এস.এস.সি ব্যবসায় উদ্যোগ অধ্যায় - ৯ (১)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি ব্যবসায় উদ্যোগ অধ্যায় - ৯ (১) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com
১. নতুন নতুন পণ্য ও সেবা সম্পর্কে জানাতে কার অবদান বেশি?
Ο ক) পাইকার
Ο খ) বিজ্ঞাপন
Ο গ) খুচরা ব্যবসায়ী
Ο ঘ) প্রচার
সঠিক উত্তর: (খ)

২. শিল্পজাত পণ্য হলো-
i. ফ্রিজ ও টেলিভিশন
ii. কাগজ ও কলম
iii.মাছ ও মাংস
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

৩. পণ্য বা সেবার স্থানগত উপযোগ সৃষ্টি করে কোনটি?
Ο ক) প্রমিতকরণ
Ο খ) পর্যায়িতকরণ
Ο গ) গুদামজাতকরন
Ο ঘ) পরিবহন
সঠিক উত্তর: (ঘ)

৪. কোনটির কারণে ব্যবসায়িক ঝুঁকি বেড়ে যায়?
Ο ক) মোড়কিকরণ
Ο খ) ভোক্তা বিশ্লেষণ
Ο গ) তথ্য সংগ্রহ
Ο ঘ) পরিবহণ
সঠিক উত্তর: (খ)

৫. পণ্যের মালিকানা কীভাবে হস্তান্তর হয়?
Ο ক) ক্রয়ের মাধ্যমে
Ο খ) বিক্রয়ের মাধ্যমে
Ο গ) উৎপাদনের মাধ্যমে
Ο ঘ) বিজ্ঞাপনের মাধ্যমে
সঠিক উত্তর: (খ)

৬. যিনি চূড়ান্ত ভোগের মাধ্যমে চাহিদা পূরণের উদ্দেশ্যে পণ্য বা সেবা ক্রয় করেন তাকে কী বলে?
Ο ক) ক্রেতা
Ο খ) ভোক্তা
Ο গ) বিক্রেতা
Ο ঘ) দেনাদার
সঠিক উত্তর: (খ)

৭. সুন্দর হাসি একজন বিক্রয়কর্মীর কোন ধরনের অন্তর্ভুক্ত?
Ο ক) মানসিক
Ο খ) শারীরিক
Ο গ) নৈতিক
Ο ঘ) অন্যান্য
সঠিক উত্তর: (খ)

৮. কাকে খুচরা ব্যবসায়ীদের ক্রয় প্রতিনিধি বলা হয়?
Ο ক) ভোক্তা
Ο খ) পাইকার
Ο গ) উৎপাদক
Ο ঘ) আড়তদার
সঠিক উত্তর: (ক)

৯. বন্টন প্রণালি কয় ধরনের হয়ে থাকে?
Ο ক) ৫
Ο খ) ৬
Ο গ) ৭
Ο ঘ) ৮
সঠিক উত্তর: (ক)

১০. পণ্য বা সেবাসামগ্রীর প্রতি জনসাধারণের দৃষ্টি আকর্ষণের উপায়কে কী বলে?
Ο ক) জরিপ
Ο খ) বিক্রয়িকতা
Ο গ) বিজ্ঞাপন
Ο ঘ) বন্টন প্রণালি
সঠিক উত্তর: (গ)

১১. রাস্তার পাশে কাঠ বা হার্ডবোর্ডের বিজ্ঞাপনকে কী বলে?
Ο ক) প্রাচীরপত্র
Ο খ) প্রদর্শনী
Ο গ) বিজ্ঞাপনী ফলক
Ο ঘ) প্রচারপত্র
সঠিক উত্তর: (গ)

১২. “স্বদেশী পণ্য কিনে হউন ধন্য” এ স্লোগানটি কী নির্দেশ করে?
Ο ক) দেশপ্রেম ও জাতীয়তাবোধ
Ο খ) প্রলুব্ধতা
Ο গ) সচেতনতা
Ο ঘ) সমাজের প্রতি ভালোবাসা
সঠিক উত্তর: (ক)

