ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায় - ৭: শেয়ার, বন্ড ও ডিবেঞ্চার (১) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১. সাধারণ শেয়ার-
Ο ক) হস্তান্তর যোগ্য
Ο খ) অহস্থান্তরযোগ্য
Ο গ) বহনযোগ্য
Ο ঘ) বহনযোগ্য নয়
সঠিক উত্তর: (ক)
২. বন্ড মালিকরা ক্রয়কৃত বন্ডকে কোন শেয়ারে রূপান্তর করতে পারে?
Ο ক) সাধারণ শেয়ারে
Ο খ) বোনাস শেয়ার
Ο গ) বিলম্বিত শেয়ার
Ο ঘ) অগ্রাধিকার শেয়ারে
সঠিক উত্তর: (ক)
৩. সাধারণ শেয়ার মালিকগণ কোম্পানির মালিক হিসেবে-
i সম্পত্তিতে অধিকার পায়
ii অর্জিত লাভের ওপর অধিকার পায়
iii ব্যয় করার অধিকার পায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৪. পাবলিক লিমিটেড কোম্পানির প্রকৃত মালিক কারা?
Ο ক) যারা মূলধন যোগাড় কারে
Ο খ) যারা কার্য পরিচালনা করে
Ο গ) যারা শেয়ার ক্রয় করে
Ο ঘ) যারা নীতিমালা প্রদান করে
সঠিক উত্তর: (গ)
৫. বন্ডে পরিপক্বতার তারিখ বলতে কী বোঝায়?
Ο ক) যে তারিখে বন্ড ইস্যু করা হয়
Ο খ) যে তারিখে বন্ডে উল্লিখিত লিখিত মূল্য ফেরত পায়
Ο গ) যে তারিখে বন্ডের সুদ দেওয়া হয়
Ο ঘ) যে তারিখে বন্ড ইস্যুর সিদ্ধান্ত নেয়া হয়
সঠিক উত্তর: (খ)
৬. বাংলাদেশের স্টক এক্সচেঞ্জের বৈশিষ্ট্য হলো-
i এখানে প্রত্যক্ষভাবে ব্রোকাররা লেনদেনে অংশগ্রহণ করে
ii এখানে সিকিউরিটিজের মূল্য চাহিদা ও যোগান অনুযায়ী ওঠা-নামা করে
iii এখানে শুধুমাত্র তালিকাভুক্ত কোম্পানিরশেয়ার ক্রয়-বিক্রয় হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৭. সাধারণ মেয়ার মাপলিক ও ঋণপত্র মালিকদের মাঝামাঝি কোন শেয়ারের মালিকের অবস্থান করে?
Ο ক) অগ্রাধিকার শেয়ার
Ο খ) বন্ড
Ο গ) বোনাস শেয়ার
Ο ঘ) রাইট শেয়ার
সঠিক উত্তর: (ক)
৮. কোম্পানি বিলুপ্তির পর সর্বপ্রথম কাদের পাওনা পরিশোধ করা হয়?
Ο ক) সাধারণ শেয়ার মালিকদের
Ο খ) বন্ড মালিকদের
Ο গ) অগ্রাধিকার শেয়ার মালিকদের
Ο ঘ) ডিবেঞ্চার মালিকদের
সঠিক উত্তর: (খ)
৯. বন্ডের বিনিয়োকারীদের ঝুঁকি, ডিবেঞ্চার বিনিয়োগকারীদের তুলনায় কম থাকে কেন?
Ο ক) সুদের হার নির্দিষ্ট হওয়ার ফলে
Ο খ) জামানত থাকার ফলে
Ο গ) মুনাফার ওপর অধিকার থাকার ফলে
Ο ঘ) নির্দিষ্ট সুদের হারের ফলে
সঠিক উত্তর: (খ)
১০. কোম্পানিতে কয়টি লভ্যাংশ নীতি পরিলক্ষিত হয়?
Ο ক) ১ টি
Ο খ) ২ টি
Ο গ) ৩ টি
Ο ঘ) ৪ টি
সঠিক উত্তর: (গ)
১১. সাধারণ শেয়ার মালিকদের পূর্বে কাদের দাবি মেটানো হয়?
Ο ক) অগ্রাধিকার শেয়ার মালিকদের
Ο খ) বন্ড মালিকদের
Ο গ) ডিবেঞ্চার মালিকদের
Ο ঘ) সম্পত্তির মালিকদের
সঠিক উত্তর: (ক)
১২. সব কোম্পনির ডিবেঞ্চার বিনিয়োগকারীরা ক্রয় করতে চায় না, কারণ কী?
