ওয়েব স্কুল বিডি : শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের জে.এস.সি বাংলা ২য় পত্র অধ্যায় - ৭: বিরামচিহ্ন (Punctuation mark)' থেকে (১-৩০) টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো -
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
জে.এস.সি বাংলা ২য় পত্র অধ্যায় - ৭: বিরামচিহ্ন (Punctuation mark)
১. মা বললেন, “অঙ্ক করতে বসো।” বাক্যে কী কী বিরাম চিহ্ন ব্যবহৃত হয়েছে?
Ο ক) কমা, দাঁড়ি, ইলেক
Ο খ) কমা, উদ্ধরণচিহ্ন, দাঁড়ি
Ο গ) উদ্ধৃতিচিহ্ন, সেমিকোলন, ড্যাস
Ο ঘ) কমা, দাঁড়ি, হাইফেন
সঠিক উত্তর: (খ)
২.
সমার্থক ও বিপরীতার্থক শব্দের মধ্যে কোনটি বসে?
Ο ক) কোলন
Ο খ) ড্যাস
Ο গ) কোলন-ড্যাস
Ο ঘ) হাইফেন
সঠিক উত্তর: (খ)
৩. ড্যাস চিহ্নের জন্য কতক্ষণ থামতে হয়?
Ο ক) ১ সেকেন্ড
Ο খ) ১ বলার দ্বিগুণ সময়
Ο গ) ১ বলার সময়
Ο ঘ) ২ সেকেন্ড
সঠিক উত্তর: (ক)
৪. বন্ধনী চিহ্ন সাহিত্যে কী অর্থে ব্যবহৃত হয়?
Ο ক) ধাতু বোঝাতে
Ο খ) অর্থমূলক
Ο গ) ব্যাখ্যামূলক
Ο ঘ) উৎপন্ন বোঝাতে
সঠিক উত্তর: (গ)
৫. যেসব বাক্যে বিস্ময়, ভয়, আনন্দ, দুঃখ, ঘৃনা, আবেগ ইত্যাদি ভাব প্রকাশ পায় সেসব বাক্যের শেষে কী বসে?
Ο ক) দাঁড়ি
Ο খ) কমা
Ο গ) বিস্ময়
Ο ঘ) কোলন
সঠিক উত্তর: (গ)
৬. দুটো শব্দের সংযোগ বোঝাতে কোন চিহ্ন বসে?
Ο ক) কোলন
Ο খ) সেমিকোলন
Ο গ) হাইফেন
Ο ঘ) ইলেক
সঠিক উত্তর: (গ)
৭. কোন যদি চিহ্নে ‘এক সেকেন্ড’ থামতে হয়?
Ο ক) কোলন
Ο খ) হাইফেন
Ο গ) কমা
Ο ঘ) সেমিকোলন
সঠিক উত্তর: (ক)
৮. উদাহরণ বা দৃষ্টান্ত বোঝাতে কোন বিরামচিহ্ন ব্যবহৃত হয়?
Ο ক) কমা
Ο খ) সেমিকোলন
Ο গ) কোলন
Ο ঘ) কোলন ড্যাস
সঠিক উত্তর: (গ)
৯. বাক্যের শেষে কতটি বিরামচিহ্ন ব্যবহৃত হতে পারে?
Ο ক) দুটি
Ο খ) তিনটি
Ο গ) চারটি
Ο ঘ) পাঁচটি
সঠিক উত্তর: (খ)
১০. কোন যতি চিহ্নের জন্য সবচেয়ে বেশি সময় থামতে হয়?
Ο ক) কমা
Ο খ) সেমিকোলন
Ο গ) দাঁড়ি
Ο ঘ) উদ্ধরণচিহ্ন
সঠিক উত্তর: (গ)
১১. বাংলা ভাষায় যতি বা ছেদ চিহ্ন কয়টি?
Ο ক) ৯টি
Ο খ) ১০টি
Ο গ) ১১টি
Ο ঘ) ১৩টি
সঠিক উত্তর: (খ)
১২. যৌগিক ও মিশ্রবাক্যে পৃথক ভাবাপন্ন দুই বা তার বেশি বাক্যের সমন্বয় বা সংযোগ বোঝাতে কোন চিহ্ন ব্যবহৃত হয়?
