ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায় - ৫: আদর্শ জীবনচরিত (১) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১. যুবক বয়সে হযরত উমর ছিলেন
i. সাহসী যোদ্ধা
ii. ইসলামের একনিষ্ঠ সেবক
iii. কুস্তিগির
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও iii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)
২. মহানবি (স) কাদের নিয়ে ‘হিলফুল ফুযুল ’ গঠন করেছিলেন?
Ο ক) কিশোরদের
Ο খ) যুবকদের
Ο গ) বৃদ্ধদের
Ο ঘ) কিশোর ও যুবকদের
সঠিক উত্তর: (খ)
৩. হযরত উসমান (রা) আবিসিনিয়ায় হিজরত করেছিলেন কাকে নিয়ে?
Ο ক) একাকী
Ο খ) উম্মে কুলসুমকে নিয়ে
Ο গ) রুকাইয়াকে নিয়ে
Ο ঘ) অনেক মুসলমানকে নিয়ে
সঠিক উত্তর: (গ)
৪. মধ্যযুগীয় শ্রেষ্ঠ মুসলিম পন্ডিতের নাম কী?
Ο ক) ইবনে সিনা
Ο খ) আল রাযি
Ο গ) আল বিরুনি
Ο ঘ) ইবনে রুশদ
সঠিক উত্তর: (গ)
৫. মুসলমানগণ বিজ্ঞানের কোন শাখায় বিশেষ অবদান রেখে গেছেন?
Ο ক) রসায়ন
Ο খ) পদার্থ
Ο গ) জীববিজ্ঞান
Ο ঘ) দৃষ্টিবিজ্ঞান
সঠিক উত্তর: (ক)
৬. কুতুবে হানাফিয়্যাতে কত হাজার মাসআলা ও সমাধান লিপিবদ্ধ করা হয়েছে?
Ο ক) ৮২
Ο খ) ৮৩
Ο গ) ৮৪
Ο ঘ) ৮৫
সঠিক উত্তর: (খ)
৭. ‘কানূন ফিত্ তিব্ব’ গ্রন্থখানি কোন বিষয়ের ওপর রচিত?
Ο ক) রসায়ন
Ο খ) গণিত
Ο গ) চিকিৎসা
Ο ঘ) পদার্থ
সঠিক উত্তর: (গ)
৮. একজন মুসলমান যখন সমাজ ও রাষ্ট্রে অস্থিরতা, সন্ত্রাস, মারামারি দেখেন তখন তাঁর অন্তর-
i. কেঁপে ওঠে
ii. এ অবস্থা থেকে মুক্তি চায়
iii. আল্লাহর ভয়ে কাঁপতে থাকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)
৯. হযরত আবু বকর (রা) সমগ্র কুরআন গ্রন্থাকারে একত্র করলেন। এ মহৎ কাজের জন্য তাঁকে বলা হয়-
Ο ক) কুরআন সংকলনকারী
Ο খ) ইসলামের ত্রাণকর্তা
Ο গ) কুরআন সংরক্ষণ কারী
Ο ঘ) জামিউল কুরআন
সঠিক উত্তর: (খ)
১০. ‘আসাদুল্লাহ’ বা আল্লাহর সিংহ কার উপাধি ছিল?
Ο ক) আবু বকর (রা) এর
Ο খ) উমর (রা) এর
Ο গ) উসমান (রা) এর
Ο ঘ) আলী (রা) এর
সঠিক উত্তর: (ঘ)
১১. খুলাফায়ে রাশেদিন বলতে কত জন সাহাবিকে বোঝায়?
Ο ক) ৫ জন
Ο খ) ৪ জন
Ο গ) ৩ জন
Ο ঘ) ১ জন
সঠিক উত্তর: (খ)
১২. হযরত উমর (রা) জনগণের প্রতিনিধি হিসেবে জনগণের কল্যাণে তাঁর শাসনব্যবস্থা পরিচালনা করতেন। তিনি শাসনকার্যে জনমতকে প্রাধান্য দিতেন। তাঁর শাসনব্যবস্থার স্বরূপ কী ছিল?
Ο ক) গণতান্ত্রিক
Ο খ) ধনতান্ত্রিক
Ο গ) সমাজতান্ত্রিক
Ο ঘ) একনায়কতান্ত্রিক
সঠিক উত্তর: (ক)
১৩. কোন খলিফা সকল যুদ্ধে মহানবি (স) এর সঙ্গী হয়ে বীরত্বের সাথে যুদ্ধ করেন?
