এস.এস.সি পদার্থ বিজ্ঞান অধ্যায় - ১০: স্থিরতড়িৎ (১)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি পদার্থ বিজ্ঞান অধ্যায় - ১০: স্থিরতড়িৎ (১) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
১. রং-এর ক্ষুদ্র কণাগুলো কোন পথে চলে?
Ο ক) সরলপথে
Ο খ) মেরু বরাবর
Ο গ) তড়িৎ বলরেখা বরাবর
Ο ঘ) সবগুলি
সঠিক উত্তর: (গ)

২. পরমাণু আহিত হবার জন্যে দায়ী কোন কণা?
Ο ক) প্রোটন
Ο খ) নিউট্রন
Ο গ) নিউক্লিয়াস
Ο ঘ) ইলেকট্রন
সঠিক উত্তর: (ঘ)

৩. 30 C এর একটি আধান থেকে 40cm দূরবর্তী কোন বিন্দুর তড়িৎ ক্ষেত্রের তীব্রতা কত?
Ο ক) 16.88´1011NC-1
Ο খ) 1.69´1010NC-1
Ο গ) 1688NC-1
Ο ঘ) 16.88´1011N
সঠিক উত্তর: (ক)

৪.কোন বস্তুতে আধানের অস্তিত্ব নির্ণয়ের যন্ত্র হলো-
Ο ক) অ্যামিটার
Ο খ) ভোল্টমিটার
Ο গ) অণুবীক্ষণ যন্ত্র
Ο ঘ) তড়িৎবীক্ষণ যন্ত্র
সঠিক উত্তর: (ঘ)

৫. বিমানের চাকাতে ব্যবহৃত রাবার কী ধরনের?
Ο ক) অন্তরক
Ο খ) পরিবাহী
Ο গ) কুপরিবাহী
Ο ঘ) অপরিবাহী
সঠিক উত্তর: (খ)

৬. তড়িৎ আবেশ প্রক্রিয়ায়-
i. কোনো ধরনের নতুন আধান উৎপন্ন হয় না
ii. সমপরিমাণ বিপরীত জাতীয় আধান একই প্রান্তে সরে আসে
iii. সমপরিমাণ বিপরীত জাতীয় আধান পৃথক হয়ে পরিবাহীর দুই প্রান্তে সরে যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

৭. কোন ব্যক্তির ইলেকট্রন ও প্রোটনকে যদি আলাদা করে 10m দূরে রাখা যেত তাহলে তারা পরস্পরকে কত বলে আকর্ষণ করত?
Ο ক) 1027N
Ο খ) 1028N
Ο গ) 1027N
Ο ঘ) 1024N
সঠিক উত্তর: (গ)

৮. নিচের কোনটি থেকে তড়িৎ ক্ষেত্র সম্পর্কে ধারণা পাওয়া যায়?
Ο ক) ইলেকট্রন
Ο খ) তড়িৎ বল
Ο গ) তড়িৎ প্রাবল্য
Ο ঘ) তড়িৎ বলরেখা
সঠিক উত্তর: (ঘ)

৯. তড়িৎ তীব্রতার একক হচ্ছে-
Ο ক) N
Ο খ) Nm
Ο গ) Nm-1
Ο ঘ) NC-1
সঠিক উত্তর: (ঘ)

১০. তড়িৎবীক্ষণ যন্ত্রের কাচ পাত্রের মুখের ছিপিটি কী ধরনের পদার্থ দিয়ে তৈরি?
Ο ক) পরিবাহী
Ο খ) অপরিবাহী
Ο গ) সুপরিবাহী
Ο ঘ) অর্ধ পরবাহী
সঠিক উত্তর: (খ)

১১. তড়িৎবীক্ষণ যন্ত্রে সোনার পাতদ্বয় পরস্পরকে কী করে?
Ο ক) বিকর্ষণ করে
Ο খ) আকর্ষণ করে
Ο গ) কাছে চলে আসে
Ο ঘ) স্থির থাকে
সঠিক উত্তর: (ক)

