ওয়েব স্কুল বিডি : শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের জে.এস.সি বাংলা ২য় পত্র অধ্যায় - ৬: বাক্য
(Sentence)' থেকে (১-৩০) টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো -
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
জে.এস.সি বাংলা ২য় পত্র অধ্যায় - ৬: বাক্য (Sentence)
১. খন্ড বাক্য কত রকমের হয়?
Ο ক) দু রকম
Ο খ) তিন রকম
Ο গ) চার রকম
Ο ঘ) পাঁচ রকম
সঠিক উত্তর: (ক)
২.
‘বর্ষার রৌদ্র প্লাবনের সৃষ্টি করে’ - বাক্যটিতে কোন গুণের অভাব রয়েছে?
Ο ক) আকাঙ্ক্ষা
Ο খ) যোগ্যতা
Ο গ) আসত্তি
Ο ঘ) বস্তুনিষ্ঠতা
সঠিক উত্তর: (খ)
৩. বাক্যে উপমা-অলঙ্কার যথাযথভাবে ব্যবহার না করলে কোন গুণ নষ্ট হয়?
Ο ক) আকাঙ্ক্ষা
Ο খ) আসত্তি
Ο গ) যোগ্যতা
Ο ঘ) অর্থবাচকতা
সঠিক উত্তর: (গ)
৪. যদিও লোকটি ধনী, তবুও সে কৃপণ - বাক্যটির যৌগিক রূপ হবে -
Ο ক) যদিও লোকটি দনী কিন্তু সে কৃপণ
Ο খ) যেহেতু লোকটি ধনী সেহেতু সে কৃপণ
Ο গ) লোকটি ধনী কিন্তু কৃপণ
Ο ঘ) লোকটি ধনী হলেও কৃপণ
সঠিক উত্তর: (গ)
৫. ‘জগতে অসম্ভব বলে কিছু নেই’ - গঠন অনুসারে কোন বাক্য?
Ο ক) সরল বাক্য
Ο খ) জটিল বাক্য
Ο গ) যৌগিক বাক্য
Ο ঘ) মিশ্র বাক্য
সঠিক উত্তর: (ক)
৬. কর্তা ক্রিয়ার পরেও বসতে পারে - এর উদাহরণ কোনটি?
Ο ক) অথৈ গান গায়
Ο খ) মিলি আসে
Ο গ) সে যায়
Ο ঘ) সঙ্গে যাবে কে
সঠিক উত্তর: (ঘ)
৭. মনের কোনো ভাবের পূর্ণরূপ প্রকাশ পায় কিসে?
Ο ক) একটি বাক্যে
Ο খ) একটি পদে
Ο গ) একটি শব্দে
Ο ঘ) একটি ধ্বনিতে
সঠিক উত্তর: (ক)
৮. বাক্যের অর্থসংগতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাসকে কী বলে?
Ο ক) আকাঙ্ক্ষা
Ο খ) আসত্তি
Ο গ) যোগ্যতা
Ο ঘ) ইচ্ছা
সঠিক উত্তর: (খ)
৯. বিপদ ও দুঃখ এক সাথে আসে - এটি কোন ধরনের বাক্য?
Ο ক) সরল
Ο খ) জটিল
Ο গ) যৌগিক
Ο ঘ) মিশ্র
সঠিক উত্তর: (গ)
১০. কোনটি বাগধারার শব্দ পরিবর্তনজনিত ভুলের উদাহরণ?
Ο ক) ঘোড়ার ডিম
Ο খ) গৌরীসেনের টাকা
Ο গ) গোড়ায় গলদ
Ο ঘ) ঘোটকের ডিম্ব
সঠিক উত্তর: (ঘ)
১১. বাক্যের কয়টি অংশ?
Ο ক) দুটি
Ο খ) তিনটি
Ο গ) চারটি
Ο ঘ) পাঁচটি
সঠিক উত্তর: (ক)
১২. ‘ছাত্ররা পড়ছে’ - এ বাক্যের বিধেয় অংশ কোনটি?
Ο ক) ছাত্ররা
Ο খ) ছাত্ররা পড়ছে
Ο গ) পড়ছে
Ο ঘ) সব কটি
সঠিক উত্তর: (গ)
১৩. শিমুল মাঠে খেলতে গেল - এ বাক্যে উদ্দেশ্যপদ কোনটি?
