ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি পদার্থ বিজ্ঞান অধ্যায় - ৬: বস্তুর উপর তাপের প্রভাব (৫) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
২০১. চাপ কমলে বাষ্পায়নের হার কেমন হয়?
Ο ক) বেড়ে যায়
Ο খ) কমে যায়
Ο গ) স্থির থাকে
Ο ঘ) সর্বনিম্ন হয়
সঠিক উত্তর: (ক)
২০২. (Q2-Q1)0C=(Q2-Q1)K এই সম্পর্ক থেকে বুঝা যায়-
i. কোনো বস্তুর তাপমাত্রা 10C বৃদ্ধি করলে আর কোনো বস্তুর তাপমাত্রা 1K বৃদ্ধি করলে একই অর্থ বহন করে
ii. কোনো বস্তুর তাপমাত্রার পার্থক্য 400C হলে বলা যায় ঐ বস্তুর তাপ মাত্রার পার্থক্য 40K
iii. তাপমাত্রার পার্থক্য সেলসিয়াসে দেয়া থাকলে তা সরাসরি কেলভিনে নেয়া যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২০৩. পানির ত্রৈধবিন্দুর তাপমাত্রার 1/273 কে কী বলে?
Ο ক) জুল
Ο খ) ক্যালরী
Ο গ) কেলভিন
Ο ঘ) রোমার
সঠিক উত্তর: (গ)
২০৪. তাপ সম্পর্কিত তথ্য হলো-
i. তাপের প্রবাহ তাপের পরিমাণের উপর নির্ভর করে না
ii. এটি পরিমাপের একক জুল
iii. এটি হচ্ছে বস্তুর তাপীয় অবস্থা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২০৫. নিচের বিবরণগুলো লক্ষ কর:
i. বস্তুর আপেক্ষিক তাপ এর ভরের ওপর নির্ভর করে
ii. পানির ত্রৈধবিন্দুর তাপমাত্রা 273K
iii. তাপমাত্রার ক্ষেত্রে প্রসারণ-সহগ 16.710-6K-1
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২০৬. তামার ক্ষেত্র প্রসারণ সহগ কত?
Ο ক) 33.4×10-6K-1
Ο খ) 16.7×10-6K-1
Ο গ) 11×10-6K-1
Ο ঘ) 50.1×10-6K-1
সঠিক উত্তর: (ক)
২০৭. তাপধারণ ক্ষমতা, আপেক্ষিক তাপ ও ভরের মধ্যে সঠিক সম্পর্ক কোনটি?
Ο ক) C=Ms
Ο খ) S=MC
Ο গ) M=CS
Ο ঘ) সবকয়টি
সঠিক উত্তর: (ক)
২০৮. কোন সম্পর্কটি সঠিক?
Ο ক) α=2β
Ο খ) α=3β
Ο গ) γ=3α
Ο ঘ) β=3γ
সঠিক উত্তর: (গ)
২০৯. কোনটির আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি?
Ο ক) পানি
Ο খ) সাগরের পানি
Ο গ) তামা
Ο ঘ) জলীয় বাষ্প
সঠিক উত্তর: (ক)
২১০. তাপ অপসারণে পদার্থ কী হয়?
Ο ক) প্রসারিত
Ο খ) সংকুচিত
Ο গ) বিস্ফোরিত
Ο ঘ) কোনো পরিবর্তন হয় না
সঠিক উত্তর: (খ)
২১১. 1kg লোহার তাপমাত্রা 1K বাড়াতে কত তাপের প্রয়োজন?
Ο ক) 4.60J
Ο খ) 46J
Ο গ) 460J
Ο ঘ) 0.46J
সঠিক উত্তর: (গ)
২১২. কোনো বস্তুর তাপ গ্রহণ এবং বর্জন সম্পর্কিত তথ্য হলো-
i. বস্তু তাপ বর্জন করলে এর কণাসমূহ গতিশক্তি হারায়
ii. বস্তু তাপ বর্জন করলে এর কণাসমূহ গতিশক্তি লাভ করে
iii. বস্তু তাপ গ্রহণ করলে এর কণাসমূহ গতিশক্তি লাভ করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
২১৩. পানির তিন অবস্থা নির্ভর করে-
i. বায়ুরচাপ
ii. তাপমাত্রা
iii. বায়ুপ্রবাহ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২১৪. নিচের কোন যন্ত্রে তাপমাত্রিক পদার্থ ব্যবহার করা হয়?
