এস.এস.সি হিসাববিজ্ঞান অধ্যায় - ৮: নগদান বই (১)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি হিসাববিজ্ঞান অধ্যায় - ৮: নগদান বই (১) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com
১. জামানের নিকট ৪,০০০ টাকা পাওনার পূর্ণ নিষ্পত্তিতে ৩,৮০০ টাকা প্রাপ্তি। নগদ প্রাপ্তি জাবেদায় দেনাদার কীভাবে লিপিবদ্ধ করতে হবে?
Ο ক) দেনাদার ক্রেডিট ৪,০০০ টাকা
Ο খ) দেনাদার ডেবিট ৩,৮০০ টাকা
Ο গ) দেনাদার ক্রেডিট ৩,৮০০ টাকা
Ο ঘ) দেনাদার ডেবিট ৪,০০০ টাকা
সঠিক উত্তর: (ক)

২. জনাব আনিছ ৫% বাট্টা পেয়ে ৩০,০০০ টাকার চকলেট ক্রয় করেন যার ৬০% বাকিতে। দুইঘরা নগদান বইয়ে কী হবে?
Ο ক) ক্রেডিট দিকে, নগদের ঘরে ১২,০০০ টাকা
Ο খ) ক্রেডিট দিকে, নগদের ঘরে ১১,৪০০ টাকা
Ο গ) ডেবিট দিকে, নগদের ঘরে ১১,৪০০ টাকা
Ο ঘ) ব্যাংক ও নগদের ঘরে ক্রেডিটে ৩০,০০০ টাকা
সঠিক উত্তর: (খ)

৩. নগদান বইয়ের ব্যালেন্সের সাথে হাতে নগদ তহবিল মেলানোর ফলে -
Ο ক) কারবারের জমা-খরচের পরিমাণ জানা যায়
Ο খ) তহবিল তছরূপ ও ভুলভ্রান্তি সহজে ধরা পড়ে
Ο গ) নগদ তহবিলের পরিমাণ বৃদ্ধি পায়
Ο ঘ) ক্যাশ বাক্সে নগদ অর্থ রাখতে হয় না
সঠিক উত্তর: (খ)

৪. কাশেম ইস্পাত কোম্পানি নগদ ১০ লক্ষ এবং ৩০ লক্ষ টাকার কাঁচামাল নিয়ে ব্যবসায় আরম্ভ করে। ব্যাংকে জমা রাখে ৫ লক্ষ টাকা। প্রতিষ্ঠানটি ৫% নগদ বাট্টায় ইস্পাত বিক্রি করে। উক্ত প্রতিষ্ঠানের জন্য কোন ধরনের নগদান বই উপযুক্ত?
Ο ক) একঘরা
Ο খ) দুইঘরা
Ο গ) তিনঘরা
Ο ঘ) খুচরা নগদান
সঠিক উত্তর: (গ)

৫. ১০% কারবারি বাট্টায় ১০,০০০ টাকার পণ্য ক্রয় করে ৪০% চেকে ও ৫০% নগদে পরিশোধ করা হলো। নগদান বহিতে ব্যাংক কলামে ও বাট্টার কলামে কত টাকা লিখতে হবে?
Ο ক) ব্যাংক কলামে ৩,৬০০ টাকা ও বাট্টা কলামে ১,০০০ টাকা
Ο খ) ব্যাংক কলামে ৪,০০০ টাকা ও বাট্টা কলামে ১,০০০ টাকা
Ο গ) শুধু ব্যাংক কলামে ৩,৬০০ টাকা
Ο ঘ) ব্যাংক কলামে ৩,৬০০ টাকা এবং বাট্টা কলামে ৪০০ টাকা
সঠিক উত্তর: (গ)

৬. কোনো কোনো প্রতিষ্ঠানে নগদান বইকে কী বলা হয়?
Ο ক) লেনদেন বই
Ο খ) দৈনিক ক্রয়ের বই
Ο গ) দৈনিক বিক্রয় বই
Ο ঘ) জমা-খরচ বই
সঠিক উত্তর: (ঘ)

৭. নগদান বইতে প্রতিটি দাখিলার জন্য ব্যাখ্যা দেয়া হয়। এ ব্যাখ্যা দেওয়া বৈশিষ্ট্যটির সাথে নিচের কোন বইটির অন্তমিল ফুটে ওঠে?
Ο ক) জাবেদা
Ο খ) খতিয়ান
Ο গ) রেওয়ামিল
Ο ঘ) চূড়ান্ত হিসাব
সঠিক উত্তর: (ক)

