ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি ব্যবসায় উদ্যোগ অধ্যায় - ৫ (১) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১. কোন প্রতিষ্ঠান উৎপাদিত পণ্যের মান নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় সহযোগিতা করে থাকে?
Ο ক) বিটাক
Ο খ) বিএসটিআই
Ο গ) বিসিক
Ο ঘ) বেসিক
সঠিক উত্তর: (খ)
২. পাবলিক লি. কোম্পানির নিবন্ধন করার জন্য নির্ধারিত ফিসহ নিবন্ধকের নিকট জমা দেওয়া প্রয়োজন-
i. স্মারকলিপির এক কপি
ii. বিবরণপত্রের এক কপি
iii. পরিচালক হিসেবে কাজ করার সম্মতিসূচক পত্র
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) i ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩. উপমহাদেশে কত সালে ট্রেডমার্কস আইন প্রণয়ন করা হয়?
Ο ক) ১৯০০ সালে
Ο খ) ১৯১০ সালে
Ο গ) ১৯৩০ সালে
Ο ঘ) ১৯৪০ সালে
সঠিক উত্তর: (ঘ)
৪. ব্যবসায়িক ঝুঁকি পরিহার বা কমানোর উত্তম উপায় কোনটি?
Ο ক) পেটেন্ট করা
Ο খ) বিমাকরণ
Ο গ) ট্রেডলাইসেন্স
Ο ঘ) প্রতীকীকরণ
সঠিক উত্তর: (খ)
৫. নৌ বিমার বিষয়বস্তুতে বিমাযোগ্য স্বার্থ থাকে-
i. পণ্য প্রেরক বা পণ্যের মালিকের প্রেরিত পণ্যের ওপর
ii. জাহাজের মালিকের জাহাজ এবং ভাড়ার ওপর
iii. বিমাকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানের ওপর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৬. কোনটি ছাড়া কোনো ব্যবসায় হয় না?
Ο ক) ক্ষতি
Ο খ) লাভ
Ο গ) ঝুঁকি
Ο ঘ) বিমা
সঠিক উত্তর: (গ)
৭. বিমাকারী প্রতিষ্ঠান কিসের বিনিময়ে ক্ষতির জন্যে ক্ষতিপূরণ দিয়ে থাকে?
Ο ক) প্রাপ্ত প্রিমিয়ামের বিনিময়ে
Ο খ) ঋণ গ্রহণের বিনিময়ে
Ο গ) কমিশনের বিনিময়ে
Ο ঘ) অগ্রিম গ্রহণের বিনিময়ে
সঠিক উত্তর: (ক)
৮. ট্রেডমার্ক রেজিস্ট্রেশনের মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগে আবেদন করলে কত বছরের জন্যে নবায়ন করা যায়?
Ο ক) সাত বছর
Ο খ) আট বছর
Ο গ) নয় বছর
Ο ঘ) দশ বছর
সঠিক উত্তর: (ঘ)
৯. বিমার কয়টি পক্ষ থাকে?
Ο ক) দুই
Ο খ) তিন
Ο গ) চার
Ο ঘ) পাঁচ
সঠিক উত্তর: (ক)
১০. নিবন্ধন পাওয়ার পর পরই কোন ব্যবসায় সংগঠন কার্য আরম্ভ করতে পারে?
Ο ক) অংশীদারি সংগঠন
Ο খ) কোম্পানি সংগঠন
Ο গ) পাবলিক লিমিটেড কোম্পানি
Ο ঘ) প্রাইভেট লিমিটেড কোম্পানি
সঠিক উত্তর: (ঘ)
১১. ব্যবসায়ের প্রাকৃতিক ঝুঁকি হলো- i. বন্যা ii. চুরি-ডাকাতি iii. অতিবৃষ্টি নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১২. ঝুঁকিগত প্রতিবন্ধকতা দূরীকরণের হাতিয়ার হিসেবে বিমার সামগ্রিক উন্নয়ন বলতে নিচের কোনটি বোঝায়?
Ο ক) ব্যক্তি ও পারিবারিক জীবন বিমার গুরুত্বকে বোঝায়
Ο খ) অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক উন্নয়নে বিমার গুরুত্বকে বোঝায়
Ο গ) শিল্প ও ব্যবসায়-বাণিজ্যের উন্নয়নে বিমার গুরুত্বকে বোঝায়
Ο ঘ) নৌ, অগ্নি ও জীবন বিমার গুরুত্বকে বোঝায়
সঠিক উত্তর: (গ)
১৩. ফ্রানসাইজিং এর অসুবিধা হলো-
i. কঠোর মনিটর
ii. বেশি পরিমাণ বিনিয়োগ
iii. ব্যবসায় সংক্রান্ত পরামর্শ দেয়া
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৪. মি. জামান ভারতে চামড়া রপ্তানির জন্যে ১৫,০০০ টাকা প্রিমিয়ামের মাধ্যমে একটি নৌ বিমা চুক্তি করেন। মি. জামান সমুদ্রপথে কোনো ক্ষয়-ক্ষতি ছাড়াই ভারতে পণ্য প্রেরনে সক্ষম হন। এক্ষেত্র কোনটি ঘটবে?
