ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি পদার্থ বিজ্ঞান অধ্যায় - ১১: চল তড়িৎ (১) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১. নিম্ন বিভবের বস্তু থেকে উচ্চ বিভবের বস্তুতে কি প্রবাহিত হয়?
Ο ক) ইলেকট্রন
Ο খ) প্রোটন
Ο গ) নিউট্রন
Ο ঘ) সবগুলি
সঠিক উত্তর: (ক)
২. ধাতব তারের মধ্য দিয়ে আধান পরিবহন করে কোনটি?
Ο ক) ইলেক্ট্রন
Ο খ) প্রোটন
Ο গ) পরমাণু
Ο ঘ) নিউট্রন
সঠিক উত্তর: (ক)
৩. নিচের কোন দুটি রাশির একক অভিন্ন?
Ο ক) বিভব পার্থক্য, তড়িৎ প্রবাহ
Ο খ) তড়িচ্চালক শক্তি, তড়িৎপ্রবাহ
Ο গ) বিভব, পার্থক্য, রোধ
Ο ঘ) বিভব পার্থক্য, তড়িচ্চালক শক্তি
সঠিক উত্তর: (ঘ)
৪. প্রবাহকে অ্যাম্পিয়ারে, রোধকে ওহমে এবং সময়কে ঘন্টায় প্রকাশ করলে B.O.T এককে ব্যয়িত তড়িৎ শক্তির সমীকরণটি হলো –
Ο ক) W = V2It/1000
Ο খ) W = I2Rt/1000
Ο গ) W = Vt/1000
Ο ঘ) W = VI/1000
সঠিক উত্তর: (খ)
৫. টেলিভিশনের ক্ষমতা সাধারণত কত হয়ে থাকে?
Ο ক) 40-50W
Ο খ) 50-60W
Ο গ) 60-70W
Ο ঘ) 70-80W
সঠিক উত্তর: (গ)
৬. কোনটি নিম্ন ভোল্টেজকে উচ্চ ভোল্টেজে রূপান্তরিত করে?
Ο ক) স্টেপ ডাউন ট্রান্সফরমার
Ο খ) স্টেপ আপ ট্রান্সফরমার
Ο গ) এসি জেনারেটর
Ο ঘ) ডি.সি. জেনারেটর
সঠিক উত্তর: (খ)
৭. নিচের সূত্রটি লক্ষ কর:
i. σ = 1/ρ
ii. ρ = 1/σ
iii. σ.ρ = 1
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৮. নিচের তথ্যগুলো লক্ষ কর:
i. উৎপাদিত বিদ্যুতকে প্রথমে সাবস্টেশনে পাঠানো হয়
ii. সাবস্টেশন থেকে বিদ্যুৎ গ্রাহককে সরবরাহ করা হয়
iii. বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ শক্তিকে উচ্চ ভোল্টেজে উৎপাদন করা হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৯. নাইক্রোম তারের রোধকত্ব তামার তারের রোধকত্বের কতগুণ?
Ο ক) 40 গুণ
Ο খ) 50 গুণ
Ο গ) 60 গুণ
Ο ঘ) 70 গুণ
সঠিক উত্তর: (গ)
১০. নিম্ন বিভবের বস্তু থেকে উচ্চ বিভবের বস্তুতে কি প্রবাহিত হয়?
Ο ক) ইলেকট্রন
Ο খ) প্রোটন
Ο গ) নিউট্রন
Ο ঘ) সবগুলি
সঠিক উত্তর: (ক)
১১. কোনটির মধ্য দিয়ে ইলেকট্রন মুক্তভাবে চলাচল করে?
Ο ক) পরিবাহী
Ο খ) অপরিবাহী
Ο গ) অর্ধপরিবাহী
Ο ঘ) কুপরিবাহী
সঠিক উত্তর: (ক)
১২. বর্তনীতে সংযোগের ক্ষেত্রে নিচের তথ্যগুলো লক্ষ কর:
i. অ্যামিটারকে বর্তনীতে সমান্তরালে সংযোগ দেওয়া হয়
ii. ভোল্টমিটারকে বর্তনীতে সমান্তরালে সংযোগ দেওয়া হয়
iii. তড়িৎ কোষকে বর্তনীতে সিরিজে সংযোগ দেওয়া হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১৩. বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কী দিয়ে তৈরি?
