ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি হিসাববিজ্ঞান অধ্যায় - ৩: দুতরফা দাখিলা পদ্ধতি (১) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১. অর্থ সম্পর্কিত ঘটনা কীরূপ?
Ο ক) নির্দিষ্ট ও সজ্জিত
Ο খ) বৈচিত্রময়
Ο গ) পুরোনো ও বৈচিত্রময়
Ο ঘ) অগণিত ও বৈচিত্র্যময়
সঠিক উত্তর: (ঘ)
২. কোনটি ক্রয় জাবেদায় লিপিবদ্ধ হয়?
Ο ক) ধারে বিক্রয়
Ο খ) মুনাফাবিহীন বিক্রয়
Ο গ) নগদে ক্রয়
Ο ঘ) ধারে ক্রয়
সঠিক উত্তর: (ঘ)
৩. দুতরফা দাখিলা পদ্ধতির সুবিধা হল-
i. পূর্ণাঙ্গ হিসাব
ii. গাণিতিক নির্ভুলতা
iii. লাভ-লোকসান নিরূপণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৪. পূর্ববর্তী ও পরবর্তী বছরের মধ্যে ধারাবাহিকতা রক্ষা করে-
Ο ক) সমীকরণ
Ο খ) হিসাবচক্রের বিভিন্ন ধাপগুলো
Ο গ) চূড়ান্ত হিসাব
Ο ঘ) খতিয়ান
সঠিক উত্তর: (খ)
৫. আধুনিক হিসাব সমীকরণের মূল উপাদানগুলো হচ্ছে-
Ο ক) সম্পদ, দায় ও মালিকানা স্বত্ব
Ο খ) সম্পদ, আয়ব্যয়
Ο গ) মূলধন, সম্পদ, দায় ও ব্যয়
Ο ঘ) মূলধন, সম্পদ ও আয়ব্যয়
সঠিক উত্তর: (ক)
৬. হিসাব সমীকরণ অনুযায়ী মালিকের মূলধন বৃদ্ধি পায় ব্যবসায়ের-
i. সম্পত্তি বাড়লে
ii. দায় কমলে
iii. আয় বাড়লে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও ii
সঠিক উত্তর: (গ)
৭. ব্যবসায়ে কত ধরণের হিসাব দেখা যায়-
Ο ক) ২ ধরনের
Ο খ) ৩ ধরণনের
Ο গ) ৪ ধরনের
Ο ঘ) ৫ ধরনের
সঠিক উত্তর: (ঘ)
৮. একটি প্রতিষ্ঠানের মোট সম্পত্তি ৬০,০০০ টাকা। দায় মোট সম্পত্তির ১/৪ অংশ। কারবারের স্বত্বাধিকারীর পরিমাণ কত?
Ο ক) ৬০,০০০ টাকা
Ο খ) ৩০,০০০ টাকা
Ο গ) ৪০,০০০ টাকা
Ο ঘ) ৪৫,০০০ টাকা
সঠিক উত্তর: (ঘ)
৯. দুতরফা দাখিলা পদ্ধতিতে লেনদেনগুলো শ্রেণিবিন্যাস করে পৃথকভাবে কোথায় লিপিবদ্ধ হয়?
Ο ক) খতিয়ানে
Ο খ) জাবেদায়
Ο গ) নগদান বইতে
Ο ঘ) রেওয়ামিলে
সঠিক উত্তর: (ক)
১০. প্রতিটি লেনদেনের ফলে সৃষ্টি হয়-
i. দুটি একমুখী ফলাফল
ii. দুটি বিপরীতমুখী ও সমান ফলাফল
iii. দুটি বিপরীতমুখী ফলাফল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও iii
সঠিক উত্তর: (খ)
১১. নিচের কোনটি সুবিধা প্রদানকারী হিসাব?
Ο ক) দেনাদার
Ο খ) পাওনাদার
Ο গ) মালিক
Ο ঘ) শ্রমিক
সঠিক উত্তর: (খ)
১২. হিসাবের মোট ডেবিট টাকা কখন ক্রেডিট টাকার সমপরিমাণ হবে?
Ο ক) বছরের মাঝামাঝি
Ο খ) নির্দিষ্ট হিসাবকাল শেষে
Ο গ) প্রতিবছরের শেষে
Ο ঘ) বছরের যে কোনো সময়
সঠিক উত্তর: (ঘ)
১৩. লেনদেনকে কীসের মূল ভিত্তি বলা হয়?
Ο ক) দু’তরফা দাখিলার
Ο খ) সমীকরণের
Ο গ) চালানের
Ο ঘ) হিসাব রক্ষণের
সঠিক উত্তর: (ঘ)
১৪. ক্রয় ফেরত জাবেদায় লিপিবদ্ধ করা হয় কোনটি?