Ο ক) কোলন
Ο খ) সেমিকোলন
Ο গ) ড্যাস
Ο ঘ) হাইফেন
সঠিক উত্তর: (গ)
১৩. প্রশ্ন চিহ্নের জন্য কতক্ষণ থামতে হয়?
Ο ক) ১ সেকেন্ড
Ο খ) ১ বলার সময়
Ο গ) ১ বলার দ্বিগুণ সময়
Ο ঘ) থামার প্রয়োজন নেই
সঠিক উত্তর: (ক)
১৪. কোন বাক্যটিতে কোলন চিহ্নের সঠিক প্রয়োগ ঘটেছে?
Ο ক) ব্যাখ্যা করঃ
Ο খ) তার নাম শিশিরঃ
Ο গ) কাল স্কুলে যাব নাঃ
Ο ঘ) আমি বাড়িতে গিয়েঃ
সঠিক উত্তর: (ক)
১৫. কোলন চিহ্ন ব্যবহৃত হয় -
Ο ক) নাটকের সংলাপের আগে
Ο খ) দুটো শব্দের সংযোগ বোঝাতে
Ο গ) বাক্যে সম্বোধনের পর
Ο ঘ) বাক্যের অর্থ স্পষ্ট করার জন্য
সঠিক উত্তর: (ক)
১৬. বাক্যে কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে কী বসে?
Ο ক) সেমিকোলন
Ο খ) কোলন
Ο গ) ড্যাস
Ο ঘ) হাইফেন
সঠিক উত্তর: (ক)
১৭. কথাটা বলা সহজ করা কঠিন - বিরামচিহ্ন বসাও -
Ο ক) কথাটা বলা সহজ, করা কঠিন;
Ο খ) কথাটা বলা সহজ; করা কঠিন।
Ο গ) কথাটা বলা সহজ। করা কঠিন।
Ο ঘ) কথাটা বলা সহজ? করা কঠিন।
সঠিক উত্তর: (খ)
১৮. হাইফেন চিহ্ন বসে -
Ο ক) দুই বা ততোধিক শব্দের মাঝে
Ο খ) ভাব প্রকাশক বাক্যের শেষে
Ο গ) দুই বা ততোধিক শব্দের প্রথমে
Ο ঘ) দুটি বাক্যের সংযোগ স্থলে
সঠিক উত্তর: (ক)
১৯. বাড়ি বা রাস্তার নম্বরের পাশে কোন চিহ্ন বসে?
Ο ক) হাইফেন
Ο খ) কমা
Ο গ) দাঁড়ি
Ο ঘ) লোপচিহ্ন
সঠিক উত্তর: (খ)
২০. লেখার সময় বাক্যের মধ্যে বিরতি দেখানোর জন্য যেসব চিহ্নের ব্যবহার করা হয়, সেগুলোকে কী চিহ্ন বলে?
Ο ক) দাঁড়ি
Ο খ) হাইফেন
Ο গ) ছেদ
Ο ঘ) উদ্ধরণ
সঠিক উত্তর: (গ)
২১. এক জাতীয় একাধিক পদ পর পর থাকলে পদগুলোর পরে কী বসে?
Ο ক) হাইফেন
Ο খ) ড্যাস
Ο গ) কমা
Ο ঘ) কোলন
সঠিক উত্তর: (গ)
২২. কোথায় কোলন বসে?
Ο ক) সম্বোধনের পরে
Ο খ) যৌগিক বাক্যে
Ο গ) উদ্ধৃতির পূর্বে/উদাহরণ দিতে গেলে
Ο ঘ) বিস্ময় প্রকাশে
সঠিক উত্তর: (গ)
২৩. কোথায় সেমিকোলন বসে?
Ο ক) সম্বোধনের পরে
Ο খ) যৌগিক বাক্যে
Ο গ) খন্ড বাক্যে
Ο ঘ) বিস্ময় প্রকাশে
সঠিক উত্তর: (গ)
২৪. কোলন এর বাংলা প্রতিশব্দ কী?