৮. ব্যাংক হতে উত্তোলন ২০,০০০ টাকা। নগদান বইতে কোন হিসাবকে ডেবিট দিকে লিখতে হবে?
Ο ক) ব্যাংক হিসাব
Ο খ) নগদান হিসাব
Ο গ) উত্তোলন হিসাব
Ο ঘ) মূলধন হিসাব
সঠিক উত্তর: (ক)

৯. নগদ ও ব্যাংক সম্পর্কীয় কতিপয় দাখিলা ডেবিট দিকে ক্যাশ কলামে লিপিবদ্ধ করা হলে ক্রেডিট দিকে ব্যাংক কলামে লিপিবদ্ধ করতে হয়। এ জাতীয় দাখিলাকে কী বলা হয়?
Ο ক) বিপরীত দাখিলা
Ο খ) একতরফা দাখিলা
Ο গ) দুতরফা দাখিলা
Ο ঘ) সমন্বয় দাখিলা
সঠিক উত্তর: (ক)

১০. পাওনাদারকে পরিশোধ করা হলে নগদ প্রদান জাবেদায় কী লিখা হয়?
Ο ক) সম্পত্তির নাম
Ο খ) পাওনাদারের নাম
Ο গ) দেনাদারের নাম
Ο ঘ) সংশ্লিষ্ট হিসাব খাত
সঠিক উত্তর: (খ)

১১. নগদান বই প্রস্তুত করা হয় ব্যবসায়ের -
i. আয়তন অনুযায়ী
ii. আওতা অনুযায়ী
iii. প্রকৃতি অনুযায়ী
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)

১২. তিনঘরা নগদান বই প্রস্তুতের উদ্দেশ্য হলো -
i. প্রদত্ত ও প্রাপ্ত বাট্টার পরিমাণ জানা
ii. কত টাকা বাট্টা প্রদান করা হয়েছে শুধুমাত্র সেটা জানা
iii. নগদ ও ব্যাংক জমার পরিমাণ জানা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)

১৩. কন্ট্রা এন্ট্রির জন্য খ.পৃ. কলামে লিখতে হয় - i. 'C' ii. ‘সি’ iii. ‘ক’ নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১৪. ব্যবসায়ের আয়তন ও নিরাপত্তা বিবেচনা করে নগদ অর্থের আদান-প্রদানে সহায়ক ভূমিকা পালন করে কে?
Ο ক) মালিক
Ο খ) পাওনাদার
Ο গ) হিসাবরক্ষক
Ο ঘ) ব্যাংক
সঠিক উত্তর: (ঘ)

১৫. লেনদেন দ্বারা নগদ অর্থ প্রদন করা হলে কোথায় লিপিবদ্ধ করা হয়?
Ο ক) নগদ প্রাপ্তি জাবেদায়
Ο খ) প্রকৃত জাবেদায়
Ο গ) সমন্বয় জাবেদায়
Ο ঘ) নগদ প্রদান জাবেদায়
সঠিক উত্তর: (ঘ)

১৬. উপভাড়াটিয়ার নিকট হতে প্রাপ্তি ২,০০০ টাকা। নগদান বইতে ডেবিট দিকে কোন হিসাব লিখা হবে?
Ο ক) ডেবিট দিকে নগদ কলাম
Ο খ) উপভাড়া হিসাব
Ο গ) ভাড়া হিসাব
Ο ঘ) ভাড়াটিয়া হিসাব
সঠিক উত্তর: (খ)

১৭. দেনাদার থেকে টাকা প্রাপ্তির সময় কিছু টাকা ছাড় দিলে তাকে কী বলে?
Ο ক) কারবারি বাট্টা
Ο খ) ব্যাংক বাট্টা
Ο গ) প্রাপ্ত বাট্টা
Ο ঘ) প্রদত্ত বাট্টা
সঠিক উত্তর: (ঘ)

১৮. কোনটি সর্বদা Debit Balance প্রকাশ করে?
Ο ক) একঘরা নগদান বইয়ে
Ο খ) দুইঘরা নগদান বইয়ে
Ο গ) তিনঘরা নগদান বইয়ে
Ο ঘ) খুচরা নগদান বইয়ে
সঠিক উত্তর: (ঘ)

১৯. নগদান বই হলো -
i. সামগ্রিক লেনদেনের বই
ii. প্রাথমিক হিসাবের বই
iii. জাবেদা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

