এস.এস.সি পদার্থ বিজ্ঞান অধ্যায় - ৭: তরঙ্গ ও শব্দ (৫)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি পদার্থ বিজ্ঞান অধ্যায় - ৭: তরঙ্গ ও শব্দ (৫) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
২০১. পুকুরের পাড় থেকে এর মাঝখানে একটি ঢিল ছোড়া হলো। এতে পুকুরের পানি আন্দোলিত হয়ে-
i. শক্তি সঞ্চারণ করবে
ii. পর্যায়ক্রমিক ওঠা-নামার মাধ্যমে সঞ্চারিত হবে
iii. পুকুরের পাড়ে গিয়ে পৌঁছাবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

২০২. তরঙ্গ প্রবাহের ক্ষেত্রে-
i. শক্তি ও তথ্য সঞ্চারিত হয়
ii. তরঙ্গ বেগ এবং মাধ্যমের কণাগুলোর সম্পন্দনের বেগ একই থাকে
iii. সাম্যাবস্থানে মাধ্যমের কণাগুলোর বেগ সবচেয়ে বেশি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

২০৩. গতির সামগ্রিক অবস্থা বলতে বুঝায়- i. গতির দিক ii. সরণ iii. বেগ নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

২০৪. 400C তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ কত হবে?
Ο ক) 350ms-1
Ο খ) 356ms-1
Ο গ) 308ms-1
Ο ঘ) 332ms-1
সঠিক উত্তর: (খ)

২০৫. বাদুড় রাতে কিভাবে চলাফেরা করে?
Ο ক) শব্দোত্তর তরঙ্গ সৃষ্টি করে তার প্রতিধ্বনি শুনে
Ο খ) শব্দেতর তরঙ্গ সৃষ্টি করে তার প্রতিধ্বনি শুনে
Ο গ) কোন উৎস থেকে সরাসরি আলো এসে চোখে পড়লে
Ο ঘ) আলো প্রতিফলি বা প্রতিসরিত হয়ে বাদুড়ের চক্ষু লেন্সে পড়লে
সঠিক উত্তর: (ক)

২০৬. শব্দ দূষণ প্রতিরোধে কার্যকরী পদক্ষেপ-
i. রাস্তার ধারে শব্দ শোষণকারী গাছপালা লাগানো
ii. কলকারখানায় শব্দ শোষণ যন্ত্রের ব্যবহার চালু করা
iii. সরকারের তরফ থেকে আইন প্রণয়ন করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

২০৭. মানসিক উত্তেজনা ও মেজাজ খিটখিটে হওয়ার কারণ কী?
Ο ক) বায়ুদূষণ
Ο খ) পানিদূষণ
Ο গ) পরিবেশ দূষণ
Ο ঘ) শব্দ দূষণ
সঠিক উত্তর: (ঘ)

২০৮. শব্দ কতটা জোরে হচ্ছে তা বোঝা যায়-
i. তীক্ষ্মতা দ্বারা
ii. তীব্রতা দ্বারা
iii. প্রাবল্য দ্বারা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)

২০৯. একটি সুরশলাকা বায়ুতে 0.2m তরঙ্গদৈর্ঘ্যের শব্দ সৃষ্টি করে। বায়ুতে শব্দের বেগ 340ms-1 হলে সুরশলাকার কম্পাঙ্ক হবে-
i. 1700s-1
ii. 1700Hz
iii. 1700m
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

২১০. প্রতি ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধিতে শব্দের বেগ কত বৃদ্ধি পায়?
Ο ক) 0.5m/s
Ο খ) 0.6m/s
Ο গ) 0.78 m/s
Ο ঘ) 0.8 m/s
সঠিক উত্তর: (খ)

