এস.এস.সি ব্যবসায় উদ্যোগ অধ্যায় - ৪ (১)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি ব্যবসায় উদ্যোগ অধ্যায় - ৪ (১) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com
১. বাংলাদেশ রেলওয়ে কোন মন্ত্রণালয়ের অধীন?
Ο ক) পরিবহন
Ο খ) যোগাযোগ
Ο গ) শিল্প
Ο ঘ) জ্বালানি
সঠিক উত্তর: (খ)

২. ‘ক কোম্পানি লিমিটেড জাপানে গঠিত ও নিবন্ধিত হয়। পরবর্তীতে বাংলাদেশে কার্য পরিচালনার জন্য বাংলাদেশে বিদ্যমান কোম্পানি আইন অনুযায়ী পুণরায় নিবন্ধিত হয়। ‘ক’ কোম্পানি একটি-
Ο ক) বহুজাতিক কোম্পানি
Ο খ) বিদেশি কোম্পানি
Ο গ) আন্তর্জাতিক কোম্পানি
Ο ঘ) যৌথমূলধনী কোম্পানি
সঠিক উত্তর: (ঘ)

৩. কোনটি যৌথমূলধনী কোম্পানির ক্ষেত্রে প্রযোজ্য?
i. ব্যবসায় একটি স্বেচ্ছাসেবক প্রতিষ্ঠান
ii. কোম্পানির মালিকানা থেকে ব্যবস্থাপনা সম্পূর্ণ আলাদা
iii. কোম্পানি ব্যবসায়ের সদস্যগণের দায় সীমিত
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৪. কোনটি এক মালিকানা ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্র?
Ο ক) রেষ্টুরেন্ট
Ο খ) পাঁচ তারকা হোটেল
Ο গ) কয়লা উত্তোলন
Ο ঘ) ইস্পাত তৈরি
সঠিক উত্তর: (ক)

৫. রাষ্ট্রীয় ব্যবসায়ের প্রধান উদ্দেশ্য কী?
Ο ক) জনসেবা
Ο খ) জনকল্যাণ
Ο গ) মূলধন গঠন
Ο ঘ) ক ও খ
সঠিক উত্তর: (ঘ)

৬. শহরে বা পৌরসভা এলাকায় ব্যবসায় করতে হলে উদ্যোক্তাকে কী সংগ্রহ করতে হয়?
Ο ক) নিবন্ধনপত্র
Ο খ) ট্রেড লাইসেন্স
Ο গ) প্রত্যয়নপত্র
Ο ঘ) অনুমতি পত্র
সঠিক উত্তর: (খ)

৭. একমালিকানা ব্যবসায়ের যেকোনো বিষয় সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ ত্বরান্বিত হয় কেন?
Ο ক) মূলধনের পরিমাণ কম
Ο খ) কারবারের গন্ডি খুব ক্ষুদ্র
Ο গ) প্রত্যক্ষ নিয়ন্ত্রণ
Ο ঘ) মালিকের সিদ্ধান্তই চূড়ান্ত
সঠিক উত্তর: (ঘ)

৮. কার্যারম্ভের অনুমতিপত্র সংগ্রহ করে কোন কোম্পানি?
Ο ক) প্রাইভেট লি. কোম্পানি
Ο খ) পাবলিক লি. কোম্পানি
Ο গ) বিদেশি কোম্পানি
Ο ঘ) দেশি কোম্পানি
সঠিক উত্তর: (খ)

৯. কোম্পানি নিবন্ধনের জন্য বেশি প্রয়োজন-
Ο ক) কোম্পানির বিবরণপত্র
Ο খ) কোম্পানির স্মারকলিপি/সংঘস্মারক
Ο গ) কোম্পানির সংঘ-বিধি
Ο ঘ) কোম্পানির ঋণপত্র
সঠিক উত্তর: (খ)

১০. আইনের চোখে কোন ব্যবসায়ের পৃথক কোন সত্ত্বা নেই?
Ο ক) একমালিকানা ব্যবসায়
Ο খ) অংশীদারি ব্যবসায়
Ο গ) সমবায় ব্যবসায়
Ο ঘ) রাষ্ট্রীয় ব্যবসায়
সঠিক উত্তর: (ক)

