এস.এস.সি ব্যবসায় উদ্যোগ অধ্যায় - ৮ (১)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি ব্যবসায় উদ্যোগ অধ্যায় - ৮ (১) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com
১. নির্দিষ্ট লক্ষ্য অর্জনের উদ্দেশ্য অন্যদের দ্বারা কাজ করিয়ে নেওয়াকে কী বলে?
Ο ক) পরিকল্পনা
Ο খ) সংগঠন
Ο গ) নিয়ন্ত্রণ
Ο ঘ) ব্যবস্থাপনা
সঠিক উত্তর: (ঘ)

২. সমবায় ব্যাংক কোন ধরনের ঋণ প্রদান করে থাকে?
Ο ক) স্বল্পমেয়াদী
Ο খ) দীর্ঘমেয়াদী
Ο গ) মধ্যমেয়াদী
Ο ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর: (ক)

৩. ব্যবস্থাপনার কার্য কোনটি?
Ο ক) সংগঠন
Ο খ) মুনাফা অর্জন
Ο গ) ঝুঁকি গ্রহণ
Ο ঘ) উপযোগ সৃষ্টি
সঠিক উত্তর: (ক)

৪. কোনটির যথার্থতার ওপর প্রতিষ্ঠানের সফলতা নির্ভ র করে?
Ο ক) পরিকল্পনা
Ο খ) কর্মীসংস্থান
Ο গ) উৎপাদন
Ο ঘ) পূর্বানুমান
সঠিক উত্তর: (ক)

৫. ব্যবসায়ের অর্থায়নের অন্যতম উৎস-
i. আত্মীয় স্বজন
ii. কৃষি ব্যাংক
iii. বেসিক ব্যাংক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৬. ব্যবস্থাপনা কাঙ্খিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হয় কেন?
Ο ক) প্রতিষ্ঠানের কার্যকর মানের নেতৃত্ব না থাকলে
Ο খ) কর্মীদের মনোবল উন্নত থাকলে
Ο গ) নেতা কর্মীদের যোগ্যতা-অযোগ্যতা সম্পর্কে অবগত থাকলে
Ο ঘ) সাহস ও দৃঢ় মনোবল না থাকলে
সঠিক উত্তর: (ক)

৭. ব্যবসায়ের অর্থ সংগ্রহের জন্য প্রধান উৎস কোনটি?
Ο ক) বাণিজ্যিক ব্যাংক
Ο খ) বিশেষায়িত ব্যাংক
Ο গ) বেসরকারি উন্নয়ন সংস্থা
Ο ঘ) সমবায় ব্যাংক
সঠিক উত্তর: (ক)

৮. ব্যবস্থাপনার প্রক্রিয়ার নিয়ন্ত্রণ পরবর্তী কাজ কোনটি?
Ο ক) সমন্বয়
Ο খ) প্রেষণা
Ο গ) পরিকল্পনা
Ο ঘ) কর্মীসংস্থান
সঠিক উত্তর: (গ)

৯. ব্যবস্থাপনার কার্যাবলি হলো-
i. পূর্বানুমান
ii. পরিকল্পনা প্রণয়ন
iii. প্রেষণা দান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১০. কীসের জন্য কর্মীদের আদেশ নির্দেশ প্রদান করা হয়?
Ο ক) উৎপাদন
Ο খ) পরিকল্পনা বাস্তবায়ন
Ο গ) উৎপাদিত পণ্য বিক্রয়
Ο ঘ) বাজার তথ্য সংগ্রহকরণ
সঠিক উত্তর: (খ)

১১. নেতৃত্বের প্রকারভেদ কয়টি?
Ο ক) ২
Ο খ) ৩
Ο গ) ৪
Ο ঘ) ৫
সঠিক উত্তর: (গ)

১২. কার দৃষ্টিভঙ্গি ও সামাজিক অবস্থান সম্পর্কে সচেতন থাকতে হবে?
Ο ক) পরিবারের কর্তা
Ο খ) সমাজের লোক
Ο গ) নেতার
Ο ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর: (গ)

১৩. ব্যবস্থাপনা কী ধরনের প্রক্রিয়া?
Ο ক) গতানুগতিক
Ο খ) ধারাবাহিক
Ο গ) সনাতন
Ο ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর: (খ)

