ওয়েব স্কুল বিডি : শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের জে.এস.সি বিজ্ঞান বিষয়ের অধ্যায় - ৩: ব্যাপন, অভিস্রবণ ও প্রস্বেদন(১) থেকে ৫০ টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো -
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
জে.এস.সি বিজ্ঞান অধ্যায় - ৩: ব্যাপন, অভিস্রবণ ও প্রস্বেদন(১)
১.জীবের সব রকম শারীরবৃত্তীয় কাজ কোন প্রক্রিয়ায় ঘটে?
Ο ক) অভিস্রবণ
Ο খ) প্রস্বেদন
Ο গ) ব্যাপন
Ο ঘ) সালোকসংশ্লেষণ
সঠিক উত্তর: (গ)
২. নিচের কোনটিতে প্রস্বেদনের ভূমিকা লক্ষ করা যায়?
Ο ক) অক্সিজেন চক্র
Ο খ) কার্বন চক্র
Ο গ) নাইট্রোজেন চক্র
Ο ঘ) পানিচক্র
সঠিক উত্তর: (ঘ)
৩. উদ্ভিদ কোন প্রক্রিয়ার মাধ্যমে অক্সিজেন ত্যাগ করে?
Ο ক) ব্যাপন
Ο খ) অভিস্রবণ
Ο গ) রস উত্তোলন
Ο ঘ) প্রস্বেদন
সঠিক উত্তর: (ক)
৪.কোনটির মাধ্যমে মূল দ্বারা শোষিত পানি পাতায় পৌছায়?
Ο ক) জাইলেম
Ο খ) ফ্লোয়েম
Ο গ) লেন্টিসেল
Ο ঘ) রক্ষীকোষ
সঠিক উত্তর: (ক)
৫. পানি কোন প্রক্রিয়ায় কোষ অভ্যন্তরে প্রবেশ করে?
Ο ক) ব্যাপন
Ο খ) প্রস্বেদন
Ο গ) অভিস্রবণ
Ο ঘ) শ্বসন
সঠিক উত্তর: (গ)
৬.উদ্ভিদের দেহে শোষিত পানি বাষ্পাকারে প্রস্বেদনের মাধ্যমে দেহ থেকে কোন প্রক্রিয়ায় বের হয়?
Ο ক) অভিস্রবণ
Ο খ) ব্যাপন
Ο গ) ইমবাইবিশন
Ο ঘ) সালোকসংশ্লেষণ
সঠিক উত্তর: (খ)
৭. অভিস্রবণের সাথে নিচের কোনটির সাদৃশ দেখা যায়?
Ο ক) প্রস্বেদন
Ο খ) নিরুদন
Ο গ) শ্বসন
Ο ঘ) ব্যাপন
সঠিক উত্তর: (ঘ)
৮. নিচের কোনটির মাধ্যমে উদ্ভিদেহে খাদ্যের বা রসের নিম্নমুখী পরিবহন ঘটে?
Ο ক) জাইলেম
Ο খ) ফ্লোয়েম
Ο গ) লেনটিসেল
Ο ঘ) বর্ষবলয়
সঠিক উত্তর: (খ)
৯. জীবকোষে জারণ কার্যে কোনটি ব্যবহৃত হয়?
Ο ক) কার্বন
Ο খ) অক্সিজেন
Ο গ) নাইট্রোজেন
Ο ঘ) হাইড্রোজেন
সঠিক উত্তর: (খ)
১০. একটি শুকনো কিসমিসকে পানিতে ডুবিয়ে রাখলে তা ফুলে উঠে কোন প্রক্রিয়ার মাধ্যমে?
Ο ক) ব্যাপন
Ο খ) প্রস্বেদন
Ο গ) অভিস্রবণ
Ο ঘ) মোষন
সঠিক উত্তর: (গ)
১১. প্রস্বেদনের ফলে উদ্ভিদে নিচের কোনটি বৃদ্ধি পায়?
