বাংলা ২য় পত্র অধ্যায় ৪: শব্দ ও পদ(১)

ওয়েব স্কুল বিডি : শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের জে.এস.সি বাংলা ২য় পত্র অধ্যায় ৪: শব্দ ও পদ (Words and terms)(১) থেকে (১-৩৫) টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো -

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)

বাংলা ২য় পত্র অধ্যায় ৪: শব্দ ও পদ (Words and terms)

১. শব্দের শেষে আনি/আনী প্রত্যয় যোগ করে গঠিত স্ত্রীবাচক শব্দ হলো -
Ο ক) অনাথিনী
Ο খ) বাঘিনী
Ο গ) গুনিনী
Ο ঘ) হিমানী
সঠিক উত্তর: (ঘ)

http://www.webschoolbd.com/
২. ক্রিয়া যেসময় ঘটে সে সময়কে কী বলে?
Ο ক) ক্রিয়াপদ
Ο খ) নামপদ
Ο গ) ক্রিয়ার কাল
Ο ঘ) ক্রিয়ামূল
সঠিক উত্তর: (গ)

৩. ‘কিষাণ’ শব্দটির স্ত্রীলিঙ্গ করা হয় কী প্রত্যয়যোগে?
Ο ক) ঈ-প্রত্যয়
Ο খ) নী প্রত্যয়
Ο গ) ই-প্রত্যয়
Ο ঘ) আনী-প্রত্যয়
সঠিক উত্তর: (ক)

৪. অপভ্রংশের মাধ্যমে কোন ধাতু আমাদের ভাষায় এসে গেছে?
Ο ক) সংস্কৃত ধাতু
Ο খ) মৌলিক ধাতু
Ο গ) সাধিত ধাতু
Ο ঘ) খাঁটি বাংলা ধাতু
সঠিক উত্তর: (ঘ)

৫. কোনটির আগে স্ত্রীবাচক শব্দ যোগ করে লিঙ্গান্তর করতে হয়?
Ο ক) কবি
Ο খ) দাতা
Ο গ) নেতা
Ο ঘ) বাদশা
সঠিক উত্তর: (ক)

৬. কোন পদগুলোর পুরুষ বা স্ত্রীবাচক বৈশিষ্টয বোঝানো হয়?
Ο ক) প্রাণিবাচক পদের
Ο খ) বিশেষ্য পদের
Ο গ) প্রাণি-অপ্রাণিবাচক পদের
Ο ঘ) বিশেষ্য - বিশেষণ পদের
সঠিক উত্তর: (ক)

৭. বহুবচন করতে কোনটি প্রাণিবাচক ও অপ্রাণিবাচক শব্দে ব্যবহৃত হয়?
Ο ক) সকল
Ο খ) রাজি
Ο গ) আবলি
Ο ঘ) মালা
সঠিক উত্তর: (ক)

৮. শিশু, সন্তান, ডাক্তার কোন লিঙ্গের উদাহরণ?
Ο ক) পুংলিঙ্গ
Ο খ) স্ত্রীলিঙ্গ
Ο গ) উভয়লিঙ্গ
Ο ঘ) ক্লীবলিঙ্গ
সঠিক উত্তর: (গ)

৯. কোনটি একবচনের উদাহরণ?
Ο ক) মানুষ মরণশীল
Ο খ) শিক্ষক ছাত্র পড়াচ্ছেন
Ο গ) লোকে বলে
Ο ঘ) বনে বাঘ থাকে
সঠিক উত্তর: (খ)

১০. বাক্যে বিশেষ্য পদের পরিবর্তে যে পদ ব্যবহৃত হয় তাকে বলে -
Ο ক) অব্যয়
Ο খ) সর্বনাম
Ο গ) বিশেষণ
Ο ঘ) ক্রিয়া
সঠিক উত্তর: (খ)

১১. কোন শব্দটি সংজ্ঞাবাচক বিশেষ্য?
Ο ক) প্যারিস
Ο খ) নদী
Ο গ) ফুল
Ο ঘ) বই
সঠিক উত্তর: (ক)

১২. প্রাণী, বস্তু, ব্যক্তির একটি সংখ্যা বোঝালে কোন বচন হয়?
Ο ক) একবচন
Ο খ) একাধিক
Ο গ) শুধু দুটি
Ο ঘ) শুধু তিনটি
সঠিক উত্তর: (ক)

১৩. কোন বাক্যে পুরাঘটিত অতীতকালের ক্রিয়া আছে?
Ο ক) আমরা গিয়েছি
Ο খ) আমরা গিয়েছিলাম
Ο গ) তুমি যেতে থাকো
Ο ঘ) সেখানে গিয়ে দেখে আসো
সঠিক উত্তর: (খ)

