ওয়েব স্কুল বিডি : শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের জে.এস.সি বিজ্ঞান বিষয়ের অধ্যায় - ২ : জীবের বৃদ্ধি ও বংশগতি(১) থেকে ৫০ টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো -
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
জে.এস.সি বিজ্ঞান অধ্যায় - ২ : জীবের বৃদ্ধি ও বংশগতি
১.প্রতিটি জীবের দেহ কী দ্বারা গঠিত?
Ο ক) হাত
Ο খ) ফুসফুস
Ο গ) হৃৎপিন্ড
Ο ঘ) কোষ
সঠিক উত্তর: (ঘ)
২.জিনতত্ত্বের জনক কে?
Ο ক) লিনিয়াস
Ο খ) মেন্ডেল
Ο গ) জন রে
Ο ঘ) ডারউইন
সঠিক উত্তর: (খ)
৩. নিচের কোনটিতে শুধুমাত্র RNA থাকে?
Ο ক) শৈবাল
Ο খ) ছত্রাক
Ο গ) TMV
Ο ঘ) HMV
সঠিক উত্তর: (গ)
৪.জীবের জনন ও নিম্নশ্রেণির উদ্ভিদের জাইগোটে কোন ধরনের বিভাজন ঘটে?
Ο ক) মাইটোসিস
Ο খ) মিয়োসিস
Ο গ) অ্যামাইটোসিস
Ο ঘ) বাডিং
সঠিক উত্তর: (খ)
৫. মেটাফেজ ধাপে প্রত্যেক ক্রোমটিড কয়টি করে সেন্ট্রোমিয়ার পায়?
Ο ক) একটি
Ο খ) দুইটি
Ο গ) চারটি
Ο ঘ) একটি না
সঠিক উত্তর: (ক)
৬. সপুষ্পক উদ্ভিদের মিয়োসিস ঘটে-
i. পরাগধানীতে
ii. দলমন্ডলে
iii. ডিম্বকের মধ্যে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৭. বহুকোষী জীবদেরে জীবন কয়টি কোষ থেকে শুরু হয়?
Ο ক) ১টি
Ο খ) ২টি
Ο গ) ২২টি
Ο ঘ) ৪৬টি
সঠিক উত্তর: (ক)
৮. টেলোফেজ দশাতে নিচের কোনটি সৃষ্টি হয়?
Ο ক) সেন্ট্রিওল
Ο খ) সাইটোকাইনেসিস
Ο গ) ক্রোমাটিড
Ο ঘ) স্পিন্ডল যন্ত্র
সঠিক উত্তর: (খ)
৯.মিয়োসিসে নিউক্লিয়াস কতবার বিভাজিত হয়?
Ο ক) ১ বার
Ο খ) ২ বার
Ο গ) ৩ বার
Ο ঘ) ৪ বার
সঠিক উত্তর: (খ)
১০. কোন ধাপে অপত্য ক্রোমোজোম বিপরীত মেরুতে আসে?
Ο ক) মেটাফেজ
Ο খ) টেলোফেজ
Ο গ) অ্যানাফেজ
Ο ঘ) প্রোফেজ
সঠিক উত্তর: (খ)
১১. ক্রোমোজোমকে বংশগতির ভৌতভিত্তি বলা হয়, কারণ-
i. এটি বংশগতির ধারা অক্ষুণ্ন রাখার জন্য বাহক হিসেবে কাজ করে
ii. এটি জিনকে সরাসরি মাতা-পিতা থেকে বহন করে পরবর্তী বংশধরে নিয়ে যায়
iii. এটি লম্বালম্বিভাবে বিভক্ত হয়ে তিনটি ক্রোমাটিড গঠন করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১২. কোন পর্যায়ে ক্রোমোজোমের বিভাজন হয়?
Ο ক) প্রোফেজ
Ο খ) প্রো-মেটাফেজ
Ο গ) অ্যানাফেজ
Ο ঘ) টেলোফেজ
সঠিক উত্তর: (গ)
১৩. সাইটোকাইনেসিসে সৃষ্ট কোষপ্লেট পরিবর্তিত ও পরিবর্ধিত হয়ে কী গঠন করে?
