এস.এস.সি হিসাববিজ্ঞান অধ্যায় - ৪: মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন (১)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি হিসাববিজ্ঞান অধ্যায় - ৪: মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন (১) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com
১. একজন মেশিন ব্যবসায় কর্তৃক বিক্রয়ের উদ্দেশ্যে মেশিন ক্রয় করলে কোন জাতীয় ব্যয় হবে?
Ο ক) মূলধন জাতীয়
Ο খ) মুনাফা জাতীয়
Ο গ) বিলম্বিত মুনাফা জাতীয়
Ο ঘ) মূলধনায়িত
সঠিক উত্তর: (খ)

২. কোনটি মুনাফা জাতীয় আয়?
Ο ক) মাল ক্রয়
Ο খ) গাড়ি ক্রয়
Ο গ) মজুরি
Ο ঘ) মাল বিক্রয়
সঠিক উত্তর: (ঘ)

৩. মূলধন জাতীয় প্রাপ্তি বহির্ভূত কোনটি?
Ο ক) স্থায়ী সম্পত্তির বিক্রয়লব্ধ অর্থ
Ο খ) মালিক কর্তৃক মূলধন আনয়ন
Ο গ) ব্যাংক থেকে গৃহীত ঋণ
Ο ঘ) স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত লাভ
সঠিক উত্তর: (ঘ)

৪. কোন জাতীয় হিসাব থেকে আর্থিক অবস্থা নির্ণয় করা হয়?
Ο ক) মূলধন জাতীয় আয়
Ο খ) মূলধন জাতীয় ব্যয়
Ο গ) মুনাফা জাতীয় ব্যয়
Ο ঘ) মূলধন জাতীয় আয়ব্যয়
সঠিক উত্তর: (ঘ)

৫. ব্যবসায়ী জনাব ইরাদ একটি ফটোকপি দোকানের মালিক। তাঁর এ ব্যবসায়ে মূলধন জাতীয় ব্যয় হল-
Ο ক) ফটোস্ট্যাট মেশিন ক্রয়
Ο খ) ফটোস্ট্যাট-এর জন্য কাগজ ক্রয়
Ο গ) ফটোস্ট্যাট-এর জন্য কালি ক্রয়
Ο ঘ) ফটোস্ট্যাট মেরামত খরচ
সঠিক উত্তর: (ক)

৬. কোনটি মুনাফা জাতীয় আয় নয়?
Ο ক) প্রাপ্ত কমিশন
Ο খ) প্রাপ্ত বাট্টা
Ο গ) প্রাপ্ত ভাড়া
Ο ঘ) সম্পত্তি বিক্রয়ের অর্থ
সঠিক উত্তর: (ঘ)

৭. কর্মচারীদের বেতন প্রদান কীরূপ ব্যয়?
Ο ক) নিট ব্যয়
Ο খ) মোট ব্যয়
Ο গ) মুনাফা জাতীয় ব্যয়
Ο ঘ) মূলধন জাতীয় ব্যয়
সঠিক উত্তর: (গ)

৮. আর্থিক বিবরণীাতে মূলধন জাতীয় ব্যয়কে দেখানো হয়-
Ο ক) অদৃশ্য সম্পত্তি হিসাবে
Ο খ) দায় হিসাবে
Ο গ) দীর্ঘমেয়াদি দায় হিসাবে
Ο ঘ) সম্পত্তি হিসাবে
সঠিক উত্তর: (ঘ)

৯. ঋণ বা কর্জ গ্রহণ কোন ধরনের আয়?
Ο ক) নিয়মিত আয়
Ο খ) অন্তর্ভুক্ত আয়
Ο গ) নিয়মিত এবং বহির্ভুত আয়
Ο ঘ) অনিয়মিত এবং বহির্ভূত আয়
সঠিক উত্তর: (ঘ)