২০. জাবেদা ও নগদান বইয়ের ছকে নিচের কোন মিলটি পাওয়া যায়?
Ο ক) রসিদ নং
Ο খ) ভাউচার নং
Ο গ) চালান নং
Ο ঘ) খতিয়ান পৃষ্ঠা নং
সঠিক উত্তর: (ঘ)

২১. বিপরীত দাখিলা দ্বারা প্রভাবিত হয় -
i. মূলধন হিসাব
ii. নগদান হিসাব
iii. ব্যাংক হিসাব
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

২২. মালিকের নিজ প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন একঘরা নগদান বইয়ের কোন দিকে লেখা হয়?
Ο ক) ডেবিট দিকে
Ο খ) ক্রেডিট দিকে
Ο গ) উভয় দিকে
Ο ঘ) ক্রেডিট দিকে ব্যাংক কলামে
সঠিক উত্তর: (গ)

২৩. বিপরীত দাখিলার সময় ‘সি’ কোন ঘরে লিখতে হবে?
Ο ক) রসিদ নং
Ο খ) ভাউচার নং
Ο গ) খতিয়ান পৃষ.
Ο ঘ) ব্যাংক টাকা
সঠিক উত্তর: (গ)

২৪. নগদ ও ব্যাংক সংক্রান্ত সকল লেনদেন প্রাথমিকভাবে লেখা হয় কোন বইয়ে?
Ο ক) নগদান বইয়ে
Ο খ) জাবেদা বইয়ে
Ο গ) খতিয়ান বইয়ে
Ο ঘ) পাস বইয়ে
সঠিক উত্তর: (ক)

২৫. ব্যাংকে জমাকৃত অর্থের পরিমাণ বৃদ্ধি পেলে দুইঘরা নগদান বইতে কীভাবে লিপিবদ্ধ হবে?
Ο ক) ডেবিট দিকে নগদ কলামে
Ο খ) ডেবিট দিকে ব্যাংক কলামে
Ο গ) ক্রেডিট দিকে নগদ কলামে
Ο ঘ) ক্রেডিট দিকে ব্যাংক কলামে
সঠিক উত্তর: (খ)

২৬. নগদান বইয়ের ব্যাংক কলামের ক্রেডিট জের কী নির্দেশ করে?
Ο ক) ব্যাংক জমার উদ্বৃত্ত
Ο খ) হাতে নগদ টাকা
Ο গ) ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন
Ο ঘ) ব্যাংকে জমা টাকা
সঠিক উত্তর: (গ)

২৭. বাট্টা প্রদান করে কে?
Ο ক) ক্রেতা
Ο খ) বিক্রেতা
Ο গ) মালিক
Ο ঘ) ক্রেতা ও বিক্রেতা
সঠিক উত্তর: (খ)

২৮. আজাদ প্রোডাক্টস - এর নগদান বইতে নগদ উদ্বৃত্ত ৫,০০০ টাকা এবং ব্যাংক জমার উদ্বৃত্ত ৩,০০,০০০ টাকা। এটির দ্বারা আজাদ প্রোডাক্টস - এর নগদান বইয়ের কোন অবস্থা নির্দেশ করা হয়?
Ο ক) আর্থিক অবস্থা সন্তোষজনক নয়
Ο খ) দায় অত্যধিক
Ο গ) হিসাবে ভুল নেই
Ο ঘ) ব্যাংক হতে অতিরিক্ত উত্তোলন করা হয়েছে
সঠিক উত্তর: (গ)

২৯. দুইঘরা নগদান বইতে তিনঘরা নগদান বই অপেক্ষা কয়টি ঘর কম থাকে?
Ο ক) পাঁচটি
Ο খ) তিনটি
Ο গ) দুইটি
Ο ঘ) একটি
সঠিক উত্তর: (গ)

৩০. মি. বাদশা ‘বই বিপণী’ - এর মালিক। তিনি বিই বিক্রি করে নগদ ৩,০০০ টাকা ও দাগকাটা চেকে ২,৫০০ টাকা পান। তাছাড়া বাকীতে বিক্রি করেছেন ১,০০০ টাকার বই। দুইঘরা নগদান বইতে মি. বাদশা কীভাবে উপরের লেনদেন লিপিবদ্ধ করবেন?
Ο ক) ডেবিট দিকে নগদ ঘরে ৩,০০০ টাকা ও ব্যাংক ঘরে ২,৫০০ টাকা
Ο খ) ডেবিট দিকে নগদ ঘরে ৫,৫০০ টাকা
Ο গ) ক্রেডিট দিকে নগদ ঘরে ৩,০০০ টাকা ও ব্যাংক ঘরে ২,৫০০ টাকা
Ο ঘ) ডেবিট দিকে নগদ কলামে ৪,০০০ টাকা ও ব্যাংক কলামে ২,৫০০ টাকা
সঠিক উত্তর: (ক)