Ο ক) কোষগহ্বর
Ο খ) কোষপ্রাচীর
Ο গ) কোষরস
Ο ঘ) কোষ অঙ্গাণু
সঠিক উত্তর: (খ)
১৪. জাইগোট হলো-
i. ডিম্বাণু ও শুক্রাণুর মিলনের ফল
ii. দুটি হ্যাপ্লয়েড কোষের মিলিত অবস্থা
iii. মাইটোসিস বিভাজনের অনন্য বৈশিষ্ট্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৫. মাইটোসিস কোষ বিভাজন অপরিহার্য-
i. বৃদ্ধির জন্য
ii. প্রজননের জন্য
iii. অযৌন জননের জন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও iii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)
১৬. অ্যামাইটোসিস কোষ বিভাজনে নিউক্লিয়াসটি কিরূপ আকার ধারণ করে?
Ο ক) ডাম্বেলাকার
Ο খ) ডিম্বাকার
Ο গ) গোলাকার
Ο ঘ) বর্গাকার
সঠিক উত্তর: (ক)
১৭. নিউক্লিক এসিড হলো- i. DNA ii. RNA iii. ATP নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)
১৮. DNA কর্তৃক নিয়ন্ত্রিত হয়-
i. চোখের রং
ii. চুলের প্রকৃতি
iii. চামড়ার রং
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৯. মাইটোসিস বিভাজনটি কয়টি পর্যায়ে সম্পন্ন হয়?
Ο ক) ৫
Ο খ) ৪
Ο গ) ৩
Ο ঘ) ২
সঠিক উত্তর: (ঘ)
২০. মিয়োসিস প্রক্রিয়ায় কোষের ক্রোমোজোম কয়বার বিভক্ত হয়?
Ο ক) ১
Ο খ) ২
Ο গ) ৩
Ο ঘ) ৪
সঠিক উত্তর: (ঘ)
» অধ্যায় - ২ : জীবের বৃদ্ধি ও বংশগতি (৫১- ১০০)
২১. ক্রোমাটিডদ্বয় কোথায় যুক্ত থাকে?
Ο ক) বিষুবীয় অঞ্চলে
Ο খ) স্পিন্ডল তন্তুতে
Ο গ) সেন্ট্রোমিয়ারে
Ο ঘ) নিউক্লিয়াসে
সঠিক উত্তর: (গ)
২২. কোন ধরনের বিভাজন প্রক্রিয়ায় মাতৃকোষটি বিভাজিত হয়ে সমগুণ সম্পন্ন দুটি অপত্য কোষ সৃষ্টি হয়?
Ο ক) দ্বিবিভাজন
Ο খ) মাইটোসিস
Ο গ) মিয়োসিস
Ο ঘ) অ্যামাইটোসিস
সঠিক উত্তর: (ক)
২৩. কোনটি উৎপন্নের সময় মিয়োসিস কোষবিভাজন ঘটে?
Ο ক) দেহ কোষ
Ο খ) জনন কোষ
Ο গ) সেন্ট্রেমিয়ার
Ο ঘ) অপত্য ক্রোমোজোম
সঠিক উত্তর: (খ)
২৪. কোষ বিভাজনের কোন দশায় সাফওয়ানের চোখ পড়েছিল?
Ο ক) প্রোফেজ
Ο খ) প্রোমেটাফেজ
Ο গ) মেটাফেজ
Ο ঘ) অ্যানাফেজ
সঠিক উত্তর: (গ)
২৫. অ্যামািইটোসিস কোষ বিভাজন সংগটিত হয়-
i. ব্যাকটেরিয়ায়
ii. ছত্রাকে
iii. অ্যামিবায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৬. ক্রোমোজোম নিচের কোন দুটি অংশ নিয়ে গঠিত?
Ο ক) ক্রোমোমিয়ার ও সেন্ট্রোসোম
Ο খ) ক্রোমোটিড ও ম্রোমোমিয়ার
Ο গ) ক্রোমাটিড ও সেন্ট্রোমিয়ার
Ο ঘ) ক্রোমোমিয়ার ও সেন্ট্রোমিয়ার
সঠিক উত্তর: (গ)
২৭. কোনটিকে ইকুয়েশনাল ডিভিশন বলা হয়?
