এস.এস.সি ইসলাম শিক্ষা অধ্যায় - ১: আকাইদ ও নৈতিক জীবন (১)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায় - ১: আকাইদ ও নৈতিক জীবন (১) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com
১. ‘হতাশা’ কীসের পরিণতি?
Ο ক) কুফরের
Ο খ) মিথ্যার
Ο গ) শিরকের
Ο ঘ) পাপের
সঠিক উত্তর: (ক)

২. মানুষের জ্ঞান সীমাবদ্ধ। তাই আল্লাহর পূর্ণ পরিচয় লাভের জন্য প্রয়োজন-
Ο ক) নবি-রাসূলের আগমন
Ο খ) ফেরেশতাগণের আগমন
Ο গ) প্রিয় বান্দাদের আগমন
Ο ঘ) মনীষীদের আগমন
সঠিক উত্তর: (ক)

৩. দোলনা থেকে কবর পর্যন্ত মানুষ কোন ব্যবস্থার আলোকে জীবন গড়ে তুলবে?
Ο ক) ইসলামি জীবনব্যবস্থার
Ο খ) মার্কসবাদী জীবনব্যবস্থার
Ο গ) জাতীয়তাবাদী জীবনব্যবস্থার
Ο ঘ) ধর্ম নিরপেক্ষ জীবন ব্যবস্থার
সঠিক উত্তর: (ক)

৪. অন্যায় ও অনৈতিক কাজ হতে সর্বদা বিরত থাকতে উৎসাহিত করে -
Ο ক) মা-বাবা
Ο খ) শিক্ষক
Ο গ) গুরুজন
Ο ঘ) আসমানি কিতাব
সঠিক উত্তর: (ঘ)

৫. “প্রত্যেক মুসলমানকে খতমে নবুয়তে বিশ্বাস করতে হবে, কারণ এটি-
i. আল্লাহর ঘোষণা
ii. মহানবি (স.) এর ঘোষণা
iii. ইমানের অঙ্গ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৬. কালিমা তাইয়্যেবাতে ঘোষণা দেওয়া হয়েছে-
i. তাওহিদের
ii. খাতমে নবুয়তের
iii. রিসালাতের
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ)

৭. জ্ঞান-বিজ্ঞানের সবচেয়ে নির্ভরযোগ্য উৎস হলো-
Ο ক) হাদিস
Ο খ) বিশ্বকোষ
Ο গ) আসমানি কিতাব
Ο ঘ) বিজ্ঞান গ্রন্থ
সঠিক উত্তর: (গ)

৮. ফিরাউন, নমরূদ ও কারুনের ঘটনা বর্ণিত হয়েছে কোথায়?
Ο ক) তাওরাতে
Ο খ) যাবুরে
Ο গ) ইনজিলে
Ο ঘ) কুরআন মজিদে
সঠিক উত্তর: (ঘ)

৯. তুমি কাফিরের অন্তর্ভুক্ত হতে চাও না । তোমার কী করা উচিত?
Ο ক) সত্যকে গোপন করবে না
Ο খ) গিবত করবে না
Ο গ) কাউকে অবিশ্বাস করবে না
Ο ঘ) মিথ্যা কথা বলবে না
সঠিক উত্তর: (ক)

১০. “নিশ্চয়ই আল্লাহ তাঁর সাথে করা অপরাধ ক্ষমা করেন না।” কোন সূরার?
Ο ক) আল ইমরান
Ο খ) আন্‌ নিসা
Ο গ) আর রাহমান
Ο ঘ) আল-মায়িদা
সঠিক উত্তর: (ঘ)

১১. মহান আল্লাহ তাআলাকে এক ও অদ্বিতীয় হিসেবে স্বীকার করে নেওয়াকে বলা হয়-
i. তাওহিদ
ii. একত্ববাদ
iii. রিসালাত
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)

১২. আল্লাহ তায়ালার মনোনীত একমাত্র দীন বা জীবনব্যবস্থাকে বলা হয়-
Ο ক) শরিয়ত
Ο খ) ইসলাম
Ο গ) মারিফাত
Ο ঘ) তাসাউফ
সঠিক উত্তর: (খ)

