এস.এস.সি ইসলাম শিক্ষা অধ্যায় - ৫: আদর্শ জীবনচরিত (১)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায় - ৫: আদর্শ জীবনচরিত (১) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com
১. যুবক বয়সে হযরত উমর ছিলেন
i. সাহসী যোদ্ধা
ii. ইসলামের একনিষ্ঠ সেবক
iii. কুস্তিগির
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও iii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)

২. মহানবি (স) কাদের নিয়ে ‘হিলফুল ফুযুল ’ গঠন করেছিলেন?
Ο ক) কিশোরদের
Ο খ) যুবকদের
Ο গ) বৃদ্ধদের
Ο ঘ) কিশোর ও যুবকদের
সঠিক উত্তর: (খ)

৩. হযরত উসমান (রা) আবিসিনিয়ায় হিজরত করেছিলেন কাকে নিয়ে?
Ο ক) একাকী
Ο খ) উম্মে কুলসুমকে নিয়ে
Ο গ) রুকাইয়াকে নিয়ে
Ο ঘ) অনেক মুসলমানকে নিয়ে
সঠিক উত্তর: (গ)

৪. মধ্যযুগীয় শ্রেষ্ঠ মুসলিম পন্ডিতের নাম কী?
Ο ক) ইবনে সিনা
Ο খ) আল রাযি
Ο গ) আল বিরুনি
Ο ঘ) ইবনে রুশদ
সঠিক উত্তর: (গ)

৫. মুসলমানগণ বিজ্ঞানের কোন শাখায় বিশেষ অবদান রেখে গেছেন?
Ο ক) রসায়ন
Ο খ) পদার্থ
Ο গ) জীববিজ্ঞান
Ο ঘ) দৃষ্টিবিজ্ঞান
সঠিক উত্তর: (ক)

৬. কুতুবে হানাফিয়্যাতে কত হাজার মাসআলা ও সমাধান লিপিবদ্ধ করা হয়েছে?
Ο ক) ৮২
Ο খ) ৮৩
Ο গ) ৮৪
Ο ঘ) ৮৫
সঠিক উত্তর: (খ)

৭. ‘কানূন ফিত্‌ তিব্ব’ গ্রন্থখানি কোন বিষয়ের ওপর রচিত?
Ο ক) রসায়ন
Ο খ) গণিত
Ο গ) চিকিৎসা
Ο ঘ) পদার্থ
সঠিক উত্তর: (গ)

৮. একজন মুসলমান যখন সমাজ ও রাষ্ট্রে অস্থিরতা, সন্ত্রাস, মারামারি দেখেন তখন তাঁর অন্তর-
i. কেঁপে ওঠে
ii. এ অবস্থা থেকে মুক্তি চায়
iii. আল্লাহর ভয়ে কাঁপতে থাকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)

৯. হযরত আবু বকর (রা) সমগ্র কুরআন গ্রন্থাকারে একত্র করলেন। এ মহৎ কাজের জন্য তাঁকে বলা হয়-
Ο ক) কুরআন সংকলনকারী
Ο খ) ইসলামের ত্রাণকর্তা
Ο গ) কুরআন সংরক্ষণ কারী
Ο ঘ) জামিউল কুরআন
সঠিক উত্তর: (খ)

১০. ‘আসাদুল্লাহ’ বা আল্লাহর সিংহ কার উপাধি ছিল?
Ο ক) আবু বকর (রা) এর
Ο খ) উমর (রা) এর
Ο গ) উসমান (রা) এর
Ο ঘ) আলী (রা) এর
সঠিক উত্তর: (ঘ)

১১. খুলাফায়ে রাশেদিন বলতে কত জন সাহাবিকে বোঝায়?
Ο ক) ৫ জন
Ο খ) ৪ জন
Ο গ) ৩ জন
Ο ঘ) ১ জন
সঠিক উত্তর: (খ)

১২. হযরত উমর (রা) জনগণের প্রতিনিধি হিসেবে জনগণের কল্যাণে তাঁর শাসনব্যবস্থা পরিচালনা করতেন। তিনি শাসনকার্যে জনমতকে প্রাধান্য দিতেন। তাঁর শাসনব্যবস্থার স্বরূপ কী ছিল?
Ο ক) গণতান্ত্রিক
Ο খ) ধনতান্ত্রিক
Ο গ) সমাজতান্ত্রিক
Ο ঘ) একনায়কতান্ত্রিক
সঠিক উত্তর: (ক)

