এস.এস.সি ইসলাম শিক্ষা অধ্যায় - ২: শরিয়তের উৎস (১)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায় - ২: শরিয়তের উৎস (১) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com
১. শরিয়তের বিধিবিধান কেমন?
Ο ক) অবিভাজ্য
Ο খ) পরিপূর্ণ
Ο গ) সর্বোৎকৃষ্ট
Ο ঘ) পরিবর্তনশীল
সঠিক উত্তর: (ক)

২. আল কুরআন লিপিবদ্ধকারী সাহাবিদের কী বলা হতো?
Ο ক) কাতিবুল কুরআন
Ο খ) কাতিবে ওহি
Ο গ) কাতিবুস সুন্নাহ
Ο ঘ) কাতিবুল হাদিস
সঠিক উত্তর: (খ)

৩. কিসের ওপর দুনিয়া ও আখিরাতের সফলতা নির্ভর করে?
Ο ক) নফল সালাতের ওপর
Ο খ) নফল সাওমের ওপর
Ο গ) কুরআন তিলাওয়াতের ওপর
Ο ঘ) স্বদেশপ্রেমের ওপর
সঠিক উত্তর: (গ)

৪. সকল কাজের ফলাফল কিসের ওপর নির্ভরশীল?
Ο ক) ইবাদতের
Ο খ) নিয়তের
Ο গ) ভবিষ্যৎ পরিকল্পনার
Ο ঘ) চিন্তাভাবনার
সঠিক উত্তর: (খ)

৫. আত্মার কল্যাণের জন্য কী প্রয়োজন?
Ο ক) হালাল হারামের জ্ঞান
Ο খ) হালাল জীবিকা
Ο গ) ইসলামের গভীর জ্ঞান
Ο ঘ) পারিবারিক বন্ধনমুক্ত হওয়া
সঠিক উত্তর: (খ)

৬. আযান দেওয়া কী ধরনের কাজ?
Ο ক) সুন্নাতে গায়ের মুয়াক্কাদাহ
Ο খ) ওয়াজিব
Ο গ) ফরয
Ο ঘ) সুন্নাতে মুয়াক্কাদাহ
সঠিক উত্তর: (ঘ)

৭. “ভিক্ষুকদের তিরস্কার না করে যথাসম্ভব সাহায্য করতে হবে।”- কোন সুরার শিক্ষা?
Ο ক) সূরা যিলযাল
Ο খ) সূরা আদ-দুহা
Ο গ) সূরা ইনশিরাহ
Ο ঘ) সূরা আদিয়াত
সঠিক উত্তর: (খ)

৮. কাগজের অভাবে আল কুরআন লিখে রাখা হতো-
i. গাছের ডাল ও পশুর চামড়ায়
ii. হাড় ও পাথরে
iii. গাছের পাতায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৯. শরিয়তের ইমামগণ কিয়াসের ব্যাপারে কতটি নীতিমালা নির্ধারণ করে দিয়েছেন?
Ο ক) ২টি
Ο খ) ৩টি
Ο গ) ৪টি
Ο ঘ) ৫টি
সঠিক উত্তর: (গ)

১০. হাজ্জাজ ইবনে ইউসুফ কুরআন মজিদে হরকত সংযোজন ব্যবস্থা করায় কুরআন পাঠ কী হয়েছে?
Ο ক) কঠিন
Ο খ) সহজতর
Ο গ) নির্ভুল
Ο ঘ) সুবিধা
সঠিক উত্তর: (খ)

১১. কারা ইসলামের জন্য জীবন উৎসর্গকারী ব্যক্তি?
Ο ক) মুমিন
Ο খ) শহিদ
Ο গ) গাজী
Ο ঘ) মুজাহিদ
সঠিক উত্তর: (খ)

১২. সাদকা হচ্ছে-
i. দারিদ্র্য বিমোচনের একটি উপায়
ii. গরিব-দু:খীকে সেবাদানের একটি মাধ্যম
iii. শরিয়তসম্মত একটি নফল ইবাদত
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১৩. মাদানি সূরার সংখ্যা কয়টি?
Ο ক) ২৮টি
Ο খ) ২টি
Ο গ) ২৩টি
Ο ঘ) ৩৫টি
সঠিক উত্তর: (ক)

