ওয়েব স্কুল বিডি : শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের জে.এস.সি বাংলা ২য় পত্র অধ্যায় - ৮: বানান (Spelling)' থেকে (১-১৭) টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো -
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
জে.এস.সি বাংলা ২য় পত্র অধ্যায় - ৮: বানান (Spelling)
১. কোন বানানটি সঠিক?
Ο ক) পত্নি
Ο খ) সারণি
Ο গ) হরিণি
Ο ঘ) সুন্নী
সঠিক উত্তর: (খ)
২. কোন বানানটি ভুল?
Ο ক) কৃপণ
Ο খ) দুর্ণাম
Ο গ) অগ্রহায়ণ
Ο ঘ) নির্বাণ
সঠিক উত্তর: (খ)
৩. অভিধানসিদ্ধ হলে পদমধ্যস্থ বিসর্গ (ঃ) বর্জনীয়! এই নিয়মের আলোকে শুদ্ধ বানান হলো -
Ο ক) নিস্পৃহ
Ο খ) পুনপুন
Ο গ) স্বতস্ফূর্ত
Ο ঘ) দুসহ
সঠিক উত্তর: (ক)
৪. ভাষা ও জাতির নামের শেষে -
Ο ক) ই-কার হবে
Ο খ) ঈ-কার হবে
Ο গ) ও-কার হবে
Ο ঘ) এ-কার হবে
সঠিক উত্তর: (ক)
৫. নিচের কোন বানানটি শুদ্ধ?
Ο ক) প্রনব
Ο খ) পরাহ্ন
Ο গ) ব্যান্ড
Ο ঘ) পরিনয়
সঠিক উত্তর: (গ)
৬. যুক্তব্যঞ্জনের ক্ষেত্রে ত-বর্গের পূর্বে সকল শব্দে দন্ত্য-ন হয় - এই নিয়মের আলোকে সঠিক বানান কোনটি?
Ο ক) অন্তরঙ্গ
Ο খ) মন্ত্রি
Ο গ) অনিন্দ
Ο ঘ) পরান্ন
সঠিক উত্তর: (ক)
৭. বাংলাদেশে কোন বানান রীতি মান্য করা হয়?
Ο ক) বাংলা একাডেমীর বানানরীতি
Ο খ) এনসিটিবির বানানরীতি
Ο গ) বিশ্বভারতীয় বানানরীতি
Ο ঘ) কলকাতা বিশ্ববিদ্যালয়ের বানানরীতি
সঠিক উত্তর: (ক)
৮. নিচের কোন বানানটি সঠিক?
Ο ক) আশীস
Ο খ) দুর্নীতি
Ο গ) কিশোরি
Ο ঘ) মুমূর্ষূ
সঠিক উত্তর: (ঘ)
৯. নিচের কোন বানান গুচ্ছটি সঠিক?
Ο ক) উপদেষ্টা, ইস্তফা, বৃশ্চিক
Ο খ) উচ্ছিস্ট, কাস্তে, আড়স্ট
Ο গ) চেষ্টা, স্থান, ভূমিষ্ট
Ο ঘ) অনিস্ট, কস্তুরি, স্বাস্থ্য
সঠিক উত্তর: (ক)
১০. তৎসম ও অতৎসম শব্দে যুক্তব্যঞ্জনের ক্ষেত্রে চ-বর্গের পূর্বে কোন বর্ণটি বসে?
Ο ক) ষ
Ο খ) শ
Ο গ) স
Ο ঘ) ণ
সঠিক উত্তর: (খ)
১১. ‘জানুয়ারি’ বানানে হ্রস্ব-ই কার হবার কারণ কী?
Ο ক) মাসের নাম বলে
Ο খ) বছরের প্রথম মাস বলে
Ο গ) বিদেশি শব্দ বলে
Ο ঘ) স্বাভাবিক নিয়মের কারণে
সঠিক উত্তর: (গ)
১২. কোন বানানটি সঠিক?
Ο ক) প্রধানত
Ο খ) প্রধানতঃ
Ο গ) পুনপুন
Ο ঘ) পুনপুনঃ
সঠিক উত্তর: (ক)
১৩. কোনটি তৎসম শব্দ?
Ο ক) আমিন
Ο খ) ডিগ্রি
Ο গ) দাবি
Ο ঘ) িআবির
সঠিক উত্তর: (ঘ)
১৪. কোন বানানটি সঠিক?
Ο ক) যুবতী
Ο খ) মেয়েলী
Ο গ) বিদুষি
Ο ঘ) চাকুরী
সঠিক উত্তর: (ক)
১৫. যেসব তৎসম শব্দের উচ্চারণে হ্রস্ব ও দীর্ঘ উভয় স্বর অবিধান সিদ্ধ, সেসব শব্দের বানানে হবে -
Ο ক) দীর্ঘ স্বর
Ο খ) হ্রস্ব স্বর
Ο গ) উভয় স্বর
Ο ঘ) কোনটাই না
সঠিক উত্তর: (খ)
১৬. নিচের কোন বানানটি সঠিক?
Ο ক) কোরাণ
Ο খ) গ্রীণ
Ο গ) লণ্ঠন
Ο ঘ) লন্ঠন
সঠিক উত্তর: (ঘ)
১৭. বিশেষবাচক ‘আলি’ প্রত্যয়যুক্ত শব্দে হবে -
Ο ক) ই-কার
Ο খ) ঈ-কার
Ο গ) ও-কার
Ο ঘ) উ-কার
সঠিক উত্তর: (ক)
জে.এস.সি বাংলা ২য় পত্র অধ্যায় - ৮: বানান (৩৫-১০০)
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
জে.এস.সি বাংলা ২য় পত্র অধ্যায় - ৮: বানান (Spelling)
১. কোন বানানটি সঠিক?
