ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি রসায়ন অধ্যায় - ৮: রসায়ন ও শক্তি (১) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১.সোডিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত জলীয় দ্রবণকে কী বলা হয়?
ক) ব্রাইন
খ) তড়িৎ বিশ্লেষ্য
গ) কেল্প
ঘ) খাদ্য লবণ
সঠিক উত্তর: (ক)
২.কোন যৌগে মৌলসমূহ একে অপরের সাথে কোন শক্তি দ্বারা যুক্ত থাকে?
ক) পারমাণবিক শক্তি
খ) শক্তি কাঠামো
গ) আয়নিক শক্তি
ঘ) পারস্পরিক কাঠামো
সঠিক উত্তর: (ঘ)
৩.পানির তড়িৎ বিশ্লেষণে বিদ্যুৎ পরিবাহীর কাজ করে –
ক) হাইড্রোক্লোরিক এসিড
খ) সালফিউরিক এসিড
গ) নাইট্রিক এসিড
ঘ) এসিটিক এসিড
সঠিক উত্তর: (খ)
৪.বিক্রিয়ার তাপশক্তি শোষিত হলে ΔH-এর মান হবে –
ক) ধনাত্মক
খ) ঋণাত্মক
গ) নিরপেক্ষ
ঘ) চার্জযুক্ত
সঠিক উত্তর: (ক)
৫. পারমাণবিক সংখ্যা বিশিষ্ট কোন মৌলটি স্বতঃস্ফূর্তভাবে ভেঙে ছোট নিউক্লিয়াসে পরিণত হবে?
ক) 2
খ) 32
গ) 53
ঘ) 83
সঠিক উত্তর: (ঘ)
৬. 1 mole নাইট্রোজেন গ্যাস 1 mole অক্সিজেন গ্যাসের সাথে বিক্রিয়া করে 2 mole নাইট্রিক অক্সাইড গ্যাস উৎপন্ন করে। এ সময় পরিপার্শ্ব হতে তাপ শোষিত হয় –
ক) 280.6 kJ
খ) 380.6 kJ
গ) 480.6 kJ
ঘ) 180.6 kJ
সঠিক উত্তর: (ঘ)
৭.নিচের কোনটিকে ভারী ধাতু বললে ভুল হবে?
ক) কোবাল্ট
খ) কপার
গ) অ্যালুমিনিয়াম
ঘ) মারকারি
সঠিক উত্তর: (গ)
৮.এক মোল H – H বন্ধন ভাঙতে কত কিলোজুল শক্তি শোষিত হয়?
ক) 326 kJ
খ) 244 kJ
গ) 435 kJ
ঘ) 431 kJ
সঠিক উত্তর: (গ)
৯. লোহার উপর দস্তার ইলেকট্রোপ্লেটিং করলে –
i. লোহার ক্ষয়রোধ হয়
ii. লোহা মরিচারোধী হয়
iii. লোহা মসৃণ ও উজ্জ্বল হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১০. CH4(g)+2Cl2(g)→CH2Cl2(g)+2HCl(g); বিক্রিয়ায় মোট কত কিলোজুল তাপ নির্গত হয়?
ক) 102
খ) 158
গ) 186
ঘ) 198
সঠিক উত্তর: (ঘ)
১১. ড্রাইসেলের ক্যাথোডে কোন পদার্থের আবরণ থাকে?
ক) MnO2
খ) MnCl2
গ) NH4Cl
ঘ) ZnCl2
সঠিক উত্তর: (ক)
১২. ইথানলকে পুড়ালে কী উৎপন্ন হয়?
ক) তাপ
খ) তাপমাত্রা
গ) হাইড্রোজেন
ঘ) অক্সিজেন
সঠিক উত্তর: (গ)
১৩. নিচের কোনটি ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের জারণ বিক্রিয়া হতে সহায়তা করে?