Ο ক) সুদের হার কম
Ο খ) নিয়ন্ত্রণ করতে পারে না
Ο গ) আয় নিয়মিত নয়
Ο ঘ) জামানত থাকে না
সঠিক উত্তর: (ঘ)
১৩. স্টক লভ্যাংশের অপর নাম কী?
Ο ক) নগদ লভ্যাংশ
Ο খ) বোনাস লভ্যাংশ
Ο গ) বোনাস শেয়ার
Ο ঘ) রাইট শেয়ার
সঠিক উত্তর: (গ)
১৪. কোম্পানি কোন শেয়ারের ওপর আনুপাতিক হারে স্টক লভ্যাংশ দিয়ে থাকে?
Ο ক) ইস্যুকৃত
Ο খ) তলবকৃত
Ο গ) আদায়কৃত
Ο ঘ) সবগুলো
সঠিক উত্তর: (ক)
১৫. বাংলাদেশে কতটি স্টক এক্সচেঞ্চ রয়েছে?
Ο ক) ২ টি
Ο খ) ৩ টি
Ο গ) ৪ টি
Ο ঘ) ৫ টি
সঠিক উত্তর: (ক)
১৬. কোম্পানি কয়টি উপায়ে লভ্যাংশ দিতে পারে?
Ο ক) ২ টি
Ο খ) ৩ টি
Ο গ) ৪ টি
Ο ঘ) ৫ টি
সঠিক উত্তর: (ক)
১৭. বিনিয়োগকারীর প্রাপ্ত আয় নির্দিষ্ট থাকে-
i সাধারণ শেয়ারের ক্ষেত্রে
ii বন্ড ও ডিবেঞ্চার ক্ষেত্রে
iii অগ্রাধিকার শেয়ারের ক্ষেত্রে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১৮. বন্ড হতে ডিবেঞ্চর অধিক ঝুঁকিপূর্ণ, কারণ কী?
Ο ক) সুদের হার
Ο খ) সময়
Ο গ) জামানত
Ο ঘ) নিয়ন্ত্রণ
সঠিক উত্তর: ?
১৯. আদর্শ লভ্যাংশ নীতি কোনটি?
Ο ক) স্থিতিশীল টাকা লভ্যাংশ নীতি
Ο খ) মুনাফার হার লভ্যাংশ নীতি
Ο গ) লভ্যাংশ প্রদান অনুপাত নীতি
Ο ঘ) স্থির লভ্যাংশর সাথে অতিরিক্ত লভ্যাংশ নীতি
সঠিক উত্তর: (ঘ)
২০. কোম্পানি কর্তৃক অর্জিত আয় থেকে সর্বপ্রথম বন্ড মালিকদের কী দেয়া হয়?
Ο ক) লাভ
Ο খ) সুদ
Ο গ) মুনাফা
Ο ঘ) শেয়ার
সঠিক উত্তর: (খ)
২১. শেয়ার বাজারে বিনিয়োগের ক্ষেত্রে কোনটি অধিক প্রয়োজন?
Ο ক) প্রচুর টাকা
Ο খ) অনেক বুদ্ধি
Ο গ) অভিজ্ঞতা
Ο ঘ) সঠিক ধারণা
সঠিক উত্তর: (ঘ)
২২. কোন শেয়ার মালিকদের কোনো ভোটাধিকার থাকে না?
Ο ক) সাধারণ শেয়ার
Ο খ) তহবকৃত শেয়ার
Ο গ) বিলম্বিত শেয়ার
Ο ঘ) অগ্রাধিকার শেয়ার
সঠিক উত্তর: (ঘ)
২৩. কোম্পানি বিলুপ্ত হলে সম্পদ বিক্রির অর্থ সবার আগ কে পায়?
Ο ক) সাধারণ শেয়ার মালিক
Ο খ) বন্ড মালিক
Ο গ) অগ্রাধিকার শেয়ার মালিক
Ο ঘ) ডিবেঞ্চার মালিক
সঠিক উত্তর: (খ)
২৪. কোম্পানি আর্থিক বিবরণী বিশ্লেষণের পাশাপাশি পর্জন্ত জ্ঞান সংগ্রহ করা উচিত-
i শিল্পখাত সম্পর্কে
ii অর্থনৈতিক অবস্থা সম্পর্কে
iii বাজার দর সম্পর্কে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২৫. বন্ড বিনিয়োগের অসুবিধা হল-
Ο ক) কম আয় হার
Ο খ) ভোটাধিকা নেই
Ο গ) কোম্পানি নিয়ন্ত্রণ করতে পারে না
Ο ঘ) সবগুলো
সঠিক উত্তর: (ঘ)
২৬. কোম্পানি কর্তৃক ইস্যুকৃত পরিপক্বতার তারিখ থাকে কীসে?
