এস.এস.সি ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায় - ২: অর্থায়নের উৎস (৮)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায় - ২: অর্থায়নের উৎস (৮) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com
৩৫১. কাদের বিনিয়োগকৃত অর্থ ফেরতযোগ্য?
Ο ক) মালিকের
Ο খ) ঋণপত্র হোল্ডারদের
Ο গ) শেয়ারহোল্ডারদের
Ο ঘ) ব্যবসায়ীদের
 সঠিক উত্তর:

 ৩৫২. বহিস্থ তহবিল উৎস বলা হয় কোন পক্ষের প্রদত্ত তহবিলকে?
Ο ক) মালিকপক্ষ
Ο খ) শেয়ারহোল্ডারগণ
Ο গ) ঋষদাতা
Ο ঘ) শ্রমিকপক্ষ
 সঠিক উত্তর: (গ)

 ৩৫৩. ব্যবসায়ের দৈনন্দিন খরচ নির্বাহের জন্যে অর্থসংস্থান করা হয়-
i ভবিষ্যৎ বিক্রয়ের বিপরীতে অগ্রিম গ্রহণ করে
ii বাকিতে মালামাল ক্রয় করে
iii ব্যাংক হতে দীর্ঘমেয়াদি ঋণ গ্রহণ করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৩৫৪. বহিস্থ তহবিল হিসেবে স্বল্পমেয়াদি প্রাতিষ্ঠানিক উৎস কোনটি?
Ο ক) প্রাপ্য বিল বাট্টকরণ
Ο খ) ক্রেতা হতে অগ্রিম গ্রহণ
Ο গ) মজুত মালের বন্ধকীকরণ
Ο ঘ) গ্রাম্য মহাজন
 সঠিক উত্তর: (ক)

 ৩৫৫. শাওন ঋণের মাধ্যমে বাহ্যিক অর্থায়ন করলেন তিনি কীভাবে কর প্রদান করবেন?
Ο ক) মোট লাভ থেকে ঋণের সুদ বাদ দিয়ে
Ο খ) নিট লাভ থেকে ঋণের সুদ বাদ দিয়ে
Ο গ) নিট ক্ষতি থেকে ঋণের সুদ বাদ দিয়ে
Ο ঘ) মোট ক্ষতি থেকে ‍ঋণের সুদ বাদ দিয়ে
 সঠিক উত্তর: (ক)

 ৩৫৬. বহিস্থ তহবিল সংগ্রহের দ্রুততম ও সরল প্রক্রিয়া কোনটি?
Ο ক) স্বল্পমেয়াদি
Ο খ) দীর্ঘমেয়াদি
Ο গ) মধ্যমেয়াদি
Ο ঘ) বাকিতে বিক্রয়
 সঠিক উত্তর: (ক)

 ৩৫৭. কোনটি মধ্যমেয়াদি তহবিলের উৎস?
Ο ক) মালিকের মূলধন
Ο খ) আন্তর্জাতিক তহবিল
Ο গ) বাণিজ্যিক পত্র
Ο ঘ) প্রাপ্য বিল বাট্টকরণ
 সঠিক উত্তর: (খ)

 ৩৫৮. ব্যবসায়ীরা স্থায়ী বিনিয়োগের জন্য নিজস্ব সঞ্চয় হতে অর্থ সংগ্রহের চেষ্টা করে, এর যৌক্তিক কারণ কী?
Ο ক) অধিক ব্যবহার করা যায় বলে
Ο খ) যেকোনো মেয়াদে ব্যবহার করা যায় বলে
Ο গ) অর্থ ফেরত দিতে হয় না বলে
Ο ঘ) ব্যবসায়িক নিয়ম বলে
 সঠিক উত্তর: (খ)

 ৩৫৯. লিজকৃত সম্পত্তির মেরামত ও রক্ষণাবেক্ষণ করে থাকে কে?
Ο ক) লিজগ্রহীতা
Ο খ) লিজিং কোম্পানি
Ο গ) লিজের মধ্যস্থতাকারী
Ο ঘ) লিজ অনুমোদনকারী
 সঠিক উত্তর: (খ)