Ο ক) থার্মোমিটারে
Ο খ) ক্যালরিমিটারে
Ο গ) ব্যারোমিটারে
Ο ঘ) ক্রোনোমিটারে
সঠিক উত্তর: (ক)
২১৫. কোন পদার্থের অণুগুলো একস্থানে থেকে এদিক-ওদিক স্পন্দিত হয়?
Ο ক) কঠিন
Ο খ) তরল ও কঠিন
Ο গ) বায়বীয়
Ο ঘ) তরল ও গ্যাসীয়
সঠিক উত্তর: (ক)
২১৬. কোনটির উপর বায়ুমণ্ডলের চাপ বাড়লে বাষ্পায়নের হার কমে যায়?
Ο ক) কঠিন
Ο খ) গ্যাস
Ο গ) তরল
Ο ঘ) কঠিন ও গ্যাস
সঠিক উত্তর: (গ)
২১৭. তরল পদার্থে তাপ প্রয়োগ করলে-
i. আয়তন প্রসারণ হয়
ii. ক্ষেত্র প্রসারণ হয়
iii. দৈর্ঘ্য প্রসারণ হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২১৮. চাপ অপরিবর্তিত রেখে তাপমাত্রা বৃদ্ধির সাথে গ্যাসের আয়তনের কিরূপ পরিবর্তন ঘটে?
Ο ক) হ্রাস পায়
Ο খ) বৃদ্ধি পায়
Ο গ) অপরিবর্তিত
Ο ঘ) সামান্য হ্রাস পায়
সঠিক উত্তর: (খ)
২১৯. 10C তাপমাত্রা সমান কত কেলভিন?
Ο ক) 273K
Ο খ) 1K
Ο গ) 274K
Ο ঘ) -274K
সঠিক উত্তর: (গ)
২২০. আয়তন প্রসারণ সহগের একক কোনটি?
Ο ক) K-3
Ο খ) K-2
Ο গ) K-1
Ο ঘ) K
সঠিক উত্তর: (গ)
২২১. তরলের প্রসারণ কত প্রকার?
Ο ক) দুই
Ο খ) তিন
Ο গ) চার
Ο ঘ) পাঁচ
সঠিক উত্তর: (ক)
২২২. নিচের তথ্যগুলো লক্ষ কর-
i. পানির ত্রৈধ বিন্দুর তাপমাত্রা 273K
ii. পানির ত্রৈধ বিন্দুর তাপমাত্রার 1/273.16 ভাগকে 10C
iii. SI পদ্ধতিতে তাপমাত্রার একক কেলভিন (K)
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
২২৩. তাপমাত্রার প্রচলিত স্কেলে নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে-
i. ফারেনহাইট স্কেলে 320F
ii. সেলসিয়াস স্কেলে 00C
iii. কেলভিন স্কেলে 273K
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২২৪. তরলের উপরিতলের ক্ষেত্রফল বেশি হলে, বাষ্পায়ন-
Ο ক) ধীরে হয়
Ο খ) দ্রুত হয়
Ο গ) হয় না
Ο ঘ) অসীম হয়
সঠিক উত্তর: (খ)
২২৫. কোন পদার্থের অণুগুলো এলোমেলোভাবে ছুটাছুটি করে?
Ο ক) কঠিন
Ο খ) তরল ও কঠিন
Ο গ) বায়বীয়
Ο ঘ) তরল ও গ্যাসীয়
সঠিক উত্তর: (ঘ)
২২৬. একটি লোহার ও একটি পিতলের সদৃশ পাতকে পাশাপাশি একসাথে জোড়া দিয়ে একটি দ্বিধাতব পাত তৈরি করা হলো। তাপ অপসারণ করলে কী ঘটে?