Ο ক) মাইটোসিস
Ο খ) মিয়োসিস
Ο গ) দ্বিবিভাজন
Ο ঘ) অ্যামাইটোসিস
সঠিক উত্তর: (ক)
২৮. কোন ধাপে অপত্য ক্রোমোজোমের সৃষ্টি হয়?
Ο ক) মেটাফেজ
Ο খ) অ্যানাফেজ
Ο গ) প্রোফেজ
Ο ঘ) টেলোফেজ
সঠিক উত্তর: (খ)
২৯. কোনটি এককোষী জীব?
Ο ক) এগারিকাস
Ο খ) কুনোব্যাঙ
Ο গ) ইস্ট
Ο ঘ) মিউকর
সঠিক উত্তর: (গ)
৩০. মাইটোসিস বিভাজন কয় পর্যায়ে সম্পন্ন হয়?
Ο ক) ২
Ο খ) ৩
Ο গ) ৪
Ο ঘ) ৫
সঠিক উত্তর: (ক)
৩১. কোন ধাপে ক্যারিওকাইনেসিসের সমাপ্তি ঘটে?
Ο ক) টেলোফেজ
Ο খ) অ্যানাফেজ
Ο গ) প্রো-মেটাফেজ
Ο ঘ) মেটাফেজ
সঠিক উত্তর: (ক)
৩২. মাইটোসিস বিভাজনের সবয়েচে স্বল্পস্থায়ী ধাপ কোনটি?
Ο ক) টেলোফেজ
Ο খ) অ্যানাফেজ
Ο গ) প্রো-মেটাফেজ
Ο ঘ) মেটাফেজ
সঠিক উত্তর: (গ)
৩৩. জিনের রাসায়নিক রূপ-
Ο ক) ক্রোমোজোম
Ο খ) TMV
Ο গ) DNA
Ο ঘ) RNA
সঠিক উত্তর: (গ)
৩৪. এককোষী জীব-
i. মাইটোসিস প্রক্রিয়ায় বংশবৃদ্ধি করে
ii. অ্যামাইটোসিস প্রক্রিয়ায় বংশবৃদ্ধি করে
iii. ঈস্ট, ছত্রাক, অ্যামিবা, ব্যাকটেরিয়া
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৩৫. মাইটোসিস বিভাজনের কোন ধাপে ক্রোমোজোমগুলো সর্বাধিক খাটো ও মোটা হয়?
Ο ক) প্রোফেজ
Ο খ) প্রোমেটাফেজ
Ο গ) মেটাফেজ
Ο ঘ) অ্যানাফেজ
সঠিক উত্তর: (গ)
৩৬. নিচের কোনটি ক্রোমোজোমের অংশ?
Ο ক) কোষ প্লেট
Ο খ) সেন্ট্রোমিয়ার
Ο গ) স্পিন্ডল তন্তু
Ο ঘ) সেন্ট্রিওল
সঠিক উত্তর: (খ)
৩৭. কোনটি মাইটোসিস বিভাজনের সবচেয়ে দীর্ঘস্থায়ী ধাপ?
Ο ক) প্রোফেজ
Ο খ) মেটাফেজ
Ο গ) অ্যানাফেজ
Ο ঘ) টেলোফেজ
সঠিক উত্তর: (ক)
৩৮. মাইটোসিসের কোন পর্যায়ে প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়অর দুই ভাগে বিভক্ত হয়?
Ο ক) প্রোফেজ
Ο খ) প্রো-মেটাফেজ
Ο গ) মেটাফেজ
Ο ঘ) আনাফেজ
সঠিক উত্তর: (ঘ)
৩৯. মাইটোসিস কোষ বিভাজনের সবচেয়ে দীর্ঘ ধাপ কোনটি?
Ο ক) প্রোফেজ
Ο খ) মেটাফেজ
Ο গ) অ্যানাফেজ
Ο ঘ) টেলোফেজ
সঠিক উত্তর: (ক)
৪০. মাতৃকোষের ক্রোমাসোম সংখ্যা অর্ধেক হয়ে যায় কোন বিভাজনের মাধ্যমে?
Ο ক) অ্যামাইটোসিস
Ο খ) মাইটোসিস
Ο গ) মিয়োসিস
Ο ঘ) দ্বিবিভাজন
সঠিক উত্তর: (গ)
৪১. প্রাণিদেহে মিয়োসিস ঘটে-
i. শুক্রাশয়ের মধ্যে
ii. ডিম্বাশয়েল মধ্যে
iii. ডিম্বাণুর মধ্যে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)
৪২. মিয়োসিস বিভাজনের সময় কোষ পরপর কয়বার বিভাজিত হয়?
