ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি হিসাববিজ্ঞান অধ্যায় - ৬: জাবেদা (১) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১. কোনটি বিশেষ জাবেদা?
Ο ক) ক্রয় জাবেদা
Ο খ) বিক্রয় জাবেদা
Ο গ) নগদ প্রদান জাবেদা
Ο ঘ) সবগুলো
সঠিক উত্তর: (ঘ)
২. লেনদেনের সংখ্যা, মোট অর্থের পরিমাণ এবং লেনদেন সংঘটিত হওয়ার কারণ জানা যায়-
Ο ক) খতিয়ানের মাধ্যমে
Ο খ) জাবেদার মাধ্যমে
Ο গ) নগদান বইয়ের মাধ্যমে
Ο ঘ) রেওয়ামিলের মাধ্যমে
সঠিক উত্তর: (খ)
৩. ব্যবসায়ের মালিক ব্যক্তিগত প্রয়োজনে কারবার থেকে পন্য নিলে ক্রেডিট হবে-
Ο ক) ক্রয় হিসাব
Ο খ) বিক্রয় হিসাব
Ο গ) পণ্য হিসাব
Ο ঘ) উত্তোলন হিসাব
সঠিক উত্তর: (ক)
৪. জাবেদা থেকে পাওয়া যায়-
i. মোট লেনদেনের সংখ্যা
ii. মোট অর্থের পরিমাণ
iii. লেনদেন সংঘটিত হওয়ার কারণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৫. রাহিম শফিককে ৫০০ টাকা দিলে কোন হিসাবটি ক্রেডিট করতে হয়?
Ο ক) শফিকের হিসাব
Ο খ) রাহিমের হিসাব
Ο গ) ক্রয় হিসাব
Ο ঘ) নগদান হিসাব
সঠিক উত্তর: (ঘ)
৬. প্রকৃত জাবেদাকে কয়টি অংশে ভাগ করা হয়?
Ο ক) দুই
Ο খ) তিন
Ο গ) চার
Ο ঘ) পাঁচ
সঠিক উত্তর: (গ)
৭. হিসাব সংরক্ষণে লেনদেনসমূহ সংরক্ষিত হয়-
Ο ক) দুটি পর্যায়ে
Ο খ) তিনটি পর্যায়ে
Ο গ) চারটি পর্যায়ে
Ο ঘ) পাঁচটি পর্যায়ে
সঠিক উত্তর: (ক)
৮. কর্মচারী শাকিলের বেতন অপরিশোধিত রয়েছে ৩০০০ । উপযুক্ত জাবেদা দাখিলা হবে-
Ο ক) শাকিল হিসাব ডে. বেতন হিসাব ক্রে.
Ο খ) বেতন হিসাব ডে. শাকিল হিসাব ক্রে.
Ο গ) বেতন হিবাব ডে. বকেয়া বেতন হিসাব ক্রে.
Ο ঘ) বকেয়া বেতন হিসাব ডে. বেতন হিসাব ক্রে.
সঠিক উত্তর: (গ)
৯. যে বইতে ক্রয় ফেরতসংক্রান্ত লেনদেন প্রথমে লিপিবদ্ধ করা হয় তাকে বলে?
i. অন্তর্মুখী ফেরত জাবেদা
ii. বহির্মূখী ফেরত জাবেদা
iii. বিক্রয় ফেরত জাবেদা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও iii
সঠিক উত্তর: (খ)
১০. হিসাব তৈরির সুবিধার্থে কোনটি প্রয়োজন?
Ο ক) চালান
Ο খ) ভাউচার
Ο গ) জাবেদা
Ο ঘ) খতিয়ান
সঠিক উত্তর: (গ)
১১. কোন বইকে অন্তমুখী ফেরত জাবেদা বলা হয়?
