ওয়েব স্কুল বিডি : শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের জে.এস.সি বাংলা ২য় পত্র অধ্যায় -২: ধ্বনি ও বর্ণ
(Sound and word) ' থেকে (১-৩৫) টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো -
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বাংলা ২য় পত্র অধ্যায়-২: ধ্বনি ও বর্ণ (Sound and word)
১. স্বরবর্ণের প্রাথমিক রূপ কাকে বলে?
Ο ক) স্বরবর্ণের স্বাধীন ব্যবহারকে
Ο খ) শব্দের আদিতে স্বরবর্ণের ব্যবহারকে
Ο গ) সংক্ষিপ্ত আকারে স্বরবর্ণের ব্যবহারকে
Ο ঘ) যুগ্ম-স্বরধ্বনির ব্যবহারকে
সঠিক উত্তর: (ক)
২.
স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলে?
Ο ক) কার
Ο খ) ফলা
Ο গ) স্বর
Ο ঘ) মূল
সঠিক উত্তর: (ক)
৩. স্বরধ্বনির লিখিত রূপ বা প্রতীককে কী বলে?
Ο ক) স্বরস্বর
Ο খ) স্বরবর্ণ
Ο গ) স্বরাগম
Ο ঘ) স্বরলিপি
সঠিক উত্তর: (খ)
৪. ও, ঔ উচ্চারণস্থান অনুসারে বর্ণের নাম কী?
Ο ক) দন্ত্য বর্ণ
Ο খ) ওষ্ঠ্য বর্ণ
Ο গ) কন্ঠ্যেষ্ঠ্য বর্ণ
Ο ঘ) তালব্য বর্ণ
সঠিক উত্তর: (গ)
৫. নিচের যে শব্দে ‘এ’ এর বিকৃত উচ্চারণ হয়েছে -
Ο ক) একটি
Ο খ) কেটলি
Ο গ) এক
Ο ঘ) মেঘ
সঠিক উত্তর: (গ)
৬. ঞ + চ এর সমন্বয়ে গঠিত যুক্তবর্ণের শব্দ হলো -
Ο ক) ব্যঞ্জন
Ο খ) তৃষ্ণা
Ο গ) অঞ্চল
Ο ঘ) যজ্ঞ
সঠিক উত্তর: (গ)
৭. ‘শব্দের মধ্যে বা শেষে ব-ফলা যুক্ত হলে ব্যঞ্জনটির দ্বিত্ব উচ্চারণ হয়’ - এই সূত্রের আলোকে সঠিক উচ্চারণ হলো -
Ο ক) বিশশাশ্
Ο খ) পকক
Ο গ) দনদো
Ο ঘ) তিববত
সঠিক উত্তর: (ক)
৮. নিচের কোনটিতে শব্দের মাঝে স্বরবর্ণের পূর্ণরূপ রয়েছে?
Ο ক) উকিল
Ο খ) বাউল
Ο গ) মৌসুমি
Ο ঘ) পৃথিবী
সঠিক উত্তর: (খ)
৯. কোনগুলো কন্ঠ্য ধ্বনি?
Ο ক) চ, ছ, জ, ঝ, ঞ
Ο খ) ক, খ, গ, ঘ, ঙ
Ο গ) ট, ঠ, ড, ঢ, ণ
Ο ঘ) ত, থ, দ, ধ, ন
সঠিক উত্তর: (খ)
১০. ‘স্মরণ’ এর শুদ্ধ উচ্চারণ হবে -
Ο ক) শঁরন্
Ο খ) শোরন্
Ο গ) শঁরোন্
Ο ঘ) শোঁরোন
সঠিক উত্তর: (গ)
১১. যৌগিক স্বরধ্বনির প্রতীক কোনটি?
Ο ক) ঔ
Ο খ) ঋ
Ο গ) ঈ
Ο ঘ) অ
সঠিক উত্তর: (ক)
১২. মৌলিক স্বরধ্বনি কয়টি?