১০. হিসাবরক্ষণে মূলধন ও মুনাফা জাতীয় লেনদেনের প্রভাব কয় ধরনের?
Ο ক) ২
Ο খ) ৩
Ο গ) ৪
Ο ঘ) ৫
সঠিক উত্তর: (ক)

১১. বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় ব্যবসায়ের কোন ধরনের সম্পদ?
Ο ক) চলতি সম্পদ
Ο খ) স্থায়ী সম্পদ
Ο গ) অলিক সম্পদ
Ο ঘ) প্রাথমিক সম্পদ
সঠিক উত্তর: (গ)

১২. কপিরাইট কোন ধরনের লেনদেন?
Ο ক) মুনাফা জাতীয়
Ο খ) বিলম্বিত মুনাফা জাতীয়
Ο গ) মূলধনায়িত
Ο ঘ) মূলধন জাতীয়
সঠিক উত্তর: (ঘ)

১৩. লেনদেনের আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা জানতে প্রয়োজন হয়-
i. বিশদ আয় বিবরণীর
ii. মালিকানা স্বত্ব বিবরণীর
iii. আর্থিক অবস্থার বিবরণীর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১৪. কোনটি বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের উদাহরণ?
Ο ক) আগুনে বিনষ্ট পণ্য
Ο খ) অনাদায়ী পাওনা
Ο গ) রপ্তানি শুল্ক
Ο ঘ) বড় অংকের বিজ্ঞাপন খরচ
সঠিক উত্তর: (ঘ)

১৫. প্রাপ্ত কমিশন হল-
Ο ক) মূলধন জাতীয় প্রাপ্তি
Ο খ) মুনাফা জাতীয় ব্যয়
Ο গ) মুনাফা জাতীয় প্রাপ্তি
Ο ঘ) মুনাফা জাতীয় আয়
সঠিক উত্তর: (গ)

১৬. মূলধন জাতীয় ব্যয়ের ফলে-
Ο ক) সম্পত্তি অর্জিত হয়
Ο খ) সম্পত্তির মূল্য বৃদ্ধি পায়
Ο গ) ক ও খ উভয়ই
Ο ঘ) কোনটি নয়
সঠিক উত্তর: (গ)

১৭. বিক্রয় পরিবহন মুনাফা জাতীয় ব্যয় হওয়ার করণ কী?
Ο ক) ইহা ক্ষণস্থায়ী আবর্তক খরচ
Ο খ) ইহা নিয়মিত ও স্বল্পকালের জন্য
Ο গ) ইহা ক্ষণস্থায়ী খরচ
Ο ঘ) উপরের কোনটিই নয়
সঠিক উত্তর: (ক)

১৮. কোনটি দ্বারা প্রতিষ্ঠানের যাবতীয় দৈনন্দিন ব্যয় মেটানো হয়?
Ο ক) মুনাফা জাতীয় আয়
Ο খ) মুনাফা জাতীয় প্রাপ্তি
Ο গ) মূলধন জাতীয় প্রাপ্তি
Ο ঘ) মূলধন জাতীয় আয়
সঠিক উত্তর: (খ)

১৯. বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের উদাহরণ হল-
Ο ক) ব্যবসায় প্রতিষ্ঠান স্থানান্তর ব্যয়
Ο খ) যন্ত্রপাতি সংস্থাপন মজুরি
Ο গ) সম্পত্তি ক্রয়ের জাহাজ ভাড়া
Ο ঘ) আমদানি শুল্ক ও পরিবহন
সঠিক উত্তর: (ক)

২০. ‘ব্যাংক থেকে গৃহীত ঋণ’ -কোন জাতীয় লেনদেন?
Ο ক) মূলধন জাতীয় প্রাপ্তি
Ο খ) মূলধন জাতীয় ব্যয়
Ο গ) মুনাফা জাতীয় প্রাপ্তি
Ο ঘ) মুনাফা জাতীয় আয়
সঠিক উত্তর: (ক)