 ৩৬০. শেয়ার বিক্রয়ের মাধক্যমে সংগৃহীত তহবিল কী হিসেবে বিবেচেত হয়?
Ο ক) মালিকের মূলধন
Ο খ) মালিকের তহবিল
Ο গ) পাওয়ানাদারের তহবিল
Ο ঘ) মালিকের পাওনা
 সঠিক উত্তর: (খ)

 ৩৬১. দীর্ঘমেয়াদি তহবিল উৎসের অন্তর্ভুক্ত হলো-
i ঋণ
ii ঋণপত্র
iii লিজিং
নিচের কোনটি সঠিক?
Ο ক) iও ii
Ο খ) iও iii
Ο গ) iiও iii
Ο ঘ) i,iiও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৬২. ছোট প্রতিষ্ঠানগুলোর পক্ষে অভ্যন্তনীণ অর্থসংস্থান প্রয়োজনীয় বিনিয়োগের তুলনায় কীরূপ হয়?
Ο ক) সামঞ্জস্যপূর্ণ
Ο খ) অপেক্ষাকৃত বেশি
Ο গ) দীর্ঘকালব্যাপী
Ο ঘ) অপেক্ষাক্রত কম
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৬৩. প্রাইভেট লিমিটেড কোম্পানির সদস্যসংখ্যা কত?
Ο ক) সর্বনিম্ন ২ এবং সর্বোচ্চ ৫০
Ο খ) সর্বনিম্ন ৭ এবং সর্বোচ্চ ৫০
Ο গ) সর্বনিম্ন ৮ এবং সর্বোচ্চ ৩০
Ο ঘ) সর্বনিম্ন ৫ এবং সর্বোচ্চ ৮০
 সঠিক উত্তর: (ক)

 ৩৬৪. নিজাম সম্প্রতি আজিজ মার্কেটে একটি ফ্যাশন চালু করেছে । সে কিছুদিন পরপরই গ্রাহকের চাহিদা অনুযায়ী নতুন নতুন আইটেম দোকানে নিয়ে আসে যার খরচও অনেক বেশি। নিজামের অর্থসংস্থানের জন্যে সুবিধাজনক উৎস কোনটি?
Ο ক) নিজস্ব তহবিল
Ο খ) স্বল্পমেয়াদি উৎস
Ο গ) মধ্যমেয়াদি উৎস
Ο ঘ) দীর্ঘমেয়াদি উৎস
 সঠিক উত্তর: (খ)

 ৩৬৫. কোন অর্থ আদানপ্রদানের প্রক্রিয়াটি সবচাইতে দ্রুততম ও সরল প্রক্রিয়া?
Ο ক) দীর্ঘমেয়াদি
Ο খ) মধ্যমেয়াদি
Ο গ) স্বল্পমেয়াদি
Ο ঘ) কোনোটিই নয়
 সঠিক উত্তর: (গ)

 ৩৬৬. নিচের কোনটি স্বত:স্ফূর্ত অর্থায়ন উৎস?
Ο ক) ব্যবসায় ঋণ
Ο খ) প্রাপ্য বিল
Ο গ) মজুদ পণ্য
Ο ঘ) গুদাম রশিদ
 সঠিক উত্তর: (ক)

 ৩৬৭. মালিকানাভিত্তিক অভ্যন্তরীন উৎসের উদাহরণ
i মালিকের মূলধন
ii সঞ্চিতি তহবিল
iii শেয়ার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ৩৬৮. স্থায়ী বিনিয়োগের জন্যে কোন ধরনের ঋণ নেওয়া হয়?
Ο ক) স্বল্পমেয়াদি ঋণ
Ο খ) মধ্যমেয়াদি ঋণ
Ο গ) দীর্ঘমেয়াদি ঋণ
Ο ঘ) ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন
 সঠিক উত্তর: (গ)

