জে.এস.সি আইসিটি অধ্যায় -২য় : কম্পিউটার নেটওয়ার্ক(১)

ওয়েব স্কুল বিডি : শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের জে.এস.সি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের অধ্যায় ২য় : কম্পিউটার নেটওয়ার্ক(১) থেকে ৫০ টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো -

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)

জে.এস.সি আইসিটি অধ্যায় -২য় : কম্পিউটার নেটওয়ার্ক (Computer Network)

১. টপোলজি কোনটি?
Ο ক) সার্ভার
Ο খ) মেশ
Ο গ) মিডিয়া
Ο ঘ) ই-মেইল
সঠিক উত্তর: (খ)

http://www.webschoolbd.com/
২. সার্ভার থেকে তথ্য নেয় কোনটি?
Ο ক) ক্লায়েন্ট
Ο খ) প্রোটোকল
Ο গ) ই-মেইল
Ο ঘ) রির্সোস
সঠিক উত্তর: (ক)

৩. সবচেয়ে কম তার প্রয়োজন হয় কোন টপোলজিতে?
Ο ক) মেশ
Ο খ) ট্রি
Ο গ) হাইব্রিড
Ο ঘ) বাস
সঠিক উত্তর: (ঘ)

৪. সার্ভার কিসের সাথে সম্পর্কিত?
Ο ক) রেডিও
Ο খ) ইন্টারনেট
Ο গ) কম্পিউটার নেটওয়ার্ক
Ο ঘ) অনলাইন
সঠিক উত্তর: (গ)

৫. স্টার টপোলজি কোনটির সাথে সম্পর্কিত?
Ο ক) বস
Ο খ) মেশ
Ο গ) রিং
Ο ঘ) হাইব্রিড
সঠিক উত্তর: (ঘ)

৬. কোন টপোলজিতে একটা মূল লাইনের সাথে সব কম্পিউটারকে জুড়ে দেওয়া হয়?
Ο ক) স্টার টপোলজি
Ο খ) মেশ টপোলজি
Ο গ) বাস টপোলজি
Ο ঘ) ট্রি টপোলজি
সঠিক উত্তর: (গ)

৭. একটি নেটওয়ার্কে কয়টি সার্ভার থাকতে পারে?
Ο ক) ১টি
Ο খ) ২টি
Ο গ) ৩টি
Ο ঘ) অনেক
সঠিক উত্তর: (ঘ)

৮. তথ্যকে উপস্থাপন করার জন্য কোনটি প্রয়োজন?
Ο ক) নেটওয়ার্ক
Ο খ) ডেটা
Ο গ) উপাত্ত
Ο ঘ) ইন্টারনেট
সঠিক উত্তর: (ক)

৯. কম্পিউটারের পারস্পারিক যোগাযোগকে কী বলা হয়?
Ο ক) ট্যারেক্স
Ο খ) মডেম
Ο গ) নেটওয়ার্ক
Ο ঘ) হাইওয়ে
সঠিক উত্তর: (গ)

১০. ক্লাউড কম্পিউটিং-েএর জন্য প্রয়োজন হয় না-
i. নিজস্ব সার্ভার
ii. নিজস্ব দক্ষ লোক
iii. কম্পিউটার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)

১১. রিসোর্স কোনটি?
Ο ক) প্রিন্টার
Ο খ) নেটওয়ার্ক অ্যাডাপ্টর
Ο গ) ফাইবার অপটিকস
Ο ঘ) প্রোটোকল
সঠিক উত্তর: (ক)

১২. নেটওয়ার্কের একটি কম্পিউটার নষ্ট হলে কোন টপোলজিতে নেটওয়ার্ক পুরো নষ্ট হয় না?
Ο ক) রিং
Ο খ) স্টার
Ο গ) মেশ
Ο ঘ) হাইব্রিড
সঠিক উত্তর: (খ)

১৩. NIC কোনটির সাথে সম্পর্কিত?
Ο ক) হাবের সাথে
Ο খ) ইউজারের সাথে
Ο গ) রিসোর্সের সাথে
Ο ঘ) নেটওয়ার্কের সাথে
সঠিক উত্তর: (ঘ)

১৪. কান ব্যবস্থাটির মাধ্যমে তথ্য সংরক্ষণ করতে ব্যক্তিগত কম্পিউটারের প্রয়োজন হয় না?
Ο ক) কম্পিউটার
Ο খ) মোবাইল
Ο গ) ড্রপবক্স
Ο ঘ) রেডিও
সঠিক উত্তর: (গ)

১৫. নিচের কোনটি রিসোর্স হিসেবে কাজ করতে পারে?
Ο ক) প্রিন্টার
Ο খ) কম্পিউটার
Ο গ) ফ্যাক্স
Ο ঘ) উপরের সবগুলো
সঠিক উত্তর: (ঘ)