২১১. FM রেডিও-তে ঢাকা বেতার কেন্দ্রের অনুষ্ঠান শুনতে না পাওয়ার কারণ কোনটি?
Ο ক) কম্পাঙ্ক তরঙ্গদৈর্ঘ্যর সমানুপাতে পরিবর্তিত হয় বলে
Ο খ) কম্পাঙ্ক তরঙ্গদৈর্ঘ্যর ব্যস্তানুপাতে পরিবর্তিত হয় বলে
Ο গ) কম্পাঙ্ক তরঙ্গবেগের সমানুপাতে পরিবর্তিত হয় বলে
Ο ঘ) কম্পাঙ্ক তরঙ্গবেগের ব্যস্তানুপাতে পরিবর্তিত হয় বলে
সঠিক উত্তর: (খ)

২১২. পর পর দুটি তরঙ্গশীর্ষ বা তরঙ্গপাদের মধ্যবর্তী দূরত্বকে কী বলে?
Ο ক) তরঙ্গ বেগ
Ο খ) তরঙ্গদৈর্ঘ্য
Ο গ) দশা
Ο ঘ) কম্পাঙ্ক
সঠিক উত্তর: (খ)

২১৩. নিচের তথ্যগুলো লক্ষ্য করো-
i. তরঙ্গ দুই প্রকার
ii. অনুপ্রস্থ তরঙ্গ কম্পনের দিকের সাথে লম্বভাবে অগ্রসর হয়
iii. অনুপ্রস্থ তরঙ্গের কম্পনের দিক গতির দিকের সাথে সমান্তরাল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

২১৪. নিচের তথ্যগুলো লক্ষ করো-
i. তরঙ্গ সৃষ্টি হয় কম্পনশীল বস্তু থেকে
ii. কম্পনশীল বস্তুর কম্পাঙ্ক তরঙ্গের কম্পাঙ্কের সমান
iii. এক সেকেন্ডে একটি পূর্ণ স্পন্দন সম্পন্ন হলে তাকে 1Hz বলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

২১৫. দাতের স্কেলিং বা পাথর তোলার জন্য কী ব্যবহার করা হয়?
Ο ক) শব্দোতর তরঙ্গ
Ο খ) শব্দোত্তর তরঙ্গ
Ο গ) চুম্বক তরঙ্গ
Ο ঘ) বেতার তরঙ্গ
সঠিক উত্তর: (খ)

২১৬. কোন একদিন বায়ুতে শব্দের বেগ 345.2ms-1 হলে ঐদিন তাপমাত্রা কত ছিল?
Ο ক) 00C
Ο খ) 100C
Ο গ) 220C
Ο ঘ) 250C
সঠিক উত্তর: (গ)

২১৭. একটি বস্তু বাতাসে 1700Hz এ শব্দ সৃষ্টি করে। বাতাসে শব্দের বেগ 340ms-1 হলে শব্দের তরঙ্গদৈর্ঘ্য কত?
Ο ক) 0.2ms-1
Ο খ) 5.0ms-1
Ο গ) 5.0m
Ο ঘ) 0.2m
সঠিক উত্তর: (ঘ)

২১৮. বায়ু অপেক্ষা পানিতে শব্দের বেগ কত গুণ বেশি?
Ο ক) 3 গুণ
Ο খ) 4 গুণ
Ο গ) 5 গুণ
Ο ঘ) 6 গুণ
সঠিক উত্তর: (খ)

২১৯. কোন তরঙ্গের ক্ষেত্রের কম্পনের দিক তরঙ্গের গতির দিকের সাথে আড়াআড়ি থাকে?
Ο ক) অনুদৈর্ঘ্য তরঙ্গ
Ο খ) অনুপ্রস্থ তরঙ্গ
Ο গ) শব্দ তরঙ্গ
Ο ঘ) স্প্রিং এর তরঙ্গ
সঠিক উত্তর: (খ)

২২০. স্পন্দন গতি-
i. সরল দোলকের গতি
ii. ঘড়ির কাঁটার গতি
iii. সুরশলাকার কম্পনের গতি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