Ο ক) ৪ বার
Ο খ) ৩ বার
Ο গ) ২ বার
Ο ঘ) ৫বার
সঠিক উত্তর: (গ)
৪৩. ক্রোমোজোম থেকে উদ্ভূত ক্রোমাটিডগুলো নিচের কোনটি দ্বারা যুক্ত থাকে?
Ο ক) সেন্ট্রোমিয়ার
Ο খ) সেন্ট্রোস্ফিয়ার
Ο গ) সেন্ট্রোজোম
Ο ঘ) সেন্ট্রোসাইট
সঠিক উত্তর: (ক)
৪৪. ডিম্বাণু নিষিক্ত হওয়ার পর বহুকোষী জীবদের জীবন শুরু হয় কয়টি কোষ দিয়ে?
Ο ক) ২
Ο খ) ৩
Ο গ) ৪
Ο ঘ) ৫
সঠিক উত্তর: (খ)
৪৫. কোনটি ক্রমাগত বিভাজনের মাধ্যমে বিশাল দেহ সৃষ্টি করে?
Ο ক) ক্রোমোজোম
Ο খ) জাইগোট
Ο গ) ডিএনএ
Ο ঘ) আরএনএ
সঠিক উত্তর: (খ)
৪৬. সপুষ্পক উদ্ভিদে মিয়োসিস ঘটে-
i. পরাগধানীতে
ii. ডিম্বাশয়ে
iii. ডিম্বকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও ii
সঠিক উত্তর: (ক)
৪৭. ক্যারিওকাইনেসিস পর্ব কয়টি ধাপে বিভক্ত?
Ο ক) ২
Ο খ) ৪
Ο গ) ৩
Ο ঘ) ৫
সঠিক উত্তর: (ঘ)
৪৮. জিন নিয়ন্ত্রি বৈশিষ্ট্য হলো-
i. গায়ের রং
ii. চোখের রং
iii. উচ্চতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৪৯. স্পিন্ডল যন্ত্রে আকৃতি কেমন?
Ο ক) গোলাকার
Ο খ) ডিম্বাকার
Ο গ) মাকু আকার
Ο ঘ) তন্তু আকৃতির
সঠিক উত্তর: (গ)
৫০. স্পিন্ডল যন্ত্রের মধ্যভাগকে কী বলে?
Ο ক) অক্ষরেখা
Ο খ) বিষুবীয় অঞ্চল
Ο গ) মেরু অঞ্চল
Ο ঘ) ক্রোমাটিন
সঠিক উত্তর: (খ)
৫১. জীবের জনন কোষ সৃষ্টির সময় জনন মাতৃকোষে কোন বিভাজন ঘটে?
Ο ক) অ্যামাইটোসিস
Ο খ) মাইটোসিস
Ο গ) মিয়োসিস
Ο ঘ) বাডিং
সঠিক উত্তর: (গ)
৫২. মেন্ডেল বংশগতি বিষয়ক কয়টি সূত্র প্রদান করেন?
Ο ক) ১টি
Ο খ) ২টি
Ο গ) ৩টি
Ο ঘ) ৪টি
সঠিক উত্তর: (খ)
৫৩. এককোষী জীবে চারটি থেকে কয়টি কোষে বিভক্ত হয়?
Ο ক) দুইটি
Ο খ) চারটি
Ο গ) ছয়টি
Ο ঘ) আটটি
সঠিক উত্তর: (ঘ)
৫৪. ক্রোমাটিডের আকৃতি কিসের মতো?
Ο ক) সুতা
Ο খ) ডাম্বেল
Ο গ) ফিতা
Ο ঘ) বৃত্ত
সঠিক উত্তর: (ক)
৫৫.কোন ধাপে অ্যাস্ট্রার রশ্মির আবির্ভাব ঘটে?