Ο ক) হযরত আবু বকর (রা)
Ο খ) হযরত উমর (রা)
Ο গ) হযরত উসমান (রা)
Ο ঘ) হযরত আলি (রা)
সঠিক উত্তর: (খ)
১৪. হযরত মুহাম্মদ (স) কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?
Ο ক) ৫৬৯
Ο খ) ৫৭০
Ο গ) ৫৭৩
Ο ঘ) ৫৭৫
সঠিক উত্তর: (খ)
১৫. হযরত উসমান (রা) কুরআন সংকলনের সাহসী পদক্ষেপ গ্রহণ না করলে মুসলিম উম্মাহর-
i. অস্তিত্ব পৃথিবী থেকে বিলীন হয়ে যেত
ii. ঐক্য ও সংহতি বিনষ্ট হতো
iii. বিভিন্ন মত ও পথের সৃষ্টি হতো
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)
১৬. হাজরে আসওয়াদ স্থাপন নিয়ে বিচারকার্যে রাসুল (স) কীসের পরিচয় দিয়েছিলেন?
Ο ক) সাহসিকতার
Ο খ) বিচক্ষণতার
Ο গ) সহমর্মিতার
Ο ঘ) শক্তির
সঠিক উত্তর: (খ)
১৭. ইমাম গাযযালি (রা) - এর জীবনাদর্শ থেকে আমাদের ব্যবহারিক জীবনে গ্রহণীয় দিক কোনটি?
Ο ক) গাণিতিক সমাধান
Ο খ) বৈজ্ঞানিক সূত্রাবলি
Ο গ) সুফি দর্শন
Ο ঘ) চিকিৎসাশাস্ত্র
সঠিক উত্তর: (গ)
১৮. “না কখনো না। আল্লাহর কসম, তিনি কখনই আপনাকে অপদস্ত করবেন না।” এটি কার উক্তি?
Ο ক) বিবি হাজিরা (রা) এর
Ο খ) বিবি আমিনা (রা)
Ο গ) বিবি আয়িশা (রা) এর
Ο ঘ) বিবি খাদিজা (রা) এর
সঠিক উত্তর: (ঘ)
১৯. কোন স্থানে জুননুন মিসরি জন্মগ্রহণ করেন?
Ο ক) মিসরের আখমিমে
Ο খ) দাম্মামে
Ο গ) ফিলিস্তিনে
Ο ঘ) সিরিয়ায়
সঠিক উত্তর: (ক)
২০. জামান সাহেব ও তার সঙ্গীরা বিনা বাধায় তাদের নিজ মাতৃভূমিকে শত্রমুক্ত করে সেখানে ঘর তৈরি করে। রাসুল (স) এর কোন কাজের সাথে এর মিল রয়েছে?
Ο ক) হিজরত
Ο খ) শান্তিসংঘ গঠন
Ο গ) আরাফায় ভাষণ
Ο ঘ) মক্কা বিজয়
সঠিক উত্তর: (ঘ)
২১. কোন স্থানে রাসুল (স) বিদায় হজের ভাষণ দিয়েছিলেন?
Ο ক) হেরার ময়দানে
Ο খ) আরাফাতের ময়দানে
Ο গ) বদর প্রান্তরে
Ο ঘ) ওহুদের মাঠে
সঠিক উত্তর: (খ)
২২. মুহাম্মদ (স) এর মদিনায় হিজরতের পর কোন ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মেচিত হয়েছিল?
Ο ক) অর্থনৈতিক উন্নতির
Ο খ) সাংস্কৃতিক অগ্রগতির
Ο গ) সামাজিক সম্পর্কের
Ο ঘ) রাজনৈতিক মতাদর্শের
সঠিক উত্তর: (গ)
২৩. কোন খলিফা রাষ্ট্রের যাবতীয় গুরুত্বপূর্ণ কাজে সাহাবিদের সাথে পরামর্শ করতেন?
Ο ক) হযরত আবু বকর (রা)
Ο খ) হযরত উমর (রা)
Ο গ) হযরত উসমান (রা)
Ο ঘ) হযরত আলি (রা)
সঠিক উত্তর: (খ)
২৪. খুলাফায়ে রাশেদিন অর্থ হলো-
Ο ক) শ্রেষ্ঠ চার জন খলিফা
Ο খ) আলোক প্রাপ্ত প্রতিনিধিগণ
Ο গ) শ্রেষ্ঠ চার জন সাহাবি
Ο ঘ) চার খলিফার সমষ্টি
সঠিক উত্তর: (খ)
২৫. হযরত উমর (রা) রাষ্ট্রের যাবতীয় গুরুত্বপূর্ণ কাজ কাদের সঙ্গে পরামর্শ করে সম্পাদন করতেন?