১৪. কোন ফরজ কাজ অস্বীকার করা কী?
Ο ক) গুনাহে কবীরা
Ο খ) কূফর
Ο গ) হারাম
Ο ঘ) শিরক
সঠিক উত্তর: (খ)

১৫. ‘সুন্নাহ’ শব্দের অর্থ কী?
Ο ক) নিয়ম-নীতি
Ο খ) নিয়মপদ্ধতি
Ο গ) রীতিনীতি
Ο ঘ) বিশেষনীতি
সঠিক উত্তর: (গ)

১৬. তাকরীরী হাদিস কাকে বলা হয়?
Ο ক) রাসুলুল্লাহ (স) এর বাণীকে
Ο খ) রাসূলুল্লাহ (স) এর মৌন সম্মতিকে
Ο গ) রাসুলুল্লা্হ (স) এর কর্মকে
Ο ঘ) সাহাবির বাণীকে
সঠিক উত্তর: (খ)

১৭. কুরআন সর্বমোট কয়টি অংশে বিভক্ত?
Ο ক) ৩০
Ο খ) ৩২
Ο গ) ৩৩
Ο ঘ) ৩৪
সঠিক উত্তর: (ক)

১৮. কুরআন হলো- i. নূর ii. জ্যোতি iii. অন্ধকার নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)

১৯. পবিত্র কুরআনের বৈশিষ্ট্য হচ্ছে-
i. জ্ঞানভান্ডার
ii. সত্য-মিথ্যার প্রভেদকারী
iii. খারাপ থেকে বিরত রাখে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii iii
সঠিক উত্তর: (ঘ)

২০. সূরা আশ-শামল এর আয়াত সংখ্যা
Ο ক) ১৩টি
Ο খ) ১৪টি
Ο গ) ১৫টি
Ο ঘ) ১৬টি
সঠিক উত্তর: (গ)

২১. রাসুল (স)-এর সময়ে আল কুরআন একত্রে গ্রন্থাকারে লিপিবদ্ধ না করার কারণ কী?
Ο ক) বিভিন্ন যুদ্ধে ‍শিক্ষিত সাহাবিদের শাহাদাত
Ο খ) ইসলামের প্রচার ও প্রসারে রাসুল (স)-এর ব্যস্ততা
Ο গ) লিখে রাখার জন্য প্রয়োজনীয় উপকরণের অভাব
Ο ঘ) লিখে দেয়ার মতো যোগ্য সাহাবিগণের অভাব
সঠিক উত্তর: (গ)

২২. হাদিস ইসলামি শরিয়তের দ্বিতীয় উৎস, আল্লাহ তায়ালা কোন সূরায় এর গুরুত্ব বর্ণনা করেছেন?
Ο ক) সূরা ইব্রাহীম
Ο খ) সূরা বাকারা
Ο গ) সূরা হাশর
Ο ঘ) সূরা নিসা
সঠিক উত্তর: (গ)

২৩. গৃহস্থালীর প্রয়োজনীয় ছোটো বস্তুকে বলা হয়?
Ο ক) মাউন
Ο খ) সাহুন
Ο গ) তা’আম
Ο ঘ) মুসাল্লিন
সঠিক উত্তর: (ক)

২৪. ইমাম মুহাম্মদ ইবন ইসমাঈল সংকলিত হাদিস গ্রন্থের নাম কী?
Ο ক) সহিহ মুসলিম
Ο খ) সহিহ বুখারী
Ο গ) জা’মি তিরমিযী
Ο ঘ) সুনামে নাসাঈ
সঠিক উত্তর: (খ)

২৫. শরিয়ত অর্থ কী?
Ο ক) পথ
Ο খ) আদর্শ
Ο গ) সুস্পষ্ট
Ο ঘ) বাণী
সঠিক উত্তর: (ক)