১২.ধারকের পাতগুলোতে কত আধান জমা হবে তা কীসের ওপর নির্ভর করে?
Ο ক) বিভব পার্থক্যের ওপর
Ο খ) ব্যাটারির ভোল্টেজের ওপর
Ο গ) তড়িৎ প্রবাহের ওপর
Ο ঘ) ব্যাটারির ক্ষমতার ওপর
সঠিক উত্তর: (খ)

১৩. তড়িৎ পরিবাহীর মধ্য দিয়ে কোনপথে চলে?
Ο ক) দীর্ঘ পথে
Ο খ) সংক্ষিপ্ততম পথে
Ο গ) বক্রপথে
Ο ঘ) চলে না
সঠিক উত্তর: (খ)

১৪. স্প্রেগান কোনটি তৈরি করে?
Ο ক) নিরপেক্ষ কণা
Ο খ) আহিত কণা
Ο গ) অনাহিত কণা
Ο ঘ) চার্জহীন কণা
সঠিক উত্তর: (খ)

১৫. ভোল্ট কীসের একক?
Ο ক) তড়িৎ ক্ষেত্র
Ο খ) তড়িৎ বিভব
Ο গ) তড়িৎ আধান
Ο ঘ) তড়িৎ প্রবাহ
সঠিক উত্তর: (খ)

১৬. বিকর্ষণ করবে-
i. ধনাত্মক ও ঋণাত্মকের মধ্যে
ii. ঋণাত্মক ও ঋণাত্মকের মধ্যে
iii. ধনাত্মক ও ধনাত্মকের মধ্যে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)

১৭.ধারক ব্যবহার করা হয়-
i. রেডিওতে
ii. টেলিভিশনে
iii. রেকর্ড প্লেয়ারে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১৮. তড়িৎবীক্ষণ যন্ত্র দ্বারা নির্ণয় করা হয় আধানের-
i. পরিমাণ
ii. অস্তিত্ব
iii. প্রকৃতি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)

১৯. নিচের তথ্যগুলো লক্ষ্য করো:
i. আহিত বস্তুর চারদিকে যে অঞ্চল জুড়ে এর প্রভাব থাকে তাকে তড়িৎ ক্ষেত্র বলে
ii. তড়িৎ ক্ষেত্রের সবলতাকে তীব্রতা বলে
iii. তড়িৎ তীব্রতার একক NC-1
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

২০. বজ্রনিরোধক দন্ডের উপরিভাগে কি থাকে?
Ο ক) লোহার দন্ড
Ο খ) বৈদ্যুতিক লাইট
Ο গ) সূচিমূখ
Ο ঘ) ছাতা
সঠিক উত্তর: (গ)

২১. পৃথিবী-
i. একটি তড়িৎ পরিবাহক
ii. আধান হীন
iii. বিভব শূন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

২২. পৃথিবীতে কিছু পরিমাণ ধনাত্মক আধান যোগ করলে কী ঘটবে?
Ο ক) ধনাত্মক আধান প্রাপ্ত হবে
Ο খ) ঋণাত্মক আধান প্রাপ্ত হবে
Ο গ) আধান স্থির থাকবে
Ο ঘ) আধান নিরপেক্ষ থাকবে
সঠিক উত্তর: (গ)

২৩. কাচদন্ড সরিয়ে নেওয়ার পর যন্ত্রটি ধনাত্মক আধানকে আহিত হলে কী ঘটবে?
Ο ক) ফাঁক বৃদ্ধি পাবে
Ο খ) ফাঁক কমে যাবে
Ο গ) পূর্বের অবস্থায় স্থির থাকবে
Ο ঘ) ফাঁক সর্বোচ্চ হবে
সঠিক উত্তর: (গ)

২৪. পলিথিন ও ফ্লানেলের ঘর্ষনের ফলে ফ্লানেল কী ধরনের চার্জে চার্জিত হয়?
Ο ক) ধনাত্মক
Ο খ) ঋণাত্মক
Ο গ) নিরপেক্ষ
Ο ঘ) নিউট্রাল
সঠিক উত্তর: (ক)