Ο ক) মন্ত্রীবর্গের
Ο খ) বন্ধুদের
Ο গ) সাহাবিগণের
Ο ঘ) বিচারকগণের
সঠিক উত্তর: (গ)
২৬. ‘আল-আমিন’ শব্দের অর্থ কোনটি?
Ο ক) বিশ্বাস
Ο খ) বিশ্বাসী
Ο গ) আমানতদার
Ο ঘ) সত্যবাদী
সঠিক উত্তর: (খ)
২৭. ‘হাজরে আসওয়াদ’ স্থাপনের ঝগড়া কে মীমাংসা করেন?
Ο ক) হযরত ইব্রাহিম (আ)
Ο খ) আবু জাহেদ
Ο গ) হযরত মুহাম্মদ (স)
Ο ঘ) আবু সুফিয়ান
সঠিক উত্তর: (গ)
২৮. ইসলমা প্রচার করতে গিয়ে নবি (স) কেন উদ্বিগ্ন ও হতাশ হয়ে পড়েন?
Ο ক) যথার্থ সাড়া না পাওয়ায়
Ο খ) সাহাবিদের কষ্ট দেখে
Ο গ) মক্কার লোকদের অত্যাচার ও নির্যাতনে
Ο ঘ) অভাব-অনটনে পড়ে
সঠিক উত্তর: (গ)
২৯. হযরত উমর (রা) এর শাসনের সাথে তুলনা করে বর্তমান সময়ের শাসনব্যবস্থা কেমন হওয়া উচিত?
Ο ক) সমাজতান্ত্রিক
Ο খ) একনায়কতান্ত্রিক
Ο গ) জবাবদিহিমূলক
Ο ঘ) স্বেচ্ছাচারী
সঠিক উত্তর: (গ)
৩০. আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ আদর্শ কে?
Ο ক) হযরত আদম (আ)
Ο খ) হযরত মুহাম্মদ (স)
Ο গ) হযরত ইবরাহিম (আ)
Ο ঘ) হযরত ঈসা (আ)
সঠিক উত্তর: (খ)
৩১. হযরত উসমান (রা) এর চাচা তাঁকে নির্যাতন করেছিলেন কেন?
Ο ক) বেশি ধন-সম্পদ থাকার কারণে
Ο খ) চাচার খোঁজখবর না নেওয়ার কারণে
Ο গ) ইসলাম গ্রহণ করার কারণে
Ο ঘ) ধন-সম্পদ জমিয়ে রাখার কারণে
সঠিক উত্তর: (গ)
৩২. মদিনা সনদে মোট কতটি ধারা ছিল?
Ο ক) ১৭
Ο খ) ১৭
Ο গ) ২৭
Ο ঘ) ৪৭
সঠিক উত্তর: (ঘ)
৩৩. মদিনার পরিবেশ ছিল- i. নির্মল ii. কোলাহলমুক্ত iii. জমজমাট নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)
৩৪. নবি (স) বললেন, “আবু বকর চিন্তা কর না। আল্লাহ আমাদের সঙ্গে আছেন।” রাসুলের এ উক্তিটি পড়ে তুমি কী বুঝতে পেরেছো?
Ο ক) রাসুল (স) আবু বকর (রা) কে অভয় দিলেন
Ο খ) আল্লাহর প্রতি বিশ্বাসের কথা পুণ: ব্যক্ত করলেন
Ο গ) ক ও খ উভয়ই সঠিক
Ο ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর: (গ)
৩৫. হযরত আলি (রা) কেমন যোদ্ধা ছিলেন?
Ο ক) সাহসী
Ο খ) শক্তিশালী
Ο গ) সাধারণ
Ο ঘ) সেনাপতি
সঠিক উত্তর: (খ)
৩৬. বুখারি শরিফ সংকলনে কত দিন সময় লেগেছিল?
Ο ক) ১০ বছর
Ο খ) ১২ বছর
Ο গ) ১৪ বছর
Ο ঘ) ১৬ বছর
সঠিক উত্তর: (ঘ)
৩৭. “আহসানুত তাকাসীম ফী মারিফাতুল আকালিম”- গ্রন্থের রচয়িতা কে?