১৬. মানুষ কোন ধরনের জীব?
Ο ক) সামাজিক
Ο খ) অসামাজিক
Ο গ) বৈষয়িক
Ο ঘ) আবাসিক
সঠিক উত্তর: (ক)

১৭. কম্পিউটার নেটওয়ার্কের মূল উদ্দেশ্য কী?
Ο ক) রিসোর্স নেওয়া
Ο খ) রিসোর্স দেওয়া
Ο গ) রিসোর্স ভাগাভাগি করা
Ο ঘ) রিসোর্স বিক্রি করা
সঠিক উত্তর: (গ)

১৮. পৃথিবীর যেকোনো জায়গা থেকে ব্যক্তিগতহ তথ্যাদি ব্যবহার করা যায় নিম্নের কোন ব্যবস্থার মাধ্যমে?
Ο ক) ড্রপবক্স
Ο খ) কম্পিউটার
Ο গ) টপোলজি
Ο ঘ) প্রটোকল
সঠিক উত্তর: (ক)

১৯. যুদ্ধে গোলাবুদ পাঠানোর জন্য কোনটি প্রথমে তৈরি করে নিতে হয়?
Ο ক) নেটওয়ার্ক
Ο খ) কামান
Ο গ) যুদ্ধবিমান
Ο ঘ) ট্রাক
সঠিক উত্তর: (ক)

২০. নিম্নের কোনটি টপোলজি?
Ο ক) ডেটা
Ο খ) মেশ
Ο গ) প্রোগ্রাম
Ο ঘ) রাউটার
সঠিক উত্তর: (খ)

২১. ক্লাউড কম্পিউটিং -এ ব্যবহৃত হয়েছে- i. hotmail ii. yahoo iii. gmail নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

২২. নেটওয়ার্কে কম্পিউটারসমূহের সংযুক্তির মানচিত্রকে কী বলা হয়?
Ο ক) প্রোটোকল
Ο খ) টপোলজি
Ο গ) ল্যান
Ο ঘ) এফটিপি
সঠিক উত্তর: (খ)

২৩. কম্পিউটার নেটওয়ার্ক তৈরি করতে হলে মূলত কী দরকার হয়?
Ο ক) সার্ভার
Ο খ) কম্পিউটার
Ο গ) সুইচ
Ο ঘ) সবগুলো
সঠিক উত্তর: (ঘ)

২৪. কোন টপোলজিতে ডাটা ট্রান্সফার হয় একটি নির্দিষ্ট দিকে?
Ο ক) রিং
Ο খ) মেশ
Ο গ) ট্রি
Ο ঘ) স্টার
সঠিক উত্তর: (ক)

২৫. কোন টপোলজিতে প্রতিটি কম্পিউটার তার পার্শ্ববর্তী কম্পিউটারের সাথে যুক্ত থাকে?
Ο ক) বাস
Ο খ) স্টার
Ο গ) ট্রি
Ο ঘ) রিং
সঠিক উত্তর: (ঘ)

২৬. কোন টপোলজিতে অনেক স্টার টপোলজি ব্যবহৃত হয়?
Ο ক) বাস
Ο খ) ট্রি
Ο গ) মেশ
Ο ঘ) রিং
সঠিক উত্তর: (খ)

২৭. নিচের কোনটি রিসোর্সের উদাহরণ?
Ο ক) ফ্যাক্স
Ο খ) রেডিও
Ο গ) অপটিক্যাল ফাইবার
Ο ঘ) কো-এক্সিয়াল ক্যাবল
সঠিক উত্তর: (ক)

২৮. কোন টপোলজিতে একটি মূল ব্যাকবোন ব্যবহৃত হয়?
Ο ক) স্টার
Ο খ) বাস
Ο গ) ট্রি
Ο ঘ) মেশ
সঠিক উত্তর: (খ)

২৯. মানুষের বিনোদনের ক্ষেত্রে কোনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে?
Ο ক) টুইটার
Ο খ) ইয়াহু
Ο গ) জি-মেইল
Ο ঘ) ই-মেইল
সঠিক উত্তর: (ক)

৩০. পৃথিবীর তথ্য ভান্ডার কেমন?
Ο ক) সীমিত
Ο খ) অল্প
Ο গ) বিশাল
Ο ঘ) সংরক্ষিত
সঠিক উত্তর: (গ)

৩১. নেটওয়ার্ক কিসের অবদান?
Ο ক) তথ্য প্রযুক্তির
Ο খ) সমাজের
Ο গ) সভ্যতার
Ο ঘ) তথ্যের
সঠিক উত্তর: (ক)

৩২. কোন টপোলজিতে হাব ব্যবহার করা হয়?
Ο ক) স্টার
Ο খ) মেশ
Ο গ) বাস
Ο ঘ) রিং
সঠিক উত্তর: (ক)

৩৩. নেটওয়ার্ক মিডিয়া হলো-
i. কো-এক্সিয়েল ক্যাবল
ii. অপটিক্যাল ফাইবার
iii. এনআইসি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)