Ο ক) পত্নি
Ο খ) সারণি
Ο গ) হরিণি
Ο ঘ) সুন্নী
সঠিক উত্তর: (খ)
২. কোন বানানটি ভুল?
Ο ক) কৃপণ
Ο খ) দুর্ণাম
Ο গ) অগ্রহায়ণ
Ο ঘ) নির্বাণ
সঠিক উত্তর: (খ)
৩. অভিধানসিদ্ধ হলে পদমধ্যস্থ বিসর্গ (ঃ) বর্জনীয়! এই নিয়মের আলোকে শুদ্ধ বানান হলো -
Ο ক) নিস্পৃহ
Ο খ) পুনপুন
Ο গ) স্বতস্ফূর্ত
Ο ঘ) দুসহ
সঠিক উত্তর: (ক)
৪. ভাষা ও জাতির নামের শেষে -
Ο ক) ই-কার হবে
Ο খ) ঈ-কার হবে
Ο গ) ও-কার হবে
Ο ঘ) এ-কার হবে
সঠিক উত্তর: (ক)
৫. নিচের কোন বানানটি শুদ্ধ?
Ο ক) প্রনব
Ο খ) পরাহ্ন
Ο গ) ব্যান্ড
Ο ঘ) পরিনয়
সঠিক উত্তর: (গ)
৬. যুক্তব্যঞ্জনের ক্ষেত্রে ত-বর্গের পূর্বে সকল শব্দে দন্ত্য-ন হয় - এই নিয়মের আলোকে সঠিক বানান কোনটি?
Ο ক) অন্তরঙ্গ
Ο খ) মন্ত্রি
Ο গ) অনিন্দ
Ο ঘ) পরান্ন
সঠিক উত্তর: (ক)
৭. বাংলাদেশে কোন বানান রীতি মান্য করা হয়?
Ο ক) বাংলা একাডেমীর বানানরীতি
Ο খ) এনসিটিবির বানানরীতি
Ο গ) বিশ্বভারতীয় বানানরীতি
Ο ঘ) কলকাতা বিশ্ববিদ্যালয়ের বানানরীতি
সঠিক উত্তর: (ক)
৮. নিচের কোন বানানটি সঠিক?
Ο ক) আশীস
Ο খ) দুর্নীতি
Ο গ) কিশোরি
Ο ঘ) মুমূর্ষূ
সঠিক উত্তর: (ঘ)
৯. নিচের কোন বানান গুচ্ছটি সঠিক?
Ο ক) উপদেষ্টা, ইস্তফা, বৃশ্চিক
Ο খ) উচ্ছিস্ট, কাস্তে, আড়স্ট
Ο গ) চেষ্টা, স্থান, ভূমিষ্ট
Ο ঘ) অনিস্ট, কস্তুরি, স্বাস্থ্য
সঠিক উত্তর: (ক)
১০. তৎসম ও অতৎসম শব্দে যুক্তব্যঞ্জনের ক্ষেত্রে চ-বর্গের পূর্বে কোন বর্ণটি বসে?
Ο ক) ষ
Ο খ) শ
Ο গ) স
Ο ঘ) ণ
সঠিক উত্তর: (খ)
১১. ‘জানুয়ারি’ বানানে হ্রস্ব-ই কার হবার কারণ কী?
Ο ক) মাসের নাম বলে
Ο খ) বছরের প্রথম মাস বলে
Ο গ) বিদেশি শব্দ বলে
Ο ঘ) স্বাভাবিক নিয়মের কারণে
সঠিক উত্তর: (গ)
১২. কোন বানানটি সঠিক?
Ο ক) প্রধানত
Ο খ) প্রধানতঃ
Ο গ) পুনপুন
Ο ঘ) পুনপুনঃ
সঠিক উত্তর: (ক)
১৩. কোনটি তৎসম শব্দ?
Ο ক) আমিন
Ο খ) ডিগ্রি
Ο গ) দাবি
Ο ঘ) িআবির
সঠিক উত্তর: (ঘ)
১৪. কোন বানানটি সঠিক?
Ο ক) যুবতী
Ο খ) মেয়েলী
Ο গ) বিদুষি
Ο ঘ) চাকুরী
সঠিক উত্তর: (ক)
১৫. যেসব তৎসম শব্দের উচ্চারণে হ্রস্ব ও দীর্ঘ উভয় স্বর অবিধান সিদ্ধ, সেসব শব্দের বানানে হবে -
Ο ক) দীর্ঘ স্বর
Ο খ) হ্রস্ব স্বর
Ο গ) উভয় স্বর
Ο ঘ) কোনটাই না
সঠিক উত্তর: (খ)
১৬. নিচের কোন বানানটি সঠিক?
Ο ক) কোরাণ
Ο খ) গ্রীণ
Ο গ) লণ্ঠন
Ο ঘ) লন্ঠন
সঠিক উত্তর: (ঘ)
১৭. বিশেষবাচক ‘আলি’ প্রত্যয়যুক্ত শব্দে হবে -
Ο ক) ই-কার
Ο খ) ঈ-কার
Ο গ) ও-কার
Ο ঘ) উ-কার
সঠিক উত্তর: (ক)
জে.এস.সি বাংলা ২য় পত্র অধ্যায় - ৮: বানান (৩৫-১০০)
Tags
JSC Bangla2nd