এস.এস.সি রসায়ন অধ্যায় - ৪: পর্যায় সারণি (১)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি রসায়ন অধ্যায় - ৪: পর্যায় সারণি (১) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

আজকে আমরা শিখবো কিভাবে ছন্দের মাধ্যমে নির্ভূলভাবে পর্যায় সারণী মনে রাখা যায়ঃ

গ্রুপ 1A- H Li Na K Rb Cs Fr
হে লি না কে রুবি সাজাবে ফ্রান্সে

গ্রুপ 2A- Be Mg Ca Sr Ba Ra
বিধবা মায়ের ক্যাডার সন্তান বাদশাহ রহিম
অথবা- বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখ
অথবা- বিধবা মহিলা কা সার বাসনে রাধে

গ্রুপ 3A- B Al Ga In Ti
বরুন অল্পতেই গেল ইন্ডিয়া তে
অথবা- বাংলাদেশ আওয়ামীলীগ গেল ইন্ডিয়া ট্যুরে

http://www.webschoolbd.com/
গ্রুপ 4A – C Si Ge Sn Pb
কলিকাতা সিটিতে গেলে সোনা পাবে
অথবা- কাদঁলে শার্ট গেন্জি স্যান্ডেল পাবে

 গ্রুপ 5A- N P As Sb(অ্যান্টিমনি) Bi
নাই প্রিয়া আজ সবই বিরহের
অথবা- না ফিজ আছে আন্টির বাসায়
অথবা- নাই পারুল আছে সাবিনা বিয়ান

গ্রুপ 6A – O S Se Te Po
অফিস শেষে সেলিনা টেলিফোন পেল
অথবা- ও এস এস-ই তে পড়ে

গ্রুপ 7A – (হ্যালোজেনX) – F Cl Br I At
ফখরুলের ক্লোনটি বড়ই ইডি য়েট

গ্রুপ 0 (নিষ্ক্রিয় ধাতু) – He Ne Ar Kr Xe(জেনন) Rn
হে না আর করিম যাবে রমনায়

'পর্যায় সারণি' থেকে ৫০ টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর

http://www.webschoolbd.com/
১. পর্যায় সারণির ২ নং গ্রুপের মৌলগুলোর বৈশিষ্ট্য হলো-
i. এরা দুটি ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়ন গঠন করে
ii. এদের যোজনী ৪
iii. এদের অক্সাইডসমূহ পানিতে ক্ষারীয় দ্রবণ তৈরি করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (খ)

২. পর্যায় সারণিতে অবস্থান্তর মৌল কারা?
Ο ক) গ্রুপ-৩ ও গ্রুপ-১০
Ο খ) গ্রুপ-২ থেকে গ্রুপ-১১
Ο গ) গ্রুপ-৩ থেকে গ্রুপ-১২
Ο ঘ) গ্রুপ-৩ থেকে গ্রুপ-১১
সঠিক উত্তর: (ঘ)

৩. পারমাণবিক সংখ্যা হল?
Ο ক) প্রোটিন সংখ্যা
Ο খ) ইলেকট্রন সংখ্যা
Ο গ) নিউট্রন সংখ্যা
Ο ঘ) প্রোটন + ইলেকট্রন সংখ্যা
সঠিক উত্তর: (ক)

৪. ইউরেনিয়ামের পারমাণবিক ভর কত?
Ο ক) 395
Ο খ) 238.1
Ο গ) 3.95x10.22 গ্রাম
Ο ঘ) 3.95x10-23
সঠিক উত্তর: (খ)

৫. কোন ধরনের ক্ষার ধাতুসমূহ মাটিতে থাকে?
Ο ক) মৃৎক্ষার ধাতু
Ο খ) ক্ষারধাতু
Ο গ) হ্যালোজেন
Ο ঘ) অর্ধক্ষার ধাতু
সঠিক উত্তর: (ক)

৬. কোন গ্রুপ দ্বিমৌল অণু গঠন করে?
Ο ক) ৮
Ο খ) ১৬
Ο গ) ১৭
Ο ঘ) ১৩
সঠিক উত্তর: (গ)