Ο ক) বন্ড
Ο খ) সাধারণ শেয়ার
Ο গ) অগ্রাধিকার শেয়ার
Ο ঘ) বোনাস শেয়ার
সঠিক উত্তর: (ক)
২৭. আবির জানে যে বিনিয়োগের হাতিয়ার হিসেবে শেয়ারের সাথে বন্ডের ভিন্নতা রয়েছে। এ ভিন্নতার মধ্যে অন্তর্ভুক্ত হলো-
i বন্ড মালিকরা কোম্পানির মালিক হিসেবে গণ্য হয়
ii বন্ডে লিখিত মূল্য ফেরত পাওয়ার তারিখ থাকে
iii রূপান্তরযোগ্য বন্ডকে সাধারণ শেয়ারে রুপান্তর করা যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
২৮. নিচের কোনটি লভ্যাংশ নীতি নয়?
Ο ক) স্থিতিশীল টাকা লভ্যাংশ নীতি
Ο খ) মুনাফার হার লভ্যাংশ নীতি
Ο গ) লভ্যাংশ প্রদান অনুপাত নীতি
Ο ঘ) স্থির লভ্যাংশর সাথে অতিরিক্ত লভ্যাংশ নীতি
সঠিক উত্তর: (খ)
২৯. কোম্পানি যে বাজারে শেয়ার বিক্রির প্রথম প্রস্থাব করে সে বাজারকে কী বলা হয়?
Ο ক) প্রথম প্রস্থাব
Ο খ) প্রাথমিক বাজার
Ο গ) প্রথম বাজার
Ο ঘ) সেকেন্ডারি বাজার
সঠিক উত্তর: (খ)
৩০. কোম্পানি কর্তৃক অর্জিত আয় থেকে সর্বপ্রথম কাদের সুদ প্রদান করা হয়?
Ο ক) বন্ড মালিকদের
Ο খ) ডিবেঞ্চার মালিকদের
Ο গ) সাধারণ শেয়ারহোল্ডারদের
Ο ঘ) অগ্রাধিকার শেয়ার হোল্ডারদের
সঠিক উত্তর: (ক)
৩১. সহজে হস্তান্টতরযোগ্য শেয়ার কোনটি?
Ο ক) অগ্রাধিকার শেয়ার
Ο খ) সাধারণ শেয়ার
Ο গ) বোনাস শেয়ার
Ο ঘ) অধিকারযোগ্য শেয়ার
সঠিক উত্তর: (খ)
৩২. বিনিয়োগকারীদের হাতিয়ার হলো কোম্পানি কর্তৃক ইস্যুকৃত-
i শেয়ার
ii বন্ড
iii ডিবেঞ্চার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৩. প্রতি বছর অর্জিত লাভ থেকে সমপরিমাণ টাকা দেওয়া হয় কোন নীতিতে?
Ο ক) স্থিতিশীল লভ্যাংশ নীতিতে
Ο খ) অনুপাত লভ্যাংশ নীতিতে
Ο গ) স্থির লভ্যাংশের সাথে অতিরিক্ত লভ্যাংশ নীতিতে
Ο ঘ) স্টক লভ্যাংশ নীতিতে
সঠিক উত্তর: (খ)
৩৪. যে বাজারে শেয়ার বিক্রির প্রথম প্রস্তাব দেওয়া হয় তাকে বলা হয়-
Ο ক) প্রাথমিক বাজার
Ο খ) মাধ্যমিক বাজার
Ο গ) সেকেন্ডারি বাজার
Ο ঘ) তৃতীয় বাজার
সঠিক উত্তর: (ক)
৩৫. কোম্পানিকে প্রতি বছর সিদ্ধান্ত নিতে হয়-
i নীতিমালা সম্পর্কে
ii লভ্যাংশ সম্পর্কে
iii উৎপাদন সম্পর্কে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৬. বাংলাদেশে বন্ড এখনও পরিচিতি না পাওয়ার কারণ কী?
Ο ক) ঋণ মূলধনের খাত হিসেবে ঝুঁকিপূর্ণ বলে
Ο খ) ঋণ মূলধনের ব্যয় অধিক বলে
Ο গ) অধিকাংশ কোম্পানি ব্যাংক থেকে ঋণ নেয় বলে
Ο ঘ) কোম্পানির ওপর বন্ড মালিকরা নিয়ন্ত্রণহীন বলে
সঠিক উত্তর: (গ)
৩৭. ব্যবসা প্রতিষ্ঠানের অর্থায়নের উৎস হিসেবে বিবেচিত হয়-
i সাধারণ শেয়ার
ii অগ্রাধিকার শেয়ার
iii বন্ড ও ডিবেঞ্চার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৮. অগ্রাধিকার শেয়ার মালিকরা লভ্যাংশ পায় কীরূপে?