Ο ক) ২টি
Ο খ) ৫টি
Ο গ) ৬টি
Ο ঘ) ৭টি
সঠিক উত্তর: (ঘ)
১৩. যে ধ্বনি অন্য ধ্বনির সাহায্য ছাড়া নিজেই সম্পূর্ণরূপে উচ্চারিত হয় এবং যাকে আশ্রয় করে অন্য ধ্বনির সৃজন হয় তাকে বলে -
Ο ক) স্বরধ্বনি
Ο খ) ব্যঞ্জনধ্বনি
Ο গ) যৌগিক ধ্বনি
Ο ঘ) মৌলিক ধ্বনি
সঠিক উত্তর: (ক)
১৪. বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা, অর্ধমাত্রা ও মাত্রাহীন বর্ণের সংখ্যা যথাক্রমে -
Ο ক) ৩৩, ৮, ১০
Ο খ) ৩২, ৭, ১১
Ο গ) ৩০, ৮, ১২
Ο ঘ) ৩২, ৭, ৯
সঠিক উত্তর: (ক)
১৫. ‘পদ্ম’ এর শুদ্ধ উচ্চারণ হলো -
Ο ক) পদদঁ
Ο খ) পোদদো
Ο গ) পদদোঁ
Ο ঘ) পদদুঁ
সঠিক উত্তর: (গ)
১৬. ধ্বনি তৈরিতে সহায়তা করে কোনটি?
Ο ক) স্বরতন্ত্রী
Ο খ) গলনালি
Ο গ) তালু
Ο ঘ) বাগযন্ত্র
সঠিক উত্তর: (ঘ)
১৭. ‘ম’ অনুচ্চারিত থাকে কোন শব্দে -
Ο ক) স্মার্ট
Ο খ) স্মৃতি
Ο গ) স্মিত
Ο ঘ) স্মাইল
সঠিক উত্তর: (খ)
১৮. ‘শ্মশান’ এর শুদ্ধ উচ্চারণ কোনটি?
Ο ক) শঁশান্
Ο খ) শসান্
Ο গ) শোশান্
Ο ঘ) শোসান্
সঠিক উত্তর: (ক)
১৯. ‘দ্বিত’ এর শুদ্ধ উচ্চারণ কোনটি?
Ο ক) দিততো
Ο খ) দিততোঁ
Ο গ) দিতত
Ο ঘ) দিততঁ
সঠিক উত্তর: (ক)
২০. ‘অ, ই, উ, ঋ’ - কোন ধরনের স্বরধ্বনি?
Ο ক) দীর্ঘ স্বরধ্বনি
Ο খ) হ্রস্ব স্বরধ্বনি
Ο গ) যৌগিক স্বরধ্বনি
Ο ঘ) মৌলিক স্বরধ্বনি
সঠিক উত্তর: (খ)
২১. ‘মৃন্ময়’ এর সঠিক উচ্চারণ হবে -
Ο ক) মৃনময়
Ο খ) মৃনমোয়
Ο গ) মৃনময়্
Ο ঘ) মৃনমোয়্
সঠিক উত্তর: (ক)
২২. মৌলিক স্বরধ্বনি কোনটি?
Ο ক) উ
Ο খ) ঊ
Ο গ) ঐ
Ο ঘ) ঔ
সঠিক উত্তর: (ক)
২৩. ধ্বনি এককের জন্য প্রত্যেক ভাষায় যে প্রতীক চিহ্ন ব্যবহার করা হয় তাকে কী বলা হয়?
Ο ক) বর্ণ
Ο খ) শব্দ
Ο গ) পদ
Ο ঘ) ধ্বনি
সঠিক উত্তর: (ক)
২৪. ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলে?
Ο ক) কার
Ο খ) ফলা
Ο গ) হলন্ত বর্ণ
Ο ঘ) সংবৃত
সঠিক উত্তর: (খ)
২৫. ‘ঙ’ - এর উচ্চারণ স্থানের নাম কী?
Ο ক) তালু
Ο খ) ওষ্ঠ
Ο গ) মূর্ধা
Ο ঘ) কন্ঠ্য
সঠিক উত্তর: (ঘ)
২৬. ক খ গ ঘ ঙ - এর উচ্চারণ স্থান হলো -
Ο ক) অগ্রতালু
Ο খ) জিহ্বামূল
Ο গ) পশ্চাৎ দন্তমূল
Ο ঘ) অগ্র দন্তমূল
সঠিক উত্তর: (খ)
২৭. ‘প’ বর্গীয় ধ্বনিগুলোর উচ্চারণ স্থান অনুযায়ী নাম কী?
Ο ক) কন্ঠ্য ধ্বনি
Ο খ) তালব্য ধ্বনি
Ο গ) মূর্ধন্য ধ্বনি
Ο ঘ) ওষ্ঠ্য ধ্বনি
সঠিক উত্তর: (ঘ)
২৮. র-ফলা কোথায় যুক্ত হয়?