Ο ক) আল খারেযমী
Ο খ) উমর খৈয়াম
Ο গ) আল মুকাদ্দাসি
Ο ঘ) ইয়াকুত ইবনে আব্দুল্লাহ
সঠিক উত্তর: (গ)
৩৮. বসন্ত ও হাম রোগের ওপর লিখিত গ্রন্থটি হল-
Ο ক) আল-আছারুল বাকিয়্যাহ
Ο খ) আল-মানসুরী
Ο গ) আল-জুদাইরী ওয়াল হাসবাহ
Ο ঘ) তারিখুল উমাম ওয়াল মুলক
সঠিক উত্তর: (গ)
৩৯. ‘কিতাবুল জিবার’ গ্রন্থখানি কার রচিত?
Ο ক) আল বিরুনী
Ο খ) মূসা আল-খারেযমি
Ο গ) উমর খৈয়াম
Ο ঘ) ইবনে সিনা
সঠিক উত্তর: (গ)
৪০. সুফফা শিক্ষায়তনে শিক্ষার্থীর সংখ্যা ছিল কতজন?
Ο ক) ৪০
Ο খ) ৫০
Ο গ) ৬০
Ο ঘ) ৭০
সঠিক উত্তর: (ঘ)
৪১. বাগদাদ নগরীতে ‘বায়তুল হিকমাহ’ কে প্রতিষ্ঠ করেন?
Ο ক) খলিফা মামুন
Ο খ) খলিফা হারুন অর রশীদ
Ο গ) খলিফা মুনসুর
Ο ঘ) খলিফা আবুল আব্বাস
সঠিক উত্তর: (ক)
৪২. আবু হানিফা কত বছর বয়সে পড়াশুনা শুরু করেন?
Ο ক) ১২
Ο খ) ১৪
Ο গ) ১৬
Ο ঘ) ১৭
সঠিক উত্তর: (ঘ)
৪৩. কালমেঘা ইউনিয়নের হাওলাদার বংশ অন্যায়ভাবে মুসল্লি বংশের লোকের সাথে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। এ নিয়ে তাদের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ ঘটনা রাসুল (স) এর সময়ের কোন ঘটনাকে মনে করিয়ে দেয়?
Ο ক) হারবুল ফিজারের
Ο খ) মিরাজের
Ο গ) ওহুদ যুদ্ধের
Ο ঘ) বদর যুদ্ধের
সঠিক উত্তর: (ক)
৪৪. হযরত উসমান (রা) স্বীয় সহধর্মিণী রুকাইয়াকে নিয়ে কোথায় হিজরত করেন?
Ο ক) মদিনায়
Ο খ) ইয়ামেনে
Ο গ) তায়েফে
Ο ঘ) আবিসিনিয়ায়
সঠিক উত্তর: (ঘ)
৪৫. ‘হুজ্জাতুল ইসলাম’ অর্থ কী?
Ο ক) ইসলামের আলো
Ο খ) ইসলামের দলিল
Ο গ) ইসলামের লেখক
Ο ঘ) দীনের পথিক
সঠিক উত্তর: (খ)
৪৬. ‘সুরত আল-আরদ’ কী জাতীয় গ্রন্থ ?
Ο ক) গণিত
Ο খ) ভূগোল
Ο গ) চিকিৎসা
Ο ঘ) রসায়ন
সঠিক উত্তর: (গ)
৪৭. হযরত উমর (রা) প্রতিষ্ঠা করেছিলেন-
i. সাম্য
ii. ন্যায়বিচার
iii. গণতন্ত্র
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৪৮. কামুস দুর্গ কোথায়?
Ο ক) মদিনায়
Ο খ) খাইবারে
Ο গ) ইরাকে
Ο ঘ) সিরিয়ায়
সঠিক উত্তর: (খ)
৪৯. হযরত মুহাম্মদ (স) আল- আমিন (বিশ্বাসী) উপাধি পেয়েছিলেন-
i. আচার-আচরণের জন্য
ii. আমানতদারিতার জন্য
iii. সত্যবাদিতার জন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৫০. মেষপালক রাখাল বালকদের জন্য কে ছিলেন আদর্শ?