Ο ক) নিচের দিকে বেঁকে যায়
Ο খ) সোজা থাকে
Ο গ) উপরের দিকে বেঁকে যায়
Ο ঘ) অপরিবর্তিত থাকে
সঠিক উত্তর: (ক)
২২৭. ঘনীভবন প্রক্রিয়ায় পদার্থে কোন অবস্থা থেকে কোন অবস্থায় রূপান্তরিত হয়?
Ο ক) কঠিন থেকে তরল
Ο খ) তরল থেকে বায়বীয়
Ο গ) তরল থেকে কঠিন
Ο ঘ) বায়বীয় থেকে তরল
সঠিক উত্তর: (ঘ)
২২৮. সীসার আপেক্ষিক তাপ কত Jkg-1K-1?
Ο ক) 130
Ο খ) 400
Ο গ) 230
Ο ঘ) 2100
সঠিক উত্তর: (ক)
২২৯. নিচের কোনটির গতিশক্তি আছে?
Ο ক) তাপ
Ο খ) তাপমাত্রা
Ο গ) অণু
Ο ঘ) শব্দ
সঠিক উত্তর: (গ)
২৩০. ক্যালরিমিতির মূলনীতির ক্ষেত্রে-
i. বেশি তাপমাত্রার বস্তুগুলো তাপ হারায় এবং কম তাপমাত্রার বস্তুগুলো তাপ গ্রহণ করে
ii. তাপের গ্রহণ বা বর্জন বস্তুগুলোর তাপের পরিমাণের ওপর নির্ভর করে
iii. বলা যায়, গৃহীত তাপ=বর্জিত তাপ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২৩১. আপেক্ষিক তাপ কী?
Ο ক) বস্তুর বৈশিষ্ট্য
Ο খ) বস্তুর উপাদানের বৈশিষ্ট্য
Ο গ) তাপমাত্রার বৈশিষ্ট্য
Ο ঘ) আয়তনের বৈশিষ্ট্য
সঠিক উত্তর: (খ)
২৩২. তাপমাত্রার স্কেল তৈরি করার জন্য কয়টি নির্দিষ্ট তাপমাত্রাকে স্থির ধরে নেওয়া হয়
Ο ক) ১টি
Ο খ) ২টি
Ο গ) ৩টি
Ο ঘ) ৪টি
সঠিক উত্তর: (খ)
২৩৩. কোনো বস্তুর তাপমাত্রা 1K বাড়াতে যে তাপের প্রয়োজন হয় তাকে ঐ বস্তুর কী বলে?
Ο ক) আপেক্ষিক তাপ
Ο খ) তাপধারণ ক্ষমতা
Ο গ) পুনঃশিলীভবন
Ο ঘ) আপেক্ষিক আর্দ্রতা
সঠিক উত্তর: (খ)
২৩৪. কোনো পাত্রে তরল নিয়ে উত্তপ্ত করলে-
i. পূর্বে পাত্র এবং পরে তরল প্রসারিত হয়
ii. পূর্বে তরল এবং পরে পাত্র প্রসারিত হয়
iii. পাত্র এবং তরল উভয়ই তাপ গ্রহণ করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
২৩৫. তাপমাত্রিক ধর্ম কোনগুলো?
Ο ক) আয়তন
Ο খ) রোধ
Ο গ) চাপ
Ο ঘ) সবগুলো
সঠিক উত্তর: (ঘ)
২৩৬. পূর্বে তাপের একক হিসাবে কী ব্যবহৃত হতো?
Ο ক) জুল
Ο খ) ওয়াট
Ο গ) ক্যালরি
Ο ঘ) কেলভিন
সঠিক উত্তর: (গ)
২৩৭. তামার আয়তন প্রসারণ সহগ কত?
Ο ক) 50.1×106K-1
Ο খ) 50.1×106K
Ο গ) 50.1×10-5K
Ο ঘ) 50.1×10-6K-1
সঠিক উত্তর: (ক)
২৩৮. নিচের কোনটির কঠিন থেকে তরলে বূপান্তরের সময় আয়তন বেড়ে যায়?
Ο ক) বরফ
Ο খ) মোম
Ο গ) অ্যান্টিমনি
Ο ঘ) বিসমাথ
সঠিক উত্তর: (খ)
২৩৯. তাপমাত্রার তারতম্যের জন্যে পদার্থের যে ধর্ম নিয়মিতভাবে পরিবর্তিত হয় এবং এই পরিবর্তন লক্ষ্য করে সহজ ও সূক্ষ্মভাবে তাপমাত্রা নিরূপন করা যায় সেই ধর্মকে পদার্থের কী বলে?