Ο ক) পাদচ্ছেদ
Ο খ) দৃষ্টান্তচ্ছেদ
Ο গ) বিন্দু
Ο ঘ) ইলেক চিহ্ন
সঠিক উত্তর: (খ)
২৫. বাক্যে সামান্য বিরতির জন্য কী ব্যবহার করা হয়?
Ο ক) হাইফেন
Ο খ) কমা
Ο গ) কোলন
Ο ঘ) দাঁড়ি
সঠিক উত্তর: (খ)
২৬. তারিখ লিখতে বার ও মাসের পর কোন চিহ্ন বসে?
Ο ক) দাঁড়ি
Ο খ) ইলেক
Ο গ) সেমিকোলন
Ο ঘ) কমা
সঠিক উত্তর: (ঘ)
২৭. বিভক্তি চিহ্নের বদলে কোন চিহ্ন বসে?
Ο ক) কমা
Ο খ) ড্যাস
Ο গ) হাইফেন
Ο ঘ) সেমিকোলন
সঠিক উত্তর: (গ)
২৮. একই ধরনের শব্দ ব্যবহারের ক্ষেত্রে কোন বিরাম চিহ্ন বসাতে হয়?
Ο ক) ড্যাস
Ο খ) হাইফেন
Ο গ) কমা
Ο ঘ) কোলন
সঠিক উত্তর: (খ)
২৯. উক্তি-প্রত্যুক্তি বোঝাতে কোনটি বসে?
Ο ক) কমা
Ο খ) হাইফেন
Ο গ) ড্যাস
Ο ঘ) সেমিকোলন
সঠিক উত্তর: (খ)
৩০. বাক্যে কোন যতিচিহ্নের প্রয়োগে থামার প্রয়োজন নেই?
Ο ক) কমা
Ο খ) হাইফেন
Ο গ) উদ্ধরণচিহ্ন
Ο ঘ) কোলন
সঠিক উত্তর: (খ)
জে.এস.সি বাংলা ২য় পত্র অধ্যায় - ৭: বিরামচিহ্ন (৩০-১০০)
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
জে.এস.সি বাংলা ২য় পত্র অধ্যায় - ৭: বিরামচিহ্ন (Punctuation mark)
১. মা বললেন, “অঙ্ক করতে বসো।” বাক্যে কী কী বিরাম চিহ্ন ব্যবহৃত হয়েছে?
Ο ক) কমা, দাঁড়ি, ইলেক
Ο খ) কমা, উদ্ধরণচিহ্ন, দাঁড়ি
Ο গ) উদ্ধৃতিচিহ্ন, সেমিকোলন, ড্যাস
Ο ঘ) কমা, দাঁড়ি, হাইফেন
সঠিক উত্তর: (খ)
Ο ক) কোলন
Ο খ) ড্যাস
Ο গ) কোলন-ড্যাস
Ο ঘ) হাইফেন
সঠিক উত্তর: (খ)
৩. ড্যাস চিহ্নের জন্য কতক্ষণ থামতে হয়?
Ο ক) ১ সেকেন্ড
Ο খ) ১ বলার দ্বিগুণ সময়
Ο গ) ১ বলার সময়
Ο ঘ) ২ সেকেন্ড
সঠিক উত্তর: (ক)
৪. বন্ধনী চিহ্ন সাহিত্যে কী অর্থে ব্যবহৃত হয়?
Ο ক) ধাতু বোঝাতে
Ο খ) অর্থমূলক
Ο গ) ব্যাখ্যামূলক
Ο ঘ) উৎপন্ন বোঝাতে
সঠিক উত্তর: (গ)
৫. যেসব বাক্যে বিস্ময়, ভয়, আনন্দ, দুঃখ, ঘৃনা, আবেগ ইত্যাদি ভাব প্রকাশ পায় সেসব বাক্যের শেষে কী বসে?