২৫. বিমানের চাকা কী দ্বারা তৈরি?
Ο ক) কাঠ
Ο খ) লোহা
Ο গ) রাবার
Ο ঘ) সিমেন্ট
সঠিক উত্তর: (গ)

২৬. একটি আহিত বস্তুর চারদিকে যে অঞ্চল জুড়ে এর প্রভাব থাকে তাকে কি বলে?
Ο ক) তড়িৎ তীব্রতা
Ο খ) তড়িৎ বলরেখা
Ο গ) তড়িৎ ক্ষেত্র
Ο ঘ) তড়িৎ বল
সঠিক উত্তর: (গ)

২৭. ঘুর্ণায়মান ড্রামের উপর কোন আধান স্প্রে করা হয়-
Ο ক) ঋণাত্মক
Ο খ) ধনাত্মক
Ο গ) নিরপেক্ষ
Ο ঘ) ক ও খ
সঠিক উত্তর: (খ)

২৮. কোনো তড়িৎক্ষেত্রে 8 কুলম্বের একটি আহিত বস্তু স্থাপন করলে সেটি 16 নিউটন বল লাভ করে। ঐ বিন্দুতে 15 কুলম্বের একটি আহিত বস্তু স্থাপন করলে বলের মান কত হবে?
Ο ক) 40N
Ο খ) 15N
Ο গ) 45N
Ο ঘ) 30N
সঠিক উত্তর: (ঘ)

২৯. স্বর্ণপাত দুটি ঋণাত্মক আধানে আহিত হলে কী ঘটবে?
Ο ক) ফাঁক বৃদ্ধি পাবে
Ο খ) ফাঁক কমে যাবে
Ο গ) ফাঁক স্থির থাকবে
Ο ঘ) পরস্পরের কাছে চলে আসবে
সঠিক উত্তর: (ক)

৩০. বিভিন্ন রাশির মধ্যে সম্পর্কগুলো লক্ষ্য করো:
i. q=F/E
ii. W=V/q
iii. V=W/q
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

৩১. তড়িৎক্ষেত্রে একটি ধনাত্মক মুক্ত আধান স্থাপন করলে সেটি-
i. স্থির থাকবে
ii. বল লাভ করবে
iii. নির্দিষ্ট পথে চলবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)

৩২. স্বর্ণপাত তড়িতবীক্ষণ যন্ত্রকে আবিষ্কার করেন?
Ο ক) কুলম্ব
Ο খ) ভোল্ট
Ο গ) ওহম
Ο ঘ) বেনেট
সঠিক উত্তর: (ঘ)

৩৩. পাত্রগুলোতে আধান জমা হবে কীসের উপর নির্ভর করে?
Ο ক) ধারকত্বের
Ο খ) রোধের
Ο গ) ভোল্টেজের
Ο ঘ) ভরের
সঠিক উত্তর: (গ)

৩৪. তড়িৎ বলরেখা ব্যবহার করা হয়-
i. তড়িৎ তীব্রতা পরিমাপ করার জন্য
ii. তড়িৎ তীব্রতার দিক ব্যাখ্যা করার জন্য
iii. তড়িৎ বিভব মাপার জন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৩৫. তড়িৎ তীব্রতা একটি রাশি যার-
i. একক CN-1
ii. দিক আছে
iii. একক NC-1
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)

৩৬. কোনটির ইলেকট্রন আসক্তি বেশি?
Ο ক) ফ্লানেল
Ο খ) পলিথিন
Ο গ) কাচদণ্ড
Ο ঘ) শোলাবল
সঠিক উত্তর: (খ)

৩৭. আধানহীন পরিবাহকের বিভব কত?
Ο ক) 1 ভোল্ট
Ο খ) -1 ভোল্ট
Ο গ) 0 ভোল্ট
Ο ঘ) সবগুলো
সঠিক উত্তর: (গ)

৩৮. ধনাত্মক আধানযুক্ত একটি বস্তু A ও ঋণাত্মক আধানযুক্ত অপর একটি বস্তু B কে পরস্পরের নিকটে আনলে তারা পরস্পরের-
i. দূরে সরে যাবে
ii. আকর্ষণ করবে
iii. কাছে চলে আসবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)

