এস.এস.সি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অধ্যায় - ৪ (১)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অধ্যায় - ৪ (১) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com
১. সূর্যকে নিয়ন্ত্রক বলা হয় -
i. গ্রহের
ii. উপগ্রহের
iii. নক্ষত্রের
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

২. গুরুমন্ডলের ঊর্ধ্বাংশের শিলা -
i. কঠিন ও ভঙ্গুর
ii. প্রায় ১০০ কিলোমিটার গভীর
iii. উত্তপ্ত ও গলিত
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

৩. অক্ষাংশ পরিমাপের একককে কী বলে?
Ο ক) রেডিয়ান
Ο খ) মিনিট
Ο গ) ডিগ্রি
Ο ঘ) মিটার
সঠিক উত্তর: (গ)

৪. সূর্য পৃথিবী থেকে দূরে অবস্থান করলে সেই অবস্থাকে কী বলে?
Ο ক) অপসূর
Ο খ) অনসূর
Ο গ) দক্ষিণায়ন
Ο ঘ) উত্তরায়ণ
সঠিক উত্তর: (ক)

৫. সমু্দ্রের পানিরাশি অনেক উঁচু নিচু হয় কোন অংশে?
Ο ক) উপরিভাগে
Ο খ) মধ্যভাগে
Ο গ) অভ্যন্তরভাগে
Ο ঘ) উপকূলের নিকটে
সঠিক উত্তর: (ঘ)

৬. কোন যন্ত্রের সাহায্যে মধ্যাহ্ন সূর্যের অবস্থান থেকে পৃথিবীর যেকোনো স্থানের অক্ষাংশ নিরূপণ করা যায়?
Ο ক) সেক্সট্যান্ট যন্ত্র
Ο খ) ক্রনোমিটার ঘড়ি
Ο গ) দিগন্ত রেখা
Ο ঘ) সূর্যের ছায়া
সঠিক উত্তর: (ক)

৭. দ্রাঘিমারেখার বিকল্প নামটি কী?
Ο ক) সমাক্ষরেখা
Ο খ) মধ্যরেখা
Ο গ) নিম্নরেখা
Ο ঘ) অক্ষরেখা
সঠিক উত্তর: (খ)

৮. মহাকাশের অসংখ্য জ্যোতিষ্কের সমন্বয়ে কী সৃষ্টি হয়েছে?
Ο ক) সৌরজগৎ
Ο খ) বিশ্বজগৎ
Ο গ) পৃথিবী
Ο ঘ) জ্যোতিষ্কমন্ডল
সঠিক উত্তর: (খ)

৯. মূলমধ্যরেখার মান কত?
Ο ক) ০ ডিগ্রি
Ο খ) ২৩.৫ ডিগ্রি
Ο গ) ৬৬.৫ ডিগ্রি
Ο ঘ) ৯০ ডিগ্রি
সঠিক উত্তর: (ক)

১০. কোন রেখার সাহায্যে উত্তর ও দক্ষিণ গোলার্ধের কোনো স্থানের কৌণিক দূরত্ব স্থির করা হয়?
Ο ক) নিরক্ষরেখা
Ο খ) মেরুরেখা
Ο গ) মূলমধ্যরেখা
Ο ঘ) সমাক্ষরেখা
সঠিক উত্তর: (খ)

১১. পৃথিবীর উপরিভাগ থেকে এর কেন্দ্র পর্যন্ত কয়টি স্তরে ভাগ করা যায়?
Ο ক) দুইটি
Ο খ) তিনটি
Ο গ) চারটি
Ο ঘ) পাঁচটি
সঠিক উত্তর: (খ)

১২. দৈনিক কয়বার জোয়ার-ভাটা হয়?
Ο ক) একবার
Ο খ) দুইবার
Ο গ) তিনবার
Ο ঘ) চারবার
সঠিক উত্তর: (খ)

১৩. পৃথিবীর উত্তর-দক্ষিণে কল্পিত রেখার উত্তর প্রান্তবিন্দুকে কী বলে?
Ο ক) সুমেরু
Ο খ) মেরুবিন্দু
Ο গ) কুরিবিন্দু
Ο ঘ) কুমেরু
সঠিক উত্তর: (ক)