Ο ক) তামা
Ο খ) রূপা
Ο গ) টাংস্টেন
Ο ঘ) নাইক্রোম
সঠিক উত্তর: (গ)
১৪. একটি বাল্বের গায়ে 100W-220V লেখা আছে। অতএব বাল্বটির –
i. ফিলামেন্টের রোধ 484W
ii. প্রবাহিত তড়িৎ 0.455A
iii. বাল্বটির ক্ষমতা 100W
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৫. বিয়ে বাড়ির আলোক সজ্জায় ব্যবহৃত বাতিগুলো কীভাবে সংযুক্ত?
Ο ক) সমান্তরালে
Ο খ) শ্রেণিবদ্ধভাবে
Ο গ) উভয়ই
Ο ঘ) আড়াআড়িভাবে
সঠিক উত্তর: (খ)
১৬. নিচের সূত্রগুলো লক্ষ কর:
i. W = VQ
ii. I = It
iii. V = IR
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৭. ইলেকট্রন কীভাবে প্রবাহিত হয়?
Ο ক) থেমে থেমে
Ο খ) নিরবচ্ছিন্নভাবে
Ο গ) উভয়ই
Ο ঘ) গুচ্ছাকারে
সঠিক উত্তর: (খ)
১৮. পরিবাহীর রোধকে অতিক্রম করার জন্য তড়িৎশক্তির একটি অংশ কীসে রূপান্তরিত হয়?
Ο ক) আলোকে
Ο খ) তাপে
Ο গ) শব্দে
Ο ঘ) সবগুলোই
সঠিক উত্তর: (খ)
১৯. বর্তনীতে তড়িৎ প্রবাহ চালনা করার জন্য কীসের প্রয়োজন?
Ο ক) তাপ
Ο খ) চাপ
Ο গ) তড়িৎ প্রাবল্য
Ο ঘ) তড়িৎ শক্তি
সঠিক উত্তর: (ঘ)
২০. যে সকল পদার্থের মধ্য দিয়ে খুব সহজেই তড়িৎ প্রবাহ চলতে পারে তাদেরকে কী বলে?
Ο ক) অপরিবাহী
Ο খ) কুপরিবাহী
Ο গ) অর্ধপরিবাহী
Ο ঘ) পরিবাহী
সঠিক উত্তর: (ঘ)
২১. তড়িৎ শক্তি কীসের উপর ভিত্তি করে অন্য শক্তিতে রূপান্তরিত হয়?
Ο ক) আধানের পরিমাণ
Ο খ) পরিবাহীর দৈর্ঘ্য
Ο গ) বর্তনীর প্রকৃতি
Ο ঘ) বর্তনীর রোধ
সঠিক উত্তর: (গ)
২২. বর্তনী চিত্র অঙ্কন করার সময় তড়িৎ প্রবাহের কোন দিক কে অনুসরণ করা হয়?
Ο ক) প্রকৃত দিক
Ο খ) প্রচলিত দিক
Ο গ) অনুধাবন দিক
Ο ঘ) যেকোনো দিক
সঠিক উত্তর: (খ)
২৩. V বিভব পার্থক্য সম্পন্ন কোন পরিবাহীর মধ্য দিয়ে Q আধান প্রবাহিত হলে কৃতকাজ কত হবে?
Ο ক) V/Q
Ο খ) VQ
Ο গ) Q/V
Ο ঘ) 1/VQ
সঠিক উত্তর: (খ)
২৪. বৈদ্যুতিক হিটারের গায়ে লেখা ওয়াট শব্দ দ্বারা কী বুঝায়?
Ο ক) যন্ত্র কর্তৃক ব্যবহৃত তড়িৎশক্তির হার
Ο খ) ভোল্টেজের মান যা দিয়ে যন্ত্রটি পরিচালিত হবে
Ο গ) যন্ত্রটিতে যে পরিমাণ তড়িৎ প্রবাহ প্রবাহিত হবে তার মান
Ο ঘ) যন্ত্রটি হতে যে পরিমাণ তাপশক্তি নির্গত হবে তার পরিমাণ
সঠিক উত্তর: (ক)
২৫. কোনো পরিবাহীর যেকোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে t সময়ে Q পরিমাণ আধান প্রবাহিত হয়, তড়িৎ প্রবাহ I হলে নিচের কোনটি সঠিক?