১৩. কোন খলিফা সকল যুদ্ধে মহানবি (স) এর সঙ্গী হয়ে বীরত্বের সাথে যুদ্ধ করেন?
Ο ক) হযরত আবু বকর (রা)
Ο খ) হযরত উমর (রা)
Ο গ) হযরত উসমান (রা)
Ο ঘ) হযরত আলি (রা)
সঠিক উত্তর: (খ)

১৪. হযরত মুহাম্মদ (স) কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?
Ο ক) ৫৬৯
Ο খ) ৫৭০
Ο গ) ৫৭৩
Ο ঘ) ৫৭৫
সঠিক উত্তর: (খ)

১৫. হযরত উসমান (রা) কুরআন সংকলনের সাহসী পদক্ষেপ গ্রহণ না করলে মুসলিম উম্মাহর-
i. অস্তিত্ব পৃথিবী থেকে বিলীন হয়ে যেত
ii. ঐক্য ও সংহতি বিনষ্ট হতো
iii. বিভিন্ন মত ও পথের সৃষ্টি হতো
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)

১৬. হাজরে আসওয়াদ স্থাপন নিয়ে বিচারকার্যে রাসুল (স) কীসের পরিচয় দিয়েছিলেন?
Ο ক) সাহসিকতার
Ο খ) বিচক্ষণতার
Ο গ) সহমর্মিতার
Ο ঘ) শক্তির
সঠিক উত্তর: (খ)

১৭. ইমাম গাযযালি (রা) - এর জীবনাদর্শ থেকে আমাদের ব্যবহারিক জীবনে গ্রহণীয় দিক কোনটি?
Ο ক) গাণিতিক সমাধান
Ο খ) বৈজ্ঞানিক সূত্রাবলি
Ο গ) সুফি দর্শন
Ο ঘ) চিকিৎসাশাস্ত্র
সঠিক উত্তর: (গ)

১৮. “না কখনো না। আল্লাহর কসম, তিনি কখনই আপনাকে অপদস্ত করবেন না।” এটি কার উক্তি?
Ο ক) বিবি হাজিরা (রা) এর
Ο খ) বিবি আমিনা (রা)
Ο গ) বিবি আয়িশা (রা) এর
Ο ঘ) বিবি খাদিজা (রা) এর
সঠিক উত্তর: (ঘ)

১৯. কোন স্থানে জুননুন মিসরি জন্মগ্রহণ করেন?
Ο ক) মিসরের আখমিমে
Ο খ) দাম্মামে
Ο গ) ফিলিস্তিনে
Ο ঘ) সিরিয়ায়
সঠিক উত্তর: (ক)

২০. জামান সাহেব ও তার সঙ্গীরা বিনা বাধায় তাদের নিজ মাতৃভূমিকে শত্রমুক্ত করে সেখানে ঘর তৈরি করে। রাসুল (স) এর কোন কাজের সাথে এর মিল রয়েছে?
Ο ক) হিজরত
Ο খ) শান্তিসংঘ গঠন
Ο গ) আরাফায় ভাষণ
Ο ঘ) মক্কা বিজয়
সঠিক উত্তর: (ঘ)

২১. কোন স্থানে রাসুল (স) বিদায় হজের ভাষণ দিয়েছিলেন?
Ο ক) হেরার ময়দানে
Ο খ) আরাফাতের ময়দানে
Ο গ) বদর প্রান্তরে
Ο ঘ) ওহুদের মাঠে
সঠিক উত্তর: (খ)

২২. মুহাম্মদ (স) এর মদিনায় হিজরতের পর কোন ক্ষেত্রে এক নতুন ‍দিগন্ত উন্মেচিত হয়েছিল?
Ο ক) অর্থনৈতিক উন্নতির
Ο খ) সাংস্কৃতিক অগ্রগতির
Ο গ) সামাজিক সম্পর্কের
Ο ঘ) রাজনৈতিক মতাদর্শের
সঠিক উত্তর: (গ)

২৩. কোন খলিফা রাষ্ট্রের যাবতীয় গুরুত্বপূর্ণ কাজে সাহাবিদের সাথে পরামর্শ করতেন?
Ο ক) হযরত আবু বকর (রা)
Ο খ) হযরত উমর (রা)
Ο গ) হযরত উসমান (রা)
Ο ঘ) হযরত আলি (রা)
সঠিক উত্তর: (খ)

