এস.এস.সি ইসলাম শিক্ষা অধ্যায় - ৩: ইবাদত (১)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায় - ৩: ইবাদত (১) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com
১. ইসলামি শরিয়তে পরিষ্কার পবিত্র থাকার জন্য কিসের বিধান প্রদান করা হয়েছে?
i. ওযু
ii. গোসল
iii. তায়াম্মুম
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

২. উপাসনার একমাত্র উপযুক্ত কে?
Ο ক) আল্লাহ
Ο খ) পীর
Ο গ) দেব-দেবীগণ
Ο ঘ) পিতামাতা
সঠিক উত্তর: (ক)

৩. কোনটি যাকাতের অর্থ নয়?
Ο ক) তৃপ্তি
Ο খ) পবিত্রতা
Ο গ) পরিচ্ছন্নতা
Ο ঘ) রাজস্ব
সঠিক উত্তর: (ক)

৪. ইলম অর্জন করা প্রত্যেক মুসলিমের উপর-
Ο ক) ফরজ
Ο খ) ওয়াজিব
Ο গ) সুন্নাত
Ο ঘ) মুস্তাহাব
সঠিক উত্তর: (ক)

৫. ‘জিহাদ’ শব্দের অাভিধানিক অর্থ কী?
Ο ক) যুদ্ধ করা
Ο খ) আক্রমণ করা
Ο গ) প্রতিশোধ গ্রহণ করা
Ο ঘ) কঠোর পরিশ্রম করা
সঠিক উত্তর: (ঘ)

৬. শিক্ষকের কথা মেনে চললে আমাদের কী উপকার হবে?
Ο ক) জীবন দু:খের হবে
Ο খ) সম্মান বেড়ে যাবে
Ο গ) লোকে ভালো বলবে
Ο ঘ) জীবন সুখের হবে
সঠিক উত্তর: (ঘ)

৭. পিতা-মাতার পরেই কার মর্যাদা?
Ο ক) দাদা-দাদির
Ο খ) পাড়া প্রতিবেশীর
Ο গ) শিক্ষকের
Ο ঘ) নানা-নানীর
সঠিক উত্তর: (গ)

৮. যাকাতের উদ্দেশ্য কী?
Ο ক) অর্থনৈতিক মুক্তি
Ο খ) অর্থনৈতিক সাম্য
Ο গ) অর্থনৈতিক সমন্বয়
Ο ঘ) অর্থনৈতিক অপচয়রোধ
সঠিক উত্তর: (খ)

৯. কে সকল প্রকার কু-রিপুকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়?
Ο ক) মুজাহিদ
Ο খ) রোযাদার
Ο গ) হাজী
Ο ঘ) মুসল্লি
সঠিক উত্তর: (খ)

১০. মানবজাতি কার প্রতিনিধি?
Ο ক) সরকার প্রধানের
Ο খ) হযরত ইবরাহীম (আ)-এর
Ο গ) আল্লাহ তায়ালার
Ο ঘ) হযরত মুহাম্মদ (স)-এর
সঠিক উত্তর: (গ)

১১. ‘ইলম’ কোন ভাষার শব্দ?
Ο ক) আরবি
Ο খ) ফারসি
Ο গ) হিব্রু
Ο ঘ) মান্দারিন
সঠিক উত্তর: (ক)

১২. যাকাত হিসেবে আমরা সাধারণত নগদ অর্থ কিংবা কাপড়চোপড় অথবা অন্য কোনো দ্রব্য প্রদান করে থাকি। এক্ষেত্রে বিকল্প পরামর্শ হতে পারে-
i. গরিব লোকদের দাওয়াত করে খাওয়ানো
ii. কুটির শিল্প গড়ে কর্মসংস্থানের ব্যবস্থা করা
iii. রাষ্ট্রীয়ভাবে আদায় করে তা বন্টন করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)

