এস.এস.সি ব্যবসায় উদ্যোগ অধ্যায় - ৩ (১)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি ব্যবসায় উদ্যোগ অধ্যায় - ৩ (১) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com
১. কোনটির সাথে আত্মকর্মসংস্থানের নিবিড় সম্পর্ক রয়েছে?
Ο ক) মূলধন
Ο খ) অভিজ্ঞতা
Ο গ) ব্যবসায় উদ্যোগ
Ο ঘ) সুনাম
সঠিক উত্তর: (গ)

২. কোনটি সেরিকালচার?
Ο ক) মৌমাছি চাষ
Ο খ) রেশম চাষ
Ο গ) মৎস চাষ
Ο ঘ) নার্সারি
সঠিক উত্তর: (খ)

৩. ব্যবসায়ের স্থান নির্ধারণের ক্ষেত্রে লক্ষ রাখা প্রয়োজন-
i. কাঁচামালের সহজলভ্যতার দিকে
ii. বাজারজাতকরণের সুবিধার দিকে
iii. অবকাঠামোগত সুবিধার দিকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

৪. আত্মকর্মসংস্থান বর্তমানে আমাদের দেশে ব্যাপকভাবে বিস্তৃতি লাভ করছে। এর অন্যতম কারণ-
i. চাকরির ব্যবস্থা করতে না পারা
ii. আত্মমর্যাদা ও প্রভাব বৃদ্ধির জন্যে
iii. স্বল্প সময়ে অধিক অর্থ প্রাপ্তির সম্ভাবনা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

৫. মহিলাদের জন্য উন্নয় কর্মসূচি গ্রহণ কোন ধরণের প্রশিক্ষনের ব্যবস্থা করে?
Ο ক) সমাজকল্যাণ
Ο খ) মহিলা বিষয়ক
Ο গ) শিল্প
Ο ঘ) বাণিজ্য
সঠিক উত্তর: (খ)

৬. প্রশিক্ষণ কর্মীদের যন্ত্রপাতি ব্যবহারের ক্ষেত্রে কোনটি এড়াতে সাহায্য করে?
Ο ক) সম্পর্কহীনতা
Ο খ) দূর্ঘটনা
Ο গ) শ্রমিক অসন্তোষ
Ο ঘ) ষড়যন্ত্র
সঠিক উত্তর: (খ)

৭. নট্রামস কোন মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত?
Ο ক) শিক্ষা মন্ত্রণালয়
Ο খ) সংস্কৃতি মন্ত্রণালয়
Ο গ) প্রযুক্তি মন্ত্রণালয়
Ο ঘ) ধর্ম মন্ত্রণালয়
সঠিক উত্তর: (ক)

৮. বেকার সমস্যা একটি-
Ο ক) জাতীয় সমস্যা
Ο খ) ব্যক্তিগত সমস্যা
Ο গ) পারিবারিক সমস্যা
Ο ঘ) প্রাতিষ্ঠানিক সমস্যা
সঠিক উত্তর: (ক)

৯. ব্যবসায় পরিচালনার জন্য আনুষঙ্গিক কোন সুযোগ সুবিধা প্রয়োজন?
i. বিদ্যুৎ
ii. গ্যাস
iii. যাতায়াত ব্যবস্থা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১০. কোনটি ব্যবসায় উদ্যোগের অনুকুল পরিবেশ সৃষ্টি করে?
i. অর্থনৈতিক স্থিতিশীলতা
ii. রাজনৈতিক স্থিতিশীলতা
iii. সামাজিক স্থিতিশীলতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১১. মি. ইয়াজ এম.এ. পাস করার পর চাকরি না পেয়ে হতাশায় ভোগার পর তার এক বন্ধুর পরামর্ মৎস্য চাষ করে আত্মনির্ভরশীলতা অর্জন করেছেন। এখানে কোনটির গুরুত্ব বোঝানা হয়েছে?
Ο ক) শিক্ষার
Ο খ) আত্মকর্মসংস্থানের
Ο গ) ব্যবসার
Ο ঘ) চাকরির
সঠিক উত্তর: (খ)

১২. তরুন সমাজকে আত্মকর্সংস্থানে উদ্বুদ্ধ করার জন্য কোন কাজটি প্রয়োজন?
Ο ক) চাকরি বৃদ্ধি করা
Ο খ) যুব উন্নয় ব্যাংক প্রতিষ্ঠা
Ο গ) অর্র যোগান বৃদ্ধি করা
Ο ঘ) পণ্যের চাহিদা বৃদ্ধি করা
সঠিক উত্তর: (খ)

১৩. ব্যবসায় একবার ব্যর্থ হলে করণীয় কী?
i. ব্যর্থতার কারণগুলো বিশ্লেষণ
ii. ব্যর্থতা থেকে শিক্ষা নিয়েনতুন উদ্যমে কাজ শুরু করা
iii. প্রকল্প পরিবর্তন করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

