ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি পদার্থ বিজ্ঞান অধ্যায় - ৫: পদার্থের অবস্থা ও চাপ (১) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১. একটি হাইড্রলিক প্রেসের ছোট ও বড় পিস্টনের ক্ষেত্রফল যথাক্রমে 5 cm2 ও 25cm2। ছোট পিস্টনে 100N বল প্রয়োগ করলে বড় পিস্টনে কত বল পাওয়া যাবে?
Ο ক) 500N
Ο খ) 25N
Ο গ) 2500N
Ο ঘ) 125N
সঠিক উত্তর: (ক)
২. সঞ্চায়ক কোষ ব্যবহৃত হয়- i. গাড়িতে ii. মাইকে iii. ঘড়িতে নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩. একটি লম্বা পাত্র পানিপূর্ণ করে পাত্রের গায়ে বিভিন্ন উচ্চতায় পার্শ্বনল লাগিয়ে দিলে দেখা যাবে সবচেয়ে নিচের নল দিয়ে নির্গত পানির দ্রুতি সবচেয়ে বেশি। এ থেকে কী বুঝা যায়?
Ο ক) পানির চাপ গভীরতার সাথে বৃদ্ধি পায়
Ο খ) পানির চাপ গভীরতার সাথে কমতে থাকে
Ο গ) পানির চাপ সকল গভীরতায় একই থাকে
Ο ঘ) পানির চাপ গভীরতার সমান হয়
সঠিক উত্তর: (ক)
৪. বস্তুর ওজন W1 প্লবতা W2 হলে এবং বস্তু তরলে ভাসলে-
i. W1 < W2
ii. W1 = W2
iii. W1 > W2
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৫. কোন সমীকরণটি ধাক্কা ও চাপের সম্পর্ক নির্দেশ করে।
Ο ক) P = F x A
Ο খ) F = P/A
Ο গ) F = P x A
Ο ঘ) A + P = F
সঠিক উত্তর: (গ)
৬. প্লাজমার উৎস- i. সূর্য ii. গ্রহ iii. নক্ষত্র নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৭. গ্যাস ও তরল পদার্থের ক্ষেত্রে-
i. কণাগুলো এলোমেলো ছোটাছুটি করে
ii. পরস্পরের সাথে সংঘর্ষে লিপ্ত হয়
iii. পাত্রের দেওয়ালের সাথে সংঘর্ষে লিপ্ত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৮. চাপ বেশি পাওয়ার জন্য-
i. বেশি বল প্রয়োগ করতে হবে
ii. পৃষ্ঠতলের ক্ষেত্রফল কমাতে হবে
iii. বল ও পৃষ্ঠতলের ক্ষেত্রফল উভয়ই বাড়াতে হবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৯. কঠিন পদার্থের ক্ষেত্রে-
i. কণাগুলো খুব কাছাকাছি থাকে
ii. কণাগুলোর মাঝে তীব্র আকর্ষণ বল কাজ করে
iii. কণাগুলো পাত্রের আকার ধারণ করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১০. কোন পদার্থের অণুগুলোর মধ্যে আকর্ষণ-বিকর্ষণ বল কাজ করে না?
Ο ক) কঠিন
Ο খ) তরল
Ο গ) গ্যাসীয়
Ο ঘ) ক ও গ
সঠিক উত্তর: (গ)
১১. ঘনত্ব কীসের উপর নির্ভরশীল-
Ο ক) বস্তুর উপাদান
Ο খ) বস্তুর তাপমাত্রা
Ο গ) বস্তুর উপাদান ও তাপমাত্রা
Ο ঘ) বস্তুর উচ্চতা
সঠিক উত্তর: (গ)
১২. মারিয়ানা ট্রেপ সমুদ্রের গভীরতম (10863 m) স্থান। সমুদ্রের পানির ঘনত্ব 1025kgm-3 হলে মারিয়ানা ট্রেন্সের তলদেশে পানির চাপ কত?