১১. নামমাত্র অংশীদার কোন ব্যক্তি?
Ο ক) যে ব্যবসায় নাম মাত্র মূলধন বিনিয়োগ করে
Ο খ) যে ব্যবস্থাপনা ও পরিচালনায় অংশগ্রহণ করে কিন্তু বিনিয়োগ করে না
Ο গ) যে অংশীদার ফার্মে ব্যক্তির নামের সুনাম ব্যভার করতে দেয়
Ο ঘ) যে পূর্বে ব্যবসায়ের সাথে যুক্ত ছিলেন
সঠিক উত্তর: (গ)

১২. কোন প্রতিষ্ঠানে মালিকানা থেকে নিয়ন্ত্রণ পৃথক?
Ο ক) একমালিকানা কারবার
Ο খ) যৌথমূলধনী কারবার
Ο গ) সমবায় সমিতি
Ο ঘ) খ ও গ
সঠিক উত্তর: (ঘ)

১৩. আইনসৃষ্ট প্রতিষ্ঠান কোনটি?
Ο ক) অংশীদারি ব্যবসায়
Ο খ) কোম্পানি সংগঠন
Ο গ) সমবায় সংগঠন
Ο ঘ) একক মালিকানা
সঠিক উত্তর: (খ)

১৪. সমবায় সমিতির মূলনীতি কয়টি?
Ο ক) ৮টি
Ο খ) ৭টি
Ο গ) ৬টি
Ο ঘ) ৫টি
সঠিক উত্তর: (ঘ)

১৫. ‘জীবন বীমা কর্পোরেশন’ কোন মন্ত্রণালয়ের অধীন?
Ο ক) সমাজকল্যাণ
Ο খ) তথ্য
Ο গ) বীমা
Ο ঘ) অর্থ
সঠিক উত্তর: (ঘ)

১৬. একমালিকানা ব্যবসায়ের সবচেয়ে উপযুক্ত ক্ষেত্রগুলো হলো-
i. স্থানীয় চাহিদার পণ্য
ii. দ্রুত পরিবর্তনশীল চাহিদার পণ্য
iii. পচনশীল পণ্যের ব্যবসায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১৭. ২৯৭২ সালে ১৬ ডিসেম্বর স্বাধীনতা লাভের পর কী উদ্দেশ্যে ব্যক্তি মালিকানাধীন শিল্প প্রতিষ্ঠান, বাণিজ্যিক, আর্খিক ও বিমা প্রতিষ্ঠানকে জাতীয়করণ করে?
i. সুসম ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে
ii. সকল প্রতিষ্ঠানের জবাবদিহিতা নিশ্চিত করতে
iii. জনকল্যাণ নিশ্চিত করতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii
Ο গ) i ও iii
Ο ঘ) ii ও iii
সঠিক উত্তর: (গ)

১৮. বাংলাদেশ ব্যাংক কোন মন্ত্রণালয়ের অধীন?
Ο ক) শিল্প
Ο খ) অর্থ
Ο গ) বাণিজ্য
Ο ঘ) তথ্য
সঠিক উত্তর: (খ)

১৯. কোন ব্যবসায় নিজস্ব নামে পরিচালিত হতে পারে না?
Ο ক) অংশীদারি ব্যবসায়
Ο খ) প্রাইভেট লি. কোম্পানি
Ο গ) পাবলিক লি. কোম্পানি
Ο ঘ) রাষ্ট্রীয় কারবার
সঠিক উত্তর: (ক)

২০. কোনটি নামমাত্র অংশীদারের বৈশিষ্ট্য?
i. অংশীদারগণ ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করে না
ii. অংশীদারদের দায় সাধারণ অংশীদারদের মতো অসীম নয়
iii. অংশীদারদের ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করে না
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