১৪. কোন নেতৃত্ব কর্মীদের ভিতর নেতিবাচক প্রভাব ফেলে?
Ο ক) স্বৈরতান্ত্রিক
Ο খ) মুক্ত
Ο গ) গণতান্ত্রিক
Ο ঘ) আমলাতান্ত্রিক
সঠিক উত্তর: (ক)

১৫. একজন আদর্শ নেতাকে সৎ ও ন্যায়নিষ্ঠ হতে হয়। কারণ-
Ο ক) সততা ও সাহসের জন্য সে অন্যের বিশ্বাস ও শ্রদ্ধা অর্জন করে
Ο খ) সততা না থাকলে ঝুঁকি নেওয়া সম্ভব হয় না
Ο গ) সততা না থাকলে ব্যবসায়ে মুনাফা হয় না
Ο ঘ) সততা না থাকলে সাংঠনিক দক্ষতা থাকে না
সঠিক উত্তর: (ক)

১৬. কোনটি নির্দেশনা কৌশলের অন্তর্ভুক্ত?
Ο ক) সমন্বয়
Ο খ) তত্ত্বাবধান
Ο গ) কর্মীসংস্থান
Ο ঘ) নিয়ন্ত্রণ
সঠিক উত্তর: (খ)

১৭. যে বিশেষ কৌশলে একজন একজন নেতা একদল কর্মীকে প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের পথে পরিচালিত ও প্রভাবিত করে তাকে কী বলে?
Ο ক) নেতৃত্ব
Ο খ) প্রেষণা
Ο গ) নির্দেশনা
Ο ঘ) সংগঠন
সঠিক উত্তর: (ক)

১৮. কোন প্রক্রিয়ায় ব্যবসায় সংগঠনের কর্মী বিভিন্ন বিভাগ ও উপবিভাগের মধ্যে কার্যকর যোগাযোগ স্থাপন করা হয়?
Ο ক) নির্দেশনা
Ο খ) প্রেষণাদান
Ο গ) সমন্বয়সাধন
Ο ঘ) নিয়ন্ত্রণ
সঠিক উত্তর: (গ)

১৯. জনাব আব্দুস সাত্তরে সর্বদা কর্মীদের সাথে আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করেন। এটিক কোন ধরনের নেতৃত্ব?
Ο ক) লাগামহীন
Ο খ) মুক্ত
Ο গ) গণতান্ত্রিক
Ο ঘ) স্বৈরতান্ত্রিক
সঠিক উত্তর: (গ)

২০. নেতার সাংঠনিক ক্ষমতা কোনটি?
Ο ক) ক্ষমতা প্রদর্শন
Ο খ) ব্যক্তিগত ক্ষমতা
Ο গ) বিশেষায়িত ক্ষমতা
Ο ঘ) অর্জিত ক্ষমতা
সঠিক উত্তর: (খ)

২১. প্রতিষ্ঠানের সকল উপকরণ ও সম্পদের ব্যবহার করা যায় কীসের মাধ্যমে?
Ο ক) ব্যবস্থাপনা
Ο খ) পরিকল্পনা
Ο গ) সমন্বয়
Ο ঘ) সংগঠিতকরণ
সঠিক উত্তর: (ক)

২২. উদ্দেশ্য অর্জনকে সহজ করতে কোনটি প্রয়োজন?
Ο ক) অধিক উৎপাদন
Ο খ) সঠিক পরিকল্পনা
Ο গ) লিখিত পরিকল্পনা
Ο ঘ) পূর্বানুমান
সঠিক উত্তর: (খ)

২৩. বেসিক ব্যাংক কোন ধরনের ঋণ দিয়ে থাকে?
Ο ক) স্বল্পমেয়াদী ঋণ
Ο খ) মধ্যমেয়াদী ঋণ
Ο গ) দীর্ঘমেয়াদী ঋণ
Ο ঘ) অতি স্বল্পমেয়াদী ঋণ
সঠিক উত্তর: (গ)

২৪. পূর্বনির্ধারিত লক্ষ্য অর্জনের জন্য সম্পাদিত কার্যাবলিকে কী বলা হয়?
Ο ক) ব্যবস্থাপনা
Ο খ) নেতৃত্ব
Ο গ) সংগঠন
Ο ঘ) বিপণন
সঠিক উত্তর: (ক)

