এস.এস.সি ব্যবসায় উদ্যোগ অধ্যায় - ৬ (১)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি ব্যবসায় উদ্যোগ অধ্যায় - ৬ (১) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com
১. কোনটি ম্যাক্রোস্ক্রিনিং-এর উপাদান?
Ο ক) বাজারজাতকরণ
Ο খ) প্রকল্প নির্বাচন
Ο গ) পণ্য চিহ্নিতকরণ
Ο ঘ) অর্থনৈতিক পরিবেশ
সঠিক উত্তর: (ঘ)

২. প্রকল্পের সম্ভাব্যতা যাচাইকালে উৎপাদন খরচের বিভিন্ন উপাদান, বিক্রয়মূল্য, আনুমানিক লাভ ইত্যাদি খুব সতর্কতার সাথে বিবেচনা করতে হয়। নিচের কোনটির ক্ষেত্রে উক্তিটি প্রযোজ্য?
i. প্রকল্প চিহ্নিতকরণ ও প্রক্রিয়াকরণ
ii. প্রকল্পের বাণিজ্যিক লাভজনকতা নির্ধারণ
iii. প্রকল্প বাজার জরিপ ও পণ্য নির্বাচন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) i ও iii
সঠিক উত্তর: (খ)

৩. ব্যবসায়ের প্রধান উদ্দেশ্য কী-
Ο ক) পরিকল্পনা
Ο খ) মুনাফা অর্জন
Ο গ) পরিচালনা
Ο ঘ) ঝুঁকি হ্রাস
সঠিক উত্তর: (খ)

৪. যে কোনো ব্যবসায় প্রতিষ্ঠানের ক্ষেত্রে ব্যবসায় পরিকল্পনার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ার কারণ হলো-
i. প্রতিষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনা করা যায়
ii. সামগ্রিক লক্ষ্য অর্জন করা যায়
iii. প্রতিষ্ঠানের স্থায়িত্ব নিশ্চিত করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

৫. মুনাফা পরিকল্পনায় বিবেচনা করতে হয়-
i. ব্যবসায়ের আয়
ii. ব্যবসায়ের ব্যয়
iii. উৎপাদন কৌশল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৬. একটি প্রকল্প নির্বাচনের ক্ষেত্রে প্রয়োজন-
i. সামষ্টিক নির্বাচন
ii. ব্যষ্টিক নির্বাচন
iii. ভৌগলিক নির্বাচন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) i ও iii
সঠিক উত্তর: (গ)

৭. অর্থনীতিতে একটি প্রকল্পের অবদান যাচাই করার মাপকাঠি হলো-
i. কর্মসংস্থানের সুযোগ
ii. আনুমানিক লাভ
iii. জাতীয় কোষাগারে কর প্রদানের পরিমাণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

৮. কোনটির ওপর প্রকল্প নির্বাচন নির্ভর করে?
Ο ক) অনুমানের ওপর
Ο খ) চাহিদার ওপর
Ο গ) পরিকল্পনার ওপর
Ο ঘ) ব্যবস্থাপনার ওপর
সঠিক উত্তর: (খ)

৯. ব্যবসায় পরিকল্পনা কোনটির ক্ষেত্রে সহায়তা প্রদান করে?
Ο ক) প্রতিযোগী সম্পর্কে ধারণা লাভে
Ο খ) অধিক মুনাফা লাভে
Ο গ) সাংস্কৃতিক উন্নয়নে
Ο ঘ) রাজনৈতিক স্থিতিশীলতা আনয়ন
সঠিক উত্তর: (ক)

১০. প্রকল্পের চলতি পুঁজি নিরূপণ করা প্রয়োজন করা হয় কেন?
Ο ক) আর্থিক বিবরণী প্রস্তুত করার জন্য
Ο খ) প্রতিষ্ঠানের আর্থিক সচ্ছলতা আনার জন্য
Ο গ) কার্য পরিচালনার ক্ষমতা যাচাইয়ের জন্য
Ο ঘ) চলতি দায় পরিশোধের ক্ষমতা যাচাইয়ের জন্য
সঠিক উত্তর: (ক)

১১. ব্যবসায় পরিকল্পনা একটি প্রতিষ্ঠানের-
i. ভবিষ্যতের ঝুঁকি পরিহারের কৌশল নির্ধারণ করে
ii. ব্যর্থতার সম্ভাবনাকে হ্রাস করে
iii. উদ্যোক্তা সৃষ্টিতে সহায়তা করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

