

৪০. ওয়ার্কবুক সংরক্ষণ করা যায় কোন বাটনের মাধ্যমে?
Ο ক) স্ট্যাটাস বার
Ο খ) টাইটেল বার
Ο গ) অফিস বাটন
Ο ঘ) হেল্প বাটন
সঠিক উত্তর: (গ)

৪১. Kspresd কী ধরনের সফটওয়্যার?
Ο ক) গান শোনার
Ο খ) ছবি আঁকার
Ο গ) হিসাব করার
Ο ঘ) লেখালেখির
সঠিক উত্তর: (গ)

৪২. টাইটেল বারের অবস্থান কোথায়?
Ο ক) স্ক্রিনের সবার নিচে
Ο খ) স্ক্রিনের সবার উপরে
Ο গ) ওয়ার্কশিটের ডানে
Ο ঘ) ওয়ার্কশিটের রামে
সঠিক উত্তর: (খ)

৪৩. এক্সেল প্রোগ্রামে যোগ করার পদ্ধতি কয়টি?
Ο ক) ১টি
Ο খ) ৩টি
Ο গ) ২টি
Ο ঘ) ৪টি
সঠিক উত্তর: (গ)

৪৪. একেকটা ওয়ার্কশিটে কী থাকে?
Ο ক) ওয়ার্কবুক
Ο খ) সারি ও কলাম
Ο গ) ইমেজ থাকে
Ο ঘ) কমান্ড ও বক্স
সঠিক উত্তর: (খ)

৪৫. নিচের কোনটি এক্সেল উইন্ডোর উপাদান?
Ο ক) ডেটাবেজ
Ο খ) ম্যাক্রো
Ο গ) ফরমুলা বার
Ο ঘ) ফর্ম
সঠিক উত্তর: (গ)

৪৬. চার্ট তৈরির সহজ উপায় কোনটি?
Ο ক) চার্ট উইজার্ড ব্যবহার করে
Ο খ) কী-বোর্ড ব্যবহার করে
Ο গ) মেনু কমান্ড ব্যবহার করে
Ο ঘ) মাউস ব্যবহার করে
সঠিক উত্তর: (ক)

৪৭. রিবনের ঠিক নিচে কোনটির অবস্থান?
Ο ক) টাইটেল বার
Ο খ) ফরমুলা বার
Ο গ) শিট ট্যাব
Ο ঘ) অফিস বাটন
সঠিক উত্তর: (খ)

৪৮. File Edit ইত্যাদি শব্দগুলো মূলত কি নির্দেশ করে?
Ο ক) ফাইলের নাম
Ο খ) শিরোনাম
Ο গ) অফিস বাটন অপশন
Ο ঘ) মেনুর নাম
সঠিক উত্তর: (ঘ)

৪৯. সহজে পরীক্ষার রেজাল্ট তৈরির জন্য ব্যবহৃত প্রোগ্রাম কোনটি?
Ο ক) MS Excel
Ο খ) Ms Access
Ο গ) MS Word
Ο ঘ) MS Publisher
সঠিক উত্তর: (ক)

৫০. এক্সেল প্রোগ্রামে যোগ করা যায়- i. স্বয়ংক্রিয়ভাবে ii. ম্যানুয়ালি iii. ক্লিক করে নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – 01571769905 (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।


জে.এস.সি আইসিটি অধ্যায় - ৪র্থ : স্প্রেডশিটের ব্যবহার (৫১-১০০)

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post