Ο ক) বর্ণের উপরে
Ο খ) বর্ণের নিচে
Ο গ) বর্ণের পাশে
Ο ঘ) বর্ণের আগে
সঠিক উত্তর: (খ)
২৯. ব্যঞ্জনধ্বনির লিখিত রূপ বা প্রতীককে কী বলে?
Ο ক) ব্যঞ্জনস্বর
Ο খ) ব্যঞ্জনরব
Ο গ) ব্যঞ্জনবর্ণ
Ο ঘ) স্বরবর্ণ
সঠিক উত্তর: (গ)
৩০. ধ্বনি নির্দেশক চিহ্নকে কী বলে?
Ο ক) শব্দ
Ο খ) বর্ণ
Ο গ) বাক্য
Ο ঘ) পদ
সঠিক উত্তর: (খ)
৩১. উচ্চারণ স্থান অনুযায়ী কোনগুলো তালব্য বর্ণ?
Ο ক) ক, খ, গ
Ο খ) চ, ছ, ঝ
Ο গ) ট, ঠ, ড
Ο ঘ) প, ফ, ব
সঠিক উত্তর: (খ)
৩২. গঠন বিচারে স্বরধ্বনিকে কয়ভাগে ভাগ করা যায়?
Ο ক) দুইভাগে
Ο খ) তিনভাগে
Ο গ) চারভাগে
Ο ঘ) পাঁচভাগে
সঠিক উত্তর: (ক)
৩৩. মানুষের মনের ভাব প্রকাশের জন্য বাক-প্রত্যঙ্গের সাহায্যে উচ্চারিত আওয়াজকে বলে -
Ο ক) ভাষা
Ο খ) ধ্বনি
Ο গ) শব্দ
Ο ঘ) বাক্য
সঠিক উত্তর: (খ)
৩৪. বাংলা বর্ণামালায় স্বরবর্ণের লিখিত রূপ কতটি?
Ο ক) ১টি
Ο খ) ২টি
Ο গ) ৩টি
Ο ঘ) ৪টি
সঠিক উত্তর: (খ)
৩৫. বাংলা বর্ণমালায় ব্যঞ্জনবর্ণের সংখ্যা কতটি?
Ο ক) ১১টি
Ο খ) ১৩টি
Ο গ) ৩৯টি
Ο ঘ) ৪৯টি
সঠিক উত্তর: (গ)
বাংলা ২য় পত্র অধ্যায় -২: ধ্বনি ও বর্ণ (৩৫-১০০)
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বাংলা ২য় পত্র অধ্যায়-২: ধ্বনি ও বর্ণ (Sound and word)
১. স্বরবর্ণের প্রাথমিক রূপ কাকে বলে?
Ο ক) স্বরবর্ণের স্বাধীন ব্যবহারকে
Ο খ) শব্দের আদিতে স্বরবর্ণের ব্যবহারকে
Ο গ) সংক্ষিপ্ত আকারে স্বরবর্ণের ব্যবহারকে
Ο ঘ) যুগ্ম-স্বরধ্বনির ব্যবহারকে
সঠিক উত্তর: (ক)
Ο ক) কার
Ο খ) ফলা
Ο গ) স্বর
Ο ঘ) মূল
সঠিক উত্তর: (ক)
৩. স্বরধ্বনির লিখিত রূপ বা প্রতীককে কী বলে?
Ο ক) স্বরস্বর
Ο খ) স্বরবর্ণ
Ο গ) স্বরাগম
Ο ঘ) স্বরলিপি
সঠিক উত্তর: (খ)
৪. ও, ঔ উচ্চারণস্থান অনুসারে বর্ণের নাম কী?
Ο ক) দন্ত্য বর্ণ
Ο খ) ওষ্ঠ্য বর্ণ
Ο গ) কন্ঠ্যেষ্ঠ্য বর্ণ
Ο ঘ) তালব্য বর্ণ
সঠিক উত্তর: (গ)
৫. নিচের যে শব্দে ‘এ’ এর বিকৃত উচ্চারণ হয়েছে -
Ο ক) একটি
Ο খ) কেটলি
Ο গ) এক
Ο ঘ) মেঘ
সঠিক উত্তর: (গ)
৬. ঞ + চ এর সমন্বয়ে গঠিত যুক্তবর্ণের শব্দ হলো -
Ο ক) ব্যঞ্জন
Ο খ) তৃষ্ণা
Ο গ) অঞ্চল
Ο ঘ) যজ্ঞ
সঠিক উত্তর: (গ)
৭. ‘শব্দের মধ্যে বা শেষে ব-ফলা যুক্ত হলে ব্যঞ্জনটির দ্বিত্ব উচ্চারণ হয়’ - এই সূত্রের আলোকে সঠিক উচ্চারণ হলো -
Ο ক) বিশশাশ্
Ο খ) পকক
Ο গ) দনদো
Ο ঘ) তিববত
সঠিক উত্তর: (ক)
৮. নিচের কোনটিতে শব্দের মাঝে স্বরবর্ণের পূর্ণরূপ রয়েছে?