 ৩৬৯. নিচের কোনটি অন্যগুলো থেকে আলাদা?
Ο ক) অবন্টিত মুনাফা
Ο খ) জমাতিরিক্ত উত্তোলন
Ο গ) স্বল্পমেয়াদি ঋণ
Ο ঘ) দীর্ঘমেয়াদি ঋণ
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৭০. প্রাইভেট লিমিটেড কোম্পানির সদস্য সংখ্যা কত?
Ο ক) ২ থেকে ১০ জন
Ο খ) ২ থেকে ২০ জন
Ο গ) ৭ থেকে ২০ জন
Ο ঘ) ২ থেকে ৫০ জন
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৭১. ক্ষুদ্র ঋণ প্রদান করে-
i গ্রামীণ ব্যাংক
ii যুব উন্নয়ন ব্যাংক
iii সমবায় ব্যাংক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৭২. কোনটি দীর্ঘমেয়াদি তহবিলের উৎস?
Ο ক) ক্ষুদ্রঋণ
Ο খ) ঋণপত্র
Ο গ) বাণিজ্যিক পত্র
Ο ঘ) গ্রাম্য মহাজন
 সঠিক উত্তর: (খ)

 ৩৭৩. M কোম্পানি প্রতি বছর তাদের মুনাফার একটি নির্দিষ্ট অংশ শেয়ারহোল্ডাদের লভ্যাংশ হিসেবে প্রদান করে। কোম্পানিটি কেন এ অর্থ জমা না করে শেয়ারহোল্ডাদের মধ্যে বন্টন করে?
Ο ক) লভ্যাংশ প্রদানের সাথে কোম্পানির সুনাম জড়িত হওয়ায়
Ο খ) লভ্যাংশ দিলে শেয়ারের ব্যবহার বৃদ্ধি পায় বলে
Ο গ) লভ্যাংশ দিলে সহজেই উদ্দেশ্য অর্জন হওয়ায়
Ο ঘ) লভ্যাংশ দিলে সরকারের সাহযোগিতা পাওয়ায়
 সঠিক উত্তর: (ক)

 ৩৭৪. দীর্ঘমেয়াদি ঋণ নেওয়া হয় কেন?
Ο ক) স্থায়ী বিনিয়োগের জন্যে
Ο খ) চলতি খরচ মিটানোর জন্যে
Ο গ) দৈনন্দিন খরচ নির্বাহের জন্যে
Ο ঘ) কাঁচামাল ক্রয়ের জন্য
 সঠিক উত্তর: (ক)

 ৩৭৫. বহিস্থ তহবিলের বড় অসবিধা কোনটি?
Ο ক) বেশি হারে সুদ দিতে হয়
Ο খ) সরকারকে বেশি কর দিতে হয়
Ο গ) দুদ প্রদান করা বাধ্যতামূলক
Ο ঘ) তহবিল সংগ্রহ করা কঠিন
 সঠিক উত্তর: (গ)

 ৩৭৬. মালিকপক্ষ প্রদত্ত তহবিলকে কোন ধরনের তহবিল উৎস বলা হয়?
Ο ক) অভ্যন্তরীণ
Ο খ) বাহ্যিক
Ο গ) মধ্যস্থ
Ο ঘ) কোনোটিই নয়
 সঠিক উত্তর: (ক)

 ৩৭৭. লটারির মাধ্যমে শেয়ার বন্টন করা হয়-
i অনেক আবেদন পড়লে
ii কম আবেদন পড়লে
iii শেয়ারের সংখ্যা কম হলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ৩৭৮. কোনটি ব্যবসায়ের মুনাফাভিত্তিক অভ্যন্তরীণ তহবিলের উৎস?
Ο ক) ব্যবসায়ের অব্যবহৃত মুনাফা
Ο খ) ব্যবসায়ের অব্যবহৃত মূলধন
Ο গ) ব্যবসায়ের অব্যবহৃত মনিহারি
Ο ঘ) ব্যবসায়ের অনাদায়ী পাওনা
 সঠিক উত্তর: (ক)

 ৩৭৯. ক্ষুদ্র ঋণ প্রদান করে থাকে সাধারণত-
i গ্রামীণ ব্যাংক
ii যুব উন্নয়ন ব্যাংক
iii সমবায় ব্যাংক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৮০. ভিন্ন কারবারি সংগঠনের অভ্যন্তরীণ তহবিলের প্রকৃতি কীরুপ?
Ο ক) ভিন্ন
Ο খ) একই
Ο গ) কিছু্টা ভিন্ন
Ο ঘ) সীমাবদ্ধ
 সঠিক উত্তর: (ক)