Ο ক) সুদসহ প্রিমিয়ামের টাকা ফেরত পাবেন
Ο খ) শুধুমাত্র প্রিমিয়ামের টাকা ফেরত পাবেন
Ο গ) কোনো অর্থ ফেরত পাবেন না
Ο ঘ) বিমাকারী নির্দিষ্ট অংশ কেটে রেখে বাকি অর্থ ফেরত দিবে
সঠিক উত্তর: (গ)
১৫. পেটেন্ট ধারণার উৎপত্তি হয়েছে কীসের জন্যে?
Ο ক) প্রকৃত উদ্ভাবক যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়
Ο খ) উদ্ভাবক যাতে অধিক মুনাফা অর্জন করতে পারে
Ο গ) উদ্ভাবক যাতে পণ্য বিক্রয় করতে পারে
Ο ঘ) উদ্ভাবক যাতে প্রতিযোগিতায় টিকে থাকতে পারে
সঠিক উত্তর: (ক)
১৬. বুদ্ধিবৃত্তিক সম্পদ সংরক্ষনের জন্য প্রয়োজন কোনটি?
Ο ক) আইনগত বিধি-বিধান
Ο খ) বিমা
Ο গ) ফ্রাইনসাইজ চুক্তি
Ο ঘ) শিল্পনীতি
সঠিক উত্তর: (ক)
১৭. প্রত্যেক দেশেই বিমার কদর বেড়ে চলেছে।কারণ-
i. দেশের অর্থনৈতিক নিরাপত্তার জন্যে
ii. অর্থনৈতিক উন্নয়নের জন্যে
iii. শিল্প বাণিজ্যের উন্নয়নের জন্যে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১৮. পৌর এলাকার বাইরে একমালিকানা ব্যবসায় গঠন করতে কোথা থেকে ট্রেড লাইসেন্স নিতে হয়?
Ο ক) বিসিক শিল্প নগরী
Ο খ) ইউনিয়ন পরিষদ
Ο গ) জেলা প্রশাসন
Ο ঘ) পৌরসভা
সঠিক উত্তর: (গ)
১৯. ফ্রানসাইজিং-এর মাধ্যমে ব্যবসায় করার সুবিধা হলো-
i. যেকোনো সময়ে অর্থায়নের ব্যবস্থা
ii. কর্মচারীদের প্রশিক্ষণের ব্যবস্থা
iii. ব্রান্ড্রের পণ্য বাজারজাতকরণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২০. মি. রিপন ও মি. শিপন দুই বন্ধু। তারা একটি অংশীদারী কারবার গঠন করতে চায়। নিচের কোন কাজটি করা তাদের জন্য বাধ্যতামূলক নয়?
Ο ক) নিবন্ধন
Ο খ) চুক্তি
Ο গ) মূলধন সংগ্রহ
Ο ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর: (ক)
২১. কোন ধরণের ঝুঁকি এড়াতে নৌবিমা করা হয়?
i. ঝড় ঝঞ্ঝা
ii. দস্যুতা
iii. যুদ্ধবিগ্রহ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২২. বিমার প্রয়োজন হয়-
i. ভবিষ্যৎ অনিশ্চয়তার জন্যে
ii. ব র্ত মানে সচ্ছলচভাবে চলার জন্যে
iii. ভবিষ্যতে সঞ্চয়ের জন্যে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
২৩. সেবার ক্ষেত্রে অন্যের অনুরূপ সেবা থেকে স্বতন্ত্র করার লক্ষ্যে ব্যবহৃত প্রতীককে কী বলে?
Ο ক) ট্রেডমার্ক
Ο খ) কপিরাইট
Ο গ) সার্ভিস মার্ক
Ο ঘ) পেটেন্ট
সঠিক উত্তর: (গ)
২৪. পৌর এলাকায় ব্যবসায় করলে কার নিকট থেকে ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হয়?
Ο ক) জেলা প্রশাসকের নিকট থেকে
Ο খ) থানা নির্বাহী অফিসারের নিকট থেকে
Ο গ) পৌর কমিশনারের নিকট থেকে
Ο ঘ) সংশ্লিষ্ট পৌর কর্তৃপক্ষের নিকট থেকে
সঠিক উত্তর: (ঘ)
২৫. ব্যবসায় প্রতিষ্ঠান পরিচালনার মেয়াদ উল্রেখ করতে হয়-
i. একমালিকানা ব্যবসায়ে
ii. অংশীদারি ব্যবসায়ে
iii. সমবায় ব্যবসায়ে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) ii ও iii
সঠিক উত্তর: (গ)
২৬. কখন অন্যের জীবনের ওপর বিমা করা হয়?
