এস.এস.সি ব্যবসায় উদ্যোগ অধ্যায় - ৭ (১)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি ব্যবসায় উদ্যোগ অধ্যায় - ৭ (১) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com
১. কুটির শিল্প সাধারণত পরিচালিত হয়-
i. স্বামী-স্ত্রী দ্বারা
ii. পুত্র-কন্যা দ্বারা
iii. ভাই-বোন দ্বারা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

২. ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা গড়ে তুলেছেন কে?
Ο ক) সরকার
Ο খ) উদ্যোক্তা
Ο গ) ব্যবসায়ী
Ο ঘ) শিল্প মন্ত্রী
সঠিক উত্তর: (ক)

৩. নকশী কাঁথা কোন শিল্পের অন্তর্গত?
Ο ক) তাঁত শিল্প
Ο খ) বস্ত্র শিল্প
Ο গ) হস্ত শিল্প
Ο ঘ) নির্মাণ শিল্প
সঠিক উত্তর: (গ)

৪. মুক্তা লেখাপড়া শেষ করে নিজের গ্রামের বাড়িতে দুগ্ধ ও পোল্ট্রি উৎপাদন এবং বিপণনের ব্যবস্থা করে এখন বেশ স্বাবলম্বী। মুক্তার এ কাজটি কোন শিল্পের অন্তর্গত?
Ο ক) উৎপাদন শিল্প
Ο খ) সেবা শিল্প
Ο গ) কুটির শিল্প
Ο ঘ) মাঝারি শিল্প
সঠিক উত্তর: (খ)

৫. কুটির শিল্পের চাহিদা বৃদ্ধিতে কোন জ্ঞান অপরিহার্য হয়ে পড়ে?
Ο ক) পণ্য প্রচারণার জ্ঞান
Ο খ) বিক্রয়ের কৌশল জ্ঞান
Ο গ) পণ্য সংরক্ষণের জ্ঞান
Ο ঘ) ডিজাইন ও দক্ষ কারিগরি জ্ঞান
সঠিক উত্তর: (ঘ)

৬. যে শিল্প প্রতিষ্ঠানে ১০০-২৫০ জন শ্রমিক নিয়োজিত থাকে সে শিল্প প্রতিষ্ঠানকে কী শিল্প বলে?
Ο ক) ক্ষুদ্র শিল্প
Ο খ) মাঝারি শিল্প
Ο গ) বৃহৎ শিল্প
Ο ঘ) বিপণন শিল্প
সঠিক উত্তর: (খ)

৭. বাংলাদেশের অর্থনীতিতে কী ধরনের কুটির শিল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ?
Ο ক) পরিবারের সচ্ছলতা বৃদ্ধি ও দরিদ্রতা দূর করতে
Ο খ) জনগণের কল্যাণ সাধন করতে
Ο গ) জাতীয় সম্পদের সংরক্ষণ করতে
Ο ঘ) আত্মনির্ভশীল জাতি গঠন করতে
সঠিক উত্তর: (ক)

৮. পরিবারের সদস্যদের প্রাধান্য বিশিষ্ট শিল্পকে কী বলে?
Ο ক) ক্ষুদ্র শিল্প
Ο খ) কুটির শিল্প
Ο গ) উৎপাদন শিল্প
Ο ঘ) মাঝারি শিল্প
সঠিক উত্তর: (খ)

৯. সরকার কোন সংস্থার মাধ্যমে ক্ষুদ্র ও কুটির শিল্প স্থাপনে সুযোগ সুবিধা প্রদান করছে?
Ο ক) বাংলাদেশ শিল্প ঋণ সংস্থা
Ο খ) বাংলাদেশ উন্নয়ন ব্যাংক
Ο গ) বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা
Ο ঘ) বেসিক ব্যাংক লিমিটেড
সঠিক উত্তর: (গ)

১০. রায়হান গ্রুপের একটি প্রতিষ্ঠানে ৯৮ জন শ্রমিক কর্মরত। এটি কোন ধরনের শিল্প?
Ο ক) কুটির শিল্প
Ο খ) ক্ষুদ্র শিল্প
Ο গ) মাঝারি শিল্প
Ο ঘ) বৃহদায়তন শিল্প
সঠিক উত্তর: (খ)

১১. মি. সজলের ওয়েল্ডিং ওয়ার্কশপ, মোটর সাইকেল, জিপ, ট্রাক ও বাস মেরামতের কারখানা রয়েছে। মি. সজলের কারখানা কোন ধরনের শিল্প?
Ο ক) ক্ষুদ্র শিল্প
Ο খ) মাঝারি শিল্প
Ο গ) বৃহৎ শিল্প
Ο ঘ) ক্ষুদ্র ইস্পাত ও প্রকৌশল শিল্প
সঠিক উত্তর: (ঘ)