Ο ক) জৈব সার
Ο খ) পাতার সংখ্যা
Ο গ) কোষ রসের ঘনত্ব
Ο ঘ) পানি
সঠিক উত্তর: (গ)
১২. উদ্ভিদ কীরূপ মূলরোম দিয়ে পানি শোষণ করে?
Ο ক) এককোষী
Ο খ) দ্বিকোষী
Ο গ) ত্রিকোষী
Ο ঘ) বহুকোষী
সঠিক উত্তর: (ক)
১৩. পদার্থের অণুসমূহ সর্বদা কী অবস্থায় থাকে?
Ο ক) স্থিতিশীল
Ο খ) গতিশীল
Ο গ) কম্পনশীল
Ο ঘ) সবগুলো সঠিক
সঠিক উত্তর: (গ)
১৪. অভিস্রবণ ঘটার জন্য নিচের কোন উপাদানটি আবশ্যক?
Ο ক) পাত্র
Ο খ) ভেদ্যা পর্দা
Ο গ) তরল
Ο ঘ) কঠিন
সঠিক উত্তর: (গ)
১৫.নিচের কোনটি উদ্ভিদের অত্যঅবশ্যক কাজ?
Ο ক) সালোকসংশ্লেষণ
Ο খ) প্রভাবন
Ο গ) প্রস্বেদন
Ο ঘ) নিরুদন
সঠিক উত্তর: (গ)
১৬. পানি ও পানিতে দ্রবীভূত খনিজ লবণকে একত্রে কী বলে?
Ο ক) কোষগহ্বর
Ο খ) কোষরস
Ο গ) কোষদ্রবণ
Ο ঘ) কোষঝিল্লী
সঠিক উত্তর: (খ)
১৭. উদ্ভিদের প্রস্বেদন অঙ্গ কোনটি?
Ο ক) মূল
Ο খ) কান্ড
Ο গ) ফুল
Ο ঘ) পাতা
সঠিক উত্তর: (ঘ)
১৮. অর্ধভেদ্য পর্দার উদাহরণ কোনটি?
Ο ক) মাছের পটকার পর্দা
Ο খ) কোষপর্দা
Ο গ) কোষপ্রাচীর
Ο ঘ) পলিথিন
সঠিক উত্তর: (ক)
১৯. কলয়েড ধর্মী পদার্থ কোনটি?
Ο ক) সেলুলোজ
Ο খ) প্রোটিন
Ο গ) লিপিড
Ο ঘ) গ্লিসারল
সঠিক উত্তর: (ক)
২০. উদ্ভিদের দেহাভ্যন্তর থেকে পাতার মাধ্যমে পানি নির্গমন প্রক্রিয়াকে কী বলে?
Ο ক) ব্যাপন
Ο খ) অভিস্রবণ
Ο গ) প্রস্বেদন
Ο ঘ) ইমবাইবিশন
সঠিক উত্তর: (গ)
» অধ্যায় - ৩: ব্যাপন, অভিস্রবণ ও প্রস্বেদন (৫১- ১০০)
২১. শোষিত পানি কোনটির মাধ্যমে পাতায় পৌছায়?
Ο ক) জাইলেম
Ο খ) ফ্লোয়েম
Ο গ) ক্যাম্বিয়াম
Ο ঘ) স্টিলি
সঠিক উত্তর: (ক)
২২. নিচের কোনটি উদ্ভিদের পরিবহন টিস্যু?
Ο ক) জাইলেম
Ο খ) প্যারেনকাইমা
Ο গ) কোলেনকাইমা
Ο ঘ) স্ক্লেরেনকাইমা
সঠিক উত্তর: (ক)
২৩. সকল পদার্থ কী দ্বারা গঠিত?
Ο ক) যৌগিক পদার্থ
Ο খ) অণু
Ο গ) আয়ন
Ο ঘ) তল
সঠিক উত্তর: (খ)
২৪. কোষ রসের প্রধান উপাদান হলো- i. পানি ii. খনিজ লবণ iii. শ্বেতসার নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২৫. উদ্ভিদ কোন অঙ্গের মাধ্যমে প্রস্বেদন প্রক্রিয়া সম্পন্ন করে?