৩৪. কেন্দ্রীয় হাব নষ্ট হলে পুরো নেটওয়ার্ক নষ্ট হয় কোন টপোলজিতে?
Ο ক) মেশ
Ο খ) হাইব্রিড
Ο গ) স্টার
Ο ঘ) রিং
সঠিক উত্তর: (গ)

৩৫. কম্পিউটার নেটওয়ার্কের জন্য ন্যূনতম কয়টি কম্পিউটার প্রয়োজন?
Ο ক) ১টি
Ο খ) ২টি
Ο গ) ৩টি
Ο ঘ) ৪টি
সঠিক উত্তর: (খ)

৩৬. বাস্তাবায়নে সহজ ও ব্যয় অত্যন্ত কম কোন টপোলজির?
Ο ক) মেশ
Ο খ) স্টার
Ο গ) বাস
Ο ঘ) ট্রি
সঠিক উত্তর: (গ)

৩৭. ছোট নেটওয়ার্কের জন্য অনেক প্রতিষ্ঠানই কোনটি ব্যবহার করে?
Ο ক) রিপিটার
Ο খ) হাব
Ο গ) রাউটার
Ο ঘ) ব্রিজ
সঠিক উত্তর: (খ)

৩৮. নেটওয়ার্কে যে কম্পিউটারটি বিভিন্ন সেবা প্রদান করে সেটিকে কী বলে?
Ο ক) সার্ভার
Ο খ) ক্লায়েন্ট
Ο গ) প্রোটোকল
Ο ঘ) টার্মিনাল
সঠিক উত্তর: (ক)

৩৯. তুলনামূলক সহজ টপোলজি কোনটি?
Ο ক) স্টার
Ο খ) রিং
Ο গ) বাস
Ο ঘ) মেশ
সঠিক উত্তর: (ক)

৪০. পৃথিবীর তথ্য ভান্ডার কাদের অধিকার রয়েছে?
Ο ক) সবার
Ο খ) সাধারণ মানুষের
Ο গ) ক্ষমতাশীল মানুষের
Ο ঘ) বিশেষ পতিষ্ঠানের
সঠিক উত্তর: (ক)

৪১. নিচের কোনটি নেটওয়ার্কের সাথে সম্পর্কিত?
Ο ক) ডেটা
Ο খ) ক্লায়েন্ট
Ο গ) উপাত্ত
Ο ঘ) প্রোগ্রাম
সঠিক উত্তর: (গ)

৪২. একটি কম্পিউটার অন্য কম্পিউটারের সাথে সংযোগের জন্য ব্যবহৃত হয় কোনটি?
Ο ক) এনআইসি
Ο খ) প্রোটোকল
Ο গ) ইউজার
Ο ঘ) সার্ভার
সঠিক উত্তর: (ক)

৪৩. বর্তমানে তথ্য সংরক্ষণ করা হয় কীসে?
Ο ক) বইয়ে
Ο খ) ডাটাবেজে
Ο গ) কাগজে
Ο ঘ) পোস্টারে
সঠিক উত্তর: (খ)

৪৪. স্টার টপোলজিতে ব্যবহৃত হয়- i. হাব ii. সুইচ iii. টারমিনেটর নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)

৪৫. উক্ত টেকনোলজিতে ব্যবহৃত হয়েছে- i. hotmail ii. yahoo iii. google নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৪৬. একসময় তথ্য ছিল কীসের মতো?
Ο ক) সম্পদের মতো
Ο খ) টাকার মতো
Ο গ) গোলাকার
Ο ঘ) উন্মুক্ত
সঠিক উত্তর: (ক)

৪৭. কোন টপোলজিতে প্রত্যেকটি কম্পিউটারে দুটি সংযোগ থাকে?
Ο ক) বাস
Ο খ) রিং
Ο গ) স্টার
Ο ঘ) মেশ
সঠিক উত্তর: (খ)

৪৮. ডেটাবেশ কোথায় থাকে?
Ο ক) কম্পিউটারে
Ο খ) উপাত্তে
Ο গ) মডেমে
Ο ঘ) হাবে
সঠিক উত্তর: (ক)

৪৯. নিচের কোন পদ্ধতিতে কেন্দ্রীয় কোনো কম্পিউটারের প্রয়োজন হয় না?
Ο ক) রিং
Ο খ) ট্রি
Ο গ) স্টার
Ο ঘ) হাইব্রিড
সঠিক উত্তর: (ক)

৫০. কোন টপোলজিতে যেকোনা একটি কম্পিউটার নষ্ট হলে পুরো নেটওয়ার্ক অচল হয়ে পড়ে?
Ο ক) রিং
Ο খ) বাস
Ο গ) ট্রি
Ο ঘ) মেশ
সঠিক উত্তর: (ক)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – 01571769905 (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।


জে.এস.সি আইসিটি অধ্যায় -১ম : তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব (৫১-১০০) 
 

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post