১৩. ইসলাম হলো-
i. গাছের শিকড়ের ন্যায়
ii. শাখা-প্রশাখার ন্যায়
iii. বাহ্যিক আচার-আচরণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)

১৪. আল্লাহ তায়ালা মানুষ সৃষ্টি করেছেন কেন?
Ο ক) তাঁর ইবাদতের জন্য
Ο খ) পৃথিবীতে বসবাসের জন্য
Ο গ) আরাম-আয়েশের জন্য
Ο ঘ) শয়তানকে পরাস্থ করতে
সঠিক উত্তর: (ক)

১৫. হাশরের মাঠে সূর্য কোথায় থাকবে?
Ο ক) আকাশের উপরে
Ο খ) মাথার উপরে
Ο গ) আরশের উপরে
Ο ঘ) আরশের নিচে
সঠিক উত্তর: (খ)

১৬. নবি-রাসূলকে বিশ্বাস করা ইসলামের কোন নীতি?
Ο ক) মূল কথা
Ο খ) মূলনীতি
Ο গ) মূল বিষয়
Ο ঘ) মূল চেতনা
সঠিক উত্তর: (খ)

১৭. ইমানের সর্বপ্রধান বিষয় হচ্ছে-
i. আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস
ii. নবি-রাসূলগণের প্রতি বিশ্বাস
iii. একত্ববাদের প্রতি বিশ্বাস
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) i
Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ)

১৮. মানবজাতির জন্য জীবন বিধান প্রবর্তন করেন কে?
Ο ক) আল্লাহ তায়ালা
Ο খ) নবিগণ
Ο গ) রাসূলগণ
Ο ঘ) নবি-রাসুলগণ সম্মিলতভাবে
সঠিক উত্তর: (ক)

১৯. আজ আমি তোমাদের জন্য তোমাদের দীনকে পূর্ণাঙ্গ করলাম।” এটি কার বাণী?
Ο ক) মহান আল্লাহর
Ο খ) মহানবি (স)-এর
Ο গ) সাহাবিগণের
Ο ঘ) ইমামগণের
সঠিক উত্তর: (ক)

২০. সুন্দর ও পবিত্র নামসমূহ কার জন্য নির্ধারিত?
Ο ক) মহান আল্লাহর
Ο খ) মহানবি (স)-এর
Ο গ) ফেরেশতাগণের
Ο ঘ) সাহাবিগণের
সঠিক উত্তর: (ক)

২১. ‘হাশর’ মানে কী?
Ο ক) মহাজমায়েত
Ο খ) মহাসমাবেশ
Ο গ) মহাআসর
Ο ঘ) মহাপ্রলয়
সঠিক উত্তর: (খ)

২২. আল্লাহর একত্বে বিশ্বাস করাকে তাওহিদ বলে। আমরা তাওহিদে বিশ্বাসী। এ বিশ্বাস আমাদেরকে-
i. আত্মসচেতন করে
ii. সচ্চরিত্রবান করে
iii. অসহিষ্ণু করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)

২৩. পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা কোনটি?
Ο ক) বৌদ্ধধর্ম
Ο খ) খ্রিস্টধর্ম
Ο গ) হিন্দুধর্ম
Ο ঘ) ইসলাম ধর্ম
সঠিক উত্তর: (ঘ)

২৪. আখিরাতে বিশ্বাসের পাশাপাশি আরো বিশ্বাস করতে হবে-
i. তাওহিদে
ii. রিসালাতে
iii. নিফাকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)

২৫. “কোনো কিছুই তার সদৃশ নয়।” আয়াতটি কোন সূরার অন্তর্গত?
Ο ক) আন্‌-নিসা
Ο খ) সূরা আম্বিয়া
Ο গ) সূরা শুরা
Ο ঘ) সূরা মায়িদা
সঠিক উত্তর: (গ)

২৬. ইমান বিকাশ ঘটায়-
Ο ক) মনুষ্যত্বের
Ο খ) অর্থবিত্তের
Ο গ) চাহিদার
Ο ঘ) উপযোগের
সঠিক উত্তর: (ক)