২২১. তরঙ্গ সঞ্চালনকারী কোনো কণা এক সেকেন্ডে যতগুলো স্পন্দন সম্পন্ন করে তাকে কী বলে?
Ο ক) কম্পাঙ্ক
Ο খ) তরঙ্গেরবেগ
Ο গ) বিস্তার
Ο ঘ) পর্যায়কাল
সঠিক উত্তর: (ক)

২২২. লোহার একটি ফাঁকা নলের এক প্রান্ত হাতুড়ী দিয়ে একবার আঘাত করে অপর প্রান্তে কান রাখলে দুটি শব্দ শোনা যায়। কারণ-
i. ফাঁপা নলের মধ্যদিয়ে শব্দের প্রতিফলন ঘটে
ii. বায়ু মাধ্যমের চেয়ে কঠিন মাধ্যমে শব্দ জোরে চলে
iii. শব্দ দুটি 0.1s এর বেশি ব্যবধানে কানে প্রবেশ করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)

২২৩. একটি ফাঁপা নলের এক প্রান্ত হাতুড়ি দিয়ে একবার আঘাত করে অপর প্রান্তে কান রাখলে দুটি শব্দ শোনা যায়। কারণ-
i. ফাঁপা নলের মধ্য দিয়ে তরঙ্গ প্রতিফলিত হয়
ii. বায়ু মাধ্যমের চেয়ে কঠিন মাধ্যমের শব্দ জোরে চলে
iii. ফাঁপা নলের বাইরে ও ভিতর দিয়ে শব্দ তরঙ্গের দ্রুতি সমান হয় না
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

২২৪. শব্দোত্তর কম্পাঙ্কের শব্দ কোন প্রাণী শুনতে পারে?
Ο ক) মানুষ
Ο খ) মৌমাছি
Ο গ) বিড়াল
Ο ঘ) বাঘ
সঠিক উত্তর: (খ)

২২৫. স্প্রিং-এর গতিকে কী বলে?
Ο ক) দোলন
Ο খ) স্পন্দন
Ο গ) পর্যাবৃত্ত
Ο ঘ) তরঙ্গ গতি
সঠিক উত্তর: (খ)

২২৬. কূপের উপর থেকে পানি পৃষ্ঠের গভীরতা 25m হলে প্রতিফলিত শব্দ কত দূরত্ব অতিক্রম করবে?
Ο ক) 12.5m
Ο খ) 25m
Ο গ) 50m
Ο ঘ) 75m
সঠিক উত্তর: (গ)

২২৭. নিচের তথ্যগুলো লক্ষ্য করো-
i. SONAR এ শব্দেতর তরঙ্গ ব্যবহার করা হয়
ii. ওয়াশিং মেশিনে শব্দোত্তর তরঙ্গ ব্যবহার করা হয়
iii. আল্ট্রসনোগ্রাফিতে শব্দোত্তর তরঙ্গ ব্যবহার করা হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)

২২৮. বাতাসের আর্দ্রতা বেড়ে গেলে শব্দের দ্রুতির কী পরিবর্তন হয়?
Ο ক) কমে যায়
Ο খ) বেড়ে যায়
Ο গ) সমান থাকে
Ο ঘ) শূন্য হয়ে যায়
সঠিক উত্তর: (খ)

২২৯. কোনো শব্দের প্রতিধ্বনি শুনতে হলে প্রতিফলককে-
i. শ্রোতা থেকে কমপক্ষে 16.6m দূরত্বে রাখতে হবে
ii. যে কোনো কঠিন মাধ্যমে রাখতে হবে
iii. আকারে বড় হতে হবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

২৩০. শব্দেতর তরঙ্গ সৃষ্টি করে-
Ο ক) আল্ট্রসনোগ্রাফি
Ο খ) ভূমিকম্প
Ο গ) ওয়াশিং মেশিন
Ο ঘ) SONAR
সঠিক উত্তর: (খ)