Ο ক) মূল
Ο খ) ফল
Ο গ) পাতা
Ο ঘ) ফুল
সঠিক উত্তর: (গ)
২৬. যে পর্দা দিয়ে দ্রাবক ও দ্রাব্য সহজেই চলাচল করতে পারে তাকে কী বলে?
Ο ক) অভেদ্য পর্দা
Ο খ) কোষ পর্দা
Ο গ) ভেদ্য পর্দা
Ο ঘ) অর্ধভেদ্য পর্দা
সঠিক উত্তর: (গ)
২৭. কোনটির ফলে খাদ্য তৈরির জন্য পাতায় অবিরাম পানি সরবরাহ সম্ভব হয়?
Ο ক) সালোকসংশ্লেষণ
Ο খ) ব্যাপন
Ο গ) শ্বসন
Ο ঘ) প্রস্বেদন
সঠিক উত্তর: (ঘ)
২৮. কোন ধরনের পদার্থের অণুগুলোর গতি অত্যন্ত বেশি থাকে?
Ο ক) কঠিন
Ο খ) তরল
Ο গ) কোলয়েড
Ο ঘ) গ্যাস
সঠিক উত্তর: (ঘ)
২৯. কখন ব্যাপন বন্ধ হয়ে যায়?
Ο ক) দ্রাবকের পরিমাণ কমে গেলে
Ο খ) দ্রাবকের পরিমাণ বেড়ে গেলে
Ο গ) অণুর ঘনত্ব সমান হয়ে গেলে
Ο ঘ) দ্রবণ দূষিত হলে
সঠিক উত্তর: (গ)
৩০. উদ্ভিদের পরিবহন কলাগুচ্ছ হল-
i. জাইলেম
ii. ফ্লোয়েম
iii. প্যারেনকাইমা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩১. পানি পরিবহন পরীক্ষার জন্য কোন উদ্ভিদ ব্যবহার করা উত্তম?
Ο ক) দূর্বা ঘাস
Ο খ) আম গাছ
Ο গ) পেপেরোমিয়া
Ο ঘ) হাইড্রিলা
সঠিক উত্তর: (গ)
৩২. পাতার পত্ররান্ধ্র নিয়ন্ত্রণ করে কোনটি?
Ο ক) ঊর্ধ্বত্বকীয় কোষ
Ο খ) নিম্নত্বকীয় কোষ
Ο গ) রক্ষী কোষ
Ο ঘ) স্পঞ্জী কোষ
সঠিক উত্তর: (গ)
৩৩. মাটিস্থ পানিতে খনিজ লবণ কী অবস্থায় থাকে?
Ο ক) দ্রাব
Ο খ) নিষ্ক্রিয়
Ο গ) কঠিন
Ο ঘ) দ্রবীভূত
সঠিক উত্তর: (ঘ)
৩৪. কোন শক্তির প্রভাবে ব্যাপনকারী পদার্থের অণু-পরমানুগুলিতে চাপ সৃষ্টি হয়?
Ο ক) শব্দশক্তি
Ο খ) স্থিতিশক্তি
Ο গ) গতিশক্তি
Ο ঘ) বিভবশক্তি
সঠিক উত্তর: (গ)
৩৫. পানি ও পানিতে দ্রবীভূত খনিজ লবণকে একত্রে কী বলা হয়?
Ο ক) তরল দ্রবণ
Ο খ) খনিজ দ্রবণ
Ο গ) কোষরস
Ο ঘ) আবশ্যকীয় দ্রবণ
সঠিক উত্তর: (গ)
৩৬. স্থলজ উদ্ভিদ কোনটি মূলরোমের মাধ্যমে টেনে নেয়?
Ο ক) সাধারণ পানি
Ο খ) কৈশিক পানি
Ο গ) ভারী পানি
Ο ঘ) আর্সেনিক পানি
সঠিক উত্তর: (খ)
৩৭. উদ্ভিদ কোন প্রক্রিয়ায় কার্বন-ডাই অক্সাইড গ্রহণ করে?