Ο ক) Q = I/t
Ο খ) Q = It
Ο গ) Q = t/I
Ο ঘ) I = Qt
সঠিক উত্তর: (খ)
২৬. নিচের কোনটির রোধকত্ব সবচেয়ে বেশি?
Ο ক) রূপা
Ο খ) তামা
Ο গ) টাংস্টেন
Ο ঘ) নাইক্রোম
সঠিক উত্তর: (ঘ)
২৭. তড়িৎ প্রবাহের ক্ষেত্রে নিচের তথ্যগুলি লক্ষ কর:
i. ইলেকট্রন নিম্নবিভবের বস্তু থেকে উচ্চ বিভবের বস্তুতে সঞ্চালিত হয়
ii. প্রোটন নিম্নবিভবের বস্তু থেকে উচ্চ বিভবের বস্তুতে সঞ্চালিত হয়
iii. বস্তুদ্বয়ের বিভব পার্থক্য শূন্য হলে আধান প্রবাহ বন্ধ হয়ে যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
২৮. নিচের কোনটি দ্বারা ভোল্ট (V) বুঝায়?
Ο ক) CJ-1
Ο খ) C/J
Ο গ) JC-1
Ο ঘ) JC
সঠিক উত্তর: (গ)
২৯. কিলোওয়াট ঘন্টা কীসের একক?
Ο ক) ক্ষমতার একক
Ο খ) তাপশক্তির একক
Ο গ) বিদ্যুৎশক্তির একক
Ο ঘ) ক্ষমতার ব্যবহারিক একক
সঠিক উত্তর: (গ)
৩০. নিচের তথ্যগুলো লক্ষ কর:
i. বিভব পার্থক্যের একক ভোল্ট
ii. তড়িচ্চালক শক্তির একক ভোল্ট
iii. তড়িচ্চালক শক্তির একক জুল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩১. পরিবাহীর ক্ষেত্রফল বৃদ্ধি পেলে রোধের কী পরিবর্তন হবে?
Ο ক) বৃদ্ধি পাবে
Ο খ) হ্রাস পাবে
Ο গ) স্থির থাকবে
Ο ঘ) শূন্য হবে
সঠিক উত্তর: (খ)
৩২. কোন ধরনের বর্তনীতে তড়িৎ উপকরণগুলো পরপর সাজানো থাকে?
Ο ক) শ্রেণি বর্তনী
Ο খ) সমান্তরাল বর্তনী
Ο গ) যেকোনো বর্তনী
Ο ঘ) মিশ্র বর্তনী
সঠিক উত্তর: (ক)
৩৩. পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য দ্বিগুণ করা হলে, তড়িৎ প্রবাহের কী পরিবর্তন হবে?
Ο ক) চারগুণ হবে
Ο খ) দ্বিগুণ হবে
Ο গ) অর্ধেক হবে
Ο ঘ) এক-চতুর্থাংশ হবে
সঠিক উত্তর: (গ)
৩৪. নিচের তথ্যগুলো লক্ষ কর:
i. তড়িৎ কোষ ও জেনারেটরের তড়িচ্চালক শক্তি থাকে
ii. তড়িৎ কোষ রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তকরে
iii. জেনারেটর যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৫. ধাতব তারের মধ্য দিয়ে আধান কী দ্বারা পরিবাহিত হয়?
Ο ক) প্রোটন
Ο খ) ইলেকট্রন
Ο গ) নিউট্রন
Ο ঘ) মেসন
সঠিক উত্তর: (খ)
৩৬. পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহে বাধার সৃষ্টি করে কোনটি?
Ο ক) তড়িৎ বলরেখা
Ο খ) রোধ
Ο গ) প্রাবল্য
Ο ঘ) ভর
সঠিক উত্তর: (খ)
৩৭. কোষসহ বর্তনীর বিভিন্ন অংশে বিভব পার্থক্য V1 ও V2 হলে, তড়িচ্চালক শক্তি কত হবে?
Ο ক) V1V2
Ο খ) V1-V2
Ο গ) V1+V2
Ο ঘ) V1/V2
সঠিক উত্তর: (গ)
৩৮. তড়িৎ প্রবাহের অস্তিত্ব নির্ণয় করা যায় –
i. তড়িৎবীক্ষণ যন্ত্র দ্বারা
ii. অ্যামিটার দ্বারা
iii. গ্যালভানোমিটার দ্বারা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৩৯. ও’মের সূত্রে কোনটি স্থির?
