ওয়েব স্কুল বিডি : শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের জে.এস.সি বাংলা ২য় পত্র অধ্যায় -৩: সন্ধি (joint)(১) থেকে (১-৩৫) টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো -
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বাংলা ২য় পত্র অধ্যায়-৩: সন্ধি (joint)
১. নিচের কোনটি স-জাত বিসর্গ সন্ধির উদাহরণ?
Ο ক) সংহার
Ο খ) মস্যাধার
Ο গ) স্বাগত
Ο ঘ) নমস্কার
সঠিক উত্তর: (ঘ)
২.
‘সুবন্ত’ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
Ο ক) সুব + অন্ত
Ο খ) সুপ্ + অন্ত
Ο গ) সুপ + ন্ত
Ο ঘ) সু + পন্ত
সঠিক উত্তর: (খ)
৩. ‘মহৌষধি’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
Ο ক) মহা + ওষধি
Ο খ) মহা + ঔষধি
Ο গ) মহৌষধি
Ο ঘ) মহাঔষধ
সঠিক উত্তর: (খ)
৪. নিচের কোনটি ‘সংগীত’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ?
Ο ক) সম্ + গীত
Ο খ) সং + গীত
Ο গ) সংগী + ত
Ο ঘ) সংগ + ইত
সঠিক উত্তর: (ক)
৫. নিচের কোনটি স্বরসন্ধির উদাহরণ?
Ο ক) মহোর্মি
Ο খ) অন্তর্গত
Ο গ) পুনর্বার
Ο ঘ) প্রাতরাশ
সঠিক উত্তর: (ক)
৬. অ-ধ্বনির সঙ্গে বিসর্গ এবং পরে বর্গের ৩য়/৪র্থ/৫ম ধ্বনি থাকলে বিসর্গ ও অ-ধ্বনি স্থলে স-জাত বিসর্গে -
Ο ক) ই-কার হয়
Ο খ) উ-কার হয়
Ο গ) এ-কার হয়
Ο ঘ) ও-কার হয়
সঠিক উত্তর: (ঘ)
৭. ‘পুনরাবৃত্তি’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ হলো -
Ο ক) পুন + আবৃত্তি
Ο খ) পুণ + আবৃত্তি
Ο গ) পুনঃ + আবৃত্তি
Ο ঘ) পুণঃ + আবৃত্তি
সঠিক উত্তর: (গ)
৮. ‘গায়ক’ - এর সন্ধি বিচ্ছেদ কী?
Ο ক) গা + ওক
Ο খ) গা + য়ক
Ο গ) গা + অক
Ο ঘ) গৈ + অক
সঠিক উত্তর: (ঘ)
৯. ‘প্রত্যেক’ শব্দের সন্ধি বিচ্ছেদ হলো -
Ο ক) প্র + ত্যক
Ο খ) প্রতি + ইক
Ο গ) প্রত + ইক
Ο ঘ) প্রতি + এক
সঠিক উত্তর: (ঘ)
১০. ‘শ্রীশ’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
Ο ক) শ্রী + ঈশ
Ο খ) শ্রী + ইশ
Ο গ) শ্রী + শ
Ο ঘ) শ্রীশ + অ
সঠিক উত্তর: (ক)
১১. ‘দ্যুলোক’ এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
Ο ক) দুঃ + লোক
Ο খ) দ্বি + লোক
Ο গ) দিব্ + লোক
Ο ঘ) দু + লোক
সঠিক উত্তর: (গ)
১২. প্রাতঃ + কাল = ?
Ο ক) প্রাতঃকাল
Ο খ) প্রাতকাল
Ο গ) প্রাতষ্কাল
Ο ঘ) প্রাতরাশ
সঠিক উত্তর: (ক)
১৩. ‘আশীর্বাদ’ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
Ο ক) আশীঃ + বাদ
Ο খ) আশিঃ + বাদ
Ο গ) আশিরঃ + বাদ
Ο ঘ) আশি + বাদ
সঠিক উত্তর: (ক)
১৪. চ কিংবা ছ পরে থাকলে পূর্ববর্তী বিসর্গ স্থানে কী হয়?
