এস.এস.সি রসায়ন অধ্যায় - ৬: মোলের ধারণা ও রাসায়নিক গণনা (১)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি রসায়ন অধ্যায় - ৬: মোলের ধারণা ও রাসায়নিক গণনা (১) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
১. এক মোল পানি=?
Ο ক) 16g
Ο খ) 18g
Ο গ) 20g
Ο ঘ) 22g
সঠিক উত্তর: (খ)

২. পানিতে NaOH দ্রবীভূত করা হলে দ্রবণটিকে কী বলে?
Ο ক) জৈবিক দ্রবণ
Ο খ) জলীয় দ্রবণ
Ο গ) জটিল দ্রবণ
Ο ঘ) অসমসত্ত্ব মিশ্রণ
সঠিক উত্তর: (খ)

৩. একটি গ্যাসের ঘনত্ব 1.43 g/Lএর আণবিক ভর কত?
Ο ক) 16
Ο খ) 71
Ο গ) 45
Ο ঘ) 32
সঠিক উত্তর: (ঘ)

৪. প্রমাণ অবস্থায় কোন পদার্থের মোলার আয়তন 22.4 লিটার হয়?
Ο ক) গ্যাসীয় পদার্থের
Ο খ) তরল পদার্থের
Ο গ) কঠিন পদার্থের
Ο ঘ) কঠিন, তরল, গ্যাসীয় সবগুলোর ক্ষেত্রেই
সঠিক উত্তর: (ক)

৫. একটি যৌগের স্থূল সংকেত CH এবং আণবিক ভর 78 হলে এর আণবিক সংকেত কী হবে?
Ο ক) C6H6
Ο খ) C2H2
Ο গ) CH4
Ο ঘ) C2H4
সঠিক উত্তর: (ক)

৬. বিক্রিয়ক ও উৎপাদের পরিমাণ হিসাব করাকে কী বলে?
Ο ক) Gravimetry
Ο খ) Stoichiometry
Ο গ) Iidometry
Ο ঘ) Cromatography
সঠিক উত্তর: (খ)

৭. একটি যৌগের আণবিক ভর 180 এবং উহার স্থূল সংকেত CH2O। যৌগটির আণবিক সংকেত কোনটি?
Ο ক) CH4O
Ο খ) C6H12O6
Ο গ) C6H6O
Ο ঘ) H2CO3
সঠিক উত্তর: (খ)

৮. HCI এ H ও CI এর শতকরা সংযুক্তির সমষ্টি কত?
Ο ক) 78
Ο খ) 11.11
Ο গ) 100
Ο ঘ) 120
সঠিক উত্তর: (গ)

৯. উদ্দীপকে ব্যবহৃত ক্লোরিন পরমাণুর সংখ্যা কতটি?
Ο ক) 1.27x 1024
Ο খ) 2.5x1024
Ο গ) 6.02x1023
Ο ঘ) 6.36x1023
সঠিক উত্তর: (ক)

১০.  পটাসিয়ামের ল্যাটিন নাম কোনটি?
Ο ক) Natrium
Ο খ) Kalium
Ο গ) Cuprum
Ο ঘ) Plumbum
সঠিক উত্তর: (খ)

১১. মোল সম্বন্ধে নিচের তথ্যগুলো পড়-
i. রাসায়নিক পদার্থ পরিমাপের একক
ii. মোল দ্বারা লোম বিশিষ্ট ক্ষুদ্রপ্রাণ বুঝায়
iii. মোলের সাথে ভরের একক গ্রাম/মিলিগ্রাম এর সম্পর্ক আছে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও ii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ও iii
সঠিক উত্তর: (ঘ)

১২. গ্লুকোজের আণবিক ভর কত?
Ο ক) 280
Ο খ) 90
Ο গ) 140
Ο ঘ) 180
সঠিক উত্তর: (ঘ)

১৩. পার্থ ও চিন্ময়ের আর কত মোল?
Ο ক) 9.64
Ο খ) 10.56
Ο গ) 3.25
Ο ঘ) 8.79
সঠিক উত্তর: (ক)

