এস.এস.সি পদার্থ বিজ্ঞান অধ্যায় - ৪: কাজ, ক্ষমতা ও শক্তি (১)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি পদার্থ বিজ্ঞান অধ্যায় - ৪: কাজ, ক্ষমতা ও শক্তি (১) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
১. নিচের কোনটি নবায়নযোগ্য শক্তির অন্যতম উৎস?
Ο ক) বায়ুশক্তি
Ο খ) সৌরশক্তি
Ο গ) বায়োগ্যাস
Ο ঘ) সবকয়টি
সঠিক উত্তর: (ঘ)

২. নিউক্লিয় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের অসুবিধা হচ্ছে –
i. জ্বালানীর বর্জ্য অতিমাত্রায় তেজস্ক্রিয়
ii. চুল্লীতে উচ্চ তাপমাত্রা ও চাপ তৈরি হয়
iii. বিদ্যুৎ উৎপাদনে গ্রীন হাউজ গ্যাস বেশি উৎপন্ন হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

৩. একটি বস্তুকে সুতায় বেঁধে ঘুরালে কাজ হবে –
i. ধনাত্মক
ii. অভিকর্ষ বলের দ্বারা
iii. শূন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)

৪. পানির প্রবাহ বা স্রোতকে কাজে লাগিয়ে যে তড়িৎ বা বিদ্যুৎ উৎপাদন করা হয় তাকে কি বলা হয়?
Ο ক) তাপ বিদ্যুৎ
Ο খ) গ্যাস বিদ্যুৎ
Ο গ) স্থির বিদ্যুৎ
Ο ঘ) জল বিদ্যুৎ
সঠিক উত্তর: (ঘ)

৫. কাজের পরিমাণ নির্ভর করে –
i. প্রযুক্ত বলের উপর
ii. সরণের উপর
iii. দূরত্বের উপর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও iii
Ο খ) ii ও iii
Ο গ) i ও ii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

৬. প্রাকৃতিক গ্যাস সৃষ্টির মূল কারণ কী?
Ο ক) পৃথিবীর অভ্যন্তরে প্রচন্ড চাপ
Ο খ) পৃথিবীর অভ্যন্তরে প্রচন্ড তাপ
Ο গ) পৃথিবীর অভ্যন্তরে প্রচন্ড চাপ ও তাপ
Ο ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর: (গ)

৭. কিসের মাধ্যমে জলবিদ্যুৎ প্রকল্পে শক্তি ও চৌম্বক শক্তির সমন্বয় ঘটানো হয়?
Ο ক) চাকা
Ο খ) রিং
Ο গ) টার্বাইন
Ο ঘ) ব্যাটারি
সঠিক উত্তর: (গ)

৮. কোন স্থির বস্তুতে বেগের সঞ্চার করা আর গতিশীল বস্তুর বেগ বৃদ্ধি করার অর্থ হচ্ছে –
Ο ক) দ্রুতি সৃষ্টি করা
Ο খ) বেগ সৃষ্টি করা
Ο গ) ত্বরণ সৃষ্টি করা
Ο ঘ) স্পন্দন সৃষ্টি করা
সঠিক উত্তর: (গ)

৯. 1 Js-1 সমান কত?
Ο ক) 1KJ
Ο খ) 1W
Ο গ) Wm-1
Ο ঘ) JS-1
 সঠিক উত্তর: (খ)

১০. কিসের সাহায্যে সূর্য রশ্মিকে অভিসারী করে আগুন জ্বালানো যায়?
Ο ক) লেন্স
Ο খ) দর্পণ
Ο গ) উপরের দুটিই
Ο ঘ) উপরের একটিও নয়
সঠিক উত্তর: (গ)

১১. শক্তির উৎসগুলোর মধ্যে সবচেয়ে পরিচিত কয়লা, যা –
i. একটি জৈব পদার্থ
ii. পোড়ালে সরাসরি তাপ পাওয়া যায়
iii. তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান উপাদান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১২. নিচের কোন রাশি দুটির একক অভিন্ন?
Ο ক) তাপ, তাপমাত্রা
Ο খ) কাজ, শক্তি
Ο গ) কাজ, ক্ষমতা
Ο ঘ) শক্তি, ক্ষমতা
 সঠিক উত্তর: (খ)

