এস.এস.সি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অধ্যায় - ২ (১)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অধ্যায় - ২ (১) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com
১. কোন দেশের রাষ্ট্রপ্রধান ইয়াহিয়া খানকে গণহত্যা বন্ধ ও নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের আহবান জানিয়েছিলেন?
Ο ক) সোভিয়েত ইউনিয়ন
Ο খ) চীন
Ο গ) আমেরিকা
Ο ঘ) কিউবা
সঠিক উত্তর: (ক)

২. সার্ক গঠন ও সার্ক-এর যাত্রা শুরুর সাথে বাংলাদেশের কোন সরকার জড়িত ছিল?
Ο ক) জিয়া সরকার
Ο খ) আওয়ামী সরকার
Ο গ) অস্থায়ী সরকার
Ο ঘ) সমাজতান্ত্রিক সরকার
সঠিক উত্তর: (ক)

৩. ১৯৭১ সালের ২৫ মার্চ কী নামে পরিচিত?
Ο ক) কালরাত
Ο খ) অপারেশন নাইট
Ο গ) শেষরাত
Ο ঘ) হত্যা রজনী
সঠিক উত্তর: (ক)

৪. মুক্তিযুদ্ধের সময় একটি বেতার সম্প্রচার কেন্দ্র ‘স্বাধীন বাংলা’ বিপ্লবী বেতার কেন্দ্রে পরিণত হয়। বেতার কেন্দ্রটির নাম কী?
Ο ক) ঢাকা সম্প্রচার কেন্দ্র
Ο খ) রংপুর সম্প্রচার কেন্দ্র
Ο গ) আকাশবানী সম্প্রচার কেন্দ্র
Ο ঘ) কালুরঘাট সম্প্রচর কেন্দ্র
সঠিক উত্তর: (ঘ)

৫. খন্দকার মোশতাক আহমদ মুজিবনগর সরকারের কোন দায়িত্ব পালন করেন?
Ο ক) অর্থমন্ত্রী
Ο খ) পররাষ্ট্র ও আইনমন্ত্রী
Ο গ) রাষ্ট্রপতি
Ο ঘ) উপ-রাষ্ট্রপতি
সঠিক উত্তর: (খ)

৬. কোন সরকার মধ্যপ্রাচ্যের সাথে সুসম্পর্ক বৃদ্ধির মাধ্যমে কর্মসংস্থানে ভূমিকা রেখেছিল?
Ο ক) মোশতাক সরকার
Ο খ) আওয়ামী লীগ সরকার
Ο গ) ছাত্তার সরকার
Ο ঘ) জিয়া সরকার
সঠিক উত্তর: (ঘ)

৭. মুক্তিযুদ্ধের সময়ে ভারতে আশ্রয় নেয়া শরনার্থীদের জন্য ত্রাণ সংগ্রহের দায়িত্বে কোন নেতা নিয়োজিত ছিলেন?
Ο ক) এ এইচ এম কামরুজ্জামান
Ο খ) খন্দকার মোশতাক আহমেদ
Ο গ) কমরেড মনি সিং
Ο ঘ) মওলানা ভাসানী
সঠিক উত্তর: (ক)

৮. বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি কে ছিলেন?
Ο ক) কে এম শফিউল্লাহ
Ο খ) এ কে খন্দকার
Ο গ) এম এ জি ওসমানী
Ο ঘ) মেজর জিয়াউর রহমান
সঠিক উত্তর: (গ)

৯. পাকিস্তানের কোন নেতা ইয়াহিয়া খান আহূত জাতীয় পরিষদের অধিবেশনে যোগদানে অস্বীকৃতি জানায়?
Ο ক) জুলফিকার আলী ভুট্টো
Ο খ) জিয়াউল হক
Ο গ) আইআই চূন্দ্রীগড়
Ο ঘ) মওলানা ভাসানী
সঠিক উত্তর: (ক)

১০. গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও বাঙালি জাতীয়তাবাদ এগুলো বাংলাদেশের কী?
Ο ক) প্রশাসনিক দলিল
Ο খ) মূলনীতি
Ο গ) মানদন্ড
Ο ঘ) দর্পণ
সঠিক উত্তর: (খ)

১১. স্বাধীন বাংলাদেশ সরকারকে উপদেশ ও পরামর্শ দেন -
i. একটি উপদেষ্টা পরিষদ
ii. একটি মনোনয়ন বোর্ড
iii. একটি বিশেষ কমিটি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