Ο ক) তাপমাত্রিক ধর্ম
Ο খ) তাপমাত্রিক ধর্ম
Ο গ) রোধ
Ο ঘ) আয়তনিক ধর্ম
সঠিক উত্তর: (ক)
২৪০. 1kg ভরের বস্তুর তাপমাত্রা 1K বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন তাকে ঐ বস্তুর উপদানের কি বলা হয়?
Ο ক) তাপধারণ ক্ষমতা
Ο খ) আপেক্ষিক তাপ
Ο গ) সুপ্ততাপ
Ο ঘ) আপেক্ষিক সুপ্ততাপ
সঠিক উত্তর: (খ)
২৪১. এক জুল=কত ক্যালরি?
Ο ক) 4.2
Ο খ) 2.4
Ο গ) 0.42
Ο ঘ) 0.24
সঠিক উত্তর: (ঘ)
২৪২. কেলভিন স্কেলে তাপমাত্রার একক কী?
Ο ক) 0C
Ο খ) 0F
Ο গ) K
Ο ঘ) R
সঠিক উত্তর: (গ)
২৪৩. ভিন্ন তাপমাত্রার দুটি বস্তুকে তাপীয় সংস্পর্শে আনা হলে তাদের মধ্যে কীসের আদান প্রদান হয়?
Ο ক) তাপমাত্রা
Ο খ) তাপের
Ο গ) চাপের
Ο ঘ) আয়তনের
সঠিক উত্তর: (খ)
২৪৪. 200C তাপমাত্রায় একটি রেললাইনের দৈর্ঘ্য 10m হলে 400C তাপমাত্রায় এর দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি পাবে?
Ο ক) 10.464cm
Ο খ) 10.232cm
Ο গ) 0.464cm
Ο ঘ) 0.232cm
সঠিক উত্তর: (ঘ)
২৪৫. কোনটিকে নানাভাবে ভাগ করে তাপমাত্রার বিভিন্ন স্কেল তৈরি করা হয়েছে?
Ο ক) আণবিক ব্যবধান
Ο খ) মৌলিক ব্যবধান
Ο গ) মিশ্র ব্যবধান
Ο ঘ) যৌগিক ব্যবধান
সঠিক উত্তর: (খ)
২৪৬. তাপমাত্রা পরিমাপের যন্ত্রের নাম কী?
Ο ক) মনোমিটার
Ο খ) ব্যারোমিটার
Ο গ) অ্যামিটার
Ο ঘ) থার্মোমিটার
সঠিক উত্তর: (ঘ)
২৪৭. বস্তুর আপেক্ষিক তাপ নির্ভর করে-
i. বস্তুর ভরের উপর
ii. বস্তুর তাপমাত্রার উপর
iii. বস্তুর উপাদানের উপর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
২৪৮. সমআয়তনের বিভিন্ন তরল পদার্থের প্রসারণ বিভিন্ন হয় কেন?
Ο ক) একই তাপমাত্রা হ্রাসের জন্য
Ο খ) একই চাপ হ্রাসের জন্য
Ο গ) একই তাপমাত্রা বৃদ্ধির জন্য
Ο ঘ) একই চাপ বৃদ্ধির জন্য
সঠিক উত্তর: (গ)
২৪৯. নিচের কোনটি প্রকৃত প্রসারণ ও আপাত প্রসারণের মধ্যে সম্পর্ক?
Ο ক) vr=va+vg
Ο খ) vr=vA-vg
Ο গ) vA=vg-vr
Ο ঘ) vr+vg=va
সঠিক উত্তর: (ক)
২৫০. একক ভরের কোনো বস্তুর তাপমাত্রা 1K বাড়াতে যে তাপের প্রয়োজন হয় তাকে ঐ বস্তুর কী বলে?
Ο ক) সুপ্ততাপ
Ο খ) আপেক্ষিক তাপ
Ο গ) ক্যালরিমিতি
Ο ঘ) তাপধারণ ক্ষমতা
সঠিক উত্তর: (খ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
২০১. চাপ কমলে বাষ্পায়নের হার কেমন হয়?