৭. একটি গ্রুপের মৌলসমূহের ধর্মের মিল থাকার মূল কারণ কোনটি?
Ο ক) মৌলসমূহের পরমাণুর সর্ববহিস্থ শক্তিস্তরের ইলেকট্রন সংখ্যা সমান
Ο খ) মৌলসমূহে পরমাণুর নিউক্লিয়াস প্রোটন সংখ্যা সমান
Ο গ) মৌলসমূহের পরমাণুর শক্তিস্তরে সংখ্যা সমান
Ο ঘ) মৌলসমূহের পরমাণুর আকার সমান
সঠিক উত্তর: (ক)

৮. ক্ষার ধাতুসমূহের-
i. যোজনী এক
ii. আয়নিক বন্ধন গঠনে e ত্যাগ করতে হয়
iii. ইলেকট্রন আসক্তি বেশি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ক)

৯. ২৪/১২ Mg মৌলটির সারণিতে নির্দিষ্ট স্থানে অবস্থানের ক্ষেত্রে কোনটির ভূমিকা রয়েছে?
Ο ক) পারমাণবিক সংখ্যার
Ο খ) পারমাণবিক ভরের
Ο গ) প্রোটন সংখ্যার
Ο ঘ) ইলেকট্রন বিন্যাসের
সঠিক উত্তর: (ঘ)

১০. কোন বিজ্ঞানী পর্যায় সারণির জনক বলা হয়?
Ο ক) মোসলে
Ο খ) নিউল্যান্ড
Ο গ) ম্যান্ডেলিফ
Ο ঘ) ডোবেরাইনার
সঠিক উত্তর: (গ)

১১. ক্ষারধাতুসমূহ অধিক সক্রিয় হওয়ায় এর-
i. ইলেকট্রন আসক্তি কম
ii. আয়নীকরণ শক্তি বেশি
iii. আয়নীকরণ শক্তি কম
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (খ)

১২. কোনটি রঙিন যৌগ গঠন করে?
Ο ক) অবস্থান্তর মৌল
Ο খ) ক্ষার ধাতু
Ο গ) মৃৎক্ষার ধাতু
Ο ঘ) হ্যালোজেন
সঠিক উত্তর: (ক)

১৩. নিকৃষ্ট ধাতু কোনটি?
Ο ক) তামা
Ο খ) লোহা
Ο গ) পিতল
Ο ঘ) পারদ
সঠিক উত্তর: (খ)

১৪. নিউল্যান্ডের অষ্টক সূত্রের মূল ভিত্তি কী?
Ο ক) পারমাণবিক সংখ্যা
Ο খ) পারমাণবিক ভর
Ο গ) প্রোটন সংখ্যা
Ο ঘ) ইলেকট্রন বিন্যাস
সঠিক উত্তর: (খ)

১৫. সোডিয়াম সর্ববহিঃস্থ খোলকে কয়টি ইলেট্রন থাকে?
Ο ক) ১টি
Ο খ) ২টি
Ο গ) ৩টি
Ο ঘ) ৫টি
সঠিক উত্তর: (ক)

১৬. গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক কম হয়-
Ο ক) ধাতুর
Ο খ) অপধাতুর
Ο গ) পরিবাহীর
Ο ঘ) অধাতুর
সঠিক উত্তর: (ঘ)

১৭. পরমাণুটির কতকগুলো ধর্ম হল-
i. এটি অধাতু এবং দ্বিপরমাণুক
ii. এর জারণমান +১
iii. হাইড্রাইড যৌগে এটি তড়িৎ ঋণাত্মক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (খ)

১৮. হ্যালোজেন শব্দের অর্থ কী?
Ο ক) লবণ গঠনকারী
Ο খ) সামুদ্রিক লবণ
Ο গ) সক্রিয় মৌল
Ο ঘ) অম্ল উৎপাদনকারী
সঠিক উত্তর: (ক)

১৯. কোনটি অবস্থান্তর মৌল?
Ο ক) পটাসিয়াম
Ο খ) ক্যালসিয়াম
Ο গ) আয়রন
Ο ঘ) বোরন
সঠিক উত্তর: (গ)

২০. জন ডাল্টন পারমাণবিক তত্ত্ব উপস্থাপন করেন-
Ο ক) অষ্টাদশ শতাব্দীর শুরুতে
Ο খ) অষ্টাদশ শতাব্দীর শেষে
Ο গ) উনবিংশ শতাব্দীর শুরুতে
Ο ঘ) উনবিংশ শতাব্দীর শেষে
সঠিক উত্তর: (গ)