Ο ক) 1.09x107Pa
Ο খ) 1.09x108Pa
Ο গ) 1.5x108Pa
Ο ঘ) 1. 9x108Pa
সঠিক উত্তর: (খ)
১৩. স্থিতিস্থাপকতার ক্ষেত্রে বস্তুর-
i. একক মাত্রার পরিবর্তনকে বিকৃতি বলে
ii. একক ক্ষেত্রফলে উদ্ভুত বলকে পীড়ন বলে
iii. পীড়ন ও স্থিতিস্থাপক গুণাঙ্কের একক একই
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৪. P ঘনত্বের তরলের অভ্যন্তরে h গভীরতায় কোনো বিন্দুতে চাপের মান কত হবে?
Ο ক) Hpg
Ο খ) Hp
Ο গ) Hp2g
Ο ঘ) hg/p
সঠিক উত্তর: (ক)
১৫. বরফের ঘনত্ব কত (kmg-3)?
Ο ক) 920
Ο খ) 500
Ο গ) 300
Ο ঘ) 1000
সঠিক উত্তর: (ক)
১৬. সমুদ্র সমতল থেকে যত উপরে উঠা যায় ততোই হ্রাস পায় কোনটি?
Ο ক) বায়ুমন্ডলীয় ওজন
Ο খ) বায়ুস্তম্ভের ঘনত্ব
Ο গ) বায়ুমন্ডলীয় চাপ
Ο ঘ) সবকয়টি
সঠিক উত্তর: (গ)
১৭. প্লাজমার বৃহৎ উৎস কোনটি?
Ο ক) সূর্য
Ο খ) চন্দ্র
Ο গ) পারমাণবিক চুল্লী
Ο ঘ) পৃথিবীর বায়ুমণ্ডল
সঠিক উত্তর: (ক)
১৮. বায়ুর ঘনত্ব কত (kgm-3)?
Ο ক) 2.50
Ο খ) 1.29
Ο গ) 300
Ο ঘ) 500
সঠিক উত্তর: (খ)
১৯. বলের একককে ক্ষেত্রফলের একক দ্বারা ভাগ করলে কি পাওয়া যায়?
Ο ক) ঘনত্বের একক
Ο খ) চাপের একক
Ο গ) শক্তির একক
Ο ঘ) কাজের একক
সঠিক উত্তর: (খ)
২০. প্লাজমার উৎসা হলো- i. সূর্য ii. গ্রহ iii. নক্ষত্র নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
২১. নিচের কোনটি দিয়ে সঞ্চয়ী কোষে এসিডের ঘনত্ব পরিমাণ করা হয়?
Ο ক) হাইড্রোমিটার
Ο খ) হাইড্রোলিক প্রেস
Ο গ) ব্যারোমিটার
Ο ঘ) ভোল্টমিটার
সঠিক উত্তর: (ক)
২২. প্লাজমার উৎস কোনটি?
Ο ক) গ্রহ
Ο খ) উপগ্রহ
Ο গ) ধূমকেতু
Ο ঘ) নক্ষত্র
সঠিক উত্তর: (ঘ)
২৩. মাপচোঙ দিয়ে কী পরিমাপ করা হয়?
Ο ক) ভর
Ο খ) ক্ষেত্রফল
Ο গ) আয়তন
Ο ঘ) ঘনত্ব
সঠিক উত্তর: (গ)
২৪. কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করে বস্তুর আকার বা আকৃতির পরিবর্তন ঘটাতে চেষ্টা করলে-
i. ঐ বস্তুর অণুগুলোর মধ্যকার আন্তঃআণবিক বল প্রযুক্ত বলের বিরুদ্ধে ক্রিয়া করে
ii. এর আকার ও আকৃতির পরিবর্তনের বাঁধা সৃষ্টি হয়
iii. এর আকার ও আকৃতির দ্রুত পরিবর্তন হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২৫. শিল্প-কারখানায় ধাতব পদার্থ কাটতে কি ব্যবহার করা হয়?
Ο ক) করাত
Ο খ) ছুরি
Ο গ) গ্যাস
Ο ঘ) প্লাজমা
সঠিক উত্তর: (ঘ)
২৬. “বস্তু কর্তৃক হারানো ওজন বস্তুটি দ্বারা অপসারিত তরল বা বায়বীয় পদার্থের ওজনের সমান”-এটি কার নীতি?