Ο ক) টেলোফেজ
Ο খ) প্রো-মেটাফেজ
Ο গ) অ্যানাফেজ
Ο ঘ) মেটাফেজ
সঠিক উত্তর: (খ)
» অধ্যায় - ২ : জীবের বৃদ্ধি ও বংশগতি (৫১- ১০০)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – 01571769905 (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
জে.এস.সি বিজ্ঞান অধ্যায় - ২ : জীবের বৃদ্ধি ও বংশগতি
১.প্রতিটি জীবের দেহ কী দ্বারা গঠিত?
Ο ক) হাত
Ο খ) ফুসফুস
Ο গ) হৃৎপিন্ড
Ο ঘ) কোষ
সঠিক উত্তর: (ঘ)
২.জিনতত্ত্বের জনক কে?
Ο ক) লিনিয়াস
Ο খ) মেন্ডেল
Ο গ) জন রে
Ο ঘ) ডারউইন
সঠিক উত্তর: (খ)
৩. নিচের কোনটিতে শুধুমাত্র RNA থাকে?
Ο ক) শৈবাল
Ο খ) ছত্রাক
Ο গ) TMV
Ο ঘ) HMV
সঠিক উত্তর: (গ)
৪.জীবের জনন ও নিম্নশ্রেণির উদ্ভিদের জাইগোটে কোন ধরনের বিভাজন ঘটে?
Ο ক) মাইটোসিস
Ο খ) মিয়োসিস
Ο গ) অ্যামাইটোসিস
Ο ঘ) বাডিং
সঠিক উত্তর: (খ)
৫. মেটাফেজ ধাপে প্রত্যেক ক্রোমটিড কয়টি করে সেন্ট্রোমিয়ার পায়?
Ο ক) একটি
Ο খ) দুইটি
Ο গ) চারটি
Ο ঘ) একটি না
সঠিক উত্তর: (ক)
৬. সপুষ্পক উদ্ভিদের মিয়োসিস ঘটে-
i. পরাগধানীতে
ii. দলমন্ডলে
iii. ডিম্বকের মধ্যে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৭. বহুকোষী জীবদেরে জীবন কয়টি কোষ থেকে শুরু হয়?
Ο ক) ১টি
Ο খ) ২টি
Ο গ) ২২টি
Ο ঘ) ৪৬টি
সঠিক উত্তর: (ক)
৮. টেলোফেজ দশাতে নিচের কোনটি সৃষ্টি হয়?
Ο ক) সেন্ট্রিওল
Ο খ) সাইটোকাইনেসিস
Ο গ) ক্রোমাটিড
Ο ঘ) স্পিন্ডল যন্ত্র
সঠিক উত্তর: (খ)
৯.মিয়োসিসে নিউক্লিয়াস কতবার বিভাজিত হয়?
Ο ক) ১ বার
Ο খ) ২ বার
Ο গ) ৩ বার
Ο ঘ) ৪ বার
সঠিক উত্তর: (খ)
১০. কোন ধাপে অপত্য ক্রোমোজোম বিপরীত মেরুতে আসে?
Ο ক) মেটাফেজ
Ο খ) টেলোফেজ
Ο গ) অ্যানাফেজ
Ο ঘ) প্রোফেজ
সঠিক উত্তর: (খ)
১১. ক্রোমোজোমকে বংশগতির ভৌতভিত্তি বলা হয়, কারণ-
i. এটি বংশগতির ধারা অক্ষুণ্ন রাখার জন্য বাহক হিসেবে কাজ করে
ii. এটি জিনকে সরাসরি মাতা-পিতা থেকে বহন করে পরবর্তী বংশধরে নিয়ে যায়
iii. এটি লম্বালম্বিভাবে বিভক্ত হয়ে তিনটি ক্রোমাটিড গঠন করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১২. কোন পর্যায়ে ক্রোমোজোমের বিভাজন হয়?
Ο ক) প্রোফেজ
Ο খ) প্রো-মেটাফেজ
Ο গ) অ্যানাফেজ
Ο ঘ) টেলোফেজ
সঠিক উত্তর: (গ)
১৩. সাইটোকাইনেসিসে সৃষ্ট কোষপ্লেট পরিবর্তিত ও পরিবর্ধিত হয়ে কী গঠন করে?