Ο ক) শিমুল
Ο খ) মাঠে
Ο গ) খেলতে
Ο ঘ) গেল
সঠিক উত্তর: (ক)
১৪. বাক্যস্থিত পদসমূহের অন্তর্গত ও ভাবগত মিল বন্ধনের নাম কী?
Ο ক) আসত্তি
Ο খ) পূর্ণতা
Ο গ) যোগ্যতা
Ο ঘ) আকাঙ্ক্ষা
সঠিক উত্তর: (গ)
১৫. পিতা যখন আছে তখন পুতক্রে খোঁজ কেন - এটি কোন ধরনের বাক্য?
Ο ক) জটিল বাক্য
Ο খ) যৌগিক বাক্য
Ο গ) সরল বাক্য
Ο ঘ) নির্দেশক বাক্য
সঠিক উত্তর: (ক)
১৬. যিনি পরের উপকার করেন, তাঁকে সবাই শ্রদ্ধা করেন - কোন ধরনের বাক্য?
Ο ক) যৌগিক বাক্য
Ο খ) মিশ্র বাক্য
Ο গ) সরল বাক্য
Ο ঘ) বাহুল্যদুষ্ট বাক্য
সঠিক উত্তর: (খ)
১৭. অধীন খন্ডবাক্যের অপর নাম কী?
Ο ক) অপূর্ণ বা অপ্রধান খন্ডবাক্য
Ο খ) অপূর্ণ বা ক্ষীণ খন্ডবাক্য
Ο গ) পরাধীন বা আংশিক খন্ডবাক্য
Ο ঘ) স্বতন্ত্র বা একক খন্ডবাক্য
সঠিক উত্তর: (ক)
১৮. যে আশ্রিত খন্ডবাক্য ক্রিয়াপদের স্থান, কাল ও কারণ নির্দেশক অর্থে ব্যবহৃত হয়, তাকে কী বলে?
Ο ক) ক্রিয়া বিশেষণ স্থানীয় খন্ডবাক্য
Ο খ) যৌগিক বাক্য
Ο গ) মিশ্র বাক্য
Ο ঘ) জটিল বাক্য
সঠিক উত্তর: (ক)
১৯. ‘পানিতে বাঘ থাকে’ বাক্যটিতে কিসের অভাব রয়েছে?
Ο ক) আকাঙ্ক্ষার
Ο খ) যোগ্যতার
Ο গ) আসত্তির
Ο ঘ) নৈকট্যের
সঠিক উত্তর: (খ)
২০. নিচের কোন বাক্যটি বিশেষ্যস্থানীয় অধীন খন্ডবাক্য?
Ο ক) যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলোরে
Ο খ) যে পরিশ্রম করে, সে-ই সুখ লাভ করে
Ο গ) আমি বাড়ি গিয়ে দেখলাম, সবার খাওয়া শেষ
Ο ঘ) যিনি স্বশিক্ষিত তিনি শিক্ষিত
সঠিক উত্তর: (গ)
২১. কোনটি জটিল বাক্য?
Ο ক) মেঘ গর্জন করলে ময়ূর নৃত্যু করে
Ο খ) যদিও তার টাকা আছে তথাপি তিনি দান করেন না
Ο গ) আমি বহু কষ্ট করেছি ফলে শিক্ষা লাভ করেছি
Ο ঘ) সে কাল আসবে এবং আমি বাড়ি যাব
সঠিক উত্তর: (খ)
২২. আশ্রিত খন্ডবাক্য কত প্রকার?
Ο ক) তিন প্রকার
Ο খ) চার প্রকার
Ο গ) পাঁচ প্রকার
Ο ঘ) ছয় প্রকার
সঠিক উত্তর: (ক)
২৩. নিচের কোনটি যৌগিক বাক্যের উদাহরণ?
Ο ক) যে পরিশ্রম করে, সে-ই সুখ লাভ করে
Ο খ) যখন বিপদ আসে, তখন দুঃখও আসে
Ο গ) লোকটি ধনী কিন্তু কৃপণ
Ο ঘ) জগতে অসম্ভব বলে কিচু নেই
সঠিক উত্তর: (গ)
২৪. একটি সার্থক বাক্য গঠনে কী কী শর্ত থাকতে হয়?