Ο ক) নির্দিষ্ট হারে
Ο খ) অনির্দিষ্ট হারে
Ο গ) অধিক হারে
Ο ঘ) সমানুপাতিক হারে
সঠিক উত্তর: (ক)
৩৯. কোম্পানির অর্জিত মুনাফ হতে বন্ড মালিকদের পর কাদের দাবি মেটানো হয়?
Ο ক) সাধারণ শেয়ারহোল্ডাদের
Ο খ) অগ্রাধিকার শেয়ারহোল্ডরদের
Ο গ) রাইট শেয়ারহোল্ডারদের
Ο ঘ) ডিবেঞ্চার হোল্ডারদের
সঠিক উত্তর:
৪০. প্রতি বছর অর্জিত লাভ থেকে সমপরিমাণ টাকা দেয়া হয় কোন নীতিতে?
Ο ক) স্থিতিশীল লভ্যাংশ নীতিতে
Ο খ) অনুপাত লভ্যাংশ নীতিতে
Ο গ) স্থির লভ্যাংশের সাথে অতিরিক্ত লভ্যাংশ নীতিতে
Ο ঘ) স্টক লভ্যাংশ নীতিতে
সঠিক উত্তর: (ক)
৪১. শেয়ার মালিকদের প্রাপ্য হলো কোম্পানির-
i লাভ
ii মুনাফা
iii সম্পত্তি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৪২. অগ্রাধিকার শেয়ারে আয় কম হবার কারণ কী?
Ο ক) অনির্দিষ্ট সুদের হার থাকায়
Ο খ) ঝুঁকি কম হওয়ায়
Ο গ) ঝুঁকি বেশি হওয়ায়
Ο ঘ) জামানতের পরিমাণ বেশি থাকায়
সঠিক উত্তর: (খ)
৪৩. বিনিয়োগকারীদের জন্যে শেয়ার ক্রয় কোন ধরণের বিনিয়োগ?
Ο ক) ঝুঁকিপূর্ণ
Ο খ) অলাভজনক
Ο গ) লাভজনক
Ο ঘ) অনাকাঙ্খিত
সঠিক উত্তর: (ক)
৪৪. কোম্পানির জন্য শেয়ারের লভ্যাংশ প্রদান করা কী?
Ο ক) বাধ্যতামূলক
Ο খ) শর্তসাপেক্ষে
Ο গ) বাধ্যতামূলক নয়
Ο ঘ) ইচ্ছাধীন
সঠিক উত্তর: (গ)
৪৫. শেয়ারহোল্ডারদের কখন লভ্যাংশ প্রদান করা হয়?
Ο ক) কোম্পানির মুনাফা হলে
Ο খ) কোম্পানির মুনাফা না হলে
Ο গ) কোম্পানির ক্ষতি হলে
Ο ঘ) কোম্পানির লোকসান হলে
সঠিক উত্তর: (ক)
৪৬. নাটাই লি. তাদের জমি রিফাতের কাছে জামানত দিয়ে ৫০ লক্ষ টাকা ঋণ মূলধন নেয়। ২০১৩ সালের ৩০শে জুন কোম্পানির সাথে তার এ চুক্তি শেষ হবে। এক্ষেত্রে রিফাতের বিনিয়োগকৃত অংশকে কী বলা হবে?
Ο ক) সাধারণ শেয়অর
Ο খ) ডিবেঞ্চার
Ο গ) অগ্রাধিকার শেয়ার
Ο ঘ) বন্ড
সঠিক উত্তর: (ঘ)
৪৭. লাভজনক কোম্পানির শেয়ারহোল্ডারগণ লভ্যাংশ পেয়ে থাকেন কীভাবে?
Ο ক) নিয়মিতভাবে
Ο খ) অনিয়মিতভাবে
Ο গ) মাঝে মাঝে
Ο ঘ) কোনোটিই পায় না
সঠিক উত্তর: (ক)
৪৮. কোন ধরনের শেয়ারের রূপান্তরযোগ্যতা নেই?
Ο ক) সাধারণ শেয়ার
Ο খ) অগ্রাধিকার শেয়ার
Ο গ) ডিবেঞ্চার
Ο ঘ) বন্ড
সঠিক উত্তর: (গ)
৪৯. স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত কোম্পানির শেয়ারগুলো কয় শ্রেণিতে ভাগ করা যায়?
Ο ক) ২
Ο খ) ৩
Ο গ) ৪
Ο ঘ) ৫
সঠিক উত্তর: (ঘ)
৫০. অগ্রাধিকার শেয়ার মালিকদের আয় হার কীরূপ?