Ο ক) বেড়ে যায়
Ο খ) কমে যায়
Ο গ) স্থির থাকে
Ο ঘ) সর্বনিম্ন হয়
সঠিক উত্তর: (ক)
২০২. (Q2-Q1)0C=(Q2-Q1)K এই সম্পর্ক থেকে বুঝা যায়-
i. কোনো বস্তুর তাপমাত্রা 10C বৃদ্ধি করলে আর কোনো বস্তুর তাপমাত্রা 1K বৃদ্ধি করলে একই অর্থ বহন করে
ii. কোনো বস্তুর তাপমাত্রার পার্থক্য 400C হলে বলা যায় ঐ বস্তুর তাপ মাত্রার পার্থক্য 40K
iii. তাপমাত্রার পার্থক্য সেলসিয়াসে দেয়া থাকলে তা সরাসরি কেলভিনে নেয়া যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২০৩. পানির ত্রৈধবিন্দুর তাপমাত্রার 1/273 কে কী বলে?
Ο ক) জুল
Ο খ) ক্যালরী
Ο গ) কেলভিন
Ο ঘ) রোমার
সঠিক উত্তর: (গ)
২০৪. তাপ সম্পর্কিত তথ্য হলো-
i. তাপের প্রবাহ তাপের পরিমাণের উপর নির্ভর করে না
ii. এটি পরিমাপের একক জুল
iii. এটি হচ্ছে বস্তুর তাপীয় অবস্থা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২০৫. নিচের বিবরণগুলো লক্ষ কর:
i. বস্তুর আপেক্ষিক তাপ এর ভরের ওপর নির্ভর করে
ii. পানির ত্রৈধবিন্দুর তাপমাত্রা 273K
iii. তাপমাত্রার ক্ষেত্রে প্রসারণ-সহগ 16.710-6K-1
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২০৬. তামার ক্ষেত্র প্রসারণ সহগ কত?
Ο ক) 33.4×10-6K-1
Ο খ) 16.7×10-6K-1
Ο গ) 11×10-6K-1
Ο ঘ) 50.1×10-6K-1
সঠিক উত্তর: (ক)
২০৭. তাপধারণ ক্ষমতা, আপেক্ষিক তাপ ও ভরের মধ্যে সঠিক সম্পর্ক কোনটি?
Ο ক) C=Ms
Ο খ) S=MC
Ο গ) M=CS
Ο ঘ) সবকয়টি
সঠিক উত্তর: (ক)
২০৮. কোন সম্পর্কটি সঠিক?
Ο ক) α=2β
Ο খ) α=3β
Ο গ) γ=3α
Ο ঘ) β=3γ
সঠিক উত্তর: (গ)
২০৯. কোনটির আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি?
Ο ক) পানি
Ο খ) সাগরের পানি
Ο গ) তামা
Ο ঘ) জলীয় বাষ্প
সঠিক উত্তর: (ক)
২১০. তাপ অপসারণে পদার্থ কী হয়?
Ο ক) প্রসারিত
Ο খ) সংকুচিত
Ο গ) বিস্ফোরিত
Ο ঘ) কোনো পরিবর্তন হয় না
সঠিক উত্তর: (খ)
২১১. 1kg লোহার তাপমাত্রা 1K বাড়াতে কত তাপের প্রয়োজন?
Ο ক) 4.60J
Ο খ) 46J
Ο গ) 460J
Ο ঘ) 0.46J
সঠিক উত্তর: (গ)
২১২. কোনো বস্তুর তাপ গ্রহণ এবং বর্জন সম্পর্কিত তথ্য হলো-
i. বস্তু তাপ বর্জন করলে এর কণাসমূহ গতিশক্তি হারায়
ii. বস্তু তাপ বর্জন করলে এর কণাসমূহ গতিশক্তি লাভ করে
iii. বস্তু তাপ গ্রহণ করলে এর কণাসমূহ গতিশক্তি লাভ করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
২১৩. পানির তিন অবস্থা নির্ভর করে-
i. বায়ুরচাপ
ii. তাপমাত্রা
iii. বায়ুপ্রবাহ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২১৪. নিচের কোন যন্ত্রে তাপমাত্রিক পদার্থ ব্যবহার করা হয়?