 ৩৮১. কোন কারবারের ক্ষেত্রে সাধারণত নিজস্ব সঞ্চয়, ব্যবসায় মুনাফার মাধ্যমে তহবিল সংগ্রহ করা যায়?
i একমালিকানা
ii অংশীদারি
iii সমবায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ৩৮২. ব্যবসায়ীরা সাধারনত স্থায়ী বিনিয়োগের জন্য কোথা থেকে অর্থ সংগ্রহের চেষ্টা করেন কী?
Ο ক) শেয়ার বিক্রয় থেকে
Ο খ) ব্যাংক ঋণ হতে
Ο গ) নিজস্ব সঞ্চয় হতে
Ο ঘ) ব্যবসায় ঋণ হতে
 সঠিক উত্তর: (ক)

 ৩৮৩. কোনটি অন্যগুলো থেকে আলাদা?
Ο ক) অবন্টিত মুনাফা
Ο খ) জমাতিরিক্ত উত্তোলন
Ο গ) স্বল্পমেয়াদি ঋণ
Ο ঘ) দীর্ঘমেয়াদি ঋণ
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৮৪. ভবিষ্যতে কোনো আর্থিক বিপর্জয় মোকাবিলার জন্যে কোন ধরনের তহবিল সৃষ্টি করা হয়?
Ο ক) নগদ তহবিল
Ο খ) ভবিষ্যৎ তহবিল
Ο গ) ব্যাংক তহবিল
Ο ঘ) সঞ্চিতি তহবিল
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৮৫. বাণিজ্যিক ব্যাংকে জামানত হিসেবে ব্যবহারযোগ্য-
i চলতি মূলধন
ii স্থায়ী মূলধন
iii স্থায়ী সম্পত্তি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ৩৮৬. অর্থায়নের উৎস হিসেবে দীর্ঘমেয়াদি ঋণ প্রযোজ্য হয়-
i একমালিকানা ব্যবসায়
ii প্রাইভেট লিমিটেড কোম্পানিতে
iii পাবলিক লিমিটেড কোম্পানিতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ৩৮৭. লিজকৃত সম্পত্তির মেরামত ও রক্ষণাবেক্ষণ করে কে?
Ο ক) লিজিং কোম্পানি
Ο খ) ব্যবহারকারী কোম্পানি
Ο গ) বেসরকারি প্রতিষ্ঠান
Ο ঘ) দয়িত্বে অবস্থানরত প্রতিষ্ঠান
 সঠিক উত্তর: (ক)

 ৩৮৮. কোনো সম্পত্তি লিজ প্রদান করা হলে তার মালিক কে থাকে?
Ο ক) লিজিং কোম্পানি
Ο খ) লিজগ্রহীতা
Ο গ) লিজের ম্যধস্থতাকারী
Ο ঘ) লিজ অনুমোদনকারী
 সঠিক উত্তর: (ক)

 ৩৮৯. মধ্য ও দীর্ঘমেয়াদি অর্থ আদান-প্রদান অনুসরণ করা হয়-
i দীর্ঘ সময় প্রক্রিয়া
ii অধিক ব্যয় প্রক্রিয়
iii কম ব্যয় প্রক্রিয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৩৯০. নিচের কোনটি খরচবিহীন অর্থায়ন হতে পারে?
Ο ক) বাণিজ্যিক কাগজ
Ο খ) ব্যবসায় ঋণ
Ο গ) প্রাপ্য বিল
Ο ঘ) মজুত পণ্য
 সঠিক উত্তর: (খ)