Ο ক) ধারে ক্রীত পণ্য ফেরত
Ο খ) ধারে ক্রীত সম্পত্তি ফেরত
Ο গ) নগদে ক্রীত সম্পত্তি ফেরত
Ο ঘ) ক্রীত সম্পত্তি ফেরত
সঠিক উত্তর: (ক)
১৫. প্রতিটি হিসাবখাতের জন্য পৃথকভাবে কোনটি তৈরি করা হয়?
Ο ক) খতিয়ান
Ο খ) জাবেদা
Ο গ) রেওয়ামিল
Ο ঘ) নগদান বই
সঠিক উত্তর: (ক)
১৬. দুতরফা দাখিলায় মোট ডেবিট টাকা-
Ο ক) মোট ডেবিট টাকার সমান হবে
Ο খ) মোট সম্পদের সমান হবে
Ο গ) মোট আয়ের সমান হবে
Ο ঘ) মোট ব্যয়ের সমান হবে
সঠিক উত্তর: (ক)
১৭. ধারে পণ্য ক্রয় করা হলে কোনটি বৃদ্ধি পায়?
Ο ক) দেনাদার এর পরিমাণ
Ο খ) পাওনাদার এর পরিমাণ
Ο গ) সম্পত্তির পরিমাণ
Ο ঘ) মালিকানাস্বত্ব এর পরিমাণ
সঠিক উত্তর: (খ)
১৮. হিসাবচক্রের ধাপগুলো-
Ο ক) লেনদেন শনাক্তকরণ, জাবেদাভুক্তকরণ, খতিয়ানে স্থানান্তর, রেওয়ামিল প্রস্তুতকরণ
Ο খ) জাবেদাভুক্তকরণ, লেনদেন বিশ্লেষণ, রেওয়ামিল প্রস্তুতকরণ, কার্যপত্র প্রস্তুত
Ο গ) জাবেদাভুক্তকরণ, খতিয়ানে স্থানান্তর, রেওয়ামিল প্রস্তুতকরণ, সমন্বয় দাখিলা
Ο ঘ) লেনদেন সনাক্তকরণ, লেনদেন বিশ্লেষণ, জাবেদাভুক্তকরণ, রেওয়ামিল প্রস্তুতকরণ
সঠিক উত্তর: (খ)
১৯. ‘আর্থিক বিবরণী প্রস্তুতকরণ’ হিসাবচক্রের কোন স্তরে রাখা হয়?
Ο ক) ৬ষ্ঠ স্তরে
Ο খ) ৭ম স্তরে
Ο গ) ৮ম স্তরে
Ο ঘ) ৯ম স্তরে
সঠিক উত্তর: (গ)
২০. প্রতিটি লেনদেনের ডেবিট পক্ষ ও ক্রেডিট পক্ষের টাকার পরিমাণ সর্বদা-
Ο ক) ডেবিট থেকে ক্রেডিট বেশি হবে
Ο খ) ক্রেডিট থেকে ডেবিট বেশি হবে
Ο গ) কম বা বেশি যেকোনোটি হতে পারে
Ο ঘ) সমান হবে
সঠিক উত্তর: (ঘ)
২১. একটি আয় হিসাব-
Ο ক) ডেবিট দ্বারা বৃদ্ধি পাবে
Ο খ) ক্রেডিট দ্বারা হ্রাস পাবে
Ο গ) সাধারণত ডেবিট জের দেখায়
Ο ঘ) ক্রেডিট দ্বারা বৃদ্ধি পাবে
সঠিক উত্তর: (ঘ)
২২. মূলধন বৃদ্ধি পেলে মূলধন হিসাব কী হয়?
Ο ক) স্থায়ী হয়
Ο খ) অভাব হয় না
Ο গ) ডেবিট হয়
Ο ঘ) ক্রেডিট হয়
সঠিক উত্তর: (ঘ)
২৩. কোন হিসাব পদ্ধতি অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ?
Ο ক) একতরফা দাখিলা পদ্ধতি
Ο খ) দুতরফা দাখিলা পদ্ধতি
Ο গ) উপরের দুইটি পদ্ধতি
Ο ঘ) উপরের কোনটিই নয়
সঠিক উত্তর: (ক)
২৪. কারবারি লেনদেনে যে পক্ষ সুবিধা পায় তাকে বলে-
Ο ক) পাওনাদার
Ο খ) দেনাদার
Ο গ) কোনটিই নয়
Ο ঘ) ক ও খ
সঠিক উত্তর: (খ)
২৫. সঠিক কর নির্ধারণ দুতরফা দাখিলা পদ্ধতির কী?