Ο ক) নির্দিষ্ট
Ο খ) অনির্দিষ্ট
Ο গ) অনিশ্চিত
Ο ঘ) মেয়াদকালিন
সঠিক উত্তর: (ক)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১. সাধারণ শেয়ার-
Ο ক) হস্তান্তর যোগ্য
Ο খ) অহস্থান্তরযোগ্য
Ο গ) বহনযোগ্য
Ο ঘ) বহনযোগ্য নয়
সঠিক উত্তর: (ক)
২. বন্ড মালিকরা ক্রয়কৃত বন্ডকে কোন শেয়ারে রূপান্তর করতে পারে?
Ο ক) সাধারণ শেয়ারে
Ο খ) বোনাস শেয়ার
Ο গ) বিলম্বিত শেয়ার
Ο ঘ) অগ্রাধিকার শেয়ারে
সঠিক উত্তর: (ক)
৩. সাধারণ শেয়ার মালিকগণ কোম্পানির মালিক হিসেবে-
i সম্পত্তিতে অধিকার পায়
ii অর্জিত লাভের ওপর অধিকার পায়
iii ব্যয় করার অধিকার পায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৪. পাবলিক লিমিটেড কোম্পানির প্রকৃত মালিক কারা?
Ο ক) যারা মূলধন যোগাড় কারে
Ο খ) যারা কার্য পরিচালনা করে
Ο গ) যারা শেয়ার ক্রয় করে
Ο ঘ) যারা নীতিমালা প্রদান করে
সঠিক উত্তর: (গ)
৫. বন্ডে পরিপক্বতার তারিখ বলতে কী বোঝায়?
Ο ক) যে তারিখে বন্ড ইস্যু করা হয়
Ο খ) যে তারিখে বন্ডে উল্লিখিত লিখিত মূল্য ফেরত পায়
Ο গ) যে তারিখে বন্ডের সুদ দেওয়া হয়
Ο ঘ) যে তারিখে বন্ড ইস্যুর সিদ্ধান্ত নেয়া হয়
সঠিক উত্তর: (খ)
৬. বাংলাদেশের স্টক এক্সচেঞ্জের বৈশিষ্ট্য হলো-
i এখানে প্রত্যক্ষভাবে ব্রোকাররা লেনদেনে অংশগ্রহণ করে
ii এখানে সিকিউরিটিজের মূল্য চাহিদা ও যোগান অনুযায়ী ওঠা-নামা করে
iii এখানে শুধুমাত্র তালিকাভুক্ত কোম্পানিরশেয়ার ক্রয়-বিক্রয় হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৭. সাধারণ মেয়ার মাপলিক ও ঋণপত্র মালিকদের মাঝামাঝি কোন শেয়ারের মালিকের অবস্থান করে?
Ο ক) অগ্রাধিকার শেয়ার
Ο খ) বন্ড
Ο গ) বোনাস শেয়ার
Ο ঘ) রাইট শেয়ার
সঠিক উত্তর: (ক)
৮. কোম্পানি বিলুপ্তির পর সর্বপ্রথম কাদের পাওনা পরিশোধ করা হয়?
Ο ক) সাধারণ শেয়ার মালিকদের
Ο খ) বন্ড মালিকদের
Ο গ) অগ্রাধিকার শেয়ার মালিকদের
Ο ঘ) ডিবেঞ্চার মালিকদের
সঠিক উত্তর: (খ)
৯. বন্ডের বিনিয়োকারীদের ঝুঁকি, ডিবেঞ্চার বিনিয়োগকারীদের তুলনায় কম থাকে কেন?
Ο ক) সুদের হার নির্দিষ্ট হওয়ার ফলে
Ο খ) জামানত থাকার ফলে
Ο গ) মুনাফার ওপর অধিকার থাকার ফলে
Ο ঘ) নির্দিষ্ট সুদের হারের ফলে
সঠিক উত্তর: (খ)
১০. কোম্পানিতে কয়টি লভ্যাংশ নীতি পরিলক্ষিত হয়?
Ο ক) ১ টি
Ο খ) ২ টি
Ο গ) ৩ টি
Ο ঘ) ৪ টি
সঠিক উত্তর: (গ)
১১. সাধারণ শেয়ার মালিকদের পূর্বে কাদের দাবি মেটানো হয়?
Ο ক) অগ্রাধিকার শেয়ার মালিকদের
Ο খ) বন্ড মালিকদের
Ο গ) ডিবেঞ্চার মালিকদের
Ο ঘ) সম্পত্তির মালিকদের
সঠিক উত্তর: (ক)
১২. সব কোম্পনির ডিবেঞ্চার বিনিয়োগকারীরা ক্রয় করতে চায় না, কারণ কী?
Ο ক) সুদের হার কম
Ο খ) নিয়ন্ত্রণ করতে পারে না
Ο গ) আয় নিয়মিত নয়
Ο ঘ) জামানত থাকে না
সঠিক উত্তর: (ঘ)
১৩. স্টক লভ্যাংশের অপর নাম কী?