Ο ক) চ্ছ
Ο খ) শ
Ο গ) স
Ο ঘ) ছ
সঠিক উত্তর: (খ)
১৫. ব্যঞ্জনধ্বনির সাথে স্বরধ্বনি অথবা ব্যঞ্জনধ্বনি মিলে যে সন্ধি হয় তাকে বলে -
Ο ক) স্বরসন্ধি
Ο খ) ব্যঞ্জনসন্ধি
Ο গ) বিসর্গসন্ধি
Ο ঘ) নিপাতনে সন্ধি
সঠিক উত্তর: (খ)
১৬. কোন সন্ধির প্রথমাংশে ধ্বনি বিসর্গযুক্ত হলে তাকে কী সন্ধি বলে?
Ο ক) স্বরসন্ধি
Ο খ) ব্যঞ্জনসন্ধি
Ο গ) বিসর্গ সন্ধি
Ο ঘ) নিপাতনে সিদ্ধ সন্ধি
সঠিক উত্তর: (গ)
১৭. ‘তন্বী’ শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি?
Ο ক) তনু + নী
Ο খ) তনু + ঈ
Ο গ) তন + নী
Ο ঘ) তনু + ই
সঠিক উত্তর: (খ)
১৮. ‘বিদ্যালয়’ - এর সন্ধি বিচ্ছেদ কী হবে?
Ο ক) বিদ্যা + আলয়
Ο খ) বিদ্য + আলয়
Ο গ) বিদ্যা + অলয়
Ο ঘ) বিদ্যা + লয়
সঠিক উত্তর: (ক)
১৯. ব্যঞ্জনধ্বনি ও ব্যঞ্জনধ্বনি মিলে নিচের কোন সন্ধিজাত শব্দটি তৈরি?
Ο ক) তদন্ত
Ο খ) ভাবুক
Ο গ) ইত্যাদি
Ο ঘ) বিপচ্ছায়া
সঠিক উত্তর: (ঘ)
২০. ‘উদ্ধার’ শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি?
Ο ক) উৎ + হার
Ο খ) উধ্ + হার
Ο গ) উৎ + ধার
Ο ঘ) উদ্ + ধার
সঠিক উত্তর: (ক)
২১. অ/আ ভিন্ন অন্য স্বরের সঙ্গে বিসর্গ এবং পরে স্বরধ্বনি, বর্গের ৩য়/৪র্থ/৫ম ধ্বনি থাকলে বিসর্গ স্থলে কোন বর্ণ হবে?
Ο ক) ষ
Ο খ) স
Ο গ) র
Ο ঘ) ঃ
সঠিক উত্তর: (গ)
২২. ‘দিগন্ত’ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
Ο ক) দিগ + অন্ত
Ο খ) দিক্ + অন্ত
Ο গ) দি + গন্ত
Ο ঘ) দিগ্ + ন্ত
সঠিক উত্তর: (খ)
২৩. ‘মনোমোহন’ শব্দটি কোন নিয়মে সন্ধি হয়েছে?
Ο ক) বিসর্গসন্ধি
Ο খ) ব্যঞ্জনসন্ধি
Ο গ) স্বরসন্ধি
Ο ঘ) নিপাতনে সন্ধি
সঠিক উত্তর: (ক)
২৪. ‘ইত্যাদি’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
Ο ক) ইতি + আদি
Ο খ) ইত্যা + আদি
Ο গ) ইত্য + আদি
Ο ঘ) ইত + আদি
সঠিক উত্তর: (ক)
২৫. সংস্কৃতের নিয়ম মেনে বাংলা ভাষায় ব্যবহৃত তৎসম শব্দের সন্ধি কত প্রকার?
Ο ক) পাঁচ প্রকার
Ο খ) চার প্রকার
Ο গ) তিন প্রকার
Ο ঘ) দুই প্রকার
সঠিক উত্তর: (গ)
২৬. ‘সূর্যোদয়’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
Ο ক) সুর্য + উদয়
Ο খ) সূর্য + উদয়
Ο গ) সূর্য + ঊদয়
Ο ঘ) সূর্য + দয়
সঠিক উত্তর: (খ)
২৭. ‘গবেষণা’ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
Ο ক) গো + এষণা
Ο খ) গবে + এষণা
Ο গ) গবি + এষণা
Ο ঘ) গবেষ + ণা
সঠিক উত্তর: (ক)
২৮. সন্ধির প্রধান উদ্দেশ্য -
Ο ক) স্বাভাবিক উচ্চারণে সহজ প্রবণতা
Ο খ) উচ্চারণের দ্রুততা
Ο গ) আঞ্চলিক ভাষার মাধুর্য রক্ষা
Ο ঘ) স্বরবর্ন ও ব্যঞ্জনবর্ণের মিলন
সঠিক উত্তর: (ক)
২৯. নিচের কোনটি ‘শীতার্ত’ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ?