Ο ক) মুনাফার স ম্ভাবনা থাকলে
Ο খ) চূড়ান্ত সদ্বিশ্বাস থাকলে
Ο গ) প্রিমিয়াম পাবার সম্ভাবনা থাকলে
Ο ঘ) বিমাযোগ্য স্বার্থ থাকলে
সঠিক উত্তর: (ঘ)
২৭. বর্তমানে বাংলাদেশে কত সালের আইন চালু রয়েছে?
Ο ক) ২০০৪
Ο খ) ২০০৮
Ο গ) ২০১৩
Ο ঘ) ২০১১
সঠিক উত্তর: (গ)
২৮. কোন জাতীয় মিার শর্তানুসারে নির্দিষ্ট প্রিমিয়ামের পরিবর্তে আশাঙ্কিত দূর্ঘটনাজনিত ক্ষতি সংঘটিত হলে বিমাকারী বিমাগ্রহীতাকে ক্ষতিপূরণ প্রদান করে?
Ο ক) জীবন বিমা
Ο খ) দূর্ঘটনা বিমা
Ο গ) শস্যবিমা
Ο ঘ) বিশ্বস্ততা বিমা
সঠিক উত্তর: (খ)
২৯. নৌ বিমার বিষয়বস্তুতে বিমাযোগ্য স্বার্থ থাকে-
i. পণ্য প্রেরক বা পণ্যের মালিকের প্রেরিত পণ্যের ওপর
ii. জাহাজের মালিকের জাহাজ এবং ভাড়ার ওপর
iii. বিমাকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানের
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩০. নিচের কোনটি মেধাসম্পদ নয়?
Ο ক) পেটেন্ট
Ο খ) ট্রেডমার্ক
Ο গ) কপিরাইট
Ο ঘ) যন্ত্রপাতি
সঠিক উত্তর: (ঘ)
৩১. কার্যারম্ভের অনুমতি পত্র প্রয়োজন হয়-
i. প্রাইভেট লি. কোম্পানির ক্ষেত্রে
ii. পাবলিক লি. কোম্পানির ক্ষেত্রে
iii. সমবায় সমিতির ক্ষেত্রে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) ii ও iii
সঠিক উত্তর: (খ)
৩২. অংশীদারি কারবারের ‘চুক্তিপত্র’ হচ্ছে-
i. মূলভিত্তিস্বরূপ
ii. ঐচ্ছিক ব্যাপার
iii. অলিখিত, লিখিত, বা নিবন্ধিত দলিল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) i ও iii
সঠিক উত্তর: (ক)
৩৩. সর্বাধিক প্রচলিত বিমা কত প্রকার?
Ο ক) পাঁচ প্রকার
Ο খ) তিন প্রকার
Ο গ) দু প্রকার
Ο ঘ) চার প্রকার
সঠিক উত্তর: (ঘ)
৩৪. নিচের কোনটি পাবলিক লিমিটেড কোম্পানির কার্যারম্ভের জন্য আবশ্যক?
Ο ক) স্মারকলিপি
Ο খ) পরিমেল নিয়মাবলি
Ο গ) মূলধন
Ο ঘ) কার্যারম্ভের অনুমতিপত্র
সঠিক উত্তর: (ঘ)
৩৫. কোনটি দ্বারা সৃষ্ট কাজই মেধাসম্পদ?
Ο ক) মনন
Ο খ) মেধা
Ο গ) চিন্তা
Ο ঘ) ক ও খ
সঠিক উত্তর: (ঘ)
৩৬. সেবার ক্ষেত্রে ব্যবহৃত স্বতন্ত্র প্রতীককে কী বলে?
Ο ক) ট্রেডমার্ক
Ο খ) সার্ভিস মার্ক
Ο গ) পণ্য প্রতীক
Ο ঘ) নিবন্ধন
সঠিক উত্তর: (খ)
৩৭. শিক্ষা বা ব্যবসায় উদ্যোক্তার মেধাসম্পদ বলতে কী বোঝায়?
Ο ক) যা উদ্যোক্তার দীর্ঘদিন প্রচেষ্টা চালিয়ে উদ্ভাবন করেছে
Ο খ) যা উদ্যোক্তা অন্যের কাছ থেকে নকল করেছে
Ο গ) যা উদ্যোক্তা স্বল্প সময়ের মধ্যে উদ্ভাবন করেছে
Ο ঘ) যা উদ্যোক্তার সৃজনশীলতা থেকে এসেছে
সঠিক উত্তর: (ক)
৩৮. যে বিমা চুক্তির মাধ্যমে অগ্নিজনিত ক্ষতির জন্য ক্ষতিপূরণ প্রদান করা হয় তাকে কোন বীমা বলে?