Ο ক) রস উত্তোলন
Ο খ) ব্যাপন
Ο গ) অভিস্রবণ
Ο ঘ) প্রস্বেদন
সঠিক উত্তর: (খ)
৩৮. দ্রাবকে যা দ্রবীভূত হয় তাকে কী বলে?
Ο ক) দ্রাবক
Ο খ) দ্রবণ
Ο গ) দ্রাব্য
Ο ঘ) দ্রব্য
সঠিক উত্তর: (গ)
৩৯. শরবতে চিনি কী ধরনের পদার্থ হিসেবে ক্রিয়া করে?
Ο ক) দ্রাব
Ο খ) দ্রাবক
Ο গ) দ্রবণ
Ο ঘ) মিশ্রণ
সঠিক উত্তর: (ক)
৪০. নিচের কোনটিকে অভেদ্য পর্দা হিসেবে ব্যবহার করা যেতে পারে?
Ο ক) পলিথিন
Ο খ) কোষপ্রাচীর
Ο গ) কোষ পর্দা
Ο ঘ) মাছের পটকার পর্দা
সঠিক উত্তর: (ক)
৪১. নিচের কোনটি দ্রবণ?
Ο ক) লবণ
Ο খ) চিনি
Ο গ) পানি
Ο ঘ) শরবত
সঠিক উত্তর: (ঘ)
৪২. প্রস্বেদন প্রক্রিয়ায় কোনটি নির্গত হয়?
Ο ক) আঁঠা
Ο খ) পানি
Ο গ) রস
Ο ঘ) রজন
সঠিক উত্তর: (খ)
৪৩. কার্বন ডাইাক্সাইড কী ধরনের পদার্থ?
Ο ক) মৌলিক
Ο খ) যৌগিক
Ο গ) আয়নিক
Ο ঘ) মিশ্র
সঠিক উত্তর: (খ)
৪৪. দ্রাবকে যা দ্রবীভূত হয়, তাই-
Ο ক) দ্রাব
Ο খ) দ্রবণ
Ο গ) দ্রাবক
Ο ঘ) মিশ্রণ
সঠিক উত্তর: (ক)
৪৫. উদ্ভিদের কোন অঙ্গে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য প্রস্তুত হয়?
Ο ক) পাতা
Ο খ) কান্ড
Ο গ) মূল
Ο ঘ) ফল
সঠিক উত্তর: (ক)
৪৬. পানিতে একটি শুকনা কিসমিস যোগ করলে-
i. অভিস্রবণ ঘটে
ii. ব্যাপন ঘটে
iii. প্রস্বেদন ঘটে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)
৪৭. জীবকোষে শ্বসনের সময় গ্লুকোজ জারণে ব্যবহৃত অক্সিজেন কোন প্রক্রিয়ায় কোষে প্রবেশ করে?
Ο ক) শ্বসন
Ο খ) অভিস্রবণ
Ο গ) ব্যাপন
Ο ঘ) অন্তঃঅভিস্রবণ
সঠিক উত্তর: (গ)
৪৮. জীবকোষে কোনটি অর্ধভেদ্য পর্দা হিসেবে কাজ করে?
Ο ক) কিউটিনযুক্ত কোষপ্রাচীর
Ο খ) কোষপ্রাচীর
Ο গ) নিউক্লিয়াস
Ο ঘ) প্লাজমা পর্দা
সঠিক উত্তর: (ঘ)
৪৯. কোনটি দ্রবীভূত হবে?
Ο ক) পানি
Ο খ) পাথর
Ο গ) কিসমিস
Ο ঘ) তুঁতে
সঠিক উত্তর: (ঘ)
৫০. উদ্ভিদের দেহাভ্যন্তর থেকে পাতার মাধ্যমে পানি নির্গমন প্রক্রিয়াকে কী বলে?