Ο ক) আসত্তি, যোগ্যতা ও আকাঙ্ক্ষা
Ο খ) আকাঙ্ক্ষা ও আসত্তি, বাগবিধি ও যোগ্যতা
Ο গ) আসত্তি ও যোগ্যতা
Ο ঘ) আকাঙ্ক্ষা ও আসত্তি
সঠিক উত্তর: (ক)
২৫. বাক্য তৈরি হয় কী দিয়ে?
Ο ক) ধ্বনি দিয়ে
Ο খ) শব্দ দিয়ে
Ο গ) অক্ষর দিয়ে
Ο ঘ) বর্ণ দিয়ে
সঠিক উত্তর: (খ)
২৬. বিধেয়ের সম্প্রসারণে বিধেয়ের সঙ্গে কী যুক্ত হয়?
Ο ক) বিশেষ্য
Ο খ) অব্যয়
Ο গ) সর্বনাম
Ο ঘ) বিশেষণ
সঠিক উত্তর: (ঘ)
২৭. ‘আষাঢ়-শ্রাবণ দুই মাস বসন্তকাল’ - বাক্যটিতে কোন গুণের অভাব?
Ο ক) যোগ্যতা
Ο খ) আসত্তি
Ο গ) আকাঙ্ক্ষা
Ο ঘ) প্রাঞ্জলতা
সঠিক উত্তর: (ক)
২৮. যেসব পদের সাহায্যে মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় তাকে কী বলে?
Ο ক) পদ
Ο খ) শব্দ
Ο গ) বাক্য
Ο ঘ) বিভক্তি
সঠিক উত্তর: (গ)
২৯. যে বাক্যে একটি স্বাধীন বাক্য এবং এক বা একাধিক অধীন বাক্য পরস্পর সাপেক্ষভাবে ব্যবহৃত হয় তাকে বলে -
Ο ক) সরল বাক্য
Ο খ) জটিল বাক্য
Ο গ) যৌগিক বাক্য
Ο ঘ) বিস্ময় বাক্য
সঠিক উত্তর: (খ)
৩০. কর্তা ক্রিয়ার আগে বসে - এর উদাহরণ কোনটি?
Ο ক) আলম ডাকছে
Ο খ) পাতা খায় ছাগলে
Ο গ) গান গায় সুমি রায়
Ο ঘ) সঙ্গে যাবে কে
সঠিক উত্তর: (ক
জে.এস.সি বাংলা ২য় পত্র অধ্যায় - ৬: বাক্য (৩০-১০০)
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
জে.এস.সি বাংলা ২য় পত্র অধ্যায় - ৬: বাক্য (Sentence)
১. খন্ড বাক্য কত রকমের হয়?
Ο ক) দু রকম
Ο খ) তিন রকম
Ο গ) চার রকম
Ο ঘ) পাঁচ রকম
সঠিক উত্তর: (ক)
Ο ক) আকাঙ্ক্ষা
Ο খ) যোগ্যতা
Ο গ) আসত্তি
Ο ঘ) বস্তুনিষ্ঠতা
সঠিক উত্তর: (খ)
৩. বাক্যে উপমা-অলঙ্কার যথাযথভাবে ব্যবহার না করলে কোন গুণ নষ্ট হয়?
Ο ক) আকাঙ্ক্ষা
Ο খ) আসত্তি
Ο গ) যোগ্যতা
Ο ঘ) অর্থবাচকতা
সঠিক উত্তর: (গ)
৪. যদিও লোকটি ধনী, তবুও সে কৃপণ - বাক্যটির যৌগিক রূপ হবে -
Ο ক) যদিও লোকটি দনী কিন্তু সে কৃপণ
Ο খ) যেহেতু লোকটি ধনী সেহেতু সে কৃপণ
Ο গ) লোকটি ধনী কিন্তু কৃপণ
Ο ঘ) লোকটি ধনী হলেও কৃপণ
সঠিক উত্তর: (গ)
৫. ‘জগতে অসম্ভব বলে কিছু নেই’ - গঠন অনুসারে কোন বাক্য?
Ο ক) সরল বাক্য
Ο খ) জটিল বাক্য
Ο গ) যৌগিক বাক্য
Ο ঘ) মিশ্র বাক্য
সঠিক উত্তর: (ক)
৬. কর্তা ক্রিয়ার পরেও বসতে পারে - এর উদাহরণ কোনটি?