Ο ক) থার্মোমিটারে
Ο খ) ক্যালরিমিটারে
Ο গ) ব্যারোমিটারে
Ο ঘ) ক্রোনোমিটারে
সঠিক উত্তর: (ক)
২১৫. কোন পদার্থের অণুগুলো একস্থানে থেকে এদিক-ওদিক স্পন্দিত হয়?
Ο ক) কঠিন
Ο খ) তরল ও কঠিন
Ο গ) বায়বীয়
Ο ঘ) তরল ও গ্যাসীয়
সঠিক উত্তর: (ক)
২১৬. কোনটির উপর বায়ুমণ্ডলের চাপ বাড়লে বাষ্পায়নের হার কমে যায়?
Ο ক) কঠিন
Ο খ) গ্যাস
Ο গ) তরল
Ο ঘ) কঠিন ও গ্যাস
সঠিক উত্তর: (গ)
২১৭. তরল পদার্থে তাপ প্রয়োগ করলে-
i. আয়তন প্রসারণ হয়
ii. ক্ষেত্র প্রসারণ হয়
iii. দৈর্ঘ্য প্রসারণ হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২১৮. চাপ অপরিবর্তিত রেখে তাপমাত্রা বৃদ্ধির সাথে গ্যাসের আয়তনের কিরূপ পরিবর্তন ঘটে?
Ο ক) হ্রাস পায়
Ο খ) বৃদ্ধি পায়
Ο গ) অপরিবর্তিত
Ο ঘ) সামান্য হ্রাস পায়
সঠিক উত্তর: (খ)
২১৯. 10C তাপমাত্রা সমান কত কেলভিন?
Ο ক) 273K
Ο খ) 1K
Ο গ) 274K
Ο ঘ) -274K
সঠিক উত্তর: (গ)
২২০. আয়তন প্রসারণ সহগের একক কোনটি?
Ο ক) K-3
Ο খ) K-2
Ο গ) K-1
Ο ঘ) K
সঠিক উত্তর: (গ)
২২১. তরলের প্রসারণ কত প্রকার?
Ο ক) দুই
Ο খ) তিন
Ο গ) চার
Ο ঘ) পাঁচ
সঠিক উত্তর: (ক)
২২২. নিচের তথ্যগুলো লক্ষ কর-
i. পানির ত্রৈধ বিন্দুর তাপমাত্রা 273K
ii. পানির ত্রৈধ বিন্দুর তাপমাত্রার 1/273.16 ভাগকে 10C
iii. SI পদ্ধতিতে তাপমাত্রার একক কেলভিন (K)
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
২২৩. তাপমাত্রার প্রচলিত স্কেলে নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে-
i. ফারেনহাইট স্কেলে 320F
ii. সেলসিয়াস স্কেলে 00C
iii. কেলভিন স্কেলে 273K
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২২৪. তরলের উপরিতলের ক্ষেত্রফল বেশি হলে, বাষ্পায়ন-
Ο ক) ধীরে হয়
Ο খ) দ্রুত হয়
Ο গ) হয় না
Ο ঘ) অসীম হয়
সঠিক উত্তর: (খ)
২২৫. কোন পদার্থের অণুগুলো এলোমেলোভাবে ছুটাছুটি করে?
Ο ক) কঠিন
Ο খ) তরল ও কঠিন
Ο গ) বায়বীয়
Ο ঘ) তরল ও গ্যাসীয়
সঠিক উত্তর: (ঘ)
২২৬. একটি লোহার ও একটি পিতলের সদৃশ পাতকে পাশাপাশি একসাথে জোড়া দিয়ে একটি দ্বিধাতব পাত তৈরি করা হলো। তাপ অপসারণ করলে কী ঘটে?
Ο ক) নিচের দিকে বেঁকে যায়
Ο খ) সোজা থাকে
Ο গ) উপরের দিকে বেঁকে যায়
Ο ঘ) অপরিবর্তিত থাকে
সঠিক উত্তর: (ক)
২২৭. ঘনীভবন প্রক্রিয়ায় পদার্থে কোন অবস্থা থেকে কোন অবস্থায় রূপান্তরিত হয়?