১৩. কোনটি উৎপাদন ও ভোক্তর মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করে?
Ο ক) অর্থায়ন
Ο খ) বিপণন
Ο গ) খুচরা ব্যবসায়ী
Ο ঘ) পাইকার
সঠিক উত্তর: (খ)

১৪. ক্রেতাদের নিকট পণ্যের গ্রহণযোগ্যতা কিসের উপর নির্ভর করে?
Ο ক) প্রমিতকরণ
Ο খ) পর্যায়িতকরণ
Ο গ) মোড়কিকরণ
Ο ঘ) গুদামজাতকরণ
সঠিক উত্তর: (গ)

১৫. কোন ধরনের প্রতিষ্ঠানের জন্য নমুনা বিতরণ উপযোগী?
i. ওষুধ কোম্পানি
ii. পুস্তক প্রকাশক
iii. প্রসাধন সামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১৬. কোনটির কথা বিবেচনা করে বিজ্ঞাপনের মাধ্যম নির্বাচন করতে হয়?
i. পণ্যের চাহিদা
ii. গুণাগুণ
iii. মূল্য ও ক্রেতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১৭. বিপণন ব্যবস্থা কীভাবে পণ্যের সুষম বন্টন নিশ্চিত করে?
Ο ক) স্থানগত উপযোগ সৃষ্টি করে
Ο খ) রূপগত উপযোগ সৃষ্টি করে
Ο গ) স্বত্বগত উপযোগ সৃষ্টি করে
Ο ঘ) কালগত উপযোগ সৃষ্টি করে
সঠিক উত্তর: (ক)

১৮. ব্যবসায়ের সম্পদ কোনটি?
Ο ক) চাহিদা
Ο খ) ক্রয়
Ο গ) সুনাম
Ο ঘ) বিজ্ঞাপন
সঠিক উত্তর: (গ)

১৯. কিভাবে পণ্যদ্রব্যের মালিকানা সৃষ্টি হয়?
Ο ক) ক্রয়ের মাধ্যমে
Ο খ) বিজ্ঞাপনের মাধ্যমে
Ο গ) বিক্রয়ের মাধ্যমে
Ο ঘ) রপ্তানির মাধ্যমে
সঠিক উত্তর: (ক)

২০. বিপণনের কাজ হলো-
i. পণ্য ও বাজার সংক্রান্ত ত থ্য সংগ্রহ করা
ii. পণ্যের ক্রয়, বিক্রয় ও মোড়কিকরণ করা
iii. পণ্যের গুণগত মান রক্ষা করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

২১. পণ্য বন্টন প্রণালির শুরুতে কে থাকে?
Ο ক) পাইকার
Ο খ) খুচরা ব্যবসায়ী
Ο গ) উৎপাদক
Ο ঘ) ভোক্তা
সঠিক উত্তর: (গ)

২২. উৎপাদিত পণ্য ক্রেতা ও ভোক্তাদের হাতে কীভাবে পৌছানো হয়?
Ο ক) বিপণনের মাধ্যমে
Ο খ) খুচরা ব্যবসায়ীর মাধ্যমে
Ο গ) পরিবহনের মাধ্যমে
Ο ঘ) প্রতিনিধির মাধ্যমে
সঠিক উত্তর: (ক)

২৩. বিজ্ঞাপনের মাধ্যম কোনটি?
i. লিফলেট
ii. ম্যাগাজিন
iii. বিলবোর্ড
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

২৪. বিপণনের মাধ্যমে পণ্যের উপযোগ সৃষ্টি হয়-
i. মালিকানাগত
ii. স্থানগত
iii. সময়গত
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

২৫. বিপণনের অংশ হিসেবে স্বত্বগত উপযোগ সৃষ্টিতে সাহায্য নিতে হয়?
i. পাইকারের
ii. খুচরা ব্যবসায়ীর
iii. উৎপাদনকারীর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

২৬. পাইকারের কাজ হলো- i. ক্রয় ii. বিক্রয় iii. গুদামজাতকরণ নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