Ο ক) ক্রয় জাবেদা
Ο খ) বিক্রয় জাবেদা
Ο গ) ক্রয় ফেরত জাবেদা
Ο ঘ) বিক্রয় ফেরত জাবেদা
সঠিক উত্তর: (ঘ)
১২. জাবেদাকে হিসাবের সহকারী বই বলার কারণ-
Ο ক) হিসাবের পাকা বই হল খতিয়ান
Ο খ) জাবেদা খতিয়ানের সহকারী বই
Ο গ) লেনদেনগুলো জাবেদায় সংক্ষিপ্তাকারে লেখা হয়
Ο ঘ) জাবেদার সাহায্যে লেনদেন হিসাবভুক্ত করা হয়
সঠিক উত্তর: (খ)
১৩. ধারে বিক্রয়ের বেলায় কারো নাম না থাকলে ডেবিট হবে-
Ο ক) পাওনাদার হিসাব
Ο খ) দেনাদার হিসাব
Ο গ) নগদান হিসাব
Ο ঘ) বিক্রয় হিসাব
সঠিক উত্তর: (খ)
১৪. চেক পেয়ে সঙ্গে ব্যাংকে জমা দিলে কোন হিসাবটি ক্রেডিট হবে?
Ο ক) ব্যাংক হিসাব
Ο খ) পাওনাদার হিসাব
Ο গ) দেনাদার হিসাব
Ο ঘ) নগদান হিসাব
সঠিক উত্তর: (গ)
১৫. কোন লেনদেনটি সবচেয়ে আগে লিপিবদ্ধ করা উচিত?
Ο ক) সবচেয়ে বেশি টাকার লেনদেনটি
Ο খ) সম্পত্তি বৃদ্ধি পাওয়ার লেনদেনটি
Ο গ) তারিখ অনুযায়ী সর্বপ্রথম লেনদেনটি
Ο ঘ) আয় হিসাবের লেনদেনটি
সঠিক উত্তর: (গ)
১৬. নগদ টাকায় পরিশোধ করা যায় না-
i. প্রদত্ত বাট্টা
ii. প্রাপ্ত বাট্টা
iii. প্রদত্ত কমিশন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও ii
সঠিক উত্তর: (ক)
১৭. বিক্রয় জাবেদা সংরক্ষণ হয় বেকল-
i. বাকিতে মাল বিক্রয়সংক্রান্ত লেনদেন
ii. নগদে মাল বিক্রয়সংক্রান্ত লেনদেন
iii. নগদ বাকিতে মাল বিক্রয়সংক্রান্ত লেনদেন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৮. প্রতিষ্ঠানের হিসাব কেমন হওয়া উচিত?
Ο ক) পরিষ্কার পরিচ্ছন্ন
Ο খ) নির্ভূল
Ο গ) স্বচ্ছ
Ο ঘ) নির্ভুল ও স্বচ্ছ
সঠিক উত্তর: (ঘ)
১৯. দুতরফা দাখিলা পদ্ধতির প্রথম সোপান হল-
Ο ক) লেনদেন
Ο খ) খতিয়ান বই
Ο গ) হিসাবচক্র
Ο ঘ) জাবেদা বই
সঠিক উত্তর: (ঘ)
২০. বাবুলকে চেক প্রদান করা হল ৫০০ টাকা। এখানে ক্রেডিট হবে কোন হিসাব?
Ο ক) বাবুল হিসাব
Ο খ) নগদান হিসাব
Ο গ) ব্যাংক হিসাব
Ο ঘ) পাওনাদার হিসাব
সঠিক উত্তর: (গ)
২১. অফিসে ব্যবহারের জন্য পাঞ্চিং মেশিন কেনা হলে কোন হিসাব ডেবিট হবে?
Ο ক) অফিস সাপ্লাইজ হিসাব
Ο খ) যন্ত্রপাতি হিসাব
Ο গ) মনিহারি হিসাব
Ο ঘ) অফিস সরঞ্জাম হিসাব
সঠিক উত্তর: (ক)
২২. পাওনাদারকে দেয় মোট টাকা থেকে কিছু টাকা মওকুফ পাওয়া গেলে তাকে কী বলে?
Ο ক) প্রদত্ত বাট্টা
Ο খ) নগদ বাট্টা
Ο গ) কারবারি বাট্টা
Ο ঘ) প্রাপ্ত বাট্টা
সঠিক উত্তর: (ঘ)
২৩. জাবেদাকে কোন ধরনের বই বলা যায়?
Ο ক) মাসিক
Ο খ) বাৎসরিক
Ο গ) সাপ্তাহিক
Ο ঘ) দৈনিক
সঠিক উত্তর: (ঘ)
২৪. ব্যাংক হতে উত্তোলন করা হলে কোন হিসাব ডেবিট হবে?