১২. বিশ্বনাথ দিগরাজ বাজারে ভাড়া করা ঘরে দা, বটি, কোদাল, কাচি তৈরির কারখানা চালু করল। বিশ্বনাথের কারখানাটি কোন জাতীয় শিল্প?
Ο ক) ক্ষুদ্র শিল্প
Ο খ) লৌহ শিল্প
Ο গ) ইস্পাত শিল্প
Ο ঘ) ক্ষুদ্র ইস্পাত ও প্রকৌশল শিল্প
সঠিক উত্তর: (ঘ)

১৩. কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশে যে পদক্ষেপ নেয়া প্রয়োজন, তা হলো-
i. কাঁচামালের স হজলভ্যতা নিশ্চিত করা
ii. স্থানীয় ও বৈদেশিক চাহিদার ওপর গুরুত্বারোপ করা
iii. সরকারি সুযোগ-সুবিধার সহজলভ্যতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১৪. স্থানীয় চাহিদার ওপর ভিত্তি করে গড়ে ওঠে-
i. ক্ষুদ্র শিল্প
ii. মাঝারি শিল্প
iii. কুটির শিল্প
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১৫. ছোট জায়গা, স্বল্প মূলধন, ব্যক্তিগত নৈপুণ্য ও সৃজনশীলতা এবং পারিবারিক সহযোগিতার ওপর ভিত্তি করে কোন শিল্প গড়ে ওঠে?
Ο ক) কুটির শিল্প
Ο খ) ক্ষুদ্র শিল্প
Ο গ) নির্মাণ শিল্প
Ο ঘ) মাঝারি শিল্প
সঠিক উত্তর: (ক)

১৬. মি. নওরাজ ১ কোটি টাকা ব্যয়ে একটি জুতা তৈরির কারখানা স্থাপন করেন। মূলধন বিনিয়োগ বিবেচনায় এ শিল্পটি কোন ধরনের শিল্প?
Ο ক) সেবামূলক মাঝারি শিল্প
Ο খ) উৎপাদনমুখী মাঝারি শিল্প
Ο গ) সেবামূলক ক্ষুদ্র শিল্প
Ο ঘ) উৎপাদনমুখী ক্ষুদ্র শিল্প
সঠিক উত্তর: (ক)

১৭. দারিদ্র বিমোচনের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে-
i. কুটির শিল্প
ii. ক্ষুদ্র শিল্প
iii. মাঝারি শিল্প
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১৮. ক্ষুদ্র ও শিল্পের উন্নতির জন্যে যেসব পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন-
i. ক্ষুদ্র ও কুটির শিল্পকে বৃহদায়তন শিল্পের পরিপূরক হিসেবে গড়ে তুলতে হবে
ii. প্রয়জনীয় ক্ষেত্রে শুল্কমুক্তভাবে কাঁচামাল আমদানির সুবিধা দিতে হবে
iii. সহজ শর্তে ও স্বল্প সুদে ঋণ প্রদান করতে হবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১৯. শাড়ি, লুঙ্গি, গামছা, চাদর ইত্যাদির সাথে সামঞ্জস্য দেখা যায়-
i. টেবিল ক্লথ, জামদানি, মাফলারের
ii. ব্যাগ, শীত বস্ত্র, হোসিয়ারির
iii. সতরঞ্জি, নকশী কাঁথা, কার্পেটের
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

২০. বিনিয়োগের মাপকাঠিতে উৎপাদনমুখী শিল্পকে কয় ভাগে ভাগ করা হয়েছে?
Ο ক) দুই
Ο খ) চার
Ο গ) ছয়
Ο ঘ) আট
সঠিক উত্তর: (খ)

২১. কুটির শিল্পে সর্বোচ্চ কতজন জনবল প্রয়োজন?
Ο ক) ৭ জন
Ο খ) ৮ জন
Ο গ) ৯ জন
Ο ঘ) ১০ জন
সঠিক উত্তর: (ঘ)

২২. বাংলাদেশের সম্ভাবনাময় শিল্প হলো-
i. খাদ্য প্রকৃয়াজাতকরণ শিল্প, জনশক্তি রপ্তানি, নবায়নযোগ্য শক্তি
ii. পর্যটন শিল্প, আইসিটি পণ্য ও আইসিটি ভিত্তিক সেবা, ভেষজ ঔষধ শিল্প
iii. চামড়া ও চামড়াজাত শিল্প, হাসপাতাল ও ক্লিনিক, অটোমোবাইল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