২৩১. কম্পাঙ্ক f এবং পর্যায়কাল T=5 সেকেন্ড হলে f= কত?
Ο ক) 0.02Hz
Ο খ) 2Hz
Ο গ) 0.2Hz
Ο ঘ) 10Hz
সঠিক উত্তর: (গ)

২৩২. আধুনিক ওয়াশিং মেশিনে কী ব্যবহার করে কাপড়ের ময়লা পরিষ্কার করা হয়?
Ο ক) শব্দেতর তরঙ্গ
Ο খ) শব্দোত্তর তরঙ্গ
Ο গ) আলোক তরঙ্গ
Ο ঘ) চুম্বক তরঙ্গ
সঠিক উত্তর: (খ)

২৩৩. একটি সুরশলাকার কম্পাঙ্ক 400Hz এবং বায়ুতে শব্দের বেগ প্রতি সেকেন্ডে 300m হলে সুরেলী কাঁটার 30টি কম্পনে শব্দ কতদুর যাবে?
Ο ক) 0.0225m
Ο খ) 0.225m
Ο গ) 2.25m
Ο ঘ) 22.5m
সঠিক উত্তর: (ঘ)

২৩৪. নিচের তথ্যগুলো লক্ষ্য করা-
i. বাদুরের শ্রাব্যতার উর্ধ্বসীমা 10000Hz
ii. বাদুরের দেহ বিদ্যুৎ পরিবাহী
iii. মাঝে মাঝে বৈদ্যুতিক তারে ঝুলন্ত মরা বাদুর দেখা যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)

২৩৫. শব্দ দূষণ কমানোর জন্য কী করতে হবে?
Ο ক) উচ্চস্বরে মাইক বাজাতে হবে
Ο খ) গাড়ির হর্ণ বাজাতে হবে
Ο গ) লোকালয় দূরে কারখানা স্থাপন করতে হবে
Ο ঘ) বেশি করে ঢোল বাজাতে হবে
সঠিক উত্তর: (গ)

২৩৬. পর্যাবৃত্ত গতি পাওয়া যায়-
i. ঘড়ির কাঁটা থেকে
ii. বৈদ্যুতিক পাখা থেকে
iii. সরল দোলকের দোলগতি থেকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

২৩৭. একটি পূর্ণ তরঙ্গ উৎপন্ন করতে তরঙ্গ সৃষ্টিকারী বস্তুকণার যে সময় প্রয়োজন হয় তাকে কী বলে?
Ο ক) দশা
Ο খ) বিস্তার
Ο গ) পর্যায়কাল
Ο ঘ) তরঙ্গদৈর্ঘ্য
সঠিক উত্তর: (গ)

২৩৮. যে শব্দের কম্পাংক 20 এর কম তাকে কী বলে?
Ο ক) আল্ট্রাসনিক কম্পন
Ο খ) সুপারসনিক কম্পন
Ο গ) ইনফ্রাসনিক কম্পন
Ο ঘ) হারমোনিক কম্পন
সঠিক উত্তর: (গ)

২৩৯. অনুপ্রস্থ তরঙ্গের কণাগুলো কম্পনের দিকের সাথে তরঙ্গ প্রবাহের দিকের মধ্যবর্তী কোণ কত?
Ο ক) 00
Ο খ) 300
Ο গ) 450
Ο ঘ) 900
সঠিক উত্তর: (ঘ)

২৪০. উৎসের কম্পাঙ্ক 20Hz থেকে 20,000Hz এর মধ্যে সীমিত থাকলেই কেবল আমরা শব্দ শুনতে পাই। একে বলে-
Ο ক) শ্রাব্যতার সীমা
Ο খ) শ্রাব্যতার পাল্লা
Ο গ) শ্রাব্যতার উর্ধ্বসীমা
Ο ঘ) শব্দেতর পাল্লা
সঠিক উত্তর: (খ)