Ο ক) নগদান হিসাব
Ο খ) ব্যাংক হিসাব
Ο গ) উত্তোলন হিসাব
Ο ঘ) মূলধন হিসাব
সঠিক উত্তর: (ক)
২৫. ব্যবসায়ের কোনো পণ্য চুরি বা নষ্ট হয়ে গেলে ডেবিট হবে-
Ο ক) বিবিধ ক্ষতি হিসাব
Ο খ) বিবিধ পণ্য হিসাব
Ο গ) ক্রয় হিসাব
Ο ঘ) নগদান হিসাব
সঠিক উত্তর: (ক)
২৬. জাবেদাকে বলা হয়- i. প্রাথমিক বই ii. সহকারী বই iii. স্থায়ী বই নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)
২৭. বাট্টা প্রদত্ত হয়-
Ο ক) অংশীদারকে
Ο খ) পাওনাদারকে
Ο গ) দেনাদারকে
Ο ঘ) পাইকারকে
সঠিক উত্তর: (গ)
২৮. কোন বইয়ের মাধ্যমে প্রতিটি লেনদেনের উৎপত্তির কারণ জানা জায়?
Ο ক) খতিয়ান
Ο খ) ক্রয়বিক্রয়
Ο গ) লাভ-লোকসান
Ο ঘ) জাবেদা
সঠিক উত্তর: (ঘ)
২৯. পণ্য বিক্রয় করে প্রাপ্ত অর্থ মালিকের ব্যক্তিগত প্রয়োজনে খরচ-
i. উত্তোলন হিসাব ডে: বিক্রয় হিসাব ক্রে:
ii. নগদান হিসাব ডে: বিক্রয় হিসাব ক্রে:
iii. মূলধন হিসাব ডে: বিক্রয় হিসাব ক্রে:
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩০. ধারে মাল বিক্রয় সংক্রান্ত সমুদয় লেনদেন কোন বইতে লেখা হয়?
Ο ক) ক্রয় জাবেদা
Ο খ) বিক্রয় জাবেদা
Ο গ) ক্রয় ফেরত জাবেদা
Ο ঘ) বিক্রয় ফেরত জাবেদা
সঠিক উত্তর: (খ)
৩১. নগদ টাকার পরিমাণ বৃদ্ধি পায় নিচের কোনটির কারণে?
Ο ক) দাগ কাটা চেক পেলে
Ο খ) ঋণ গ্রহণ করলে
Ο গ) বিনিয়োগ করলে
Ο ঘ) পণ্য গ্রহণ করলে
সঠিক উত্তর: (খ)
৩২. বিক্রয় জাবেদায় ঘরের সংখ্যা কয়টি?
Ο ক) তিনটি
Ο খ) চারটি
Ο গ) পাঁচটি
Ο ঘ) ছয়টি
সঠিক উত্তর: (গ)
৩৩. বেতন বকেয়া রয়েছে ২,০০০ টাকা। এখানে ডেবিট হবে-
Ο ক) বেতন হিসাব
Ο খ) নগদান হিসাব
Ο গ) বকেয়া বেতন হিসাব
Ο ঘ) পাওনাদার হিসাব
সঠিক উত্তর: (ক)
৩৪. ক্রয় জাবেদায় কয়টি ঘর থাকে?
Ο ক) চারটি
Ο খ) পাঁচটি
Ο গ) ছয়টি
Ο ঘ) সাতটি
সঠিক উত্তর: (গ)
৩৫. বিক্রয় জাবেদার যোগফল দ্বারা প্রভাবিত হয়-
i. দেনাদার ও পাওনাদার
ii. দেনাদার
iii. ব্যবসায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৩৬. যন্ত্রপাতির অবচয় ধার্য করা হলো ৫০০ টাকা। এখানে ক্রেডিট দিকে কোনটি বসবে?
Ο ক) নগদান হিসাব
Ο খ) অবচয় হিসাব
Ο গ) যন্ত্রপাতি
Ο ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর: (গ)
৩৭. বিক্রয় জাবেদার যোগফল স্থানান্তরিত হয়-
i. সাধারণ খতিয়ানের বিক্রয় হিসাবের ক্রেডিটে
ii. সাধারণ খতিয়ানের বিক্রয় হিসাবের ডেবিটে
iii. প্রকৃত খতিয়ানের বিক্রয় হিসাবের ডেবিটে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩৮. বিক্রয ফেরত জাবেদার উৎস দলিল-
Ο ক) ডেবিট নোট
Ο খ) ক্রেডিট নোট
Ο গ) ডেবিট ভাউচার
Ο ঘ) ক্রেডিট ভাউচার
সঠিক উত্তর: (খ)
৩৯. হিসাবে ভুলত্রুটি ধরা পড়লে তা সংশোধন করার দাখিলার নাম কী?