২১. একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে মৌলসমূহ অক্সিজেনের সাথে বিক্রিয়া করে-
i. মৌলের অক্সাইড উৎপন্ন করে
ii. বাম দিকের মৌলগুলোর অক্সাইড ক্ষারধর্মী
iii. বাম দিকের মৌলগুলোর অক্সাইড অম্লধর্মী
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ক)

২২. S2- এর ইলেকট্রন বিন্যাস কোনটি?
Ο ক) 2,8,2
Ο খ) 2,8,4
Ο গ) 2,8,6
Ο ঘ) 2,8,8
সঠিক উত্তর: (ঘ)

২৩. একই পর্যায়ে বাম থেকে ডানে মৌলের-
i. আকার হ্রাস পায়
ii. আয়নিকরণ শক্তি বাড়ে
iii. পরমাণুর আকার খুবই বড়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

২৪. Na মৌলটি যে গ্রুপে অবস্থিত সে গ্রুপের নিচ থেকে উপরে-
i. পরমাণুর আকার হ্রাস পায়
ii. ধাতব ধর্ম হ্রাস পায়
iii. সক্রিয়তা বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ক)

২৫. মৌলটি সম্পর্কে তথ্যসমূহ-
i. এর প্রকৃতি ভঙ্গর
ii. এর অক্সাইড ডাইমার বা বৃহৎ অণু গঠন করে
iii. এর অণুতে ৪টি পরমাণু বিদ্যমান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (খ)

২৬. একই পর্যায়ে যতই বাম থেকে ডানে যাওয়া যায় ততই-
i. পরমাণুর আকার হ্রাস পায়
ii. পরমাণুতে স্তর সংখ্যা একই থাকে
iii. পরমাণুতে একটি করে ইলেকট্রন যুক্ত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

২৭. রুশ বিজ্ঞানী ম্যান্ডেলিফ সর্বপ্রথম কতটি মৌল নিয়ে আধুনিক পর্যায় সারণি প্রবর্তন করেন?
Ο ক) ৬৭
Ο খ) ৩০
Ο গ) ২৫
Ο ঘ) ১৪
সঠিক উত্তর: (ক)

২৮. পর্যায় সারণির ৩য় পর্যায়ে কতটি মৌল বিদ্যামান?
Ο ক) ২টি
Ο খ) ৪টি
Ο গ) ১৮টি
Ο ঘ) ৩২টি
সঠিক উত্তর: (খ)

২৯. কোনটি ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস?
Ο ক) 2,8,8,1
Ο খ) 2,8,8,2
Ο গ) 2,8,1
Ο ঘ) 2,8,2
সঠিক উত্তর: (খ)

৩০. পর্যায় সারীণিতে সালফারের অবস্থান কোন গ্রুপে?
Ο ক) ১৭
Ο খ) ৯
Ο গ) ১৬
Ο ঘ) ২
সঠিক উত্তর: (গ)

৩১. হ্যালোজেন শব্দের অর্থ কী গঠনকারী?
Ο ক) চিনি
Ο খ) গ্যাস
Ο গ) লবণ
Ο ঘ) তরল পানি
সঠিক উত্তর: (গ)

৩২. ৩য় পর্যায়ে কোনো মৌলের পরমাণুর সর্ববহিঃস্থ শক্তিস্তরে সাতটি ইলেকট্রন থাকলে সেটি কোন গ্রুপকে নির্দেশ করবে?
Ο ক) ৭
Ο খ) ১৪
Ο গ) ১৭
Ο ঘ) ১৮
সঠিক উত্তর: (গ)

৩৩. মোসলে কত সালে পারমাণবিক সংখ্যা আবিষ্কার করেন?
Ο ক) ১৬১৩ সালে
Ο খ) ১৭১৩ সালে
Ο গ) ১৮১৩ সালে
Ο ঘ) ১৯১৩ সালে
সঠিক উত্তর: (ঘ)

৩৪. ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়ন গঠন করে-
i. সোডিয়াম
ii. ম্যাগনেসিয়াম
iii. ফসফরাস
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ক)

৩৫. ক্লোরিন পরমাণুর ইলেট্রন বিন্যাস কোনটি?
Ο ক) 2,8,1
Ο খ) 2,8
Ο গ) 2,8,8
Ο ঘ) 2,8,7
সঠিক উত্তর: (ঘ)

৩৬. কোন মৌলগুলোর ধর্মের মধ্যে সাদৃশ্য লক্ষ করা যায়?
Ο ক) সোডিয়াম ও ক্লোরিন
Ο খ) সোডিয়াম ও অ্যালুমিনিয়াম
Ο গ) সোডিয়াম ও পটাসিয়াম
Ο ঘ) সোডিয়াম ও স্ক্যান্ডিয়াম
সঠিক উত্তর: (গ)