১২. ব্যবসায় পরিকল্পনা প্রণয়নে কার পরামর্শ গ্রহণ করা উচিত?
Ο ক) ভোক্তার
Ο খ) সরকারের
Ο গ) বিশেষজ্ঞের
Ο ঘ) সরবরাহকারীর
সঠিক উত্তর: (খ)

১৩. হাফিজুর একটি নতুন বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করলেন। এ সিদ্ধান্তকে কী বলা যায়?
Ο ক) প্রকল্প
Ο খ) নির্বাচন
Ο গ) ম্যাক্রোস্ক্রিনিং
Ο ঘ) মাইক্রোস্ক্রিনিং
সঠিক উত্তর: (ক)

১৪. ম্যাক্রোস্ক্রিনিং এর উপাদান কোনটি?
i. জনসংখ্যা
ii. অর্থনৈতিক পরিবেশ
iii. রাজনৈতিক পরিবেশ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১৫. রনজু দুইটি ব্যবসায়ের মধ্য থেকে অধিকতর লাভজনকটিকে গ্রহণ করতে চান। এজন্য তাকে সহায়তা করবে কোনটি?
Ο ক) পরিকল্পনা
Ο খ) সংগঠন
Ο গ) নির্দেশনা
Ο ঘ) প্রেষণা
সঠিক উত্তর: (ক)

১৬. ব্যবসায় কোন দিকে অগ্রসর হবে তা জানা যায় কীসের মাধ্যমে?
Ο ক) প্রেষণা
Ο খ) নিয়ন্ত্রণ
Ο গ) নির্দেশনা
Ο ঘ) পরিকল্পনা
সঠিক উত্তর: (গ)

১৭. Toyota কোম্পানি বাংলাদেশে বিলাসভুল গাড়ি তৈরির কারখানা নির্মাণ করতে চায়। বাজার বিশ্লেষণ করে দেখা গেল উদ্যোগটি ফলপ্রসূ নয়। কারণ-
i. এদেশের মানুষের মাথাপিছু আয় কম
ii. এদেশে বিলাসবহুল গাড়ির বাজার সীমিত
iii. এদেশের রাজনৈতিক পরিবেশ অনুকূল নয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১৮. সঠিক ব্যবসা বাছাইয়ের ক্ষেত্রে কোন পরিবেশ গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে?
Ο ক) অর্থনৈতিক
Ο খ) প্রাকৃতিক
Ο গ) সামাজিক
Ο ঘ) রাজনৈতিক
সঠিক উত্তর: (খ)

১৯. শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল কোন পরিবেশ থেকে সংগ্রহ করা হয়?
Ο ক) সামাজিক
Ο খ) প্রাকৃতিক
Ο গ) অর্থনৈতিক
Ο ঘ) আইনগত
সঠিক উত্তর: (খ)

২০. পরিকল্পনার বিষয়বস্তু ভিন্ন হতে পারে-
i. ব্যবসায়ের প্রকৃতির কারণে
ii. সাংগঠনিক ধরনের কারণে
iii. ব্যবসায়ের আকারের কারণে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

২১. একটি ক্ষুদ্র ব্যবসায় পরিকল্পনায় কয়টি গাইডলাইন অনুসরণ করতে হয়?
Ο ক) ৫টি
Ο খ) ৬টি
Ο গ) ৭টি
Ο ঘ) ৮টি
সঠিক উত্তর: (ঘ)

২২. পণ্য নির্বাচনে বাজার জরিপের মাধ্যমে দেখা হয়-
i. কাঁচামালের যোগানের স্থিতিশীলতা
ii. পণ্যের বাজারে চাহিদা
iii. দেশের মোট জনসংখ্যা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) ii ও iii
সঠিক উত্তর: (গ)

২৩. পণ্য উদ্ভাবনে সহায়তা করতে পারে কোনটি?
Ο ক) পরিকল্পনা
Ο খ) কর্মসংস্থান
Ο গ) সংগঠন
Ο ঘ) নির্দেশনা
সঠিক উত্তর: (ক)

২৪. ব্যবস্থাপনার ধারা লিপিবদ্ধ থাকে কোথায়?
Ο ক) পরিকল্পনায়
Ο খ) সংগঠনে
Ο গ) নির্দেশনায়
Ο ঘ) নিয়ন্ত্রণে
সঠিক উত্তর: (ক)

