ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি হিসাববিজ্ঞান অধ্যায় - ৮: নগদান বই (১) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১. জামানের নিকট ৪,০০০ টাকা পাওনার পূর্ণ নিষ্পত্তিতে ৩,৮০০ টাকা প্রাপ্তি। নগদ প্রাপ্তি জাবেদায় দেনাদার কীভাবে লিপিবদ্ধ করতে হবে?
Ο ক) দেনাদার ক্রেডিট ৪,০০০ টাকা
Ο খ) দেনাদার ডেবিট ৩,৮০০ টাকা
Ο গ) দেনাদার ক্রেডিট ৩,৮০০ টাকা
Ο ঘ) দেনাদার ডেবিট ৪,০০০ টাকা
সঠিক উত্তর: (ক)
২. জনাব আনিছ ৫% বাট্টা পেয়ে ৩০,০০০ টাকার চকলেট ক্রয় করেন যার ৬০% বাকিতে। দুইঘরা নগদান বইয়ে কী হবে?
Ο ক) ক্রেডিট দিকে, নগদের ঘরে ১২,০০০ টাকা
Ο খ) ক্রেডিট দিকে, নগদের ঘরে ১১,৪০০ টাকা
Ο গ) ডেবিট দিকে, নগদের ঘরে ১১,৪০০ টাকা
Ο ঘ) ব্যাংক ও নগদের ঘরে ক্রেডিটে ৩০,০০০ টাকা
সঠিক উত্তর: (খ)
৩. নগদান বইয়ের ব্যালেন্সের সাথে হাতে নগদ তহবিল মেলানোর ফলে -
Ο ক) কারবারের জমা-খরচের পরিমাণ জানা যায়
Ο খ) তহবিল তছরূপ ও ভুলভ্রান্তি সহজে ধরা পড়ে
Ο গ) নগদ তহবিলের পরিমাণ বৃদ্ধি পায়
Ο ঘ) ক্যাশ বাক্সে নগদ অর্থ রাখতে হয় না
সঠিক উত্তর: (খ)
৪. কাশেম ইস্পাত কোম্পানি নগদ ১০ লক্ষ এবং ৩০ লক্ষ টাকার কাঁচামাল নিয়ে ব্যবসায় আরম্ভ করে। ব্যাংকে জমা রাখে ৫ লক্ষ টাকা। প্রতিষ্ঠানটি ৫% নগদ বাট্টায় ইস্পাত বিক্রি করে। উক্ত প্রতিষ্ঠানের জন্য কোন ধরনের নগদান বই উপযুক্ত?
Ο ক) একঘরা
Ο খ) দুইঘরা
Ο গ) তিনঘরা
Ο ঘ) খুচরা নগদান
সঠিক উত্তর: (গ)
৫. ১০% কারবারি বাট্টায় ১০,০০০ টাকার পণ্য ক্রয় করে ৪০% চেকে ও ৫০% নগদে পরিশোধ করা হলো। নগদান বহিতে ব্যাংক কলামে ও বাট্টার কলামে কত টাকা লিখতে হবে?
Ο ক) ব্যাংক কলামে ৩,৬০০ টাকা ও বাট্টা কলামে ১,০০০ টাকা
Ο খ) ব্যাংক কলামে ৪,০০০ টাকা ও বাট্টা কলামে ১,০০০ টাকা
Ο গ) শুধু ব্যাংক কলামে ৩,৬০০ টাকা
Ο ঘ) ব্যাংক কলামে ৩,৬০০ টাকা এবং বাট্টা কলামে ৪০০ টাকা
সঠিক উত্তর: (গ)
৬. কোনো কোনো প্রতিষ্ঠানে নগদান বইকে কী বলা হয়?
Ο ক) লেনদেন বই
Ο খ) দৈনিক ক্রয়ের বই
Ο গ) দৈনিক বিক্রয় বই
Ο ঘ) জমা-খরচ বই
সঠিক উত্তর: (ঘ)
৭. নগদান বইতে প্রতিটি দাখিলার জন্য ব্যাখ্যা দেয়া হয়। এ ব্যাখ্যা দেওয়া বৈশিষ্ট্যটির সাথে নিচের কোন বইটির অন্তমিল ফুটে ওঠে?
Ο ক) জাবেদা
Ο খ) খতিয়ান
Ο গ) রেওয়ামিল
Ο ঘ) চূড়ান্ত হিসাব
সঠিক উত্তর: (ক)
৮. ব্যাংক হতে উত্তোলন ২০,০০০ টাকা। নগদান বইতে কোন হিসাবকে ডেবিট দিকে লিখতে হবে?
Ο ক) ব্যাংক হিসাব
Ο খ) নগদান হিসাব
Ο গ) উত্তোলন হিসাব
Ο ঘ) মূলধন হিসাব
সঠিক উত্তর: (ক)
৯. নগদ ও ব্যাংক সম্পর্কীয় কতিপয় দাখিলা ডেবিট দিকে ক্যাশ কলামে লিপিবদ্ধ করা হলে ক্রেডিট দিকে ব্যাংক কলামে লিপিবদ্ধ করতে হয়। এ জাতীয় দাখিলাকে কী বলা হয়?
Ο ক) বিপরীত দাখিলা
Ο খ) একতরফা দাখিলা
Ο গ) দুতরফা দাখিলা
Ο ঘ) সমন্বয় দাখিলা
সঠিক উত্তর: (ক)
১০. পাওনাদারকে পরিশোধ করা হলে নগদ প্রদান জাবেদায় কী লিখা হয়?