Ο ক) কোষগহ্বর
Ο খ) কোষপ্রাচীর
Ο গ) কোষরস
Ο ঘ) কোষ অঙ্গাণু
সঠিক উত্তর: (খ)
১৪. জাইগোট হলো-
i. ডিম্বাণু ও শুক্রাণুর মিলনের ফল
ii. দুটি হ্যাপ্লয়েড কোষের মিলিত অবস্থা
iii. মাইটোসিস বিভাজনের অনন্য বৈশিষ্ট্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৫. মাইটোসিস কোষ বিভাজন অপরিহার্য-
i. বৃদ্ধির জন্য
ii. প্রজননের জন্য
iii. অযৌন জননের জন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও iii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)
১৬. অ্যামাইটোসিস কোষ বিভাজনে নিউক্লিয়াসটি কিরূপ আকার ধারণ করে?
Ο ক) ডাম্বেলাকার
Ο খ) ডিম্বাকার
Ο গ) গোলাকার
Ο ঘ) বর্গাকার
সঠিক উত্তর: (ক)
১৭. নিউক্লিক এসিড হলো- i. DNA ii. RNA iii. ATP নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)
১৮. DNA কর্তৃক নিয়ন্ত্রিত হয়-
i. চোখের রং
ii. চুলের প্রকৃতি
iii. চামড়ার রং
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৯. মাইটোসিস বিভাজনটি কয়টি পর্যায়ে সম্পন্ন হয়?
Ο ক) ৫
Ο খ) ৪
Ο গ) ৩
Ο ঘ) ২
সঠিক উত্তর: (ঘ)
২০. মিয়োসিস প্রক্রিয়ায় কোষের ক্রোমোজোম কয়বার বিভক্ত হয়?
Ο ক) ১
Ο খ) ২
Ο গ) ৩
Ο ঘ) ৪
সঠিক উত্তর: (ঘ)
» অধ্যায় - ২ : জীবের বৃদ্ধি ও বংশগতি (৫১- ১০০)
২১. ক্রোমাটিডদ্বয় কোথায় যুক্ত থাকে?
Ο ক) বিষুবীয় অঞ্চলে
Ο খ) স্পিন্ডল তন্তুতে
Ο গ) সেন্ট্রোমিয়ারে
Ο ঘ) নিউক্লিয়াসে
সঠিক উত্তর: (গ)
২২. কোন ধরনের বিভাজন প্রক্রিয়ায় মাতৃকোষটি বিভাজিত হয়ে সমগুণ সম্পন্ন দুটি অপত্য কোষ সৃষ্টি হয়?
Ο ক) দ্বিবিভাজন
Ο খ) মাইটোসিস
Ο গ) মিয়োসিস
Ο ঘ) অ্যামাইটোসিস
সঠিক উত্তর: (ক)
২৩. কোনটি উৎপন্নের সময় মিয়োসিস কোষবিভাজন ঘটে?
Ο ক) দেহ কোষ
Ο খ) জনন কোষ
Ο গ) সেন্ট্রেমিয়ার
Ο ঘ) অপত্য ক্রোমোজোম
সঠিক উত্তর: (খ)
২৪. কোষ বিভাজনের কোন দশায় সাফওয়ানের চোখ পড়েছিল?
Ο ক) প্রোফেজ
Ο খ) প্রোমেটাফেজ
Ο গ) মেটাফেজ
Ο ঘ) অ্যানাফেজ
সঠিক উত্তর: (গ)
২৫. অ্যামািইটোসিস কোষ বিভাজন সংগটিত হয়-
i. ব্যাকটেরিয়ায়
ii. ছত্রাকে
iii. অ্যামিবায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৬. ক্রোমোজোম নিচের কোন দুটি অংশ নিয়ে গঠিত?
Ο ক) ক্রোমোমিয়ার ও সেন্ট্রোসোম
Ο খ) ক্রোমোটিড ও ম্রোমোমিয়ার
Ο গ) ক্রোমাটিড ও সেন্ট্রোমিয়ার
Ο ঘ) ক্রোমোমিয়ার ও সেন্ট্রোমিয়ার
সঠিক উত্তর: (গ)
২৭. কোনটিকে ইকুয়েশনাল ডিভিশন বলা হয়?
Ο ক) মাইটোসিস
Ο খ) মিয়োসিস
Ο গ) দ্বিবিভাজন
Ο ঘ) অ্যামাইটোসিস
সঠিক উত্তর: (ক)
২৮. কোন ধাপে অপত্য ক্রোমোজোমের সৃষ্টি হয়?