২৫. ভোক্তাদের জীবনযাত্রা মানের কথা চিন্তা করে যদি ‘মিনি কোম্পানি’ বিভিন্ন সাইজের শ্যাম্পুর প্যাকেট বিপণ্ন করে। এর কারণ কী?
Ο ক) চাহিদা বাড়ানোর জন্যে
Ο খ) ক্রয় সীমার মধ্যে রাখার জন্যে
Ο গ) উন্নত মানের জন্যে
Ο ঘ) উৎপাদন খরচ কমানোর জন্যে
সঠিক উত্তর: (খ)

২৬. মাইক্রোস্ক্রিনিংয়ের উপাদান কোনটি?
Ο ক) জন সংখ্যা
Ο খ) প্রাকৃতিক পরিবেশ
Ο গ) শিল্প আইন
Ο ঘ) আর্থিক দিক
সঠিক উত্তর: (ঘ)

২৭. নগদান প্রবাহ বিবরণী সংরক্ষণের ভিত্তি কয়টি?
Ο ক) ২টি
Ο খ) ৩টি
Ο গ) ৪টি
Ο ঘ) ৫টি
সঠিক উত্তর: (খ)

২৮. পণ্য নির্বাচনেবাজার জরিপের মাধ্যমে দেখা হয়-
i. কাঁচামালের যোগানের স্থিতিশীলতা
ii. পণ্যের বাজার চাহিদা
iii. দেশের মোট জনসংখ্যা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও ii
Ο গ) ii
Ο ঘ) ii ও iii
সঠিক উত্তর: (খ)

২৯. বাজার জড়িপের উদ্দেশ্য কোনটি?
Ο ক) পণ্য নির্ধারণ
Ο খ) পণ্যের চাহিদা যাচাই
Ο গ) গুদামজাতকরণ সিদ্ধান্ত গ্রহণ
Ο ঘ) প্রযুক্তি নির্ধারণ
সঠিক উত্তর: (খ)

৩০. ম্যাক্রোস্ক্রিনিং-এর জন্যে সঠিক বক্তব্য কোনটি?
Ο ক) সংক্ষিপ্ত প্রকল্প তালিকা প্রস্তুত করা হয়
Ο খ) বড় প্রকল্প তালিকা প্রস্তুত করা হয়
Ο গ) অস্থায়ী প্রকল্প তালিকা প্রস্তুত করা হয়
Ο ঘ) চূড়ান্ত প্রকল্প নির্বাচন করা হয়
সঠিক উত্তর: (ক)

৩১. একটি প্রকল্পের আর্থিক দিক পরীক্ষা করা হয় কীসের মাধ্যমে?
Ο ক) ম্যাক্রোস্ক্রিনিং-এর মাধ্যমে
Ο খ) মাইক্রোস্ক্রিনিং-এর মাধ্যমে
Ο গ) বাজার জরিপের মাধ্যমে
Ο ঘ) প্রকল্প চিহ্নিতকরণের মাধ্যমে
সঠিক উত্তর: (খ)

৩২. যে কোনো ব্যবসায় প্রতিষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনার ক্ষেত্রে কীসের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ?
Ο ক) উদ্যোক্তার
Ο খ) সংগঠনের
Ο গ) ব্যবসায় পরিকল্পনার
Ο ঘ) মালিকের
সঠিক উত্তর: (গ)

৩৩. হরতাল, অবরোধ প্রভৃতি ব্যবসায়ের কোন পরিবেশকে প্রভাবিত করে?
i. প্রাকৃতিক পরিবেশ
ii. রাজনৈতিক পরিবেশ
iii. অর্থনৈতিক পরিবেশ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) i ও iii
সঠিক উত্তর: (খ)

৩৪. ব্যবসায় প্রকল্প প্রণয়নের পদক্ষেপ কোনটি?
Ο ক) মূলধন বিনিয়োগ
Ο খ) ধারণা চিহ্নিত করেন
Ο গ) কর্মী নির্বাচন
Ο ঘ) বাজার জরিপ
সঠিক উত্তর: (খ)

৩৫. প্রকল্প ধারণা চিহ্নিত করার সময় কোনটির ওপর দৃষ্টি রাখা প্রয়োজন?
i. উদ্যোক্তার নিজের শখ বা আগ্রহ আছে এমন পণ্য
ii. প্রকৃত চাহিদা আছে এমন পণ্য
iii. ঝুঁকি নেই এমন পণ্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

৩৬. ব্যাংক ঋণ অর্থসংস্থানের কোন ধরনের উৎস?
Ο ক) অভ্যন্তরীন
Ο খ) বৈদেশিক
Ο গ) বাহ্যিক
Ο ঘ) দেশীয়
সঠিক উত্তর: (গ)