Ο ক) হযরত আবু বকর (রা)
Ο খ) হযরত উমর (রা)
Ο গ) হযরত মুহাম্মদ (স)
Ο ঘ) মাইসারা
সঠিক উত্তর: (গ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১. যুবক বয়সে হযরত উমর ছিলেন
i. সাহসী যোদ্ধা
ii. ইসলামের একনিষ্ঠ সেবক
iii. কুস্তিগির
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও iii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)
২. মহানবি (স) কাদের নিয়ে ‘হিলফুল ফুযুল ’ গঠন করেছিলেন?
Ο ক) কিশোরদের
Ο খ) যুবকদের
Ο গ) বৃদ্ধদের
Ο ঘ) কিশোর ও যুবকদের
সঠিক উত্তর: (খ)
৩. হযরত উসমান (রা) আবিসিনিয়ায় হিজরত করেছিলেন কাকে নিয়ে?
Ο ক) একাকী
Ο খ) উম্মে কুলসুমকে নিয়ে
Ο গ) রুকাইয়াকে নিয়ে
Ο ঘ) অনেক মুসলমানকে নিয়ে
সঠিক উত্তর: (গ)
৪. মধ্যযুগীয় শ্রেষ্ঠ মুসলিম পন্ডিতের নাম কী?
Ο ক) ইবনে সিনা
Ο খ) আল রাযি
Ο গ) আল বিরুনি
Ο ঘ) ইবনে রুশদ
সঠিক উত্তর: (গ)
৫. মুসলমানগণ বিজ্ঞানের কোন শাখায় বিশেষ অবদান রেখে গেছেন?
Ο ক) রসায়ন
Ο খ) পদার্থ
Ο গ) জীববিজ্ঞান
Ο ঘ) দৃষ্টিবিজ্ঞান
সঠিক উত্তর: (ক)
৬. কুতুবে হানাফিয়্যাতে কত হাজার মাসআলা ও সমাধান লিপিবদ্ধ করা হয়েছে?
Ο ক) ৮২
Ο খ) ৮৩
Ο গ) ৮৪
Ο ঘ) ৮৫
সঠিক উত্তর: (খ)
৭. ‘কানূন ফিত্ তিব্ব’ গ্রন্থখানি কোন বিষয়ের ওপর রচিত?
Ο ক) রসায়ন
Ο খ) গণিত
Ο গ) চিকিৎসা
Ο ঘ) পদার্থ
সঠিক উত্তর: (গ)
৮. একজন মুসলমান যখন সমাজ ও রাষ্ট্রে অস্থিরতা, সন্ত্রাস, মারামারি দেখেন তখন তাঁর অন্তর-
i. কেঁপে ওঠে
ii. এ অবস্থা থেকে মুক্তি চায়
iii. আল্লাহর ভয়ে কাঁপতে থাকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)
৯. হযরত আবু বকর (রা) সমগ্র কুরআন গ্রন্থাকারে একত্র করলেন। এ মহৎ কাজের জন্য তাঁকে বলা হয়-
Ο ক) কুরআন সংকলনকারী
Ο খ) ইসলামের ত্রাণকর্তা
Ο গ) কুরআন সংরক্ষণ কারী
Ο ঘ) জামিউল কুরআন
সঠিক উত্তর: (খ)
১০. ‘আসাদুল্লাহ’ বা আল্লাহর সিংহ কার উপাধি ছিল?
Ο ক) আবু বকর (রা) এর
Ο খ) উমর (রা) এর
Ο গ) উসমান (রা) এর
Ο ঘ) আলী (রা) এর
সঠিক উত্তর: (ঘ)
১১. খুলাফায়ে রাশেদিন বলতে কত জন সাহাবিকে বোঝায়?
Ο ক) ৫ জন
Ο খ) ৪ জন
Ο গ) ৩ জন
Ο ঘ) ১ জন
সঠিক উত্তর: (খ)
১২. হযরত উমর (রা) জনগণের প্রতিনিধি হিসেবে জনগণের কল্যাণে তাঁর শাসনব্যবস্থা পরিচালনা করতেন। তিনি শাসনকার্যে জনমতকে প্রাধান্য দিতেন। তাঁর শাসনব্যবস্থার স্বরূপ কী ছিল?
Ο ক) গণতান্ত্রিক
Ο খ) ধনতান্ত্রিক
Ο গ) সমাজতান্ত্রিক
Ο ঘ) একনায়কতান্ত্রিক
সঠিক উত্তর: (ক)
১৩. কোন খলিফা সকল যুদ্ধে মহানবি (স) এর সঙ্গী হয়ে বীরত্বের সাথে যুদ্ধ করেন?