ক) অ্যামোনিয়াম আয়ন
খ) ম্যাঙ্গানিজ আয়ন
গ) ক্লোরাইড আয়ন
ঘ) জিংক আয়ন
সঠিক উত্তর: (ক)
১৪. ড্রাইসেল হতে কত ভোল্ট তড়িৎ বিভব পাওয়া যায়?
ক) 1.5 Volt
খ) 2.0 Volt
গ) 4.5 Volt
ঘ) 6 Volt
সঠিক উত্তর: (ক)
১৫. কোনটি ধাতু/অধাতু আয়ন তড়িদদ্বার?
ক) Cu2+/Cu
খ) CuSO4/Cu
গ) Cu/SO4
ঘ) ZnSO4/Zn
সঠিক উত্তর: (গ)
১৬. গ্যালভানিক কোষ –
i. ভোল্টায়িক কোষ নামে পরিচিত
ii. রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে পরিণত করে
iii. তড়িৎশক্তিকে রাসায়নিক শক্তিতে পরিণত করে
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) ii ও iii
সঠিক উত্তর: (গ)
১৭. পানিতে অম্লীয় করার জন্য নিচের কোনটি ব্যবহার করা হয়?
ক) H2SO4
খ) HCl
গ) HNO3
ঘ) HPO3
সঠিক উত্তর: (ক)
১৮. ড্যানিয়েল কোষে অ্যানোড হিসাবে থাকে –
ক) Cu/Cu+2(aq)
খ) Zn/Zn2+(aq)
গ) Na/Na2+(aq)
ঘ) Cl/Cl-(aq)
সঠিক উত্তর: (খ)
১৯. দহন কী?
ক) আগুনে পোড়ানো
খ) O2 দ্বারা জারণ
গ) বাতাসে পোড়ানো
ঘ) বিক্রিয়ার মাধ্যমে O2 তৈরি করা
সঠিক উত্তর: (খ)
২০. 2H2(g)+O2(g)→2H2O(g); বিক্রিয়ায় মোট কত কিলোজুল তাপ নির্গত হয়?
ক) 488
খ) 976
গ) 1368
ঘ) 1856
সঠিক উত্তর: (ক)
২১. সাম্পতিককালে কোথায় পারমাণবিক চুল্লির দুর্ঘটনা ঘটে?
ক) কোরিয়ায়
খ) জাপানে
গ) চীনে
ঘ) রাশিয়ায়
সঠিক উত্তর: (খ)
২২. বিদ্যুৎ পরিবাহীর ক্ষেত্রে –
i. গ্রাফাইট ইলেকট্রন পরিবাহী
ii. গলিত লবণ, এসিড প্রভৃতি তড়িৎ বিশ্লেষ্য
iii. কাচ বিদ্যুৎ পরিবাহী
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২৩. তড়িৎদ্বার বিক্রিয়া –
i. জারণ বা বিজারণ বিক্রিয়া
ii. ইলেকট্রন আদান-প্রদানের মাধ্যমে সম্পন্ন হয়
iii. স্বতঃস্ফূর্ত হতে পারে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৪. লেড স্টোরেজ ব্যাটারি মূলত তৈরি করা হয় --- দিয়ে।
Ο ক) Pb ও PbO2
Ο খ) Zn ও MnO2
Ο গ) Hg2O
Ο ঘ) CuO
সঠিক উত্তর: (ক)
২৫. সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণে কোনটি জারিত হয়?
Ο ক) সোডিয়াম আয়ন
Ο খ) ক্লোরাইড আয়ন
Ο গ) হাইড্রক্সিল আয়ন
Ο ঘ) হাইড্রোজেন
সঠিক উত্তর: (খ)
২৬. জারণ বিজারণ বিক্রিয়ার মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন করা সম্ভব। এটি প্রথম কে আবিষ্কার করেন?
Ο ক) ডাল্টন ও ভোল্টা
Ο খ) নিউটন ও ভোল্টা
Ο গ) গ্যালভানি ও ভোল্টা
Ο ঘ) অ্যাভেগেড্রো ও ভোল্টা
সঠিক উত্তর: (গ)
২৭. একটি হিলিয়াম পরমাণু তৈরিতে কত তাপমাত্রা প্রয়োজন?