Ο ক) গ্যালিলিও
Ο খ) প্যাসকেল
Ο গ) আর্কিমিডিস
Ο ঘ) আইনস্টাইন
সঠিক উত্তর: (ক)
২৭. ব্যারোমিটারে পারদস্তম্ভের উচ্চতা ধীরে ধীরে বাড়তে থাকলে আবহাওয়া কেমন হবে?
Ο ক) ঝড়
Ο খ) বৃষ্টিপাত
Ο গ) জলোচ্ছ্বাস
Ο ঘ) শুষ্ক ও পরিষ্কার আবহাওয়া
সঠিক উত্তর: (ঘ)
২৮. ব্যারোমিটারের পারদস্তম্ভের উচ্চতা ধীরে ধীরে কমতে থাকলে নিচের কোনটি বাড়তে থাকে?
Ο ক) তাপমাত্রা
Ο খ) তাপ
Ο গ) জলীয় বায়ু
Ο ঘ) পানি
সঠিক উত্তর: (গ)
২৯. সঞ্চায়ক কোষে ব্যবহৃত হয়-
i. নাইট্রিক এসিড
ii. সালফিউরিক এসিড
iii. হাইড্রোক্লোরিক এসিড
নিচের কোনটি সঠিক?
Ο ক) ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩০. পদার্থের আণবিক গতিতত্ত্ব অনুযায়ী-
i. অণুগুলো সর্বদা গতিশীল
ii. কঠিন পদার্থের অণুগুলো খুব দূরে দূরে থাকে
iii. বায়বীয় পদার্থের অণুগুলো বেশ দূরে দূরে থাকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৩১. ঘনত্বের মাত্রা কোনটি?
Ο ক) ML-3
Ο খ) LT-2
Ο গ) ML3
Ο ঘ) ML-2
সঠিক উত্তর: (ক)
৩২. প্যাসকেলের বল বৃদ্ধিকরণ নীতির ক্ষেত্রে নিচের কোনটি সঠিক?
Ο ক) F2/F1=A1/A2
Ο খ) F2/F1=A2/A1
Ο গ) F1F2=A1A2
Ο ঘ) F1/F2=A2/A1
সঠিক উত্তর: (খ)
৩৩. কোনো বস্তু যে জায়গা জুড়ে থাকে তাকে কী বলে?
Ο ক) ভর
Ο খ) ওজন
Ο গ) আয়তন
Ο ঘ) ক্ষেত্রফল
সঠিক উত্তর: (গ)
৩৪. কখন বস্তু পানিতে সম্পূর্ণ ডুবে যাবে?
Ο ক) বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে কম হলে
Ο খ) বস্তুর ওজন বস্তুর সমায়তনের পানির ওজনের চেয়ে কম হলে
Ο গ) বস্তুর ওজন বস্তুর সমায়তনের পানির ওজনের চেয়ে বেশি হলে
Ο ঘ) বস্তু পানিতে অদ্রবণীয় হলে
সঠিক উত্তর: (গ)
৩৫. একটি আয়তাকার ব্লককে 1000kgm-3 ঘনত্বের পানির মধ্যে ডুবনো হলে, পানির উপরিতল থেকে ব্লকের উপরের পৃষ্ঠের গভীরতা হয় 5cm। ব্লকের উপরিতলে পানির চাপ কত?
Ο ক) 490Nm-2
Ο খ) 490Nm-1
Ο গ) 409Nm-2
Ο ঘ) 409Nm-1
সঠিক উত্তর: (ক)
৩৬. সঞ্চয়ী কোষে কোন এসিড ব্যবহার করা হয়?
Ο ক) হাইড্রোক্লোরিক এসিড
Ο খ) নাইট্রিক এসিড
Ο গ) কার্বনিক এসিড
Ο ঘ) সালফিউরিক এসিড
সঠিক উত্তর: (ঘ)
৩৭. প্রতি 1m2 ক্ষেত্রফলের উপর 1N বল লম্বভাবে ক্রিয়া করলে যে চাপ হয় তাকে কী বলে?