Ο ক) সংশোধনী জাবেদা
Ο খ) সমন্বয় জাবেদা
Ο গ) সমাপনী জাবেদা
Ο ঘ) প্রারম্ভিক জাবেদা
সঠিক উত্তর: (ক)
৪০. বিক্রয় ফেরত জাবেদা কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়?
Ο ক) নগদে বিক্রিত পণ্য ফেরত ক্ষেত্রে
Ο খ) বাকিতে পণ্য ফেরত ক্ষেত্রে
Ο গ) নগদে পণ্য বিক্রয় ক্ষেত্রে
Ο ঘ) বাকিতে পণ্য বিক্রয় ক্ষেত্রে
সঠিক উত্তর: (খ)
৪১. ব্যবহারের উদ্দেশ্যে ক্রীত কোনো সম্পত্তি বিক্রয় করা হলে-হিসাবকে ক্রেডিট করতে হয়
Ο ক) সংশ্লিষ্ট সম্পত্তি
Ο খ) সংশ্লিষ্ট দায়
Ο গ) আয়
Ο ঘ) ব্যয়
সঠিক উত্তর: (ক)
৪২. জাবেদা বইয়ের কোন কলামটি খতিয়ান তৈরির পর পূরন করা হয়?
Ο ক) ডেবিট টাকা
Ο খ) ক্রেডিট টাকা
Ο গ) খ. পৃ.
Ο ঘ) তারিখ
সঠিক উত্তর: (গ)
৪৩. ধারে বিক্রয়কৃত পণ্য খরিদ্দারগণ কোন কারণে ফেরত পাঠালে যে বইতে লিপিবদ্ধ করা হয় তার নাম কী?
Ο ক) ডেবিট নোট
Ο খ) ক্রেডিট নোট
Ο গ) বহির্মুখী ফেরত জাবেদা
Ο ঘ) অন্তর্মুখী ফেরত জাবেদা
সঠিক উত্তর: (ঘ)
৪৪. জাবেদা আসলে কী?
Ο ক) হিসাবের প্রাথমিক বই
Ο খ) পাকা খাতা
Ο গ) সহকারী বই
Ο ঘ) হিসাবের প্রাথমিক ও সহকারী বই
সঠিক উত্তর: (ঘ)
৪৫. একজন লোক দেউলিয়া ঘোষিত হলে তার জন্য ডেবিট হবে-
i. কুঋণ হিসাব
ii. অনাদায়ী দেনা সঞ্চিতি হিসাব
iii. দেনাদার হিসাব
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও ii
সঠিক উত্তর: (ক)
৪৬. প্রকৃত জাবেদার দাখিলা হল-
i. প্রারম্ভিক দাখিলা
ii. সমন্বয় দাখিলা
iii. সংশোধনী দাখিলা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৪৭. জাবেদার ছকে মোট ঘরের সংখ্যা-
Ο ক) দুটি
Ο খ) তিনটি
Ο গ) পাঁচটি
Ο ঘ) সাতটি
সঠিক উত্তর: (গ)
৪৮. কোনটি নগদ টাকায় পরিশোধ করা হয়?
Ο ক) প্রদত্ত বাট্টা
Ο খ) নগদ বাট্টা
Ο গ) প্রদত্ত কমিশন
Ο ঘ) কারবারী বাট্টা
সঠিক উত্তর: (গ)
৪৯. নগদ বাট্টা হিসাবের বইতে লিপিবদ্ধ করেন-
i. ক্রেতা
ii. বিক্রেতা
iii. পাইকার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)
৫০. মাল ফেরত পাঠানোর সময় ক্রেতা-বিক্রেতাকে যে নোট পাঠায় তা হচ্ছে-
i. ডেবিট নোট
ii. ক্রেডিট নোট
iii. ব্যাংক নোট
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও ii
সঠিক উত্তর: (ক)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১. কোনটি বিশেষ জাবেদা?