Ο ক) কঠিন থেকে তরল
Ο খ) তরল থেকে বায়বীয়
Ο গ) তরল থেকে কঠিন
Ο ঘ) বায়বীয় থেকে তরল
সঠিক উত্তর: (ঘ)
২২৮. সীসার আপেক্ষিক তাপ কত Jkg-1K-1?
Ο ক) 130
Ο খ) 400
Ο গ) 230
Ο ঘ) 2100
সঠিক উত্তর: (ক)
২২৯. নিচের কোনটির গতিশক্তি আছে?
Ο ক) তাপ
Ο খ) তাপমাত্রা
Ο গ) অণু
Ο ঘ) শব্দ
সঠিক উত্তর: (গ)
২৩০. ক্যালরিমিতির মূলনীতির ক্ষেত্রে-
i. বেশি তাপমাত্রার বস্তুগুলো তাপ হারায় এবং কম তাপমাত্রার বস্তুগুলো তাপ গ্রহণ করে
ii. তাপের গ্রহণ বা বর্জন বস্তুগুলোর তাপের পরিমাণের ওপর নির্ভর করে
iii. বলা যায়, গৃহীত তাপ=বর্জিত তাপ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২৩১. আপেক্ষিক তাপ কী?
Ο ক) বস্তুর বৈশিষ্ট্য
Ο খ) বস্তুর উপাদানের বৈশিষ্ট্য
Ο গ) তাপমাত্রার বৈশিষ্ট্য
Ο ঘ) আয়তনের বৈশিষ্ট্য
সঠিক উত্তর: (খ)
২৩২. তাপমাত্রার স্কেল তৈরি করার জন্য কয়টি নির্দিষ্ট তাপমাত্রাকে স্থির ধরে নেওয়া হয়
Ο ক) ১টি
Ο খ) ২টি
Ο গ) ৩টি
Ο ঘ) ৪টি
সঠিক উত্তর: (খ)
২৩৩. কোনো বস্তুর তাপমাত্রা 1K বাড়াতে যে তাপের প্রয়োজন হয় তাকে ঐ বস্তুর কী বলে?
Ο ক) আপেক্ষিক তাপ
Ο খ) তাপধারণ ক্ষমতা
Ο গ) পুনঃশিলীভবন
Ο ঘ) আপেক্ষিক আর্দ্রতা
সঠিক উত্তর: (খ)
২৩৪. কোনো পাত্রে তরল নিয়ে উত্তপ্ত করলে-
i. পূর্বে পাত্র এবং পরে তরল প্রসারিত হয়
ii. পূর্বে তরল এবং পরে পাত্র প্রসারিত হয়
iii. পাত্র এবং তরল উভয়ই তাপ গ্রহণ করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
২৩৫. তাপমাত্রিক ধর্ম কোনগুলো?
Ο ক) আয়তন
Ο খ) রোধ
Ο গ) চাপ
Ο ঘ) সবগুলো
সঠিক উত্তর: (ঘ)
২৩৬. পূর্বে তাপের একক হিসাবে কী ব্যবহৃত হতো?
Ο ক) জুল
Ο খ) ওয়াট
Ο গ) ক্যালরি
Ο ঘ) কেলভিন
সঠিক উত্তর: (গ)
২৩৭. তামার আয়তন প্রসারণ সহগ কত?
Ο ক) 50.1×106K-1
Ο খ) 50.1×106K
Ο গ) 50.1×10-5K
Ο ঘ) 50.1×10-6K-1
সঠিক উত্তর: (ক)
২৩৮. নিচের কোনটির কঠিন থেকে তরলে বূপান্তরের সময় আয়তন বেড়ে যায়?
Ο ক) বরফ
Ο খ) মোম
Ο গ) অ্যান্টিমনি
Ο ঘ) বিসমাথ
সঠিক উত্তর: (খ)
২৩৯. তাপমাত্রার তারতম্যের জন্যে পদার্থের যে ধর্ম নিয়মিতভাবে পরিবর্তিত হয় এবং এই পরিবর্তন লক্ষ্য করে সহজ ও সূক্ষ্মভাবে তাপমাত্রা নিরূপন করা যায় সেই ধর্মকে পদার্থের কী বলে?