Ο ক) সুবিধা
Ο খ) উদ্দেশ্য
Ο গ) বৈশিষ্ট্য
Ο ঘ) লক্ষ্য
সঠিক উত্তর: (ক)
২৬. দুতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব রাখা প্রয়োজন। কারণ এ পদ্ধতিতে-
i. লেনদেনের পূর্ণাঙ্গ হিসাব রাখা সম্ভব হয়
ii. লেনদেনের নিখুঁত ফলাফল পাওয়া যায়
iii. এতে ব্যয় নিয়ন্ত্রণ করা যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৭. সম্পত্তিবাচক হিসাব ক্রেডিট হয়, যখন-
Ο ক) সম্পত্তি অর্জিত হয়
Ο খ) সম্পত্তি বৃদ্ধি পায়
Ο গ) সম্পত্তি হ্রাস পায়
Ο ঘ) সম্পত্তি সংযোজিত হয়
সঠিক উত্তর: (গ)
২৮. মালিকানাস্বত্বের বৃদ্ধি ঘটায় কোনটি?
Ο ক) দায়
Ο খ) পাওনাদার
Ο গ) ব্যয়
Ο ঘ) আয়
সঠিক উত্তর: (ঘ)
২৯. প্রারম্ভিক মূলধন ৭০,০০০ টাকা এবং সমাপনী মূলধন ৯০,০০০ টাকা হলে, লাভ/ক্ষতির পরিমাণ কত?
Ο ক) লাভ ২০,০০০ টাকা
Ο খ) ক্ষতি ২০,০০০ টাকা
Ο গ) ক্ষতি ৭০,০০০ টাকা
Ο ঘ) লাভ ৯০,০০০ টাকা
সঠিক উত্তর: (ক)
৩০. দুতরফা দাখিলা পদ্ধতি প্রতিটি লেনদেনকে প্রভাবিত করে-
i. একটি হিসাব খাত
ii. দুটি হিসাব খাত
iii. তিনটি হিসাব খাত
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও iii
সঠিক উত্তর: (খ)
৩১. একতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব সংরক্ষণে গুরুত্ব দেওয়া হয় না-
i. আয় হিসাবগুলো
ii. ব্যয় হিসাবগুলো
iii. সম্পদবাচক হিসাবগুলো
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)
৩২. খতিয়ানকরণ হিসাব চক্রের কততম ধাপ?
Ο ক) প্রথম ধাপ
Ο খ) দ্বিতীয় ধাপ
Ο গ) তৃতীয় ধাপ
Ο ঘ) চতুর্থ ধাপ
সঠিক উত্তর: (ঘ)
৩৩. লুকা প্যাসিওলি কত সালে দুতরফা দাখিলা পদ্ধতি ব্যাখ্যা করেন?
Ο ক) ১৪৯৪ সালে
Ο খ) ১৫৯৪ সালে
Ο গ) ১৬৯৪ সালে
Ο ঘ) ১৭৯৪ সালে
সঠিক উত্তর: (ক)
৩৪. হিসাব শুরু থেকে শেষ পর্যন্ত বিভিন্ন ধাপ অতিক্রম করে আবার পূর্বাবস্থায় চলে আসার প্রক্রিয়াকে বলা হয়-
i. হিসাবচক্র
ii. সর্বজনস্বীকৃতি নীতি
iii. আর্থিক বিবরণী
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও ii
সঠিক উত্তর: (ক)
৩৫. লেনদেনের ডেবিট ও ক্রেডিট উভয়দিক লিপিবদ্ধ করা হয় কোন পদ্ধতিতে?
Ο ক) একতরফা দাখিলা পদ্ধতিতে
Ο খ) বিশেষ দাখিলা পদ্ধতিতে
Ο গ) মিশ্র দাখিলা পদ্ধতিতে
Ο ঘ) দুতরফা দাখিলা পদ্ধতিতে
সঠিক উত্তর: (ঘ)
৩৬. জাবেদা থেকে লেনদেনগুলো পৃথকভাবে উপযুক্ত বিভিন্ন শিরোনামে স্থানান্তর করে সংশ্লিষ্ট যে হিসাবে অন্তর্ভুক্ত করা হয় দুতরফা দাখিলা পদ্ধতিতে তাকে কী বলে?
Ο ক) বিবৃতি
Ο খ) খতিয়ান
Ο গ) হিসাব
Ο ঘ) প্রাথমিক বই
সঠিক উত্তর: (খ)
৩৭. গাণিতিক শুদ্ধতা যাচাই দুতরফা দাখিলা পদ্ধতির কী প্রকাশ করে?
Ο ক) বৈশিষ্ট্য
Ο খ) উদ্দেশ্য
Ο গ) সুবিধা
Ο ঘ) প্রয়োজনীয়তা
সঠিক উত্তর: (গ)
৩৮. বৎসরান্তে বন্ধ করতে হয়-
i. মুনাফা জাতীয় আয় হিসাব
ii. মুনাফা জাতীয় ব্যয় হিসাব
iii. উত্তোলন হিসাব
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৯. দুতরফা দাখিলা পদ্ধতিতে কয়টি হিসাব খাত দ্বারা লেনদেন প্রভাবিত হয়?