২১. তারেক কোনো প্রকার অংশীদার না হয়েও নিজেকে সান হোটেলের একজন অংশীদার বলে পরিচয় দেয়। তারেক কে কোন ধরনের অংশীদার বলা যায়?
Ο ক) আপাতদৃষ্টিতে অংশীদার
Ο খ) সীমাবদ্ধ অংশীদার
Ο গ) আচরণে অনুমিত অংশীদার
Ο ঘ) প্রতিবন্ধ অংশীদার
সঠিক উত্তর: (গ)

২২. কোনো অংশীদারের মস্তিষ্ক বিকৃতি ঘটলে অংশীদারি ব্যবসায়ের বিলোপসাধন হতে পারে- এটি অংশীদারি আইনের কত ধারায় বলা হয়েছে?
Ο ক) ৪১
Ο খ) ৪২
Ο গ) ৪৩
Ο ঘ) ৪৪
সঠিক উত্তর: (ঘ)

২৩. আমদের দেশে অধিকাংশ ব্যবসায় প্রতিষ্ঠানই একমালিকানা ব্যবসায়ের ভিত্তিতে গড়ে উঠেছে। এর পিছনে কারণ হলো-
i. এটি জীবিকা অর্জনের সহজ উপায়
ii. স্বল্প পুজিঁতে এরূপ ব্যবসায় গড়ে তোলা যায়
iii. দ্রুত বড়লোক হওয়ার সহজ উপায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

২৪. যে অংশীদার ব্যবসায়ে মূলধন বিনিয়োগ না করে শুধু শ্রম ও মেধা বিনিয়োগ করে তাকে কী বলে?
Ο ক) ঘুমন্ত পার্টনার
Ο খ) নামমাত্র অংশীদার
Ο গ) সাধারণ অংশীদার
Ο ঘ) কর্মী অংশীদার
সঠিক উত্তর: (ঘ)

২৫. সমিতির আবেদনক্রমে কে ইচ্ছা করলে প্রতিষ্ঠান পরিচালনার জন্য সরকারি কর্মচারী নিয়োগ দিতে পারেন?
Ο ক) সরকার
Ο খ) আদালত
Ο গ) ব্যবস্থাপনা কমিটি
Ο ঘ) নিবন্ধক
সঠিক উত্তর: (ঘ)

২৬. ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিবিএ পড়ুয়া ১৭ জন ছাত্র চুক্তিবদ্ধ হয়ে আজিজ সুপার মার্কেটে একটি টি শার্টের দোকান দিল। ছাত্রদের সংগঠনটি কী প্রকৃতির?
Ο ক) ব্যাংকিং অংশীদারি সংগঠন
Ο খ) সাধারণ অংশীদারি সংগঠন
Ο গ) যোথ মূলধনী কোম্পানী
Ο ঘ) সমবায় সমিতি
সঠিক উত্তর: (খ)

২৭. সমবায় সমিতির ক্ষেত্রে কোন উক্তিটি সত্য নয়?
Ο ক) এটি একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান
Ο খ) এর শেয়ার নির্বিঘ্নে হস্তান্তর করা যায় না
Ο গ) কোনো সদস্য মূলধনের এক পঞ্চমাংশের বেশি মালিক হতে পারে না
Ο ঘ) এর উদ্দেশ্য মুনাফা সর্বোচ্চকরণ করা
সঠিক উত্তর: (ঘ)

২৮. অংশীদারি ব্যবসায়ের সফলতা কীসের ওপর নির্ভর করে?
Ο ক) মূলধনের ওপর
Ο খ) শিক্ষাগত যোগ্যতার ওপর
Ο গ) পারস্পরিক আস্থা ও বিশ্বাসের ওপর
Ο ঘ) সুনামের ওপর
সঠিক উত্তর: (গ)

২৯. স্বাধীনতার পর থেকে সমবায় সংগঠনের অবদান হলো-
i. জাতীয় উন্নয়ন
ii. স্বকর্মসংস্থান
iii. পুঁজিবাদ রক্ষা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