১৪. একটি প্রতিষ্ঠানে কর্মী নিয়োগ বিবেচনা করে-
i. উপযুক্ত শিক্ষাপ্রাপ্ত কর্মী
ii. অভিজ্ঞতাসম্পন্ন কর্মী
iii. প্রশিক্ষণপ্রাপ্ত কর্মী
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১৫. যুব প্রশিক্ষণ কেন্দ্র কোন মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়?
Ο ক) মহিলা বিষয়ক
Ο খ) স্বাস্থ্য
Ο গ) যুব ও ক্রীড়া
Ο ঘ) শিক্ষা
সঠিক উত্তর: (গ)

১৬. বাংলাদেশে প্রকট বেকার সমস্যার সমাধানে পরামর্শ হচ্ছে-
i. বেকারদের সংখ্যা অনুযায়ী সরকারি চাকরির পদ বৃদ্ধি
ii. বেসরকারি প্রতিষ্ঠানকে অতিরিক্ত জনবল নিয়োগে বাধ্য করা
iii. প্রশিক্ষণ গ্রহণপূর্বক ব্যবসায়/আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধ করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও ii
সঠিক উত্তর: (গ)

১৭. বেকার সমস্যা একটি- সমস্যা?
Ο ক) ব্যক্তিগত
Ο খ) পারিবারিক
Ο গ) প্রতিষ্ঠানিক
Ο ঘ) জাতীয়
সঠিক উত্তর: (ঘ)

১৮. জীবিকার্জনের বিভিন্ন পেশার মধ্যে কোনটি জনপ্রিয় পেশা?
Ο ক) চাকরি
Ο খ) ব্যবসায়
Ο গ) শিল্প
Ο ঘ) আত্মকর্মসংস্থান
সঠিক উত্তর: (ঘ)

১৯. বাংলাদেশ ইন্সটিটিউট অব ম্যানেজমেন্ট যেসব কার্যাবলি পালন করে সেগুলো হলো-
i. ক্ষুদ্র শিল্প স্থাপন প্রক্রিয়া
ii. নতুন শিল্প প্রতিষ্ঠাকরণ
iii. মহিলা উদ্যোক্তা উন্নয়ন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

২০. প্রশিক্ষণের ফলে কর্মীদের কী বৃদ্ধি পায়?
Ο ক) সামাজিক বল
Ο খ) নৈতিক বল
Ο গ) ধর্মীয় অনুভূতি
Ο ঘ) রাজনৈতিক বল
সঠিক উত্তর: (খ)

২১. উন্নয়শীল দেশে সরকারি চাকরির জনপ্রিয়তার জন্য গুরুত্বপূর্ণ নয় কোনটি?
Ο ক) নিয়মিত আয়
Ο খ) নিশ্চয়তা
Ο গ) বেশি আয়
Ο ঘ) পদোন্নতির সম্ভাবনা
সঠিক উত্তর: (গ)

২২. মি. শফিক টি.ভি মেরামতকারী প্রতিষ্ঠানে চাকরি করেন। চাকরিতে বেতন কম বিধায় তিনি নিজেই একটি টি.ভি মেরামতের দোকান স্থাপন করেন। মি. শফিকের বর্তমান পেশাটি কোন ধরণের?
Ο ক) চাকরি
Ο খ) আত্মকর্মসংস্থান
Ο গ) ব্যবসায়
Ο ঘ) শিল্প
সঠিক উত্তর: (খ)

২৩. নতুন কর্মীকে দক্ষতা বৃদ্ধির জন্য কোনটি প্রয়োজন?
Ο ক) দক্ষতা
Ο খ) অভিজ্ঞতা
Ο গ) প্রশিক্ষণ
Ο ঘ) শিক্ষা
সঠিক উত্তর: (গ)

২৪. আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধকরণে করণীয় হল-
Ο ক) প্রশিক্ষণ ও ঋণদান
Ο খ) চাকরির গুরুত্ব তুলে ধরা
Ο গ) ব্যবসায় গুরুত্ব তুলে ধরা
Ο ঘ) শিল্পপতির গল্প শুনানো
সঠিক উত্তর: (ক)

২৫. ব্যবসায়ের স্থান নির্বাচনের ক্ষেত্রে কোন বিষয়ের প্রতি লক্ষ রাখা প্রয়োজন?
i. কাঁচামালের সহজলভ্যতা
ii. বাজারজাতকরণের সুবিধা
iii. অবকাঠামোগত সুবিধা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