Ο ক) শীত + ঋত
Ο খ) শীত + আর্ত
Ο গ) শীতা + ঋত
Ο ঘ) শীতা + আর্ত
সঠিক উত্তর: (ক)
৩০. সন্ধি কত প্রকার?
Ο ক) দুই
Ο খ) তিন
Ο গ) চার
Ο ঘ) পাঁচ
সঠিক উত্তর: (ক)
৩১. নিচের কোনটি সঠিক?
Ο ক) তৎ + মধ্যে = তন্মধ্যে
Ο খ) তন + ময় = তন্ময়
Ο গ) বাগ + দান = বাগদান
Ο ঘ) উদ + ঘাটন = উদঘাটন
সঠিক উত্তর: (ক)
৩২. ‘পরীক্ষা’ শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি?
Ο ক) পরি + ইক্ষা
Ο খ) পরি + ঈক্ষা
Ο গ) পরী + ক্ষা
Ο ঘ) পরী + ঈক্ষা
সঠিক উত্তর: (খ)
৩৩. ‘দ্বিগ্বিজয়’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
Ο ক) দিগ + বিজয়
Ο খ) দিক্ + বিজয়
Ο গ) দিক + জয়
Ο ঘ) দিগ + জয়
সঠিক উত্তর: (খ)
৩৪. বাংলা ব্যাকরণে সন্নিহিত দুটো ধ্বনির মিলনকে কী বলে?
Ο ক) সমাস
Ο খ) সন্ধি
Ο গ) পদ
Ο ঘ) শব্দ
সঠিক উত্তর: (খ)
৩৫. ‘ইতস্তত’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ -
Ο ক) ইত + তত
Ο খ) ইতসঃ + তত
Ο গ) ইতঃ + তত
Ο ঘ) ইতঃ + স্তত
সঠিক উত্তর: (গ)
বাংলা ২য় পত্র অধ্যায় -৩: সন্ধি (৩৫-১০০)
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বাংলা ২য় পত্র অধ্যায়-৩: সন্ধি (joint)
১. নিচের কোনটি স-জাত বিসর্গ সন্ধির উদাহরণ?
Ο ক) সংহার
Ο খ) মস্যাধার
Ο গ) স্বাগত
Ο ঘ) নমস্কার
সঠিক উত্তর: (ঘ)
Ο ক) সুব + অন্ত
Ο খ) সুপ্ + অন্ত
Ο গ) সুপ + ন্ত
Ο ঘ) সু + পন্ত
সঠিক উত্তর: (খ)
৩. ‘মহৌষধি’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
Ο ক) মহা + ওষধি
Ο খ) মহা + ঔষধি
Ο গ) মহৌষধি
Ο ঘ) মহাঔষধ
সঠিক উত্তর: (খ)
৪. নিচের কোনটি ‘সংগীত’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ?
Ο ক) সম্ + গীত
Ο খ) সং + গীত
Ο গ) সংগী + ত
Ο ঘ) সংগ + ইত
সঠিক উত্তর: (ক)
৫. নিচের কোনটি স্বরসন্ধির উদাহরণ?
Ο ক) মহোর্মি
Ο খ) অন্তর্গত
Ο গ) পুনর্বার
Ο ঘ) প্রাতরাশ
সঠিক উত্তর: (ক)
৬. অ-ধ্বনির সঙ্গে বিসর্গ এবং পরে বর্গের ৩য়/৪র্থ/৫ম ধ্বনি থাকলে বিসর্গ ও অ-ধ্বনি স্থলে স-জাত বিসর্গে -
Ο ক) ই-কার হয়
Ο খ) উ-কার হয়
Ο গ) এ-কার হয়
Ο ঘ) ও-কার হয়
সঠিক উত্তর: (ঘ)
৭. ‘পুনরাবৃত্তি’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ হলো -
Ο ক) পুন + আবৃত্তি
Ο খ) পুণ + আবৃত্তি
Ο গ) পুনঃ + আবৃত্তি
Ο ঘ) পুণঃ + আবৃত্তি
সঠিক উত্তর: (গ)
৮. ‘গায়ক’ - এর সন্ধি বিচ্ছেদ কী?