৩০. মজিদ ও সাজিদ একটি অংশীদারি প্রতিষ্ঠান গঠন করতে চায়। তারা সাফল্য লাভ করবে যদি-
i. লিখিত চুক্তিতে আবদ্ধ হয়
ii. যদি প্রতিষ্ঠান নিবন্ধিত হয়
iii. ঝগড়া বিবাদ এড়ানোর জন্য লিখিত অঙ্গীকার করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

৩১. অংশীদারি ব্যবসায় চুক্তিপত্রের বিষয়বস্ত কয়টি?
Ο ক) ৮টি
Ο খ) ১২টি
Ο গ) ১৪টি
Ο ঘ) ১৭টি
সঠিক উত্তর: (ঘ)

৩২. কৃত্রিম ব্যক্তিসত্তা হওয়ার কারণে কোম্পানি যেসব সুবিধা ভোগ করে থাকে সেগুলো হলো-
i. সিল ব্যবহার করতে হবে
ii. অন্যের সাথে চুক্তি ও লেনদেন করতে পারে
iii. প্রয়োজনে মামলা করতে পারে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৩৩. দুই বা ততোধিক ব্যক্তি চুক্তিবদ্ধ সম্পর্কের মাধ্যমে যে ব্যবসায় গঠন করে তাকে কী বলে?
Ο ক) একমালিকানা ব্যবসায়
Ο খ) সমবায় সমিতি
Ο গ) কোম্পানি সংগঠন
Ο ঘ) অংশীদারি ব্যবসায়
সঠিক উত্তর: (ঘ)

৩৪. ঝুমু, নিপা ও নদী রং নামক একটি ব্যবসায় প্রতিষ্ঠান পরিচালনা করছে। বর্তমানে ঝুমু ঋণগ্রস্থ এবং আদালত কর্তৃক দেউলিয়া ঘোষিত হয়েছেন। এক্ষেত্রে ব্যবসায় প্রতিষ্ঠানটি কোন ধরনের বিলোপসাধন হবে?
Ο ক) বাধ্যতামূলক
Ο খ) বিশেষ ঘটনা সাপেক্ষে
Ο গ) আদালত কর্তৃক
Ο ঘ) বিজ্ঞপ্তি দ্বারা
সঠিক উত্তর: (খ)

৩৫. কোন কোম্পানি পরিচালনার জন্য কম পক্ষে ২ জন পরিচালক থাকতে হবে?
Ο ক) একমালিকানা
Ο খ) অংশীদারি
Ο গ) প্রাইভেট লিমিটেড
Ο ঘ) পাবলিক লিমিটেড
সঠিক উত্তর: (খ)

৩৬. প্রকৃত পক্ষে অংশীদারি ব্যবসায়ের পাওনাদার হল-
i. ঘুমন্ত অংশীদার
ii. আপাত দৃষ্টিতে অংশীদার
iii. সীমিত অংশীদার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) ii ও iii
সঠিক উত্তর: (খ)

৩৭. মূলত অংশীদারি ব্যবসায় উদ্ভব হয়-
Ο ক) যৌথভাবে ব্যবসায় করার উদ্দেশ্যে
Ο খ) একমালিকানা ব্যবসায়ের অসুবিধা দূর করতে
Ο গ) বৃহৎ ব্যবসায় করার উদ্দেশ্যে
Ο ঘ) সমবায়ের অসুবিধা দূর করতে
সঠিক উত্তর: (খ)

৩৮. বাংলাদেশ ব্যাংকে কোথায় অবস্থিত?
Ο ক) মতিঝিল
Ο খ) লালবাগ
Ο গ) মগবাজার
Ο ঘ) উত্তরা
সঠিক উত্তর: (ক)

৩৯. সমবায় সমিতির পরিশোধিত শেয়ার মূলধনের ক্ষেত্রে উপযুক্ত তথ্য হলো-
i. ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটির ক্ষেত্রে কমপক্ষে এক কোটি টাকা
ii. জাতীয় সমবায় সমিতির ক্ষেত্রে কমপক্ষে এক লক্ষ টাকা
iii. স্বেচ্ছায় গঠিত প্রাথমিক সমবায় সমিতির ক্ষেত্রে কমপক্ষে বিশ হাজার টাকা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