Ο ক) ব্যাপন
Ο খ) অভিস্রবণ
Ο গ) প্রস্বেদন
Ο ঘ) ইমবাইবিশন
সঠিক উত্তর: (গ)
» অধ্যায় - ৩: ব্যাপন, অভিস্রবণ ও প্রস্বেদন (৫১- ১০০)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – 01571769905 (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
জে.এস.সি বিজ্ঞান অধ্যায় - ৩: ব্যাপন, অভিস্রবণ ও প্রস্বেদন(১)
১.জীবের সব রকম শারীরবৃত্তীয় কাজ কোন প্রক্রিয়ায় ঘটে?
Ο ক) অভিস্রবণ
Ο খ) প্রস্বেদন
Ο গ) ব্যাপন
Ο ঘ) সালোকসংশ্লেষণ
সঠিক উত্তর: (গ)
২. নিচের কোনটিতে প্রস্বেদনের ভূমিকা লক্ষ করা যায়?
Ο ক) অক্সিজেন চক্র
Ο খ) কার্বন চক্র
Ο গ) নাইট্রোজেন চক্র
Ο ঘ) পানিচক্র
সঠিক উত্তর: (ঘ)
৩. উদ্ভিদ কোন প্রক্রিয়ার মাধ্যমে অক্সিজেন ত্যাগ করে?
Ο ক) ব্যাপন
Ο খ) অভিস্রবণ
Ο গ) রস উত্তোলন
Ο ঘ) প্রস্বেদন
সঠিক উত্তর: (ক)
৪.কোনটির মাধ্যমে মূল দ্বারা শোষিত পানি পাতায় পৌছায়?
Ο ক) জাইলেম
Ο খ) ফ্লোয়েম
Ο গ) লেন্টিসেল
Ο ঘ) রক্ষীকোষ
সঠিক উত্তর: (ক)
৫. পানি কোন প্রক্রিয়ায় কোষ অভ্যন্তরে প্রবেশ করে?
Ο ক) ব্যাপন
Ο খ) প্রস্বেদন
Ο গ) অভিস্রবণ
Ο ঘ) শ্বসন
সঠিক উত্তর: (গ)
৬.উদ্ভিদের দেহে শোষিত পানি বাষ্পাকারে প্রস্বেদনের মাধ্যমে দেহ থেকে কোন প্রক্রিয়ায় বের হয়?
Ο ক) অভিস্রবণ
Ο খ) ব্যাপন
Ο গ) ইমবাইবিশন
Ο ঘ) সালোকসংশ্লেষণ
সঠিক উত্তর: (খ)
৭. অভিস্রবণের সাথে নিচের কোনটির সাদৃশ দেখা যায়?
Ο ক) প্রস্বেদন
Ο খ) নিরুদন
Ο গ) শ্বসন
Ο ঘ) ব্যাপন
সঠিক উত্তর: (ঘ)
৮. নিচের কোনটির মাধ্যমে উদ্ভিদেহে খাদ্যের বা রসের নিম্নমুখী পরিবহন ঘটে?
Ο ক) জাইলেম
Ο খ) ফ্লোয়েম
Ο গ) লেনটিসেল
Ο ঘ) বর্ষবলয়
সঠিক উত্তর: (খ)
৯. জীবকোষে জারণ কার্যে কোনটি ব্যবহৃত হয়?
Ο ক) কার্বন
Ο খ) অক্সিজেন
Ο গ) নাইট্রোজেন
Ο ঘ) হাইড্রোজেন
সঠিক উত্তর: (খ)
১০. একটি শুকনো কিসমিসকে পানিতে ডুবিয়ে রাখলে তা ফুলে উঠে কোন প্রক্রিয়ার মাধ্যমে?
Ο ক) ব্যাপন
Ο খ) প্রস্বেদন
Ο গ) অভিস্রবণ
Ο ঘ) মোষন
সঠিক উত্তর: (গ)
১১. প্রস্বেদনের ফলে উদ্ভিদে নিচের কোনটি বৃদ্ধি পায়?
Ο ক) জৈব সার
Ο খ) পাতার সংখ্যা
Ο গ) কোষ রসের ঘনত্ব
Ο ঘ) পানি
সঠিক উত্তর: (গ)
১২. উদ্ভিদ কীরূপ মূলরোম দিয়ে পানি শোষণ করে?