Ο ক) 1W
Ο খ) 1Pa
Ο গ) 1Cd
Ο ঘ) 1J
সঠিক উত্তর: (খ)
৩৮. স্থিতিস্থাপক বস্তুর-
i. উপর বল প্রয়োগ করলে বস্তুর আকার বা আকৃতির পরিবর্তন ঘটে না
ii. উপরকার বল অপসারণ করা হলে বস্তু তার পূর্বের অবস্থায় ফিরে যায়
iii. উপর প্রযুক্ত বলের মান ধীরে ধীরে বৃদ্ধি করা হলে বস্তুর আকার বা আকৃতির পরিবর্তনও বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৩৯. স্থির তরলের গভীরতা বৃদ্ধি পেলে-
i. তরলের উপর প্রযুক্ত চাপ বৃদ্ধি পায়
ii. কোনো বস্তুর প্লবতা অপরিবর্তিত থাকে
iii. তরলের ঘনত্ব হ্রাস পায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৪০. 100 N বল 1m2 ক্ষেত্রের উপর ক্রিয়া করলে, চাপ কত?
Ο ক) 100Pa
Ο খ) 10Pa
Ο গ) 1000Pa
Ο ঘ) 200Pa
সঠিক উত্তর: (ক)
৪১. প্লাজমার বড় উৎস কোনটি?
Ο ক) চন্দ্র
Ο খ) সূর্য
Ο গ) সমুদ্র
Ο ঘ) পাহাড়
সঠিক উত্তর: (খ)
৪২. তরলে নিমজ্জিত বস্তু ওজন হারায় কেন?
Ο ক) নিম্নমুখী বলের জন্য
Ο খ) ঊর্ধ্বমুখী বলের জন্য
Ο গ) পৃষ্ঠটানের জন্য
Ο ঘ) বায়ুরচাপের জন্য
সঠিক উত্তর: (খ)
৪৩. সমআয়তনের মধু ভর্তি জগ এবং পানি ভর্তি জগের মধ্যে কোনটি বেশি ভারী মনে হবে?
Ο ক) মধু
Ο খ) পানি
Ο গ) সমান ভারী হবে
Ο ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর: (ক)
৪৪. সোনার তৈরি একটি মুকুটের বাতাসে ওজন 41.94N, পানিতে ওজন 39.20N, মুকুটের উপাদানের ঘনত্ব কত?
Ο ক) প্রায় 11234kgm-3
Ο খ) প্রায় 15284kgm-3
Ο গ) প্রায় 16307kgm-3
Ο ঘ) প্রায় 17235kgm-3
সঠিক উত্তর: (খ)
৪৫. প্লবতা কোনদিকে ক্রিয়া করে?
Ο ক) পার্শ্বের দিকে
Ο খ) নিচের দিকে
Ο গ) উপরের দিকে
Ο ঘ) কেন্দ্রের দিকে
সঠিক উত্তর: (গ)
৪৬. এক লিটার পানিকে বরফে পরিণত করলে এর আয়তন কত?
Ο ক) 0 লিটার
Ο খ) 1/12 লিটার
Ο গ) 11/12 লিটার
Ο ঘ) 12/11 লিটার
সঠিক উত্তর: (ঘ)
৪৭. উচ্চতা বৃদ্ধির সাথে সাথে বায়ুমন্ডলীয় চাপের কীরূপ পরবর্তন হয়?
Ο ক) বৃদ্ধি পায়
Ο খ) হ্রাস পায়
Ο গ) অপরিবর্তিত থাকে
Ο ঘ) হ্রাস বা বৃদ্ধি উভয়ই ঘটে
সঠিক উত্তর: (খ)
৪৮. বায়ুমণ্ডলের-
i. ওজন আছে
ii. চাপ আছে
iii. চাপ পৃথিবী পৃষ্ঠে প্রতি বর্গমিটারে 105N প্রায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৪৯. কোন বস্তুর ঘনত্ব কোনটির উপর নির্ভর করে?
i. বস্তুর উপাদান
ii. বস্তুর তাপমাত্রা
iii. বস্তুর দৈর্ঘ্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৫০. একটি হাইড্রোলিক প্রেসের বড় পিস্টনের ব্যাস ছোট পিস্টনের ব্যাসের দ্বিগুণ। ছোট পিস্টনের উপর 100 N বল প্রয়োগ করলে বড় পিস্টনে কত বল ক্রিয়া করবে?