২৬. সূরা আত তীন এ কোন নগরীকে নিরাপদ নগরী বলা হয়েছে?
Ο ক) মক্কা
Ο খ) মদিনা
Ο গ) তায়েফ
Ο ঘ) মাদায়েন
সঠিক উত্তর: (ক)

২৭. ইমাম আবদুর রহমান আহমদ ইবন শুআইব (রা) সংকলন করেন-
Ο ক) সহিহ মুসলিম
Ο খ) সহিহ বুখারী
Ο গ) সুনানে নাসাঈ
Ο ঘ) সুনালে আবু দাউদ
সঠিক উত্তর: (খ)

২৮. কুরআন নাযিলের সাথে সাথে মুখস্থ করার জন্য রাসুল (স)এর ব্যাকুলতার কারণ -
i. স্মৃতি থেকে বাদ পড়ার আশঙ্কা
ii. দ্রুত মুখস্থ করার জন্য প্রচেষ্টা
iii. জিবরাইল (আ)-এর ফিরে যাওয়ার আশঙ্কা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)

২৯. আত-তীন অর্থ কী?
Ο ক) আঙ্গুর ফল
Ο খ) আতা ফল
Ο গ) আঞ্জির ফল
Ο ঘ) যায়তুন ফল
সঠিক উত্তর: (গ)

৩০. “আমার উম্মতের উত্তম ইবাদত হলো কুরআন পাঠ”-এটি কোন হাদিসগ্রন্থে উল্লেখ আছে?
Ο ক) বুখারি
Ο খ) মুসলিম
Ο গ) তিরমিযি
Ο ঘ) বায়হাকি
সঠিক উত্তর: (ঘ)

৩১. “আর আমি আপনার নিকট কুরআন নাযিল করেছি, মানুষকে স্পষ্ট ভাব বুঝিয়ে দেওয়ার জন্য যা তাদের প্রতি নাযিল করা হয়েছে, যাতে তারা চিন্তাভাবনা করতে পারে।” - আয়াতটি কোন সূরার?
Ο ক) সূরা আল-বাকারা
Ο খ) সূরা আর-রাহমান
Ο গ) সূরা মু’মিনুন
Ο ঘ) সূরা আন-নাহল
সঠিক উত্তর: (ঘ)

৩২. সর্বোত্তম কাজ কী?
Ο ক) জ্ঞান অর্জন
Ο খ) আল্লাহ তায়ালার স্মরণ
Ο গ) মানবসেবা
Ο ঘ) ভ্রমণ করা
সঠিক উত্তর: (খ)

৩৩. বান্দা প্রতিদিন সকালে উপনীত হলে কজন ফেরেশতা অবতরণ করেণ?
Ο ক) দুই
Ο খ) তিন
Ο গ) চার
Ο ঘ) পাঁচ
সঠিক উত্তর: (ক)

৩৪. কোন সুরায় শরিয়তের বিধি - বিধানের সুস্পষ্ট বর্ণনা রয়েছে?
Ο ক) মাক্কি
Ο খ) মাদানি
Ο গ) হিজাজি
Ο ঘ) ইরাকি
সঠিক উত্তর: (খ)

৩৫. যে হাদিসের ভাবার্থ আল্লাহর নিকট থেকে প্রাপ্ত তাকে কোন হাদিস বলে?
Ο ক) ফিলি
Ο খ) কাওলি
Ο গ) মারফু
Ο ঘ) কুদসি
সঠিক উত্তর: (ঘ)

৩৬. ‘আত-তীন’ শব্দের অর্থ কী?
Ο ক) বৃক্ষবিশেষ
Ο খ) স্থানবিশেষ
Ο গ) ডুমুর জাতীয় ফল
Ο ঘ) খেজুর জাতীয় ফল
সঠিক উত্তর: (গ)

৩৭. বালাদুল আমীন বা নিরাপদ শহর কোনটি?
Ο ক) মক্কা নগরী
Ο খ) মদিনা নগরী
Ο গ) জেরুজালেম নগরী
Ο ঘ) বাগদাদ নগরী
সঠিক উত্তর: (ক)