Ο ক) এককোষী
Ο খ) দ্বিকোষী
Ο গ) ত্রিকোষী
Ο ঘ) বহুকোষী
সঠিক উত্তর: (ক)
১৩. পদার্থের অণুসমূহ সর্বদা কী অবস্থায় থাকে?
Ο ক) স্থিতিশীল
Ο খ) গতিশীল
Ο গ) কম্পনশীল
Ο ঘ) সবগুলো সঠিক
সঠিক উত্তর: (গ)
১৪. অভিস্রবণ ঘটার জন্য নিচের কোন উপাদানটি আবশ্যক?
Ο ক) পাত্র
Ο খ) ভেদ্যা পর্দা
Ο গ) তরল
Ο ঘ) কঠিন
সঠিক উত্তর: (গ)
১৫.নিচের কোনটি উদ্ভিদের অত্যঅবশ্যক কাজ?
Ο ক) সালোকসংশ্লেষণ
Ο খ) প্রভাবন
Ο গ) প্রস্বেদন
Ο ঘ) নিরুদন
সঠিক উত্তর: (গ)
১৬. পানি ও পানিতে দ্রবীভূত খনিজ লবণকে একত্রে কী বলে?
Ο ক) কোষগহ্বর
Ο খ) কোষরস
Ο গ) কোষদ্রবণ
Ο ঘ) কোষঝিল্লী
সঠিক উত্তর: (খ)
১৭. উদ্ভিদের প্রস্বেদন অঙ্গ কোনটি?
Ο ক) মূল
Ο খ) কান্ড
Ο গ) ফুল
Ο ঘ) পাতা
সঠিক উত্তর: (ঘ)
১৮. অর্ধভেদ্য পর্দার উদাহরণ কোনটি?
Ο ক) মাছের পটকার পর্দা
Ο খ) কোষপর্দা
Ο গ) কোষপ্রাচীর
Ο ঘ) পলিথিন
সঠিক উত্তর: (ক)
১৯. কলয়েড ধর্মী পদার্থ কোনটি?
Ο ক) সেলুলোজ
Ο খ) প্রোটিন
Ο গ) লিপিড
Ο ঘ) গ্লিসারল
সঠিক উত্তর: (ক)
২০. উদ্ভিদের দেহাভ্যন্তর থেকে পাতার মাধ্যমে পানি নির্গমন প্রক্রিয়াকে কী বলে?
Ο ক) ব্যাপন
Ο খ) অভিস্রবণ
Ο গ) প্রস্বেদন
Ο ঘ) ইমবাইবিশন
সঠিক উত্তর: (গ)
» অধ্যায় - ৩: ব্যাপন, অভিস্রবণ ও প্রস্বেদন (৫১- ১০০)
২১. শোষিত পানি কোনটির মাধ্যমে পাতায় পৌছায়?
Ο ক) জাইলেম
Ο খ) ফ্লোয়েম
Ο গ) ক্যাম্বিয়াম
Ο ঘ) স্টিলি
সঠিক উত্তর: (ক)
২২. নিচের কোনটি উদ্ভিদের পরিবহন টিস্যু?
Ο ক) জাইলেম
Ο খ) প্যারেনকাইমা
Ο গ) কোলেনকাইমা
Ο ঘ) স্ক্লেরেনকাইমা
সঠিক উত্তর: (ক)
২৩. সকল পদার্থ কী দ্বারা গঠিত?
Ο ক) যৌগিক পদার্থ
Ο খ) অণু
Ο গ) আয়ন
Ο ঘ) তল
সঠিক উত্তর: (খ)
২৪. কোষ রসের প্রধান উপাদান হলো- i. পানি ii. খনিজ লবণ iii. শ্বেতসার নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২৫. উদ্ভিদ কোন অঙ্গের মাধ্যমে প্রস্বেদন প্রক্রিয়া সম্পন্ন করে?