Ο ক) 15 মিলিয়ন 0C
Ο খ) 16 মিলিয়ন 0C
Ο গ) 17 মিলিয়ন 0C
Ο ঘ) 18 মিলিয়ন 0C
সঠিক উত্তর: (ক)
২৮. নিচের কোন বিক্রিয়ায় তাপ শোষিত হয়?
Ο ক) কার্বনের দহনের ফলে
Ο খ) চুনের সাথে পানি মিশালে
Ο গ) সোডিয়াম বাইকার্বনেটের সাথে এসিডের বিক্রিয়ায়
Ο ঘ) হাইড্রোজেনের সাথে অক্সিজেনের বিক্রিয়ায়
সঠিক উত্তর: (গ)
২৯. বিমান তৈরিতে কোন ধাতু ব্যবহার করা হয়?
Ο ক) Cu
Ο খ) Ca
Ο গ) Al
Ο ঘ) Na
সঠিক উত্তর: (গ)
৩০. গ্যালভানি জারণ বিজারণ বিক্রিয়ার মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন প্রক্রিয়াটি কত সালে আবিষ্কার করেন?
Ο ক) 1780 সালে
Ο খ) 1880 সালে
Ο গ) 1885 সালে
Ο ঘ) 1980 সালে
সঠিক উত্তর: (ক)
৩১. ড্রাইসেলের অ্যানোড হিসেবে নিচের কোনটি ব্যবহার করা হয়?
Ο ক) Zn
Ο খ) Cu
Ο গ) MnO2
Ο ঘ) NH4Cl
সঠিক উত্তর: (ক)
৩২. লোহার উপর অন্য ধাতুর প্রলেপ দিলে কী হয়?
Ο ক) স্থায়িত্ব বাড়ে
Ο খ) স্থায়িত্ব কমে
Ο গ) ওজন বাড়ে
Ο ঘ) ওজন কমে
সঠিক উত্তর: (ক)
৩৩. আধুনিক বিশ্বে কিসের ব্যবহার অপরিসীম?
Ο ক) দস্তার
Ο খ) তামার
Ο গ) সীসার
Ο ঘ) ধাতুর
সঠিক উত্তর: (ঘ)
৩৪. 1 mole ইউরেনিয়াম নিউক্লিয়ার ফিসন বিক্রিয়ার মাধ্যমে কত জুল শক্তি উৎপন্ন করে?
Ο ক) 1.0×1013J
Ο খ) 2.0×1013J
Ο গ) 3.0×1013J
Ο ঘ) 5.0×1013J
সঠিক উত্তর: (খ)
৩৫. নিচের বাক্যগুলো লক্ষ কর:
i. CO2 গ্রিন হাউজ প্রভাব সৃষ্টিকারী গ্যাস
ii. ইথানলের অপর নাম ইথাইল অ্যালকোহল
iii. সেলুলোজ থেকে ইথানল উৎপাদন সম্ভব
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর:
৩৬. ড্রাইসেলে উত্তেজক হিসেবে নিচের কোনটি ব্যবহার করা হয়?
Ο ক) MnO2
Ο খ) ZnCl2
Ο গ) NH4Cl
Ο ঘ) NH3
সঠিক উত্তর: (ক)
৩৭. নিউক্লিয় ফিসন বিক্রিয়ার সাহায্যে –
i. এটম বোমা তৈরি করা হয়
ii. পারমাণবিক চুল্লিতে বিদ্যুৎ উৎপাদন করা হয়
iii. হাইড্রোজেন বোমা তৈরি করা হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩৮. খাবার সোডাকে নিচের কোন নামে ডাকা যায়?
Ο ক) কস্টিক সোডা
Ο খ) বেকিং পাউডার
Ο গ) লাইম জুস
Ο ঘ) কস্টিক পটাশ
সঠিক উত্তর: (খ)
৩৯. নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি?