Ο ক) একটি হিসাব খাত দ্বারা
Ο খ) দুটি হিসাব খাত দ্বারা
Ο গ) দু তারিখের দুটি হিসাব খাত দ্বারা
Ο ঘ) কোনো হিসাব খাত দ্বারা নয়
সঠিক উত্তর: (খ)
৪০. দুতরফা দাখিলা পদ্ধতি একটি বিজ্ঞানসম্মত পদ্ধতি। কারণ-
i. এতে বিজ্ঞানের সূত্র প্রয়োগ করা হয়
ii. এতে ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে প্রতিটি লেনদেন লিপিবদ্ধ করা হয়
iii. এতে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৪১. গাণিতিক নির্ভুলতা দুতরফা দাখিলা পদ্ধতির একটি-
Ο ক) বৈশিষ্ট্য
Ο খ) সুবিধা
Ο গ) উদ্দেশ্য
Ο ঘ) প্রয়োজনীয়তা
সঠিক উত্তর: (খ)
৪২. হিসাবচক্রের নবম ধাপে কোনটি আলোচিত হয়েছে?
Ο ক) আয় বিবরণী
Ο খ) সমাপনী দাখিলা
Ο গ) জাবেদা প্রস্তুতকরণ
Ο ঘ) কার্যপত্র প্রস্তুত
সঠিক উত্তর: (খ)
৪৩. প্রাপ্ত কমিশন ক্রেডিট হবে কেন?
Ο ক) সম্পত্তি বৃদ্ধি পায়
Ο খ) ব্যয় বৃদ্ধি পায়
Ο গ) আয় বৃদ্ধি পায়
Ο ঘ) মালিকানা স্বত্ব হ্রাস পায়
সঠিক উত্তর: (গ)
৪৪. প্রতিটি লেনদেনের ফলে সৃষ্টি হয়-
i. দুটি একমুখী ফলাফল
ii. দুটি বিপরীমুখী দাখিলার
iii. দুটি সমান ফলাফলের
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)
৪৫. ২০০৯ সালের শুরুতে ‘খান লি.’ এর মোট সম্পত্তির পরিমাণ ছিল ৩০,০০,০০০ টাকা। দায় ছিল ১০,০০,০০০ টাকা। বছর শেষে মোট সম্পত্তি বেড়ে দাঁড়ায় ৪০,০০,০০০ টাকা। দায় দাঁড়ায় ৭,০০,০০০ টাকা। ২০০৯ সালের শেষ তারিখের স্বত্বাধিকারের পরিমাণ কত টাকা বাড়বে বা কমবে?
Ο ক) ১৭ লক্ষ টাকা বাড়বে
Ο খ) ২৭ লক্ষ টাকা কমবে
Ο গ) ৭ লক্ষ টাকা কমবে
Ο ঘ) ১৩ লক্ষ টাকা বাড়বে
সঠিক উত্তর: (ঘ)
৪৬. দেনাদারের ওপর ১০% অনাদায়ী পাওনা সঞ্চিতি রাখা হলো। এ লেনদেন কোন বইতে লিখতে হবে?
Ο ক) ক্রয় জাবেদা
Ο খ) বিক্রয় জাবেদা
Ο গ) নগদান জাবেদা
Ο ঘ) প্রকৃত জাবেদা
সঠিক উত্তর: (ঘ)
৪৭. বিশ্লেষণকৃত হিসাবখাতগুলো প্রাথমিকভাবে কোথায় লিপিবদ্ধ হয়?
Ο ক) জাবেদাতে
Ο খ) নগদান বইতে
Ο গ) খতিয়ানে
Ο ঘ) রেওয়ামিলে
সঠিক উত্তর: (ক)
৪৮. দুতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব রাখলে -
Ο ক) আয় বেশি হয়
Ο খ) ব্যয় বেশি হয়
Ο গ) সুষ্ঠু হিসাব রাখা হয়
Ο ঘ) আসলে কিছুই হয় না
সঠিক উত্তর: (গ)
৪৯. কোনটি বহুঘর বিশিষ্ট বিবরণী?
Ο ক) আর্থিক বিবরণী
Ο খ) কার্যপত্র
Ο গ) প্রারম্ভিক জাবেদা
Ο ঘ) সমাপনী দাখিলা
সঠিক উত্তর: (খ)
৫০. একতরফা দাখিলা হিসাব পদ্ধতি একটি-
Ο ক) পূর্ণাঙ্গ হিসাব পদ্ধতি
Ο খ) অসম্পূর্ণ হিসাব পদ্ধতি
Ο গ) বৈজ্ঞানিক হিসাব পদ্ধতি
Ο ঘ) সুশৃঙ্খল হিসাব পদ্ধতি
সঠিক উত্তর: (খ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১. অর্থ সম্পর্কিত ঘটনা কীরূপ?