Ο ক) গা + ওক
Ο খ) গা + য়ক
Ο গ) গা + অক
Ο ঘ) গৈ + অক
সঠিক উত্তর: (ঘ)
৯. ‘প্রত্যেক’ শব্দের সন্ধি বিচ্ছেদ হলো -
Ο ক) প্র + ত্যক
Ο খ) প্রতি + ইক
Ο গ) প্রত + ইক
Ο ঘ) প্রতি + এক
সঠিক উত্তর: (ঘ)
১০. ‘শ্রীশ’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
Ο ক) শ্রী + ঈশ
Ο খ) শ্রী + ইশ
Ο গ) শ্রী + শ
Ο ঘ) শ্রীশ + অ
সঠিক উত্তর: (ক)
১১. ‘দ্যুলোক’ এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
Ο ক) দুঃ + লোক
Ο খ) দ্বি + লোক
Ο গ) দিব্ + লোক
Ο ঘ) দু + লোক
সঠিক উত্তর: (গ)
১২. প্রাতঃ + কাল = ?
Ο ক) প্রাতঃকাল
Ο খ) প্রাতকাল
Ο গ) প্রাতষ্কাল
Ο ঘ) প্রাতরাশ
সঠিক উত্তর: (ক)
১৩. ‘আশীর্বাদ’ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
Ο ক) আশীঃ + বাদ
Ο খ) আশিঃ + বাদ
Ο গ) আশিরঃ + বাদ
Ο ঘ) আশি + বাদ
সঠিক উত্তর: (ক)
১৪. চ কিংবা ছ পরে থাকলে পূর্ববর্তী বিসর্গ স্থানে কী হয়?
Ο ক) চ্ছ
Ο খ) শ
Ο গ) স
Ο ঘ) ছ
সঠিক উত্তর: (খ)
১৫. ব্যঞ্জনধ্বনির সাথে স্বরধ্বনি অথবা ব্যঞ্জনধ্বনি মিলে যে সন্ধি হয় তাকে বলে -
Ο ক) স্বরসন্ধি
Ο খ) ব্যঞ্জনসন্ধি
Ο গ) বিসর্গসন্ধি
Ο ঘ) নিপাতনে সন্ধি
সঠিক উত্তর: (খ)
১৬. কোন সন্ধির প্রথমাংশে ধ্বনি বিসর্গযুক্ত হলে তাকে কী সন্ধি বলে?
Ο ক) স্বরসন্ধি
Ο খ) ব্যঞ্জনসন্ধি
Ο গ) বিসর্গ সন্ধি
Ο ঘ) নিপাতনে সিদ্ধ সন্ধি
সঠিক উত্তর: (গ)
১৭. ‘তন্বী’ শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি?
Ο ক) তনু + নী
Ο খ) তনু + ঈ
Ο গ) তন + নী
Ο ঘ) তনু + ই
সঠিক উত্তর: (খ)
১৮. ‘বিদ্যালয়’ - এর সন্ধি বিচ্ছেদ কী হবে?
Ο ক) বিদ্যা + আলয়
Ο খ) বিদ্য + আলয়
Ο গ) বিদ্যা + অলয়
Ο ঘ) বিদ্যা + লয়
সঠিক উত্তর: (ক)
১৯. ব্যঞ্জনধ্বনি ও ব্যঞ্জনধ্বনি মিলে নিচের কোন সন্ধিজাত শব্দটি তৈরি?
Ο ক) তদন্ত
Ο খ) ভাবুক
Ο গ) ইত্যাদি
Ο ঘ) বিপচ্ছায়া
সঠিক উত্তর: (ঘ)
২০. ‘উদ্ধার’ শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি?
Ο ক) উৎ + হার
Ο খ) উধ্ + হার
Ο গ) উৎ + ধার
Ο ঘ) উদ্ + ধার
সঠিক উত্তর: (ক)
২১. অ/আ ভিন্ন অন্য স্বরের সঙ্গে বিসর্গ এবং পরে স্বরধ্বনি, বর্গের ৩য়/৪র্থ/৫ম ধ্বনি থাকলে বিসর্গ স্থলে কোন বর্ণ হবে?