২৫. সংগঠন ব্যবস্থাপনার-
Ο ক) ১ম ধাপ
Ο খ) ২য় ধাপ
Ο গ) ৩ ধাপ
Ο ঘ) ৪র্থ ধাপ
সঠিক উত্তর: (খ)

২৬. ব্যবস্থাপনার প্রথম কাজ কোনটি?
Ο ক) নিয়ন্ত্রণ
Ο খ) প্রেষণা
Ο গ) পরিকল্পনা
Ο ঘ) সংগঠন
সঠিক উত্তর: (গ)

২৭. ব্যবস্থাপনার ধারণটি ব্যাপকভাবে জনপ্রিয়তা লাভ করে কোন সমাজের পরিচালনা পদ্ধতি থেকে?
Ο ক) শাসক
Ο খ) রাষ্ট্রীয়
Ο গ) ব্যবসায়ী
Ο ঘ) পারিবারিক
সঠিক উত্তর: (গ)

২৮. উদ্দেশ্য অর্জনকে সামনে রেখে কাজ সম্পাদনে কর্মীদের উৎসাহিত করার গুণকে কী বলে?
Ο ক) নির্দেশনা
Ο খ) প্রেষণা
Ο গ) নেতৃত্ব
Ο ঘ) সংগঠিত করণ
সঠিক উত্তর: (গ)

২৯. ব্যবস্থাপনার কার্য প্রক্রিয়ার অন্তর্ভুক্ত?
i. সিদ্ধান্ত গ্রহণ
ii. পরিকল্পনা
iii. নির্দেশনা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)

৩০. পরিকল্পনাকে বাস্তবায়নের জন্য কর্মীদের আদেশ নির্দেশ প্রদান করাকে কী বলে?
Ο ক) নির্দেশনা দান
Ο খ) প্রেষণা দান
Ο গ) সমন্বয় সাধন
Ο ঘ) নেতৃত্ব দান
সঠিক উত্তর: (ক)

৩১. যে নেতৃত্ব নেতার চেয়ে নেতার আদেশ এবং ব্যক্তিগত সম্পর্কের চেয়ে শৃঙ্খলা বেশি গুরুত্বপূর্ণ সে নেতৃত্বকে কী বলে?
Ο ক) স্বৈরতান্ত্রিক নেতৃত্ব
Ο খ) মুক্ত নেতৃত্ব
Ο গ) গণতান্ত্রিক নেতৃত্ব
Ο ঘ) আমলাতান্ত্রিক নেতৃত্ব
সঠিক উত্তর: (ঘ)

৩২. কতগুলো কাজের ধারাবাহিক প্রক্রিয়াকে কী বলে?
Ο ক) পরিকল্পনা
Ο খ) ব্যবস্থাপনা
Ο গ) নির্দেশনা
Ο ঘ) নেতৃত্ব দান
সঠিক উত্তর: (খ)

৩৩. যে নেতৃত্বে কর্মীদের প্রশ্ন করার সুযোগ থাকে সে নেতৃত্বকে কী বলে?
Ο ক) গণতান্ত্রিক নেতৃত্ব
Ο খ) আমলাতান্ত্রিক নেতৃত্ব
Ο গ) মুক্ত নেতৃত্ব
Ο ঘ) স্বৈরতান্ত্রিক নেতৃত্ব
সঠিক উত্তর: (ক)

৩৪. নেতৃত্বের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কোনটি?
Ο ক) অধীনস্থদের প্ররোচিত করার ক্ষমতা
Ο খ) কারিগরি জ্ঞান
Ο গ) মূলধনের উৎস নির্বাচন করার ক্ষমতা
Ο ঘ) ঝুঁকিমুক্ত ব্যবসায় করার ক্ষমতা
সঠিক উত্তর: (ক)

৩৫. ব্যবসায়ের অন্যতম মানবিক সম্পদ হিসেবে বিবেচনা করা হয় কোনটিকে?
Ο ক) প্রেষণা দান
Ο খ) কর্মী বাহিনী
Ο গ) সমন্বয় সাধন
Ο ঘ) নেতৃত্ব দান
সঠিক উত্তর: (ক)