Ο ক) সম্পত্তির নাম
Ο খ) পাওনাদারের নাম
Ο গ) দেনাদারের নাম
Ο ঘ) সংশ্লিষ্ট হিসাব খাত
সঠিক উত্তর: (খ)
১১. নগদান বই প্রস্তুত করা হয় ব্যবসায়ের -
i. আয়তন অনুযায়ী
ii. আওতা অনুযায়ী
iii. প্রকৃতি অনুযায়ী
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১২. তিনঘরা নগদান বই প্রস্তুতের উদ্দেশ্য হলো -
i. প্রদত্ত ও প্রাপ্ত বাট্টার পরিমাণ জানা
ii. কত টাকা বাট্টা প্রদান করা হয়েছে শুধুমাত্র সেটা জানা
iii. নগদ ও ব্যাংক জমার পরিমাণ জানা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১৩. কন্ট্রা এন্ট্রির জন্য খ.পৃ. কলামে লিখতে হয় - i. 'C' ii. ‘সি’ iii. ‘ক’ নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৪. ব্যবসায়ের আয়তন ও নিরাপত্তা বিবেচনা করে নগদ অর্থের আদান-প্রদানে সহায়ক ভূমিকা পালন করে কে?
Ο ক) মালিক
Ο খ) পাওনাদার
Ο গ) হিসাবরক্ষক
Ο ঘ) ব্যাংক
সঠিক উত্তর: (ঘ)
১৫. লেনদেন দ্বারা নগদ অর্থ প্রদন করা হলে কোথায় লিপিবদ্ধ করা হয়?
Ο ক) নগদ প্রাপ্তি জাবেদায়
Ο খ) প্রকৃত জাবেদায়
Ο গ) সমন্বয় জাবেদায়
Ο ঘ) নগদ প্রদান জাবেদায়
সঠিক উত্তর: (ঘ)
১৬. উপভাড়াটিয়ার নিকট হতে প্রাপ্তি ২,০০০ টাকা। নগদান বইতে ডেবিট দিকে কোন হিসাব লিখা হবে?
Ο ক) ডেবিট দিকে নগদ কলাম
Ο খ) উপভাড়া হিসাব
Ο গ) ভাড়া হিসাব
Ο ঘ) ভাড়াটিয়া হিসাব
সঠিক উত্তর: (খ)
১৭. দেনাদার থেকে টাকা প্রাপ্তির সময় কিছু টাকা ছাড় দিলে তাকে কী বলে?
Ο ক) কারবারি বাট্টা
Ο খ) ব্যাংক বাট্টা
Ο গ) প্রাপ্ত বাট্টা
Ο ঘ) প্রদত্ত বাট্টা
সঠিক উত্তর: (ঘ)
১৮. কোনটি সর্বদা Debit Balance প্রকাশ করে?
Ο ক) একঘরা নগদান বইয়ে
Ο খ) দুইঘরা নগদান বইয়ে
Ο গ) তিনঘরা নগদান বইয়ে
Ο ঘ) খুচরা নগদান বইয়ে
সঠিক উত্তর: (ঘ)
১৯. নগদান বই হলো -
i. সামগ্রিক লেনদেনের বই
ii. প্রাথমিক হিসাবের বই
iii. জাবেদা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
২০. জাবেদা ও নগদান বইয়ের ছকে নিচের কোন মিলটি পাওয়া যায়?
Ο ক) রসিদ নং
Ο খ) ভাউচার নং
Ο গ) চালান নং
Ο ঘ) খতিয়ান পৃষ্ঠা নং
সঠিক উত্তর: (ঘ)
২১. বিপরীত দাখিলা দ্বারা প্রভাবিত হয় -
i. মূলধন হিসাব
ii. নগদান হিসাব
iii. ব্যাংক হিসাব
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২২. মালিকের নিজ প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন একঘরা নগদান বইয়ের কোন দিকে লেখা হয়?
Ο ক) ডেবিট দিকে
Ο খ) ক্রেডিট দিকে
Ο গ) উভয় দিকে
Ο ঘ) ক্রেডিট দিকে ব্যাংক কলামে
সঠিক উত্তর: (গ)
২৩. বিপরীত দাখিলার সময় ‘সি’ কোন ঘরে লিখতে হবে?
Ο ক) রসিদ নং
Ο খ) ভাউচার নং
Ο গ) খতিয়ান পৃষ.
Ο ঘ) ব্যাংক টাকা
সঠিক উত্তর: (গ)
২৪. নগদ ও ব্যাংক সংক্রান্ত সকল লেনদেন প্রাথমিকভাবে লেখা হয় কোন বইয়ে?
Ο ক) নগদান বইয়ে
Ο খ) জাবেদা বইয়ে
Ο গ) খতিয়ান বইয়ে
Ο ঘ) পাস বইয়ে
সঠিক উত্তর: (ক)
২৫. ব্যাংকে জমাকৃত অর্থের পরিমাণ বৃদ্ধি পেলে দুইঘরা নগদান বইতে কীভাবে লিপিবদ্ধ হবে?
Ο ক) ডেবিট দিকে নগদ কলামে
Ο খ) ডেবিট দিকে ব্যাংক কলামে
Ο গ) ক্রেডিট দিকে নগদ কলামে
Ο ঘ) ক্রেডিট দিকে ব্যাংক কলামে
সঠিক উত্তর: (খ)
২৬. নগদান বইয়ের ব্যাংক কলামের ক্রেডিট জের কী নির্দেশ করে?