Ο ক) উকিল
Ο খ) বাউল
Ο গ) মৌসুমি
Ο ঘ) পৃথিবী
সঠিক উত্তর: (খ)
৯. কোনগুলো কন্ঠ্য ধ্বনি?
Ο ক) চ, ছ, জ, ঝ, ঞ
Ο খ) ক, খ, গ, ঘ, ঙ
Ο গ) ট, ঠ, ড, ঢ, ণ
Ο ঘ) ত, থ, দ, ধ, ন
সঠিক উত্তর: (খ)
১০. ‘স্মরণ’ এর শুদ্ধ উচ্চারণ হবে -
Ο ক) শঁরন্
Ο খ) শোরন্
Ο গ) শঁরোন্
Ο ঘ) শোঁরোন
সঠিক উত্তর: (গ)
১১. যৌগিক স্বরধ্বনির প্রতীক কোনটি?
Ο ক) ঔ
Ο খ) ঋ
Ο গ) ঈ
Ο ঘ) অ
সঠিক উত্তর: (ক)
১২. মৌলিক স্বরধ্বনি কয়টি?
Ο ক) ২টি
Ο খ) ৫টি
Ο গ) ৬টি
Ο ঘ) ৭টি
সঠিক উত্তর: (ঘ)
১৩. যে ধ্বনি অন্য ধ্বনির সাহায্য ছাড়া নিজেই সম্পূর্ণরূপে উচ্চারিত হয় এবং যাকে আশ্রয় করে অন্য ধ্বনির সৃজন হয় তাকে বলে -
Ο ক) স্বরধ্বনি
Ο খ) ব্যঞ্জনধ্বনি
Ο গ) যৌগিক ধ্বনি
Ο ঘ) মৌলিক ধ্বনি
সঠিক উত্তর: (ক)
১৪. বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা, অর্ধমাত্রা ও মাত্রাহীন বর্ণের সংখ্যা যথাক্রমে -
Ο ক) ৩৩, ৮, ১০
Ο খ) ৩২, ৭, ১১
Ο গ) ৩০, ৮, ১২
Ο ঘ) ৩২, ৭, ৯
সঠিক উত্তর: (ক)
১৫. ‘পদ্ম’ এর শুদ্ধ উচ্চারণ হলো -
Ο ক) পদদঁ
Ο খ) পোদদো
Ο গ) পদদোঁ
Ο ঘ) পদদুঁ
সঠিক উত্তর: (গ)
১৬. ধ্বনি তৈরিতে সহায়তা করে কোনটি?
Ο ক) স্বরতন্ত্রী
Ο খ) গলনালি
Ο গ) তালু
Ο ঘ) বাগযন্ত্র
সঠিক উত্তর: (ঘ)
১৭. ‘ম’ অনুচ্চারিত থাকে কোন শব্দে -
Ο ক) স্মার্ট
Ο খ) স্মৃতি
Ο গ) স্মিত
Ο ঘ) স্মাইল
সঠিক উত্তর: (খ)
১৮. ‘শ্মশান’ এর শুদ্ধ উচ্চারণ কোনটি?
Ο ক) শঁশান্
Ο খ) শসান্
Ο গ) শোশান্
Ο ঘ) শোসান্
সঠিক উত্তর: (ক)
১৯. ‘দ্বিত’ এর শুদ্ধ উচ্চারণ কোনটি?
Ο ক) দিততো
Ο খ) দিততোঁ
Ο গ) দিতত
Ο ঘ) দিততঁ
সঠিক উত্তর: (ক)
২০. ‘অ, ই, উ, ঋ’ - কোন ধরনের স্বরধ্বনি?
Ο ক) দীর্ঘ স্বরধ্বনি
Ο খ) হ্রস্ব স্বরধ্বনি
Ο গ) যৌগিক স্বরধ্বনি
Ο ঘ) মৌলিক স্বরধ্বনি
সঠিক উত্তর: (খ)
২১. ‘মৃন্ময়’ এর সঠিক উচ্চারণ হবে -
Ο ক) মৃনময়
Ο খ) মৃনমোয়
Ο গ) মৃনময়্
Ο ঘ) মৃনমোয়্
সঠিক উত্তর: (ক)
২২. মৌলিক স্বরধ্বনি কোনটি?