Ο ক) 200N
Ο খ) 300N
Ο গ) 400N
Ο ঘ) 500N
সঠিক উত্তর: (গ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১. একটি হাইড্রলিক প্রেসের ছোট ও বড় পিস্টনের ক্ষেত্রফল যথাক্রমে 5 cm2 ও 25cm2। ছোট পিস্টনে 100N বল প্রয়োগ করলে বড় পিস্টনে কত বল পাওয়া যাবে?
Ο ক) 500N
Ο খ) 25N
Ο গ) 2500N
Ο ঘ) 125N
সঠিক উত্তর: (ক)
২. সঞ্চায়ক কোষ ব্যবহৃত হয়- i. গাড়িতে ii. মাইকে iii. ঘড়িতে নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩. একটি লম্বা পাত্র পানিপূর্ণ করে পাত্রের গায়ে বিভিন্ন উচ্চতায় পার্শ্বনল লাগিয়ে দিলে দেখা যাবে সবচেয়ে নিচের নল দিয়ে নির্গত পানির দ্রুতি সবচেয়ে বেশি। এ থেকে কী বুঝা যায়?
Ο ক) পানির চাপ গভীরতার সাথে বৃদ্ধি পায়
Ο খ) পানির চাপ গভীরতার সাথে কমতে থাকে
Ο গ) পানির চাপ সকল গভীরতায় একই থাকে
Ο ঘ) পানির চাপ গভীরতার সমান হয়
সঠিক উত্তর: (ক)
৪. বস্তুর ওজন W1 প্লবতা W2 হলে এবং বস্তু তরলে ভাসলে-
i. W1 < W2
ii. W1 = W2
iii. W1 > W2
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৫. কোন সমীকরণটি ধাক্কা ও চাপের সম্পর্ক নির্দেশ করে।
Ο ক) P = F x A
Ο খ) F = P/A
Ο গ) F = P x A
Ο ঘ) A + P = F
সঠিক উত্তর: (গ)
৬. প্লাজমার উৎস- i. সূর্য ii. গ্রহ iii. নক্ষত্র নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৭. গ্যাস ও তরল পদার্থের ক্ষেত্রে-
i. কণাগুলো এলোমেলো ছোটাছুটি করে
ii. পরস্পরের সাথে সংঘর্ষে লিপ্ত হয়
iii. পাত্রের দেওয়ালের সাথে সংঘর্ষে লিপ্ত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৮. চাপ বেশি পাওয়ার জন্য-
i. বেশি বল প্রয়োগ করতে হবে
ii. পৃষ্ঠতলের ক্ষেত্রফল কমাতে হবে
iii. বল ও পৃষ্ঠতলের ক্ষেত্রফল উভয়ই বাড়াতে হবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৯. কঠিন পদার্থের ক্ষেত্রে-
i. কণাগুলো খুব কাছাকাছি থাকে
ii. কণাগুলোর মাঝে তীব্র আকর্ষণ বল কাজ করে
iii. কণাগুলো পাত্রের আকার ধারণ করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১০. কোন পদার্থের অণুগুলোর মধ্যে আকর্ষণ-বিকর্ষণ বল কাজ করে না?
Ο ক) কঠিন
Ο খ) তরল
Ο গ) গ্যাসীয়
Ο ঘ) ক ও গ
সঠিক উত্তর: (গ)
১১. ঘনত্ব কীসের উপর নির্ভরশীল-
Ο ক) বস্তুর উপাদান
Ο খ) বস্তুর তাপমাত্রা
Ο গ) বস্তুর উপাদান ও তাপমাত্রা
Ο ঘ) বস্তুর উচ্চতা
সঠিক উত্তর: (গ)
১২. মারিয়ানা ট্রেপ সমুদ্রের গভীরতম (10863 m) স্থান। সমুদ্রের পানির ঘনত্ব 1025kgm-3 হলে মারিয়ানা ট্রেন্সের তলদেশে পানির চাপ কত?