Ο ক) নির্দিষ্ট ও সজ্জিত
Ο খ) বৈচিত্রময়
Ο গ) পুরোনো ও বৈচিত্রময়
Ο ঘ) অগণিত ও বৈচিত্র্যময়
সঠিক উত্তর: (ঘ)
২. কোনটি ক্রয় জাবেদায় লিপিবদ্ধ হয়?
Ο ক) ধারে বিক্রয়
Ο খ) মুনাফাবিহীন বিক্রয়
Ο গ) নগদে ক্রয়
Ο ঘ) ধারে ক্রয়
সঠিক উত্তর: (ঘ)
৩. দুতরফা দাখিলা পদ্ধতির সুবিধা হল-
i. পূর্ণাঙ্গ হিসাব
ii. গাণিতিক নির্ভুলতা
iii. লাভ-লোকসান নিরূপণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৪. পূর্ববর্তী ও পরবর্তী বছরের মধ্যে ধারাবাহিকতা রক্ষা করে-
Ο ক) সমীকরণ
Ο খ) হিসাবচক্রের বিভিন্ন ধাপগুলো
Ο গ) চূড়ান্ত হিসাব
Ο ঘ) খতিয়ান
সঠিক উত্তর: (খ)
৫. আধুনিক হিসাব সমীকরণের মূল উপাদানগুলো হচ্ছে-
Ο ক) সম্পদ, দায় ও মালিকানা স্বত্ব
Ο খ) সম্পদ, আয়ব্যয়
Ο গ) মূলধন, সম্পদ, দায় ও ব্যয়
Ο ঘ) মূলধন, সম্পদ ও আয়ব্যয়
সঠিক উত্তর: (ক)
৬. হিসাব সমীকরণ অনুযায়ী মালিকের মূলধন বৃদ্ধি পায় ব্যবসায়ের-
i. সম্পত্তি বাড়লে
ii. দায় কমলে
iii. আয় বাড়লে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও ii
সঠিক উত্তর: (গ)
৭. ব্যবসায়ে কত ধরণের হিসাব দেখা যায়-
Ο ক) ২ ধরনের
Ο খ) ৩ ধরণনের
Ο গ) ৪ ধরনের
Ο ঘ) ৫ ধরনের
সঠিক উত্তর: (ঘ)
৮. একটি প্রতিষ্ঠানের মোট সম্পত্তি ৬০,০০০ টাকা। দায় মোট সম্পত্তির ১/৪ অংশ। কারবারের স্বত্বাধিকারীর পরিমাণ কত?
Ο ক) ৬০,০০০ টাকা
Ο খ) ৩০,০০০ টাকা
Ο গ) ৪০,০০০ টাকা
Ο ঘ) ৪৫,০০০ টাকা
সঠিক উত্তর: (ঘ)
৯. দুতরফা দাখিলা পদ্ধতিতে লেনদেনগুলো শ্রেণিবিন্যাস করে পৃথকভাবে কোথায় লিপিবদ্ধ হয়?
Ο ক) খতিয়ানে
Ο খ) জাবেদায়
Ο গ) নগদান বইতে
Ο ঘ) রেওয়ামিলে
সঠিক উত্তর: (ক)
১০. প্রতিটি লেনদেনের ফলে সৃষ্টি হয়-
i. দুটি একমুখী ফলাফল
ii. দুটি বিপরীতমুখী ও সমান ফলাফল
iii. দুটি বিপরীতমুখী ফলাফল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও iii
সঠিক উত্তর: (খ)
১১. নিচের কোনটি সুবিধা প্রদানকারী হিসাব?
Ο ক) দেনাদার
Ο খ) পাওনাদার
Ο গ) মালিক
Ο ঘ) শ্রমিক
সঠিক উত্তর: (খ)
১২. হিসাবের মোট ডেবিট টাকা কখন ক্রেডিট টাকার সমপরিমাণ হবে?
Ο ক) বছরের মাঝামাঝি
Ο খ) নির্দিষ্ট হিসাবকাল শেষে
Ο গ) প্রতিবছরের শেষে
Ο ঘ) বছরের যে কোনো সময়
সঠিক উত্তর: (ঘ)
১৩. লেনদেনকে কীসের মূল ভিত্তি বলা হয়?
Ο ক) দু’তরফা দাখিলার
Ο খ) সমীকরণের
Ο গ) চালানের
Ο ঘ) হিসাব রক্ষণের
সঠিক উত্তর: (ঘ)
১৪. ক্রয় ফেরত জাবেদায় লিপিবদ্ধ করা হয় কোনটি?