২৭. “আমি তো আপনাকে বিশ্বজগতের প্রতি কেবল রহমতরূপেই প্রেরণ করেছি।” কোন সূরার অংশ?
Ο ক) সূরা আর-রাহমান
Ο খ) সূরা ইয়াসিন
Ο গ) সূরা আম্বিয়া
Ο ঘ) সূরা নাবা
সঠিক উত্তর: (গ)

২৮. আমানতের খিয়ানত করা কিসের আলামত?
Ο ক) কুফরির
Ο খ) ইমানের
Ο গ) মুনাফিকের
Ο ঘ) মুসলমানের
সঠিক উত্তর: (গ)

২৯. পরকালের জ্ঞান অর্জনের দ্বারা আমরা কোন ধরনের জীবন গঠনের অনুপ্রাণিত হই?
Ο ক) উচ্চবিত্ত জীবন
Ο খ) মধ্যবিত্ত জীবন
Ο গ) উচ্চ শিক্ষিত জীবন
Ο ঘ) সত্য ও সুন্দর জীবন
সঠিক উত্তর: (ঘ)

৩০. আখিরাতের শস্যক্ষেত্র কী?
Ο ক) জীবন
Ο খ) জগৎ
Ο গ) সমাজ
Ο ঘ) সভ্যতা
সঠিক উত্তর: (খ)

৩১. সাদিক তার কারখানার মালিককে তার রিযিকদাতা মনে কনেন। এটি যে বিষয়ের শামিল-
i. শিরক
ii. একাধিক উপাস্যে বিশ্বাস
iii. নিফাক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)

৩২. আল্লাহর সাথে কোনো শক্তি বা বস্তু শামিল করা কী?
Ο ক) নিফাক
Ο খ) কুফর
Ο গ) শিরক
Ο ঘ) অবৈধ
সঠিক উত্তর: (গ)

৩৩. হযরত মুহাম্মদ (স.) -এর বৈশিষ্ট্য কোনটি?
Ο ক) বিশ্বনবি
Ο খ) সর্বশ্রেষ্ঠ নবি
Ο গ) সর্বশেষ নবি
Ο ঘ) সবগুলোই সঠিক
সঠিক উত্তর: (ঘ)

৩৪. কোনটি আমাদের জন্য আদর্শ?
Ο ক) ফেরেশতাদের শিক্ষা
Ο খ) মুমিনদের শিক্ষা
Ο গ) সচ্চরিত্রবানদের জীবনী ও শিক্ষা
Ο ঘ) নবি-রাসুলগণের জীবনী ও শিক্ষা
সঠিক উত্তর: (ঘ)

৩৫. আসমানি কিতাবের সংখ্যা মোট কত খানা?
Ο ক) ১০৪ খানা
Ο খ) ১০৫ খানা
Ο গ) ১০৭ খানা
Ο ঘ) ১০৮ খানা
সঠিক উত্তর: (ক)

৩৬. কালিমায়ে তায়্যিবায় বিশ্বাসী মানুষ যেকোনো সৃষ্টির সামনে-
Ο ক) মস্তক উন্নত রাখে
Ο খ) ইমান প্রকাশ করে
Ο গ) সভ্যতা বজায় রাখে
Ο ঘ) শালীনতা বজায় রাখে
সঠিক উত্তর: (ক)

৩৭. শিরক কী ধরনের অপরাধ?
Ο ক) সাধারণ
Ο খ) ছোট
Ο গ) জঘন্য
Ο ঘ) ক্ষমাযোগ্য
সঠিক উত্তর: (গ)

৩৮. কোনটি জাহান্নামের স্তর?
Ο ক) দারুল মাকাম
Ο খ) তাওহিদ
Ο গ) সাইর
Ο ঘ) আখিরাত
সঠিক উত্তর: (গ)

৩৯. “আর প্রত্যেক সম্প্রদায়ের জন্যই রয়েছে পথপ্রদর্শক।” কোন সূরা থেকে নেওয়া হয়েছে?
Ο ক) সূরা মূলক
Ο খ) সূরা নিসা
Ο গ) সূরা মায়িদা
Ο ঘ) সূরা রাদ
সঠিক উত্তর: (ঘ)