Ο ক) অথৈ গান গায়
Ο খ) মিলি আসে
Ο গ) সে যায়
Ο ঘ) সঙ্গে যাবে কে
সঠিক উত্তর: (ঘ)
৭. মনের কোনো ভাবের পূর্ণরূপ প্রকাশ পায় কিসে?
Ο ক) একটি বাক্যে
Ο খ) একটি পদে
Ο গ) একটি শব্দে
Ο ঘ) একটি ধ্বনিতে
সঠিক উত্তর: (ক)
৮. বাক্যের অর্থসংগতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাসকে কী বলে?
Ο ক) আকাঙ্ক্ষা
Ο খ) আসত্তি
Ο গ) যোগ্যতা
Ο ঘ) ইচ্ছা
সঠিক উত্তর: (খ)
৯. বিপদ ও দুঃখ এক সাথে আসে - এটি কোন ধরনের বাক্য?
Ο ক) সরল
Ο খ) জটিল
Ο গ) যৌগিক
Ο ঘ) মিশ্র
সঠিক উত্তর: (গ)
১০. কোনটি বাগধারার শব্দ পরিবর্তনজনিত ভুলের উদাহরণ?
Ο ক) ঘোড়ার ডিম
Ο খ) গৌরীসেনের টাকা
Ο গ) গোড়ায় গলদ
Ο ঘ) ঘোটকের ডিম্ব
সঠিক উত্তর: (ঘ)
১১. বাক্যের কয়টি অংশ?
Ο ক) দুটি
Ο খ) তিনটি
Ο গ) চারটি
Ο ঘ) পাঁচটি
সঠিক উত্তর: (ক)
১২. ‘ছাত্ররা পড়ছে’ - এ বাক্যের বিধেয় অংশ কোনটি?
Ο ক) ছাত্ররা
Ο খ) ছাত্ররা পড়ছে
Ο গ) পড়ছে
Ο ঘ) সব কটি
সঠিক উত্তর: (গ)
১৩. শিমুল মাঠে খেলতে গেল - এ বাক্যে উদ্দেশ্যপদ কোনটি?
Ο ক) শিমুল
Ο খ) মাঠে
Ο গ) খেলতে
Ο ঘ) গেল
সঠিক উত্তর: (ক)
১৪. বাক্যস্থিত পদসমূহের অন্তর্গত ও ভাবগত মিল বন্ধনের নাম কী?
Ο ক) আসত্তি
Ο খ) পূর্ণতা
Ο গ) যোগ্যতা
Ο ঘ) আকাঙ্ক্ষা
সঠিক উত্তর: (গ)
১৫. পিতা যখন আছে তখন পুতক্রে খোঁজ কেন - এটি কোন ধরনের বাক্য?
Ο ক) জটিল বাক্য
Ο খ) যৌগিক বাক্য
Ο গ) সরল বাক্য
Ο ঘ) নির্দেশক বাক্য
সঠিক উত্তর: (ক)
১৬. যিনি পরের উপকার করেন, তাঁকে সবাই শ্রদ্ধা করেন - কোন ধরনের বাক্য?
Ο ক) যৌগিক বাক্য
Ο খ) মিশ্র বাক্য
Ο গ) সরল বাক্য
Ο ঘ) বাহুল্যদুষ্ট বাক্য
সঠিক উত্তর: (খ)
১৭. অধীন খন্ডবাক্যের অপর নাম কী?
Ο ক) অপূর্ণ বা অপ্রধান খন্ডবাক্য
Ο খ) অপূর্ণ বা ক্ষীণ খন্ডবাক্য
Ο গ) পরাধীন বা আংশিক খন্ডবাক্য
Ο ঘ) স্বতন্ত্র বা একক খন্ডবাক্য
সঠিক উত্তর: (ক)
১৮. যে আশ্রিত খন্ডবাক্য ক্রিয়াপদের স্থান, কাল ও কারণ নির্দেশক অর্থে ব্যবহৃত হয়, তাকে কী বলে?
Ο ক) ক্রিয়া বিশেষণ স্থানীয় খন্ডবাক্য
Ο খ) যৌগিক বাক্য
Ο গ) মিশ্র বাক্য
Ο ঘ) জটিল বাক্য
সঠিক উত্তর: (ক)
১৯. ‘পানিতে বাঘ থাকে’ বাক্যটিতে কিসের অভাব রয়েছে?