৩৯. q1=20C, q2=50C এবং d=2m হলে ক্রিয়াশীল বল কত?
Ο ক) 2.25 ×1013N
Ο খ) 2.25 ×1012N
Ο গ) 22.5 ×1012N
Ο ঘ) 25.2 ×1012N
সঠিক উত্তর: (খ)

৪০. দুটি আধানের মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করা হলে, এদের মধ্যবর্তী বল কত হবে?
Ο ক) এক-চতুর্থাংশ
Ο খ) অর্ধেক
Ο গ) দ্বিগুণ
Ο ঘ) চারগুণ
সঠিক উত্তর: (ক)

৪১. ফ্লানেলকে পলিথিন দ্বারা ঘর্ষণ করলে-
i. পলিথিন ধনাত্মক আধানে আহিত হয়
ii. পলিথিন ঋণাত্মক আধানে আহিত হয়
iii. ফ্লানেল ধনাত্মক আধানে আহিত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)

৪২. অপারেশন থিয়েটারে চিকিৎসকরা হাতে রবারের গাভস ব্যবহার করে কেন?
Ο ক) রোগজীবাণুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য
Ο খ) অস্ত্রোপাচারের কাজে সহায়তা করার জন্য
Ο গ) চিকিৎসা সামগ্রী আধানমুক্ত রাখার জন্য
Ο ঘ) চিকিৎসা সামগ্রী আধান স্থানান্তরের জন্য
সঠিক উত্তর: (গ)

৪৩. পদার্থ সৃষ্টিকারী মৌলিক কণাসমূহের মৌলিক ও বৈশিষ্ট্যমূলক ধর্মই হচ্ছে-
Ο ক) বিভব
Ο খ) তড়িৎ প্রবাহ
Ο গ) আধান
Ο ঘ) রোধ
সঠিক উত্তর: (গ)

৪৪. ধারকত্ব বজায় রাখার যান্ত্রিক কৌশল কোনটি?
Ο ক) রোধ
Ο খ) প্রভাবক
Ο গ) ধারক
Ο ঘ) সার্কিট
সঠিক উত্তর: (গ)

৪৫. ধারকত্ব বজায় রাখার জন্য উদ্ভাবিত যান্ত্রিক কৌশলকে কী বলে?
Ο ক) ধারক
Ο খ) ভেনারেটর
Ο গ) মোটর
Ο ঘ) ট্রান্সফরমার
সঠিক উত্তর: (ক)

৪৬. পরমাণুর কিসের প্রতি আসক্তি থাকে?
Ο ক) ইলেকট্রন
Ο খ) প্রোটন
Ο গ) নিউট্রন
Ο ঘ) পজিট্রন
সঠিক উত্তর: (ক)

৪৭. সরল ধারকে কয়টি ধাতব পাত বিদ্যমান?
Ο ক) ১টি
Ο খ) ২টি
Ο গ) ৩টি
Ο ঘ) ৪টি
সঠিক উত্তর: (খ)

৪৮. যে কোনো পরমাণু আধান নিরপেক্ষ, কারণ পরমাণুতে থাকে সমান সংখ্যক কী থাকে?
Ο ক) ইলেকট্রন ও প্রোটন
Ο খ) ইলেকট্রন ও নিউটন
Ο গ) প্রোটন ও নিউটন
Ο ঘ) ইলেকট্রন ও পজিট্রন
সঠিক উত্তর: (ক)

৪৯. যে সব পদার্থের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয় না তাদের কী বলে?
Ο ক) পরিবাহক
Ο খ) অন্তরক
Ο গ) সুপরিবাহী
Ο ঘ) অর্ধপরিবাহী
সঠিক উত্তর: (খ)

৫০. নিচের কোনটি তড়িৎ সুপরিবাহক?
Ο ক) কাঠ
Ο খ) কাগজ
Ο গ) কাচ
Ο ঘ) রূপা
সঠিক উত্তর: (ঘ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post