২৩. কুটির শিল্প কর্মসংস্থান সৃষ্টি করে-
i. পূর্ণকালীন
ii. খন্ডকালীন
iii. সন্ধ্যাকালীন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

২৪. জনাব রহমান খুলনার ডাক বাংলার মোড়ে একটি দোকান ভাড়া নিয়ে ব্যবসায় করেন। সেখানে তার পরিবারের সদস্যদের দ্বারা উৎপাদিত পণ্য বেচা-কেনা করেন। জনাব রহমান জড়িত কোন শিল্পে?
Ο ক) ক্ষুদ্র শিল্পে
Ο খ) বৃহৎ শিল্পে
Ο গ) কুটির শিল্পে
Ο ঘ) ভারী শিল্পে
সঠিক উত্তর: (গ)

২৫. যেসব উৎপাদনকারী শিল্প প্রতিষ্ঠানে ২৫-৯৯ জন শ্রমিক কাজ করে সেসব শিল্পকে কোন ধরনের শিল্প বলে?
Ο ক) কুটির শিল্প
Ο খ) ক্ষুদ্র শিল্প
Ο গ) মাঝারি শিল্প
Ο ঘ) বৃহৎ শিল্প
সঠিক উত্তর: (খ)

২৬. খদ্দর কোন স্থানের শিল্প?
Ο ক) যশোর
Ο খ) কুমিল্লা
Ο গ) নোয়াখালী
Ο ঘ) সিলেট
সঠিক উত্তর: (খ)

২৭. কুটির শিল্পের প্রধান কর্মী কে?
Ο ক) শ্রমিক
Ο খ) পরিবারের সদস্যরা
Ο গ) খন্ডকালীন কর্মী
Ο ঘ) বেতনভুক্ত কর্মী
সঠিক উত্তর: (খ)

২৮. শিল্পের উৎপাদন সাধারণত কোন ভিত্তিতে হয়ে থাকে?
Ο ক) কারখানাভিত্তিক
Ο খ) চাহিদাভিত্তিক
Ο গ) মূলধনভিত্তিক
Ο ঘ) শ্রমভিত্তিক
সঠিক উত্তর: (ক)

২৯. রিয়াদের পরিবারের সদস্যরা মিলে মোমবাতি তৈরির কাজ করেন। এটি কোন শিল্পের অন্তর্গত?
Ο ক) কুটির শিল্প
Ο খ) ক্ষুদ্র শিল্প
Ο গ) বৃহৎ শিল্প
Ο ঘ) মাঝারি শিল্প
সঠিক উত্তর: (ক)

৩০. ক্ষুদ্র ও কুটির শিল্পে সাধারণত পুঁজির যোগান দেয় কে?
Ο ক) ব্যাংক
Ο খ) সরকার
Ο গ) উদ্যোক্তা
Ο ঘ) ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা
সঠিক উত্তর: (গ)

৩১. গ্রামীণ মহিলাদের কর্মসংস্থান সৃষ্টি করে কোন শিল্প?
Ο ক) বৃহৎ শিল্প
Ο খ) কুটির শিল্প
Ο গ) সার শিল্প
Ο ঘ) চা শিল্প
সঠিক উত্তর: (খ)

৩২. শিল্পকে ব্যাপক অর্থে কয় ভাগে ভাগ করা হয়?
Ο ক) দুই
Ο খ) তিন
Ο গ) চার
Ο ঘ) পাঁচ
সঠিক উত্তর: (ক)

৩৩. দেশরক্ষা সামগ্রীর উৎপাদন শিল্প কার উদ্যোগে গড়ে ওঠে?
Ο ক) বিসিক শিল্পের উদ্যোগে
Ο খ) সরকারি উদ্যোগে
Ο গ) আত্মকর্মসংস্থানের
Ο ঘ) কোম্পানি ব্যবসায়ের উদ্যোগে
সঠিক উত্তর: (খ)

৩৪. স্কুল ব্যাগ, শিকা, কার্পেট কোন শিল্পের অন্তর্গত?
Ο ক) হস্ত শিল্প
Ο খ) তাঁত শিল্প
Ο গ) বস্ত্র শিল্প
Ο ঘ) পাটজাত শিল্প
সঠিক উত্তর: (ঘ)

৩৫. কীসের ওপর শিল্পের সাফল্য গড়ে ওঠে?
Ο ক) মূলধনের
Ο খ) দক্ষ শ্রমশক্তির
Ο গ) আধুনিক প্রযুক্তির
Ο ঘ) বিদেশি বিশেষজ্ঞের
সঠিক উত্তর: (খ)