Ο ক) জীবন বীমা
Ο খ) দাঙ্গা বিমা
Ο গ) অগ্নি বীমা
Ο ঘ) দায় বিমা
সঠিক উত্তর: (গ)
৩৯. কপিরাইট আইন দ্বারা সংরক্ষিত হয়-
i. গল্প, নাটক, প্রবন্ধ
ii. কম্পিউটার সফটওয়্যার
iii. চলচ্চিত্র, সংগীত, যন্ত্র সংগীত
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৪০. ব্যবসায়ী বা সাধারণ লোক চুরি, ডাকাতি ইত্যাদি দ্বারা ক্ষতিগ্রস্ত হয়। এ ধরনের ক্ষতির বিপরীতে ক্ষতিপূরণ পাওয়ার নিমিত্তে কোন ধরনের বিমা করা হয়?
Ο ক) দুর্ঘটনা বিমা
Ο খ) ক্ষতিপূরণ বিমা
Ο গ) সততা বিমা
Ο ঘ) অপহরণ বিমা
সঠিক উত্তর: (ক)
৪১. ফ্রানসাইজিং চুক্তিতে কয়টি বিষয় অন্তর্ভুক্ত হয়?
Ο ক) পাঁচটি
Ο খ) সাতটি
Ο গ) নয়টি
Ο ঘ) এগারটি
সঠিক উত্তর: (খ)
৪২. মনন ও মেধা দ্বারা সৃষ্ট কাজকে কী বলে?
Ο ক) সৃজনশীলতা
Ο খ) আবিষ্কার
Ο গ) উদ্ভাবন
Ο ঘ) মেধা সম্পদ
সঠিক উত্তর: (ঘ)
৪৩. ট্রেডমার্ক রেজিস্ট্রেশন নবায়ন করা যায় কীভাবে?
Ο ক) পুনঃপুন নবায়নের মাধ্যমে অনির্দিষ্ট কাল পর্যন্ত
Ο খ) ৭ বছরের জন্যে
Ο গ) শুধুমাত্র ১০ বছরের জন্যে
Ο ঘ) ১৭ বছরের জন্যে
সঠিক উত্তর: (ক)
৪৪. নিবন্ধনের প্রমাণস্বরূপ, নিবন্ধক প্রদান করেন-
Ο ক) সদস্য পত্র
Ο খ) চাহিদা পত্র
Ο গ) সরবরাহ পত্র
Ο ঘ) অনুমতি পত্র
সঠিক উত্তর: (ঘ)
৪৫. সাধারণ পরিমিত যৌথমূলধনী কোম্পানি কোনটি?
Ο ক) প্রাইভেট লি. কোম্পানি
Ο খ) পাবলিক লি. কোম্পানি
Ο গ) ঘরোয়া পরিমিত দায়সম্পন্ন কোম্পানি
Ο ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর: (খ)
৪৬. সমবায়র কয়টি কপি নিবন্ধকের নিকট দাখিল করতে হয়?
Ο ক) দুইটি
Ο খ) তিনটি
Ο গ) চারটি
Ο ঘ) পাঁচটি
সঠিক উত্তর: (খ)
৪৭. একজন ব্যবসায়ীর জন্য গুরুত্বপূর্ণ কাজ কোনটি?
Ο ক) প্রমিতকরণ
Ο খ) বিজ্ঞাপন
Ο গ) ঝুঁকি নিরূপণ
Ο ঘ) মোড়কিকরণ
সঠিক উত্তর: (গ)
৪৮. ফ্রানসাইজিং প্রতিষ্ঠান প্রাইভেট লিমিটেড কোম্পানি হলে নিবন্ধনপত্র সংগ্রহ করতে হবে কোথা থেকে?
Ο ক) রেজিস্টার অব জয়েন্ট স্টক কোম্পানির কাছ থেকে
Ο খ) বিভাগীয় কমিশনারের কাছ থেকে
Ο গ) জেলা প্রশাসকের কাছ থেকে
Ο ঘ) সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের কাছ থেকে
সঠিক উত্তর: (ক)
৪৯. যে চুক্তির মাধ্যমে কোনো প্রতিষ্ঠান নির্দিষ্ট প্রিমিয়ামের বিনিময়ে কোনো নির্দিষ্ট ব্যক্তিকে দূর্ঘটনাজনিত ক্ষতির জন্যে নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করে তাকে কী বলে?
Ο ক) সঞ্চয়
Ο খ) বিনিয়োগ
Ο গ) মলধন
Ο ঘ) বিমা
সঠিক উত্তর: (ঘ)
৫০. নিচের কোনটি ফ্রানসাইজিং ব্যবসায়ের উদাহরণ?
Ο ক) ব্যান্ড বকস কোম্পানি
Ο খ) স্কয়ার
Ο গ) আজাদ প্রডাক্টস
Ο ঘ) আশা
সঠিক উত্তর: (ক)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১. কোন প্রতিষ্ঠান উৎপাদিত পণ্যের মান নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় সহযোগিতা করে থাকে?