Ο ক) ব্যাংক জমার উদ্বৃত্ত
Ο খ) হাতে নগদ টাকা
Ο গ) ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন
Ο ঘ) ব্যাংকে জমা টাকা
সঠিক উত্তর: (গ)
২৭. বাট্টা প্রদান করে কে?
Ο ক) ক্রেতা
Ο খ) বিক্রেতা
Ο গ) মালিক
Ο ঘ) ক্রেতা ও বিক্রেতা
সঠিক উত্তর: (খ)
২৮. আজাদ প্রোডাক্টস - এর নগদান বইতে নগদ উদ্বৃত্ত ৫,০০০ টাকা এবং ব্যাংক জমার উদ্বৃত্ত ৩,০০,০০০ টাকা। এটির দ্বারা আজাদ প্রোডাক্টস - এর নগদান বইয়ের কোন অবস্থা নির্দেশ করা হয়?
Ο ক) আর্থিক অবস্থা সন্তোষজনক নয়
Ο খ) দায় অত্যধিক
Ο গ) হিসাবে ভুল নেই
Ο ঘ) ব্যাংক হতে অতিরিক্ত উত্তোলন করা হয়েছে
সঠিক উত্তর: (গ)
২৯. দুইঘরা নগদান বইতে তিনঘরা নগদান বই অপেক্ষা কয়টি ঘর কম থাকে?
Ο ক) পাঁচটি
Ο খ) তিনটি
Ο গ) দুইটি
Ο ঘ) একটি
সঠিক উত্তর: (গ)
৩০. মি. বাদশা ‘বই বিপণী’ - এর মালিক। তিনি বিই বিক্রি করে নগদ ৩,০০০ টাকা ও দাগকাটা চেকে ২,৫০০ টাকা পান। তাছাড়া বাকীতে বিক্রি করেছেন ১,০০০ টাকার বই। দুইঘরা নগদান বইতে মি. বাদশা কীভাবে উপরের লেনদেন লিপিবদ্ধ করবেন?
Ο ক) ডেবিট দিকে নগদ ঘরে ৩,০০০ টাকা ও ব্যাংক ঘরে ২,৫০০ টাকা
Ο খ) ডেবিট দিকে নগদ ঘরে ৫,৫০০ টাকা
Ο গ) ক্রেডিট দিকে নগদ ঘরে ৩,০০০ টাকা ও ব্যাংক ঘরে ২,৫০০ টাকা
Ο ঘ) ডেবিট দিকে নগদ কলামে ৪,০০০ টাকা ও ব্যাংক কলামে ২,৫০০ টাকা
সঠিক উত্তর: (ক)
৩১. নগদ অর্থের মানদন্ডের ভিত্তিতে লেনদেনকে আমরা কয়টি ভাগে ভাগ করতে পারি?
Ο ক) দুই ভাগে
Ο খ) তিন ভাগে
Ο গ) চার ভাগে
Ο ঘ) পাঁচ ভাগে
সঠিক উত্তর: (ক)
৩২. বাট্টা প্রাপ্তি ও বাট্টা মঞ্জুর কোথায় লিপিবদ্ধ হবে?
Ο ক) প্রকৃত জাবেদায়
Ο খ) খুচরা নগদানে
Ο গ) দুইঘরা নগদানে
Ο ঘ) একঘরা নগদানে
সঠিক উত্তর: (ক)
৩৩. জনাব হাসনাতের ২০১২ সালের জুলাই মাসের নগদ প্রদত্ত লেনদেন নিম্নরূপ: নগদে পণ্য ক্রয় ৭,০০০ টাকা, রমজানকে প্রদান ৫,৭০০ টাকা এবং বাট্টা পেল ২০০ টাকা, আসবাবপত্র ক্রয় ৩,০০০ টাকা। জনাব হাসনাতের নগদ প্রদান জাবেদায় নগদ উদ্বৃত্ত কত হবে?
Ο ক) ১৫৪০০ টাকা
Ο খ) ১৫,৭০০ টাকা
Ο গ) ১৬,০০০ টাকা
Ο ঘ) ১৬,৭০০ টাকা
সঠিক উত্তর: (খ)
৩৪. ব্যাংক কর্তৃক ব্যবসায়ের পাস বইয়ের উদ্বৃত্ত নির্ণয়ে ভুল হলে তা নিরীক্ষণে কোনটি প্রয়োজন?
Ο ক) নগদান বইয়ের ব্যাংক উদ্বৃত্ত
Ο খ) নগদ প্রদান বইয়ের যোগফল
Ο গ) নগদ প্রাপ্তি বইয়ের যোগফল
Ο ঘ) নগদান হিসাবের যোগফল
সঠিক উত্তর: (ক)
৩৫. যে ব্যক্তি বা প্রতিষ্ঠান ব্যাংক হিসাব খোলে তাকে কী বলা হয়?
Ο ক) পাওনাদার
Ο খ) দেনাদার
Ο গ) আমানতকারী
Ο ঘ) শেয়ার মালিক
সঠিক উত্তর: (গ)
৩৬. নগদ অর্থ ব্যাংকে জমা দিলে নগদান বইতে কীভাবে লিপিবদ্ধ হবে?
