এস.এস.সি পদার্থ বিজ্ঞান অধ্যায় - ৯: আলোর প্রতিসরণ (১)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি পদার্থ বিজ্ঞান অধ্যায় - ৯: আলোর প্রতিসরণ (১) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
১. আইরিসের মাঝখানের ছোট ছিদ্রকে কী বলে?
Ο ক) তারারন্ধ্র
Ο খ) অক্ষিগোলক
Ο গ) কর্নিয়া
Ο ঘ) রেটিনা
সঠিক উত্তর: (ক)

 ২. +5D ক্ষমতাসম্পন্ন লেন্সের ফোকাস দূরত্ব কত হবে?
Ο ক) 0.2cm
Ο খ) 0.2m
Ο গ) 0.5m
Ο ঘ) 5m
 সঠিক উত্তর: (খ)

৩. সংবেদনশীল কোণ কত প্রকার?
Ο ক) এক
Ο খ) দুই
Ο গ) তিন
Ο ঘ) চার
সঠিক উত্তর: (গ)

 ৪. কোনটিতে সদ বিম্ব গঠিত হয়?
Ο ক) সমতল দর্পণ
Ο খ) উত্তল দর্পণ
Ο গ) অবতল লেন্স
Ο ঘ) উত্তল লেন্স
 সঠিক উত্তর: (ঘ)

৫. আইরিসের মাঝখানের ছোট ছিদ্রকে কী বলা হয়?
Ο ক) তারারন্ধ্র
Ο খ) কর্ণিয়া
Ο গ) রেটিনা
Ο ঘ) চক্ষুলেন্স
সঠিক উত্তর: (ক)

৬. পানিতে আলোর বেগ 2.26108ms-1 হলে ভ্যাকিউমে আলোর বেগ কত?
Ο ক) 3×108ms-1
Ο খ) 3.36×108ms-1
Ο গ) 3.46×108ms-1
Ο ঘ) 3.50×108ms-1
সঠিক উত্তর: (ক)

 ৭. শ্বেতমন্ডলের ভিতরের কালো আবরণকে কী বলা হয়?
Ο ক) শ্বেতমন্ডল
Ο খ) আইরিশ
Ο গ) কৃষ্ণমন্ডল
Ο ঘ) চক্ষুলেন্স
 সঠিক উত্তর: (গ)

 ৮. ক্ষীণদৃষ্টির কারণ নয় কোনটি?
Ο ক) অক্ষিগোলকের ব্যাসার্ধ বেড়ে যাওয়া
Ο খ) চোখের লেন্সের ফোকাস দূরত্ব কমে যাওয়া
Ο গ) চোখের অভিসারী ক্ষমতা বৃদ্ধি পাওয়া
Ο ঘ) চোখের ফোকাস দূরত্ব বৃদ্ধি পাওয়া
 সঠিক উত্তর: (ঘ)

৯. উত্তল লেন্সে লক্ষ্যবস্তু 2f দূরত্বে থাকলে প্রতিবিম্বের আকৃতি কিরূপ হবে?
Ο ক) অত্যন্ত খর্বিত
Ο খ) লক্ষ্যবস্তুর সমান
Ο গ) অত্যন্ত বিবর্ধিত
Ο ঘ) খর্বিত
সঠিক উত্তর: (খ)

১০. আলো সরল পথে চলে কোন মাধ্যমে?
Ο ক) স্বচ্ছ ও সমসত্ত্ব মাধ্যমে
Ο খ) অস্বচ্ছ ও সমসত্ত্ব মাধ্যমে
Ο গ) স্বচ্ছ ও অসমসত্ত্ব মাধ্যমে
Ο ঘ) বন্ধুর পথে
সঠিক উত্তর: (ক)

১১. বায়ুর সাপেক্ষে পানির প্রতিসরণাঙ্ক 4/3 হলে, পানির সাপেক্ষে বায়ুর প্রতিসরনাঙ্ক কত?
Ο ক) 0.75
Ο খ) 1.33
Ο গ) 1.5
Ο ঘ) 0.666
সঠিক উত্তর: (ক)

১২. একটি লেন্সের ক্ষমতা -2.5d হলে এর ফোকাস দূরত্ব কত সে.মি.?
Ο ক) 40
Ο খ) 35
Ο গ) 30
Ο ঘ) 25
সঠিক উত্তর: (ঘ)

১৩. দৃষ্টির প্রধান ক্রটি কয়টি?
Ο ক) এক
Ο খ) দুই
Ο গ) তিন
Ο ঘ) চার
সঠিক উত্তর: (খ)