Ο ক) তাপমাত্রা
Ο খ) রোধ
Ο গ) তড়িৎ প্রবাহ
Ο ঘ) বিভব পার্থক্য
সঠিক উত্তর: (ক)
৪০. বৈদ্যুতিক বর্তনীতে নিরাপত্তামূলক কৌশল হিসেবে যে স্বল্প দৈর্ঘ্যের চিকন তার ব্যবহার করা হয় তাকে কী বলে?
Ο ক) ফিউজ
Ο খ) সার্কিট ব্রেকার
Ο গ) আর্থিং তার
Ο ঘ) অন্তরক
সঠিক উত্তর: (ক)
৪১. পরিবাহকত্বের মান কয়টি বিষয়ের উপর নির্ভর করে?
Ο ক) দুইটি
Ο খ) তিনটি
Ο গ) চারটি
Ο ঘ) পাঁচটি
সঠিক উত্তর: (ক)
৪২. তড়িৎ প্রবাহ কোনটির নিরবচ্ছিন্ন প্রবাহ?
Ο ক) প্রোটন
Ο খ) ইলেকট্রন
Ο গ) নিউট্রন
Ο ঘ) সবগুলোই
সঠিক উত্তর: (খ)
৪৩. ক্ষমতার একক কোনটি?
Ο ক) SJ-1
Ο খ) Js-1
Ο গ) J
Ο ঘ) V
সঠিক উত্তর: (খ)
৪৪. R = ρ(L/A) সূত্রটিতে ρ ধ্রুবকটিকে কী বলা হয়?
Ο ক) রোধ
Ο খ) বিভব
Ο গ) রোধকত্ব
Ο ঘ) পরিবাহিতা
সঠিক উত্তর: (গ)
৪৫. কোনো ধাতব পদার্থের তড়িৎ প্রবাহ চলার সময় এর কোনটি হ্রাস করলে তড়িৎ প্রবাহ বৃদ্ধি পাবে?
Ο ক) ব্যাসার্ধ
Ο খ) দৈর্ঘ্য
Ο গ) তাপমাত্রা
Ο ঘ) প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল
সঠিক উত্তর: (গ)
৪৬. কোন সংযোগের ক্ষেত্রে বৈদ্যুতিক উপকরণগুলো সমান ভোল্টেজ পায়?
Ο ক) শ্রেণি
Ο খ) সমান্তরাল
Ο গ) মিশ্রভাবে
Ο ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর: (খ)
৪৭. পরিবাহী ও অপরিবাহী পদার্থের মাঝামাঝি পদার্থ কোনটি?
Ο ক) পরিবাহী
Ο খ) অন্তরক
Ο গ) অর্ধপরিবাহী
Ο ঘ) কুপরিবাহী
সঠিক উত্তর: (গ)
৪৮. কোনটির মাধ্যমে উচ্চ মানের তড়িৎ প্রবাহ মাটিতে চলে যায়?
Ο ক) জীবন্ত তার
Ο খ) নিরপেক্ষ তার
Ο গ) ভূ-সংযোগ তার
Ο ঘ) সবগুলো
সঠিক উত্তর: (গ)
৪৯. শর্ট সার্কিট সৃষ্টির ফলে কী হয়?
Ο ক) বিদ্যুৎ প্রবাহ বন্ধ হয়ে যায়
Ο খ) বিদ্যুৎ প্রবাহ শুরু হয়
Ο গ) বিদ্যুৎ প্রবাহ স্থির থাকে
Ο ঘ) বিদ্যুৎ প্রবাহ কমে যায়
সঠিক উত্তর: (খ)
৫০. অর্ধ-পরিবাহী পদার্থের ক্ষেত্রে নিচের তথ্যগুলো লক্ষ কর:
i. অর্ধপরিবাহী পদার্থগুলো অল্প পরিমাণ তড়িৎ পরিবহন করে
ii. অর্ধপরিবাহীর সাথে অপদ্রব্য মিশালে তার পরিবাহকত্ব বৃদ্ধি পায়
iii. সিলিকন, জার্মেনিয়াম, লোহা অর্ধপরিবাহীর উদাহরণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১. নিম্ন বিভবের বস্তু থেকে উচ্চ বিভবের বস্তুতে কি প্রবাহিত হয়?