Ο ক) ক্রয় জাবেদা
Ο খ) বিক্রয় জাবেদা
Ο গ) নগদ প্রদান জাবেদা
Ο ঘ) সবগুলো
সঠিক উত্তর: (ঘ)
২. লেনদেনের সংখ্যা, মোট অর্থের পরিমাণ এবং লেনদেন সংঘটিত হওয়ার কারণ জানা যায়-
Ο ক) খতিয়ানের মাধ্যমে
Ο খ) জাবেদার মাধ্যমে
Ο গ) নগদান বইয়ের মাধ্যমে
Ο ঘ) রেওয়ামিলের মাধ্যমে
সঠিক উত্তর: (খ)
৩. ব্যবসায়ের মালিক ব্যক্তিগত প্রয়োজনে কারবার থেকে পন্য নিলে ক্রেডিট হবে-
Ο ক) ক্রয় হিসাব
Ο খ) বিক্রয় হিসাব
Ο গ) পণ্য হিসাব
Ο ঘ) উত্তোলন হিসাব
সঠিক উত্তর: (ক)
৪. জাবেদা থেকে পাওয়া যায়-
i. মোট লেনদেনের সংখ্যা
ii. মোট অর্থের পরিমাণ
iii. লেনদেন সংঘটিত হওয়ার কারণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৫. রাহিম শফিককে ৫০০ টাকা দিলে কোন হিসাবটি ক্রেডিট করতে হয়?
Ο ক) শফিকের হিসাব
Ο খ) রাহিমের হিসাব
Ο গ) ক্রয় হিসাব
Ο ঘ) নগদান হিসাব
সঠিক উত্তর: (ঘ)
৬. প্রকৃত জাবেদাকে কয়টি অংশে ভাগ করা হয়?
Ο ক) দুই
Ο খ) তিন
Ο গ) চার
Ο ঘ) পাঁচ
সঠিক উত্তর: (গ)
৭. হিসাব সংরক্ষণে লেনদেনসমূহ সংরক্ষিত হয়-
Ο ক) দুটি পর্যায়ে
Ο খ) তিনটি পর্যায়ে
Ο গ) চারটি পর্যায়ে
Ο ঘ) পাঁচটি পর্যায়ে
সঠিক উত্তর: (ক)
৮. কর্মচারী শাকিলের বেতন অপরিশোধিত রয়েছে ৩০০০ । উপযুক্ত জাবেদা দাখিলা হবে-
Ο ক) শাকিল হিসাব ডে. বেতন হিসাব ক্রে.
Ο খ) বেতন হিসাব ডে. শাকিল হিসাব ক্রে.
Ο গ) বেতন হিবাব ডে. বকেয়া বেতন হিসাব ক্রে.
Ο ঘ) বকেয়া বেতন হিসাব ডে. বেতন হিসাব ক্রে.
সঠিক উত্তর: (গ)
৯. যে বইতে ক্রয় ফেরতসংক্রান্ত লেনদেন প্রথমে লিপিবদ্ধ করা হয় তাকে বলে?
i. অন্তর্মুখী ফেরত জাবেদা
ii. বহির্মূখী ফেরত জাবেদা
iii. বিক্রয় ফেরত জাবেদা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও iii
সঠিক উত্তর: (খ)
১০. হিসাব তৈরির সুবিধার্থে কোনটি প্রয়োজন?
Ο ক) চালান
Ο খ) ভাউচার
Ο গ) জাবেদা
Ο ঘ) খতিয়ান
সঠিক উত্তর: (গ)
১১. কোন বইকে অন্তমুখী ফেরত জাবেদা বলা হয়?