২১. মুলধন জাতীয় লেনদেনকে কত ভাগে ভাগ করা যায়?
Ο ক) ৩ ভাগে
Ο খ) ৫ ভাগে
Ο গ) ৪ ভাগে
Ο ঘ) ২ ভাগে
সঠিক উত্তর: (ঘ)

২২. মূলধন ও মুনাফা জাতীয় ব্যয়ের মূল পার্থক্য হচ্ছে-
Ο ক) দীর্ঘকালীন ও স্বল্পকালীন ফলাফল
Ο খ) একটি দৃশ্যমান অপরটি অদৃশ্য
Ο গ) একটি আয়তনে বড়, অন্যটি ছোট
Ο ঘ) একটি নিয়মিত ঘটে, অপরটি অনিয়মিত ঘটে
সঠিক উত্তর: (ক)

২৩. প্রাঙ্গণ উন্নয়ন কোন জাতীয় ব্যয়?
Ο ক) মূলধন জাতীয়
Ο খ) মুনাফা জাতীয়
Ο গ) বিলম্বিত মুনাফা জাতীয়
Ο ঘ) মূলধনায়িত
সঠিক উত্তর: (ক)

২৪. আগুনে বিনষ্ট পণ্য কোন জাতীয় ব্যয়?
Ο ক) মূলধন জাতীয় ব্যয়
Ο খ) বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়
Ο গ) মুনাফাজাতীয় ব্যয়
Ο ঘ) মোট ব্যয়
সঠিক উত্তর: (গ)

২৫. করিম ব্যাংক থেকে ১৪% হারে ২০,০০০ টাকা ঋণ গ্রহণ করেন। হিসাবকালে তিনি ব্যাংক সুদ প্রদান করেন। এ ক্ষেত্রে ব্যাংক সুদ হল-।
Ο ক) মুনাফাজাতীয় ব্যয়
Ο খ) মূলধনজাতীয় ব্যয়
Ο গ) বিলম্বিত মুনাফাজাতীয় ব্যয়
Ο ঘ) মূলধনায়িত ব্যয়
সঠিক উত্তর: (ক)

২৬. মূলধন জাতীয় ব্যয় দ্বারা কী পাওয়া যায়?
Ο ক) দালানকোঠা
Ο খ) আসবাবপত্র
Ο গ) ক ও খ
Ο ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর: (গ)

২৭. ট্রেডমার্ক কোন ধরনের ব্যয়?
i. মূলধন জাতীয় ব্যয়
ii. দায় জাতীয় ব্যয়
iii. মুনাফা জাতীয় ব্যয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও iii
সঠিক উত্তর: (ক)

২৮. ‘সম্পত্তি মেরামত বাবদ এককালীন অত্যধিক ব্যয়’ কোন জাতীয় ব্যয়?
Ο ক) মূলধন জাতীয় ব্যয়
Ο খ) মুনাফা জাতীয় ব্যয়
Ο গ) বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়
Ο ঘ) মূলধনায়িত ব্যয়
সঠিক উত্তর: (গ)

২৯. কোনটি মূলধন জাতীয় মূলধনায়িত অংশ?
Ο ক) মূলধন জাতীয় ব্যয়
Ο খ) মূলধনায়িত ব্যয়
Ο গ) মূলধন জাতীয় আয়
Ο ঘ) মুনাফা জাতীয় আয়
সঠিক উত্তর: (গ)

৩০. মুনাফা জাতীয় ব্যয় হল-
i. বিক্রয়ের জন্য গাড়ী ক্রয়
ii. ব্যবসায়ের ব্যবহারের জন্য যন্ত্রপাতি ক্রয়
iii. ডেলিভারি ভ্যানের রোড ট্যাক্স ও বিমা প্রিমিয়াম
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ)

৩১. যন্ত্রপাতি ক্রয়-বিক্রয়কারী প্রতিষ্ঠানের যন্ত্রপাতি বিক্রয়লব্ধ অর্থ-
Ο ক) মূলধন জাতীয় প্রাপ্তি
Ο খ) মূলধন জাতীয় আয়
Ο গ) মুনাফা জাতীয় আয়
Ο ঘ) মুনাফা জাতীয় প্রাপ্তি
সঠিক উত্তর: (ঘ)