১৪. কোন ধাতুটির উৎস আমাদের কাছে অজ্ঞাত রয়েছে?
Ο ক) হৃ
Ο খ) টান্
Ο গ) হের
Ο ঘ) কহ্
সঠিক উত্তর: (গ)

১৫. ক্লীবলিঙ্গ কোনগুলো?
Ο ক) পিতা, নর
Ο খ) চেয়ার, খাতা
Ο গ) নদী, পর্বত
Ο ঘ) ধাত্রী, কবিরাজ
সঠিক উত্তর: (খ)

১৬. কী থেকে ক্রিয়ার উৎপত্তি হয়?
Ο ক) শব্দ
Ο খ) ধাতু
Ο গ) প্রত্যয়
Ο ঘ) প্রাতিপাদিক
সঠিক উত্তর: (খ)

১৭. কেবল অপ্রাণিবাচক শব্দের বহুবচন বোঝাতে কোনগুলো ব্যবহৃত হয়?
Ο ক) গণ, বৃন্দ, বর্গ
Ο খ) কুল, নিচয়, সমূহ
Ο গ) পুঞ্জ, দাম, মালা, রাজি
Ο ঘ) মন্ডলী, আবলি, সব
সঠিক উত্তর: (গ)

১৮. ক্রিয়াপদকে বিশ্লেষণ করলে দুটো অংশ পাওয়া যায় - কী কী?
Ο ক) মৌলিক ধাতু ও সিদ্ধ ধাতু
Ο খ) ক্রিয়ামূল ও ক্রিয়া বিভক্তি
Ο গ) গম্ ও গট্ ধাতু
Ο ঘ) স্বয়ংসিদ্ধ ও মৌলিক ধাতু
সঠিক উত্তর: (খ)

১৯. মা শিশুকে দুধ খাওয়াচ্ছেন। - এটি কোন ক্রিয়ার উদাহরণ?
Ο ক) দ্বিকর্মক ক্রিয়ার
Ο খ) যৌগিক ক্রিয়ার
Ο গ) অকর্মক ক্রিয়ার
Ο ঘ) অসমাপিকা ক্রিয়ার
সঠিক উত্তর: (ক)

২০. যে সে, যা তা - কী বাচক সর্বনাম?
Ο ক) নির্দেশক
Ο খ) সাকুল্য
Ο গ) সাপেক্ষ
Ο ঘ) অনির্দেশক
সঠিক উত্তর: (গ)

২১. ‘পদের সঙ্গে কোনো কিছুর যোগ না করে একবচন বোঝানো হয়েছে কোন শব্দে?>
Ο ক) খেলোয়াড়
Ο খ) ছাত্র
Ο গ) গাছ
Ο ঘ) সবগুলোই সঠিক
সঠিক উত্তর: (ঘ)

২২. নিচের কোন বাক্যটিতে সংজ্ঞাবাচক পদের উদাহরণ রয়েছে?
Ο ক) আমাদের বাড়ি ধলেশ্বরী নদীর পাড়ে
Ο খ) আমি বই পড়ছি
Ο গ) মানুষ মরণশীল
Ο ঘ) নদী সাগরে গিয়ে মেশে
সঠিক উত্তর: (ক)

২৩. বিশেষ্য, বিশেষণের সঙ্গে কর্, দে ইত্যাদি মৌলিক ধাতু যুক্ত হয়ে যে নতুন ধাতু গঠিত হয় তার নাম কী?
Ο ক) মৌলিক ধাতু
Ο খ) সংযোগমূলক ধাতু
Ο গ) নাম ধাতু
Ο ঘ) বাংলা ধাতু
সঠিক উত্তর: (খ)

২৪. ‘সে পড়া বলে গেল।’- কোন ক্রিয়া?
Ο ক) মৌলিক ক্রিয়া
Ο খ) যৌগিক ক্রিয়া
Ο গ) প্রযোজক ক্রিয়া
Ο ঘ) ণিজন্ত ক্রিয়া
সঠিক উত্তর: (খ)

২৫. বহুবচন হয় না কোনগুলোর?
Ο ক) বই, কলম, কাগজ
Ο খ) ছাত্র, ফুল, মানুষ
Ο গ) জামা, টাকা, বাড়ি
Ο ঘ) পানি, সোনা, রূপা
সঠিক উত্তর: (ঘ)

