জে.এস.সি বাংলা ২য় পত্র অধ্যায় - ১: ভাষা

ওয়েব স্কুল বিডি : শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের জে.এস.সি বাংলা ২য় পত্র অধ্যায় - ১: ভাষা (Language) ' থেকে (১-৩০) টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো -

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)

বাংলা ২য় পত্র অধ্যায় - ১: ভাষা (Language)

১. কোনগুলো চলিত রীতির বিশেষ্য পদ?
Ο ক) মৎস্য, হাতি
Ο খ) হাতি, বাঘ
Ο গ) মাছ, হস্তী
Ο ঘ) ব্যাঘ্র, মাছ
সঠিক উত্তর: (খ)

২. নিচের কোনটির সাহায্যে মানুষ সূক্ষ্মাতি-সূক্ষ্মভাবে মনের ভাব প্রকাশ করতে পারে?
Ο ক) ইঙ্গিতের সাহায্যে
Ο খ) কন্ঠধ্বনির সাহায্যে
Ο গ) চিত্রাঙ্কনের সাহায্যে
Ο ঘ) ঘোষ ধ্বনির সাহায্যে
সঠিক উত্তর: (খ)

৩. সাধু রীতির বৈশিষ্ট্য কোনটি?
Ο ক) জীবন্ত
Ο খ) আধুনিক
Ο গ) কৃত্রিম
Ο ঘ) পরিবর্তনশীল
সঠিক উত্তর: (গ)

৪. ধ্বনির অর্থপূর্ণ মিলনে গঠিত হয় -
Ο ক) বর্ণমালা
Ο খ) ধ্বনিমূল
Ο গ) শব্দমূল
Ο ঘ) শব্দ
সঠিক উত্তর: (ঘ)

৫. বাংলা লেখ্য রীতি কয় প্রকার?
Ο ক) দুই প্রকার
Ο খ) তিন প্রকার
Ο গ) চার প্রকার
Ο ঘ) পাঁচ প্রকার
সঠিক উত্তর: (ক)

৬. ‘তবুও’ হলো -
Ο ক) ক্রিয়াপদের সাধুরূপ
Ο খ) সর্বনামের চলিত রূপ
Ο গ) অব্যয়ের চলিতরূপ
Ο ঘ) বিশেষণের সাধুরূপ
সঠিক উত্তর: (গ)

৭. বালুচ ভাষা প্রচলিত কোন দেশে?
Ο ক) বাংলাদেশ
Ο খ) ভারত
Ο গ) পাকিস্তান
Ο ঘ) মায়ানমার
সঠিক উত্তর: (খ)

৮. ‘চলিত ভাষায় ক্রিয়া পদ ও সর্বনাম পদ পরিবর্তিত রূপ’ লাভ করে এ কথাটি -
Ο ক) ভিত্তিহীন
Ο খ) অবাস্তব
Ο গ) আংশিক সত্য
Ο ঘ) সম্পূর্ণ সত্য
সঠিক উত্তর: (ঘ)

৯. বাংলাদেশের রাষ্ট্রভাষা কী?
Ο ক) বাংলা
Ο খ) ইংরেজি
Ο গ) উর্দু
Ο ঘ) হিন্দি
সঠিক উত্তর: (ক)

১০. ভাষার রীতি কোনটি?
Ο ক) কথা বলার রীতি
Ο খ) লেখার রীতি
Ο গ) বলা ও লেখার রীতি
Ο ঘ) শ্রুতিলিপির রীতি
সঠিক উত্তর: (ক)

১১. মানুষের যোগাযোগের মাধ্যম কোনটি?
Ο ক) ধ্বনি
Ο খ) শব্দ
Ο গ) বাগযন্ত্র
Ο ঘ) ভাষা
সঠিক উত্তর: (ঘ)

১২. ভারতের রাজ্যগুলোতে প্রশাসনিক কাজে কোন ভাষা ব্যবহৃত হয়?
Ο ক) হিন্দি
Ο খ) ইংরেজি
Ο গ) আঞ্চলিক
Ο ঘ) আচিক
সঠিক উত্তর: (গ)

১৩. ‘গুরুগম্ভীর’ কোন ভাষারীতির বৈশিষ্ট্যকে নির্দেশ করে?
Ο ক) সাধু
Ο খ) চলিত
Ο গ) আঞ্চলিক
Ο ঘ) বিশেষ্য ও সর্বনাম পদ
সঠিক উত্তর: (গ)

১৪. বর্তমানে পৃথিবীতে কতগুলো ভাষা প্রচলিত আছে?
Ο ক) দুই হাজার
Ο খ) সাড়ে তিন হাজারের ওপর
Ο গ) পাঁচ হাজারের ওপর
Ο ঘ) সাড়ে সাত হাজারের ওপর
সঠিক উত্তর: (খ)

১৫. আঞ্চলিক ভাষার অপর নাম কী?
Ο ক) বিদেশি ভাষা
Ο খ) চলিত ভাষা
Ο গ) উপভাষা
Ο ঘ) সাধুভাষা
সঠিক উত্তর: (গ)