৩৭. বাজারের আকার কোনটির অন্তর্গত?
Ο ক) বাজার জরিপ
Ο খ) অর্থায়ন
Ο গ) সাংস্কৃতিক পরিবেশ
Ο ঘ) ম্যাক্রোস্ক্রিনিং
সঠিক উত্তর: (ক)

৩৮. পরিকল্পনা অনুযায়ী ব্যবসায় কার্যক্রম পরিচালনা করলে-
i. সাফল্য সহজতর হয়
ii. ব্যর্থ হবার সম্ভাবনা কম আসে
iii. মুনাফা অর্জন সহজতর হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

৩৯. ব্যবসায় সমস্যা কয়টি সময়ে উদ্ভব হতে পারে?
Ο ক) ২টি
Ο খ) ৩টি
Ο গ) ৪টি
Ο ঘ) ৫টি
সঠিক উত্তর: (ক)

৪০. কোন দৃষ্টিকোণ থেকে প্রকল্পের কারিগরি দিক যাচায় করা যায়?
Ο ক) প্রযুক্তি ও যান্ত্রিক দৃষ্টিকোণ থেকে
Ο খ) বাণিজ্যিক দৃষ্টিকোণ থেকে
Ο গ) বাজারজাতকরণের দিক থেকে
Ο ঘ) আর্থিক দিক থেকে
সঠিক উত্তর: (ক)

৪১. মি. ইসহাক তার ব্যবসায় পরিকল্পনা প্রণয়নের প্রাক্কলিত আয়-ব্যয় বিবরণী প্রস্তুত করেন। এটি কীসের পদ্ধতি?
Ο ক) আর্থিক বিবরণী
Ο খ) বাজেট বিবরণী
Ο গ) খতিয়ান
Ο ঘ) উপবিধি
সঠিক উত্তর: (ক)

৪২. কোনটি প্রতিযোগী সম্পর্কে ধারণা দেয়?
Ο ক) ব্যবস্থাপনা
Ο খ) পরিকল্পনা
Ο গ) সংগঠন
Ο ঘ) নির্দেশনা
সঠিক উত্তর: (খ)

৪৩. প্রকল্পের মোট ব্যয় নিরূপণ কীসের অন্তর্গত?
Ο ক) পণ্যের বিভিন্ন তথ্যের
Ο খ) বিপণন সম্পর্কিত নীতিমালা
Ο গ) প্রচারণা
Ο ঘ) আর্থিক বিবরণী
সঠিক উত্তর: (ঘ)

৪৪. ম্যাক্রোস্ক্রিনিংয়ের প্রভাবক কোনটি?
Ο ক) পণ্য
Ο খ) সেবা
Ο গ) যন্ত্রপাতি
Ο ঘ) জনসংখ্যা
সঠিক উত্তর: (ঘ)

৪৫. প্রকল্পের বাণিজ্যিক উপাদান কোনটি?
Ο ক) প্রযুক্তি নির্ধারণ
Ο খ) বাজার যাচাই
Ο গ) আনুমানিক লাভ
Ο ঘ) অর্থায়ন
সঠিক উত্তর: (গ)

৪৬. ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়গুলো কার নিকট থেকে সুযোগ-সুবিধা পেয়ে থাকে?
Ο ক) পাইকারের
Ο খ) সরকারে
Ο গ) ব্যবস্থাপকের
Ο ঘ) মালিকের
সঠিক উত্তর: (খ)

৪৭. ম্যাক্রোস্ক্রিনিংয়ের প্রভাবক কয়টি?
Ο ক) ৫টি
Ο খ) ৬টি
Ο গ) ৭টি
Ο ঘ) ৮টি
সঠিক উত্তর: (খ)

৪৮. কী কাজ, কীভাবে সম্পন্ন করা হবে তার অগ্রিম চিন্তা-ভাবনার নির্দেশনাকে কী বলে?
Ο ক) পরিকল্পনা
Ο খ) ব্যবস্থাপনা
Ο গ) নীতিমালা
Ο ঘ) ব্যবসায় উদ্যোগ
সঠিক উত্তর: (ক)

৪৯. চলতি সম্পত্তি হলো-
i. মজুদ পণ্য
ii. প্রাপ্য বিল
iii. নগদ তহবিল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৫০. কোনটি আর্থিক বিবরণীর সংযুক্তি?
Ο ক) বাজার জরিপ
Ο খ) প্রকল্প ব্যয়
Ο গ) নিট দেনাদার
Ο ঘ) ব্যাংক সমন্বয়
সঠিক উত্তর: (খ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd

বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post