Ο ক) ধারে ক্রীত পণ্য ফেরত
Ο খ) ধারে ক্রীত সম্পত্তি ফেরত
Ο গ) নগদে ক্রীত সম্পত্তি ফেরত
Ο ঘ) ক্রীত সম্পত্তি ফেরত
সঠিক উত্তর: (ক)
১৫. প্রতিটি হিসাবখাতের জন্য পৃথকভাবে কোনটি তৈরি করা হয়?
Ο ক) খতিয়ান
Ο খ) জাবেদা
Ο গ) রেওয়ামিল
Ο ঘ) নগদান বই
সঠিক উত্তর: (ক)
১৬. দুতরফা দাখিলায় মোট ডেবিট টাকা-
Ο ক) মোট ডেবিট টাকার সমান হবে
Ο খ) মোট সম্পদের সমান হবে
Ο গ) মোট আয়ের সমান হবে
Ο ঘ) মোট ব্যয়ের সমান হবে
সঠিক উত্তর: (ক)
১৭. ধারে পণ্য ক্রয় করা হলে কোনটি বৃদ্ধি পায়?
Ο ক) দেনাদার এর পরিমাণ
Ο খ) পাওনাদার এর পরিমাণ
Ο গ) সম্পত্তির পরিমাণ
Ο ঘ) মালিকানাস্বত্ব এর পরিমাণ
সঠিক উত্তর: (খ)
১৮. হিসাবচক্রের ধাপগুলো-
Ο ক) লেনদেন শনাক্তকরণ, জাবেদাভুক্তকরণ, খতিয়ানে স্থানান্তর, রেওয়ামিল প্রস্তুতকরণ
Ο খ) জাবেদাভুক্তকরণ, লেনদেন বিশ্লেষণ, রেওয়ামিল প্রস্তুতকরণ, কার্যপত্র প্রস্তুত
Ο গ) জাবেদাভুক্তকরণ, খতিয়ানে স্থানান্তর, রেওয়ামিল প্রস্তুতকরণ, সমন্বয় দাখিলা
Ο ঘ) লেনদেন সনাক্তকরণ, লেনদেন বিশ্লেষণ, জাবেদাভুক্তকরণ, রেওয়ামিল প্রস্তুতকরণ
সঠিক উত্তর: (খ)
১৯. ‘আর্থিক বিবরণী প্রস্তুতকরণ’ হিসাবচক্রের কোন স্তরে রাখা হয়?
Ο ক) ৬ষ্ঠ স্তরে
Ο খ) ৭ম স্তরে
Ο গ) ৮ম স্তরে
Ο ঘ) ৯ম স্তরে
সঠিক উত্তর: (গ)
২০. প্রতিটি লেনদেনের ডেবিট পক্ষ ও ক্রেডিট পক্ষের টাকার পরিমাণ সর্বদা-
Ο ক) ডেবিট থেকে ক্রেডিট বেশি হবে
Ο খ) ক্রেডিট থেকে ডেবিট বেশি হবে
Ο গ) কম বা বেশি যেকোনোটি হতে পারে
Ο ঘ) সমান হবে
সঠিক উত্তর: (ঘ)
২১. একটি আয় হিসাব-
Ο ক) ডেবিট দ্বারা বৃদ্ধি পাবে
Ο খ) ক্রেডিট দ্বারা হ্রাস পাবে
Ο গ) সাধারণত ডেবিট জের দেখায়
Ο ঘ) ক্রেডিট দ্বারা বৃদ্ধি পাবে
সঠিক উত্তর: (ঘ)
২২. মূলধন বৃদ্ধি পেলে মূলধন হিসাব কী হয়?
Ο ক) স্থায়ী হয়
Ο খ) অভাব হয় না
Ο গ) ডেবিট হয়
Ο ঘ) ক্রেডিট হয়
সঠিক উত্তর: (ঘ)
২৩. কোন হিসাব পদ্ধতি অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ?
Ο ক) একতরফা দাখিলা পদ্ধতি
Ο খ) দুতরফা দাখিলা পদ্ধতি
Ο গ) উপরের দুইটি পদ্ধতি
Ο ঘ) উপরের কোনটিই নয়
সঠিক উত্তর: (ক)
২৪. কারবারি লেনদেনে যে পক্ষ সুবিধা পায় তাকে বলে-
Ο ক) পাওনাদার
Ο খ) দেনাদার
Ο গ) কোনটিই নয়
Ο ঘ) ক ও খ
সঠিক উত্তর: (খ)
২৫. সঠিক কর নির্ধারণ দুতরফা দাখিলা পদ্ধতির কী?