Ο ক) মূল
Ο খ) ফল
Ο গ) পাতা
Ο ঘ) ফুল
সঠিক উত্তর: (গ)
২৬. যে পর্দা দিয়ে দ্রাবক ও দ্রাব্য সহজেই চলাচল করতে পারে তাকে কী বলে?
Ο ক) অভেদ্য পর্দা
Ο খ) কোষ পর্দা
Ο গ) ভেদ্য পর্দা
Ο ঘ) অর্ধভেদ্য পর্দা
সঠিক উত্তর: (গ)
২৭. কোনটির ফলে খাদ্য তৈরির জন্য পাতায় অবিরাম পানি সরবরাহ সম্ভব হয়?
Ο ক) সালোকসংশ্লেষণ
Ο খ) ব্যাপন
Ο গ) শ্বসন
Ο ঘ) প্রস্বেদন
সঠিক উত্তর: (ঘ)
২৮. কোন ধরনের পদার্থের অণুগুলোর গতি অত্যন্ত বেশি থাকে?
Ο ক) কঠিন
Ο খ) তরল
Ο গ) কোলয়েড
Ο ঘ) গ্যাস
সঠিক উত্তর: (ঘ)
২৯. কখন ব্যাপন বন্ধ হয়ে যায়?
Ο ক) দ্রাবকের পরিমাণ কমে গেলে
Ο খ) দ্রাবকের পরিমাণ বেড়ে গেলে
Ο গ) অণুর ঘনত্ব সমান হয়ে গেলে
Ο ঘ) দ্রবণ দূষিত হলে
সঠিক উত্তর: (গ)
৩০. উদ্ভিদের পরিবহন কলাগুচ্ছ হল-
i. জাইলেম
ii. ফ্লোয়েম
iii. প্যারেনকাইমা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩১. পানি পরিবহন পরীক্ষার জন্য কোন উদ্ভিদ ব্যবহার করা উত্তম?
Ο ক) দূর্বা ঘাস
Ο খ) আম গাছ
Ο গ) পেপেরোমিয়া
Ο ঘ) হাইড্রিলা
সঠিক উত্তর: (গ)
৩২. পাতার পত্ররান্ধ্র নিয়ন্ত্রণ করে কোনটি?
Ο ক) ঊর্ধ্বত্বকীয় কোষ
Ο খ) নিম্নত্বকীয় কোষ
Ο গ) রক্ষী কোষ
Ο ঘ) স্পঞ্জী কোষ
সঠিক উত্তর: (গ)
৩৩. মাটিস্থ পানিতে খনিজ লবণ কী অবস্থায় থাকে?
Ο ক) দ্রাব
Ο খ) নিষ্ক্রিয়
Ο গ) কঠিন
Ο ঘ) দ্রবীভূত
সঠিক উত্তর: (ঘ)
৩৪. কোন শক্তির প্রভাবে ব্যাপনকারী পদার্থের অণু-পরমানুগুলিতে চাপ সৃষ্টি হয়?
Ο ক) শব্দশক্তি
Ο খ) স্থিতিশক্তি
Ο গ) গতিশক্তি
Ο ঘ) বিভবশক্তি
সঠিক উত্তর: (গ)
৩৫. পানি ও পানিতে দ্রবীভূত খনিজ লবণকে একত্রে কী বলা হয়?
Ο ক) তরল দ্রবণ
Ο খ) খনিজ দ্রবণ
Ο গ) কোষরস
Ο ঘ) আবশ্যকীয় দ্রবণ
সঠিক উত্তর: (গ)
৩৬. স্থলজ উদ্ভিদ কোনটি মূলরোমের মাধ্যমে টেনে নেয়?
Ο ক) সাধারণ পানি
Ο খ) কৈশিক পানি
Ο গ) ভারী পানি
Ο ঘ) আর্সেনিক পানি
সঠিক উত্তর: (খ)
৩৭. উদ্ভিদ কোন প্রক্রিয়ায় কার্বন-ডাই অক্সাইড গ্রহণ করে?