Ο ক) ইলেকট্রন
Ο খ) প্রোটন
Ο গ) নিউট্রন
Ο ঘ) সবগুলি
সঠিক উত্তর: (ক)
২. ধাতব তারের মধ্য দিয়ে আধান পরিবহন করে কোনটি?
Ο ক) ইলেক্ট্রন
Ο খ) প্রোটন
Ο গ) পরমাণু
Ο ঘ) নিউট্রন
সঠিক উত্তর: (ক)
৩. নিচের কোন দুটি রাশির একক অভিন্ন?
Ο ক) বিভব পার্থক্য, তড়িৎ প্রবাহ
Ο খ) তড়িচ্চালক শক্তি, তড়িৎপ্রবাহ
Ο গ) বিভব, পার্থক্য, রোধ
Ο ঘ) বিভব পার্থক্য, তড়িচ্চালক শক্তি
সঠিক উত্তর: (ঘ)
৪. প্রবাহকে অ্যাম্পিয়ারে, রোধকে ওহমে এবং সময়কে ঘন্টায় প্রকাশ করলে B.O.T এককে ব্যয়িত তড়িৎ শক্তির সমীকরণটি হলো –
Ο ক) W = V2It/1000
Ο খ) W = I2Rt/1000
Ο গ) W = Vt/1000
Ο ঘ) W = VI/1000
সঠিক উত্তর: (খ)
৫. টেলিভিশনের ক্ষমতা সাধারণত কত হয়ে থাকে?
Ο ক) 40-50W
Ο খ) 50-60W
Ο গ) 60-70W
Ο ঘ) 70-80W
সঠিক উত্তর: (গ)
৬. কোনটি নিম্ন ভোল্টেজকে উচ্চ ভোল্টেজে রূপান্তরিত করে?
Ο ক) স্টেপ ডাউন ট্রান্সফরমার
Ο খ) স্টেপ আপ ট্রান্সফরমার
Ο গ) এসি জেনারেটর
Ο ঘ) ডি.সি. জেনারেটর
সঠিক উত্তর: (খ)
৭. নিচের সূত্রটি লক্ষ কর:
i. σ = 1/ρ
ii. ρ = 1/σ
iii. σ.ρ = 1
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৮. নিচের তথ্যগুলো লক্ষ কর:
i. উৎপাদিত বিদ্যুতকে প্রথমে সাবস্টেশনে পাঠানো হয়
ii. সাবস্টেশন থেকে বিদ্যুৎ গ্রাহককে সরবরাহ করা হয়
iii. বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ শক্তিকে উচ্চ ভোল্টেজে উৎপাদন করা হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৯. নাইক্রোম তারের রোধকত্ব তামার তারের রোধকত্বের কতগুণ?
Ο ক) 40 গুণ
Ο খ) 50 গুণ
Ο গ) 60 গুণ
Ο ঘ) 70 গুণ
সঠিক উত্তর: (গ)
১০. নিম্ন বিভবের বস্তু থেকে উচ্চ বিভবের বস্তুতে কি প্রবাহিত হয়?
Ο ক) ইলেকট্রন
Ο খ) প্রোটন
Ο গ) নিউট্রন
Ο ঘ) সবগুলি
সঠিক উত্তর: (ক)
১১. কোনটির মধ্য দিয়ে ইলেকট্রন মুক্তভাবে চলাচল করে?
Ο ক) পরিবাহী
Ο খ) অপরিবাহী
Ο গ) অর্ধপরিবাহী
Ο ঘ) কুপরিবাহী
সঠিক উত্তর: (ক)
১২. বর্তনীতে সংযোগের ক্ষেত্রে নিচের তথ্যগুলো লক্ষ কর:
i. অ্যামিটারকে বর্তনীতে সমান্তরালে সংযোগ দেওয়া হয়
ii. ভোল্টমিটারকে বর্তনীতে সমান্তরালে সংযোগ দেওয়া হয়
iii. তড়িৎ কোষকে বর্তনীতে সিরিজে সংযোগ দেওয়া হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১৩. বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কী দিয়ে তৈরি?