Ο ক) উ
Ο খ) ঊ
Ο গ) ঐ
Ο ঘ) ঔ
সঠিক উত্তর: (ক)
২৩. ধ্বনি এককের জন্য প্রত্যেক ভাষায় যে প্রতীক চিহ্ন ব্যবহার করা হয় তাকে কী বলা হয়?
Ο ক) বর্ণ
Ο খ) শব্দ
Ο গ) পদ
Ο ঘ) ধ্বনি
সঠিক উত্তর: (ক)
২৪. ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলে?
Ο ক) কার
Ο খ) ফলা
Ο গ) হলন্ত বর্ণ
Ο ঘ) সংবৃত
সঠিক উত্তর: (খ)
২৫. ‘ঙ’ - এর উচ্চারণ স্থানের নাম কী?
Ο ক) তালু
Ο খ) ওষ্ঠ
Ο গ) মূর্ধা
Ο ঘ) কন্ঠ্য
সঠিক উত্তর: (ঘ)
২৬. ক খ গ ঘ ঙ - এর উচ্চারণ স্থান হলো -
Ο ক) অগ্রতালু
Ο খ) জিহ্বামূল
Ο গ) পশ্চাৎ দন্তমূল
Ο ঘ) অগ্র দন্তমূল
সঠিক উত্তর: (খ)
২৭. ‘প’ বর্গীয় ধ্বনিগুলোর উচ্চারণ স্থান অনুযায়ী নাম কী?
Ο ক) কন্ঠ্য ধ্বনি
Ο খ) তালব্য ধ্বনি
Ο গ) মূর্ধন্য ধ্বনি
Ο ঘ) ওষ্ঠ্য ধ্বনি
সঠিক উত্তর: (ঘ)
২৮. র-ফলা কোথায় যুক্ত হয়?
Ο ক) বর্ণের উপরে
Ο খ) বর্ণের নিচে
Ο গ) বর্ণের পাশে
Ο ঘ) বর্ণের আগে
সঠিক উত্তর: (খ)
২৯. ব্যঞ্জনধ্বনির লিখিত রূপ বা প্রতীককে কী বলে?
Ο ক) ব্যঞ্জনস্বর
Ο খ) ব্যঞ্জনরব
Ο গ) ব্যঞ্জনবর্ণ
Ο ঘ) স্বরবর্ণ
সঠিক উত্তর: (গ)
৩০. ধ্বনি নির্দেশক চিহ্নকে কী বলে?
Ο ক) শব্দ
Ο খ) বর্ণ
Ο গ) বাক্য
Ο ঘ) পদ
সঠিক উত্তর: (খ)
৩১. উচ্চারণ স্থান অনুযায়ী কোনগুলো তালব্য বর্ণ?
Ο ক) ক, খ, গ
Ο খ) চ, ছ, ঝ
Ο গ) ট, ঠ, ড
Ο ঘ) প, ফ, ব
সঠিক উত্তর: (খ)
৩২. গঠন বিচারে স্বরধ্বনিকে কয়ভাগে ভাগ করা যায়?
Ο ক) দুইভাগে
Ο খ) তিনভাগে
Ο গ) চারভাগে
Ο ঘ) পাঁচভাগে
সঠিক উত্তর: (ক)
৩৩. মানুষের মনের ভাব প্রকাশের জন্য বাক-প্রত্যঙ্গের সাহায্যে উচ্চারিত আওয়াজকে বলে -
Ο ক) ভাষা
Ο খ) ধ্বনি
Ο গ) শব্দ
Ο ঘ) বাক্য
সঠিক উত্তর: (খ)
৩৪. বাংলা বর্ণামালায় স্বরবর্ণের লিখিত রূপ কতটি?
Ο ক) ১টি
Ο খ) ২টি
Ο গ) ৩টি
Ο ঘ) ৪টি
সঠিক উত্তর: (খ)
৩৫. বাংলা বর্ণমালায় ব্যঞ্জনবর্ণের সংখ্যা কতটি?
Ο ক) ১১টি
Ο খ) ১৩টি
Ο গ) ৩৯টি
Ο ঘ) ৪৯টি
সঠিক উত্তর: (গ)
বাংলা ২য় পত্র অধ্যায় -২: ধ্বনি ও বর্ণ (৩৫-১০০)
Tags
JSC Bangla2nd