১৬. মানুষের ভাষা কিসের সাহায্যে সৃষ্টি হয়?
Ο ক) কলমের সাহায্যে
Ο খ) ঠোঁটের সাহায্যে
Ο গ) ফুসফুসের সাহায্যে
Ο ঘ) বাগযন্ত্রের সাহায্যে
সঠিক উত্তর: (ঘ)

১৭. ভাষাকে কিসের বাহন বলা হয়?
Ο ক) ভাবের
Ο খ) অন্তরের
Ο গ) ধ্বনির
Ο ঘ) কাজের
সঠিক উত্তর: (ক)

১৮. আসাম রাজ্যের বরাক উপত্যকার অন্যতম প্রশাসনিক ভাষা হলো -
Ο ক) হিন্দি
Ο খ) ইংরেজি
Ο গ) পাঞ্জাবি
Ο ঘ) বাংলা
সঠিক উত্তর: (ঘ)

১৯. আমাদের নিকট বাংলা কী ধরনের ভাষা?
Ο ক) মনের ভাষা
Ο খ) দেশের ভাষা
Ο গ) মুখের ভাষা
Ο ঘ) মাতৃভাষা
সঠিক উত্তর: (ঘ)

২০. মুখ নিঃসৃত ধ্বনিসমষ্টির অর্থবোধক মিলনে কী গঠিত হয়?
Ο ক) শব্দ
Ο খ) বাক্য
Ο গ) ভাষা
Ο ঘ) পদ
সঠিক উত্তর: (গ)

২১. সাধুরীতি হলো -
Ο ক) আঞ্চলিক শব্দবহুল
Ο খ) বিদেশি শব্দবহুল
Ο গ) তৎসম শব্দবহুল
Ο ঘ) তদ্ভব শব্দবহুল
সঠিক উত্তর: (গ)

২২. ভাষার মৌলিক অংশ কয়টি?
Ο ক) দুটি
Ο খ) তিনটি
Ο গ) চারটি
Ο ঘ) পাঁচটি
সঠিক উত্তর: (খ)

২৩. ‘এদের’ কোন পদের চলিত রূপ?
Ο ক) বিশেষ্য
Ο খ) বিশেষণ
Ο গ) সর্বনাম
Ο ঘ) ক্রিয়া
সঠিক উত্তর: (গ)

২৪. বাংলাদেশের সংবিধানের প্রথম ভাগের কোন অনুচ্ছেদে রাষ্ট্রভাষা বাংলার কথা বলা হয়েছে?
Ο ক) প্রথম
Ο খ) দ্বিতীয়
Ο গ) তৃতীয়
Ο ঘ) চতুর্থ
সঠিক উত্তর: (গ)

২৫. রাষ্ট্রীয় কাজে ব্যবহারের জন্য কোন দেশের সংবিধান স্বীকৃত ভাষাকে বলে -
Ο ক) মাতৃভাষা
Ο খ) জাতীয় ভাষা
Ο গ) রাষ্ট্রভাষা
Ο ঘ) স্বীকৃত ভাষা
সঠিক উত্তর: (গ)

২৬. চলিত ভাষারীতির ক্ষেত্রে কোন বৈশিষ্ট্য প্রযোজ্য?
Ο ক) গুরুগম্ভীর
Ο খ) কৃত্রিম
Ο গ) পরিবর্তনশীল
Ο ঘ) তৎসম শব্দবহুল
সঠিক উত্তর: (গ)

২৭. কথাবার্তা, বক্তৃতা ও নাটকের সংলাপের জন্য কোন ভাষা সবচেয়ে উপযোগী?
Ο ক) চলিত
Ο খ) সাধু
Ο গ) মিশ্র
Ο ঘ) সবগুলোই
সঠিক উত্তর: (ক)

২৮. পৃথিবীর প্রায় কত কোটি মানুষের মাতৃভাষা বাংলা?
Ο ক) ২৫ কোটি
Ο খ) ৩০ কোটি
Ο গ) ৩৫ কোটি
Ο ঘ) ৪০ কোটি
সঠিক উত্তর: (খ)

২৯. সাধু ও চলিতরীতির পার্থক্য কোন পদে বেশি?
Ο ক) বিশেষ্য ও ক্রিয়াপদে
Ο খ) বিশেষ্য ও বিশেষণ পদে
Ο গ) ক্রিয়া ও সর্বনাম পদে
Ο ঘ) বিশেষণ ও অব্যয় পদে
সঠিক উত্তর: (গ)

৩০. কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট?
Ο ক) উপভাষা
Ο খ) মিশ্র ভাষা
Ο গ) সাধু ভাষা
Ο ঘ) চলিত ভাষা
সঠিক উত্তর: (গ)

বাংলা ২য় পত্র অধ্যায় - ১: ভাষা (Language) (৩১-৬০)

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post