Ο ক) ক্রয় জাবেদা
Ο খ) বিক্রয় জাবেদা
Ο গ) ক্রয় ফেরত জাবেদা
Ο ঘ) বিক্রয় ফেরত জাবেদা
সঠিক উত্তর: (ঘ)
১২. জাবেদাকে হিসাবের সহকারী বই বলার কারণ-
Ο ক) হিসাবের পাকা বই হল খতিয়ান
Ο খ) জাবেদা খতিয়ানের সহকারী বই
Ο গ) লেনদেনগুলো জাবেদায় সংক্ষিপ্তাকারে লেখা হয়
Ο ঘ) জাবেদার সাহায্যে লেনদেন হিসাবভুক্ত করা হয়
সঠিক উত্তর: (খ)
১৩. ধারে বিক্রয়ের বেলায় কারো নাম না থাকলে ডেবিট হবে-
Ο ক) পাওনাদার হিসাব
Ο খ) দেনাদার হিসাব
Ο গ) নগদান হিসাব
Ο ঘ) বিক্রয় হিসাব
সঠিক উত্তর: (খ)
১৪. চেক পেয়ে সঙ্গে ব্যাংকে জমা দিলে কোন হিসাবটি ক্রেডিট হবে?
Ο ক) ব্যাংক হিসাব
Ο খ) পাওনাদার হিসাব
Ο গ) দেনাদার হিসাব
Ο ঘ) নগদান হিসাব
সঠিক উত্তর: (গ)
১৫. কোন লেনদেনটি সবচেয়ে আগে লিপিবদ্ধ করা উচিত?
Ο ক) সবচেয়ে বেশি টাকার লেনদেনটি
Ο খ) সম্পত্তি বৃদ্ধি পাওয়ার লেনদেনটি
Ο গ) তারিখ অনুযায়ী সর্বপ্রথম লেনদেনটি
Ο ঘ) আয় হিসাবের লেনদেনটি
সঠিক উত্তর: (গ)
১৬. নগদ টাকায় পরিশোধ করা যায় না-
i. প্রদত্ত বাট্টা
ii. প্রাপ্ত বাট্টা
iii. প্রদত্ত কমিশন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও ii
সঠিক উত্তর: (ক)
১৭. বিক্রয় জাবেদা সংরক্ষণ হয় বেকল-
i. বাকিতে মাল বিক্রয়সংক্রান্ত লেনদেন
ii. নগদে মাল বিক্রয়সংক্রান্ত লেনদেন
iii. নগদ বাকিতে মাল বিক্রয়সংক্রান্ত লেনদেন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৮. প্রতিষ্ঠানের হিসাব কেমন হওয়া উচিত?
Ο ক) পরিষ্কার পরিচ্ছন্ন
Ο খ) নির্ভূল
Ο গ) স্বচ্ছ
Ο ঘ) নির্ভুল ও স্বচ্ছ
সঠিক উত্তর: (ঘ)
১৯. দুতরফা দাখিলা পদ্ধতির প্রথম সোপান হল-
Ο ক) লেনদেন
Ο খ) খতিয়ান বই
Ο গ) হিসাবচক্র
Ο ঘ) জাবেদা বই
সঠিক উত্তর: (ঘ)
২০. বাবুলকে চেক প্রদান করা হল ৫০০ টাকা। এখানে ক্রেডিট হবে কোন হিসাব?
Ο ক) বাবুল হিসাব
Ο খ) নগদান হিসাব
Ο গ) ব্যাংক হিসাব
Ο ঘ) পাওনাদার হিসাব
সঠিক উত্তর: (গ)
২১. অফিসে ব্যবহারের জন্য পাঞ্চিং মেশিন কেনা হলে কোন হিসাব ডেবিট হবে?
Ο ক) অফিস সাপ্লাইজ হিসাব
Ο খ) যন্ত্রপাতি হিসাব
Ο গ) মনিহারি হিসাব
Ο ঘ) অফিস সরঞ্জাম হিসাব
সঠিক উত্তর: (ক)
২২. পাওনাদারকে দেয় মোট টাকা থেকে কিছু টাকা মওকুফ পাওয়া গেলে তাকে কী বলে?
Ο ক) প্রদত্ত বাট্টা
Ο খ) নগদ বাট্টা
Ο গ) কারবারি বাট্টা
Ο ঘ) প্রাপ্ত বাট্টা
সঠিক উত্তর: (ঘ)
২৩. জাবেদাকে কোন ধরনের বই বলা যায়?
Ο ক) মাসিক
Ο খ) বাৎসরিক
Ο গ) সাপ্তাহিক
Ο ঘ) দৈনিক
সঠিক উত্তর: (ঘ)
২৪. ব্যাংক হতে উত্তোলন করা হলে কোন হিসাব ডেবিট হবে?