Ο ক) সুবিধা
Ο খ) উদ্দেশ্য
Ο গ) বৈশিষ্ট্য
Ο ঘ) লক্ষ্য
সঠিক উত্তর: (ক)
২৬. দুতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব রাখা প্রয়োজন। কারণ এ পদ্ধতিতে-
i. লেনদেনের পূর্ণাঙ্গ হিসাব রাখা সম্ভব হয়
ii. লেনদেনের নিখুঁত ফলাফল পাওয়া যায়
iii. এতে ব্যয় নিয়ন্ত্রণ করা যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৭. সম্পত্তিবাচক হিসাব ক্রেডিট হয়, যখন-
Ο ক) সম্পত্তি অর্জিত হয়
Ο খ) সম্পত্তি বৃদ্ধি পায়
Ο গ) সম্পত্তি হ্রাস পায়
Ο ঘ) সম্পত্তি সংযোজিত হয়
সঠিক উত্তর: (গ)
২৮. মালিকানাস্বত্বের বৃদ্ধি ঘটায় কোনটি?
Ο ক) দায়
Ο খ) পাওনাদার
Ο গ) ব্যয়
Ο ঘ) আয়
সঠিক উত্তর: (ঘ)
২৯. প্রারম্ভিক মূলধন ৭০,০০০ টাকা এবং সমাপনী মূলধন ৯০,০০০ টাকা হলে, লাভ/ক্ষতির পরিমাণ কত?
Ο ক) লাভ ২০,০০০ টাকা
Ο খ) ক্ষতি ২০,০০০ টাকা
Ο গ) ক্ষতি ৭০,০০০ টাকা
Ο ঘ) লাভ ৯০,০০০ টাকা
সঠিক উত্তর: (ক)
৩০. দুতরফা দাখিলা পদ্ধতি প্রতিটি লেনদেনকে প্রভাবিত করে-
i. একটি হিসাব খাত
ii. দুটি হিসাব খাত
iii. তিনটি হিসাব খাত
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও iii
সঠিক উত্তর: (খ)
৩১. একতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব সংরক্ষণে গুরুত্ব দেওয়া হয় না-
i. আয় হিসাবগুলো
ii. ব্যয় হিসাবগুলো
iii. সম্পদবাচক হিসাবগুলো
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)
৩২. খতিয়ানকরণ হিসাব চক্রের কততম ধাপ?
Ο ক) প্রথম ধাপ
Ο খ) দ্বিতীয় ধাপ
Ο গ) তৃতীয় ধাপ
Ο ঘ) চতুর্থ ধাপ
সঠিক উত্তর: (ঘ)
৩৩. লুকা প্যাসিওলি কত সালে দুতরফা দাখিলা পদ্ধতি ব্যাখ্যা করেন?
Ο ক) ১৪৯৪ সালে
Ο খ) ১৫৯৪ সালে
Ο গ) ১৬৯৪ সালে
Ο ঘ) ১৭৯৪ সালে
সঠিক উত্তর: (ক)
৩৪. হিসাব শুরু থেকে শেষ পর্যন্ত বিভিন্ন ধাপ অতিক্রম করে আবার পূর্বাবস্থায় চলে আসার প্রক্রিয়াকে বলা হয়-
i. হিসাবচক্র
ii. সর্বজনস্বীকৃতি নীতি
iii. আর্থিক বিবরণী
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও ii
সঠিক উত্তর: (ক)
৩৫. লেনদেনের ডেবিট ও ক্রেডিট উভয়দিক লিপিবদ্ধ করা হয় কোন পদ্ধতিতে?
Ο ক) একতরফা দাখিলা পদ্ধতিতে
Ο খ) বিশেষ দাখিলা পদ্ধতিতে
Ο গ) মিশ্র দাখিলা পদ্ধতিতে
Ο ঘ) দুতরফা দাখিলা পদ্ধতিতে
সঠিক উত্তর: (ঘ)
৩৬. জাবেদা থেকে লেনদেনগুলো পৃথকভাবে উপযুক্ত বিভিন্ন শিরোনামে স্থানান্তর করে সংশ্লিষ্ট যে হিসাবে অন্তর্ভুক্ত করা হয় দুতরফা দাখিলা পদ্ধতিতে তাকে কী বলে?
Ο ক) বিবৃতি
Ο খ) খতিয়ান
Ο গ) হিসাব
Ο ঘ) প্রাথমিক বই
সঠিক উত্তর: (খ)
৩৭. গাণিতিক শুদ্ধতা যাচাই দুতরফা দাখিলা পদ্ধতির কী প্রকাশ করে?
Ο ক) বৈশিষ্ট্য
Ο খ) উদ্দেশ্য
Ο গ) সুবিধা
Ο ঘ) প্রয়োজনীয়তা
সঠিক উত্তর: (গ)
৩৮. বৎসরান্তে বন্ধ করতে হয়-
i. মুনাফা জাতীয় আয় হিসাব
ii. মুনাফা জাতীয় ব্যয় হিসাব
iii. উত্তোলন হিসাব
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৯. দুতরফা দাখিলা পদ্ধতিতে কয়টি হিসাব খাত দ্বারা লেনদেন প্রভাবিত হয়?