২৬. নিচের কোনটি আত্মকর্মসংস্থানের উপযুক্ত ক্ষেত্র?
Ο ক) হস্তচালিত তাঁত
Ο খ) সার
Ο গ) সিমেন্ট
Ο ঘ) চা
সঠিক উত্তর: (ক)

২৭. আমাদের দেশে মজুরি কম কেন?
Ο ক) জনসংখ্যা বেশি
Ο খ) অদক্ষ শ্রমিক
Ο গ) শ্রম সস্তা
Ο ঘ) জীবনযাত্রা সহজ
সঠিক উত্তর: (ক)

২৮. বাংলাদেশে গত দু দশকে চাহিদার তুলনায় কর্মসংস্থানের তেমন সুযোগ হয়নি কেন?
Ο ক) অর্থনৈতিক অনগ্রসরতার কারণে
Ο খ) চাকরির প্রতি অনীহা
Ο গ) ব্যবসায় বাণিজ্যের সমৃদ্ধি
Ο ঘ) কৃষিক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন
সঠিক উত্তর: (ক)

২৯. কোন প্রতিষ্ঠান হাঁস-মুরগির খামার তৈরির প্রশিক্ষণ দিয়ে থাকে?
Ο ক) যুব প্রশিক্ষণ কেন্দ্র
Ο খ) বাংলাদেশ পল্লি উন্নয়ন বোর্ড
Ο গ) মহিলা বিষয়ক মন্ত্রণালয়
Ο ঘ) গ্রামীণ মহিলাদের কর্মসংস্থান প্রকল্প
সঠিক উত্তর: (খ)

৩০. আত্মকর্মসংস্থানের ক্ষেত্র নির্ধারণে নির্দিষ্ট প্রশ্নের উত্তর খোঁজার মাধ্যমে কোনটি নির্ধারণের পথ খুঁজে পাওয়া যাবে?
Ο ক) সঠিক লক্ষ্য
Ο খ) মুলধন
Ο গ) পণ্য
Ο ঘ) ঝুঁকি
সঠিক উত্তর: (ক)

৩১. বলতে গেলে একটি দেশের কর্কক্ষম জনসংখ্যার কত ভাগ আত্মকর্মসংস্থানে নিযোজিত?
Ο ক) শতকরা ৬০ ভাগ
Ο খ) শতকরা ৪০ ভাগ
Ο গ) সিংহ ভাগ
Ο ঘ) শতকরা ৫০ ভাগ
সঠিক উত্তর: (গ)

৩২. কর্মীদের নৈতিক বল বৃদ্ধি পায় কোনটির মাধ্যমে?
Ο ক) প্রশিক্ষণ
Ο খ) শিক্ষা
Ο গ) অভিজ্ঞতা
Ο ঘ) দক্ষতা
সঠিক উত্তর: (ক)

৩৩. আত্মকর্মসংস্থানের ক্ষেত্র কোনটি?
Ο ক) সবজি চাষ
Ο খ) বাড়ি নির্মাণ
Ο গ) চাকরি
Ο ঘ) কোম্পানি গঠন
সঠিক উত্তর: (ক)

৩৪. কোন প্রতিষ্ঠান আত্মকর্মসংস্থানের জন্য বৃত্তিমূলক প্রশিক্ষণ দিয়ে থাকে?
Ο ক) যুব প্রশিক্ষণ কেন্দ্র
Ο খ) বাংলাদেশ পল্লি উন্নয়ন বোর্ড
Ο গ) মহিলা বিষয়ক মন্ত্রণালয়
Ο ঘ) বাংলাদেশ ব্যবস্থাপনা ইনস্টিটিউট
সঠিক উত্তর: (খ)

৩৫. কী নির্বাচনের পূর্বে পণ্যের চাহিদা ও গ্রহণযোগ্যতা নিরূপণ করতে হয়?
Ο ক) বাজার
Ο খ) শ্রমিক
Ο গ) পণ্য
Ο ঘ) যোগান
সঠিক উত্তর: (খ)

৩৬. কোন মন্ত্রণালয় মহিলাদের জন্য উন্নয়ন কর্মসূচি গ্রহণ করে থাকে?
Ο ক) মহিলা বিষয়ক মন্ত্রণালয়
Ο খ) যুব মন্ত্রণালয়
Ο গ) অর্থ মন্ত্রণালয়
Ο ঘ) বাণিজ্য মন্ত্রণালয়
সঠিক উত্তর: (ক)

৩৭. নট্রামস থেকে প্রশিক্ষণপ্রাপ্ত মি. তুহিনের কর্মক্ষেত্র হিসেবে কোনটি উপযুক্ত?
Ο ক) কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র
Ο খ) মৎস্য খামার
Ο গ) ফটোকপিয়ারের দোকান
Ο ঘ) নার্সারি বাগান
সঠিক উত্তর: (ক)