Ο ক) বিটাক
Ο খ) বিএসটিআই
Ο গ) বিসিক
Ο ঘ) বেসিক
সঠিক উত্তর: (খ)
২. পাবলিক লি. কোম্পানির নিবন্ধন করার জন্য নির্ধারিত ফিসহ নিবন্ধকের নিকট জমা দেওয়া প্রয়োজন-
i. স্মারকলিপির এক কপি
ii. বিবরণপত্রের এক কপি
iii. পরিচালক হিসেবে কাজ করার সম্মতিসূচক পত্র
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) i ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩. উপমহাদেশে কত সালে ট্রেডমার্কস আইন প্রণয়ন করা হয়?
Ο ক) ১৯০০ সালে
Ο খ) ১৯১০ সালে
Ο গ) ১৯৩০ সালে
Ο ঘ) ১৯৪০ সালে
সঠিক উত্তর: (ঘ)
৪. ব্যবসায়িক ঝুঁকি পরিহার বা কমানোর উত্তম উপায় কোনটি?
Ο ক) পেটেন্ট করা
Ο খ) বিমাকরণ
Ο গ) ট্রেডলাইসেন্স
Ο ঘ) প্রতীকীকরণ
সঠিক উত্তর: (খ)
৫. নৌ বিমার বিষয়বস্তুতে বিমাযোগ্য স্বার্থ থাকে-
i. পণ্য প্রেরক বা পণ্যের মালিকের প্রেরিত পণ্যের ওপর
ii. জাহাজের মালিকের জাহাজ এবং ভাড়ার ওপর
iii. বিমাকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানের ওপর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৬. কোনটি ছাড়া কোনো ব্যবসায় হয় না?
Ο ক) ক্ষতি
Ο খ) লাভ
Ο গ) ঝুঁকি
Ο ঘ) বিমা
সঠিক উত্তর: (গ)
৭. বিমাকারী প্রতিষ্ঠান কিসের বিনিময়ে ক্ষতির জন্যে ক্ষতিপূরণ দিয়ে থাকে?
Ο ক) প্রাপ্ত প্রিমিয়ামের বিনিময়ে
Ο খ) ঋণ গ্রহণের বিনিময়ে
Ο গ) কমিশনের বিনিময়ে
Ο ঘ) অগ্রিম গ্রহণের বিনিময়ে
সঠিক উত্তর: (ক)
৮. ট্রেডমার্ক রেজিস্ট্রেশনের মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগে আবেদন করলে কত বছরের জন্যে নবায়ন করা যায়?
Ο ক) সাত বছর
Ο খ) আট বছর
Ο গ) নয় বছর
Ο ঘ) দশ বছর
সঠিক উত্তর: (ঘ)
৯. বিমার কয়টি পক্ষ থাকে?
Ο ক) দুই
Ο খ) তিন
Ο গ) চার
Ο ঘ) পাঁচ
সঠিক উত্তর: (ক)
১০. নিবন্ধন পাওয়ার পর পরই কোন ব্যবসায় সংগঠন কার্য আরম্ভ করতে পারে?
Ο ক) অংশীদারি সংগঠন
Ο খ) কোম্পানি সংগঠন
Ο গ) পাবলিক লিমিটেড কোম্পানি
Ο ঘ) প্রাইভেট লিমিটেড কোম্পানি
সঠিক উত্তর: (ঘ)
১১. ব্যবসায়ের প্রাকৃতিক ঝুঁকি হলো- i. বন্যা ii. চুরি-ডাকাতি iii. অতিবৃষ্টি নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১২. ঝুঁকিগত প্রতিবন্ধকতা দূরীকরণের হাতিয়ার হিসেবে বিমার সামগ্রিক উন্নয়ন বলতে নিচের কোনটি বোঝায়?
Ο ক) ব্যক্তি ও পারিবারিক জীবন বিমার গুরুত্বকে বোঝায়
Ο খ) অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক উন্নয়নে বিমার গুরুত্বকে বোঝায়
Ο গ) শিল্প ও ব্যবসায়-বাণিজ্যের উন্নয়নে বিমার গুরুত্বকে বোঝায়
Ο ঘ) নৌ, অগ্নি ও জীবন বিমার গুরুত্বকে বোঝায়
সঠিক উত্তর: (গ)
১৩. ফ্রানসাইজিং এর অসুবিধা হলো-
i. কঠোর মনিটর
ii. বেশি পরিমাণ বিনিয়োগ
iii. ব্যবসায় সংক্রান্ত পরামর্শ দেয়া
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৪. মি. জামান ভারতে চামড়া রপ্তানির জন্যে ১৫,০০০ টাকা প্রিমিয়ামের মাধ্যমে একটি নৌ বিমা চুক্তি করেন। মি. জামান সমুদ্রপথে কোনো ক্ষয়-ক্ষতি ছাড়াই ভারতে পণ্য প্রেরনে সক্ষম হন। এক্ষেত্র কোনটি ঘটবে?