৪০. কোনটি একমালিকানা ব্যবসায়ের জন্য বিশেষ উপযোগী?
Ο ক) শিল্প
Ο খ) কারখানা
Ο গ) আর্থিক প্রতিষ্ঠান
Ο ঘ) মুদি দোকান
সঠিক উত্তর: (ঘ)

৪১. একমালিকানা ব্যবসায় এর যেকোনো বিষয় সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ ত্বরান্বিত হয়, কারণ কী?
Ο ক) মূলধনের পরিমাণ কম
Ο খ) কারবারের গন্ডি খুব ক্ষুদ্র
Ο গ) প্রত্যক্ষ নিয়ন্ত্রণ
Ο ঘ) মালিকের সিদ্ধান্তিই চূড়ান্ত
সঠিক উত্তর: (ঘ)

৪২. অংশীদারি ব্যবসায়ে কখন আস্থা সংগঠন দেখা দেয়?
Ο ক) সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব হলে
Ο খ) চুক্তি লিখিত না হলে
Ο গ) মুনাফা কম হলে
Ο ঘ) পারস্পরিক বিশ্বযোগ্যতা হারালে
সঠিক উত্তর: (ঘ)

৪৩. কোন দেশের প্রায় ৮০% ব্যবসায় একমালিকানাভিত্তিক?
i. ইউরোপ
ii. মধ্যপ্রাচ্য
iii. আমেরিকা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)

৪৪. সমবায় সমিতির অন্যতম বৈশিষ্ট্য হল-
i. একটি সাধারণ সিলমোহর আকারে
ii. সদস্যদের দায় অসীম
iii. সমিতির নামে যেকেউ মামলা করতে পারবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

৪৫. কোন ধরনের সমবায় সমিতির নামের শেষে লিমিটেড যুক্ত হয়?
Ο ক) বীমা সমবায় সমিতি
Ο খ) সসীমদায় সমবায় সমিতি
Ο গ) বহুমুখী সমবায় সমিতি
Ο ঘ) অসীমদায় সমবায় সমিতি
সঠিক উত্তর: (খ)

৪৬. ‘অংশীদারি সম্পর্ক সৃষ্টি হয় চুক্তি থেকে, মর্যাদা থেকে নয়’- এটি বলা হয়েছে-
Ο ক) ১৯৯৪ সালের কোম্পানি আইনে
Ο খ) ১৯৩২ সালের অংশীদারি আইনে
Ο গ) ১৯৫৭ সালের অংশীদারি নিবন্ধন আইনে
Ο ঘ) ২০০৫ সালের কোম্পানি নিবন্ধন আইনে
সঠিক উত্তর: (খ)

৪৭. কোনটি সবচেয়ে কম ঝুঁকিপূর্ণ ব্যবসায় সংগঠন?
Ο ক) চায়ের দোকান
Ο খ) জুয়েলারি দোকান
Ο গ) কাপড়ের দোকান
Ο ঘ) ঔষধের দোকান
সঠিক উত্তর: (ঘ)

৪৮. কোন ক্ষেত্রে একমালিকানা ব্যবসায় উপযোগী?
Ο ক) ক্ষুদ্রায়তনের সংগঠন
Ο খ) স্বল্প পুঁজির ব্যবসায়
Ο গ) কম ঝুঁকির ব্যবসায়
Ο ঘ) সকল ক্ষেত্রে
সঠিক উত্তর: (ঘ)

৪৯. সাধারণ অংশীদারি ব্যবসায়ে সর্বোচ্চ সদস্য সংখ্যা হতে পারে কত জন?
Ο ক) ১০ জন
Ο খ) ২০ জন
Ο গ) ৩০ জন
Ο ঘ) ৪০ জন
সঠিক উত্তর: (খ)

৫০. কোনটি একমালিকানা ব্যবসায় বেশি উপযুক্ত?
i. চিত্রকর্মের দোকান
ii. ছবি তোলার দোকান
iii. মিষ্টির দোকান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd

বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post