Ο ক) অক্সিজেন
Ο খ) কার্বন ডাইঅক্সাইড
Ο গ) হাইড্রোজেন
Ο ঘ) প্রাকৃতিক গ্যাস
সঠিক উত্তর: (ঘ)
৪০. পানির অণুতে একটি অক্সিজেন ও একটি হাইড্রোজেন পরমাণুর মধ্যে বন্ধন শক্তি হলো –
Ο ক) 435 kJ
Ο খ) 498 kJ
Ο গ) 464 kJ
Ο ঘ) 414 kJ
সঠিক উত্তর: (গ)
৪১. পানির বিশ্লেষণে নিচের কোনটি বিজাড়িত হয়?
Ο ক) পানির অণু
Ο খ) হাইড্রোজেন আয়ন
Ο গ) অক্সিজেন অণু
Ο ঘ) প্লাটিনাম অণু
সঠিক উত্তর: (খ)
৪২. পেট্রোলিয়াম গ্যাস ব্যবহৃত হয় –
i. পানি উত্তোলন
ii. মোটর গাড়িতে
iii. বিদ্যুৎ উৎপাদনে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৪৩. জীবাণুনাশক হিসেবে কোনটি অধিকতর ব্যবহৃত হয়?
Ο ক) NaOH
Ο খ) Cl2
Ο গ) NaCl
Ο ঘ) ZnCl2
সঠিক উত্তর: (খ)
৪৪. Fe এর উপর Au এর প্রলেপ দেওয়া হয় যে কোষে, সেটি –
i. বিদ্যুৎ শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে
ii. ইলেকট্রোপ্লোটিং এ ব্যবহার করা হয়
iii. ধাতু বিশোধনে ব্যবহার করা হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৪৫. 1 mole হাইড্রোজেন ও 0.5 mole অক্সিজেনের বিক্রিয়ায় কয় mole পানি উৎপন্ন হয়?
Ο ক) 1 মোল পানি
Ο খ) 0.5 মোল পানি
Ο গ) 1 মোল পানি
Ο ঘ) ½ মোল পানি
সঠিক উত্তর: (ক)
৪৬. হাইড্রোজেন অণুতে দুটি হাইড্রোজেন পরমাণুর মধ্যে বন্ধন শক্তি কত?
Ο ক) 435 kJ/mol
Ο খ) 498 kJ/mol
Ο গ) 464 kJ/mol
Ο ঘ) 414 kJ/Mol
সঠিক উত্তর: (ক)
৪৭. Global warming-এর জন্য CO2 গ্যাস দায়ী কেন?
Ο ক) CO2 এর তাপধারণ ক্ষমতা বেশি
Ο খ) CO2 বায়ুর জন্য উপাদানের সাথে বিক্রিয়া করে না
Ο গ) CO2 গ্যাস ওজনে ভারী
Ο ঘ) উদ্ভিদকূলের নিধন
সঠিক উত্তর: (ক)
৪৮. নিচের কোনটি গ্যালভানিক কোষের ভেতরে পড়ে না?
Ο ক) ড্যানিয়েল সেল
Ο খ) ড্রাইসেল
Ο গ) লেড স্টোরেজ সেল
Ο ঘ) হাইড্রোজেন ফ্লুয়েল সেল
সঠিক উত্তর: (গ)
৪৯. পদার্থের অবস্থা কয়টি?
Ο ক) ২টি
Ο খ) ৩টি
Ο গ) ৪টি
Ο ঘ) ৫টি
সঠিক উত্তর: (খ)
৫০. বর্তমানে যে জ্বালানি মজুদ আছে তা আগামী কত বছর পর্যন্ত চালানো যাবে?
Ο ক) ৫০ বছর
Ο খ) ২০০ বছর
Ο গ) ৫০০ বছর
Ο ঘ) ১০০ বছর
সঠিক উত্তর: (ঘ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১.সোডিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত জলীয় দ্রবণকে কী বলা হয়?