Ο ক) ডেবিট দিকে নগদ কলাম
Ο খ) ক্রেডিট দিকে ব্যাংক কলাম
Ο গ) ডেবিট দিকে ব্যাংক কলাম ও ক্রেডিট দিকে নগদ কলাম
Ο ঘ) ডেবিট দিকে নগদ কলাম ও ক্রেডিট দিকে ব্যাংক কলাম
সঠিক উত্তর: (গ)
৩৭. নগদ প্রাপ্তি জাবেদায় দেনাদারকে কীভাবে লিখা হয়?
Ο ক) ডেবিট করা হয়
Ο খ) ক্রেডিট করা হয়
Ο গ) বৃদ্ধি করা হয়
Ο ঘ) বাদ দেওয়া হয়
সঠিক উত্তর: (খ)
৩৮. বিপরীত দাখিলার ক্ষেত্রে লেখা হয় -
Ο ক) এ
Ο খ) বি
Ο গ) সি
Ο ঘ) ডি
সঠিক উত্তর: (গ)
৩৯. ‘ব্যাংক সার্ভিস চার্জ ধার্য করলো’, ফলে দুইঘরা নগদান বই - এর কী পরিবর্তন হবে?
Ο ক) নগদান হিসাব হ্রাস পাবে
Ο খ) ব্যাংক হিসাব হ্রাস পাবে
Ο গ) ব্যাংক হিসাব বৃদ্ধি পাবে
Ο ঘ) কোন প্রভাব পড়বে না
সঠিক উত্তর: (খ)
৪০. ব্যালেন্স নির্ণয় করে নগদ তহবিল মিলিয়ে দেখা ক্যাশিয়ারের অপরিহার্য ----।
Ο ক) দায়িত্বহীনতা
Ο খ) দায়িত্ববোধ
Ο গ) দায়িত্ব
Ο ঘ) কর্তব্য
সঠিক উত্তর: (ঘ)
৪১. কোনটি ব্যবসায়ের চালিকা শক্তি?
Ο ক) মালিক
Ο খ) নগদ অর্থ
Ο গ) সম্পদ
Ο ঘ) জনশক্তি
সঠিক উত্তর: (খ)
৪২. জনাব রহমান ১০,০০০ টাকার পণ্য বিক্রয় করে চেক পেলেন তা গণ্য হবে -
i. দাগকাটা চেক
ii. বাহক চেক
iii. খোলা চেক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও iii
সঠিক উত্তর: (ক)
৪৩. তিনঘরা নগদান বইতে উভয় দিকের বাট্টা কলামের মোট যোগফল -
i. পৃথক পৃথক লিখা হয়
ii. মোট পার্থক্য নির্ণয় করা হয়
iii. পার্থক্য নির্ণয় করা হয় না
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৪৪. বাট্টা অর্থ কী?
Ο ক) মওকুফ
Ο খ) বাদ দেওয়া
Ο গ) অর্ধ মওকুফ
Ο ঘ) ধারে লেনদেন
সঠিক উত্তর: (ক)
৪৫. নগদ বাট্টার উদ্ভব হয় কখন?
Ο ক) নগদে প্রাপ্তি ঘটলে
Ο খ) নগদে দেনা-পাওনা পরিশোধ করলে
Ο গ) ধারে পণ্য ক্রয়-বিক্রয় করলে
Ο ঘ) নগদে পণ্য ক্রয়-বিক্রয় করলে
সঠিক উত্তর: (খ)
৪৬. অতিরিক্ত মূলধন আনয়ন ১০,০০০ টাকা। নগদান বইতে এটি কীভাবে হিসাবভুক্ত করা হবে?
Ο ক) নগদান বইয়ের ক্রেডিট দিকে ১০,০০০ টাকা
Ο খ) নগদান বইয়ের ডেবিট দিকে ব্যাংক কলামে ১০,০০০ টাকা
Ο গ) নগদান বইয়ের ডেবিট দিকে ১০,০০০ টাকা
Ο ঘ) নগদান বইতে উভয় দিকে ১০,০০০ টাকা
সঠিক উত্তর: (গ)
৪৭. নগদ টাকার পরিমাণ বাড়ানোর জন্য তুমি কোন ধরনের পদ্ধতি গ্রহণ করবে?
Ο ক) ব্যয় কমানো, বিক্রয় বাড়ানো ও দেনাদার বৃদ্ধি করা
Ο খ) বিক্রয় বৃদ্ধি, তহবিল তছরূপ হ্রাস ও পাওনাদার হ্রাস
Ο গ) বিক্রয় বৃদ্ধি, দেনাদার হ্রাস, তছরূপ, ও ব্যয় কমানো
Ο ঘ) জালিয়াতি ও তছরূপ হ্রাস এবং নগদ ক্রয় ও ধারে বিক্রয় বৃদ্ধি
সঠিক উত্তর: (গ)
৪৮. কোন কলামটি নগদ প্রাপ্তি জাবেদার ছকে থাকে না?
Ο ক) বাট্টা
Ο খ) চেক নম্বর
Ο গ) বিক্রয়
Ο ঘ) তারিখ
সঠিক উত্তর: (খ)
৪৯. নগদান বইতে অন্তর্ভুক্ত করা হয় -
i. নগদ প্রাপ্তি
ii. নগদ প্রদান
iii. সকল প্রকার লেনদেন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৫০. খতিয়ানের নগদান হিসাবের ক্রেডিট দিকে যে টাকা লিখা হয় তা কোথা থেকে আনা হয়?