২৬. কাঞ্চন বই পড়ছে। - বাক্যে কোন ক্রিযার প্রয়োগ ঘটেছে?
Ο ক) সকর্মক ক্রিয়া
Ο খ) অকর্মক ক্রিয়া
Ο গ) দ্বিকর্মক ক্রিয়া
Ο ঘ) যৌগিক ক্রিয়া
সঠিক উত্তর: (ক)

২৭. ছাত্র, শিক্ষক কোন লিঙ্গ?
Ο ক) স্ত্রীলিঙ্গ
Ο খ) পুংলিঙ্গ
Ο গ) ক্লীবলিঙ্গ
Ο ঘ) উভলিঙ্গ
সঠিক উত্তর: (খ)

২৮. অন্ধ আলো চায়। এ বাক্যটিতে ‘অন্ধ’ কোন পদ?
Ο ক) সর্বনাম
Ο খ) বিশেষণ
Ο গ) বিশেষ্য
Ο ঘ) অব্যয়
সঠিক উত্তর: (গ)

২৯. কোনটি শ্রেণিবাচক বিশেষ্য?
Ο ক) যমুনা
Ο খ) পাখি
Ο গ) সংঘ
Ο ঘ) ভোজন
সঠিক উত্তর: (খ)

৩০. সাধারণত পদ কয় প্রকার?
Ο ক) তিন
Ο খ) চার
Ο গ) পাঁচ
Ο ঘ) ছয়
সঠিক উত্তর: (গ)

৩১. ‘মাতৃ’ শব্দটি কোন পদ?
Ο ক) ক্রিয়া
Ο খ) সর্বনাম
Ο গ) বিশেষ্য
Ο ঘ) বিশেষণ
সঠিক উত্তর: (গ)

৩২. যে বিশেষ্য দ্বারা কোনো ব্যক্তি, প্রাণী, স্থান, পর্বত ইত্যাদি নির্দিষ্ট নাম বোঝায়, তাকে কী বলে?
Ο ক) ভাববাচক বিশেষ্য
Ο খ) সমষ্টিবাচক বিশেষ্য
Ο গ) শ্রেণিবাচক বিশেষ্য
Ο ঘ) সংজ্ঞাবাচক বিশেষ্য
সঠিক উত্তর: (ঘ)

৩৩. কোন শব্দের লিঙ্গান্তর হয় না?
Ο ক) মানী
Ο খ) নেতা
Ο গ) পতি
Ο ঘ) কবিরাজ
সঠিক উত্তর: (ঘ)

৩৪. ‘এসব’ সর্বনামের এক বচন কী?
Ο ক) এগুলো
Ο খ) এখানা
Ο গ) এটা
Ο ঘ) এসব
সঠিক উত্তর: (গ)

৩৫. ‘কুলি’ শব্দের স্ত্রীবাচক শব্দ কী?
Ο ক) কুলিনী
Ο খ) মেয়ে কুলি
Ο গ) মজুরনী
Ο ঘ) কামিন
সঠিক উত্তর: (ঘ)

৩৬. নিত্য পুরুষবাচক শব্দ কোনটি?
Ο ক) বেয়াই
Ο খ) বিপত্নীক
Ο গ) দাবাড়ু
Ο ঘ) সাহেব
সঠিক উত্তর: (খ)

৩৭. যে ক্রিয়া দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণ হয়, তাকে বলে -
Ο ক) সমাপিকা ক্রিয়া
Ο খ) অকর্মক ক্রিয়া
Ο গ) যৌগিক ক্রিয়া
Ο ঘ) অসমাপিকা ক্রিয়া
সঠিক উত্তর: (ঘ)

৩৮. ‘কর্’ কোন ধাতুর উদাহরণ?
Ο ক) সাধিত ধাতু
Ο খ) নাম ধাতু
Ο গ) মৌলিক ধাতু
Ο ঘ) যৌগিক ধাতু
সঠিক উত্তর: (গ)

৩৯. ‘কাল একবার আসিও’ - বাক্যটি কোন কালের অনুজ্ঞায় ব্যবহৃত হয়?
Ο ক) ভবিষ্যৎ
Ο খ) সাধারণ বর্তমান
Ο গ) ঘটমান বর্তমান
Ο ঘ) পুরাঘটিত বর্তমান
সঠিক উত্তর: (ক)

৪০. অর্থপূর্ণ ধ্বনি বা ধ্বনিসমষ্টিকে বলে -
Ο ক) বর্ণ
Ο খ) পদ
Ο গ) শব্দ
Ο ঘ) প্রত্যয়
সঠিক উত্তর: (গ)

বাংলা ২য় পত্র অধ্যায় ৪: শব্দ ও পদ (৩৫-১০০)

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post