৩১. নগদ অর্থের মানদন্ডের ভিত্তিতে লেনদেনকে আমরা কয়টি ভাগে ভাগ করতে পারি?
Ο ক) দুই ভাগে
Ο খ) তিন ভাগে
Ο গ) চার ভাগে
Ο ঘ) পাঁচ ভাগে
সঠিক উত্তর: (ক)

৩২. বাট্টা প্রাপ্তি ও বাট্টা মঞ্জুর কোথায় লিপিবদ্ধ হবে?
Ο ক) প্রকৃত জাবেদায়
Ο খ) খুচরা নগদানে
Ο গ) দুইঘরা নগদানে
Ο ঘ) একঘরা নগদানে
সঠিক উত্তর: (ক)

৩৩. জনাব হাসনাতের ২০১২ সালের জুলাই মাসের নগদ প্রদত্ত লেনদেন নিম্নরূপ: নগদে পণ্য ক্রয় ৭,০০০ টাকা, রমজানকে প্রদান ৫,৭০০ টাকা এবং বাট্টা পেল ২০০ টাকা, আসবাবপত্র ক্রয় ৩,০০০ টাকা। জনাব হাসনাতের নগদ প্রদান জাবেদায় নগদ উদ্বৃত্ত কত হবে?
Ο ক) ১৫৪০০ টাকা
Ο খ) ১৫,৭০০ টাকা
Ο গ) ১৬,০০০ টাকা
Ο ঘ) ১৬,৭০০ টাকা
সঠিক উত্তর: (খ)

৩৪. ব্যাংক কর্তৃক ব্যবসায়ের পাস বইয়ের উদ্বৃত্ত নির্ণয়ে ভুল হলে তা নিরীক্ষণে কোনটি প্রয়োজন?
Ο ক) নগদান বইয়ের ব্যাংক উদ্বৃত্ত
Ο খ) নগদ প্রদান বইয়ের যোগফল
Ο গ) নগদ প্রাপ্তি বইয়ের যোগফল
Ο ঘ) নগদান হিসাবের যোগফল
সঠিক উত্তর: (ক)

৩৫. যে ব্যক্তি বা প্রতিষ্ঠান ব্যাংক হিসাব খোলে তাকে কী বলা হয়?
Ο ক) পাওনাদার
Ο খ) দেনাদার
Ο গ) আমানতকারী
Ο ঘ) শেয়ার মালিক
সঠিক উত্তর: (গ)

৩৬. নগদ অর্থ ব্যাংকে জমা দিলে নগদান বইতে কীভাবে লিপিবদ্ধ হবে?
Ο ক) ডেবিট দিকে নগদ কলাম
Ο খ) ক্রেডিট দিকে ব্যাংক কলাম
Ο গ) ডেবিট দিকে ব্যাংক কলাম ও ক্রেডিট দিকে নগদ কলাম
Ο ঘ) ডেবিট দিকে নগদ কলাম ও ক্রেডিট দিকে ব্যাংক কলাম
সঠিক উত্তর: (গ)

৩৭. নগদ প্রাপ্তি জাবেদায় দেনাদারকে কীভাবে লিখা হয়?
Ο ক) ডেবিট করা হয়
Ο খ) ক্রেডিট করা হয়
Ο গ) বৃদ্ধি করা হয়
Ο ঘ) বাদ দেওয়া হয়
সঠিক উত্তর: (খ)

৩৮. বিপরীত দাখিলার ক্ষেত্রে লেখা হয় -
Ο ক) এ
Ο খ) বি
Ο গ) সি
Ο ঘ) ডি
সঠিক উত্তর: (গ)

৩৯. ‘ব্যাংক সার্ভিস চার্জ ধার্য করলো’, ফলে দুইঘরা নগদান বই - এর কী পরিবর্তন হবে?
Ο ক) নগদান হিসাব হ্রাস পাবে
Ο খ) ব্যাংক হিসাব হ্রাস পাবে
Ο গ) ব্যাংক হিসাব বৃদ্ধি পাবে
Ο ঘ) কোন প্রভাব পড়বে না
সঠিক উত্তর: (খ)