১৩. ইসলামের সেতুবন্ধন হিসেবে কাজ করে কোনটি ?
Ο ক) যাকাত
Ο খ) সাওম
Ο গ) হজ
Ο ঘ) সালাত
সঠিক উত্তর: (ক)

১৪. নামায শব্দের অর্থ কী?
Ο ক) আনুগত্য করা
Ο খ) বিনয় প্রকাশ করা
Ο গ) ক্ষমা প্রার্থনা করা
Ο ঘ) বিরত থাকা
সঠিক উত্তর: (গ)

১৫. মুসলমানদের জীবনে হজ কয়বার ফরয?
Ο ক) পাঁচবার
Ο খ) সাতবার
Ο গ) একবার
Ο ঘ) দুবার
সঠিক উত্তর: (গ)

১৬. কোন সূরার প্রায় শুরু থেকে শেষ পর্যন্ত মানুষের অধিকারের কথা বলা হয়েছে?
Ο ক) সূরা বাকারা
Ο খ) সূরা আলে-ইমরান
Ο গ) সূরা নিসা
Ο ঘ) সূরা নাস
সঠিক উত্তর: (গ)

১৭. সাফা ও মারওয়া পাহাড়দ্বয়ে সাঈ করা কী?
Ο ক) ফরয
Ο খ) ওয়াজিব
Ο গ) সুন্নাত
Ο ঘ) নফল
সঠিক উত্তর: (খ)

১৮. মুসলমানদের বিশ্ব সম্মেলন কোনটি?
Ο ক) বিশ্ব ইজতেমা
Ο খ) হজ
Ο গ) মসজিদে নববীর ঈদের জামাত
Ο ঘ) ওআইসি’র শীর্ষ বৈঠক
সঠিক উত্তর: (খ)

১৯. সমাজে কয়টি অর্থনৈতিক শ্রেণি রয়েছে?
Ο ক) ২
Ο খ) ৩
Ο গ) ৪
Ο ঘ) ৫
সঠিক উত্তর: (খ)

২০. আমরা কীভাবে ইবাদত করব সে পথ কে শিখিয়ে দিয়েছেন?
Ο ক) আল্লাহ
Ο খ) রাসুল (স)
Ο গ) আল্লাহ ও তাঁর রাসুল (স)
Ο ঘ) রাসুল ও অন্যান্য নবিগণ
সঠিক উত্তর: (গ)

২১. মানুষ ক্ষমার আশা করতে পারে-
i. তাওবার মাধ্যমে
ii. মুনাজাতের মাধ্যমে
iii. নামায আদায়ের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

২২. রাসুল (স) এর হাদিস অনুযায়ী এক মুসলিমের উপর অপর মুসলিমের কয়টি অধিকার রয়েছে?
Ο ক) চারটি
Ο খ) পাঁচটি
Ο গ) ছয়টি
Ο ঘ) সাতটি
সঠিক উত্তর: (গ)

২৩. জামাআতে নামায পড়ার সুফল কোনটি?
Ο ক) একে অপরের খোঁজখবর নিতে পারে
Ο খ) নামাজিদের মধ্যে সম্প্রীতি গড়ে ওঠে
Ο গ) একতাবদ্ধ হয়ে কাজ করার শিক্ষা পায়
Ο ঘ) উপরের সবকটি
সঠিক উত্তর: (ঘ)

২৪. “নৈতিকতার বিচারে যে লোকটি উত্তম, মুমিনদের মধ্যে সেই পূর্ণ ইমানের অধিকারী”।-কোন গ্রন্থের হাদিস?
Ο ক) বুখারি
Ο খ) মুসলিম
Ο গ) তিরমিযি
Ο ঘ) বায়হাকি
সঠিক উত্তর: (গ)

২৫. ইসলামের চতুর্থ স্তম্ভ কোনটি?
Ο ক) সালাত
Ο খ) যাকাত
Ο গ) সাওম
Ο ঘ) হজ
সঠিক উত্তর: (গ)