৩২. মূলধন জাতীয় আয়গুলোকে আর্থিক বিবরণীতে কী ভাবে দেখানো হয়?
Ο ক) চলতি সম্পত্তি হিসাবে
Ο খ) স্থায়ী সম্পত্তি হিসাবে
Ο গ) দায় হিসাবে
Ο ঘ) অদৃশ্য সম্পত্তি হিসাবে
সঠিক উত্তর: (গ)

৩৩. জমি ক্রয়ের রেজিস্ট্রেশন ব্যয় মূলধন জাতীয় ব্যয় হওয়ার কারণ কি?
Ο ক) অনিয়মিত হওয়ার কারণে
Ο খ) দীর্ঘকাল সুবিধা ভোগ করা যাবে বলে
Ο গ) জমি ক্রয়ের সাথে অন্তর্ভুক্ত বলে
Ο ঘ) জমির আয়ুস্কাল বাড়াবে বলে
সঠিক উত্তর: (গ)

৩৪. নিচের কোনটি বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের উদাহরণ?
Ο ক) আগুণে বিনষ্ট পণ্য
Ο খ) অনাদায়ী পাওনা
Ο গ) রপ্তানি শুল্ক
Ο ঘ) নতুন পণ্য চালু করার জন্য অত্যাধিক বিজ্ঞাপন খরচ
সঠিক উত্তর: (ঘ)

৩৫. মূলধন জাতীয় ব্যয়টি নির্ণয় কর-
Ο ক) যন্ত্রপাপতির অবচয়
Ο খ) প্রাঙ্গণ উন্নয়ন
Ο গ) বিদ্যুৎ বিল
Ο ঘ) ইজারা সম্পত্তির অবলোপন
সঠিক উত্তর: (খ)

৩৬. একজন আসবাবপত্র ব্যবসায়ী বিক্রয়ের উদ্দেশ্য আসবাবপত্র ক্রয় করলে তা কোন জাতীয় ব্যয় হবে?
Ο ক) মুনাফা জাতীয়
Ο খ) মূলধন জাতীয়
Ο গ) মূলধনায়িত
Ο ঘ) বিলম্বিত মুনাফা জাতীয়
সঠিক উত্তর: (ক)

৩৭. বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় আর্থিক বিবরণীতে কীভাবে দেখানো হয়?
Ο ক) সাময়িকভাবে
Ο খ) স্থায়ীভাবে
Ο গ) অপ্রত্যাশিতভাবে
Ο ঘ) অনিশ্চিতভাবে
সঠিক উত্তর: (ক)

৩৮. বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় কোনটি?
Ο ক) অত্যধিক বিজ্ঞাপন ব্যয়
Ο খ) সুনাম অর্জনে ব্যয়
Ο গ) উৎপাদন ব্যয়
Ο ঘ) মেরামত ব্যয়
সঠিক উত্তর: (ক)

৩৯. যে সকল লেনদেন নিয়মিত সংঘটিত হয় তাকে কী বলে?
Ο ক) মুনাফা জাতীয় লেনদেন
Ο খ) মূলধনায়িত লেনদেন
Ο গ) মূলধন জাতীয় লেনদেন
Ο ঘ) সম্পত্তিবাচক লেনদেন
সঠিক উত্তর: (ক)

৪০. কারবারের নীট লাভ-ক্ষতি নির্ণয় করা অত্যন্ত জরুরী কেন?
Ο ক) কারবারের আর্থিক অবস্থা জানার জন্য
Ο খ) কারবারের মালিকের মালিকানা স্বত্ব নির্ণয়ের জন্য
Ο গ) মালিককে অর্জিত লাভের অতিরিক্ত অর্থ গ্রহণ থেকে বিরত রাখার জন্য
Ο ঘ) কারবারের সঞিতি তহবিল সৃষ্টির জন্য
সঠিক উত্তর: (গ)