১২. কততম জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ সংবিধানে পুনরায় সংসদীয় সরকার পদ্ধতি অন্তর্ভুক্ত হয়?
Ο ক) ৫ম
Ο খ) ৬ষ্ঠ
Ο গ) ৭ম
Ο ঘ) ৮ম
সঠিক উত্তর: (ক)

১৩. হুসেইন মুহম্মদ এরশাদ সামরিক আইন জারির প্রায় কত মাস পরে রাষ্ট্রপতি পদে আসীন হয়েছিলেন?
Ο ক) প্রায় ৫ মাস
Ο খ) প্রায় ৮ মাস
Ο গ) প্রায় ৯ মাস
Ο ঘ) প্রায় ১০ মাস
সঠিক উত্তর: (গ)

১৪. জাতি মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা করবে, কেননা -
i. তাঁরা আমাদের সূর্যসন্তান
ii. মৃত্যুকে তুচ্ছজ্ঞান করে তাঁরা যুদ্ধ করেছেন
iii. দেশের স্বাধীনতা অর্জনে তাদের অবদান সবচেয়ে বেশি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১৫. জাতীয় শিক্ষানীতি ২০১০ প্রণয়নের ফলে শিক্ষাক্ষেত্রের পরিবর্তনগুলো হলো -
i. ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীর হার কমেছে
ii. শ্রেণিতে মেয়ে শিক্ষার্থীর হার বেড়েছে
iii. বিভিন্ন পাবলিক পরীক্ষায় পাসের হার বেড়েছে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

১৬. পাকিস্তানের সংবিধানে বাংলাকে রাষ্ট্রভাষা স্বীকৃতি প্রদান করা হয় কত সালে?
Ο ক) ১৯৫৪
Ο খ) ১৯৫৫
Ο গ) ১৯৫৬
Ο ঘ) ১৯৬৮
সঠিক উত্তর: (গ)

১৭. দেশের বাইরে কোন শহরে মুজিবনগর সরকারের মিশন স্থাপিত হয়েছিল?
Ο ক) আমস্টার্ডাম
Ο খ) জেনেভা
Ο গ) স্টকহোম
Ο ঘ) মস্কো
সঠিক উত্তর: (গ)

১৮. স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে চরমপত্র পাঠ করতেন কে?
Ο ক) বেলাল আহমেদ
Ο খ) এম. আর. আখতার মুকুল
Ο গ) আবদুল জব্বার
Ο ঘ) আপেল মাহমুদ
সঠিক উত্তর: (খ)

১৯. ২৫ মার্চ ১৯৭১-এ পরিচালিত ‘অপারেশন সার্চলাইট’ এর পরিকল্পনার সাথে সরাসরি জড়িত ব্যক্তিরা হলো -
i. টিক্কা খান
ii. রাও ফরমান আলী
iii. জুলফিকার আলী ভুট্টো
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

২০. ১৯৭১ সালে গঠিত সংগ্রাম পরিষদে কোন শ্রেণির নারীর অংশগ্রহণ স্বতঃস্ফূর্ত ছিল?
Ο ক) কিশোরীদের
Ο খ) যুবতীদের
Ο গ) বিধবাদের
Ο ঘ) ছাত্রীদের
সঠিক উত্তর: (ঘ)

২১. মুক্তিযুদ্ধে মুজিব বাহিনী গঠিত হয়েছিল কাদের নিযে?
Ο ক) সৈনিকদের
Ο খ) শিল্পীদের
Ο গ) ছাত্র-ছাত্রীদের
Ο ঘ) শিক্ষকদের
সঠিক উত্তর: (গ)

২২. বাংলাদেশে সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে ইনডেমনিটি অধ্যাদেশ বৈধতা লাভ করেছিল?
Ο ক) ৪র্থ সংশোধনী
Ο খ) ৫ম সংশোধনী
Ο গ) ৬ষ্ঠ সংশোধনী
Ο ঘ) ৭ম সংশোধনী
সঠিক উত্তর: (খ)

২৩. বঙ্গবন্ধু পাকিস্তান আমলের ২৪ বছরের মধ্যে কত বছর কারাগারে কাটান?
Ο ক) ১২
Ο খ) ১৩
Ο গ) ১৪
Ο ঘ) ১৫
সঠিক উত্তর: (ক)

২৪. বঙ্গবন্ধুর সরকার ১৯৭২ সালের সংবিধানে নাগরিকদের যে সকল অধিকার প্রদান করে সেগুলো হলো -
i. মৌলিক অধিকার
ii. অর্থনৈতিক সাম্যের অধিকার
iii. ন্যায়বিচার পাওয়ার অধিকার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)