Ο ক) নগদান হিসাব
Ο খ) ব্যাংক হিসাব
Ο গ) উত্তোলন হিসাব
Ο ঘ) মূলধন হিসাব
সঠিক উত্তর: (ক)
২৫. ব্যবসায়ের কোনো পণ্য চুরি বা নষ্ট হয়ে গেলে ডেবিট হবে-
Ο ক) বিবিধ ক্ষতি হিসাব
Ο খ) বিবিধ পণ্য হিসাব
Ο গ) ক্রয় হিসাব
Ο ঘ) নগদান হিসাব
সঠিক উত্তর: (ক)
২৬. জাবেদাকে বলা হয়- i. প্রাথমিক বই ii. সহকারী বই iii. স্থায়ী বই নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)
২৭. বাট্টা প্রদত্ত হয়-
Ο ক) অংশীদারকে
Ο খ) পাওনাদারকে
Ο গ) দেনাদারকে
Ο ঘ) পাইকারকে
সঠিক উত্তর: (গ)
২৮. কোন বইয়ের মাধ্যমে প্রতিটি লেনদেনের উৎপত্তির কারণ জানা জায়?
Ο ক) খতিয়ান
Ο খ) ক্রয়বিক্রয়
Ο গ) লাভ-লোকসান
Ο ঘ) জাবেদা
সঠিক উত্তর: (ঘ)
২৯. পণ্য বিক্রয় করে প্রাপ্ত অর্থ মালিকের ব্যক্তিগত প্রয়োজনে খরচ-
i. উত্তোলন হিসাব ডে: বিক্রয় হিসাব ক্রে:
ii. নগদান হিসাব ডে: বিক্রয় হিসাব ক্রে:
iii. মূলধন হিসাব ডে: বিক্রয় হিসাব ক্রে:
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩০. ধারে মাল বিক্রয় সংক্রান্ত সমুদয় লেনদেন কোন বইতে লেখা হয়?
Ο ক) ক্রয় জাবেদা
Ο খ) বিক্রয় জাবেদা
Ο গ) ক্রয় ফেরত জাবেদা
Ο ঘ) বিক্রয় ফেরত জাবেদা
সঠিক উত্তর: (খ)
৩১. নগদ টাকার পরিমাণ বৃদ্ধি পায় নিচের কোনটির কারণে?
Ο ক) দাগ কাটা চেক পেলে
Ο খ) ঋণ গ্রহণ করলে
Ο গ) বিনিয়োগ করলে
Ο ঘ) পণ্য গ্রহণ করলে
সঠিক উত্তর: (খ)
৩২. বিক্রয় জাবেদায় ঘরের সংখ্যা কয়টি?
Ο ক) তিনটি
Ο খ) চারটি
Ο গ) পাঁচটি
Ο ঘ) ছয়টি
সঠিক উত্তর: (গ)
৩৩. বেতন বকেয়া রয়েছে ২,০০০ টাকা। এখানে ডেবিট হবে-
Ο ক) বেতন হিসাব
Ο খ) নগদান হিসাব
Ο গ) বকেয়া বেতন হিসাব
Ο ঘ) পাওনাদার হিসাব
সঠিক উত্তর: (ক)
৩৪. ক্রয় জাবেদায় কয়টি ঘর থাকে?
Ο ক) চারটি
Ο খ) পাঁচটি
Ο গ) ছয়টি
Ο ঘ) সাতটি
সঠিক উত্তর: (গ)
৩৫. বিক্রয় জাবেদার যোগফল দ্বারা প্রভাবিত হয়-
i. দেনাদার ও পাওনাদার
ii. দেনাদার
iii. ব্যবসায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৩৬. যন্ত্রপাতির অবচয় ধার্য করা হলো ৫০০ টাকা। এখানে ক্রেডিট দিকে কোনটি বসবে?
Ο ক) নগদান হিসাব
Ο খ) অবচয় হিসাব
Ο গ) যন্ত্রপাতি
Ο ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর: (গ)
৩৭. বিক্রয় জাবেদার যোগফল স্থানান্তরিত হয়-
i. সাধারণ খতিয়ানের বিক্রয় হিসাবের ক্রেডিটে
ii. সাধারণ খতিয়ানের বিক্রয় হিসাবের ডেবিটে
iii. প্রকৃত খতিয়ানের বিক্রয় হিসাবের ডেবিটে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩৮. বিক্রয ফেরত জাবেদার উৎস দলিল-
Ο ক) ডেবিট নোট
Ο খ) ক্রেডিট নোট
Ο গ) ডেবিট ভাউচার
Ο ঘ) ক্রেডিট ভাউচার
সঠিক উত্তর: (খ)
৩৯. হিসাবে ভুলত্রুটি ধরা পড়লে তা সংশোধন করার দাখিলার নাম কী?