২৬. কোনটি ইসলামের শারীরিক ও আর্থিক ইবাদত?
Ο ক) সালাত
Ο খ) হজ
Ο গ) সাওম
Ο ঘ) যাকাত
সঠিক উত্তর: (খ)

২৭. জ্ঞান মানুষকে কী দান করে?
Ο ক) সম্পদ
Ο খ) আলো
Ο গ) বিত্ত
Ο ঘ) ক্ষমতা
সঠিক উত্তর: (খ)

২৮. হজ করার মাধ্যমে আদায় হয়-
i. শারীরিক ইবাদত
ii. মানসিক ইবাদত
iii. আর্থিক ইবাদত
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ)

২৯. ইসলামে পবিত্রতা অর্থ হচ্ছে-
i. পোশাক পরিচ্ছেদ সর্বদা পরিষ্কার ও পবিত্র রাখা
ii. শরীরের অঙ্গপ্রত্যঙ্গ সবসময় পরিষ্কার ও পবিত্র রাখা
iii. মনকে পরিচ্ছন্ন ও পবিত্র রাখা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৩০. ইসলামি শিক্ষার দ্বিতীয় উৎস কী?
Ο ক) কুরআন শরীফ
Ο খ) বুখারি শরীফ
Ο গ) হাদিস শরীফ
Ο ঘ) ইজমা
সঠিক উত্তর: (গ)

৩১. কে অশেষ পুণ্যের অধিকারী হয়?
Ο ক) মুজাহিদ
Ο খ) হজ পালনকারী
Ο গ) দানশীল
Ο ঘ) রোযাদার
সঠিক উত্তর: (ঘ)

৩২. আমাদের সমাজে কাদের মর্যাদা ও সম্মান অনেক বেশি?
Ο ক) হাজিদের
Ο খ) মুজাহিদদের
Ο গ) শহিদদের
Ο ঘ) গাজিদের
সঠিক উত্তর: (ক)

৩৩. ধৈর্যের মাস কোনটি?
Ο ক) মহররম
Ο খ) রমযান বা রমাদান
Ο গ) যিলহাজ্জ
Ο ঘ) রবিউল আউয়াল
সঠিক উত্তর: (খ)

৩৪. সামর্থ্য থাকা সত্ত্বেও অপরের হক আদায়ে অকারনে বিলম্ব করা কী?
Ο ক) মারাত্মক অন্যায়
Ο খ) ইসলামি নীতিমালার পরিপন্থী
Ο গ) সামাজিক মূল্যবোধের পরিপন্থী
Ο ঘ) জুলুম
সঠিক উত্তর: (ঘ)

৩৫. যাকাত প্রদানে অস্বীকারকারীকে কী বলে?
Ο ক) মুনাফিক
Ο খ) মুরতাদ
Ο গ) মুশরিক
Ο ঘ) কাফির
সঠিক উত্তর: (খ)

৩৬. ‘জিহাদ’ অর্থ কী?
Ο ক) সাধনা করা/প্রচেষ্টা
Ο খ) যুদ্ধ করা
Ο গ) জ্ঞানার্জন করা
Ο ঘ) বলপ্রয়োগ করা
সঠিক উত্তর: (ক)

৩৭. কাদেরকে গাফিল বলা হয়েছে?
Ο ক) শিক্ষিতদের
Ο খ) আদর্শবানদের
Ο গ) নৈতিকতাহীনদের
Ο ঘ) অলসদের
সঠিক উত্তর: (গ)

৩৮. পূর্ববর্তী সকল উম্মতের ওপর কোন ইবাদত ফরয ছিল?
Ο ক) জিহাদ
Ο খ) কুরবানি
Ο গ) যাকাত
Ο ঘ) সাওম
সঠিক উত্তর: (ঘ)