১৪. অপটিক্যাল ফাইবারে-
i. 1.5 প্রতিসরণাঙ্কের পদার্থের আবরণ দেয়া হয়
ii. পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে
iii. আলোক রশ্মি ক্ষুদ্র কোণে আপতিত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১৫. লেন্সের ক্ষমতার মাত্রা কোনটি?
Ο ক) ML2T-3
Ο খ) L-1
Ο গ) L1
Ο ঘ) F-1
সঠিক উত্তর: (খ)

১৬. লেন্সের চিহ্নের প্রথায়-
i. সকল বাস্তব দূরত্ব ধনাত্মক
ii. অবাস্তব দূরত্ব ঋণাত্মক
iii. ফোকাস দূরত্ব সর্বদা ধনাত্মক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

১৭. অপটিক্যাল ফাইবারের একপ্রান্তে আলোকরশ্মি আপতিত হয়-
Ο ক) সমকোণে
Ο খ) বৃহৎ কোণে
Ο গ) ক্ষুদ্র কোণে
Ο ঘ) স্থূল কোণে
সঠিক উত্তর: (গ)

১৮. ক্রান্তি কোণের ক্ষেত্রে কোনটি সঠিক?
Ο ক) প্রতিসরণ কোণ 600
Ο খ) আপতন কোণ 900
Ο গ) প্রতিসরণ কোণ 900
Ο ঘ) আপতন কোণ 600
সঠিক উত্তর: (গ)

১৯. বিনা শ্রান্তিতে চোখ সবচেয়ে কাছের যে বিন্দুকে স্পষ্ট দেখতে পায়-
i. ঐ বিন্দু হল স্পষ্ট দৃষ্টির নিকট বিন্দু
ii. চোখ হতে এ বিন্দুর দূরত্ব হল স্পষ্ট দৃষ্টির নূন্যতম দূরত্ব
iii. বয়স ভেঙে ঐ বিন্দুর দূরত্ব পরিবর্তিত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

২০. চোখের অভ্যন্তরীণ প্রতিফলন রোধ করে কোনটি?
Ο ক) কর্নিয়া
Ο খ) আইরিশ
Ο গ) শ্বেতমন্ডল
Ο ঘ) কৃষ্ণমন্ডল
সঠিক উত্তর: (ঘ)

২১.একটি উত্তল লেন্সের প্রধান ফোকাস দিয়ে গমনকারী ভিন্ন দুটি আলোকরশ্মি লেন্সে প্রতিসরণের পর-
i. পরস্পর সমান্তরালে গমন করে
ii. পরস্পর লম্বভাবে গমন করে
iii. প্রধান অক্ষের সমান্তরালে গমন করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

২২. পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের উদাহরণ হচ্ছে-
i. মরীচিকা
ii. গ্রীষ্মকালে প্রখর রোদে রাস্তা ভেজা দেখা
iii. অ্যাকুরিয়ামে রঙিন মাছ দেখা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

২৩.আমরা কোনো বস্তু দেখি যখন-
i. আমাদের চোখ থেকে আলো বস্তুতে যায়
ii. বস্তু হতে আলো চোখে এসে পড়ে
iii. আলো প্রতিসৃত হয়ে বিম্ব গঠন করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)

২৪. কোন রঙের আলোর জন্য নির্দিষ্ট মাধ্যমের প্রতিসরণাঙ্কের মান সবচেয়ে বেশি?
Ο ক) লাল
Ο খ) বেগুনি
Ο গ) হলুদ
Ο ঘ) কালো
 সঠিক উত্তর: (খ)

 ২৫. এন্ডোস্কপি করার সময় আলোক নল প্রবেশ করানো হয়-
Ο ক) কানের ভিতর দিয়ে
Ο খ) পায়ুপথ দিয়ে
Ο গ) মুত্রনালী দিয়ে
Ο ঘ) মুখের ভিতর দিয়ে
 সঠিক উত্তর: (ঘ)

 ২৬. একটি লেন্সের প্রধান অক্ষের সমান্তরালে কোনো আলোকরশ্মি গমন করলে তা প্রতিসরণের পর প্রধান অক্ষের ওপর একটি বিন্দু দিয়ে গমন করে। বিন্দুটি সম্পর্কে বলা যায় এটি-
i. লেন্সেটির প্রধান ফোকাস
ii. একটি সদ বিন্দু
iii. একটি অসদ বিন্দু
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