Ο ক) আকাঙ্ক্ষার
Ο খ) যোগ্যতার
Ο গ) আসত্তির
Ο ঘ) নৈকট্যের
সঠিক উত্তর: (খ)
২০. নিচের কোন বাক্যটি বিশেষ্যস্থানীয় অধীন খন্ডবাক্য?
Ο ক) যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলোরে
Ο খ) যে পরিশ্রম করে, সে-ই সুখ লাভ করে
Ο গ) আমি বাড়ি গিয়ে দেখলাম, সবার খাওয়া শেষ
Ο ঘ) যিনি স্বশিক্ষিত তিনি শিক্ষিত
সঠিক উত্তর: (গ)
২১. কোনটি জটিল বাক্য?
Ο ক) মেঘ গর্জন করলে ময়ূর নৃত্যু করে
Ο খ) যদিও তার টাকা আছে তথাপি তিনি দান করেন না
Ο গ) আমি বহু কষ্ট করেছি ফলে শিক্ষা লাভ করেছি
Ο ঘ) সে কাল আসবে এবং আমি বাড়ি যাব
সঠিক উত্তর: (খ)
২২. আশ্রিত খন্ডবাক্য কত প্রকার?
Ο ক) তিন প্রকার
Ο খ) চার প্রকার
Ο গ) পাঁচ প্রকার
Ο ঘ) ছয় প্রকার
সঠিক উত্তর: (ক)
২৩. নিচের কোনটি যৌগিক বাক্যের উদাহরণ?
Ο ক) যে পরিশ্রম করে, সে-ই সুখ লাভ করে
Ο খ) যখন বিপদ আসে, তখন দুঃখও আসে
Ο গ) লোকটি ধনী কিন্তু কৃপণ
Ο ঘ) জগতে অসম্ভব বলে কিচু নেই
সঠিক উত্তর: (গ)
২৪. একটি সার্থক বাক্য গঠনে কী কী শর্ত থাকতে হয়?
Ο ক) আসত্তি, যোগ্যতা ও আকাঙ্ক্ষা
Ο খ) আকাঙ্ক্ষা ও আসত্তি, বাগবিধি ও যোগ্যতা
Ο গ) আসত্তি ও যোগ্যতা
Ο ঘ) আকাঙ্ক্ষা ও আসত্তি
সঠিক উত্তর: (ক)
২৫. বাক্য তৈরি হয় কী দিয়ে?
Ο ক) ধ্বনি দিয়ে
Ο খ) শব্দ দিয়ে
Ο গ) অক্ষর দিয়ে
Ο ঘ) বর্ণ দিয়ে
সঠিক উত্তর: (খ)
২৬. বিধেয়ের সম্প্রসারণে বিধেয়ের সঙ্গে কী যুক্ত হয়?
Ο ক) বিশেষ্য
Ο খ) অব্যয়
Ο গ) সর্বনাম
Ο ঘ) বিশেষণ
সঠিক উত্তর: (ঘ)
২৭. ‘আষাঢ়-শ্রাবণ দুই মাস বসন্তকাল’ - বাক্যটিতে কোন গুণের অভাব?
Ο ক) যোগ্যতা
Ο খ) আসত্তি
Ο গ) আকাঙ্ক্ষা
Ο ঘ) প্রাঞ্জলতা
সঠিক উত্তর: (ক)
২৮. যেসব পদের সাহায্যে মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় তাকে কী বলে?
Ο ক) পদ
Ο খ) শব্দ
Ο গ) বাক্য
Ο ঘ) বিভক্তি
সঠিক উত্তর: (গ)
২৯. যে বাক্যে একটি স্বাধীন বাক্য এবং এক বা একাধিক অধীন বাক্য পরস্পর সাপেক্ষভাবে ব্যবহৃত হয় তাকে বলে -
Ο ক) সরল বাক্য
Ο খ) জটিল বাক্য
Ο গ) যৌগিক বাক্য
Ο ঘ) বিস্ময় বাক্য
সঠিক উত্তর: (খ)
৩০. কর্তা ক্রিয়ার আগে বসে - এর উদাহরণ কোনটি?
Ο ক) আলম ডাকছে
Ο খ) পাতা খায় ছাগলে
Ο গ) গান গায় সুমি রায়
Ο ঘ) সঙ্গে যাবে কে
সঠিক উত্তর: (ক
জে.এস.সি বাংলা ২য় পত্র অধ্যায় - ৬: বাক্য (৩০-১০০)
Tags
JSC Bangla2nd