৪১. যন্ত্রপাতির বড় ধরনের মেরামত খরচ-
Ο ক) মূলধন জাতীয় ব্যয়
Ο খ) মুনাফা জাতীয় ব্যয়
Ο গ) বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়
Ο ঘ) একটিও না
সঠিক উত্তর: (ক)

৪২. প্রাঙ্গন উন্নয়ন কোন জাতীয় ব্যয়?
Ο ক) মূলধন জাতীয়
Ο খ) মুনাফা জাতীয়
Ο গ) মূলধনায়িত
Ο ঘ) বিলম্বিত মুনাফা জাতীয়
সঠিক উত্তর: (ক)

৪৩. বিশদ আয় বিবরণীর বহির্ভূত লেনদেন হলো-
i. মুনাফা জাতীয় আয়
ii. মুনাফা জাতীয় ব্যয়
iii. মূলধন জাতীয় ব্যয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)

৪৪. বিক্রয় ২,৩০,০০০ টাকা; পুরাতন আসবাবপত্র বিক্রয় ৬,০০০ টাকা; ব্যাংক থেকে ঋণ গ্রহণ ৬৭,০০০ টাকা; কমিশন প্রাপ্তি ২,০০০ টাকা ও মালিক কর্তৃক প্রদত্ত মূলধন ১,২০,০০০ টাকা। এক্ষেত্রে মূলধন জাতীয় প্রাপ্তি হবে-
Ο ক) ১,৮৭,০০০ টাকা
Ο খ) ১,২৬,০০০ টাকা
Ο গ) ১,২০,০০০ টাকা
Ο ঘ) ১,৯৩,০০০ টাকা
সঠিক উত্তর: (ঘ)

৪৫. কোন ক্ষেত্রে সম্পত্তি অর্জিত হয়?
Ο ক) মুনাফা জাতীয় ব্যয়
Ο খ) মূলধন জাতীয় প্রাপ্তি
Ο গ) মুনাফা জাতীয় প্রাপ্তি
Ο ঘ) মূলধন জাতীয় ব্যয়
সঠিক উত্তর: (ঘ)

৪৬. বাজারে নতুন পণ্য চালু করার বিজ্ঞাপন খরচ-
i. মুনাফা জাতীয় ব্যয়
ii. মূলধনজাতীয় ব্যয়
iii. বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও iii
সঠিক উত্তর: (গ)

৪৭. পণ্য বিক্রয় কীরূপ আয়?
Ο ক) মুনাফা জাতীয়
Ο খ) মূলধন জাতীয়
Ο গ) অপরিচালন আয়
Ο ঘ) ক ও খ
সঠিক উত্তর: (ক)

৪৮. রেফ্রিজারেটর বিক্রয়লব্ধ অর্থ-
Ο ক) মুনাফাজাতীয় প্রাপ্তি
Ο খ) মূলধনজাতীয় প্রাপ্তি
Ο গ) মুনাফাজাতীয় আয়
Ο ঘ) মূলধন জাতীয় আয়
সঠিক উত্তর: (খ)

৪৯. ৬০,০০০ টাকায় মেশিন ক্রয় করে ব্যবহারোপযোগী না হওয়ায় ৭০,০০০ টাকায় বিক্রয় করা হল- এখানে মূলধন জাতীয় আয় কত?
Ο ক) ৬০,০০০ টাকা
Ο খ) ১০,০০০ টাকা
Ο গ) ৭০,০০০ টাকা
Ο ঘ) ১,৪০,০০০ টাকা
সঠিক উত্তর: (খ)

৫০. বিশদ আয় বিবরণীতে লিপিবদ্ধ হবে-
i. মুনাফা জাতীয় প্রাপ্তি
ii. মুনাফা জাতীয় আয়
iii. মূলধন জাতীয় ব্যয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও ii
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd

বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post