ক) ব্রাইন
খ) তড়িৎ বিশ্লেষ্য
গ) কেল্প
ঘ) খাদ্য লবণ
সঠিক উত্তর: (ক)
২.কোন যৌগে মৌলসমূহ একে অপরের সাথে কোন শক্তি দ্বারা যুক্ত থাকে?
ক) পারমাণবিক শক্তি
খ) শক্তি কাঠামো
গ) আয়নিক শক্তি
ঘ) পারস্পরিক কাঠামো
সঠিক উত্তর: (ঘ)
৩.পানির তড়িৎ বিশ্লেষণে বিদ্যুৎ পরিবাহীর কাজ করে –
ক) হাইড্রোক্লোরিক এসিড
খ) সালফিউরিক এসিড
গ) নাইট্রিক এসিড
ঘ) এসিটিক এসিড
সঠিক উত্তর: (খ)
৪.বিক্রিয়ার তাপশক্তি শোষিত হলে ΔH-এর মান হবে –
ক) ধনাত্মক
খ) ঋণাত্মক
গ) নিরপেক্ষ
ঘ) চার্জযুক্ত
সঠিক উত্তর: (ক)
৫. পারমাণবিক সংখ্যা বিশিষ্ট কোন মৌলটি স্বতঃস্ফূর্তভাবে ভেঙে ছোট নিউক্লিয়াসে পরিণত হবে?
ক) 2
খ) 32
গ) 53
ঘ) 83
সঠিক উত্তর: (ঘ)
৬. 1 mole নাইট্রোজেন গ্যাস 1 mole অক্সিজেন গ্যাসের সাথে বিক্রিয়া করে 2 mole নাইট্রিক অক্সাইড গ্যাস উৎপন্ন করে। এ সময় পরিপার্শ্ব হতে তাপ শোষিত হয় –
ক) 280.6 kJ
খ) 380.6 kJ
গ) 480.6 kJ
ঘ) 180.6 kJ
সঠিক উত্তর: (ঘ)
৭.নিচের কোনটিকে ভারী ধাতু বললে ভুল হবে?
ক) কোবাল্ট
খ) কপার
গ) অ্যালুমিনিয়াম
ঘ) মারকারি
সঠিক উত্তর: (গ)
৮.এক মোল H – H বন্ধন ভাঙতে কত কিলোজুল শক্তি শোষিত হয়?
ক) 326 kJ
খ) 244 kJ
গ) 435 kJ
ঘ) 431 kJ
সঠিক উত্তর: (গ)
৯. লোহার উপর দস্তার ইলেকট্রোপ্লেটিং করলে –
i. লোহার ক্ষয়রোধ হয়
ii. লোহা মরিচারোধী হয়
iii. লোহা মসৃণ ও উজ্জ্বল হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১০. CH4(g)+2Cl2(g)→CH2Cl2(g)+2HCl(g); বিক্রিয়ায় মোট কত কিলোজুল তাপ নির্গত হয়?
ক) 102
খ) 158
গ) 186
ঘ) 198
সঠিক উত্তর: (ঘ)
১১. ড্রাইসেলের ক্যাথোডে কোন পদার্থের আবরণ থাকে?
ক) MnO2
খ) MnCl2
গ) NH4Cl
ঘ) ZnCl2
সঠিক উত্তর: (ক)
১২. ইথানলকে পুড়ালে কী উৎপন্ন হয়?
ক) তাপ
খ) তাপমাত্রা
গ) হাইড্রোজেন
ঘ) অক্সিজেন
সঠিক উত্তর: (গ)
১৩. নিচের কোনটি ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের জারণ বিক্রিয়া হতে সহায়তা করে?