Ο ক) 1.09x107Pa
Ο খ) 1.09x108Pa
Ο গ) 1.5x108Pa
Ο ঘ) 1. 9x108Pa
সঠিক উত্তর: (খ)
১৩. স্থিতিস্থাপকতার ক্ষেত্রে বস্তুর-
i. একক মাত্রার পরিবর্তনকে বিকৃতি বলে
ii. একক ক্ষেত্রফলে উদ্ভুত বলকে পীড়ন বলে
iii. পীড়ন ও স্থিতিস্থাপক গুণাঙ্কের একক একই
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৪. P ঘনত্বের তরলের অভ্যন্তরে h গভীরতায় কোনো বিন্দুতে চাপের মান কত হবে?
Ο ক) Hpg
Ο খ) Hp
Ο গ) Hp2g
Ο ঘ) hg/p
সঠিক উত্তর: (ক)
১৫. বরফের ঘনত্ব কত (kmg-3)?
Ο ক) 920
Ο খ) 500
Ο গ) 300
Ο ঘ) 1000
সঠিক উত্তর: (ক)
১৬. সমুদ্র সমতল থেকে যত উপরে উঠা যায় ততোই হ্রাস পায় কোনটি?
Ο ক) বায়ুমন্ডলীয় ওজন
Ο খ) বায়ুস্তম্ভের ঘনত্ব
Ο গ) বায়ুমন্ডলীয় চাপ
Ο ঘ) সবকয়টি
সঠিক উত্তর: (গ)
১৭. প্লাজমার বৃহৎ উৎস কোনটি?
Ο ক) সূর্য
Ο খ) চন্দ্র
Ο গ) পারমাণবিক চুল্লী
Ο ঘ) পৃথিবীর বায়ুমণ্ডল
সঠিক উত্তর: (ক)
১৮. বায়ুর ঘনত্ব কত (kgm-3)?
Ο ক) 2.50
Ο খ) 1.29
Ο গ) 300
Ο ঘ) 500
সঠিক উত্তর: (খ)
১৯. বলের একককে ক্ষেত্রফলের একক দ্বারা ভাগ করলে কি পাওয়া যায়?
Ο ক) ঘনত্বের একক
Ο খ) চাপের একক
Ο গ) শক্তির একক
Ο ঘ) কাজের একক
সঠিক উত্তর: (খ)
২০. প্লাজমার উৎসা হলো- i. সূর্য ii. গ্রহ iii. নক্ষত্র নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
২১. নিচের কোনটি দিয়ে সঞ্চয়ী কোষে এসিডের ঘনত্ব পরিমাণ করা হয়?
Ο ক) হাইড্রোমিটার
Ο খ) হাইড্রোলিক প্রেস
Ο গ) ব্যারোমিটার
Ο ঘ) ভোল্টমিটার
সঠিক উত্তর: (ক)
২২. প্লাজমার উৎস কোনটি?
Ο ক) গ্রহ
Ο খ) উপগ্রহ
Ο গ) ধূমকেতু
Ο ঘ) নক্ষত্র
সঠিক উত্তর: (ঘ)
২৩. মাপচোঙ দিয়ে কী পরিমাপ করা হয়?
Ο ক) ভর
Ο খ) ক্ষেত্রফল
Ο গ) আয়তন
Ο ঘ) ঘনত্ব
সঠিক উত্তর: (গ)
২৪. কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করে বস্তুর আকার বা আকৃতির পরিবর্তন ঘটাতে চেষ্টা করলে-
i. ঐ বস্তুর অণুগুলোর মধ্যকার আন্তঃআণবিক বল প্রযুক্ত বলের বিরুদ্ধে ক্রিয়া করে
ii. এর আকার ও আকৃতির পরিবর্তনের বাঁধা সৃষ্টি হয়
iii. এর আকার ও আকৃতির দ্রুত পরিবর্তন হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২৫. শিল্প-কারখানায় ধাতব পদার্থ কাটতে কি ব্যবহার করা হয়?
Ο ক) করাত
Ο খ) ছুরি
Ο গ) গ্যাস
Ο ঘ) প্লাজমা
সঠিক উত্তর: (ঘ)
২৬. “বস্তু কর্তৃক হারানো ওজন বস্তুটি দ্বারা অপসারিত তরল বা বায়বীয় পদার্থের ওজনের সমান”-এটি কার নীতি?
Ο ক) গ্যালিলিও
Ο খ) প্যাসকেল
Ο গ) আর্কিমিডিস
Ο ঘ) আইনস্টাইন
সঠিক উত্তর: (ক)
২৭. ব্যারোমিটারে পারদস্তম্ভের উচ্চতা ধীরে ধীরে বাড়তে থাকলে আবহাওয়া কেমন হবে?