Ο ক) সুদসহ প্রিমিয়ামের টাকা ফেরত পাবেন
Ο খ) শুধুমাত্র প্রিমিয়ামের টাকা ফেরত পাবেন
Ο গ) কোনো অর্থ ফেরত পাবেন না
Ο ঘ) বিমাকারী নির্দিষ্ট অংশ কেটে রেখে বাকি অর্থ ফেরত দিবে
সঠিক উত্তর: (গ)
১৫. পেটেন্ট ধারণার উৎপত্তি হয়েছে কীসের জন্যে?
Ο ক) প্রকৃত উদ্ভাবক যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়
Ο খ) উদ্ভাবক যাতে অধিক মুনাফা অর্জন করতে পারে
Ο গ) উদ্ভাবক যাতে পণ্য বিক্রয় করতে পারে
Ο ঘ) উদ্ভাবক যাতে প্রতিযোগিতায় টিকে থাকতে পারে
সঠিক উত্তর: (ক)
১৬. বুদ্ধিবৃত্তিক সম্পদ সংরক্ষনের জন্য প্রয়োজন কোনটি?
Ο ক) আইনগত বিধি-বিধান
Ο খ) বিমা
Ο গ) ফ্রাইনসাইজ চুক্তি
Ο ঘ) শিল্পনীতি
সঠিক উত্তর: (ক)
১৭. প্রত্যেক দেশেই বিমার কদর বেড়ে চলেছে।কারণ-
i. দেশের অর্থনৈতিক নিরাপত্তার জন্যে
ii. অর্থনৈতিক উন্নয়নের জন্যে
iii. শিল্প বাণিজ্যের উন্নয়নের জন্যে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১৮. পৌর এলাকার বাইরে একমালিকানা ব্যবসায় গঠন করতে কোথা থেকে ট্রেড লাইসেন্স নিতে হয়?
Ο ক) বিসিক শিল্প নগরী
Ο খ) ইউনিয়ন পরিষদ
Ο গ) জেলা প্রশাসন
Ο ঘ) পৌরসভা
সঠিক উত্তর: (গ)
১৯. ফ্রানসাইজিং-এর মাধ্যমে ব্যবসায় করার সুবিধা হলো-
i. যেকোনো সময়ে অর্থায়নের ব্যবস্থা
ii. কর্মচারীদের প্রশিক্ষণের ব্যবস্থা
iii. ব্রান্ড্রের পণ্য বাজারজাতকরণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২০. মি. রিপন ও মি. শিপন দুই বন্ধু। তারা একটি অংশীদারী কারবার গঠন করতে চায়। নিচের কোন কাজটি করা তাদের জন্য বাধ্যতামূলক নয়?
Ο ক) নিবন্ধন
Ο খ) চুক্তি
Ο গ) মূলধন সংগ্রহ
Ο ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর: (ক)
২১. কোন ধরণের ঝুঁকি এড়াতে নৌবিমা করা হয়?
i. ঝড় ঝঞ্ঝা
ii. দস্যুতা
iii. যুদ্ধবিগ্রহ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২২. বিমার প্রয়োজন হয়-
i. ভবিষ্যৎ অনিশ্চয়তার জন্যে
ii. ব র্ত মানে সচ্ছলচভাবে চলার জন্যে
iii. ভবিষ্যতে সঞ্চয়ের জন্যে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
২৩. সেবার ক্ষেত্রে অন্যের অনুরূপ সেবা থেকে স্বতন্ত্র করার লক্ষ্যে ব্যবহৃত প্রতীককে কী বলে?
Ο ক) ট্রেডমার্ক
Ο খ) কপিরাইট
Ο গ) সার্ভিস মার্ক
Ο ঘ) পেটেন্ট
সঠিক উত্তর: (গ)
২৪. পৌর এলাকায় ব্যবসায় করলে কার নিকট থেকে ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হয়?
Ο ক) জেলা প্রশাসকের নিকট থেকে
Ο খ) থানা নির্বাহী অফিসারের নিকট থেকে
Ο গ) পৌর কমিশনারের নিকট থেকে
Ο ঘ) সংশ্লিষ্ট পৌর কর্তৃপক্ষের নিকট থেকে
সঠিক উত্তর: (ঘ)
২৫. ব্যবসায় প্রতিষ্ঠান পরিচালনার মেয়াদ উল্রেখ করতে হয়-
i. একমালিকানা ব্যবসায়ে
ii. অংশীদারি ব্যবসায়ে
iii. সমবায় ব্যবসায়ে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) ii ও iii
সঠিক উত্তর: (গ)
২৬. কখন অন্যের জীবনের ওপর বিমা করা হয়?