১৪. ‘টাইটানিয়া’ কোন গ্রহের একটি উপগ্রহ?
Ο ক) ইউরেনাস
Ο খ) শনি
Ο গ) মঙ্গল
Ο ঘ) বৃহস্পতি
সঠিক উত্তর: (ক)

১৫. নিচের কোনটি সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ?
Ο ক) মঙ্গল
Ο খ) নেপচুন
Ο গ) পৃথিবী
Ο ঘ) বুধ
সঠিক উত্তর: (ঘ)

১৬. মঙ্গল গ্রহের মোট কয়টি উপগ্রহ রয়েছে?
Ο ক) একটি
Ο খ) দুইটি
Ο গ) পাঁচটি
Ο ঘ) ষোলটি
সঠিক উত্তর: (খ)

১৭. সময়ের হিসাব করতে হলে দ্রাঘিমা জানা বিশেষ জরুরি। এর মাধ্যমেই আমরা বিভিন্ন স্থানীয় এবং প্রমাণ সময় জানতে এবং তুলনা করতে পারি। যেমন -
i. গ্রিনিচের দ্রাঘিমা শূন্য (০) ডিগ্রি
ii. পৃথিবীর পরিধি দ্বারা উৎপন্ন কোণ ৩৬০ ডিগ্রি
iii. ১ ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের ব্যবধান হয় ৪ মিনিট
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১৮. চন্দ্র নিজ কক্ষপথে পৃথিবীকে একবার প্রদক্ষিণ করতে চন্দ্রের কতদিন সময় লাগে?
Ο ক) ১৫ দিন
Ο খ) ২৫ দিন
Ο গ) ২৭ দিন
Ο ঘ) ৩০ দিন
সঠিক উত্তর: (গ)

১৯. নেপচুন গ্রহটি কেমন?
Ο ক) গরম
Ο খ) শীতল
Ο গ) সামান্য গরম
Ο ঘ) নাতিশীতোষ্ণ
সঠিক উত্তর: (খ)

২০. ট্রপোমন্ডলে কিসের উপস্থিতি দেখা যায়?
Ο ক) আর্দ্রতা, অক্সিজেন, নাইট্রোজেন
Ο খ) কুয়াশা, মেঘ, বৃষ্টি
Ο গ) হিলিয়াম, কার্বন ডাইঅক্সাইড
Ο ঘ) আরগন, হিলিয়াম, নাইট্রোজেন
সঠিক উত্তর: (খ)

২১. শনির বায়ুমন্ডলে রয়েছে -
i. হাইড্রোজেন ও হিলিয়ামের মিশ্রণ
ii. অ্যামোনিয়া ও মিথেন
iii. কার্বন ডাইঅক্সাইড ও জলীয় বাষ্প
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

২২. বাংলাদেশের প্রমাণ সময় ও গ্রিনিচের সময়ের পার্থক্য কত?
Ο ক) ১২ ঘন্টা আগে
Ο খ) ৬ ঘন্টা পরে
Ο গ) ৬ ঘন্টা আগে
Ο ঘ) ৮ ঘন্টা পরে
সঠিক উত্তর: (ক)

২৩. শনি গ্রহটি পৃথিবী অপেক্ষা কত গুণ বড়?
Ο ক) প্রায় ৮ গুণ
Ο খ) প্রায় ৯ গুণ
Ο গ) প্রায় ১০ গুণ
Ο ঘ) প্রায় ১১ গুণ
সঠিক উত্তর: (খ)

২৪. পৃথিবীর কক্ষপথটি দেখতে কেমন?
Ο ক) বৃত্তাকার
Ο খ) ত্রিভুজাকৃতির
Ο গ) উপবৃত্তাকৃতির
Ο ঘ) চতুর্ভুজাকৃতির
সঠিক উত্তর: (গ)

২৫. সৌরবছর গণনা করা হয় কত দিনে?
Ο ক) ৩৬৪ দিনে
Ο খ) ৩৬৫ দিনে
Ο গ) ৩৬৬ দিনে
Ο ঘ) ৩৬৭ দিনে
সঠিক উত্তর: (খ)