১৪. ফসফরাস একাধিক যোজ্যতা প্রদর্শন করে, কারণ-
Ο ক) এটি স্বাভাবিক অবস্থায় ৩টি এবং উত্তেজিত অবস্থায় ৫টি বিজোড় ইলেকট্রন প্রদর্শন করে
Ο খ) এটি স্বাভাবিক অবস্থায় ৫টি উত্তেজিত অবস্থায় ৩টি বিজোড় ইলেকট্রন প্রদর্শন করে
Ο গ) এটি স্বাভাবিক অবস্থাতেই ৩ এর অধিক বিজোড় ইলেকট্রন প্রদর্শন করে
Ο ঘ) এটি উত্তেজিত অবস্থায় পুনর্বিন্যাসের মাধ্যমে ৪টি বিজোড় ইলেকট্রন প্রদর্শন করে
সঠিক উত্তর: (ক)

১৫. একটি গ্যাস পাত্রে প্রমাণ অবস্থায় ১১.২ লিটার O2 আছে, এতে ১২ গ্রাম কার্বন যোগ করলে কত গ্রাম CO2 উৎপন্ন হবে?
Ο ক) ১২ গ্রাম
Ο খ) ২৪ গ্রাম
Ο গ) ২২ গ্রাম
Ο ঘ) ২১ গ্রাম
সঠিক উত্তর: (গ)

১৬. 1 মোল অক্সিজেন পরমাণুর হচ্ছে-
Ο ক) 16 গ্রাম
Ο খ) 32 গ্রাম
Ο গ) 8 গ্রাম
Ο ঘ) 48 গ্রাম
সঠিক উত্তর: (ক)

১৭. মোলার দ্রবণ বলতে বুঝায়-
i. 2 লিটার 200 গ্রাম CaCO3
ii. 1 লিটারে 106 গ্রাম Na2CO3
iii. 2 লিটারে 40 গ্রাম NaOH
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ক)

১৮. N2 বলতে কী বুঝায়?
Ο ক) 14 ভাগ ভরের নাইট্রোজেন
Ο খ) 28 ভাগ ভরের নাইট্রোজেন
Ο গ) 2 মোল নাইট্রোজেন
Ο ঘ) 11-2 লিটার নাইট্রোজেন
সঠিক উত্তর: (খ)

১৯. বিক্রিয়ায় উৎপাদের পরিমাণ হিসাব করা যায় কোনটি থেকে?
Ο ক) প্রতিপাদ বিক্রিয়ক
Ο খ) লিমিটিং বিক্রিয়ক থেকে
Ο গ) বিজারক থেকে
Ο ঘ) জারক থেকে
সঠিক উত্তর: (খ)

২০.সালফার পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করে, কারণ-
i. এর সর্ববহিস্থ শক্তিস্তর ২টি ইলেকট্রন থাকে
ii. এর সর্ববহিস্থ শক্তিস্তর ফাঁকা d অরবিটাল থাকে
iii. উত্তেজিত অবস্থায় এটি পুনর্বিন্যাসের মাধ্যমে অযুগল ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (গ)

২১.নিচের তথ্যসমূহ পড়-
i. যে মৌলের একাধিক যোজনী আছে তার যোজনীকে পরিবর্তনশীল যোজনী বলা হয়
ii. কোন যৌগে মৌলের কার্যকরী যোজনীকে সক্রিয় যোজনী বলে
iii. কার্বন মনোঅক্সাইডে কার্বনের সুপ্ত যোজনী ৩
নিচের কোনটি সঠিক?
Ο ক) ii
Ο খ) iii
Ο গ) i ও ii
Ο ঘ) ii ও iii
সঠিক উত্তর: (গ)

২২.পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করে-
i. আয়রন
ii. সালফার
iii. নাইট্রোজেন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

২৩. কোনো যৌগের স্থূল সংকেত HO থেকে বুঝা যায়-
i. যৌগের অণুতে হাইড্রোজেন ও অক্সিজেন বিদ্যমান
ii. রাসায়নিক অণুতে উভয় পরমাণু সংখ্যা সমান
iii. যৌগের আণবিক সংকেত স্থূল সংকেতের সমান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ক)