Ο ক) নগদ প্রাপ্তি জাবেদা
Ο খ) নগদ প্রদান জাবেদা
Ο গ) রেওয়ামিল
Ο ঘ) পাওনাদার
সঠিক উত্তর: (খ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১. জামানের নিকট ৪,০০০ টাকা পাওনার পূর্ণ নিষ্পত্তিতে ৩,৮০০ টাকা প্রাপ্তি। নগদ প্রাপ্তি জাবেদায় দেনাদার কীভাবে লিপিবদ্ধ করতে হবে?
Ο ক) দেনাদার ক্রেডিট ৪,০০০ টাকা
Ο খ) দেনাদার ডেবিট ৩,৮০০ টাকা
Ο গ) দেনাদার ক্রেডিট ৩,৮০০ টাকা
Ο ঘ) দেনাদার ডেবিট ৪,০০০ টাকা
সঠিক উত্তর: (ক)
২. জনাব আনিছ ৫% বাট্টা পেয়ে ৩০,০০০ টাকার চকলেট ক্রয় করেন যার ৬০% বাকিতে। দুইঘরা নগদান বইয়ে কী হবে?
Ο ক) ক্রেডিট দিকে, নগদের ঘরে ১২,০০০ টাকা
Ο খ) ক্রেডিট দিকে, নগদের ঘরে ১১,৪০০ টাকা
Ο গ) ডেবিট দিকে, নগদের ঘরে ১১,৪০০ টাকা
Ο ঘ) ব্যাংক ও নগদের ঘরে ক্রেডিটে ৩০,০০০ টাকা
সঠিক উত্তর: (খ)
৩. নগদান বইয়ের ব্যালেন্সের সাথে হাতে নগদ তহবিল মেলানোর ফলে -
Ο ক) কারবারের জমা-খরচের পরিমাণ জানা যায়
Ο খ) তহবিল তছরূপ ও ভুলভ্রান্তি সহজে ধরা পড়ে
Ο গ) নগদ তহবিলের পরিমাণ বৃদ্ধি পায়
Ο ঘ) ক্যাশ বাক্সে নগদ অর্থ রাখতে হয় না
সঠিক উত্তর: (খ)
৪. কাশেম ইস্পাত কোম্পানি নগদ ১০ লক্ষ এবং ৩০ লক্ষ টাকার কাঁচামাল নিয়ে ব্যবসায় আরম্ভ করে। ব্যাংকে জমা রাখে ৫ লক্ষ টাকা। প্রতিষ্ঠানটি ৫% নগদ বাট্টায় ইস্পাত বিক্রি করে। উক্ত প্রতিষ্ঠানের জন্য কোন ধরনের নগদান বই উপযুক্ত?
Ο ক) একঘরা
Ο খ) দুইঘরা
Ο গ) তিনঘরা
Ο ঘ) খুচরা নগদান
সঠিক উত্তর: (গ)
৫. ১০% কারবারি বাট্টায় ১০,০০০ টাকার পণ্য ক্রয় করে ৪০% চেকে ও ৫০% নগদে পরিশোধ করা হলো। নগদান বহিতে ব্যাংক কলামে ও বাট্টার কলামে কত টাকা লিখতে হবে?
Ο ক) ব্যাংক কলামে ৩,৬০০ টাকা ও বাট্টা কলামে ১,০০০ টাকা
Ο খ) ব্যাংক কলামে ৪,০০০ টাকা ও বাট্টা কলামে ১,০০০ টাকা
Ο গ) শুধু ব্যাংক কলামে ৩,৬০০ টাকা
Ο ঘ) ব্যাংক কলামে ৩,৬০০ টাকা এবং বাট্টা কলামে ৪০০ টাকা
সঠিক উত্তর: (গ)
৬. কোনো কোনো প্রতিষ্ঠানে নগদান বইকে কী বলা হয়?
Ο ক) লেনদেন বই
Ο খ) দৈনিক ক্রয়ের বই
Ο গ) দৈনিক বিক্রয় বই
Ο ঘ) জমা-খরচ বই
সঠিক উত্তর: (ঘ)
৭. নগদান বইতে প্রতিটি দাখিলার জন্য ব্যাখ্যা দেয়া হয়। এ ব্যাখ্যা দেওয়া বৈশিষ্ট্যটির সাথে নিচের কোন বইটির অন্তমিল ফুটে ওঠে?
Ο ক) জাবেদা
Ο খ) খতিয়ান
Ο গ) রেওয়ামিল
Ο ঘ) চূড়ান্ত হিসাব
সঠিক উত্তর: (ক)
৮. ব্যাংক হতে উত্তোলন ২০,০০০ টাকা। নগদান বইতে কোন হিসাবকে ডেবিট দিকে লিখতে হবে?
Ο ক) ব্যাংক হিসাব
Ο খ) নগদান হিসাব
Ο গ) উত্তোলন হিসাব
Ο ঘ) মূলধন হিসাব
সঠিক উত্তর: (ক)
৯. নগদ ও ব্যাংক সম্পর্কীয় কতিপয় দাখিলা ডেবিট দিকে ক্যাশ কলামে লিপিবদ্ধ করা হলে ক্রেডিট দিকে ব্যাংক কলামে লিপিবদ্ধ করতে হয়। এ জাতীয় দাখিলাকে কী বলা হয়?
Ο ক) বিপরীত দাখিলা
Ο খ) একতরফা দাখিলা
Ο গ) দুতরফা দাখিলা
Ο ঘ) সমন্বয় দাখিলা
সঠিক উত্তর: (ক)
১০. পাওনাদারকে পরিশোধ করা হলে নগদ প্রদান জাবেদায় কী লিখা হয়?