ক) অ্যামোনিয়াম আয়ন
খ) ম্যাঙ্গানিজ আয়ন
গ) ক্লোরাইড আয়ন
ঘ) জিংক আয়ন
সঠিক উত্তর: (ক)
১৪. ড্রাইসেল হতে কত ভোল্ট তড়িৎ বিভব পাওয়া যায়?
ক) 1.5 Volt
খ) 2.0 Volt
গ) 4.5 Volt
ঘ) 6 Volt
সঠিক উত্তর: (ক)
১৫. কোনটি ধাতু/অধাতু আয়ন তড়িদদ্বার?
ক) Cu2+/Cu
খ) CuSO4/Cu
গ) Cu/SO4
ঘ) ZnSO4/Zn
সঠিক উত্তর: (গ)
১৬. গ্যালভানিক কোষ –
i. ভোল্টায়িক কোষ নামে পরিচিত
ii. রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে পরিণত করে
iii. তড়িৎশক্তিকে রাসায়নিক শক্তিতে পরিণত করে
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) ii ও iii
সঠিক উত্তর: (গ)
১৭. পানিতে অম্লীয় করার জন্য নিচের কোনটি ব্যবহার করা হয়?
ক) H2SO4
খ) HCl
গ) HNO3
ঘ) HPO3
সঠিক উত্তর: (ক)
১৮. ড্যানিয়েল কোষে অ্যানোড হিসাবে থাকে –
ক) Cu/Cu+2(aq)
খ) Zn/Zn2+(aq)
গ) Na/Na2+(aq)
ঘ) Cl/Cl-(aq)
সঠিক উত্তর: (খ)
১৯. দহন কী?
ক) আগুনে পোড়ানো
খ) O2 দ্বারা জারণ
গ) বাতাসে পোড়ানো
ঘ) বিক্রিয়ার মাধ্যমে O2 তৈরি করা
সঠিক উত্তর: (খ)
২০. 2H2(g)+O2(g)→2H2O(g); বিক্রিয়ায় মোট কত কিলোজুল তাপ নির্গত হয়?
ক) 488
খ) 976
গ) 1368
ঘ) 1856
সঠিক উত্তর: (ক)
২১. সাম্পতিককালে কোথায় পারমাণবিক চুল্লির দুর্ঘটনা ঘটে?
ক) কোরিয়ায়
খ) জাপানে
গ) চীনে
ঘ) রাশিয়ায়
সঠিক উত্তর: (খ)
২২. বিদ্যুৎ পরিবাহীর ক্ষেত্রে –
i. গ্রাফাইট ইলেকট্রন পরিবাহী
ii. গলিত লবণ, এসিড প্রভৃতি তড়িৎ বিশ্লেষ্য
iii. কাচ বিদ্যুৎ পরিবাহী
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২৩. তড়িৎদ্বার বিক্রিয়া –
i. জারণ বা বিজারণ বিক্রিয়া
ii. ইলেকট্রন আদান-প্রদানের মাধ্যমে সম্পন্ন হয়
iii. স্বতঃস্ফূর্ত হতে পারে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৪. লেড স্টোরেজ ব্যাটারি মূলত তৈরি করা হয় --- দিয়ে।
Ο ক) Pb ও PbO2
Ο খ) Zn ও MnO2
Ο গ) Hg2O
Ο ঘ) CuO
সঠিক উত্তর: (ক)
২৫. সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণে কোনটি জারিত হয়?
Ο ক) সোডিয়াম আয়ন
Ο খ) ক্লোরাইড আয়ন
Ο গ) হাইড্রক্সিল আয়ন
Ο ঘ) হাইড্রোজেন
সঠিক উত্তর: (খ)
২৬. জারণ বিজারণ বিক্রিয়ার মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন করা সম্ভব। এটি প্রথম কে আবিষ্কার করেন?
Ο ক) ডাল্টন ও ভোল্টা
Ο খ) নিউটন ও ভোল্টা
Ο গ) গ্যালভানি ও ভোল্টা
Ο ঘ) অ্যাভেগেড্রো ও ভোল্টা
সঠিক উত্তর: (গ)
২৭. একটি হিলিয়াম পরমাণু তৈরিতে কত তাপমাত্রা প্রয়োজন?