Ο ক) নগদ লভ্যাংশ
Ο খ) বোনাস লভ্যাংশ
Ο গ) বোনাস শেয়ার
Ο ঘ) রাইট শেয়ার
সঠিক উত্তর: (গ)
১৪. কোম্পানি কোন শেয়ারের ওপর আনুপাতিক হারে স্টক লভ্যাংশ দিয়ে থাকে?
Ο ক) ইস্যুকৃত
Ο খ) তলবকৃত
Ο গ) আদায়কৃত
Ο ঘ) সবগুলো
সঠিক উত্তর: (ক)
১৫. বাংলাদেশে কতটি স্টক এক্সচেঞ্চ রয়েছে?
Ο ক) ২ টি
Ο খ) ৩ টি
Ο গ) ৪ টি
Ο ঘ) ৫ টি
সঠিক উত্তর: (ক)
১৬. কোম্পানি কয়টি উপায়ে লভ্যাংশ দিতে পারে?
Ο ক) ২ টি
Ο খ) ৩ টি
Ο গ) ৪ টি
Ο ঘ) ৫ টি
সঠিক উত্তর: (ক)
১৭. বিনিয়োগকারীর প্রাপ্ত আয় নির্দিষ্ট থাকে-
i সাধারণ শেয়ারের ক্ষেত্রে
ii বন্ড ও ডিবেঞ্চার ক্ষেত্রে
iii অগ্রাধিকার শেয়ারের ক্ষেত্রে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১৮. বন্ড হতে ডিবেঞ্চর অধিক ঝুঁকিপূর্ণ, কারণ কী?
Ο ক) সুদের হার
Ο খ) সময়
Ο গ) জামানত
Ο ঘ) নিয়ন্ত্রণ
সঠিক উত্তর: ?
১৯. আদর্শ লভ্যাংশ নীতি কোনটি?
Ο ক) স্থিতিশীল টাকা লভ্যাংশ নীতি
Ο খ) মুনাফার হার লভ্যাংশ নীতি
Ο গ) লভ্যাংশ প্রদান অনুপাত নীতি
Ο ঘ) স্থির লভ্যাংশর সাথে অতিরিক্ত লভ্যাংশ নীতি
সঠিক উত্তর: (ঘ)
২০. কোম্পানি কর্তৃক অর্জিত আয় থেকে সর্বপ্রথম বন্ড মালিকদের কী দেয়া হয়?
Ο ক) লাভ
Ο খ) সুদ
Ο গ) মুনাফা
Ο ঘ) শেয়ার
সঠিক উত্তর: (খ)
২১. শেয়ার বাজারে বিনিয়োগের ক্ষেত্রে কোনটি অধিক প্রয়োজন?
Ο ক) প্রচুর টাকা
Ο খ) অনেক বুদ্ধি
Ο গ) অভিজ্ঞতা
Ο ঘ) সঠিক ধারণা
সঠিক উত্তর: (ঘ)
২২. কোন শেয়ার মালিকদের কোনো ভোটাধিকার থাকে না?
Ο ক) সাধারণ শেয়ার
Ο খ) তহবকৃত শেয়ার
Ο গ) বিলম্বিত শেয়ার
Ο ঘ) অগ্রাধিকার শেয়ার
সঠিক উত্তর: (ঘ)
২৩. কোম্পানি বিলুপ্ত হলে সম্পদ বিক্রির অর্থ সবার আগ কে পায়?
Ο ক) সাধারণ শেয়ার মালিক
Ο খ) বন্ড মালিক
Ο গ) অগ্রাধিকার শেয়ার মালিক
Ο ঘ) ডিবেঞ্চার মালিক
সঠিক উত্তর: (খ)
২৪. কোম্পানি আর্থিক বিবরণী বিশ্লেষণের পাশাপাশি পর্জন্ত জ্ঞান সংগ্রহ করা উচিত-
i শিল্পখাত সম্পর্কে
ii অর্থনৈতিক অবস্থা সম্পর্কে
iii বাজার দর সম্পর্কে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২৫. বন্ড বিনিয়োগের অসুবিধা হল-
Ο ক) কম আয় হার
Ο খ) ভোটাধিকা নেই
Ο গ) কোম্পানি নিয়ন্ত্রণ করতে পারে না
Ο ঘ) সবগুলো
সঠিক উত্তর: (ঘ)
২৬. কোম্পানি কর্তৃক ইস্যুকৃত পরিপক্বতার তারিখ থাকে কীসে?