২৪. খুলাফায়ে রাশেদিন অর্থ হলো-
Ο ক) শ্রেষ্ঠ চার জন খলিফা
Ο খ) আলোক প্রাপ্ত প্রতিনিধিগণ
Ο গ) শ্রেষ্ঠ চার জন সাহাবি
Ο ঘ) চার খলিফার সমষ্টি
সঠিক উত্তর: (খ)

২৫. হযরত উমর (রা) রাষ্ট্রের যাবতীয় গুরুত্বপূর্ণ কাজ কাদের সঙ্গে পরামর্শ করে সম্পাদন করতেন?
Ο ক) মন্ত্রীবর্গের
Ο খ) বন্ধুদের
Ο গ) সাহাবিগণের
Ο ঘ) বিচারকগণের
সঠিক উত্তর: (গ)

২৬. ‘আল-আমিন’ শব্দের অর্থ কোনটি?
Ο ক) বিশ্বাস
Ο খ) বিশ্বাসী
Ο গ) আমানতদার
Ο ঘ) সত্যবাদী
সঠিক উত্তর: (খ)

২৭. ‘হাজরে আসওয়াদ’ স্থাপনের ঝগড়া কে মীমাংসা করেন?
Ο ক) হযরত ইব্রাহিম (আ)
Ο খ) আবু জাহেদ
Ο গ) হযরত মুহাম্মদ (স)
Ο ঘ) আবু সুফিয়ান
সঠিক উত্তর: (গ)

২৮. ইসলমা প্রচার করতে গিয়ে নবি (স) কেন উদ্বিগ্ন ও হতাশ হয়ে পড়েন?
Ο ক) যথার্থ সাড়া না পাওয়ায়
Ο খ) সাহাবিদের কষ্ট দেখে
Ο গ) মক্কার লোকদের অত্যাচার ও নির্যাতনে
Ο ঘ) অভাব-অনটনে পড়ে
সঠিক উত্তর: (গ)

২৯. হযরত উমর (রা) এর শাসনের সাথে তুলনা করে বর্তমান সময়ের শাসনব্যবস্থা কেমন হওয়া উচিত?
Ο ক) সমাজতান্ত্রিক
Ο খ) একনায়কতান্ত্রিক
Ο গ) জবাবদিহিমূলক
Ο ঘ) স্বেচ্ছাচারী
সঠিক উত্তর: (গ)

৩০. আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ আদর্শ কে?
Ο ক) হযরত আদম (আ)
Ο খ) হযরত মুহাম্মদ (স)
Ο গ) হযরত ইবরাহিম (আ)
Ο ঘ) হযরত ঈসা (আ)
সঠিক উত্তর: (খ)

৩১. হযরত উসমান (রা) এর চাচা তাঁকে নির্যাতন করেছিলেন কেন?
Ο ক) বেশি ধন-সম্পদ থাকার কারণে
Ο খ) চাচার খোঁজখবর না নেওয়ার কারণে
Ο গ) ইসলাম গ্রহণ করার কারণে
Ο ঘ) ধন-সম্পদ জমিয়ে রাখার কারণে
সঠিক উত্তর: (গ)

৩২. মদিনা সনদে মোট কতটি ধারা ছিল?
Ο ক) ১৭
Ο খ) ১৭
Ο গ) ২৭
Ο ঘ) ৪৭
সঠিক উত্তর: (ঘ)

৩৩. মদিনার পরিবেশ ছিল- i. নির্মল ii. কোলাহলমুক্ত iii. জমজমাট নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)

৩৪. নবি (স) বললেন, “আবু বকর চিন্তা কর না। আল্লাহ আমাদের সঙ্গে আছেন।” রাসুলের এ উক্তিটি পড়ে তুমি কী বুঝতে পেরেছো?
Ο ক) রাসুল (স) আবু বকর (রা) কে অভয় দিলেন
Ο খ) আল্লাহর প্রতি বিশ্বাসের কথা পুণ: ব্যক্ত করলেন
Ο গ) ক ও খ উভয়ই সঠিক
Ο ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর: (গ)

৩৫. হযরত আলি (রা) কেমন যোদ্ধা ছিলেন?
Ο ক) সাহসী
Ο খ) শক্তিশালী
Ο গ) সাধারণ
Ο ঘ) সেনাপতি
সঠিক উত্তর: (খ)

৩৬. বুখারি শরিফ সংকলনে কত দিন সময় লেগেছিল?
Ο ক) ১০ বছর
Ο খ) ১২ বছর
Ο গ) ১৪ বছর
Ο ঘ) ১৬ বছর
সঠিক উত্তর: (ঘ)