Ο ক) ষ
Ο খ) স
Ο গ) র
Ο ঘ) ঃ
সঠিক উত্তর: (গ)
২২. ‘দিগন্ত’ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
Ο ক) দিগ + অন্ত
Ο খ) দিক্ + অন্ত
Ο গ) দি + গন্ত
Ο ঘ) দিগ্ + ন্ত
সঠিক উত্তর: (খ)
২৩. ‘মনোমোহন’ শব্দটি কোন নিয়মে সন্ধি হয়েছে?
Ο ক) বিসর্গসন্ধি
Ο খ) ব্যঞ্জনসন্ধি
Ο গ) স্বরসন্ধি
Ο ঘ) নিপাতনে সন্ধি
সঠিক উত্তর: (ক)
২৪. ‘ইত্যাদি’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
Ο ক) ইতি + আদি
Ο খ) ইত্যা + আদি
Ο গ) ইত্য + আদি
Ο ঘ) ইত + আদি
সঠিক উত্তর: (ক)
২৫. সংস্কৃতের নিয়ম মেনে বাংলা ভাষায় ব্যবহৃত তৎসম শব্দের সন্ধি কত প্রকার?
Ο ক) পাঁচ প্রকার
Ο খ) চার প্রকার
Ο গ) তিন প্রকার
Ο ঘ) দুই প্রকার
সঠিক উত্তর: (গ)
২৬. ‘সূর্যোদয়’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
Ο ক) সুর্য + উদয়
Ο খ) সূর্য + উদয়
Ο গ) সূর্য + ঊদয়
Ο ঘ) সূর্য + দয়
সঠিক উত্তর: (খ)
২৭. ‘গবেষণা’ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
Ο ক) গো + এষণা
Ο খ) গবে + এষণা
Ο গ) গবি + এষণা
Ο ঘ) গবেষ + ণা
সঠিক উত্তর: (ক)
২৮. সন্ধির প্রধান উদ্দেশ্য -
Ο ক) স্বাভাবিক উচ্চারণে সহজ প্রবণতা
Ο খ) উচ্চারণের দ্রুততা
Ο গ) আঞ্চলিক ভাষার মাধুর্য রক্ষা
Ο ঘ) স্বরবর্ন ও ব্যঞ্জনবর্ণের মিলন
সঠিক উত্তর: (ক)
২৯. নিচের কোনটি ‘শীতার্ত’ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ?
Ο ক) শীত + ঋত
Ο খ) শীত + আর্ত
Ο গ) শীতা + ঋত
Ο ঘ) শীতা + আর্ত
সঠিক উত্তর: (ক)
৩০. সন্ধি কত প্রকার?
Ο ক) দুই
Ο খ) তিন
Ο গ) চার
Ο ঘ) পাঁচ
সঠিক উত্তর: (ক)
৩১. নিচের কোনটি সঠিক?
Ο ক) তৎ + মধ্যে = তন্মধ্যে
Ο খ) তন + ময় = তন্ময়
Ο গ) বাগ + দান = বাগদান
Ο ঘ) উদ + ঘাটন = উদঘাটন
সঠিক উত্তর: (ক)
৩২. ‘পরীক্ষা’ শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি?
Ο ক) পরি + ইক্ষা
Ο খ) পরি + ঈক্ষা
Ο গ) পরী + ক্ষা
Ο ঘ) পরী + ঈক্ষা
সঠিক উত্তর: (খ)
৩৩. ‘দ্বিগ্বিজয়’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
Ο ক) দিগ + বিজয়
Ο খ) দিক্ + বিজয়
Ο গ) দিক + জয়
Ο ঘ) দিগ + জয়
সঠিক উত্তর: (খ)
৩৪. বাংলা ব্যাকরণে সন্নিহিত দুটো ধ্বনির মিলনকে কী বলে?
Ο ক) সমাস
Ο খ) সন্ধি
Ο গ) পদ
Ο ঘ) শব্দ
সঠিক উত্তর: (খ)
৩৫. ‘ইতস্তত’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ -
Ο ক) ইত + তত
Ο খ) ইতসঃ + তত
Ο গ) ইতঃ + তত
Ο ঘ) ইতঃ + স্তত
সঠিক উত্তর: (গ)
বাংলা ২য় পত্র অধ্যায় -৩: সন্ধি (৩৫-১০০)
Tags
JSC Bangla2nd