২৭. অবতল লেন্সের সাথে সম্পর্কিত-
i. আলোকরশ্মি অপসারী হয়
ii. আলোকরশ্মি অভিসারী হয়
iii. মধ্যভাগ সরু ও প্রান্তভাগ মোটা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

 ২৮. আপতন কোণ ক্রান্তিকোণের চেয়ে বড় হলে-
i. আলো সম্পূর্ণরূপে শোষিত হয়
ii. আলো সম্পূর্ণরূপে প্রতিফলিত হয়
iii. আলো সম্পূর্ণরূপে একই মাধ্যমে ফিরে আসে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ২৯. চোখের আইরিসের কাজ হলো-
i. চোখের ভিতরের অভ্যন্তরীণ প্রতিফলন রোধ করা
ii. মস্তিষ্কে দর্শনের অনুভূতি সৃষ্টি করা
iii. চক্ষু লেন্সের উপর আপতিত আলোর পরিমাণ নিয়ন্ত্রণ করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ৩০. দুটি স্বচ্ছ মাধ্যমের বিভেদতলে আলোকরশ্মির দিক পরিবর্তন করার ঘটনাকে কী বলে?
Ο ক) প্রতিফলন
Ο খ) প্রতিসরণ
Ο গ) পোলারণ
Ο ঘ) অপবর্তন
 সঠিক উত্তর: (খ)

৩১. কোনটি চোখের আকৃতি ঠিক রাখে?
Ο ক) শ্বেতমন্ডল
Ο খ) কৃষ্ণমন্ডল
Ο গ) কর্নিয়া
Ο ঘ) চশমা
 সঠিক উত্তর: (ক)

 ৩২. বায়ুর সাপেক্ষে পানির প্রতিসরণাঙ্ক 4/3 হলে, পানির সাপেক্ষে বায়ুর প্রতিসরণাঙ্ক কত?
Ο ক) 0.75
Ο খ) 1.33
Ο গ) 1.5
Ο ঘ) 0.666
 সঠিক উত্তর: (ক)

৩৩. P একটি লেন্স এটি একগুচ্ছ সমান্তরাল আলোকরশ্মিকে একটি বিন্দুতে অভিসারী করতে পারে। P এর বৈশিষ্ট্য হলো-
i. এর মধ্যভাগ পুরু
ii. এর প্রান্তভাগ সরু
iii. এটি হ্রস্ব দৃষ্টি প্রতিকারে ব্যবহৃত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

৩৪. +2D ক্ষমতাসম্পন্ন লেন্সের ফোকাস দূরত্ব হবে-
i. 0.5 m
ii. 50 cm
iii. 0.2 m
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও ii
সঠিক উত্তর: (ক)

৩৫. আলোর কোন ধর্মকে কাজে লাগিয়ে ক্যামেরা মাইক্রোস্কোপ ও টেলিস্কোপ তৈরি করা হয়?
Ο ক) প্রতিফলন
Ο খ) অপবর্তন
Ο গ) প্রতিসরণ
Ο ঘ) বিচ্ছুরণ
 সঠিক উত্তর: (গ)

৩৬. নীচের কোনটি ক্ষীণদৃষ্টির কারণ?
Ο ক) অক্ষি গোলকের ব্যাসার্ধ হ্রাস পাওয়া
Ο খ) চক্ষু লেন্সের অভিসারী ক্ষমতা পাওয়া
Ο গ) অক্ষি গোলকের ব্যাসার্ধ বেড়ে যাওয়া
Ο ঘ) রেটিনার পিছনে প্রতিবিম্ব গঠন করে
 সঠিক উত্তর: (গ)

 ৩৭. কোনো মাধ্যমের সাপেক্ষে অপর একটি মাধ্যমের প্রতিসরাংককে কী বলে?
Ο ক) পরম প্রতিসরণাংক
Ο খ) প্রকৃত প্রতিসরণাংক
Ο গ) আপেক্ষিক প্রতিসরণাংক
Ο ঘ) অপবর্তন
 সঠিক উত্তর: (গ)

৩৮. প্রতিসরণ কোণ সংকট কোণের সমান হলে প্রতিসৃত রশ্মি ও বিভেদতলের মধ্যবর্তী কোণ কত?
Ο ক) 00
Ο খ) 450
Ο গ) 600
Ο ঘ) 900
 সঠিক উত্তর: (ক)