২৪. রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক ও উৎপাদন ভরের কোন সূত্র মেনে চলে?
Ο ক) সংরক্ষণ
Ο খ) উৎপাদ
Ο গ) মোলারিটি
Ο ঘ) মোলার
সঠিক উত্তর: (ক)

২৫. পানিযুক্ত কপার সালফেটের বর্ণ কীরূপ?
Ο ক) নীল
Ο খ) সাদা
Ο গ) লাল
Ο ঘ) বর্ণহীন
সঠিক উত্তর: (ক)

২৬. অ্যানালারসমূহ বিশুদ্ধতা-
Ο ক) প্রায় ৭০%
Ο খ) প্রায় ৮৫%
Ο গ) প্রায় ৯৩%
Ο ঘ) প্রায় ৯৫.৫%
সঠিক উত্তর: (ঘ)

২৭. দ্রবণের আয়তন কোনটির উপর নির্ভরশীল?
Ο ক) ঘনমাত্রায়
Ο খ) তাপমাত্রায়
Ο গ) চাপের
Ο ঘ) সময়ের
সঠিক উত্তর: (খ)

২৮. 20 গ্রাম Mg থেকে কত গ্রাম MgO উৎপন্ন করে?
Ο ক) 11.2 গ্রাম
Ο খ) 52 গ্রাম
Ο গ) 33.3 গ্রাম
Ο ঘ) 68 গ্রাম
সঠিক উত্তর: (গ)

২৯. নীল বর্ণের CuSO4 কে উত্তপ্ত করলে কোন বর্ণে পরিণত হয়?
Ο ক) বর্ণহীন
Ο খ) নীল
Ο গ) লাল
Ο ঘ) সাদা
সঠিক উত্তর: (ঘ)

৩০. এক মোল পরিমাণ পদার্থের আয়তনকে কী বলা হয়?
Ο ক) মোল ভগ্নাংশ
Ο খ) মোলার দ্রবণ
Ο গ) মোলারিটি
Ο ঘ) মোলার আয়তন
সঠিক উত্তর: (ঘ)

৩১. 1টি HCI অণুর ভর কত?
Ο ক) 6.02x10-23
Ο খ) 6.06x10-23
Ο গ) 5.13x10-23
Ο ঘ) 6.18x10-23
সঠিক উত্তর: (খ)

৩২. 1 গ্রাম CO2 গ্যাসে অণুর সংখ্যা কয়টি?
Ο ক) 1.28x1022
Ο খ) 6.02x1023
Ο গ) 1.36x1022
Ο ঘ) 3.01x1023
সঠিক উত্তর: (ক)

৩৩. 500 ml দ্রবণে Na2CO3 এর 5x1010 টি অণু দ্রবীভূত থাকলে দ্রবণের মোল সংখ্যা কত?
Ο ক) 4.15 x 10-14 মোল
Ο খ) 5.6 x 10-10 মোল
Ο গ) 3.8 x 10-15 মোল
Ο ঘ) 6.2 x 10-13 মোল
সঠিক উত্তর: (ক)

৩৪. কোন যৌগের বাষ্প ঘনত্ব 14 হলে যৌগটির আণবিক ভর কত হবে?
Ο ক) 14
Ο খ) 28
Ο গ) 42
Ο ঘ) 56
সঠিক উত্তর: (খ)

৩৫. ডেসি মোলার দ্রবণ মানে?
Ο ক) 0.2 মোলার দ্রবণ
Ο খ) ½ মোলার দ্রবণ
Ο গ) 0.1 মোলার দ্রবণ
Ο ঘ) 5 মোলার দ্রবণ
সঠিক উত্তর: (গ)

৩৬. দ্রাবকের যে পদার্থ দ্রবীভূত করে দ্রবণ প্রস্তুত করা হয় তাকে কী বলে?
Ο ক) মোলার দ্রব
Ο খ) দ্রবণ
Ο গ) দ্রাবক
Ο ঘ) দ্রব
সঠিক উত্তর: (ঘ)