Ο ক) সম্পত্তির নাম
Ο খ) পাওনাদারের নাম
Ο গ) দেনাদারের নাম
Ο ঘ) সংশ্লিষ্ট হিসাব খাত
সঠিক উত্তর: (খ)
১১. নগদান বই প্রস্তুত করা হয় ব্যবসায়ের -
i. আয়তন অনুযায়ী
ii. আওতা অনুযায়ী
iii. প্রকৃতি অনুযায়ী
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১২. তিনঘরা নগদান বই প্রস্তুতের উদ্দেশ্য হলো -
i. প্রদত্ত ও প্রাপ্ত বাট্টার পরিমাণ জানা
ii. কত টাকা বাট্টা প্রদান করা হয়েছে শুধুমাত্র সেটা জানা
iii. নগদ ও ব্যাংক জমার পরিমাণ জানা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১৩. কন্ট্রা এন্ট্রির জন্য খ.পৃ. কলামে লিখতে হয় - i. 'C' ii. ‘সি’ iii. ‘ক’ নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৪. ব্যবসায়ের আয়তন ও নিরাপত্তা বিবেচনা করে নগদ অর্থের আদান-প্রদানে সহায়ক ভূমিকা পালন করে কে?
Ο ক) মালিক
Ο খ) পাওনাদার
Ο গ) হিসাবরক্ষক
Ο ঘ) ব্যাংক
সঠিক উত্তর: (ঘ)
১৫. লেনদেন দ্বারা নগদ অর্থ প্রদন করা হলে কোথায় লিপিবদ্ধ করা হয়?
Ο ক) নগদ প্রাপ্তি জাবেদায়
Ο খ) প্রকৃত জাবেদায়
Ο গ) সমন্বয় জাবেদায়
Ο ঘ) নগদ প্রদান জাবেদায়
সঠিক উত্তর: (ঘ)
১৬. উপভাড়াটিয়ার নিকট হতে প্রাপ্তি ২,০০০ টাকা। নগদান বইতে ডেবিট দিকে কোন হিসাব লিখা হবে?
Ο ক) ডেবিট দিকে নগদ কলাম
Ο খ) উপভাড়া হিসাব
Ο গ) ভাড়া হিসাব
Ο ঘ) ভাড়াটিয়া হিসাব
সঠিক উত্তর: (খ)
১৭. দেনাদার থেকে টাকা প্রাপ্তির সময় কিছু টাকা ছাড় দিলে তাকে কী বলে?
Ο ক) কারবারি বাট্টা
Ο খ) ব্যাংক বাট্টা
Ο গ) প্রাপ্ত বাট্টা
Ο ঘ) প্রদত্ত বাট্টা
সঠিক উত্তর: (ঘ)
১৮. কোনটি সর্বদা Debit Balance প্রকাশ করে?
Ο ক) একঘরা নগদান বইয়ে
Ο খ) দুইঘরা নগদান বইয়ে
Ο গ) তিনঘরা নগদান বইয়ে
Ο ঘ) খুচরা নগদান বইয়ে
সঠিক উত্তর: (ঘ)
১৯. নগদান বই হলো -
i. সামগ্রিক লেনদেনের বই
ii. প্রাথমিক হিসাবের বই
iii. জাবেদা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
২০. জাবেদা ও নগদান বইয়ের ছকে নিচের কোন মিলটি পাওয়া যায়?
Ο ক) রসিদ নং
Ο খ) ভাউচার নং
Ο গ) চালান নং
Ο ঘ) খতিয়ান পৃষ্ঠা নং
সঠিক উত্তর: (ঘ)
২১. বিপরীত দাখিলা দ্বারা প্রভাবিত হয় -
i. মূলধন হিসাব
ii. নগদান হিসাব
iii. ব্যাংক হিসাব
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২২. মালিকের নিজ প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন একঘরা নগদান বইয়ের কোন দিকে লেখা হয়?
Ο ক) ডেবিট দিকে
Ο খ) ক্রেডিট দিকে
Ο গ) উভয় দিকে
Ο ঘ) ক্রেডিট দিকে ব্যাংক কলামে
সঠিক উত্তর: (গ)
২৩. বিপরীত দাখিলার সময় ‘সি’ কোন ঘরে লিখতে হবে?
Ο ক) রসিদ নং
Ο খ) ভাউচার নং
Ο গ) খতিয়ান পৃষ.
Ο ঘ) ব্যাংক টাকা
সঠিক উত্তর: (গ)
২৪. নগদ ও ব্যাংক সংক্রান্ত সকল লেনদেন প্রাথমিকভাবে লেখা হয় কোন বইয়ে?
Ο ক) নগদান বইয়ে
Ο খ) জাবেদা বইয়ে
Ο গ) খতিয়ান বইয়ে
Ο ঘ) পাস বইয়ে
সঠিক উত্তর: (ক)
২৫. ব্যাংকে জমাকৃত অর্থের পরিমাণ বৃদ্ধি পেলে দুইঘরা নগদান বইতে কীভাবে লিপিবদ্ধ হবে?
Ο ক) ডেবিট দিকে নগদ কলামে
Ο খ) ডেবিট দিকে ব্যাংক কলামে
Ο গ) ক্রেডিট দিকে নগদ কলামে
Ο ঘ) ক্রেডিট দিকে ব্যাংক কলামে
সঠিক উত্তর: (খ)
২৬. নগদান বইয়ের ব্যাংক কলামের ক্রেডিট জের কী নির্দেশ করে?