৩৬. ক্ষুদ্র ও কুটির শিল্প বিকাশে প্রয়োজন-
i. দক্ষ জনশক্তির প্রাপ্যতা
ii. স্বল্প মজুরিতে শ্রমিকের প্রাপ্যতা
iii. পূর্ব অভিজ্ঞতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

৩৭. সেবামূলক ক্ষুদ্র শিল্পে শ্রমিকের সংখ্যা কতজন?
Ο ক) ৫-১০ জন
Ο খ) ১০-২৫ জন
Ο গ) ২৫-৯৯ জন
Ο ঘ) ৫০-১০০ জন
সঠিক উত্তর: (খ)

৩৮. জমি ও কারখানা ভবন ব্যতিরেকে স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয়সহ ৫ লক্ষ টাকার নিচে হলে তাকে কোন শিল্প বলে?
Ο ক) মাঝারি শিল্প
Ο খ) বৃহৎ শিল্প
Ο গ) কুটির শিল্প
Ο ঘ) ক্ষুদ্র শিল্প
সঠিক উত্তর: (গ)

৩৯. মাঝারি শিল্পের ধরন কয়টি?
Ο ক) ৭টি
Ο খ) ৮টি
Ο গ) ৯টি
Ο ঘ) ১০টি
সঠিক উত্তর: (ঘ)

৪০. মনিপুরি কোন শিল্পের জন্যে বিখ্যাত?
Ο ক) ক্ষুদ্র শিল্প
Ο খ) বৃহদায়তন শিল্প
Ο গ) কুটির শিল্প
Ο ঘ) ঝিনুক শিল্প
সঠিক উত্তর: (গ)

৪১. উৎপাদন শিল্পে কাঁচামালকে প্রক্রিয়াজাত করে পরিণত পণ্যে রূপান্তর করা হয়-
i. শ্রম ব্যবহারের মাধ্যমে
ii. যন্ত্র ব্যবহারের মাধ্যমে
iii. মেধা ব্যবহারের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

৪২. দেশের ইতিহাস ও ঐতিহ্য লালন এবং বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখে-
i. কুটির
ii. ক্ষুদ্র
iii. মাঝারি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

৪৩. গ্রামীণ মহিলাদের আত্মকর্মসংস্থান সৃষ্টিতে বিশেষ ভূমিকা রাখছে-
i. কুটির শিল্প
ii. ক্ষুদ্র শিল্প
iii. বৃহৎ শিল্প
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

৪৪. কোন শিল্প দেশের ও গৌরবের প্রতীক?
Ο ক) ক্ষুদ্র শিল্প
Ο খ) কুটির শিল্প
Ο গ) মাঝারি শিল্প
Ο ঘ) বৃহৎ শিল্প
সঠিক উত্তর: (খ)

৪৫. মোট জাতীয় উৎপাদনে ২০০৯-২০১০ আর্থিক বছরে মাঝারি ও বৃহৎ শিল্পের অবদান কত?
Ο ক) ১২.৬৩%
Ο খ) ১২.১৮%
Ο গ) ১২.৬৮%
Ο ঘ) ১৩.১২%
সঠিক উত্তর: (গ)

৪৬. কাঁচামালকে প্রক্রিয়াজাত করে পরিণত পণ্যে রূপান্তর করা হয় কোন শিল্পে?
Ο ক) সার
Ο খ) হর্টিকালচার
Ο গ) নির্মাণ
Ο ঘ) ফুল চাষ
সঠিক উত্তর: (ক)

৪৭. রূপগত উপযোগ সৃষ্টি করে কোনটি?
Ο ক) শিল্প
Ο খ) বাণিজ্য
Ο গ) গুদামজাতকরণ
Ο ঘ) বন্ধন
সঠিক উত্তর: (ক)

৪৮. লিয়াকত আলী নদী থেকে মৎস্য আহরণ করে স্থানীয় বাজারে বিক্রি করেন। তার এ কাজটি কোন শিল্পের অন্তর্গত?
Ο ক) উৎপাদন শিল্প
Ο খ) সেবা শিল্প
Ο গ) মাঝারি শিল্প
Ο ঘ) কুটির শিল্প
সঠিক উত্তর: (খ)

৪৯. সেবা শিল্পে ব্যবহার করা হয়-
i. যন্ত্রপাতি
ii. স্থায়ী সম্পদ
iii. মেধা সম্পদ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৫০. সর্বশেষ জাতীয় ‘শিল্পনীতি’ ঘোষিত হয় কত সালে?
Ο ক) ২০০৯
Ο খ) ২০১০
Ο গ) ২০১১
Ο ঘ) ২০১২
সঠিক উত্তর: (খ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd

বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post