৩৮. কোনো বিশেষ কাজ যথার্থভাবে সম্পাদন করার স্বার্থে কোনটি প্রয়োজন?
Ο ক) প্রশিক্ষণ
Ο খ) অভিজ্ঞতা
Ο গ) শিক্ষাগত যোগ্যতা
Ο ঘ) আত্মবিশ্বাস
সঠিক উত্তর: (ক)

৩৯. আত্মকর্মসংস্থানের মানসিকতা যুবসমাজকে-
i. দেশপ্রেমে উদ্বুদ্ধ করে
ii. স্বেচ্ছামূলক কাজে উৎসাহিত করে
iii. সামাজিক উন্নয়নে উৎসাহিত করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৪০. বাংলাদেশের মত উন্নয়নশীল দেশের অর্থনীতিতে কোন উক্তিটি সত্য বলে প্রতীয়মান হয়?
Ο ক) ৫০ ভাগ লোক গ্রামে বাস করে
Ο খ) বাড়তি বেকার সমস্যা
Ο গ) শিল্পখাতের অবদান সবচেয়ে বেশি
Ο ঘ) কৃষিখাতের অবদান সবচেয়ে কম
সঠিক উত্তর: (খ)

৪১. হাজিফুর রহমান কত সালে জাহাজে কাজ শুরু করেন?
Ο ক) ১৯৮০ সালে
Ο খ) ১৯৮৭ সালে
Ο গ) ১৯৯০ সালে
Ο ঘ) ২০০০ সালে
সঠিক উত্তর: (ঘ)

৪২. বাংলাদেশ কোন ধরণের দেশ?
Ο ক) উন্নত
Ο খ) অনুন্নত
Ο গ) উন্নয়নশীল
Ο ঘ) স্বল্প উন্নত
সঠিক উত্তর: (গ)

৪৩. লন্ড্রী, মেরামত ও খাবারের দোকান কী ধরনের পেশার নির্দেশক?
Ο ক) বেসরকারি চাকরি
Ο খ) আত্মকর্মসংস্থান
Ο গ) সরকারি চাকরি
Ο ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর: (খ)

৪৪. সানজিদা ইসলাম কোন জেলার অধিবাসী?
Ο ক) ঢাকা
Ο খ) নোয়াখালী
Ο গ) লক্ষীপুর
Ο ঘ) ভোলা
সঠিক উত্তর: (খ)

৪৫. আত্মকর্মসংস্থানের লক্ষ্য নির্ধারণে কয়টি প্রশ্নের উত্তর খুঁজে বের করা প্রয়োজন?
Ο ক) ৭টি
Ο খ) ৮টি
Ο গ) ৯টি
Ο ঘ) ১০টি
সঠিক উত্তর: (ঘ)

৪৬. কোনটির মাধ্যমে পণ্যের সঠিক চাহিদা নিরূপণ করা যায়?
Ο ক) পত্রিকা
Ο খ) বাজার জরিপ
Ο গ) অনলাইন
Ο ঘ) পরিচালকদের মতামত
সঠিক উত্তর: (খ)

৪৭. আত্মকর্মসংস্থানের সফলতা ও ব্যর্থতা অনেকাংশে নির্ভর করে কীসের ওপর?
Ο ক) উপযুক্ত ক্ষেত্র নির্বাচনের
Ο খ) অধিক বিনিয়োগের
Ο গ) কম পরিশ্রম
Ο ঘ) অদক্ষ কর্মী নিয়োগ
সঠিক উত্তর: (ক)

৪৮. কোন ব্যবসায়ে ব্যর্থ হওয়ার প্রধান কারণ কী?
Ο ক) পূর্ব অভিজ্ঞতা ও অর্থের অভাব
Ο খ) ব্যবস্থাপনার কৌশল ও অর্থের অভাব
Ο গ) পূর্ব অভিজ্ঞতা ও সুষ্ঠু ব্যবস্থাপনা জ্ঞানের অভাব
Ο ঘ) ব্যবস্থাপনার কৌশল ও প্রয়োজনীয় প্রশিক্ষণের অভাব
সঠিক উত্তর: (গ)

৪৯. প্রশিক্ষণ কর্মীর কর্মদক্ষতা বৃদ্ধির সাথে সাথে কোনটির সদ্ব্যবহার করে থাকে?
Ο ক) মূলধনের
Ο খ) সম্পদের
Ο গ) জনশক্তির
Ο ঘ) সময়ের
সঠিক উত্তর: (খ)

৫০. একটি নতুন ব্যবসায়ের উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন-
i. সাধারণ জ্ঞানবুদ্ধি
ii. উচ্চতর শিক্ষাগত যোগ্যতা
iii. কিছু অভিজ্ঞতা বা প্রশিক্ষণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) i ও iii
সঠিক উত্তর: (ঘ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd

বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post