Ο ক) ঝড়
Ο খ) বৃষ্টিপাত
Ο গ) জলোচ্ছ্বাস
Ο ঘ) শুষ্ক ও পরিষ্কার আবহাওয়া
সঠিক উত্তর: (ঘ)
২৮. ব্যারোমিটারের পারদস্তম্ভের উচ্চতা ধীরে ধীরে কমতে থাকলে নিচের কোনটি বাড়তে থাকে?
Ο ক) তাপমাত্রা
Ο খ) তাপ
Ο গ) জলীয় বায়ু
Ο ঘ) পানি
সঠিক উত্তর: (গ)
২৯. সঞ্চায়ক কোষে ব্যবহৃত হয়-
i. নাইট্রিক এসিড
ii. সালফিউরিক এসিড
iii. হাইড্রোক্লোরিক এসিড
নিচের কোনটি সঠিক?
Ο ক) ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩০. পদার্থের আণবিক গতিতত্ত্ব অনুযায়ী-
i. অণুগুলো সর্বদা গতিশীল
ii. কঠিন পদার্থের অণুগুলো খুব দূরে দূরে থাকে
iii. বায়বীয় পদার্থের অণুগুলো বেশ দূরে দূরে থাকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৩১. ঘনত্বের মাত্রা কোনটি?
Ο ক) ML-3
Ο খ) LT-2
Ο গ) ML3
Ο ঘ) ML-2
সঠিক উত্তর: (ক)
৩২. প্যাসকেলের বল বৃদ্ধিকরণ নীতির ক্ষেত্রে নিচের কোনটি সঠিক?
Ο ক) F2/F1=A1/A2
Ο খ) F2/F1=A2/A1
Ο গ) F1F2=A1A2
Ο ঘ) F1/F2=A2/A1
সঠিক উত্তর: (খ)
৩৩. কোনো বস্তু যে জায়গা জুড়ে থাকে তাকে কী বলে?
Ο ক) ভর
Ο খ) ওজন
Ο গ) আয়তন
Ο ঘ) ক্ষেত্রফল
সঠিক উত্তর: (গ)
৩৪. কখন বস্তু পানিতে সম্পূর্ণ ডুবে যাবে?
Ο ক) বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে কম হলে
Ο খ) বস্তুর ওজন বস্তুর সমায়তনের পানির ওজনের চেয়ে কম হলে
Ο গ) বস্তুর ওজন বস্তুর সমায়তনের পানির ওজনের চেয়ে বেশি হলে
Ο ঘ) বস্তু পানিতে অদ্রবণীয় হলে
সঠিক উত্তর: (গ)
৩৫. একটি আয়তাকার ব্লককে 1000kgm-3 ঘনত্বের পানির মধ্যে ডুবনো হলে, পানির উপরিতল থেকে ব্লকের উপরের পৃষ্ঠের গভীরতা হয় 5cm। ব্লকের উপরিতলে পানির চাপ কত?
Ο ক) 490Nm-2
Ο খ) 490Nm-1
Ο গ) 409Nm-2
Ο ঘ) 409Nm-1
সঠিক উত্তর: (ক)
৩৬. সঞ্চয়ী কোষে কোন এসিড ব্যবহার করা হয়?
Ο ক) হাইড্রোক্লোরিক এসিড
Ο খ) নাইট্রিক এসিড
Ο গ) কার্বনিক এসিড
Ο ঘ) সালফিউরিক এসিড
সঠিক উত্তর: (ঘ)
৩৭. প্রতি 1m2 ক্ষেত্রফলের উপর 1N বল লম্বভাবে ক্রিয়া করলে যে চাপ হয় তাকে কী বলে?