Ο ক) একটি হিসাব খাত দ্বারা
Ο খ) দুটি হিসাব খাত দ্বারা
Ο গ) দু তারিখের দুটি হিসাব খাত দ্বারা
Ο ঘ) কোনো হিসাব খাত দ্বারা নয়
সঠিক উত্তর: (খ)
৪০. দুতরফা দাখিলা পদ্ধতি একটি বিজ্ঞানসম্মত পদ্ধতি। কারণ-
i. এতে বিজ্ঞানের সূত্র প্রয়োগ করা হয়
ii. এতে ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে প্রতিটি লেনদেন লিপিবদ্ধ করা হয়
iii. এতে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৪১. গাণিতিক নির্ভুলতা দুতরফা দাখিলা পদ্ধতির একটি-
Ο ক) বৈশিষ্ট্য
Ο খ) সুবিধা
Ο গ) উদ্দেশ্য
Ο ঘ) প্রয়োজনীয়তা
সঠিক উত্তর: (খ)
৪২. হিসাবচক্রের নবম ধাপে কোনটি আলোচিত হয়েছে?
Ο ক) আয় বিবরণী
Ο খ) সমাপনী দাখিলা
Ο গ) জাবেদা প্রস্তুতকরণ
Ο ঘ) কার্যপত্র প্রস্তুত
সঠিক উত্তর: (খ)
৪৩. প্রাপ্ত কমিশন ক্রেডিট হবে কেন?
Ο ক) সম্পত্তি বৃদ্ধি পায়
Ο খ) ব্যয় বৃদ্ধি পায়
Ο গ) আয় বৃদ্ধি পায়
Ο ঘ) মালিকানা স্বত্ব হ্রাস পায়
সঠিক উত্তর: (গ)
৪৪. প্রতিটি লেনদেনের ফলে সৃষ্টি হয়-
i. দুটি একমুখী ফলাফল
ii. দুটি বিপরীমুখী দাখিলার
iii. দুটি সমান ফলাফলের
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)
৪৫. ২০০৯ সালের শুরুতে ‘খান লি.’ এর মোট সম্পত্তির পরিমাণ ছিল ৩০,০০,০০০ টাকা। দায় ছিল ১০,০০,০০০ টাকা। বছর শেষে মোট সম্পত্তি বেড়ে দাঁড়ায় ৪০,০০,০০০ টাকা। দায় দাঁড়ায় ৭,০০,০০০ টাকা। ২০০৯ সালের শেষ তারিখের স্বত্বাধিকারের পরিমাণ কত টাকা বাড়বে বা কমবে?
Ο ক) ১৭ লক্ষ টাকা বাড়বে
Ο খ) ২৭ লক্ষ টাকা কমবে
Ο গ) ৭ লক্ষ টাকা কমবে
Ο ঘ) ১৩ লক্ষ টাকা বাড়বে
সঠিক উত্তর: (ঘ)
৪৬. দেনাদারের ওপর ১০% অনাদায়ী পাওনা সঞ্চিতি রাখা হলো। এ লেনদেন কোন বইতে লিখতে হবে?
Ο ক) ক্রয় জাবেদা
Ο খ) বিক্রয় জাবেদা
Ο গ) নগদান জাবেদা
Ο ঘ) প্রকৃত জাবেদা
সঠিক উত্তর: (ঘ)
৪৭. বিশ্লেষণকৃত হিসাবখাতগুলো প্রাথমিকভাবে কোথায় লিপিবদ্ধ হয়?
Ο ক) জাবেদাতে
Ο খ) নগদান বইতে
Ο গ) খতিয়ানে
Ο ঘ) রেওয়ামিলে
সঠিক উত্তর: (ক)
৪৮. দুতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব রাখলে -
Ο ক) আয় বেশি হয়
Ο খ) ব্যয় বেশি হয়
Ο গ) সুষ্ঠু হিসাব রাখা হয়
Ο ঘ) আসলে কিছুই হয় না
সঠিক উত্তর: (গ)
৪৯. কোনটি বহুঘর বিশিষ্ট বিবরণী?
Ο ক) আর্থিক বিবরণী
Ο খ) কার্যপত্র
Ο গ) প্রারম্ভিক জাবেদা
Ο ঘ) সমাপনী দাখিলা
সঠিক উত্তর: (খ)
৫০. একতরফা দাখিলা হিসাব পদ্ধতি একটি-
Ο ক) পূর্ণাঙ্গ হিসাব পদ্ধতি
Ο খ) অসম্পূর্ণ হিসাব পদ্ধতি
Ο গ) বৈজ্ঞানিক হিসাব পদ্ধতি
Ο ঘ) সুশৃঙ্খল হিসাব পদ্ধতি
সঠিক উত্তর: (খ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
SSC Accounting