Ο ক) সংশোধনী জাবেদা
Ο খ) সমন্বয় জাবেদা
Ο গ) সমাপনী জাবেদা
Ο ঘ) প্রারম্ভিক জাবেদা
সঠিক উত্তর: (ক)
৪০. বিক্রয় ফেরত জাবেদা কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়?
Ο ক) নগদে বিক্রিত পণ্য ফেরত ক্ষেত্রে
Ο খ) বাকিতে পণ্য ফেরত ক্ষেত্রে
Ο গ) নগদে পণ্য বিক্রয় ক্ষেত্রে
Ο ঘ) বাকিতে পণ্য বিক্রয় ক্ষেত্রে
সঠিক উত্তর: (খ)
৪১. ব্যবহারের উদ্দেশ্যে ক্রীত কোনো সম্পত্তি বিক্রয় করা হলে-হিসাবকে ক্রেডিট করতে হয়
Ο ক) সংশ্লিষ্ট সম্পত্তি
Ο খ) সংশ্লিষ্ট দায়
Ο গ) আয়
Ο ঘ) ব্যয়
সঠিক উত্তর: (ক)
৪২. জাবেদা বইয়ের কোন কলামটি খতিয়ান তৈরির পর পূরন করা হয়?
Ο ক) ডেবিট টাকা
Ο খ) ক্রেডিট টাকা
Ο গ) খ. পৃ.
Ο ঘ) তারিখ
সঠিক উত্তর: (গ)
৪৩. ধারে বিক্রয়কৃত পণ্য খরিদ্দারগণ কোন কারণে ফেরত পাঠালে যে বইতে লিপিবদ্ধ করা হয় তার নাম কী?
Ο ক) ডেবিট নোট
Ο খ) ক্রেডিট নোট
Ο গ) বহির্মুখী ফেরত জাবেদা
Ο ঘ) অন্তর্মুখী ফেরত জাবেদা
সঠিক উত্তর: (ঘ)
৪৪. জাবেদা আসলে কী?
Ο ক) হিসাবের প্রাথমিক বই
Ο খ) পাকা খাতা
Ο গ) সহকারী বই
Ο ঘ) হিসাবের প্রাথমিক ও সহকারী বই
সঠিক উত্তর: (ঘ)
৪৫. একজন লোক দেউলিয়া ঘোষিত হলে তার জন্য ডেবিট হবে-
i. কুঋণ হিসাব
ii. অনাদায়ী দেনা সঞ্চিতি হিসাব
iii. দেনাদার হিসাব
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও ii
সঠিক উত্তর: (ক)
৪৬. প্রকৃত জাবেদার দাখিলা হল-
i. প্রারম্ভিক দাখিলা
ii. সমন্বয় দাখিলা
iii. সংশোধনী দাখিলা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৪৭. জাবেদার ছকে মোট ঘরের সংখ্যা-
Ο ক) দুটি
Ο খ) তিনটি
Ο গ) পাঁচটি
Ο ঘ) সাতটি
সঠিক উত্তর: (গ)
৪৮. কোনটি নগদ টাকায় পরিশোধ করা হয়?
Ο ক) প্রদত্ত বাট্টা
Ο খ) নগদ বাট্টা
Ο গ) প্রদত্ত কমিশন
Ο ঘ) কারবারী বাট্টা
সঠিক উত্তর: (গ)
৪৯. নগদ বাট্টা হিসাবের বইতে লিপিবদ্ধ করেন-
i. ক্রেতা
ii. বিক্রেতা
iii. পাইকার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)
৫০. মাল ফেরত পাঠানোর সময় ক্রেতা-বিক্রেতাকে যে নোট পাঠায় তা হচ্ছে-
i. ডেবিট নোট
ii. ক্রেডিট নোট
iii. ব্যাংক নোট
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও ii
সঠিক উত্তর: (ক)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
SSC Accounting