৩৮. সূরা আদ-দুহা কুরআনের কত তম সূরা?
Ο ক) ৯২ তম
Ο খ) ৯৩ তম
Ο গ) ৯৪ তম
Ο ঘ) ৯৫ তম
সঠিক উত্তর: (খ)

৩৯. “আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখে যাচ্ছি, তোমরা যতদিন এ দুটি আঁকড়ে থাকবে, ততদিন পথভ্রষ্ট হবে না।” একথা কোন হাদিস গ্রন্থ বলা হয়েছে?
Ο ক) বুখারী
Ο খ) মুসলিম
Ο গ) মিশকাত
Ο ঘ) মুয়াত্তা
সঠিক উত্তর: (গ)

৪০. আশ শামস সূরার শুরুতে কিসের শপথ করা হয়েছে?
Ο ক) সূর্যের
Ο খ) কিরণের
Ο গ) নক্ষত্রের
Ο ঘ) আকাশের
সঠিক উত্তর: (ক)

৪১. সূরাসমূহের ক্রমধারা কে নির্ধারণ করেছেন?
Ο ক) আল্লাহ
Ο খ) মহানবি (স)
Ο গ) উসমান (রা)
Ο ঘ) সংকলন কমিটি
সঠিক উত্তর: (ক)

৪২. ফরয কত প্রকার?
Ο ক) ২ প্রকার
Ο খ) ৩ প্রকার
Ο গ) ৪ প্রকার
Ο ঘ) ৫ প্রকার
সঠিক উত্তর: (খ)

৪৩. হালাল খাদ্য অন্তরে কী সৃষ্টি করে?
Ο ক) আল্লাহর ভয়
Ο খ) আসক্তি
Ο গ) আল্লাহর প্রতি বিশ্বাস
Ο ঘ) নূর
সঠিক উত্তর: (ঘ)

৪৪. শরিয়তের উৎস হচ্ছে- i. আল কুরআন মজিদ ii. কিয়াস iii. হাদিস শরীফ নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৪৫. সূরা শামস কুরআনের কততম সূরা?
Ο ক) ৯০
Ο খ) ৯১
Ο গ) ৯৩
Ο ঘ) ৯৯
সঠিক উত্তর: (খ)

৪৬. শরিয়ত হলো মানব জাতির জন্য-
i. আইন-কানুন
ii. বিধি-বিধান
iii. জীবন পদ্ধতি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৪৭. যেসব ফরজ কাজ সম্পাদন করার জন্য প্রত্যেক মুসলমান ব্যক্তিগতভাবে দায়ী, তাকে বলা হয়-
Ο ক) মুস্তাহাব
Ο খ) সুন্নাত
Ο গ) ফরজে আইন
Ο ঘ) ফরজে কিফায়া
সঠিক উত্তর: (গ)

৪৮. ইমাম আবু দাউস সুলাইমান ইবন আশআস (রা) সংকলন করেন-
Ο ক) সুনানে নাসাঈ
Ο খ) সুনানে আবু দাউদ
Ο গ) সুনানে নাসাঈ
Ο ঘ) সুনালে ইবন মাজাদ
সঠিক উত্তর: (খ)

৪৯. সূরা আশ-শামস-এ কোন সম্প্রদায়ের কথা উল্লেখ আছে?
Ο ক) ইহুদি
Ο খ) আদ
Ο গ) উমাইয়া
Ο ঘ) ছামুদ
সঠিক উত্তর: (ঘ)

৫০. সূরা আদ-দুহা হতে আমরা শিক্ষা পাই-
Ο ক) জ্ঞানীদের কর্তব্য অন্যদের অজ্ঞানতার অভিশাপ থেকে মুক্ত করা
Ο খ) ভিক্ষুকদের তিরস্কার না করে যথাসম্ভব সাহায্য করা
Ο গ) আল্লাহ তাঁর প্রিয় বান্দাদের কখনও বর্জন করেন না
Ο ঘ) উপরের সবগুলো
সঠিক উত্তর: (ঘ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd

বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post