Ο ক) মুনাফার স ম্ভাবনা থাকলে
Ο খ) চূড়ান্ত সদ্বিশ্বাস থাকলে
Ο গ) প্রিমিয়াম পাবার সম্ভাবনা থাকলে
Ο ঘ) বিমাযোগ্য স্বার্থ থাকলে
সঠিক উত্তর: (ঘ)
২৭. বর্তমানে বাংলাদেশে কত সালের আইন চালু রয়েছে?
Ο ক) ২০০৪
Ο খ) ২০০৮
Ο গ) ২০১৩
Ο ঘ) ২০১১
সঠিক উত্তর: (গ)
২৮. কোন জাতীয় মিার শর্তানুসারে নির্দিষ্ট প্রিমিয়ামের পরিবর্তে আশাঙ্কিত দূর্ঘটনাজনিত ক্ষতি সংঘটিত হলে বিমাকারী বিমাগ্রহীতাকে ক্ষতিপূরণ প্রদান করে?
Ο ক) জীবন বিমা
Ο খ) দূর্ঘটনা বিমা
Ο গ) শস্যবিমা
Ο ঘ) বিশ্বস্ততা বিমা
সঠিক উত্তর: (খ)
২৯. নৌ বিমার বিষয়বস্তুতে বিমাযোগ্য স্বার্থ থাকে-
i. পণ্য প্রেরক বা পণ্যের মালিকের প্রেরিত পণ্যের ওপর
ii. জাহাজের মালিকের জাহাজ এবং ভাড়ার ওপর
iii. বিমাকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানের
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩০. নিচের কোনটি মেধাসম্পদ নয়?
Ο ক) পেটেন্ট
Ο খ) ট্রেডমার্ক
Ο গ) কপিরাইট
Ο ঘ) যন্ত্রপাতি
সঠিক উত্তর: (ঘ)
৩১. কার্যারম্ভের অনুমতি পত্র প্রয়োজন হয়-
i. প্রাইভেট লি. কোম্পানির ক্ষেত্রে
ii. পাবলিক লি. কোম্পানির ক্ষেত্রে
iii. সমবায় সমিতির ক্ষেত্রে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) ii ও iii
সঠিক উত্তর: (খ)
৩২. অংশীদারি কারবারের ‘চুক্তিপত্র’ হচ্ছে-
i. মূলভিত্তিস্বরূপ
ii. ঐচ্ছিক ব্যাপার
iii. অলিখিত, লিখিত, বা নিবন্ধিত দলিল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) i ও iii
সঠিক উত্তর: (ক)
৩৩. সর্বাধিক প্রচলিত বিমা কত প্রকার?
Ο ক) পাঁচ প্রকার
Ο খ) তিন প্রকার
Ο গ) দু প্রকার
Ο ঘ) চার প্রকার
সঠিক উত্তর: (ঘ)
৩৪. নিচের কোনটি পাবলিক লিমিটেড কোম্পানির কার্যারম্ভের জন্য আবশ্যক?
Ο ক) স্মারকলিপি
Ο খ) পরিমেল নিয়মাবলি
Ο গ) মূলধন
Ο ঘ) কার্যারম্ভের অনুমতিপত্র
সঠিক উত্তর: (ঘ)
৩৫. কোনটি দ্বারা সৃষ্ট কাজই মেধাসম্পদ?
Ο ক) মনন
Ο খ) মেধা
Ο গ) চিন্তা
Ο ঘ) ক ও খ
সঠিক উত্তর: (ঘ)
৩৬. সেবার ক্ষেত্রে ব্যবহৃত স্বতন্ত্র প্রতীককে কী বলে?
Ο ক) ট্রেডমার্ক
Ο খ) সার্ভিস মার্ক
Ο গ) পণ্য প্রতীক
Ο ঘ) নিবন্ধন
সঠিক উত্তর: (খ)
৩৭. শিক্ষা বা ব্যবসায় উদ্যোক্তার মেধাসম্পদ বলতে কী বোঝায়?
Ο ক) যা উদ্যোক্তার দীর্ঘদিন প্রচেষ্টা চালিয়ে উদ্ভাবন করেছে
Ο খ) যা উদ্যোক্তা অন্যের কাছ থেকে নকল করেছে
Ο গ) যা উদ্যোক্তা স্বল্প সময়ের মধ্যে উদ্ভাবন করেছে
Ο ঘ) যা উদ্যোক্তার সৃজনশীলতা থেকে এসেছে
সঠিক উত্তর: (ক)
৩৮. যে বিমা চুক্তির মাধ্যমে অগ্নিজনিত ক্ষতির জন্য ক্ষতিপূরণ প্রদান করা হয় তাকে কোন বীমা বলে?