৩৭. “আহসানুত তাকাসীম ফী মারিফাতুল আকালিম”- গ্রন্থের রচয়িতা কে?
Ο ক) আল খারেযমী
Ο খ) উমর খৈয়াম
Ο গ) আল মুকাদ্দাসি
Ο ঘ) ইয়াকুত ইবনে আব্দুল্লাহ
সঠিক উত্তর: (গ)

৩৮. বসন্ত ও হাম রোগের ওপর লিখিত গ্রন্থটি হল-
Ο ক) আল-আছারুল বাকিয়্যাহ
Ο খ) আল-মানসুরী
Ο গ) আল-জুদাইরী ওয়াল হাসবাহ
Ο ঘ) তারিখুল উমাম ওয়াল মুলক
সঠিক উত্তর: (গ)

৩৯. ‘কিতাবুল জিবার’ গ্রন্থখানি কার রচিত?
Ο ক) আল বিরুনী
Ο খ) মূসা আল-খারেযমি
Ο গ) উমর খৈয়াম
Ο ঘ) ইবনে সিনা
সঠিক উত্তর: (গ)

৪০. সুফফা শিক্ষায়তনে শিক্ষার্থীর সংখ্যা ছিল কতজন?
Ο ক) ৪০
Ο খ) ৫০
Ο গ) ৬০
Ο ঘ) ৭০
সঠিক উত্তর: (ঘ)

৪১. বাগদাদ নগরীতে ‘বায়তুল হিকমাহ’ কে প্রতিষ্ঠ করেন?
Ο ক) খলিফা মামুন
Ο খ) খলিফা হারুন অর রশীদ
Ο গ) খলিফা মুনসুর
Ο ঘ) খলিফা আবুল আব্বাস
সঠিক উত্তর: (ক)

৪২. আবু হানিফা কত বছর বয়সে পড়াশুনা শুরু করেন?
Ο ক) ১২
Ο খ) ১৪
Ο গ) ১৬
Ο ঘ) ১৭
সঠিক উত্তর: (ঘ)

৪৩. কালমেঘা ইউনিয়নের হাওলাদার বংশ অন্যায়ভাবে মুসল্লি বংশের লোকের সাথে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। এ নিয়ে তাদের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ ঘটনা রাসুল (স) এর সময়ের কোন ঘটনাকে মনে করিয়ে দেয়?
Ο ক) হারবুল ফিজারের
Ο খ) মিরাজের
Ο গ) ওহুদ যুদ্ধের
Ο ঘ) বদর যুদ্ধের
সঠিক উত্তর: (ক)

৪৪. হযরত উসমান (রা) স্বীয় সহধর্মিণী রুকাইয়াকে নিয়ে কোথায় হিজরত করেন?
Ο ক) মদিনায়
Ο খ) ইয়ামেনে
Ο গ) তায়েফে
Ο ঘ) আবিসিনিয়ায়
সঠিক উত্তর: (ঘ)

৪৫. ‘হুজ্জাতুল ইসলাম’ অর্থ কী?
Ο ক) ইসলামের আলো
Ο খ) ইসলামের দলিল
Ο গ) ইসলামের লেখক
Ο ঘ) দীনের পথিক
সঠিক উত্তর: (খ)

৪৬. ‘সুরত আল-আরদ’ কী জাতীয় গ্রন্থ ?
Ο ক) গণিত
Ο খ) ভূগোল
Ο গ) চিকিৎসা
Ο ঘ) রসায়ন
সঠিক উত্তর: (গ)

৪৭. হযরত উমর (রা) প্রতিষ্ঠা করেছিলেন-
i. সাম্য
ii. ন্যায়বিচার
iii. গণতন্ত্র
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৪৮. কামুস দুর্গ কোথায়?
Ο ক) মদিনায়
Ο খ) খাইবারে
Ο গ) ইরাকে
Ο ঘ) সিরিয়ায়
সঠিক উত্তর: (খ)

৪৯. হযরত মুহাম্মদ (স) আল- আমিন (বিশ্বাসী) উপাধি পেয়েছিলেন-
i. আচার-আচরণের জন্য
ii. আমানতদারিতার জন্য
iii. সত্যবাদিতার জন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৫০. মেষপালক রাখাল বালকদের জন্য কে ছিলেন আদর্শ?
Ο ক) হযরত আবু বকর (রা)
Ο খ) হযরত উমর (রা)
Ο গ) হযরত মুহাম্মদ (স)
Ο ঘ) মাইসারা
সঠিক উত্তর: (গ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd

বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post