Ο ক) তামা
Ο খ) রূপা
Ο গ) টাংস্টেন
Ο ঘ) নাইক্রোম
সঠিক উত্তর: (গ)
১৪. একটি বাল্বের গায়ে 100W-220V লেখা আছে। অতএব বাল্বটির –
i. ফিলামেন্টের রোধ 484W
ii. প্রবাহিত তড়িৎ 0.455A
iii. বাল্বটির ক্ষমতা 100W
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৫. বিয়ে বাড়ির আলোক সজ্জায় ব্যবহৃত বাতিগুলো কীভাবে সংযুক্ত?
Ο ক) সমান্তরালে
Ο খ) শ্রেণিবদ্ধভাবে
Ο গ) উভয়ই
Ο ঘ) আড়াআড়িভাবে
সঠিক উত্তর: (খ)
১৬. নিচের সূত্রগুলো লক্ষ কর:
i. W = VQ
ii. I = It
iii. V = IR
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৭. ইলেকট্রন কীভাবে প্রবাহিত হয়?
Ο ক) থেমে থেমে
Ο খ) নিরবচ্ছিন্নভাবে
Ο গ) উভয়ই
Ο ঘ) গুচ্ছাকারে
সঠিক উত্তর: (খ)
১৮. পরিবাহীর রোধকে অতিক্রম করার জন্য তড়িৎশক্তির একটি অংশ কীসে রূপান্তরিত হয়?
Ο ক) আলোকে
Ο খ) তাপে
Ο গ) শব্দে
Ο ঘ) সবগুলোই
সঠিক উত্তর: (খ)
১৯. বর্তনীতে তড়িৎ প্রবাহ চালনা করার জন্য কীসের প্রয়োজন?
Ο ক) তাপ
Ο খ) চাপ
Ο গ) তড়িৎ প্রাবল্য
Ο ঘ) তড়িৎ শক্তি
সঠিক উত্তর: (ঘ)
২০. যে সকল পদার্থের মধ্য দিয়ে খুব সহজেই তড়িৎ প্রবাহ চলতে পারে তাদেরকে কী বলে?
Ο ক) অপরিবাহী
Ο খ) কুপরিবাহী
Ο গ) অর্ধপরিবাহী
Ο ঘ) পরিবাহী
সঠিক উত্তর: (ঘ)
২১. তড়িৎ শক্তি কীসের উপর ভিত্তি করে অন্য শক্তিতে রূপান্তরিত হয়?
Ο ক) আধানের পরিমাণ
Ο খ) পরিবাহীর দৈর্ঘ্য
Ο গ) বর্তনীর প্রকৃতি
Ο ঘ) বর্তনীর রোধ
সঠিক উত্তর: (গ)
২২. বর্তনী চিত্র অঙ্কন করার সময় তড়িৎ প্রবাহের কোন দিক কে অনুসরণ করা হয়?
Ο ক) প্রকৃত দিক
Ο খ) প্রচলিত দিক
Ο গ) অনুধাবন দিক
Ο ঘ) যেকোনো দিক
সঠিক উত্তর: (খ)
২৩. V বিভব পার্থক্য সম্পন্ন কোন পরিবাহীর মধ্য দিয়ে Q আধান প্রবাহিত হলে কৃতকাজ কত হবে?
Ο ক) V/Q
Ο খ) VQ
Ο গ) Q/V
Ο ঘ) 1/VQ
সঠিক উত্তর: (খ)
২৪. বৈদ্যুতিক হিটারের গায়ে লেখা ওয়াট শব্দ দ্বারা কী বুঝায়?
Ο ক) যন্ত্র কর্তৃক ব্যবহৃত তড়িৎশক্তির হার
Ο খ) ভোল্টেজের মান যা দিয়ে যন্ত্রটি পরিচালিত হবে
Ο গ) যন্ত্রটিতে যে পরিমাণ তড়িৎ প্রবাহ প্রবাহিত হবে তার মান
Ο ঘ) যন্ত্রটি হতে যে পরিমাণ তাপশক্তি নির্গত হবে তার পরিমাণ
সঠিক উত্তর: (ক)
২৫. কোনো পরিবাহীর যেকোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে t সময়ে Q পরিমাণ আধান প্রবাহিত হয়, তড়িৎ প্রবাহ I হলে নিচের কোনটি সঠিক?