Ο ক) রস উত্তোলন
Ο খ) ব্যাপন
Ο গ) অভিস্রবণ
Ο ঘ) প্রস্বেদন
সঠিক উত্তর: (খ)
৩৮. দ্রাবকে যা দ্রবীভূত হয় তাকে কী বলে?
Ο ক) দ্রাবক
Ο খ) দ্রবণ
Ο গ) দ্রাব্য
Ο ঘ) দ্রব্য
সঠিক উত্তর: (গ)
৩৯. শরবতে চিনি কী ধরনের পদার্থ হিসেবে ক্রিয়া করে?
Ο ক) দ্রাব
Ο খ) দ্রাবক
Ο গ) দ্রবণ
Ο ঘ) মিশ্রণ
সঠিক উত্তর: (ক)
৪০. নিচের কোনটিকে অভেদ্য পর্দা হিসেবে ব্যবহার করা যেতে পারে?
Ο ক) পলিথিন
Ο খ) কোষপ্রাচীর
Ο গ) কোষ পর্দা
Ο ঘ) মাছের পটকার পর্দা
সঠিক উত্তর: (ক)
৪১. নিচের কোনটি দ্রবণ?
Ο ক) লবণ
Ο খ) চিনি
Ο গ) পানি
Ο ঘ) শরবত
সঠিক উত্তর: (ঘ)
৪২. প্রস্বেদন প্রক্রিয়ায় কোনটি নির্গত হয়?
Ο ক) আঁঠা
Ο খ) পানি
Ο গ) রস
Ο ঘ) রজন
সঠিক উত্তর: (খ)
৪৩. কার্বন ডাইাক্সাইড কী ধরনের পদার্থ?
Ο ক) মৌলিক
Ο খ) যৌগিক
Ο গ) আয়নিক
Ο ঘ) মিশ্র
সঠিক উত্তর: (খ)
৪৪. দ্রাবকে যা দ্রবীভূত হয়, তাই-
Ο ক) দ্রাব
Ο খ) দ্রবণ
Ο গ) দ্রাবক
Ο ঘ) মিশ্রণ
সঠিক উত্তর: (ক)
৪৫. উদ্ভিদের কোন অঙ্গে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য প্রস্তুত হয়?
Ο ক) পাতা
Ο খ) কান্ড
Ο গ) মূল
Ο ঘ) ফল
সঠিক উত্তর: (ক)
৪৬. পানিতে একটি শুকনা কিসমিস যোগ করলে-
i. অভিস্রবণ ঘটে
ii. ব্যাপন ঘটে
iii. প্রস্বেদন ঘটে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)
৪৭. জীবকোষে শ্বসনের সময় গ্লুকোজ জারণে ব্যবহৃত অক্সিজেন কোন প্রক্রিয়ায় কোষে প্রবেশ করে?
Ο ক) শ্বসন
Ο খ) অভিস্রবণ
Ο গ) ব্যাপন
Ο ঘ) অন্তঃঅভিস্রবণ
সঠিক উত্তর: (গ)
৪৮. জীবকোষে কোনটি অর্ধভেদ্য পর্দা হিসেবে কাজ করে?
Ο ক) কিউটিনযুক্ত কোষপ্রাচীর
Ο খ) কোষপ্রাচীর
Ο গ) নিউক্লিয়াস
Ο ঘ) প্লাজমা পর্দা
সঠিক উত্তর: (ঘ)
৪৯. কোনটি দ্রবীভূত হবে?
Ο ক) পানি
Ο খ) পাথর
Ο গ) কিসমিস
Ο ঘ) তুঁতে
সঠিক উত্তর: (ঘ)
৫০. উদ্ভিদের দেহাভ্যন্তর থেকে পাতার মাধ্যমে পানি নির্গমন প্রক্রিয়াকে কী বলে?
Ο ক) ব্যাপন
Ο খ) অভিস্রবণ
Ο গ) প্রস্বেদন
Ο ঘ) ইমবাইবিশন
সঠিক উত্তর: (গ)
» অধ্যায় - ৩: ব্যাপন, অভিস্রবণ ও প্রস্বেদন (৫১- ১০০)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – 01571769905 (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
JSC Science