২৭. মেলামেশার ক্ষমতা বিক্রয়কর্মীর কোন ধরনের গুণ?
Ο ক) শারীরিক
Ο খ) মানসিক
Ο গ) নৈতিক
Ο ঘ) অন্যান্য
সঠিক উত্তর: (গ)

২৮. ক্রেতা অনুসন্ধান বিপণনের কোন কার্যের অন্তর্ভুক্ত?
Ο ক) ভোক্তা বিশ্লেষণ
Ο খ) তথ্য সংগ্রহ
Ο গ) বিক্রয়
Ο ঘ) পরিবহন
সঠিক উত্তর: (গ)

২৯. বিপণনের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হল?
Ο ক) ভোক্তা বিশ্লেষণ
Ο খ) তথ্য সংগ্রহ
Ο গ) পরিবহন
Ο ঘ) গুদামজাতকরণ
সঠিক উত্তর: (ক)

৩০. পণ্যসামগ্রীকে নষ্ঠ বা ভেঙ্গে যাওয়া থেকে রক্ষা পাওয়ার জন্য কী করা হয়?
Ο ক) প্রমিতকরণ
Ο খ) পর্যায়িতকরণ
Ο গ) গুদামজাতকরণ
Ο ঘ) মোড়কিকরণ
সঠিক উত্তর: (ঘ)

৩১. নিচের কোনটি একজন বিক্রয়কর্মীর অন্যান্য গুণাবলীর অন্তর্ভুক্ত?
i. শিক্ষা ও অভিজ্ঞতা
ii. বিপণন সম্পর্কে জ্ঞান
iii. হিসাবে পারদর্শিতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৩২. নিচের কোনটির অভাবে ব্যবসায়িক ঝুঁকি বেড়ে যায়?
Ο ক) ভোক্তা বিশ্লেষণ
Ο খ) মোড়কীকরণ
Ο গ) পরিবহন
Ο ঘ) প্রমিতকরণ
সঠিক উত্তর: (ক)

৩৩. বিপণন প্রধানত কয়টি উপযোগ সৃষ্টি করে?
Ο ক) ২টি
Ο খ) ৩টি
Ο গ) ৪টি
Ο ঘ) ৭টি
সঠিক উত্তর: (খ)

৩৪. নষ্ট বা ভেঙ্গে যাওয়া থেকে রক্ষা পাওয়ার জন্যে পণ্য কী করা হয়?
Ο ক) মোড়কিকরণ
Ο খ) গুদামজাতকরণ
Ο গ) প্রমিতকরণ
Ο ঘ) পর্যায়িতকরণ
সঠিক উত্তর: (ক)

৩৫. বন্টনপ্রণালীর ধরন কিসের ওপর নির্ভর করে?
Ο ক) উৎপাদনের মাত্রার ওপর
Ο খ) পণ্যের বৈশিষ্ট্যের ওপর
Ο গ) জনগণের চাহিদার ওপর
Ο ঘ) বাজারের আয়তনের ওপর
সঠিক উত্তর: (খ)

৩৬. বিভিন্ন রকম কোমল পানীয় বন্টনের প্রণালিটি ব্যবহৃত হয়?
Ο ক) সরাসরি ভোক্তার নিকট বিক্রয়
Ο খ) খুচরা ব্যবসায়ীর মাধ্যমে বিক্রয়
Ο গ) প্রতিনিধি বা এজেন্টের মাধ্যমে বিক্রয়
Ο ঘ) প্রতিনিধি ও খুচরা বিক্রেতার মাধ্যমে বিক্রয়
সঠিক উত্তর: (ঘ)

৩৭. বিপণন কাজ হলো-
i. পণ্য ও বাজার সংক্রান্ত তথ্য সরবরাহ করা
ii. পণ্যের গুণগতমান রক্ষা করা
iii.পণ্য বিক্রয় ও মোড়কিকরণ করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

৩৮. বিজ্ঞাপন কেন দেওয়া হয়?
Ο ক) জনসেবার জন্য
Ο খ) ব্যবসায়িক প্রচারের জন্যে
Ο গ) সরকারকে সহযোগিতার জন্য
Ο ঘ) ভোক্তাকে সহযোগিতার জন্য
সঠিক উত্তর: (খ)