Ο ক) ব্যাংক জমার উদ্বৃত্ত
Ο খ) হাতে নগদ টাকা
Ο গ) ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন
Ο ঘ) ব্যাংকে জমা টাকা
সঠিক উত্তর: (গ)
২৭. বাট্টা প্রদান করে কে?
Ο ক) ক্রেতা
Ο খ) বিক্রেতা
Ο গ) মালিক
Ο ঘ) ক্রেতা ও বিক্রেতা
সঠিক উত্তর: (খ)
২৮. আজাদ প্রোডাক্টস - এর নগদান বইতে নগদ উদ্বৃত্ত ৫,০০০ টাকা এবং ব্যাংক জমার উদ্বৃত্ত ৩,০০,০০০ টাকা। এটির দ্বারা আজাদ প্রোডাক্টস - এর নগদান বইয়ের কোন অবস্থা নির্দেশ করা হয়?
Ο ক) আর্থিক অবস্থা সন্তোষজনক নয়
Ο খ) দায় অত্যধিক
Ο গ) হিসাবে ভুল নেই
Ο ঘ) ব্যাংক হতে অতিরিক্ত উত্তোলন করা হয়েছে
সঠিক উত্তর: (গ)
২৯. দুইঘরা নগদান বইতে তিনঘরা নগদান বই অপেক্ষা কয়টি ঘর কম থাকে?
Ο ক) পাঁচটি
Ο খ) তিনটি
Ο গ) দুইটি
Ο ঘ) একটি
সঠিক উত্তর: (গ)
৩০. মি. বাদশা ‘বই বিপণী’ - এর মালিক। তিনি বিই বিক্রি করে নগদ ৩,০০০ টাকা ও দাগকাটা চেকে ২,৫০০ টাকা পান। তাছাড়া বাকীতে বিক্রি করেছেন ১,০০০ টাকার বই। দুইঘরা নগদান বইতে মি. বাদশা কীভাবে উপরের লেনদেন লিপিবদ্ধ করবেন?
Ο ক) ডেবিট দিকে নগদ ঘরে ৩,০০০ টাকা ও ব্যাংক ঘরে ২,৫০০ টাকা
Ο খ) ডেবিট দিকে নগদ ঘরে ৫,৫০০ টাকা
Ο গ) ক্রেডিট দিকে নগদ ঘরে ৩,০০০ টাকা ও ব্যাংক ঘরে ২,৫০০ টাকা
Ο ঘ) ডেবিট দিকে নগদ কলামে ৪,০০০ টাকা ও ব্যাংক কলামে ২,৫০০ টাকা
সঠিক উত্তর: (ক)
৩১. নগদ অর্থের মানদন্ডের ভিত্তিতে লেনদেনকে আমরা কয়টি ভাগে ভাগ করতে পারি?
Ο ক) দুই ভাগে
Ο খ) তিন ভাগে
Ο গ) চার ভাগে
Ο ঘ) পাঁচ ভাগে
সঠিক উত্তর: (ক)
৩২. বাট্টা প্রাপ্তি ও বাট্টা মঞ্জুর কোথায় লিপিবদ্ধ হবে?
Ο ক) প্রকৃত জাবেদায়
Ο খ) খুচরা নগদানে
Ο গ) দুইঘরা নগদানে
Ο ঘ) একঘরা নগদানে
সঠিক উত্তর: (ক)
৩৩. জনাব হাসনাতের ২০১২ সালের জুলাই মাসের নগদ প্রদত্ত লেনদেন নিম্নরূপ: নগদে পণ্য ক্রয় ৭,০০০ টাকা, রমজানকে প্রদান ৫,৭০০ টাকা এবং বাট্টা পেল ২০০ টাকা, আসবাবপত্র ক্রয় ৩,০০০ টাকা। জনাব হাসনাতের নগদ প্রদান জাবেদায় নগদ উদ্বৃত্ত কত হবে?
Ο ক) ১৫৪০০ টাকা
Ο খ) ১৫,৭০০ টাকা
Ο গ) ১৬,০০০ টাকা
Ο ঘ) ১৬,৭০০ টাকা
সঠিক উত্তর: (খ)
৩৪. ব্যাংক কর্তৃক ব্যবসায়ের পাস বইয়ের উদ্বৃত্ত নির্ণয়ে ভুল হলে তা নিরীক্ষণে কোনটি প্রয়োজন?
Ο ক) নগদান বইয়ের ব্যাংক উদ্বৃত্ত
Ο খ) নগদ প্রদান বইয়ের যোগফল
Ο গ) নগদ প্রাপ্তি বইয়ের যোগফল
Ο ঘ) নগদান হিসাবের যোগফল
সঠিক উত্তর: (ক)
৩৫. যে ব্যক্তি বা প্রতিষ্ঠান ব্যাংক হিসাব খোলে তাকে কী বলা হয়?
Ο ক) পাওনাদার
Ο খ) দেনাদার
Ο গ) আমানতকারী
Ο ঘ) শেয়ার মালিক
সঠিক উত্তর: (গ)
৩৬. নগদ অর্থ ব্যাংকে জমা দিলে নগদান বইতে কীভাবে লিপিবদ্ধ হবে?
Ο ক) ডেবিট দিকে নগদ কলাম
Ο খ) ক্রেডিট দিকে ব্যাংক কলাম
Ο গ) ডেবিট দিকে ব্যাংক কলাম ও ক্রেডিট দিকে নগদ কলাম
Ο ঘ) ডেবিট দিকে নগদ কলাম ও ক্রেডিট দিকে ব্যাংক কলাম
সঠিক উত্তর: (গ)
৩৭. নগদ প্রাপ্তি জাবেদায় দেনাদারকে কীভাবে লিখা হয়?