 ৩৯. বায়ু সাপেক্ষে বেনজিনের প্রতিসরণাঙ্ক 1.5 হলে বেনজিন সাপেক্ষে বায়ুর প্রতিসরণাঙ্ক কত?
Ο ক) 0.9
Ο খ) 0.67
Ο গ) 0.76
Ο ঘ) 1.5
 সঠিক উত্তর: (খ)

৪০. শ্বেতমন্ডলের সামনের উত্তল অংশকে কী বলা হয়?
Ο ক) কর্নিয়া
Ο খ) অক্ষিগোলক
Ο গ) শ্বেতমন্ডল
Ο ঘ) কৃষ্ণমন্ডল
 সঠিক উত্তর: (ক)

 ৪১. নিচের কোনটি আলোর প্রতিসরণ ধর্মের অবদান?
Ο ক) অ্যাকুরিয়ামে মাছের গতিবিধ
Ο খ) অপটিক্যাল ফাইবারে ব্যবহার
Ο গ) মাইক্রোস্কোপ দিয়ে অতি ক্ষুদ্র জিনিস বড় করে দেখা
Ο ঘ) উপরের সবগুলো
 সঠিক উত্তর: (ঘ)

 ৪২. বেনজিনে আলোর বেগ 2108ms-1 বেনজিনের সাপেক্ষে কেরোসিনের প্রতিসরণাঙ্ক 0.96 হলে প্রতিসরণ কোণের মান কত?
Ο ক) 17.470
Ο খ) 23.450
Ο গ) 19.470
Ο ঘ) 15.450
 সঠিক উত্তর: (গ)

 ৪৩. চোখের কোটরের মধ্যে নির্দিষ্ট সীমার চারদিকে ঘোরে কোনটি?
Ο ক) অক্ষিগোলক
Ο খ) কর্নিয়া
Ο গ) শ্বেতমন্ডল
Ο ঘ) আইরিশ
 সঠিক উত্তর: (ক)

 ৪৪. একটি অবতল লেন্সের ফোকাস দূরত্ব 20 সে.মি. হলে তার ক্ষমতা কত?
Ο ক) -5d
Ο খ) 5d
Ο গ) 5m
Ο ঘ) -5m
 সঠিক উত্তর: (ক)

 ৪৫. চোখের কোন অংশটি বাইরের অনিষ্ট হতে চোখকে রক্ষা করে?
Ο ক) কর্ণিয়া
Ο খ) শ্বেতমন্ডল
Ο গ) কৃষ্ণমন্ডল
Ο ঘ) তারারন্ধ্র
 সঠিক উত্তর: (খ)

 ৪৬. ক্ষীণ দৃষ্টিসম্পন্ন লোকের চশমায় কোন লেন্স ব্যবহার করা হয়?
Ο ক) উত্তল
Ο খ) সমতল
Ο গ) অবতল
Ο ঘ) সমতলাবতল
 সঠিক উত্তর: (গ)

 ৪৭. রেটিনার রং কিরূপ?
Ο ক) লাল
Ο খ) বেগুনি
Ο গ) গোলাপী
Ο ঘ) হলুদ
 সঠিক উত্তর: (গ)

 ৪৮. ফোকাসিং বলতে কী বুঝায়?
Ο ক) আপতিত আলোর পরিমাণ নিয়ন্ত্রণ করা
Ο খ) লেন্সের উন্মেষ পরিবর্তন করা
Ο গ) লেন্স থেকে পর্দার দূরত্ব বাড়ানো বা কমানো
Ο ঘ) ডায়াফ্রামকে ছোট বা বড় করা
 সঠিক উত্তর: (গ)

 ৪৯. চোখের অক্ষিগোলক-
i. কোঠরের মধ্যে অবস্থিত গোলাকার অংশ
ii. চোখের আকৃতি ঠিক রাখে
iii. এর সামনে ও পিছনে অংশ খানিকটা চ্যাপ্টা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ৫০. মীনা 20cm দূরের বস্তু ও বিনা শ্রান্তিতে স্পষ্ট দেখতে পায়। এর কারণ কোনটি?
Ο ক) তার অক্ষিগোলকের ব্যাসার্ধ কমেছে
Ο খ) তার চোখের লেন্সের ফোকাস দূরত্ব বেড়েছে
Ο গ) তার চোখের লেন্সের অভিসারী ক্ষমতা কমেছে
Ο ঘ) তার চোখে লেন্সের ফোকাস দূরত্ব কমেছে
 সঠিক উত্তর: (ঘ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post