৩৯. বন্টনপ্রণালী হল-
Ο ক) যে পথ ধরে পণ্য উৎপাদকের দিকে গমন করে
Ο খ) যে পথ ধরে পণ্য পাইকারের দিকে গমন করে
Ο গ) যে পথ ধরে পণ্য ক্রেতার দিকে গমন করে
Ο ঘ) যে পথ ধরে পণ্য ভোক্তার দিকে গমন করে
সঠিক উত্তর: (ঘ)

৪০. চীনের তৈরি ইলেকট্রনিক্স সামগ্রী আমরা কিসের ফলে ব্যবহার করতে পারি?
Ο ক) বিজ্ঞাপনের
Ο খ) পর্যায়িতকরণের
Ο গ) পরিবহনের
Ο ঘ) রপ্তানিকরণের
সঠিক উত্তর: (গ)

৪১. উৎপাদক ও ভোক্তার মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করে কোনটি?
Ο ক) বিপণন
Ο খ) পাইকার
Ο গ) খুচরা ব্যবসায়ী
Ο ঘ) প্রতিনিধি
সঠিক উত্তর: (ক)

৪২. পাইকার কার বিক্রয় প্রতিনিধি?
Ο ক) উৎপাদকের
Ο খ) খুচরা বিক্রেতার
Ο গ) ডিলারের
Ο ঘ) ভোক্তার
সঠিক উত্তর: (ক)

৪৩. প্রতিবন্ধকতা দূর করার সামগ্রিক প্রক্রিয়া হল ভোক্তাদের জ্ঞানসংক্রান্ত-
Ο ক) বিজ্ঞপ্তি
Ο খ) প্রচারপত্র
Ο গ) পোস্টার
Ο ঘ) বিজ্ঞাপন
সঠিক উত্তর: (ঘ)

৪৪. বিপণনের প্রধান কার্যাবলীর সংখ্যা কয়টি?
Ο ক) ৮টি
Ο খ) ৯টি
Ο গ) ১০টি
Ο ঘ) ১১টি
সঠিক উত্তর: (খ)

৪৫. প্রতিনিধির মাধ্যমে বিক্রয় হয়- i. টিভি ii. ফ্রিজ iii. ফ্যান নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৪৬. কোন ধরনের মধ্যস্থব্যবসায়ীদের বড় গুদাম থাকতে হয়?
Ο ক) পাইকার
Ο খ) খুচরা ব্যবসায়ী
Ο গ) ফরমায়েশি পণ্য বিক্রেতা
Ο ঘ) দালাল
সঠিক উত্তর: (ক)

৪৭. বিপণনের অপর নাম কী?
Ο ক) উৎপাদন
Ο খ) ক্রয় বিক্রয়
Ο গ) বাজারজাতকরণ
Ο ঘ) বিক্রয়
সঠিক উত্তর: (গ)

৪৮. কোনটি বিজ্ঞাপনের প্রভাবে ঘটে?
i. পণ্যের বাজার সম্প্রসারিত হয়
ii. ব্যবসায় বাণিজ্যের প্রসার ঘটে
iii. সামাজিক ও নৈতিক সচেতনতা সৃষ্টি করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৪৯. কীভাবে পণ্যের মালিকানা হস্তান্তর হয়?
Ο ক) ক্রয়ের মাধ্যমে
Ο খ) বিক্রয়ের মাধ্যমে
Ο গ) উৎপাদনের মাধ্যমে
Ο ঘ) শিল্পের মাধ্যমে
সঠিক উত্তর: (খ)

৫০. পণ্য পর্যায়িতকরণ করা হয় কেন?
Ο ক) উৎপাদনের সুবিধার জন্য
Ο খ) বিজ্ঞাপনের সুবিধার জন্য
Ο গ) বিক্রয়ের সুবিধার জন্য
Ο ঘ) গুদামজাতকরণের জন্য
সঠিক উত্তর: (গ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd

বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post