Ο ক) Q = I/t
Ο খ) Q = It
Ο গ) Q = t/I
Ο ঘ) I = Qt
সঠিক উত্তর: (খ)
২৬. নিচের কোনটির রোধকত্ব সবচেয়ে বেশি?
Ο ক) রূপা
Ο খ) তামা
Ο গ) টাংস্টেন
Ο ঘ) নাইক্রোম
সঠিক উত্তর: (ঘ)
২৭. তড়িৎ প্রবাহের ক্ষেত্রে নিচের তথ্যগুলি লক্ষ কর:
i. ইলেকট্রন নিম্নবিভবের বস্তু থেকে উচ্চ বিভবের বস্তুতে সঞ্চালিত হয়
ii. প্রোটন নিম্নবিভবের বস্তু থেকে উচ্চ বিভবের বস্তুতে সঞ্চালিত হয়
iii. বস্তুদ্বয়ের বিভব পার্থক্য শূন্য হলে আধান প্রবাহ বন্ধ হয়ে যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
২৮. নিচের কোনটি দ্বারা ভোল্ট (V) বুঝায়?
Ο ক) CJ-1
Ο খ) C/J
Ο গ) JC-1
Ο ঘ) JC
সঠিক উত্তর: (গ)
২৯. কিলোওয়াট ঘন্টা কীসের একক?
Ο ক) ক্ষমতার একক
Ο খ) তাপশক্তির একক
Ο গ) বিদ্যুৎশক্তির একক
Ο ঘ) ক্ষমতার ব্যবহারিক একক
সঠিক উত্তর: (গ)
৩০. নিচের তথ্যগুলো লক্ষ কর:
i. বিভব পার্থক্যের একক ভোল্ট
ii. তড়িচ্চালক শক্তির একক ভোল্ট
iii. তড়িচ্চালক শক্তির একক জুল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩১. পরিবাহীর ক্ষেত্রফল বৃদ্ধি পেলে রোধের কী পরিবর্তন হবে?
Ο ক) বৃদ্ধি পাবে
Ο খ) হ্রাস পাবে
Ο গ) স্থির থাকবে
Ο ঘ) শূন্য হবে
সঠিক উত্তর: (খ)
৩২. কোন ধরনের বর্তনীতে তড়িৎ উপকরণগুলো পরপর সাজানো থাকে?
Ο ক) শ্রেণি বর্তনী
Ο খ) সমান্তরাল বর্তনী
Ο গ) যেকোনো বর্তনী
Ο ঘ) মিশ্র বর্তনী
সঠিক উত্তর: (ক)
৩৩. পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য দ্বিগুণ করা হলে, তড়িৎ প্রবাহের কী পরিবর্তন হবে?
Ο ক) চারগুণ হবে
Ο খ) দ্বিগুণ হবে
Ο গ) অর্ধেক হবে
Ο ঘ) এক-চতুর্থাংশ হবে
সঠিক উত্তর: (গ)
৩৪. নিচের তথ্যগুলো লক্ষ কর:
i. তড়িৎ কোষ ও জেনারেটরের তড়িচ্চালক শক্তি থাকে
ii. তড়িৎ কোষ রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তকরে
iii. জেনারেটর যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৫. ধাতব তারের মধ্য দিয়ে আধান কী দ্বারা পরিবাহিত হয়?
Ο ক) প্রোটন
Ο খ) ইলেকট্রন
Ο গ) নিউট্রন
Ο ঘ) মেসন
সঠিক উত্তর: (খ)
৩৬. পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহে বাধার সৃষ্টি করে কোনটি?
Ο ক) তড়িৎ বলরেখা
Ο খ) রোধ
Ο গ) প্রাবল্য
Ο ঘ) ভর
সঠিক উত্তর: (খ)
৩৭. কোষসহ বর্তনীর বিভিন্ন অংশে বিভব পার্থক্য V1 ও V2 হলে, তড়িচ্চালক শক্তি কত হবে?
Ο ক) V1V2
Ο খ) V1-V2
Ο গ) V1+V2
Ο ঘ) V1/V2
সঠিক উত্তর: (গ)
৩৮. তড়িৎ প্রবাহের অস্তিত্ব নির্ণয় করা যায় –
i. তড়িৎবীক্ষণ যন্ত্র দ্বারা
ii. অ্যামিটার দ্বারা
iii. গ্যালভানোমিটার দ্বারা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৩৯. ও’মের সূত্রে কোনটি স্থির?