১৩. নিচের তথ্যগুলো লক্ষ কর:
i. বিভবশক্তি বস্তুর ভরের উপর নির্ভর করে
ii. গতিশক্তি বস্তুর বেগের উপর নির্ভর করে
iii. বিভবশক্তি বস্তুর উচ্চতার উপর নির্ভর করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১৪. যেসকল জায়গায় ম্যাগমা উপরের দিকে উঠে ও নিচে নামে তাদেরকে বলা হয় –
Ο ক) ম্যাগমা স্পট
Ο খ) লঘু স্পট
Ο গ) গুরু স্পট
Ο ঘ) হট স্পট
 সঠিক উত্তর: (ঘ)

 ১৫. বস্তুর উপর প্রযুক্ত বলের পরিমাণ বেশি হলে –
Ο ক) কাজ কম হবে
Ο খ) কাজ বেশি হবে
Ο গ) কাজের পরিমাণ স্থির থাকবে
Ο ঘ) বস্তুর ভর বাড়বে
সঠিক উত্তর: (খ)

১৬. এসিড বৃষ্টিতে কেমন এসিড থাকে?
Ο ক) শক্তিশালী এসিড
Ο খ) খুব দুর্বল এসিড
Ο গ) স্বাভাবিক এসিড
Ο ঘ) খুব শক্তিশালী এসিড
সঠিক উত্তর: (খ)

১৭. পেট্রোলিয়াম থেকে নিচের কোনটি পাওয়া যায়?
Ο ক) পাকা রাস্তায় দেওয়া পিচ
Ο খ) কৃত্রিম বস্ত্র
Ο গ) প্রসাধনী
Ο ঘ) সবকয়টি
সঠিক উত্তর: (ঘ)

১৮. বিভব শক্তি বৃদ্ধি করতে হলে কীরূপ কাজ করতে হয়?
Ο ক) বলের দিকে
Ο খ) বলের বিপরীতে
Ο গ) ধনাত্মক
Ο ঘ) বলের লম্বদিকে
সঠিক উত্তর: (খ)

১৯. একটি সরল দোলকের ববের ভর 1.0 kg। একে সাম্যাবস্থান হতে 5m উঁচু কোনো বিন্দু হতে ছেড়ে দেওয়া হলে –
i. ছাড়ার পূর্ব মুহূর্তে ববের বিভব শক্তি 9.8J
ii. সাম্যাবস্থান অতিক্রমের সময় ববের বেগ হবে 9.9 ms-1
iii. সাম্যাবস্থান অতিক্রমের সময় ববের গতিশক্তি সর্বোচ্চ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

২০. ফটোগ্রাফিক কাগজের উপর আলোর ক্রিযার ফলে আলোক শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়?
Ο ক) তড়িৎশক্তি
Ο খ) রাসায়নিক শক্তি
Ο গ) শব্দ শক্তি
Ο ঘ) যান্ত্রিক শক্তি
সঠিক উত্তর: (খ)

২১. কীভাবে কাজের একক পাওয়া যায়?
Ο ক) বলের একককে ত্বরণের একক দিয়ে গুণ করে
Ο খ) বলের একককে সরণের একক দিয়ে ভাগ করে
Ο গ) ক্ষমতার একককে সময়ের একক দিয়ে গুণ করে
Ο ঘ) ক্ষমতার একককে সময়ের একক দিয়ে ভাগ করে
সঠিক উত্তর: (গ)

২২. আমরা যে সঙ্গীত শুনি তাতে কোন শক্তি থাকে?
Ο ক) তাপ শক্তি
Ο খ) আলো শক্তি
Ο গ) শব্দ শক্তি
Ο ঘ) বিদ্যুৎ শক্তি
সঠিক উত্তর: (গ)

২৩. কাজের একক কোনটি?
Ο ক) জুল
Ο খ) নিউটন
Ο গ) কেলভিন
Ο ঘ) ওয়াট
সঠিক উত্তর: (ক)

২৪. পেট্রো ও অলিয়াম শব্দ দুটি মিলে নিচের কোন শব্দটি হয়েছে?
Ο ক) পেট্রোল
Ο খ) পেট্রোনিয়া
Ο গ) পেট্রোলিয়াম
Ο ঘ) পেট্রোয়াম
সঠিক উত্তর: (গ)

২৫. কোনটি কাজের একক?
Ο ক) জুল-মিটার
Ο খ) নিউটন-(মিটার)২
Ο গ) নিউটন-মিটার
Ο ঘ) নিউটন/মিটার
সঠিক উত্তর: (গ)