২৬. পৃথিবীর দিন-রাত্রি সমান হওয়াকে কী বলে?
Ο ক) শারদ বিষুব
Ο খ) বাসন্ত বিষুব
Ο গ) উত্তর অয়নান্ত
Ο ঘ) দক্ষিণ অয়নান্ত
সঠিক উত্তর: (ক)

২৭. উত্তর গোলার্ধে সবচেয়ে ছোট রাত কোনটি?
Ο ক) ২১ মার্চ
Ο খ) ২১ জুন
Ο গ) ২৩ সেপ্টেম্বর
Ο ঘ) ২২ ডিসেম্বর
সঠিক উত্তর: (খ)

২৮. যে গ্রহগুলোর বায়ুমন্ডলে নাইট্রোজেন রয়েছে সেগুলো হলো -
i. মঙ্গল
ii. শনি
iii. পৃথিবী
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)

২৯. পৃথিবীর গতিকে কয় ভাগে ভাগ করা যায়?
Ο ক) দুই
Ο খ) তিন
Ο গ) চার
Ο ঘ) পাঁচ
সঠিক উত্তর: (ক)

৩০. পৃথিবী তার অক্ষ থেকে চারদিকে দ্রুতবেগে ঘোরায় তার পৃষ্ঠ থেকে পানিরাশির চতুর্দিকে ছিটকে যাওয়ার প্রবণতাকে কী বলে?
Ο ক) জোয়ার
Ο খ) অভিকর্ষ শক্তি
Ο গ) মহাকর্ষণ শক্তি
Ο ঘ) কেন্দ্রাতিগ শক্তি
সঠিক উত্তর: (ঘ)

৩১. বুধ গ্রহের ভূত্বকে কী দেখা যায়?
Ο ক) অসংখ্য গর্ত ও পাহাড়
Ο খ) অসংখ্য কালো দাগ
Ο গ) বহমান নদীর ধারা
Ο ঘ) মানব বসতির চিহ্ন
সঠিক উত্তর: (ক)

৩২. ইউরেনাসের ওজন পৃথিবী থেকে কত গুণ বেশি?
Ο ক) ১২
Ο খ) ১৩
Ο গ) ১৪
Ο ঘ) ১৫
সঠিক উত্তর: (ঘ)

৩৩. কোন তারিখের দেড় মাস পূর্ব থেকে দেড় মাস পর পর্যন্ত উত্তাপ মধ্যম হয়ে থাকে?
Ο ক) ২১ জুন
Ο খ) ২৩ সেপ্টেম্বর
Ο গ) ২২ ডিসেম্বর
Ο ঘ) ৩০ জুলাই
সঠিক উত্তর: (খ)

৩৪. কোনো স্থানের সময় বেলা ২ টা বাজলে তার ১ ডিগ্রি পূর্বের স্থানের সময় কী হবে?
Ο ক) ২ টা ৪ মিনিট
Ο খ) ১২ টা ৫২ মিনিট
Ο গ) ১ টা ৫৬ মিনিট
Ο ঘ) ২ টা ৫৬ মিনিট
সঠিক উত্তর: (ক)

৩৫. পৃথিবী উপবৃত্তাকার পথে পরিক্রমণ করার কারণে -
i. বিভিন্ন ঋতুর আবির্ভাব হয়
ii. মাধ্যাকর্ষণ শক্তির হ্রাস-বৃদ্ধি ঘটে
iii. দিন-রাত্রির দৈর্ঘ্যের তারতম্য ঘটে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)

৩৬. নেপচুন গ্রহটি কোন বর্ণের?
Ο ক) কালো
Ο খ) গোলাপি
Ο গ) লালচে
Ο ঘ) নীলাভ
সঠিক উত্তর: (ঘ)

৩৭. কোনটি বৃহস্পতির উপগ্রহ?
Ο ক) গ্যানিমেড
Ο খ) ডিমোস
Ο গ) টাইটান
Ο ঘ) ফেবোস
সঠিক উত্তর: (ক)

৩৮. বায়ুর যেসকল উপাদান মোটামুটি অপরিবর্তিত থাকে সেগুলো হলো -
i. অক্সিজেন
ii. হাইড্রোজেন
iii. নাইট্রোজেন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)