৩৬. আকরাম সাহেব রয়েল গ্রুপ প্রতিষ্ঠানের একজন ব্যবস্থাপক। একজন ব্যবস্থাপক হিসেবে আকরাম সাহেবের কার্যসমূহ হবে-
i. উপায়-উপকরণ একত্রিকরণ
ii. কর্মীদের দায়িত্ব অর্পণ
iii. পারস্পরিক সম্পর্ক সৃষ্টি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৩৭. সংগঠনের উপাদান কোনটি?
Ο ক) পূর্বানুমান
Ο খ) কার্য বিভাজন
Ο গ) মান নির্ধারণ
Ο ঘ) বিভাজন
সঠিক উত্তর: (খ)

৩৮. ব্যবস্থাপনার প্রধান কাজ কী?
Ο ক) পরিকল্পনা
Ο খ) সংগঠন
Ο গ) নিয়ন্ত্রণ
Ο ঘ) প্রেষণা
সঠিক উত্তর: (ক)

৩৯. নিয়ন্ত্রণের ভিত্তি কী?
Ο ক) নির্দেশনা
Ο খ) পরিকল্পনা
Ο গ) সমন্বয়
Ο ঘ) পরিকল্পনা
সঠিক উত্তর: (খ)

৪০. ব্যবস্থাপনার ধাপ হলো-
i. সংগঠিতকরণ
ii. কর্মীসংস্থান
iii. নির্দেশনা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৪১. প্রতিষ্ঠানের অন্যতম উপাদান কোনটি?
Ο ক) কর্মী বাহিনী
Ο খ) যন্ত্রাদি
Ο গ) অর্থ
Ο ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর: (ক)

৪২. কোন প্রকার নেতৃত্বে অধীনস্থরা অবাধ স্বাধীনতা ভোগ করে?
Ο ক) মুক্ত
Ο খ) স্বৈরতান্ত্রিক
Ο গ) গণতান্ত্রিক
Ο ঘ) আমলাতান্ত্রিক
সঠিক উত্তর: (ক)

৪৩. কোনো কাজ শুরু করার পূর্বে আগাম সিদ্ধান্ত হল-
Ο ক) পরিকল্পনা
Ο খ) ব্যবস্থাপনা
Ο গ) নেতৃত্ব
Ο ঘ) পর্যালোচনা
সঠিক উত্তর: (ক)

৪৪. ব্যবস্থাপনা বলতে কোনটিকে বোঝায়?
Ο ক) নিজের কাজ নিজে করা
Ο খ) অন্যকে কাজ করতে সহায়তা করা
Ο গ) অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয়া
Ο ঘ) অন্যের নির্দেশে কাজ করা
সঠিক উত্তর: (গ)

৪৫. ব্যবসায়ের জন্য অর্থ সংগ্রহ করাকে কী বলে?
Ο ক) অর্থসংস্থান
Ο খ) অর্থায়ন
Ο গ) বিনিয়োগ
Ο ঘ) হুন্ডি
সঠিক উত্তর: (খ)

৪৬. ব্যবস্থাপনাকে বলা হয়-
i. ধারাবাহিক প্রক্রিয়া
ii. দলগত প্রক্রিয়া
iii. চলমান প্রক্রিয়া
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৪৭. নির্দেশনাকে কীসের সাথে তুলনা করা হয়?
Ο ক) নেতৃত্ব দানের
Ο খ) পরিকল্পনা বাস্তবায়নের
Ο গ) কার্য বিভাজনের
Ο ঘ) সমন্বয় সাধনের
সঠিক উত্তর: (ক)

৪৮. নিজেদের মধ্যে আন্তঃসম্পর্ক সুদৃঢ় হওয়ার কারণে কিসের গতি বৃদ্ধি পায়?
Ο ক) কাজের
Ο খ) পরিকল্পনার
Ο গ) পূর্বানুমানের
Ο ঘ) নির্দেশনার
সঠিক উত্তর: (ক)

৪৯. নেতৃত্ব কত প্রকার?
Ο ক) তিন
Ο খ) চার
Ο গ) পাঁচ
Ο ঘ) ছয়
সঠিক উত্তর: (খ)

৫০. কর্মীদের মতামতের মূল্যায়ন করে কোন ধরনের নেতৃত্ব?
Ο ক) মুক্ত নেতৃত্ব
Ο খ) গণতান্ত্রিক নেতৃত্ব
Ο গ) স্বৈরতান্ত্রিক নেতৃত্ব
Ο ঘ) মাতৃসুলভ নেতৃত্ব
সঠিক উত্তর: (গ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd

বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post