২৬. এ বিশ্ব সৃষ্টির প্রথম মুহূর্তে যে পরিমাণ শক্তি ছিল আজও মহাবিশ্বে সে পরিমাণ শক্তি আছে। এটাই শক্তির –
i. অবিনশ্বরতা
ii. নিত্যতা
iii. সংরক্ষণশীলতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

২৭. পেট্রোলিয়াম কোন ভাষার শব্দ –
Ο ক) ইংরেজী
Ο খ) জাপানি
Ο গ) ল্যাটিন
Ο ঘ) বাংলা
সঠিক উত্তর: (গ)

২৮. সূর্য রশ্মিকে অভিসারী করে আগুন জ্বালানো যায় –
i. পানির সাহায্যে
ii. লেন্সের সাহায্যে
 iii. দর্পণের সাহায্যে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

২৯. বাতি জ্বলতে থাকলে শক্তির রূপান্তর কীরূপ হয়?
Ο ক) বিদ্যুৎ শক্তি আলোক শক্তিতে
Ο খ) তাপ শক্তি আলোক শক্তিতে
Ο গ) বিদ্যুৎ শক্তি তাপ ও আলোক শক্তিতে
Ο ঘ) বিদ্যুৎ শক্তি যান্ত্রিক শক্তিতে
সঠিক উত্তর: (গ)

৩০. একটি স্প্রিংকে তার দৈর্ঘ্য বরাবর সংকুচিত করে ছেড়ে দিলে এটি সংকোচন-প্রসারণের মাধ্যমে দৈর্ঘ্য বরাবর আন্দোলিত হওয়ার সময় স্প্রিংটির –
i. বিভবশক্তি থাকবে
ii. গতিশক্তি থাকবে
iii. যান্ত্রিক শক্তি থাকবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৩১. বাষ্পীয় ইঞ্জিন কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়?
Ο ক) যান্ত্রিক শক্তি তাপশক্তিতে
Ο খ) তাপশক্তি আলোক শক্তিতে
Ο গ) তাপশক্তি যান্ত্রিক শক্তিতে
Ο ঘ) আলোক শক্তি শব্দ শক্তিতে
সঠিক উত্তর: (গ)

৩২. শক্তির সংরক্ষণশীলতা নীতি থেকে পাওয়া যায় –
i. শক্তির সৃষ্টি বা নিবাশ নেই। মহাবিশ্বের মোট শক্তি নির্দিষ্ট ও অপরিবর্তনীয়
ii. অনাবয়নযোগ্য শক্তি দ্রুত নি:শেষ হয়ে যাবে, তাই নবায়নযোগ্য শক্তি ব্যবহার করতে হবে
iii. শক্তিকে রক্ষা করতে এর কার্যকর ব্যবহার এবং সিস্টেম লস কমানো জরুরি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও ii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৩৩. মুক্তভাবে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে পড়ন্ত বস্তুর –
i. গতিশক্তি বৃদ্ধি পায়
ii. বিভবশক্তি বৃদ্ধি পায়
iii. বিভবশক্তি হ্রাস পায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)

৩৪. E=mc2 সূত্রটিতে –
i. E রূপান্তরিত শক্তি
ii. m শক্তিতে রূপান্তরিত ভর
iii. c আলোর বেগ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৩৫. জোয়ার-ভাটার শক্তির সাহায্যে তড়িৎ উৎপাদনের ক্ষেত্রে সফল কোন দেশ?
Ο ক) ইংল্যান্ড
Ο খ) যুক্তরাষ্ট্র
Ο গ) ফ্রান্স
Ο ঘ) রাশিয়া
সঠিক উত্তর: (গ)

৩৬. কর্মদক্ষতার প্রতীক কোনটি?
Ο ক) η
Ο খ) β
Ο গ) γ
Ο ঘ) α
সঠিক উত্তর: (ক)

৩৭. কয়লা কি ধরনের পদার্থ?
Ο ক) অজৈব পদার্থ
Ο খ) জৈব পদার্থ
Ο গ) অজৈব ও জৈব উভয়ই
Ο ঘ) উপরের একটিও না
সঠিক উত্তর: (খ)

৩৮. কোনো যন্ত্রের কর্মদক্ষতা 90% বলতে বোঝায় –
Ο ক) যন্ত্রে সর্বদা 90 J শক্তি দিতে হবে
Ο খ) যন্ত্রে সর্বদা 100 J শক্তি দিতে হবে
Ο গ) যন্ত্রে সর্বদা 90 J শক্তি দিলে তা লভ্য কার্যকর শক্তি 100 J
Ο ঘ) যন্ত্রে 100 J শক্তি দিলে লভ্য শক্তি 90 J
সঠিক উত্তর: (ঘ)