Ο ক) বন্ড
Ο খ) সাধারণ শেয়ার
Ο গ) অগ্রাধিকার শেয়ার
Ο ঘ) বোনাস শেয়ার
সঠিক উত্তর: (ক)
২৭. আবির জানে যে বিনিয়োগের হাতিয়ার হিসেবে শেয়ারের সাথে বন্ডের ভিন্নতা রয়েছে। এ ভিন্নতার মধ্যে অন্তর্ভুক্ত হলো-
i বন্ড মালিকরা কোম্পানির মালিক হিসেবে গণ্য হয়
ii বন্ডে লিখিত মূল্য ফেরত পাওয়ার তারিখ থাকে
iii রূপান্তরযোগ্য বন্ডকে সাধারণ শেয়ারে রুপান্তর করা যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
২৮. নিচের কোনটি লভ্যাংশ নীতি নয়?
Ο ক) স্থিতিশীল টাকা লভ্যাংশ নীতি
Ο খ) মুনাফার হার লভ্যাংশ নীতি
Ο গ) লভ্যাংশ প্রদান অনুপাত নীতি
Ο ঘ) স্থির লভ্যাংশর সাথে অতিরিক্ত লভ্যাংশ নীতি
সঠিক উত্তর: (খ)
২৯. কোম্পানি যে বাজারে শেয়ার বিক্রির প্রথম প্রস্থাব করে সে বাজারকে কী বলা হয়?
Ο ক) প্রথম প্রস্থাব
Ο খ) প্রাথমিক বাজার
Ο গ) প্রথম বাজার
Ο ঘ) সেকেন্ডারি বাজার
সঠিক উত্তর: (খ)
৩০. কোম্পানি কর্তৃক অর্জিত আয় থেকে সর্বপ্রথম কাদের সুদ প্রদান করা হয়?
Ο ক) বন্ড মালিকদের
Ο খ) ডিবেঞ্চার মালিকদের
Ο গ) সাধারণ শেয়ারহোল্ডারদের
Ο ঘ) অগ্রাধিকার শেয়ার হোল্ডারদের
সঠিক উত্তর: (ক)
৩১. সহজে হস্তান্টতরযোগ্য শেয়ার কোনটি?
Ο ক) অগ্রাধিকার শেয়ার
Ο খ) সাধারণ শেয়ার
Ο গ) বোনাস শেয়ার
Ο ঘ) অধিকারযোগ্য শেয়ার
সঠিক উত্তর: (খ)
৩২. বিনিয়োগকারীদের হাতিয়ার হলো কোম্পানি কর্তৃক ইস্যুকৃত-
i শেয়ার
ii বন্ড
iii ডিবেঞ্চার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৩. প্রতি বছর অর্জিত লাভ থেকে সমপরিমাণ টাকা দেওয়া হয় কোন নীতিতে?
Ο ক) স্থিতিশীল লভ্যাংশ নীতিতে
Ο খ) অনুপাত লভ্যাংশ নীতিতে
Ο গ) স্থির লভ্যাংশের সাথে অতিরিক্ত লভ্যাংশ নীতিতে
Ο ঘ) স্টক লভ্যাংশ নীতিতে
সঠিক উত্তর: (খ)
৩৪. যে বাজারে শেয়ার বিক্রির প্রথম প্রস্তাব দেওয়া হয় তাকে বলা হয়-
Ο ক) প্রাথমিক বাজার
Ο খ) মাধ্যমিক বাজার
Ο গ) সেকেন্ডারি বাজার
Ο ঘ) তৃতীয় বাজার
সঠিক উত্তর: (ক)
৩৫. কোম্পানিকে প্রতি বছর সিদ্ধান্ত নিতে হয়-
i নীতিমালা সম্পর্কে
ii লভ্যাংশ সম্পর্কে
iii উৎপাদন সম্পর্কে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৬. বাংলাদেশে বন্ড এখনও পরিচিতি না পাওয়ার কারণ কী?
Ο ক) ঋণ মূলধনের খাত হিসেবে ঝুঁকিপূর্ণ বলে
Ο খ) ঋণ মূলধনের ব্যয় অধিক বলে
Ο গ) অধিকাংশ কোম্পানি ব্যাংক থেকে ঋণ নেয় বলে
Ο ঘ) কোম্পানির ওপর বন্ড মালিকরা নিয়ন্ত্রণহীন বলে
সঠিক উত্তর: (গ)
৩৭. ব্যবসা প্রতিষ্ঠানের অর্থায়নের উৎস হিসেবে বিবেচিত হয়-
i সাধারণ শেয়ার
ii অগ্রাধিকার শেয়ার
iii বন্ড ও ডিবেঞ্চার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৮. অগ্রাধিকার শেয়ার মালিকরা লভ্যাংশ পায় কীরূপে?
