Today's Exam আমাদের জীবনে রসায়ন

1. কোন অণুঘটকের দ্বারা তেলকে চর্বিতে পরিণত করা যায়?
ক) Ni
খ) Fe
গ) Al
ঘ) Pd
2. IUPAC কোন সালকে রসায়নের বছর হিসেবে পালন করে?
ক) 2004
খ) 2009
গ) 2010
ঘ) 2011
3. বেকিং পাউডারের মূল উপাদান কোনটি?
ক) খাবার লবণ
খ) চুনাপাথর
গ) সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট
ঘ) সোডিয়াম কার্বনেট
4. গ্লাস ক্লিনারের মূল উপাদান কোনটি?
ক) CO2
খ) NH3
গ) SO2
ঘ) NO2
5. পাউরুটি তৈরিতে ময়দা ফোলার কারণ কোনটি?
ক) স্ববাত শ্বসন
খ) অবাত শ্বসন
গ) সালোকসংশ্লেষণ
ঘ) বেকিং পাউডার
6. তৈল ও চর্বির ক্ষারীয় আর্দ্র বিশ্লেষণকে কী বলে?
ক) ডায়াজোকরণ
খ) ফারমেন্টেশন
গ) সাবানায়ন
ঘ) আর্দ্র বিশ্লেষণ
7. অ্যামোনিয়া গ্যাস উৎপাদনে ব্যবহৃত হাইড্রোজেন ও নাইট্রোজেনের অনুপাত কত?
ক) 1:2
খ) 1:3
গ) 2:1
ঘ) 3:1
8. পাকস্থলিতে কোন এসিড উৎপন্ন হয়?
ক) HNO3
খ) H2SO4
গ) HClO4
ঘ) HCl
9. রং বা পেইন্ট শিল্পে ফিলার হিসেবে ব্যবহার করা হয় নিচের কোনটি?
ক) NaHCO3
খ) Ca(OCl)Cl
গ) NH3
ঘ) CaCO3
10. সাবান উৎপাদনের সময় উপজাত হিসেবে কী পাওয়া যায়?
ক) গ্লিসারিন
খ) মিথানল
গ) অ্যালকোহল
ঘ) এস্টার
Score =
Correct answers:

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post