Ο ক) হযরত আবু বকর (রা)
Ο খ) হযরত উমর (রা)
Ο গ) হযরত উসমান (রা)
Ο ঘ) হযরত আলি (রা)
সঠিক উত্তর: (খ)
১৪. হযরত মুহাম্মদ (স) কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?
Ο ক) ৫৬৯
Ο খ) ৫৭০
Ο গ) ৫৭৩
Ο ঘ) ৫৭৫
সঠিক উত্তর: (খ)
১৫. হযরত উসমান (রা) কুরআন সংকলনের সাহসী পদক্ষেপ গ্রহণ না করলে মুসলিম উম্মাহর-
i. অস্তিত্ব পৃথিবী থেকে বিলীন হয়ে যেত
ii. ঐক্য ও সংহতি বিনষ্ট হতো
iii. বিভিন্ন মত ও পথের সৃষ্টি হতো
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)
১৬. হাজরে আসওয়াদ স্থাপন নিয়ে বিচারকার্যে রাসুল (স) কীসের পরিচয় দিয়েছিলেন?
Ο ক) সাহসিকতার
Ο খ) বিচক্ষণতার
Ο গ) সহমর্মিতার
Ο ঘ) শক্তির
সঠিক উত্তর: (খ)
১৭. ইমাম গাযযালি (রা) - এর জীবনাদর্শ থেকে আমাদের ব্যবহারিক জীবনে গ্রহণীয় দিক কোনটি?
Ο ক) গাণিতিক সমাধান
Ο খ) বৈজ্ঞানিক সূত্রাবলি
Ο গ) সুফি দর্শন
Ο ঘ) চিকিৎসাশাস্ত্র
সঠিক উত্তর: (গ)
১৮. “না কখনো না। আল্লাহর কসম, তিনি কখনই আপনাকে অপদস্ত করবেন না।” এটি কার উক্তি?
Ο ক) বিবি হাজিরা (রা) এর
Ο খ) বিবি আমিনা (রা)
Ο গ) বিবি আয়িশা (রা) এর
Ο ঘ) বিবি খাদিজা (রা) এর
সঠিক উত্তর: (ঘ)
১৯. কোন স্থানে জুননুন মিসরি জন্মগ্রহণ করেন?
Ο ক) মিসরের আখমিমে
Ο খ) দাম্মামে
Ο গ) ফিলিস্তিনে
Ο ঘ) সিরিয়ায়
সঠিক উত্তর: (ক)
২০. জামান সাহেব ও তার সঙ্গীরা বিনা বাধায় তাদের নিজ মাতৃভূমিকে শত্রমুক্ত করে সেখানে ঘর তৈরি করে। রাসুল (স) এর কোন কাজের সাথে এর মিল রয়েছে?
Ο ক) হিজরত
Ο খ) শান্তিসংঘ গঠন
Ο গ) আরাফায় ভাষণ
Ο ঘ) মক্কা বিজয়
সঠিক উত্তর: (ঘ)
২১. কোন স্থানে রাসুল (স) বিদায় হজের ভাষণ দিয়েছিলেন?
Ο ক) হেরার ময়দানে
Ο খ) আরাফাতের ময়দানে
Ο গ) বদর প্রান্তরে
Ο ঘ) ওহুদের মাঠে
সঠিক উত্তর: (খ)
২২. মুহাম্মদ (স) এর মদিনায় হিজরতের পর কোন ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মেচিত হয়েছিল?
Ο ক) অর্থনৈতিক উন্নতির
Ο খ) সাংস্কৃতিক অগ্রগতির
Ο গ) সামাজিক সম্পর্কের
Ο ঘ) রাজনৈতিক মতাদর্শের
সঠিক উত্তর: (গ)
২৩. কোন খলিফা রাষ্ট্রের যাবতীয় গুরুত্বপূর্ণ কাজে সাহাবিদের সাথে পরামর্শ করতেন?
Ο ক) হযরত আবু বকর (রা)
Ο খ) হযরত উমর (রা)
Ο গ) হযরত উসমান (রা)
Ο ঘ) হযরত আলি (রা)
সঠিক উত্তর: (খ)
২৪. খুলাফায়ে রাশেদিন অর্থ হলো-
Ο ক) শ্রেষ্ঠ চার জন খলিফা
Ο খ) আলোক প্রাপ্ত প্রতিনিধিগণ
Ο গ) শ্রেষ্ঠ চার জন সাহাবি
Ο ঘ) চার খলিফার সমষ্টি
সঠিক উত্তর: (খ)
২৫. হযরত উমর (রা) রাষ্ট্রের যাবতীয় গুরুত্বপূর্ণ কাজ কাদের সঙ্গে পরামর্শ করে সম্পাদন করতেন?