৩৯. নিউক্লিয় সাবমেরিনে নিউক্লিয় শক্তিকে কোন শক্তিতে রূপান্তর করা হয়?
Ο ক) শব্দ শক্তিতে
Ο খ) তাপশক্তিতে
Ο গ) যান্ত্রিক শক্তি
Ο ঘ) আলোক শক্তিতে
সঠিক উত্তর: (গ)

৪০. একটি বস্তুর ভর 6 kg। একে ভূ-পৃষ্ঠ থেকে 20 m উচ্চতায় তুললে বিভব শক্তি কত হবে –
Ο ক) 1179 J
Ο খ) 1176 J
Ο গ) 1167 J
Ο ঘ) 1117 J
সঠিক উত্তর: (খ)

৪১. 70 kg ভরের একজন দৌড়বিদের গতিশক্তি 1260 J হলে তার বেগ কত হবে?
Ο ক) -18 ms-1
Ο খ) 18 ms-1
Ο গ) 6 ms-1
Ο ঘ) -6 ms-1
সঠিক উত্তর: (গ)

৪২. 1260 J গতিশক্তিবিশিষ্ট কোনো দৌড়বিদের বেগ 6 ms-1 হলে তার ভর কত?
Ο ক) 50 kg
Ο খ) 60 kg
Ο গ) 70 kg
Ο ঘ) 120 kg
সঠিক উত্তর: (গ)

৪৩. বলের দ্বারা কাজের উদাহরণ হচ্ছে –
i. গাছ থেকে ফল মাটিতে পড়া
ii. ছাদ থেকে এক ঢিল নিচে পড়া
iii. রকেটের উৎক্ষেপণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

৪৪. মানুষ ও অন্যান্য প্রাণী খাদ্য হিসেবে গ্রহণ করে –
Ο ক) অজৈব যৌগ
Ο খ) বায়োমাস
Ο গ) বায়োগ্যাস
Ο ঘ) মিথেন
 সঠিক উত্তর: (খ)

৪৫. নিচের কোন ক্ষেত্রে কাজ হচ্ছে না –
Ο ক) শিক্ষক ক্লাসে হেঁটে হেঁটে পড়াচ্ছেন
Ο খ) শিলা চারটি বই হাতে নিয়ে দাঁড়িয়ে আছে
Ο গ) শিলা একটি ভারী ব্যাগকে সিঁড়ি দিয়ে উপরে উঠাচ্ছে
Ο ঘ) রিয়াজ একটি ক্রিকেট বল ছুঁড়ছে
সঠিক উত্তর: (খ)

৪৬. এক সেকেন্ডে এক জুল কাজ হলে তা কিসের সমান?
Ο ক) এক ওয়াট
Ο খ) এক কিলোওয়াট
Ο গ) এক ক্যালরি
Ο ঘ) এক ভোল্ট
সঠিক উত্তর: (ক)

৪৭. শক্তির মাত্রা কোনটি?
Ο ক) MLT1
Ο খ) MLT-2
Ο গ) ML2T-2
Ο ঘ) ML2T-3
সঠিক উত্তর: (গ)

৪৮. বিভব শক্তি নির্ভর করে বস্তুর –
Ο ক) উচ্চতার উপর
Ο খ) আকারের উপর
Ο গ) আয়তনের উপর
Ο ঘ) তাপমাত্রার উপর
 সঠিক উত্তর: (ক)

৪৯. কয়লা দিয়ে চালিত বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে প্রধান সমস্যা হচ্ছে –
Ο ক) ফসফরাসের ধোঁয়া নির্গমন করে
Ο খ) সালফারের ধোঁয়া নির্গমন করে
Ο গ) হাইড্রোজেন সালফাইডের ধোঁয়া নির্গমন করে
Ο ঘ) কয়লার দাম বেশি
 সঠিক উত্তর: (খ)

৫০. 30 kg ভরের বস্তুতে বল প্রয়োগে 10 ms-2 ত্বরণ সৃষ্টি করায় বস্তুটি 20 m দূরে সরে গেল। কৃতকাজ কত?
Ο ক) 3000J
Ο খ) 9000J
Ο গ) 8000J
Ο ঘ) 6000J
সঠিক উত্তর: (ঘ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post