Ο ক) 1W
Ο খ) 1Pa
Ο গ) 1Cd
Ο ঘ) 1J
সঠিক উত্তর: (খ)
৩৮. স্থিতিস্থাপক বস্তুর-
i. উপর বল প্রয়োগ করলে বস্তুর আকার বা আকৃতির পরিবর্তন ঘটে না
ii. উপরকার বল অপসারণ করা হলে বস্তু তার পূর্বের অবস্থায় ফিরে যায়
iii. উপর প্রযুক্ত বলের মান ধীরে ধীরে বৃদ্ধি করা হলে বস্তুর আকার বা আকৃতির পরিবর্তনও বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৩৯. স্থির তরলের গভীরতা বৃদ্ধি পেলে-
i. তরলের উপর প্রযুক্ত চাপ বৃদ্ধি পায়
ii. কোনো বস্তুর প্লবতা অপরিবর্তিত থাকে
iii. তরলের ঘনত্ব হ্রাস পায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৪০. 100 N বল 1m2 ক্ষেত্রের উপর ক্রিয়া করলে, চাপ কত?
Ο ক) 100Pa
Ο খ) 10Pa
Ο গ) 1000Pa
Ο ঘ) 200Pa
সঠিক উত্তর: (ক)
৪১. প্লাজমার বড় উৎস কোনটি?
Ο ক) চন্দ্র
Ο খ) সূর্য
Ο গ) সমুদ্র
Ο ঘ) পাহাড়
সঠিক উত্তর: (খ)
৪২. তরলে নিমজ্জিত বস্তু ওজন হারায় কেন?
Ο ক) নিম্নমুখী বলের জন্য
Ο খ) ঊর্ধ্বমুখী বলের জন্য
Ο গ) পৃষ্ঠটানের জন্য
Ο ঘ) বায়ুরচাপের জন্য
সঠিক উত্তর: (খ)
৪৩. সমআয়তনের মধু ভর্তি জগ এবং পানি ভর্তি জগের মধ্যে কোনটি বেশি ভারী মনে হবে?
Ο ক) মধু
Ο খ) পানি
Ο গ) সমান ভারী হবে
Ο ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর: (ক)
৪৪. সোনার তৈরি একটি মুকুটের বাতাসে ওজন 41.94N, পানিতে ওজন 39.20N, মুকুটের উপাদানের ঘনত্ব কত?
Ο ক) প্রায় 11234kgm-3
Ο খ) প্রায় 15284kgm-3
Ο গ) প্রায় 16307kgm-3
Ο ঘ) প্রায় 17235kgm-3
সঠিক উত্তর: (খ)
৪৫. প্লবতা কোনদিকে ক্রিয়া করে?
Ο ক) পার্শ্বের দিকে
Ο খ) নিচের দিকে
Ο গ) উপরের দিকে
Ο ঘ) কেন্দ্রের দিকে
সঠিক উত্তর: (গ)
৪৬. এক লিটার পানিকে বরফে পরিণত করলে এর আয়তন কত?
Ο ক) 0 লিটার
Ο খ) 1/12 লিটার
Ο গ) 11/12 লিটার
Ο ঘ) 12/11 লিটার
সঠিক উত্তর: (ঘ)
৪৭. উচ্চতা বৃদ্ধির সাথে সাথে বায়ুমন্ডলীয় চাপের কীরূপ পরবর্তন হয়?
Ο ক) বৃদ্ধি পায়
Ο খ) হ্রাস পায়
Ο গ) অপরিবর্তিত থাকে
Ο ঘ) হ্রাস বা বৃদ্ধি উভয়ই ঘটে
সঠিক উত্তর: (খ)
৪৮. বায়ুমণ্ডলের-
i. ওজন আছে
ii. চাপ আছে
iii. চাপ পৃথিবী পৃষ্ঠে প্রতি বর্গমিটারে 105N প্রায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৪৯. কোন বস্তুর ঘনত্ব কোনটির উপর নির্ভর করে?
i. বস্তুর উপাদান
ii. বস্তুর তাপমাত্রা
iii. বস্তুর দৈর্ঘ্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৫০. একটি হাইড্রোলিক প্রেসের বড় পিস্টনের ব্যাস ছোট পিস্টনের ব্যাসের দ্বিগুণ। ছোট পিস্টনের উপর 100 N বল প্রয়োগ করলে বড় পিস্টনে কত বল ক্রিয়া করবে?
Ο ক) 200N
Ο খ) 300N
Ο গ) 400N
Ο ঘ) 500N
সঠিক উত্তর: (গ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
SSC Physics