Ο ক) ডেবিট করা হয়
Ο খ) ক্রেডিট করা হয়
Ο গ) বৃদ্ধি করা হয়
Ο ঘ) বাদ দেওয়া হয়
সঠিক উত্তর: (খ)
৩৮. বিপরীত দাখিলার ক্ষেত্রে লেখা হয় -
Ο ক) এ
Ο খ) বি
Ο গ) সি
Ο ঘ) ডি
সঠিক উত্তর: (গ)
৩৯. ‘ব্যাংক সার্ভিস চার্জ ধার্য করলো’, ফলে দুইঘরা নগদান বই - এর কী পরিবর্তন হবে?
Ο ক) নগদান হিসাব হ্রাস পাবে
Ο খ) ব্যাংক হিসাব হ্রাস পাবে
Ο গ) ব্যাংক হিসাব বৃদ্ধি পাবে
Ο ঘ) কোন প্রভাব পড়বে না
সঠিক উত্তর: (খ)
৪০. ব্যালেন্স নির্ণয় করে নগদ তহবিল মিলিয়ে দেখা ক্যাশিয়ারের অপরিহার্য ----।
Ο ক) দায়িত্বহীনতা
Ο খ) দায়িত্ববোধ
Ο গ) দায়িত্ব
Ο ঘ) কর্তব্য
সঠিক উত্তর: (ঘ)
৪১. কোনটি ব্যবসায়ের চালিকা শক্তি?
Ο ক) মালিক
Ο খ) নগদ অর্থ
Ο গ) সম্পদ
Ο ঘ) জনশক্তি
সঠিক উত্তর: (খ)
৪২. জনাব রহমান ১০,০০০ টাকার পণ্য বিক্রয় করে চেক পেলেন তা গণ্য হবে -
i. দাগকাটা চেক
ii. বাহক চেক
iii. খোলা চেক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও iii
সঠিক উত্তর: (ক)
৪৩. তিনঘরা নগদান বইতে উভয় দিকের বাট্টা কলামের মোট যোগফল -
i. পৃথক পৃথক লিখা হয়
ii. মোট পার্থক্য নির্ণয় করা হয়
iii. পার্থক্য নির্ণয় করা হয় না
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৪৪. বাট্টা অর্থ কী?
Ο ক) মওকুফ
Ο খ) বাদ দেওয়া
Ο গ) অর্ধ মওকুফ
Ο ঘ) ধারে লেনদেন
সঠিক উত্তর: (ক)
৪৫. নগদ বাট্টার উদ্ভব হয় কখন?
Ο ক) নগদে প্রাপ্তি ঘটলে
Ο খ) নগদে দেনা-পাওনা পরিশোধ করলে
Ο গ) ধারে পণ্য ক্রয়-বিক্রয় করলে
Ο ঘ) নগদে পণ্য ক্রয়-বিক্রয় করলে
সঠিক উত্তর: (খ)
৪৬. অতিরিক্ত মূলধন আনয়ন ১০,০০০ টাকা। নগদান বইতে এটি কীভাবে হিসাবভুক্ত করা হবে?
Ο ক) নগদান বইয়ের ক্রেডিট দিকে ১০,০০০ টাকা
Ο খ) নগদান বইয়ের ডেবিট দিকে ব্যাংক কলামে ১০,০০০ টাকা
Ο গ) নগদান বইয়ের ডেবিট দিকে ১০,০০০ টাকা
Ο ঘ) নগদান বইতে উভয় দিকে ১০,০০০ টাকা
সঠিক উত্তর: (গ)
৪৭. নগদ টাকার পরিমাণ বাড়ানোর জন্য তুমি কোন ধরনের পদ্ধতি গ্রহণ করবে?
Ο ক) ব্যয় কমানো, বিক্রয় বাড়ানো ও দেনাদার বৃদ্ধি করা
Ο খ) বিক্রয় বৃদ্ধি, তহবিল তছরূপ হ্রাস ও পাওনাদার হ্রাস
Ο গ) বিক্রয় বৃদ্ধি, দেনাদার হ্রাস, তছরূপ, ও ব্যয় কমানো
Ο ঘ) জালিয়াতি ও তছরূপ হ্রাস এবং নগদ ক্রয় ও ধারে বিক্রয় বৃদ্ধি
সঠিক উত্তর: (গ)
৪৮. কোন কলামটি নগদ প্রাপ্তি জাবেদার ছকে থাকে না?
Ο ক) বাট্টা
Ο খ) চেক নম্বর
Ο গ) বিক্রয়
Ο ঘ) তারিখ
সঠিক উত্তর: (খ)
৪৯. নগদান বইতে অন্তর্ভুক্ত করা হয় -
i. নগদ প্রাপ্তি
ii. নগদ প্রদান
iii. সকল প্রকার লেনদেন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৫০. খতিয়ানের নগদান হিসাবের ক্রেডিট দিকে যে টাকা লিখা হয় তা কোথা থেকে আনা হয়?
Ο ক) নগদ প্রাপ্তি জাবেদা
Ο খ) নগদ প্রদান জাবেদা
Ο গ) রেওয়ামিল
Ο ঘ) পাওনাদার
সঠিক উত্তর: (খ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
SSC Accounting