Ο ক) মেটাফেজ
Ο খ) অ্যানাফেজ
Ο গ) প্রোফেজ
Ο ঘ) টেলোফেজ
সঠিক উত্তর: (খ)
২৯. কোনটি এককোষী জীব?
Ο ক) এগারিকাস
Ο খ) কুনোব্যাঙ
Ο গ) ইস্ট
Ο ঘ) মিউকর
সঠিক উত্তর: (গ)
৩০. মাইটোসিস বিভাজন কয় পর্যায়ে সম্পন্ন হয়?
Ο ক) ২
Ο খ) ৩
Ο গ) ৪
Ο ঘ) ৫
সঠিক উত্তর: (ক)
৩১. কোন ধাপে ক্যারিওকাইনেসিসের সমাপ্তি ঘটে?
Ο ক) টেলোফেজ
Ο খ) অ্যানাফেজ
Ο গ) প্রো-মেটাফেজ
Ο ঘ) মেটাফেজ
সঠিক উত্তর: (ক)
৩২. মাইটোসিস বিভাজনের সবয়েচে স্বল্পস্থায়ী ধাপ কোনটি?
Ο ক) টেলোফেজ
Ο খ) অ্যানাফেজ
Ο গ) প্রো-মেটাফেজ
Ο ঘ) মেটাফেজ
সঠিক উত্তর: (গ)
৩৩. জিনের রাসায়নিক রূপ-
Ο ক) ক্রোমোজোম
Ο খ) TMV
Ο গ) DNA
Ο ঘ) RNA
সঠিক উত্তর: (গ)
৩৪. এককোষী জীব-
i. মাইটোসিস প্রক্রিয়ায় বংশবৃদ্ধি করে
ii. অ্যামাইটোসিস প্রক্রিয়ায় বংশবৃদ্ধি করে
iii. ঈস্ট, ছত্রাক, অ্যামিবা, ব্যাকটেরিয়া
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৩৫. মাইটোসিস বিভাজনের কোন ধাপে ক্রোমোজোমগুলো সর্বাধিক খাটো ও মোটা হয়?
Ο ক) প্রোফেজ
Ο খ) প্রোমেটাফেজ
Ο গ) মেটাফেজ
Ο ঘ) অ্যানাফেজ
সঠিক উত্তর: (গ)
৩৬. নিচের কোনটি ক্রোমোজোমের অংশ?
Ο ক) কোষ প্লেট
Ο খ) সেন্ট্রোমিয়ার
Ο গ) স্পিন্ডল তন্তু
Ο ঘ) সেন্ট্রিওল
সঠিক উত্তর: (খ)
৩৭. কোনটি মাইটোসিস বিভাজনের সবচেয়ে দীর্ঘস্থায়ী ধাপ?
Ο ক) প্রোফেজ
Ο খ) মেটাফেজ
Ο গ) অ্যানাফেজ
Ο ঘ) টেলোফেজ
সঠিক উত্তর: (ক)
৩৮. মাইটোসিসের কোন পর্যায়ে প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়অর দুই ভাগে বিভক্ত হয়?
Ο ক) প্রোফেজ
Ο খ) প্রো-মেটাফেজ
Ο গ) মেটাফেজ
Ο ঘ) আনাফেজ
সঠিক উত্তর: (ঘ)
৩৯. মাইটোসিস কোষ বিভাজনের সবচেয়ে দীর্ঘ ধাপ কোনটি?
Ο ক) প্রোফেজ
Ο খ) মেটাফেজ
Ο গ) অ্যানাফেজ
Ο ঘ) টেলোফেজ
সঠিক উত্তর: (ক)
৪০. মাতৃকোষের ক্রোমাসোম সংখ্যা অর্ধেক হয়ে যায় কোন বিভাজনের মাধ্যমে?
Ο ক) অ্যামাইটোসিস
Ο খ) মাইটোসিস
Ο গ) মিয়োসিস
Ο ঘ) দ্বিবিভাজন
সঠিক উত্তর: (গ)
৪১. প্রাণিদেহে মিয়োসিস ঘটে-
i. শুক্রাশয়ের মধ্যে
ii. ডিম্বাশয়েল মধ্যে
iii. ডিম্বাণুর মধ্যে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)
৪২. মিয়োসিস বিভাজনের সময় কোষ পরপর কয়বার বিভাজিত হয়?