Ο ক) মন্ত্রীবর্গের
Ο খ) বন্ধুদের
Ο গ) সাহাবিগণের
Ο ঘ) বিচারকগণের
সঠিক উত্তর: (গ)
২৬. ‘আল-আমিন’ শব্দের অর্থ কোনটি?
Ο ক) বিশ্বাস
Ο খ) বিশ্বাসী
Ο গ) আমানতদার
Ο ঘ) সত্যবাদী
সঠিক উত্তর: (খ)
২৭. ‘হাজরে আসওয়াদ’ স্থাপনের ঝগড়া কে মীমাংসা করেন?
Ο ক) হযরত ইব্রাহিম (আ)
Ο খ) আবু জাহেদ
Ο গ) হযরত মুহাম্মদ (স)
Ο ঘ) আবু সুফিয়ান
সঠিক উত্তর: (গ)
২৮. ইসলমা প্রচার করতে গিয়ে নবি (স) কেন উদ্বিগ্ন ও হতাশ হয়ে পড়েন?
Ο ক) যথার্থ সাড়া না পাওয়ায়
Ο খ) সাহাবিদের কষ্ট দেখে
Ο গ) মক্কার লোকদের অত্যাচার ও নির্যাতনে
Ο ঘ) অভাব-অনটনে পড়ে
সঠিক উত্তর: (গ)
২৯. হযরত উমর (রা) এর শাসনের সাথে তুলনা করে বর্তমান সময়ের শাসনব্যবস্থা কেমন হওয়া উচিত?
Ο ক) সমাজতান্ত্রিক
Ο খ) একনায়কতান্ত্রিক
Ο গ) জবাবদিহিমূলক
Ο ঘ) স্বেচ্ছাচারী
সঠিক উত্তর: (গ)
৩০. আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ আদর্শ কে?
Ο ক) হযরত আদম (আ)
Ο খ) হযরত মুহাম্মদ (স)
Ο গ) হযরত ইবরাহিম (আ)
Ο ঘ) হযরত ঈসা (আ)
সঠিক উত্তর: (খ)
৩১. হযরত উসমান (রা) এর চাচা তাঁকে নির্যাতন করেছিলেন কেন?
Ο ক) বেশি ধন-সম্পদ থাকার কারণে
Ο খ) চাচার খোঁজখবর না নেওয়ার কারণে
Ο গ) ইসলাম গ্রহণ করার কারণে
Ο ঘ) ধন-সম্পদ জমিয়ে রাখার কারণে
সঠিক উত্তর: (গ)
৩২. মদিনা সনদে মোট কতটি ধারা ছিল?
Ο ক) ১৭
Ο খ) ১৭
Ο গ) ২৭
Ο ঘ) ৪৭
সঠিক উত্তর: (ঘ)
৩৩. মদিনার পরিবেশ ছিল- i. নির্মল ii. কোলাহলমুক্ত iii. জমজমাট নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)
৩৪. নবি (স) বললেন, “আবু বকর চিন্তা কর না। আল্লাহ আমাদের সঙ্গে আছেন।” রাসুলের এ উক্তিটি পড়ে তুমি কী বুঝতে পেরেছো?
Ο ক) রাসুল (স) আবু বকর (রা) কে অভয় দিলেন
Ο খ) আল্লাহর প্রতি বিশ্বাসের কথা পুণ: ব্যক্ত করলেন
Ο গ) ক ও খ উভয়ই সঠিক
Ο ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর: (গ)
৩৫. হযরত আলি (রা) কেমন যোদ্ধা ছিলেন?
Ο ক) সাহসী
Ο খ) শক্তিশালী
Ο গ) সাধারণ
Ο ঘ) সেনাপতি
সঠিক উত্তর: (খ)
৩৬. বুখারি শরিফ সংকলনে কত দিন সময় লেগেছিল?
Ο ক) ১০ বছর
Ο খ) ১২ বছর
Ο গ) ১৪ বছর
Ο ঘ) ১৬ বছর
সঠিক উত্তর: (ঘ)
৩৭. “আহসানুত তাকাসীম ফী মারিফাতুল আকালিম”- গ্রন্থের রচয়িতা কে?