৩৭. হ্যালোজেনসমূহ কীভাবে হ্যালাইড আয়ন গঠন করে?
Ο ক) ইলেকট্রন গ্রহনের মাধ্যমে
Ο খ) ইলেকট্রন ত্যাগের মাধ্যমে
Ο গ) ইলেকট্রন শেয়ারের মাধ্যমে
Ο ঘ) ইলেকট্রন আদান-প্রদানের মাধ্যমে
সঠিক উত্তর: (ক)

৩৮. কী আবিষ্কারের পর অষ্টক সূত্র পরিবর্তিত হয়ে যায়?
Ο ক) নিষ্ক্রিয় গ্যাস
Ο খ) হ্যালোজেন
Ο গ) ক্ষার ধাতু
Ο ঘ) মৃৎক্ষার ধাতু
সঠিক উত্তর: (ক)

৩৯. নিচের মৌলসমূহের মধ্যে কোনটি বেশি সক্রিয়?
Ο ক) CI
Ο খ) F
Ο গ) Br
Ο ঘ) I
সঠিক উত্তর: (খ)

৪০. ক্ষার ধাতুসমূহের হাইড্রোক্সাইডের সাধারণ সংকেত কোনটি?
Ο ক) M2OH
Ο খ) M(OH)2
Ο গ) MOH
Ο ঘ) M2(OH)3
সঠিক উত্তর: (গ)

৪১. মৌলের রাসায়নিক ধর্ম মূলত কী দ্বারা নিদের্শিত হয়?
Ο ক) ইলেকট্রন বিন্যাস
Ο খ) আন্তঃআণবিক শক্তি
Ο গ) পারমাণবিক ভর
Ο ঘ) সবগুলো
সঠিক উত্তর: (ক)

৪২. কোনটি ল্যানথানাইড বর্ণ?
Ο ক) Za-Lr
Ο খ) La-Lu
Ο গ) Ce-Lu
Ο ঘ) Tn-Lr
সঠিক উত্তর: (খ)

৪৩. ধাতু কয়টি?
Ο ক) ২২টি
Ο খ) ২৩টি
Ο গ) ১৮টি
Ο ঘ) ২৪টি
সঠিক উত্তর: (ক)

৪৪. কপার ধাতু ব্যবহৃত হয়-
i. পিতল তৈরিতে
ii. মুদ্রা তৈরিতে
iii. বৈদ্যুতিক তারে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৪৫. কোন গ্রুপের মৌলসমূহের প্রত্যেকেই নরম ধাতু?
Ο ক) গ্রুপ-১
Ο খ) গ্রুপ-২
Ο গ) গ্রুপ-১৩
Ο ঘ) গ্রুপ-১৪
সঠিক উত্তর: (ক)

৪৬. মৃৎক্ষার ধাতু-
i. মাটিতে বিভিন্ন যৌগ হিসেবে থাকে
ii. আয়নিক যৌগ গঠন করে
iii. পানির সাথে বিক্রিয়া করে না
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ক)

৪৭. অক্সিজেন ও সালফারের অবস্থান পর্যায় সারণির ১৬ নং গ্রুপে, কারণ-
i. এদের উভয়ের সর্ববহিস্থ শক্তিস্তরে ৬টি ইলেকট্রন বিদ্যমান
ii. এদের পর্যায়ে ১০টি গ্রুপ ফাঁকা থাকে
iii. এদের সর্ববহিস্থ শক্তিস্তরে ইলেকট্রন সংখ্যা ১৬
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ক)

৪৮. পর্যায় সারণিতে কোন মৌল কোন গ্রুপে অবস্থিত তা বোঝাতে প্রয়োজন-
i. শক্তি স্তরের সংখ্যা
ii. পারমাণবিক সংখ্যা
iii. সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৪৯. অধাতু কোনটি?
Ο ক) সালফার
Ο খ) কপার
Ο গ) জিংক
Ο ঘ) সিলিকন
সঠিক উত্তর: (ক)

৫০. নিচের কোন মৌল বিক্রিয়ায় অংশগ্রহণ করে না?
Ο ক) Na
Ο খ) Pb
Ο গ) He
Ο ঘ) Cu
সঠিক উত্তর: (গ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post