Ο ক) দাঁড়ি
Ο খ) কমা
Ο গ) বিস্ময়
Ο ঘ) কোলন
সঠিক উত্তর: (গ)
৬. দুটো শব্দের সংযোগ বোঝাতে কোন চিহ্ন বসে?
Ο ক) কোলন
Ο খ) সেমিকোলন
Ο গ) হাইফেন
Ο ঘ) ইলেক
সঠিক উত্তর: (গ)
৭. কোন যদি চিহ্নে ‘এক সেকেন্ড’ থামতে হয়?
Ο ক) কোলন
Ο খ) হাইফেন
Ο গ) কমা
Ο ঘ) সেমিকোলন
সঠিক উত্তর: (ক)
৮. উদাহরণ বা দৃষ্টান্ত বোঝাতে কোন বিরামচিহ্ন ব্যবহৃত হয়?
Ο ক) কমা
Ο খ) সেমিকোলন
Ο গ) কোলন
Ο ঘ) কোলন ড্যাস
সঠিক উত্তর: (গ)
৯. বাক্যের শেষে কতটি বিরামচিহ্ন ব্যবহৃত হতে পারে?
Ο ক) দুটি
Ο খ) তিনটি
Ο গ) চারটি
Ο ঘ) পাঁচটি
সঠিক উত্তর: (খ)
১০. কোন যতি চিহ্নের জন্য সবচেয়ে বেশি সময় থামতে হয়?
Ο ক) কমা
Ο খ) সেমিকোলন
Ο গ) দাঁড়ি
Ο ঘ) উদ্ধরণচিহ্ন
সঠিক উত্তর: (গ)
১১. বাংলা ভাষায় যতি বা ছেদ চিহ্ন কয়টি?
Ο ক) ৯টি
Ο খ) ১০টি
Ο গ) ১১টি
Ο ঘ) ১৩টি
সঠিক উত্তর: (খ)
১২. যৌগিক ও মিশ্রবাক্যে পৃথক ভাবাপন্ন দুই বা তার বেশি বাক্যের সমন্বয় বা সংযোগ বোঝাতে কোন চিহ্ন ব্যবহৃত হয়?
Ο ক) কোলন
Ο খ) সেমিকোলন
Ο গ) ড্যাস
Ο ঘ) হাইফেন
সঠিক উত্তর: (গ)
১৩. প্রশ্ন চিহ্নের জন্য কতক্ষণ থামতে হয়?
Ο ক) ১ সেকেন্ড
Ο খ) ১ বলার সময়
Ο গ) ১ বলার দ্বিগুণ সময়
Ο ঘ) থামার প্রয়োজন নেই
সঠিক উত্তর: (ক)
১৪. কোন বাক্যটিতে কোলন চিহ্নের সঠিক প্রয়োগ ঘটেছে?
Ο ক) ব্যাখ্যা করঃ
Ο খ) তার নাম শিশিরঃ
Ο গ) কাল স্কুলে যাব নাঃ
Ο ঘ) আমি বাড়িতে গিয়েঃ
সঠিক উত্তর: (ক)
১৫. কোলন চিহ্ন ব্যবহৃত হয় -
Ο ক) নাটকের সংলাপের আগে
Ο খ) দুটো শব্দের সংযোগ বোঝাতে
Ο গ) বাক্যে সম্বোধনের পর
Ο ঘ) বাক্যের অর্থ স্পষ্ট করার জন্য
সঠিক উত্তর: (ক)
১৬. বাক্যে কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে কী বসে?
Ο ক) সেমিকোলন
Ο খ) কোলন
Ο গ) ড্যাস
Ο ঘ) হাইফেন
সঠিক উত্তর: (ক)
১৭. কথাটা বলা সহজ করা কঠিন - বিরামচিহ্ন বসাও -
Ο ক) কথাটা বলা সহজ, করা কঠিন;
Ο খ) কথাটা বলা সহজ; করা কঠিন।
Ο গ) কথাটা বলা সহজ। করা কঠিন।
Ο ঘ) কথাটা বলা সহজ? করা কঠিন।
সঠিক উত্তর: (খ)
১৮. হাইফেন চিহ্ন বসে -
Ο ক) দুই বা ততোধিক শব্দের মাঝে
Ο খ) ভাব প্রকাশক বাক্যের শেষে
Ο গ) দুই বা ততোধিক শব্দের প্রথমে
Ο ঘ) দুটি বাক্যের সংযোগ স্থলে
সঠিক উত্তর: (ক)
১৯. বাড়ি বা রাস্তার নম্বরের পাশে কোন চিহ্ন বসে?