Ο ক) জীবন বীমা
Ο খ) দাঙ্গা বিমা
Ο গ) অগ্নি বীমা
Ο ঘ) দায় বিমা
সঠিক উত্তর: (গ)
৩৯. কপিরাইট আইন দ্বারা সংরক্ষিত হয়-
i. গল্প, নাটক, প্রবন্ধ
ii. কম্পিউটার সফটওয়্যার
iii. চলচ্চিত্র, সংগীত, যন্ত্র সংগীত
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৪০. ব্যবসায়ী বা সাধারণ লোক চুরি, ডাকাতি ইত্যাদি দ্বারা ক্ষতিগ্রস্ত হয়। এ ধরনের ক্ষতির বিপরীতে ক্ষতিপূরণ পাওয়ার নিমিত্তে কোন ধরনের বিমা করা হয়?
Ο ক) দুর্ঘটনা বিমা
Ο খ) ক্ষতিপূরণ বিমা
Ο গ) সততা বিমা
Ο ঘ) অপহরণ বিমা
সঠিক উত্তর: (ক)
৪১. ফ্রানসাইজিং চুক্তিতে কয়টি বিষয় অন্তর্ভুক্ত হয়?
Ο ক) পাঁচটি
Ο খ) সাতটি
Ο গ) নয়টি
Ο ঘ) এগারটি
সঠিক উত্তর: (খ)
৪২. মনন ও মেধা দ্বারা সৃষ্ট কাজকে কী বলে?
Ο ক) সৃজনশীলতা
Ο খ) আবিষ্কার
Ο গ) উদ্ভাবন
Ο ঘ) মেধা সম্পদ
সঠিক উত্তর: (ঘ)
৪৩. ট্রেডমার্ক রেজিস্ট্রেশন নবায়ন করা যায় কীভাবে?
Ο ক) পুনঃপুন নবায়নের মাধ্যমে অনির্দিষ্ট কাল পর্যন্ত
Ο খ) ৭ বছরের জন্যে
Ο গ) শুধুমাত্র ১০ বছরের জন্যে
Ο ঘ) ১৭ বছরের জন্যে
সঠিক উত্তর: (ক)
৪৪. নিবন্ধনের প্রমাণস্বরূপ, নিবন্ধক প্রদান করেন-
Ο ক) সদস্য পত্র
Ο খ) চাহিদা পত্র
Ο গ) সরবরাহ পত্র
Ο ঘ) অনুমতি পত্র
সঠিক উত্তর: (ঘ)
৪৫. সাধারণ পরিমিত যৌথমূলধনী কোম্পানি কোনটি?
Ο ক) প্রাইভেট লি. কোম্পানি
Ο খ) পাবলিক লি. কোম্পানি
Ο গ) ঘরোয়া পরিমিত দায়সম্পন্ন কোম্পানি
Ο ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর: (খ)
৪৬. সমবায়র কয়টি কপি নিবন্ধকের নিকট দাখিল করতে হয়?
Ο ক) দুইটি
Ο খ) তিনটি
Ο গ) চারটি
Ο ঘ) পাঁচটি
সঠিক উত্তর: (খ)
৪৭. একজন ব্যবসায়ীর জন্য গুরুত্বপূর্ণ কাজ কোনটি?
Ο ক) প্রমিতকরণ
Ο খ) বিজ্ঞাপন
Ο গ) ঝুঁকি নিরূপণ
Ο ঘ) মোড়কিকরণ
সঠিক উত্তর: (গ)
৪৮. ফ্রানসাইজিং প্রতিষ্ঠান প্রাইভেট লিমিটেড কোম্পানি হলে নিবন্ধনপত্র সংগ্রহ করতে হবে কোথা থেকে?
Ο ক) রেজিস্টার অব জয়েন্ট স্টক কোম্পানির কাছ থেকে
Ο খ) বিভাগীয় কমিশনারের কাছ থেকে
Ο গ) জেলা প্রশাসকের কাছ থেকে
Ο ঘ) সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের কাছ থেকে
সঠিক উত্তর: (ক)
৪৯. যে চুক্তির মাধ্যমে কোনো প্রতিষ্ঠান নির্দিষ্ট প্রিমিয়ামের বিনিময়ে কোনো নির্দিষ্ট ব্যক্তিকে দূর্ঘটনাজনিত ক্ষতির জন্যে নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করে তাকে কী বলে?
Ο ক) সঞ্চয়
Ο খ) বিনিয়োগ
Ο গ) মলধন
Ο ঘ) বিমা
সঠিক উত্তর: (ঘ)
৫০. নিচের কোনটি ফ্রানসাইজিং ব্যবসায়ের উদাহরণ?
Ο ক) ব্যান্ড বকস কোম্পানি
Ο খ) স্কয়ার
Ο গ) আজাদ প্রডাক্টস
Ο ঘ) আশা
সঠিক উত্তর: (ক)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
SSC BEntrep