Ο ক) তাপমাত্রা
Ο খ) রোধ
Ο গ) তড়িৎ প্রবাহ
Ο ঘ) বিভব পার্থক্য
সঠিক উত্তর: (ক)
৪০. বৈদ্যুতিক বর্তনীতে নিরাপত্তামূলক কৌশল হিসেবে যে স্বল্প দৈর্ঘ্যের চিকন তার ব্যবহার করা হয় তাকে কী বলে?
Ο ক) ফিউজ
Ο খ) সার্কিট ব্রেকার
Ο গ) আর্থিং তার
Ο ঘ) অন্তরক
সঠিক উত্তর: (ক)
৪১. পরিবাহকত্বের মান কয়টি বিষয়ের উপর নির্ভর করে?
Ο ক) দুইটি
Ο খ) তিনটি
Ο গ) চারটি
Ο ঘ) পাঁচটি
সঠিক উত্তর: (ক)
৪২. তড়িৎ প্রবাহ কোনটির নিরবচ্ছিন্ন প্রবাহ?
Ο ক) প্রোটন
Ο খ) ইলেকট্রন
Ο গ) নিউট্রন
Ο ঘ) সবগুলোই
সঠিক উত্তর: (খ)
৪৩. ক্ষমতার একক কোনটি?
Ο ক) SJ-1
Ο খ) Js-1
Ο গ) J
Ο ঘ) V
সঠিক উত্তর: (খ)
৪৪. R = ρ(L/A) সূত্রটিতে ρ ধ্রুবকটিকে কী বলা হয়?
Ο ক) রোধ
Ο খ) বিভব
Ο গ) রোধকত্ব
Ο ঘ) পরিবাহিতা
সঠিক উত্তর: (গ)
৪৫. কোনো ধাতব পদার্থের তড়িৎ প্রবাহ চলার সময় এর কোনটি হ্রাস করলে তড়িৎ প্রবাহ বৃদ্ধি পাবে?
Ο ক) ব্যাসার্ধ
Ο খ) দৈর্ঘ্য
Ο গ) তাপমাত্রা
Ο ঘ) প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল
সঠিক উত্তর: (গ)
৪৬. কোন সংযোগের ক্ষেত্রে বৈদ্যুতিক উপকরণগুলো সমান ভোল্টেজ পায়?
Ο ক) শ্রেণি
Ο খ) সমান্তরাল
Ο গ) মিশ্রভাবে
Ο ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর: (খ)
৪৭. পরিবাহী ও অপরিবাহী পদার্থের মাঝামাঝি পদার্থ কোনটি?
Ο ক) পরিবাহী
Ο খ) অন্তরক
Ο গ) অর্ধপরিবাহী
Ο ঘ) কুপরিবাহী
সঠিক উত্তর: (গ)
৪৮. কোনটির মাধ্যমে উচ্চ মানের তড়িৎ প্রবাহ মাটিতে চলে যায়?
Ο ক) জীবন্ত তার
Ο খ) নিরপেক্ষ তার
Ο গ) ভূ-সংযোগ তার
Ο ঘ) সবগুলো
সঠিক উত্তর: (গ)
৪৯. শর্ট সার্কিট সৃষ্টির ফলে কী হয়?
Ο ক) বিদ্যুৎ প্রবাহ বন্ধ হয়ে যায়
Ο খ) বিদ্যুৎ প্রবাহ শুরু হয়
Ο গ) বিদ্যুৎ প্রবাহ স্থির থাকে
Ο ঘ) বিদ্যুৎ প্রবাহ কমে যায়
সঠিক উত্তর: (খ)
৫০. অর্ধ-পরিবাহী পদার্থের ক্ষেত্রে নিচের তথ্যগুলো লক্ষ কর:
i. অর্ধপরিবাহী পদার্থগুলো অল্প পরিমাণ তড়িৎ পরিবহন করে
ii. অর্ধপরিবাহীর সাথে অপদ্রব্য মিশালে তার পরিবাহকত্ব বৃদ্ধি পায়
iii. সিলিকন, জার্মেনিয়াম, লোহা অর্ধপরিবাহীর উদাহরণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
SSC Physics