২৫. ১৯৭১ সালের কত তারিখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করা হয়?
Ο ক) ২৩ মার্চ প্রথম প্রহরে
Ο খ) ২৫ মার্চ প্রথম প্রহরে
Ο গ) ২৬ মার্চ প্রথম প্রহরে
Ο ঘ) ২৭ মার্চ প্রথম প্রহরে
সঠিক উত্তর: (গ)

২৬. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে কে প্রথম স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন?
Ο ক) এম এ হান্নান শাহ
Ο খ) সৈয়দ নজরুল ইসলাম
Ο গ) মেজর জিয়াউর রহমান
Ο ঘ) তাজউদ্দিন আহমদ
সঠিক উত্তর: (ক)

২৭. বাংলাদেশে ১৯৭২ সালে গঠিত গণপরিষদের মূল লক্ষ্য কী ছিল?
Ο ক) যুদ্ধপরাধীর বিচার করা
Ο খ) সংবিধান প্রণয়ন করা
Ο গ) নির্বাচন পরিচালনা করা
Ο ঘ) দেশের শাসন কাজ পরিচালনা
সঠিক উত্তর: (খ)

২৮. জিয়াউর রহমানের শাসনামলে -
i. পররাষ্ট্রনীতিতে ব্যাপক পরিবর্তন সাধিত হয়
ii. সংসদীয় সরকার ব্যবস্থা প্রবর্তিত হয়
iii. সামরিক বাহিনীর মধ্যে বেশ কিছু অভ্যুত্থান হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)

২৯. বাংলাদেশের সংবিধান সংরক্ষণ করা হয়েছে -
i. মালিকানা নীতি
ii. সর্বজনীন ভোটাধিকার
iii. মৌলিক অধিকার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৩০. ৭ মার্চের ভাষণ থেকে বাঙালিরা পায় -
i. সান্ত্বনা ও সহনশীল হওয়ার উপদেশ
ii. ঐক্যবদ্ধ হওয়ার প্রেরণা
iii. মুক্তিযুদ্ধের নির্দেশনা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

৩১. রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পর কে বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন?
Ο ক) বিচারপতি আবদুস সাত্তার
Ο খ) বিচারপতি এ এস এম সায়েম
Ο গ) জেনারেল এরশাদ
Ο ঘ) মেজর মঞ্জুর
সঠিক উত্তর: (ক)

৩২. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুক্ত ছিলেন -
i. ১৯৬৬-এর ছয় দফার সাথে
ii. ১৯৬৯-এর গণঅভ্যুত্থানের সাথে
iii. ১৯৭০-এর নির্বাচনের সাথে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৩৩. বঙ্গবন্ধুর সরকারের পররাষ্ট্রনীতি ক্ষেত্রে সাফল্য হলো -
i. মুক্তিযুদ্ধে ক্ষতিগ্রস্ত পরিবারদের সাহায্য দান
ii. ১৪০টি দেশের স্বীকৃতি আদায়
iii. পররাষ্ট্র নীতি নির্ধারণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

৩৪. ইয়াহিয়া খান ঢাকা আসেন কেন?
Ο ক) বঙ্গবন্ধুর সাথে আলোচনা করতে
Ο খ) ক্ষমতা হস্তান্তর করতে
Ο গ) বঙ্গবন্ধুকে নিয়ে যেতে
Ο ঘ) অধিবেশনে যোগদান করতে
সঠিক উত্তর: (ক)

৩৫. স্বাধীন বাংলা বেতার কেন্দ্র চালু করেছিলেন কারা?
Ο ক) ঢাকা বেতারের কর্মীরা
Ο খ) রাজশাহী বেতারের কর্মীরা
Ο গ) চট্টগ্রাম বেতারের কর্মীরা
Ο ঘ) খুলনা বেতারের কর্মীরা
সঠিক উত্তর: (গ)

৩৬. মোজাম্বিকের সামরিক বাহিনীর অধস্তন অফিসাররা অভ্যুত্থান ঘটিয়ে সেনাপ্রধানকে গৃহবন্দি করে। পরবর্তীতে অপর অভ্যুত্থানে সেনাপ্রধান মুক্ত হন। মোজাম্বিকের সেনাপ্রধানের সাথে কার সাদৃশ্য লক্ষ করা যায়?
Ο ক) জেনারেল এরশাদের
Ο খ) জেনারেল জিয়াউর রহমানের
Ο গ) জেনারেল শফিউল্লাহর
Ο ঘ) জেনারেল মঈন উ আহমেদের
সঠিক উত্তর: (খ)

৩৭. কোন শহরে ইয়াহিয়া খান আহূত জাতীয় পরিষদের অধিবেশন হওয়ার কথা ছিল?
Ο ক) ইসলামাবাদে
Ο খ) করাচিতে
Ο গ) ঢাকায়
Ο ঘ) লাহোরে
সঠিক উত্তর: (গ)