Ο ক) হাইফেন
Ο খ) কমা
Ο গ) দাঁড়ি
Ο ঘ) লোপচিহ্ন
সঠিক উত্তর: (খ)
২০. লেখার সময় বাক্যের মধ্যে বিরতি দেখানোর জন্য যেসব চিহ্নের ব্যবহার করা হয়, সেগুলোকে কী চিহ্ন বলে?
Ο ক) দাঁড়ি
Ο খ) হাইফেন
Ο গ) ছেদ
Ο ঘ) উদ্ধরণ
সঠিক উত্তর: (গ)
২১. এক জাতীয় একাধিক পদ পর পর থাকলে পদগুলোর পরে কী বসে?
Ο ক) হাইফেন
Ο খ) ড্যাস
Ο গ) কমা
Ο ঘ) কোলন
সঠিক উত্তর: (গ)
২২. কোথায় কোলন বসে?
Ο ক) সম্বোধনের পরে
Ο খ) যৌগিক বাক্যে
Ο গ) উদ্ধৃতির পূর্বে/উদাহরণ দিতে গেলে
Ο ঘ) বিস্ময় প্রকাশে
সঠিক উত্তর: (গ)
২৩. কোথায় সেমিকোলন বসে?
Ο ক) সম্বোধনের পরে
Ο খ) যৌগিক বাক্যে
Ο গ) খন্ড বাক্যে
Ο ঘ) বিস্ময় প্রকাশে
সঠিক উত্তর: (গ)
২৪. কোলন এর বাংলা প্রতিশব্দ কী?
Ο ক) পাদচ্ছেদ
Ο খ) দৃষ্টান্তচ্ছেদ
Ο গ) বিন্দু
Ο ঘ) ইলেক চিহ্ন
সঠিক উত্তর: (খ)
২৫. বাক্যে সামান্য বিরতির জন্য কী ব্যবহার করা হয়?
Ο ক) হাইফেন
Ο খ) কমা
Ο গ) কোলন
Ο ঘ) দাঁড়ি
সঠিক উত্তর: (খ)
২৬. তারিখ লিখতে বার ও মাসের পর কোন চিহ্ন বসে?
Ο ক) দাঁড়ি
Ο খ) ইলেক
Ο গ) সেমিকোলন
Ο ঘ) কমা
সঠিক উত্তর: (ঘ)
২৭. বিভক্তি চিহ্নের বদলে কোন চিহ্ন বসে?
Ο ক) কমা
Ο খ) ড্যাস
Ο গ) হাইফেন
Ο ঘ) সেমিকোলন
সঠিক উত্তর: (গ)
২৮. একই ধরনের শব্দ ব্যবহারের ক্ষেত্রে কোন বিরাম চিহ্ন বসাতে হয়?
Ο ক) ড্যাস
Ο খ) হাইফেন
Ο গ) কমা
Ο ঘ) কোলন
সঠিক উত্তর: (খ)
২৯. উক্তি-প্রত্যুক্তি বোঝাতে কোনটি বসে?
Ο ক) কমা
Ο খ) হাইফেন
Ο গ) ড্যাস
Ο ঘ) সেমিকোলন
সঠিক উত্তর: (খ)
৩০. বাক্যে কোন যতিচিহ্নের প্রয়োগে থামার প্রয়োজন নেই?
Ο ক) কমা
Ο খ) হাইফেন
Ο গ) উদ্ধরণচিহ্ন
Ο ঘ) কোলন
সঠিক উত্তর: (খ)
জে.এস.সি বাংলা ২য় পত্র অধ্যায় - ৭: বিরামচিহ্ন (৩০-১০০)
Tags
JSC Bangla2nd