৪০. ব্যালেন্স নির্ণয় করে নগদ তহবিল মিলিয়ে দেখা ক্যাশিয়ারের অপরিহার্য ----।
Ο ক) দায়িত্বহীনতা
Ο খ) দায়িত্ববোধ
Ο গ) দায়িত্ব
Ο ঘ) কর্তব্য
সঠিক উত্তর: (ঘ)

৪১. কোনটি ব্যবসায়ের চালিকা শক্তি?
Ο ক) মালিক
Ο খ) নগদ অর্থ
Ο গ) সম্পদ
Ο ঘ) জনশক্তি
সঠিক উত্তর: (খ)

৪২. জনাব রহমান ১০,০০০ টাকার পণ্য বিক্রয় করে চেক পেলেন তা গণ্য হবে -
i. দাগকাটা চেক
ii. বাহক চেক
iii. খোলা চেক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও iii
সঠিক উত্তর: (ক)

৪৩. তিনঘরা নগদান বইতে উভয় দিকের বাট্টা কলামের মোট যোগফল -
i. পৃথক পৃথক লিখা হয়
ii. মোট পার্থক্য নির্ণয় করা হয়
iii. পার্থক্য নির্ণয় করা হয় না
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)

৪৪. বাট্টা অর্থ কী?
Ο ক) মওকুফ
Ο খ) বাদ দেওয়া
Ο গ) অর্ধ মওকুফ
Ο ঘ) ধারে লেনদেন
সঠিক উত্তর: (ক)

৪৫. নগদ বাট্টার উদ্ভব হয় কখন?
Ο ক) নগদে প্রাপ্তি ঘটলে
Ο খ) নগদে দেনা-পাওনা পরিশোধ করলে
Ο গ) ধারে পণ্য ক্রয়-বিক্রয় করলে
Ο ঘ) নগদে পণ্য ক্রয়-বিক্রয় করলে
সঠিক উত্তর: (খ)

৪৬. অতিরিক্ত মূলধন আনয়ন ১০,০০০ টাকা। নগদান বইতে এটি কীভাবে হিসাবভুক্ত করা হবে?
Ο ক) নগদান বইয়ের ক্রেডিট দিকে ১০,০০০ টাকা
Ο খ) নগদান বইয়ের ডেবিট দিকে ব্যাংক কলামে ১০,০০০ টাকা
Ο গ) নগদান বইয়ের ডেবিট দিকে ১০,০০০ টাকা
Ο ঘ) নগদান বইতে উভয় দিকে ১০,০০০ টাকা
সঠিক উত্তর: (গ)

৪৭. নগদ টাকার পরিমাণ বাড়ানোর জন্য তুমি কোন ধরনের পদ্ধতি গ্রহণ করবে?
Ο ক) ব্যয় কমানো, বিক্রয় বাড়ানো ও দেনাদার বৃদ্ধি করা
Ο খ) বিক্রয় বৃদ্ধি, তহবিল তছরূপ হ্রাস ও পাওনাদার হ্রাস
Ο গ) বিক্রয় বৃদ্ধি, দেনাদার হ্রাস, তছরূপ, ও ব্যয় কমানো
Ο ঘ) জালিয়াতি ও তছরূপ হ্রাস এবং নগদ ক্রয় ও ধারে বিক্রয় বৃদ্ধি
সঠিক উত্তর: (গ)

৪৮. কোন কলামটি নগদ প্রাপ্তি জাবেদার ছকে থাকে না?
Ο ক) বাট্টা
Ο খ) চেক নম্বর
Ο গ) বিক্রয়
Ο ঘ) তারিখ
সঠিক উত্তর: (খ)

৪৯. নগদান বইতে অন্তর্ভুক্ত করা হয় -
i. নগদ প্রাপ্তি
ii. নগদ প্রদান
iii. সকল প্রকার লেনদেন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

৫০. খতিয়ানের নগদান হিসাবের ক্রেডিট দিকে যে টাকা লিখা হয় তা কোথা থেকে আনা হয়?
Ο ক) নগদ প্রাপ্তি জাবেদা
Ο খ) নগদ প্রদান জাবেদা
Ο গ) রেওয়ামিল
Ο ঘ) পাওনাদার
সঠিক উত্তর: (খ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd

বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post