 ৩৯১. সাহেদ তার চালের ব্যবসায়ের জন্যে রূপা ব্যাংক হতে ঋণ নিয়েছে যার শর্ত হলো এতে কোনো নির্দিষ্ট সময় নেই এবং ব্যাংক চাওয়া মাত্রই সাহেদ ঋণ পরিশোধে বাধ্য থাকবে। সাহেদের গৃহীত ঋণটি কী নামে পরিচিত?
Ο ক) স্বল্পমেয়াদি ব্যাংক ঋণ
Ο খ) চাহিবামাত্র প্রদেয় ঋণ
Ο গ) নগদ ঋণ
Ο ঘ) মধ্যমেয়াদি ব্যাংক ঋণ
 সঠিক উত্তর: (খ)

 ৩৯২. কোম্পানি থেকে সাধারণত নিয়মিতভাবে লভ্যাংশ পায় কে?
Ο ক) কোম্পানির শেয়ারহোল্ডাররা
Ο খ) বিনিয়োগকারীরা
Ο গ) ঋণপত্রের মালিকরা
Ο ঘ) কোম্পানির কর্মচারীরা
 সঠিক উত্তর: (ক)

 ৩৯৩. কোনটি বহিস্থ তহবিলের উৎস?
Ο ক) মুনাফাভিত্তিক উৎস
Ο খ) মালিকানাভিত্তিক উৎস
Ο গ) স্বল্পমেয়াদি উৎস
Ο ঘ) মূলধনভিত্তিক উৎস
 সঠিক উত্তর: (গ)

 ৩৯৪. ব্যবসায় শুরু ও পরিচালনার জন্য অর্থায়নের উৎস নির্বাচন গুরুত্বপূর্ণ-
i সঞ্চিতি তহবিল ব্যবহারের সময় বৃদ্ধির জন্য
ii ভিন্ন ভিন্ন তহবিলের উৎসের খরছের ভিন্নতার জন্য
iii বিভিন্ন মেয়াদের তহবিলের সুবিধা-অসুবিধার ভিন্নতার জন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ৩৯৫. বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠানকে মধ্যমেয়াদি ঋণ প্রদান করে-
i মাইডাস
ii ব্র্যাক
iii বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৩৯৬. বিক্রেতার নিকট বিনিময় বিল কোন নামে অভিহিত হয়?
Ο ক) প্রাপ্য বিল
Ο খ) প্রদেয় বিল
Ο গ) চালান
Ο ঘ) ক্রেডিট নোট
 সঠিক উত্তর: (ক)

 ৩৯৭. কাঁচামাল ক্রয়ের জন্য কী ব্যবহার করা উচিত?
Ο ক) বাকিতে ক্রয়ের সুযোগ
Ο খ) মালিকানাভিত্তিক ব্যবসায়ের সুযোগ
Ο গ) নগদে ক্রয়ের সুযোগ
Ο ঘ) মুনাফাভিত্তিক উৎসের সুযোগ
 সঠিক উত্তর: (ক)

 ৩৯৮. যৌথমূলধনি কারবারের অভ্যন্তরীণ তহবিল হিসেবে বিবেচিত হয় কোনটি?
Ο ক) নিজস্ব অর্থ
Ο খ) ব্যাংকের ঋণ
Ο গ) শেয়অর বিক্রয়ের অর্থ
Ο ঘ) বিশেষায়িত প্রতিষ্ঠানের ঋণ
 সঠিক উত্তর: (গ)

 ৩৯৯. ব্যাংক চাওয়া মাত্রই ঋণ পরিশোধের শর্তে ঋণ গ্রহণ করাকে কী বলে?
Ο ক) চাহিবামাত্র প্রদেয় ঋণ
Ο খ) ব্যাংক ড্রাফট
Ο গ) ওভার ড্রাফট
Ο ঘ) পে-অর্ডার
 সঠিক উত্তর: (ক)

 ৪০০. পাবলিক লিমিটেড কোম্পনির মুনাফা লভ্যাংশ হিসেবে কাদের মধ্যে বন্টিত হয়?
Ο ক) জনগণের
Ο খ) শেয়ারহোল্ডারদের
Ο গ) অংশীদারিদের
Ο ঘ) সদস্যদের
 সঠিক উত্তর:

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd

বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Muhammad Abdullah Al Mamun

I am Abdullah Al Mamun. Lecturer of Tejgaon College dept. of Mathematics. Have completed M.S in Mathematics from Chittagong University.

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post