৪০. সকল নবি-রাসুলের আগমনের উদ্দেশ্য কী ছিল?
Ο ক) তাওহিদের প্রচার
Ο খ) মানুষকে হেদায়াত
Ο গ) অন্যায়ের প্রতিরোধ
Ο ঘ) মূর্তিপূজা হতে বিরত থাকা
সঠিক উত্তর: (খ)

৪১. পরনিন্দা ও পরচর্চা করা কাদের বৈশিষ্ট্য?
Ο ক) মুনাফিকদের
Ο খ) মুশরিকদের
Ο গ) কাফিরদের
Ο ঘ) ফাসিকদের
সঠিক উত্তর: (ক)

৪২. কীসের ভয়ে মুমিন ব্যক্তি সকল অনৈতিক কার্যকলাপ হতে দূরে থাকে?
Ο ক) আইনের
Ο খ) সমাজের
Ο গ) মানসম্মানের
Ο ঘ) জবাবদিহিতার
সঠিক উত্তর: (ঘ)

৪৩. আসমানি কিতাব অবতীর্ণ করার উদ্দেশ্য হলো-
Ο ক) নবি-রাসূলদের ভাবমূর্তি বৃদ্ধি করার জন্য
Ο খ) পথহারা ও পথভ্রষ্ট মানুষের হিদায়াতের জন্য
Ο গ) মুমিন বান্দাদের অর্থবিত্ত বৃদ্ধির জন্য
Ο ঘ) ঝাড়ফুঁক ও তাবিজতুমার দেওয়ার জন্য
সঠিক উত্তর: (খ)

৪৪. আখিরাতের জীবন শুরু হয় কখন?
Ο ক) মৃত্যুর পর
Ο খ) কবর থেকে
Ο গ) হাশরের সময়
Ο ঘ) মিযানের সময়
সঠিক উত্তর: (ক)

৪৫. আকাইদের বিষয়গুলো কীসের দ্বারা প্রমাণিত?
Ο ক) কুরআন ও হাদিস
Ο খ) ইজমা ও কিয়াস
Ο গ) বিবেক ও বুদ্ধি
Ο ঘ) জ্ঞান ও গবেষণা
সঠিক উত্তর: (ক)

৪৬. সালাম কালামকে একটি বই ধার দিতে চেয়েছিল। কিন্তু বইটি চাইলে সালাম অস্বীকার করল। সালামের কর্মকান্ডে কী পরিলক্ষিত হয়েছে?
Ο ক) শিরক
Ο খ) নিফাক
Ο গ) কুফর
Ο ঘ) খিয়ানত
সঠিক উত্তর: (খ)

৪৭. “নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের একেবারে সর্বনিম্ন স্তরে থাকবে।”-কথাটি কুরআনের কোন সূরায় বর্নিত আছে?
Ο ক) আলে-ইমরান
Ο খ) আন-নিসা
Ο গ) আল-বাকারা
Ο ঘ) আশ-শুরা
সঠিক উত্তর: (খ)

৪৮. কোন বিষয়টি মানুষকে নৈতিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে?
Ο ক) সততা
Ο খ) লজ্জাশীলতা
Ο গ) মানবতা
Ο ঘ) ইমান
সঠিক উত্তর: (ঘ)

৪৯. মানবজীবন কয় ভাগে বিভক্ত?
Ο ক) দুই ভাগে
Ο খ) চার ভাগে
Ο গ) পাঁচ ভাগে
Ο ঘ) ছয় ভাগে
সঠিক উত্তর: (ক)

৫০. ‘আকাইদ’ শব্দের অর্থ কী?
Ο ক) বিশ্বাস
Ο খ) বিশ্বাসমালা
Ο গ) একত্ববাদ
Ο ঘ) অংশীবাদ
সঠিক উত্তর: (খ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd

বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Muhammad Abdullah Al Mamun

I am Abdullah Al Mamun. Lecturer of Tejgaon College dept. of Mathematics. Have completed M.S in Mathematics from Chittagong University.

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post