২৪১. কোন শব্দ উৎসের নিয়মিত ও পর্যাবৃত্ত কম্পনের ফলে উৎপন্ন হয়?
Ο ক) বিরক্তিকর শব্দ
Ο খ) সুরবিহীন শব্দ
Ο গ) সুরযুক্ত শব্দ
Ο ঘ) শ্রুতিকটু শব্দ
সঠিক উত্তর: (গ)

২৪২. সুরযুক্ত শব্দের যে বৈশিষ্ট্যের জন্য বিভিন্ন উৎস থেকে উৎপন্ন একই প্রাবল্য ও তীক্ষ্মতাযুক্ত শব্দের মধ্যে পার্থক্য বুঝা যায় তাকে কী বলে?
Ο ক) তীক্ষ্মতা
Ο খ) তীব্রতা
Ο গ) গুণ
Ο ঘ) বেগ
সঠিক উত্তর: (গ)

২৪৩. ঢাকা বেতার কেন্দ্র মিডিয়াম ওয়েভে 630kHz এর অনুষ্ঠান সম্প্রচার করে। রেডিও তরঙ্গের বেগ 3108ms-1 হলে তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় কর।
Ο ক) 456.19m
Ο খ) 476.91m
Ο গ) 476.19m
Ο ঘ) 312.25m
সঠিক উত্তর: (গ)

২৪৪. শব্দ দূষণ কমানোর জন্য-
i. শব্দ শোষণকারী গাছ লাগাতে হবে
ii. কলকারখানায় শব্দ শোষণ যন্ত্র ব্যবহার করতে হবে
iii. লোকালয়ের আশেপাশে বিমানবন্দর স্থাপন করতে হবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

২৪৫. 200C তাপমাত্রায় শব্দের বেগ 1450ms-1 কোনটিতে?
Ο ক) বায়ুতে
Ο খ) পানিতে
Ο গ) লোহায়
Ο ঘ) কাচে
সঠিক উত্তর: (খ)

২৪৬. প্রকৃতপক্ষে শব্দ শোনার জন্য প্রয়োজন হয়-
i. কম্পনের
ii. মাধ্যমের
iii. শ্রবণানুভূতির
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

২৪৭. অল্প বিস্তারে দোলায়মান ববের গতি-
i. পর্যায়বৃত্ত গতি
ii. স্পন্দন গতি
iii. সরলরৈখিক গতি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

২৪৮. 250Hz কম্পাঙ্ক বিশিষ্ট সুর শলাকা হতে নিঃসৃত শব্দ বাতাসে 3s এ 1050m দূরত্ব অতিক্রম। বায়ুতে শব্দের তরঙ্গদৈর্ঘ্য কত?
Ο ক) 1.4m
Ο খ) 1.36m
Ο গ) 12.6m
Ο ঘ) 38.9m
সঠিক উত্তর: (ক)

২৪৯. একটি বায়ু নিষ্কাশন যন্ত্রের রিসিভারের মধ্যে একটি বৈদ্যুতিক ঘন্টাকে ঝুলিয়ে বাইরে থেকে বর্তনী সম্পূর্ণ করলে অর্থাৎ চাবি অন করলে কী ঘটবে?
Ο ক) বাইরে থেকে ঘন্টার শব্দ শোনা যাবে
Ο খ) কাচ দিয়ে শব্দ বাইরে যাবে না
Ο গ) ঘণ্টা বাজাবে না, শব্দও শোনা যাবে না
Ο ঘ) শব্দের ফলে কাচ ফেটে যাবে
সঠিক উত্তর: (ক)

২৫০. প্রতিধ্বনি শোনার জন্য মূলধ্বনি ও প্রতিধ্বনির মধ্যবর্তী সময়ের পার্থক্য কত সেকেন্ড হওয়া প্রয়োজন?
Ο ক) 1s
Ο খ) 1/10s
Ο গ) 1/16.6s
Ο ঘ) 16.6s
সঠিক উত্তর: (খ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post