Ο ক) তাপমাত্রিক ধর্ম
Ο খ) তাপমাত্রিক ধর্ম
Ο গ) রোধ
Ο ঘ) আয়তনিক ধর্ম
সঠিক উত্তর: (ক)
২৪০. 1kg ভরের বস্তুর তাপমাত্রা 1K বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন তাকে ঐ বস্তুর উপদানের কি বলা হয়?
Ο ক) তাপধারণ ক্ষমতা
Ο খ) আপেক্ষিক তাপ
Ο গ) সুপ্ততাপ
Ο ঘ) আপেক্ষিক সুপ্ততাপ
সঠিক উত্তর: (খ)
২৪১. এক জুল=কত ক্যালরি?
Ο ক) 4.2
Ο খ) 2.4
Ο গ) 0.42
Ο ঘ) 0.24
সঠিক উত্তর: (ঘ)
২৪২. কেলভিন স্কেলে তাপমাত্রার একক কী?
Ο ক) 0C
Ο খ) 0F
Ο গ) K
Ο ঘ) R
সঠিক উত্তর: (গ)
২৪৩. ভিন্ন তাপমাত্রার দুটি বস্তুকে তাপীয় সংস্পর্শে আনা হলে তাদের মধ্যে কীসের আদান প্রদান হয়?
Ο ক) তাপমাত্রা
Ο খ) তাপের
Ο গ) চাপের
Ο ঘ) আয়তনের
সঠিক উত্তর: (খ)
২৪৪. 200C তাপমাত্রায় একটি রেললাইনের দৈর্ঘ্য 10m হলে 400C তাপমাত্রায় এর দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি পাবে?
Ο ক) 10.464cm
Ο খ) 10.232cm
Ο গ) 0.464cm
Ο ঘ) 0.232cm
সঠিক উত্তর: (ঘ)
২৪৫. কোনটিকে নানাভাবে ভাগ করে তাপমাত্রার বিভিন্ন স্কেল তৈরি করা হয়েছে?
Ο ক) আণবিক ব্যবধান
Ο খ) মৌলিক ব্যবধান
Ο গ) মিশ্র ব্যবধান
Ο ঘ) যৌগিক ব্যবধান
সঠিক উত্তর: (খ)
২৪৬. তাপমাত্রা পরিমাপের যন্ত্রের নাম কী?
Ο ক) মনোমিটার
Ο খ) ব্যারোমিটার
Ο গ) অ্যামিটার
Ο ঘ) থার্মোমিটার
সঠিক উত্তর: (ঘ)
২৪৭. বস্তুর আপেক্ষিক তাপ নির্ভর করে-
i. বস্তুর ভরের উপর
ii. বস্তুর তাপমাত্রার উপর
iii. বস্তুর উপাদানের উপর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
২৪৮. সমআয়তনের বিভিন্ন তরল পদার্থের প্রসারণ বিভিন্ন হয় কেন?
Ο ক) একই তাপমাত্রা হ্রাসের জন্য
Ο খ) একই চাপ হ্রাসের জন্য
Ο গ) একই তাপমাত্রা বৃদ্ধির জন্য
Ο ঘ) একই চাপ বৃদ্ধির জন্য
সঠিক উত্তর: (গ)
২৪৯. নিচের কোনটি প্রকৃত প্রসারণ ও আপাত প্রসারণের মধ্যে সম্পর্ক?
Ο ক) vr=va+vg
Ο খ) vr=vA-vg
Ο গ) vA=vg-vr
Ο ঘ) vr+vg=va
সঠিক উত্তর: (ক)
২৫০. একক ভরের কোনো বস্তুর তাপমাত্রা 1K বাড়াতে যে তাপের প্রয়োজন হয় তাকে ঐ বস্তুর কী বলে?
Ο ক) সুপ্ততাপ
Ο খ) আপেক্ষিক তাপ
Ο গ) ক্যালরিমিতি
Ο ঘ) তাপধারণ ক্ষমতা
সঠিক উত্তর: (খ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
SSC Physics