Ο ক) 15 মিলিয়ন 0C
Ο খ) 16 মিলিয়ন 0C
Ο গ) 17 মিলিয়ন 0C
Ο ঘ) 18 মিলিয়ন 0C
সঠিক উত্তর: (ক)
২৮. নিচের কোন বিক্রিয়ায় তাপ শোষিত হয়?
Ο ক) কার্বনের দহনের ফলে
Ο খ) চুনের সাথে পানি মিশালে
Ο গ) সোডিয়াম বাইকার্বনেটের সাথে এসিডের বিক্রিয়ায়
Ο ঘ) হাইড্রোজেনের সাথে অক্সিজেনের বিক্রিয়ায়
সঠিক উত্তর: (গ)
২৯. বিমান তৈরিতে কোন ধাতু ব্যবহার করা হয়?
Ο ক) Cu
Ο খ) Ca
Ο গ) Al
Ο ঘ) Na
সঠিক উত্তর: (গ)
৩০. গ্যালভানি জারণ বিজারণ বিক্রিয়ার মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন প্রক্রিয়াটি কত সালে আবিষ্কার করেন?
Ο ক) 1780 সালে
Ο খ) 1880 সালে
Ο গ) 1885 সালে
Ο ঘ) 1980 সালে
সঠিক উত্তর: (ক)
৩১. ড্রাইসেলের অ্যানোড হিসেবে নিচের কোনটি ব্যবহার করা হয়?
Ο ক) Zn
Ο খ) Cu
Ο গ) MnO2
Ο ঘ) NH4Cl
সঠিক উত্তর: (ক)
৩২. লোহার উপর অন্য ধাতুর প্রলেপ দিলে কী হয়?
Ο ক) স্থায়িত্ব বাড়ে
Ο খ) স্থায়িত্ব কমে
Ο গ) ওজন বাড়ে
Ο ঘ) ওজন কমে
সঠিক উত্তর: (ক)
৩৩. আধুনিক বিশ্বে কিসের ব্যবহার অপরিসীম?
Ο ক) দস্তার
Ο খ) তামার
Ο গ) সীসার
Ο ঘ) ধাতুর
সঠিক উত্তর: (ঘ)
৩৪. 1 mole ইউরেনিয়াম নিউক্লিয়ার ফিসন বিক্রিয়ার মাধ্যমে কত জুল শক্তি উৎপন্ন করে?
Ο ক) 1.0×1013J
Ο খ) 2.0×1013J
Ο গ) 3.0×1013J
Ο ঘ) 5.0×1013J
সঠিক উত্তর: (খ)
৩৫. নিচের বাক্যগুলো লক্ষ কর:
i. CO2 গ্রিন হাউজ প্রভাব সৃষ্টিকারী গ্যাস
ii. ইথানলের অপর নাম ইথাইল অ্যালকোহল
iii. সেলুলোজ থেকে ইথানল উৎপাদন সম্ভব
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর:
৩৬. ড্রাইসেলে উত্তেজক হিসেবে নিচের কোনটি ব্যবহার করা হয়?
Ο ক) MnO2
Ο খ) ZnCl2
Ο গ) NH4Cl
Ο ঘ) NH3
সঠিক উত্তর: (ক)
৩৭. নিউক্লিয় ফিসন বিক্রিয়ার সাহায্যে –
i. এটম বোমা তৈরি করা হয়
ii. পারমাণবিক চুল্লিতে বিদ্যুৎ উৎপাদন করা হয়
iii. হাইড্রোজেন বোমা তৈরি করা হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩৮. খাবার সোডাকে নিচের কোন নামে ডাকা যায়?
Ο ক) কস্টিক সোডা
Ο খ) বেকিং পাউডার
Ο গ) লাইম জুস
Ο ঘ) কস্টিক পটাশ
সঠিক উত্তর: (খ)
৩৯. নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি?