৩৯. সাওম পালনকারীদের দ্বারা সমাজে শান্তিশৃঙ্খলা ফিরে আসে । কারণ তারা-
i. হিংসা-বিদ্বেষ পরিহার করতে সচেষ্ট হয়
ii. পরনিন্দা পরিহার করতে সচেষ্ট হয়
iii. খোদাভীরু জীবনযাপনে সচেষ্ট হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৪০. গভীর জ্ঞানের অধিকারী হওয়া কার বৈশিষ্ট্য?
Ο ক) রাষ্ট্রপতির
Ο খ) সেনাপতির
Ο গ) শিক্ষকের
Ο ঘ) পিতা-মাতার
সঠিক উত্তর: (গ)

৪১. আল্লামা ওয়াকি (রা) - এর মতে শিক্ষার্থীর একমাত্র বৈশিষ্ট্য হওয়া উচিত-
Ο ক) গভীর মনোযোগী
Ο খ) সৎকর্মশীলতা
Ο গ) পাপ কাজ বর্জন
Ο ঘ) পুণ্যবান হওয়া
সঠিক উত্তর: (গ)

৪২. একজন লোক তার সকল কাজকে ইবাদতে পরিণত করতে পারে-
i. আল্লাহ ও রাসুলের নির্দেশমতো কাজ করে
ii. শরিয়তের আলোকে কাজ করে
iii. কুরআন-হাদিসের আলোকে কাজ করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৪৩. সাওম অস্বীকারকারী কী হবে?
Ο ক) মুনাফিক
Ο খ) মুমিন
Ο গ) কাফির
Ο ঘ) মুরতাদ
সঠিক উত্তর: (গ)

৪৪. হজের ফরয কয়টি?
Ο ক) হজ শুরা করা
Ο খ) হজে রওনা করা
Ο গ) হজের আনুষ্ঠানিক নিয়ত করা
Ο ঘ) হজের কাপড় পরিধান করা
সঠিক উত্তর: (গ)

৪৫. শিক্ষাহীন জাতি কীসের মতো?
Ο ক) প্রাণীর
Ο খ) মেরুদন্ডহীন প্রানীর
Ο গ) সুনাগরিকের
Ο ঘ) বৃক্ষের
সঠিক উত্তর: (খ)

৪৬. “সালাত আদায় কর ও যাকাত দাও।”-এটি কার বাণী?
Ο ক) আল্লাহর
Ο খ) হযরত মুহাম্মদ (স)-এর
Ο গ) হযরত ঈসা (আ)-এর
Ο ঘ) হযরত উমর (রা)-এর
সঠিক উত্তর: (ক)

৪৭. ইসলামের প্রথম রুকন কোনটি?
Ο ক) সালাত
Ο খ) যাকাত
Ο গ) কালিমা
Ο ঘ) হজ
সঠিক উত্তর: (গ)

৪৮. হজ কাদের ওপর ফরয নয়?
Ο ক) গরিব লোক
Ο খ) খোঁড়া লোক
Ο গ) ধনী লোক
Ο ঘ) মহিলা
সঠিক উত্তর: (ক)

৪৯. কী কারণে আমরা সবসময় আল্লাহর আনুগত্য ও দাসত্ব প্রকাশ করব?
Ο ক) সর্বশ্রেষ্ঠ জীব বলে
Ο খ) নামায ফরয করা হয়েছে বলে
Ο গ) বিবেক বুদ্ধি আছে বলে
Ο ঘ) আল্লাহর প্রতিনিধি হয়ে পৃথিবীতে এসেছি বলে
সঠিক উত্তর: (ক)

৫০. “মাকবুল হজের বিনিময় জান্নাত ছাড়া কিছূ নেই।” কার বানী?
Ο ক) আল্লাহ তায়ালার
Ο খ) হযরত মুহাম্মদ (স)-এর
Ο গ) আবু বকর (রা)-এর
Ο ঘ) আবু হানিফা (রা)-এর
সঠিক উত্তর: (খ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd

বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post