Ο ক) ৪ বার
Ο খ) ৩ বার
Ο গ) ২ বার
Ο ঘ) ৫বার
সঠিক উত্তর: (গ)
৪৩. ক্রোমোজোম থেকে উদ্ভূত ক্রোমাটিডগুলো নিচের কোনটি দ্বারা যুক্ত থাকে?
Ο ক) সেন্ট্রোমিয়ার
Ο খ) সেন্ট্রোস্ফিয়ার
Ο গ) সেন্ট্রোজোম
Ο ঘ) সেন্ট্রোসাইট
সঠিক উত্তর: (ক)
৪৪. ডিম্বাণু নিষিক্ত হওয়ার পর বহুকোষী জীবদের জীবন শুরু হয় কয়টি কোষ দিয়ে?
Ο ক) ২
Ο খ) ৩
Ο গ) ৪
Ο ঘ) ৫
সঠিক উত্তর: (খ)
৪৫. কোনটি ক্রমাগত বিভাজনের মাধ্যমে বিশাল দেহ সৃষ্টি করে?
Ο ক) ক্রোমোজোম
Ο খ) জাইগোট
Ο গ) ডিএনএ
Ο ঘ) আরএনএ
সঠিক উত্তর: (খ)
৪৬. সপুষ্পক উদ্ভিদে মিয়োসিস ঘটে-
i. পরাগধানীতে
ii. ডিম্বাশয়ে
iii. ডিম্বকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও ii
সঠিক উত্তর: (ক)
৪৭. ক্যারিওকাইনেসিস পর্ব কয়টি ধাপে বিভক্ত?
Ο ক) ২
Ο খ) ৪
Ο গ) ৩
Ο ঘ) ৫
সঠিক উত্তর: (ঘ)
৪৮. জিন নিয়ন্ত্রি বৈশিষ্ট্য হলো-
i. গায়ের রং
ii. চোখের রং
iii. উচ্চতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৪৯. স্পিন্ডল যন্ত্রে আকৃতি কেমন?
Ο ক) গোলাকার
Ο খ) ডিম্বাকার
Ο গ) মাকু আকার
Ο ঘ) তন্তু আকৃতির
সঠিক উত্তর: (গ)
৫০. স্পিন্ডল যন্ত্রের মধ্যভাগকে কী বলে?
Ο ক) অক্ষরেখা
Ο খ) বিষুবীয় অঞ্চল
Ο গ) মেরু অঞ্চল
Ο ঘ) ক্রোমাটিন
সঠিক উত্তর: (খ)
৫১. জীবের জনন কোষ সৃষ্টির সময় জনন মাতৃকোষে কোন বিভাজন ঘটে?
Ο ক) অ্যামাইটোসিস
Ο খ) মাইটোসিস
Ο গ) মিয়োসিস
Ο ঘ) বাডিং
সঠিক উত্তর: (গ)
৫২. মেন্ডেল বংশগতি বিষয়ক কয়টি সূত্র প্রদান করেন?
Ο ক) ১টি
Ο খ) ২টি
Ο গ) ৩টি
Ο ঘ) ৪টি
সঠিক উত্তর: (খ)
৫৩. এককোষী জীবে চারটি থেকে কয়টি কোষে বিভক্ত হয়?
Ο ক) দুইটি
Ο খ) চারটি
Ο গ) ছয়টি
Ο ঘ) আটটি
সঠিক উত্তর: (ঘ)
৫৪. ক্রোমাটিডের আকৃতি কিসের মতো?
Ο ক) সুতা
Ο খ) ডাম্বেল
Ο গ) ফিতা
Ο ঘ) বৃত্ত
সঠিক উত্তর: (ক)
৫৫.কোন ধাপে অ্যাস্ট্রার রশ্মির আবির্ভাব ঘটে?
Ο ক) টেলোফেজ
Ο খ) প্রো-মেটাফেজ
Ο গ) অ্যানাফেজ
Ο ঘ) মেটাফেজ
সঠিক উত্তর: (খ)
» অধ্যায় - ২ : জীবের বৃদ্ধি ও বংশগতি (৫১- ১০০)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – 01571769905 (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
JSC Science