Ο ক) নির্দিষ্ট হারে
Ο খ) অনির্দিষ্ট হারে
Ο গ) অধিক হারে
Ο ঘ) সমানুপাতিক হারে
সঠিক উত্তর: (ক)
৩৯. কোম্পানির অর্জিত মুনাফ হতে বন্ড মালিকদের পর কাদের দাবি মেটানো হয়?
Ο ক) সাধারণ শেয়ারহোল্ডাদের
Ο খ) অগ্রাধিকার শেয়ারহোল্ডরদের
Ο গ) রাইট শেয়ারহোল্ডারদের
Ο ঘ) ডিবেঞ্চার হোল্ডারদের
সঠিক উত্তর:
৪০. প্রতি বছর অর্জিত লাভ থেকে সমপরিমাণ টাকা দেয়া হয় কোন নীতিতে?
Ο ক) স্থিতিশীল লভ্যাংশ নীতিতে
Ο খ) অনুপাত লভ্যাংশ নীতিতে
Ο গ) স্থির লভ্যাংশের সাথে অতিরিক্ত লভ্যাংশ নীতিতে
Ο ঘ) স্টক লভ্যাংশ নীতিতে
সঠিক উত্তর: (ক)
৪১. শেয়ার মালিকদের প্রাপ্য হলো কোম্পানির-
i লাভ
ii মুনাফা
iii সম্পত্তি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৪২. অগ্রাধিকার শেয়ারে আয় কম হবার কারণ কী?
Ο ক) অনির্দিষ্ট সুদের হার থাকায়
Ο খ) ঝুঁকি কম হওয়ায়
Ο গ) ঝুঁকি বেশি হওয়ায়
Ο ঘ) জামানতের পরিমাণ বেশি থাকায়
সঠিক উত্তর: (খ)
৪৩. বিনিয়োগকারীদের জন্যে শেয়ার ক্রয় কোন ধরণের বিনিয়োগ?
Ο ক) ঝুঁকিপূর্ণ
Ο খ) অলাভজনক
Ο গ) লাভজনক
Ο ঘ) অনাকাঙ্খিত
সঠিক উত্তর: (ক)
৪৪. কোম্পানির জন্য শেয়ারের লভ্যাংশ প্রদান করা কী?
Ο ক) বাধ্যতামূলক
Ο খ) শর্তসাপেক্ষে
Ο গ) বাধ্যতামূলক নয়
Ο ঘ) ইচ্ছাধীন
সঠিক উত্তর: (গ)
৪৫. শেয়ারহোল্ডারদের কখন লভ্যাংশ প্রদান করা হয়?
Ο ক) কোম্পানির মুনাফা হলে
Ο খ) কোম্পানির মুনাফা না হলে
Ο গ) কোম্পানির ক্ষতি হলে
Ο ঘ) কোম্পানির লোকসান হলে
সঠিক উত্তর: (ক)
৪৬. নাটাই লি. তাদের জমি রিফাতের কাছে জামানত দিয়ে ৫০ লক্ষ টাকা ঋণ মূলধন নেয়। ২০১৩ সালের ৩০শে জুন কোম্পানির সাথে তার এ চুক্তি শেষ হবে। এক্ষেত্রে রিফাতের বিনিয়োগকৃত অংশকে কী বলা হবে?
Ο ক) সাধারণ শেয়অর
Ο খ) ডিবেঞ্চার
Ο গ) অগ্রাধিকার শেয়ার
Ο ঘ) বন্ড
সঠিক উত্তর: (ঘ)
৪৭. লাভজনক কোম্পানির শেয়ারহোল্ডারগণ লভ্যাংশ পেয়ে থাকেন কীভাবে?
Ο ক) নিয়মিতভাবে
Ο খ) অনিয়মিতভাবে
Ο গ) মাঝে মাঝে
Ο ঘ) কোনোটিই পায় না
সঠিক উত্তর: (ক)
৪৮. কোন ধরনের শেয়ারের রূপান্তরযোগ্যতা নেই?
Ο ক) সাধারণ শেয়ার
Ο খ) অগ্রাধিকার শেয়ার
Ο গ) ডিবেঞ্চার
Ο ঘ) বন্ড
সঠিক উত্তর: (গ)
৪৯. স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত কোম্পানির শেয়ারগুলো কয় শ্রেণিতে ভাগ করা যায়?
Ο ক) ২
Ο খ) ৩
Ο গ) ৪
Ο ঘ) ৫
সঠিক উত্তর: (ঘ)
৫০. অগ্রাধিকার শেয়ার মালিকদের আয় হার কীরূপ?
Ο ক) নির্দিষ্ট
Ο খ) অনির্দিষ্ট
Ο গ) অনিশ্চিত
Ο ঘ) মেয়াদকালিন
সঠিক উত্তর: (ক)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
SSC Finance