৩৯. শুক্রকে কখন আমরা শুকতারা রূপে দেখতে পাই?
Ο ক) সন্ধ্যায়
Ο খ) রাতে
Ο গ) ভোরে
Ο ঘ) বিকেলে
সঠিক উত্তর: (গ)

৪০. নিরক্ষরেখা পৃথিবীকে কোন দুটি ভাগে বিভক্ত করেছে?
Ο ক) সুমেরু ও কুমেরুবৃত্ত
Ο খ) কর্কটক্রান্তি ও মকরক্রান্তি
Ο গ) উত্তর ও দক্ষিণ গোলার্ধ
Ο ঘ) মহাসাগর ও মহাদেশ
সঠিক উত্তর: (গ)

৪১. সূর্যসহ সকল জ্যোতিষ্ক ঘূর্ণায়মান অথচ পৃথিবীর এক প্রান্তে দাঁড়িয়ে তা বোঝা যায় না, কারণ -
i. পৃথিবীর তুলনায় আমরা একটি বিন্দুর মতো
ii. পৃথিবীর সাথে সাথে আমরাও ঘুরি
iii. পৃথিবী বড় আর আমরা ছোট বলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)

৪২. ইউরেনাসের উপগ্রহ কোনটি?
Ο ক) ক্যাপিটাস
Ο খ) এরিয়েল
Ο গ) নেরাইড
Ο ঘ) গ্যানিমেড
সঠিক উত্তর: (খ)

৪৩. পৃথিবীর বার্ষিক গতির ফলে -
i. দিন ও রাতের হ্রাস-বৃদ্ধি ঘটে
ii. সূর্যরশ্মি কোথাও লম্ব আবার কোথাও তির্যকভাবে পতিত হয়
iii. পৃথিবীতে তাপমাত্রার পার্থক্য ঘটে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৪৪. নিরক্ষরেখার অপর নাম কী?
Ο ক) বিষুবরেখা
Ο খ) মেরুরেখা
Ο গ) সমাক্ষরেখা
Ο ঘ) মূল মধ্যরেখা
সঠিক উত্তর: (ক)

৪৫. সৌরজগতের নিকটতম গ্রহের ব্যাস কত?
Ο ক) ৪,৮৫০ কিলোমিটার
Ο খ) ১২,৬৬৭ কিলোমিটার
Ο গ) ৬,৭৮৭ কিলোমিটার
Ο ঘ) ১,৪২,৮০০ কিলোমিটার
সঠিক উত্তর: (ক)

৪৬. পৃথিবীর দিন-রাত্রি সমান হয় কোন তারিখে?
Ο ক) ২৫ জুলাই
Ο খ) ২৯ ফেব্রুয়ারি
Ο গ) ২৩ সেপ্টেম্বর
Ο ঘ) ২৫ মার্চ
সঠিক উত্তর: (গ)

৪৭. পৃথিবীর দক্ষিণ গোলার্ধে দিন সবচেয়ে বড় হয় কোন তারিখে?
Ο ক) ২২ মার্চ
Ο খ) ২২ ডিসেম্বর
Ο গ) ২৩ সেপ্টেম্বর
Ο ঘ) ১২ নভেম্বর
সঠিক উত্তর: (খ)

৪৮. কীভাবে পতিত সূর্যরশ্মি অধিক স্থানব্যাপী ছড়িয়ে পড়ে?
Ο ক) তির্যকভাবে
Ο খ) লম্বভাবে
Ο গ) সরাসরি
Ο ঘ) কোণাকুনিভাবে
সঠিক উত্তর: (ক)

৪৯. কোন সময়ে সমুদ্রের পানিকে আবদ্ধ করে শুকিয়ে লবণ তৈরি করা হয়?
Ο ক) বর্ষার সময়
Ο খ) শীতের সময়
Ο গ) ভাটার সময়
Ο ঘ) জোয়ারের সময়
সঠিক উত্তর: (ঘ)

৫০. কোনটির প্রভাবে জলরাশি সর্বদা বাইরে নিক্ষিপ্ত হয়?
Ο ক) মহাকর্ষণ শক্তির
Ο খ) অভিকর্ষ শক্তির
Ο গ) কেন্দ্রাতিগ শক্তির
Ο ঘ) আণবিক শক্তির
সঠিক উত্তর: (গ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd

বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post