Ο ক) অক্সিজেন
Ο খ) কার্বন ডাইঅক্সাইড
Ο গ) হাইড্রোজেন
Ο ঘ) প্রাকৃতিক গ্যাস
সঠিক উত্তর: (ঘ)
৪০. পানির অণুতে একটি অক্সিজেন ও একটি হাইড্রোজেন পরমাণুর মধ্যে বন্ধন শক্তি হলো –
Ο ক) 435 kJ
Ο খ) 498 kJ
Ο গ) 464 kJ
Ο ঘ) 414 kJ
সঠিক উত্তর: (গ)
৪১. পানির বিশ্লেষণে নিচের কোনটি বিজাড়িত হয়?
Ο ক) পানির অণু
Ο খ) হাইড্রোজেন আয়ন
Ο গ) অক্সিজেন অণু
Ο ঘ) প্লাটিনাম অণু
সঠিক উত্তর: (খ)
৪২. পেট্রোলিয়াম গ্যাস ব্যবহৃত হয় –
i. পানি উত্তোলন
ii. মোটর গাড়িতে
iii. বিদ্যুৎ উৎপাদনে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৪৩. জীবাণুনাশক হিসেবে কোনটি অধিকতর ব্যবহৃত হয়?
Ο ক) NaOH
Ο খ) Cl2
Ο গ) NaCl
Ο ঘ) ZnCl2
সঠিক উত্তর: (খ)
৪৪. Fe এর উপর Au এর প্রলেপ দেওয়া হয় যে কোষে, সেটি –
i. বিদ্যুৎ শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে
ii. ইলেকট্রোপ্লোটিং এ ব্যবহার করা হয়
iii. ধাতু বিশোধনে ব্যবহার করা হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৪৫. 1 mole হাইড্রোজেন ও 0.5 mole অক্সিজেনের বিক্রিয়ায় কয় mole পানি উৎপন্ন হয়?
Ο ক) 1 মোল পানি
Ο খ) 0.5 মোল পানি
Ο গ) 1 মোল পানি
Ο ঘ) ½ মোল পানি
সঠিক উত্তর: (ক)
৪৬. হাইড্রোজেন অণুতে দুটি হাইড্রোজেন পরমাণুর মধ্যে বন্ধন শক্তি কত?
Ο ক) 435 kJ/mol
Ο খ) 498 kJ/mol
Ο গ) 464 kJ/mol
Ο ঘ) 414 kJ/Mol
সঠিক উত্তর: (ক)
৪৭. Global warming-এর জন্য CO2 গ্যাস দায়ী কেন?
Ο ক) CO2 এর তাপধারণ ক্ষমতা বেশি
Ο খ) CO2 বায়ুর জন্য উপাদানের সাথে বিক্রিয়া করে না
Ο গ) CO2 গ্যাস ওজনে ভারী
Ο ঘ) উদ্ভিদকূলের নিধন
সঠিক উত্তর: (ক)
৪৮. নিচের কোনটি গ্যালভানিক কোষের ভেতরে পড়ে না?
Ο ক) ড্যানিয়েল সেল
Ο খ) ড্রাইসেল
Ο গ) লেড স্টোরেজ সেল
Ο ঘ) হাইড্রোজেন ফ্লুয়েল সেল
সঠিক উত্তর: (গ)
৪৯. পদার্থের অবস্থা কয়টি?
Ο ক) ২টি
Ο খ) ৩টি
Ο গ) ৪টি
Ο ঘ) ৫টি
সঠিক উত্তর: (খ)
৫০. বর্তমানে যে জ্বালানি মজুদ আছে তা আগামী কত বছর পর্যন্ত চালানো যাবে?
Ο ক) ৫০ বছর
Ο খ) ২০০ বছর
Ο গ) ৫০০ বছর
Ο ঘ) ১০০ বছর
সঠিক উত্তর: (ঘ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
SSC Chemistry