৩৮. মুক্তিযুদ্ধের সময় রাজাকার, আল বদর, আল শামস বাহিনী লিপ্ত ছিল -
i. লুটতরাজ
ii. অগ্নিসংযোগ
iii. মানবতাবিরোধী কর্মকান্ডে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৩৯. বাংলাদেশের পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রধান লক্ষ্য কী?
Ο ক) শিল্পায়ন
Ο খ) ব্যবসা-বাণিজ্য করা
Ο গ) দারিদ্র্য বিমোচন
Ο ঘ) আমদানি বৃদ্ধিকরণ
সঠিক উত্তর: (গ)

৪০. বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্ব জনমত সৃষ্টিতে কোন বিদেশি সংগীত শিল্পী ভূমিকা রেখেছিলেন?
Ο ক) জেমস ব্রাউন
Ο খ) জর্জ হ্যারিসন
Ο গ) আলবার্ট কিং
Ο ঘ) মাইকেল জ্যাকসন
সঠিক উত্তর: (খ)

৪১. কততম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল?
Ο ক) ১ম
Ο খ) ২য়
Ο গ) ৩য়
Ο ঘ) ৪র্থ
সঠিক উত্তর: (ঘ)

৪২. মুক্তিযুদ্ধের প্রতিটি সেক্টরেই ছিল -
i. সেনা
ii. গেরিলা
iii. সাধারণ যোদ্ধা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৪৩. লিবিয়ার বর্তমান সরকার একটি নির্দেশ জারি করেছে যে, লিবিয়াতে যে গণহত্যা হয়েছে সেগুলোর বিচার করা যাবে না। এ নির্দেশ বাংলাদেশের কোন অধ্যাদেশের সাথে সাদৃশ্যপূর্ণ?
Ο ক) মোবাইল কোর্ট অধ্যাদেশ
Ο খ) ইনডেমনিটি অধ্যাদেশ
Ο গ) সন্ত্রাসবিরোধী অধ্যাদেশ
Ο ঘ) বার কাউন্সিল অধ্যাদেশ
সঠিক উত্তর: (খ)

৪৪. ১৯৭১ সালে যুদ্ধের সময় কাদেরিয়া বাহিনী ছিল -
i. ২ সেক্টরের অধীনে
ii. কে ফোর্সের অধীনে
iii. স্থানীয় স্বতন্ত্র বাহিনী
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)

৪৫. মুক্তিযুদ্ধে নারীরা অসমান্য অবদান রাখে -
i. অস্ত্রচালনা ও গেরিলা যুদ্ধের প্রশিক্ষণ গ্রহণ করে
ii. যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সেবা-শুশ্রূষা করে
iii. মুক্তিযোদ্ধাদের আশ্রয়দান ও সেবা-শুশ্রূষা করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৪৬. বিএনপি ১৯৭৯ সালের ১৮ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে কতটি আসন লাভ করে?
Ο ক) ১৮০টি
Ο খ) ১৯৭টি
Ο গ) ২০৭টি
Ο ঘ) ২২০টি
সঠিক উত্তর: (গ)

৪৭. ছয় দফা দাবি কে উত্থাপন করেন?
Ο ক) মওলানা ভাসানী
Ο খ) শামসুল হক
Ο গ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
Ο ঘ) এ কে ফজলুল হক
সঠিক উত্তর: (গ)

৪৮. বঙ্গবন্ধু দেশের উন্নয়নে কী শুরু করেছিলেন?
Ο ক) দ্বিতীয় বিপ্লব
Ο খ) ভিশন-২০০০
Ο গ) ভিশন বাংলাদেশ
Ο ঘ) বাংলাদেশ-৭১
সঠিক উত্তর: (ক)

৪৯. যুগোশ্লাভিয়া, পোল্যান্ড, হাঙ্গেরি, বুলগেরিয়া বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় কোন আদর্শের ভিত্তিতে পরিচালিত হতো?
Ο ক) ধনতান্ত্রিক
Ο খ) সমাজতান্ত্রিক
Ο গ) রাজতান্ত্রিক
Ο ঘ) গণতান্ত্রিক
সঠিক উত্তর: (খ)

৫০. মুক্তিযুদ্ধের এক পর্যায়ে মুজিববাহিনী গঠিত হয়েছিল -
i. সাধারণ জনগণ নিয়ে
ii. ছাত্রছাত্রীদের নিয়ে
iii. পেশাজীবীদের নিয়ে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd

বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post