৩৭. H2O কত মোল পানি নির্দেশ করে?
Ο ক) এক মোল
Ο খ) দুই মোল
Ο গ) তিন মোল
Ο ঘ) শূণ্য মোল
সঠিক উত্তর: (ক)

৩৮. রাসায়নিক বিক্রিয়ার কোন নীতি সংরক্ষিত হয়?
Ο ক) ভৌত পরিবর্তন নীতি
Ο খ) আয়তন অনুপাত নীতি
Ο গ) ভর সংরক্ষণ নীতি
Ο ঘ) উৎপাদ সৃষ্টির নীতি
সঠিক উত্তর: (গ)

৩৯. ১০ গ্রাম সোডিয়াম কার্বনেটের মোল সংখ্যা কত?
Ο ক) 0.094 মোল
Ο খ) 0.123 মোল
Ο গ) 0.94 মোল
Ο ঘ) 0.0978 মোল
সঠিক উত্তর: (ক)

৪০. 53x1020 টি Na2CO3 অণুর ভর কত গ্রাম?
Ο ক) 0.9
Ο খ) 0.19
Ο গ) 0.07
Ο ঘ) 0.01
সঠিক উত্তর: (ক)

৪১. নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে দ্রবীভূত দ্রবের মোল সংখ্যাকে দ্রবণের কী বলা হয়?
Ο ক) নরমালিটি
Ο খ) মোলারিটি
Ο গ) মোলালিটি
Ο ঘ) মোল ভগ্নাংশ
সঠিক উত্তর: (খ)

৪২. দ্রবণের ঘনমাত্রার ক্ষেত্রে-
i. মোলারিটি দ্রবণের ঘনমাত্রা প্রকাশের একটি রীতি
ii. সেমি মোলার দ্রবণ বলতে ০.৫ মোরার দ্রবণকে বুঝায়
iii. ডেসি মোলার দ্রবণ বলতে ০.১ মোলার দ্রবণকে বুঝায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৪৩. কোনটি মৌলের নামের সংক্ষিপ্ত রূপ?
Ο ক) প্রতীক
Ο খ) সংকেত
Ο গ) সমীকরণ
Ο ঘ) যোজ্যতা
সঠিক উত্তর: (ক)

৪৪. 11.2 লিটার O2 গ্যাস প্রমাণ অবস্থায় কয়টি অণু বিদ্যমান?
Ο ক) 6.02x1023
Ο খ) 2.05x1023
Ο গ) 1.15x1022
Ο ঘ) 3.01x1023
সঠিক উত্তর: (ঘ)

৪৫. 1 মোল CO2 এর ভর কত?
Ο ক) 42 গ্রাম
Ο খ) 52 গ্রাম
Ο গ) 44 গ্রাম
Ο ঘ) 32 গ্রাম
সঠিক উত্তর: (গ)

৪৬. ২ গ্রাম মিথেনে কতগুলো মিথেন অণু উপস্থিত আছে?
Ο ক) 24.088x1023টি
Ο খ) 3.82x10-23টি
Ο গ) 7.89x1023টি
Ο ঘ) 7.52x1022টি
সঠিক উত্তর: (ঘ)

৪৭. অ্যাভোগ্রেড্রো সংখ্যা মান কত?
Ο ক) 6.023x1023
Ο খ) 0.623x1020
Ο গ) 602.3x1023
Ο ঘ) 6.02x1022
সঠিক উত্তর: (ক)

৪৮. বিক্রিয়ায় ব্যবহৃত সবচেয়ে বিশুদ্ধ রাসায়নিক পদার্থকে বলে?
Ο ক) আকরিক
Ο খ) অ্যানালার
Ο গ) সিমিলার
Ο ঘ) লিমিটিং বিক্রিয়ক
সঠিক উত্তর: (খ)

৪৯. অ্যামোনিয়া মূলক হচ্ছে-
i. একটি একযোজী মূলক
ii. একটি ধনাত্মক যৌগমূলক
iii. ধাতুর ন্যায় আচরণকারী মূলক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৫০. 72g পানিতে কতগুলো পানির অণু উপস্থিত আছে?
Ο ক) 24.088x1023টি
Ο খ) 2.40x10-22টি
Ο গ) 2.50x1023টি
Ο ঘ) 7.52x1020টি
সঠিক উত্তর: (ক)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post