Ο ক) আল খারেযমী
Ο খ) উমর খৈয়াম
Ο গ) আল মুকাদ্দাসি
Ο ঘ) ইয়াকুত ইবনে আব্দুল্লাহ
সঠিক উত্তর: (গ)
৩৮. বসন্ত ও হাম রোগের ওপর লিখিত গ্রন্থটি হল-
Ο ক) আল-আছারুল বাকিয়্যাহ
Ο খ) আল-মানসুরী
Ο গ) আল-জুদাইরী ওয়াল হাসবাহ
Ο ঘ) তারিখুল উমাম ওয়াল মুলক
সঠিক উত্তর: (গ)
৩৯. ‘কিতাবুল জিবার’ গ্রন্থখানি কার রচিত?
Ο ক) আল বিরুনী
Ο খ) মূসা আল-খারেযমি
Ο গ) উমর খৈয়াম
Ο ঘ) ইবনে সিনা
সঠিক উত্তর: (গ)
৪০. সুফফা শিক্ষায়তনে শিক্ষার্থীর সংখ্যা ছিল কতজন?
Ο ক) ৪০
Ο খ) ৫০
Ο গ) ৬০
Ο ঘ) ৭০
সঠিক উত্তর: (ঘ)
৪১. বাগদাদ নগরীতে ‘বায়তুল হিকমাহ’ কে প্রতিষ্ঠ করেন?
Ο ক) খলিফা মামুন
Ο খ) খলিফা হারুন অর রশীদ
Ο গ) খলিফা মুনসুর
Ο ঘ) খলিফা আবুল আব্বাস
সঠিক উত্তর: (ক)
৪২. আবু হানিফা কত বছর বয়সে পড়াশুনা শুরু করেন?
Ο ক) ১২
Ο খ) ১৪
Ο গ) ১৬
Ο ঘ) ১৭
সঠিক উত্তর: (ঘ)
৪৩. কালমেঘা ইউনিয়নের হাওলাদার বংশ অন্যায়ভাবে মুসল্লি বংশের লোকের সাথে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। এ নিয়ে তাদের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ ঘটনা রাসুল (স) এর সময়ের কোন ঘটনাকে মনে করিয়ে দেয়?
Ο ক) হারবুল ফিজারের
Ο খ) মিরাজের
Ο গ) ওহুদ যুদ্ধের
Ο ঘ) বদর যুদ্ধের
সঠিক উত্তর: (ক)
৪৪. হযরত উসমান (রা) স্বীয় সহধর্মিণী রুকাইয়াকে নিয়ে কোথায় হিজরত করেন?
Ο ক) মদিনায়
Ο খ) ইয়ামেনে
Ο গ) তায়েফে
Ο ঘ) আবিসিনিয়ায়
সঠিক উত্তর: (ঘ)
৪৫. ‘হুজ্জাতুল ইসলাম’ অর্থ কী?
Ο ক) ইসলামের আলো
Ο খ) ইসলামের দলিল
Ο গ) ইসলামের লেখক
Ο ঘ) দীনের পথিক
সঠিক উত্তর: (খ)
৪৬. ‘সুরত আল-আরদ’ কী জাতীয় গ্রন্থ ?
Ο ক) গণিত
Ο খ) ভূগোল
Ο গ) চিকিৎসা
Ο ঘ) রসায়ন
সঠিক উত্তর: (গ)
৪৭. হযরত উমর (রা) প্রতিষ্ঠা করেছিলেন-
i. সাম্য
ii. ন্যায়বিচার
iii. গণতন্ত্র
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৪৮. কামুস দুর্গ কোথায়?
Ο ক) মদিনায়
Ο খ) খাইবারে
Ο গ) ইরাকে
Ο ঘ) সিরিয়ায়
সঠিক উত্তর: (খ)
৪৯. হযরত মুহাম্মদ (স) আল- আমিন (বিশ্বাসী) উপাধি পেয়েছিলেন-
i. আচার-আচরণের জন্য
ii. আমানতদারিতার জন্য
iii. সত্যবাদিতার জন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৫০. মেষপালক রাখাল বালকদের জন্য কে ছিলেন আদর্শ?
Ο ক) হযরত আবু বকর (রা)
Ο খ) হযরত উমর (রা)
Ο গ) হযরত মুহাম্মদ (স)
Ο ঘ) মাইসারা
সঠিক উত্তর: (গ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
SSC Religion